West Bengal News Live: আবার বাড়ল দাম, নয়া রেকর্ড পেট্রোল-ডিজেলে

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Apr 2022 11:35 PM
West Bengal News Live: প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ এসএসসির উপদেষ্টা কমিটির সদস্যদের

প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরলেন এসএসসির উপদেষ্টা কমিটির ৪ জন।

West Bengal News Live: শীতলকুচিতে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন

কোচবিহারের শীতলকুচিতে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। শীতলকুচিতে সাঙ্গারবাড়িতে ধারাল অস্ত্র গিয়ে কুপিয়ে খুন। কী কারণে খুন? তদন্তে পুলিশ।

West Bengal News Live: মঙ্গলবার ঝালদায় পুরবোর্ড গঠন

সিবিআই তদন্তের নির্দেশের পরের দিনই কাল, মঙ্গলবার ঝালদা পুরবোর্ড গঠন। কালই ঝালদায় কালা দিবসের ডাক কংগ্রেসের।

West Bengal News Live: নয়া রেকর্ড ডিজেলের দামে

কাল কলকাতায় ডিজেল লিটারপ্রতি ৯৯ টাকা পার।

West Bengal News Live: আবার বাড়ল পেট্রোলের দাম

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। নয়া রেকর্ড পেট্রোলে। কাল সকাল ছ'টা থেকে কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১১৪ টাকা ২৮ পয়সা 

West Bengal News Live: হলদিয়ায় ঝুপড়িতে ভয়াবহ আগুন

হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ছাই। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন। কীভাবে অগ্নিকাণ্ড, এখনও স্পষ্ট নয়।

West Bengal News Live: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে উত্তপ্ত ডেবরা

স্থানীয় সমস্যা নিয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ। পঞ্চায়েত সদস্যের বিক্ষোভ চলাকালীন উত্তপ্ত ডেবরা। তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গীদের গাড়িতে হামলা। পাল্টা পঞ্চায়েত সদস্যের সঙ্গীদের গাড়িতেই বোমা পাওয়ার দাবি। শুরু তৃণমূল-বিজেপির তরজা।

West Bengal News Live: একাধিক জামিন অযোগ্য ধারা

ফতোয়াকাণ্ডে ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা।

West Bengal News Live: মহিষাদলে ফতোয়া-কাণ্ডে গ্রেফতার

মহিষাদলের গ্রামে ফতোয়া-কাণ্ডের ঘটনায় গ্রেফতার গ্রাম পরিচালন কমিটির সভাপতিও। তাঁর সঙ্গেই গ্রেফতার আরও চার জন।

West Bengal News Live: জলপাইগুড়ির শিল্পতালুকে দুষ্কৃতী তাণ্ডবে গ্রেফতার, শুরু রাজনৈতিক তরজা

জলপাইগুড়ির শিল্পতালুকে দুষ্কৃতী তাণ্ডব। গ্রেফতারির পরেও আতঙ্ক। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা বিরোধীদের। পাল্টা তোপ তৃণমূলের।

West Bengal News Live: বগটুই গ্রামে তদন্তে সিবিআই

রামপুরহাটকাণ্ডে তদন্তে সিবিআই। মনোবিদের সামনে ধৃতদের জেরা। গোপন জবানবন্দি দিলেন প্রত্যক্ষদর্শীরা। 

West Bengal News Live: মহিষাদলে ফতোয়াকাণ্ডে গ্রেফতার

মহিষাদলে গ্রাম পরিচালন কমিটির ফতোয়া ঘিরে বিতর্ক। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরেই গ্রেফতার ৫।

West Bengal News Live: সাপের বিষের প্রতিষেধক হিসেবে এবার আসছে ট্যাবলেট

সাপের বিষের প্রতিষেধক হিসেবে এবার আসতে চলেছে ট্যাবলেট। শীঘ্রই দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে।

West Bengal News Live: গোটা ঘটনায় প্রতিক্রিয়া ফিরহাদ-গোলাম রব্বানির

অভিযুক্ত জিম নওয়াজকে চিনি, তা বলে এমন কাণ্ড ঘটাতে বলিনি, প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। উপাচার্য এই নিয়ে কিছু বলেননি, দাবি মন্ত্রী গোলাম রব্বানির।

West Bengal News Live: আলিয়াকাণ্ডে ভাইরাল নতুন অডিও ক্লিপ

আলিয়াকাণ্ডে ভাইরাল নতুন অডিও ক্লিপে একের পর এক মন্ত্রীর নাম। পথে নামল তৃণমূল। ঘটনার পিছনে বড় মাথা, কটাক্ষ বিজেপির।

West Bengal News Live: হাইকোর্টে ধাক্কা খেয়ে সিবিআইয়ের সামনে এসএসসি-র ৪ উপদেষ্টা

নিজাম প্যালেসে গেলেন এসএসসির উপদেষ্টা কমিটির চার সদস্য। আদালতের নির্দেশে তাঁদের নিজাম প্যালেসে পৌঁছে দিল পুলিশ।

West Bengal News Live: ফরমানকে সমর্থন নয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের

থানায় ডেকে পাঠানো হয়েছে গ্রাম পরিচালন কমিটির সদস্যদের।

West Bengal News Live: মহিষাদলে গ্রাম পরিচালন কমিটির ফতোয়া ঘিরে বিতর্ক

গ্রামের কোনও মেয়ের বাইরে বিয়ে হলেও দিতে হবে চাঁদা! বিয়ের পর স্ত্রীকে গ্রামে নিয়ে এলেও গ্রাম কমিটিতে দিতে হবে চাঁদা! মহিষাদলের চক দ্বারিবেড়িয়া গ্রামে পরিচালন কমিটির ফতোয়া।

West Bengal News Live: খামে ভরা চিঠি দিয়ে আজব ফতোয়া

থানা নয়, কিছু হলে প্রথমে জানাতে হবে গ্রাম পরিচালন কমিটিকে! মহিষাদলে বাড়িতে বাড়িতে খামে ভরা চিঠি দিয়ে ফতোয়া। বাড়ির অনুষ্ঠানের আগেও গ্রাম কমিটির সঙ্গে আলোচনার ফরমান।

West Bengal News Live: ব্যবসায়ী খুনের ঘটনায় রণক্ষেত্র গলসি

মাথায় কুড়ুলবিদ্ধ ব্যবসায়ীর দেহ উদ্ধারে রণক্ষেত্র গলসি। অভিযুক্তর বাড়ি ও তাঁর আত্মীয়দের বাড়িতে আগুন। বাইক, ট্রাক্টর ও গাড়িতেও অগ্নিসংযোগ উত্তেজিত জনতার। স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় খুনের অভিযোগ 
অভিযুক্ত মনোজ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal News Live: ইডি আধিকারিকদের কলকাতা পুলিশের সমনে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

ইডি আধিকারিকদের কলকাতা পুলিশের সমনে স্থগিতাদেশ। অডিও টেপ ফাঁসের মামলায় ইডির আধিকারিকদের তলব কালীঘাট থানার। সেই তলবের উপরে দিল্লি হাইকোর্টের স্থগিতাদেশ। ১৭ মে পরবর্তী শুনানি পর্যন্ত নেওয়া যাবে না কড়া পদক্ষেপ। জানাল দিল্লি হাইকোর্ট। ১৭ মার্চ হাজিরা চ্যালেঞ্জ করে ইডির আধিকারকদের মামলা।

West Bengal News Live: আলিয়াকাণ্ডে সামনে আরও এক ভিডিও

আলিয়া কাণ্ডে সামনে এল আরও এক ভিডিও। উপাচার্যের ঘরে তাণ্ডবের পর হাতাহাতি।

West Bengal News Live: নিজাম প্যালেসে এসএসসি উপদেষ্টা কমিটির সদস্যরা

হাইকোর্টে ধাক্কা। অবশেষে কোর্টের নির্দেশে নিজাম প্যালেসে এসএসসির উপদেষ্টা কমিটির ৪ জন।

West Bengal News Live: বগটুইয়ের পেট্রোল পাম্পে তদন্তে সিবিআই

ঘটনার দিন রাতে টোটো ও বাইকে পেট্রোল আনার অভিযোগ গ্রামবাসীদের। এই পেট্রোল পাম্প থেকেই পেট্রোল নেওয়া হয়েছিল কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

West Bengal News Live: বগটুইয়ের পেট্রোল পাম্পে সিবিআই

বগটুইয়ের পেট্রোল পাম্পে সিবিআই। ঘটনার দিন রাতের সিসিটিভি ফুটেজ সংগ্রহ তদন্তকারীদের।

West Bengal News Live: আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে পথে এসএফআই

আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ডের প্রতিবাদে কলেজস্ট্রিটে বিক্ষোভ-অবস্থান এসএফআই-এর।

West Bengal News Live: মিহিলাল শেখের সঙ্গে কথা সিবিআইয়ের

কুমাড্ডা গ্রামে সিবিআই দল। মিহিলাল শেখের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। 

: West Bengal News Live: ফের কুমাড্ডা গ্রামে সিবিআই

রামপুরহাটের কুমাড্ডা গ্রামে সিবিআই। টোটো ও বাইক পরীক্ষা সিবিআইয়ের তদন্তকারীদের। ঘটনার দিন রাতে টোটো ও বাইকে পেট্রোল ও বোমা আনা হয়েছিল বলে অভিযোগ।

West Bengal News Live: সিবিআই তদন্তে খুশি ঝালদাকাণ্ডে ধৃতের স্ত্রী

সিবিআই তদন্তে খুশি তপন-খুনে ধৃত নরেন কান্দুর স্ত্রী। তাঁর স্বামী-ছেলেকে ফাঁসানো হয়েছে। সিবিআই তদন্তে সত্যি সামনে আসবে, দাবি নরেন কান্দুর স্ত্রী। 

West Bengal News Live: ঝালদাকাণ্ডে সিবিআই তদন্তে খুশি বিজেপি

ঝালদাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরাই তদন্ত করবেন এটা মানা যায় না, প্রতিক্রিয়া সুকান্তের।

West Bengal News Live: ঝালদাকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে প্রতিক্রিয়া কুণাল ঘোষের

প্রধান বিচারপতিও সিবিআইকে রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়ার কথা বলেছেন। যখন অভিযুক্তদের একের পর এক গ্রেফতার করছে রাজ্য, তখন সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন কুণাল ঘোষের। যদিও আদালতের রায়ের বিরুদ্ধে কিছু বলছেন না তিনি, দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। 

West Bengal News Live: রাজ্য সরকারের উপর মানুষের ভরসা নেই, কটাক্ষ বিজেপির

'তদন্ত শেষের আগেই তৃণমল রায় দিয়ে দিচ্ছে। রাজ্য সরকারের উপর ভরসা নেই মানুষের।' কটাক্ষ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের।

West Bengal News Live: আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

'আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ডে কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ। বিশ্বভারতীর VC গ্রেফতার হয়েছে?' তোপ মমতার। 

West Bengal News Live: আবেদন শুনল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ

বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চও শুনল না আবেদন। এসএসসি মামলায় আগেই সরে দাঁড়িয়েছে বিচারপতি টন্ডন ও বিচারপতি টিএস শিভাঙানামের ডিভিশন বেঞ্চ।

West Bengal News Live: এসএসসি-র উপদেষ্টা কমিটির ৪ সদস্যের অস্বস্তি বহাল। মামলা থেকে অব্যাহতি চাইল আরও একটি ডিভিশন বেঞ্চ

এসএসসি-র উপদেষ্টা কমিটির ৪ সদস্যের অস্বস্তি বহাল। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি চাইল হাইকোর্টের ৩টি ডিভিশন বেঞ্চ।

West Bengal News Live: রামপুরহাটকাণ্ডে নিহতদের পরিবারের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র রাজ্যের

রামপুরহাট হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিল রাজ্য সরকার।

West Bengal News Live: তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশে খুশি পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি

তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানালেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। 

West Bengal News Live: ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়ে চিঠি দিলেও উত্তর দেয়নি কেন্দ্র: মমতা

ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়ানোর ব্যবস্থা করে চিঠি পাঠানো হয়েছিল। কোনও উত্তর দেয়নি কেন্দ্র। তোপ মমতার।

West Bengal News Live: জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

'ভারতের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। সব কিছু বিক্রি করে দিচ্ছে। গ্যাসের দাম বেড়ে চলেছে।' সাংবাদিক বৈঠকে তোপ মুখ্যমন্ত্রীর। 

West Bengal News Live: সিবিআইয়ের হাতে মামলার সব নথি তুলে দিতে হবে সিটকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

সিটকে সিবিআইয়ের হাতে নথি হস্তান্তর করতে হবে। ৪৫ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের।

West Bengal News Live: সিবিআই তদন্ত হবে, বিচার পাব, বললেন তপন কান্দুর স্ত্রী

'সিবিআই তদন্ত হবে, ধরা পড়বেন আইসি, বিচার পাব।' বললেন নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু।

West Bengal News Live: ঝালদাকাণ্ডে সিবিআই তদন্ত

ঝালদা কাউন্সিলর খুন কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের।

West Bengal News Live:জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধে ট্যুইট করলেন রাহুল গাঁধী

জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধে ট্যুইট করলেন রাহুল গাঁধী। 

WB News Live Updates:স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও পাঁচ-পাঁচটি হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় দুর্ঘটনাগ্রস্ত রোগী মৃত্যুর অভিযোগ

স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও পাঁচ-পাঁচটি হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় দুর্ঘটনাগ্রস্ত রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমানের লাউদোহায়। গতকাল রাতে মৃত নির্মল মণ্ডলের বাড়িতে যান আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ তোলেন।  তাঁর অভিযোগ, লোকে বিনা চিকিত্‍সায় মারা যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা মিলছে না। 
পাল্টা তৃণমূলের লাউদোহার ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়ের অভিযোগ, মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি।  কেন, কী হয়েছে, তা খতিয়ে দেখবে প্রশাসন। গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। 

West Bengal News Live: হেনস্থার কথা বলতে গিয়ে ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

হেনস্থার কথা বলতে গিয়ে ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলি। তিনি জানালেন, এত অপমানের পর আর  আলিয়ার উপাচার্য পদে নয়, ফিরতে চান যাদবপুর বিশ্ববদ্যালয়ে। তাঁর এই ইচ্ছের কথা তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও জানিয়েছেন বলে দাবি আলিয়ার উপাচার্যের।সেইসঙ্গে তিনি জানান, যা ঘটেছে তা জানাবেন মুখ্যমন্ত্রী ও আচার্য রাজ্যপালকে।  

WB News Live Updates:আলিয়া বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত ছাত্রনেতার তাণ্ডবের ঘটনায় আজ একটি অডিও ক্লিপ সামনে আনল পড়ুয়ারা

আলিয়া বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত ছাত্রনেতার তাণ্ডবের ঘটনায় আজ একটি অডিও ক্লিপ সামনে আনল পড়ুয়ারা

West Bengal News Live: রামপুরহাটকাণ্ডে এবার বর্তমান এসডিপিও-কে তলব

রামপুরহাটকাণ্ডে এবার বর্তমান এসডিপিও-কে তলব। এসডিপিও-কে তলব করল সিবিআই। রামরপুরহাটে সিবিআইয়ের ক্যাম্প অফিসে হাজিরা। জিজ্ঞাসাবাদ চলছে এসডিপিও-র। 

WB News Live Updates: প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তানওয়ার আজ যোগ দিতে পারেন আম আদমি পার্টিতে

তৃণমূলের হরিয়ানার আহ্বায়ক, প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তানওয়ার আজ যোগ দিতে পারেন আম আদমি পার্টিতে।

West Bengal News Live: মাটিয়া এবং মালদা ধর্ষণ মামলায় আপাতত রাজ্য পুলিশেই আস্থা হাইকোর্টের

মাটিয়া এবং মালদা ধর্ষণ মামলায় আপাতত রাজ্য পুলিশেই আস্থা হাইকোর্টের।  আজ শুনানিতে হাইকোর্টের বেঞ্চ জানিয়েছে, পুলিশি তদন্তের ওপর নজর রাখছে হাইকোর্ট।  নির্দিষ্ট সময় অন্তর রিপোর্টও তলব করা হচ্ছে।  তবে মামলাকারীরা চাইলে কোনও উচ্চপদস্থ পুলিশকর্তার নাম সুপারিশ করতে পারেন। আদালত সেই নাম বিবেচনা করে দেখবে।

WB News Live Updates: এসএসসি মামলায় এস আচার্য ও পিকে বন্দ্যোপাধ্যায়কে সিবিআই অফিসে নিয়ে যেতে নির্দেশ

এসএসসি মামলায় এস আচার্য ও পিকে বন্দ্যোপাধ্যায়কে সিবিআই অফিসে নিয়ে যেতে নির্দেশ। দুপুর ২টোর মধ্যে সিবিআই অফিসে নিয়ে যেতে নির্দেশ। ডিসি সেন্ট্রালকে নির্দেশ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের। বাকি দু’জনকে বিধাননগরের পুলিশ কমিশনারকে নির্দেশ সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ। দুপুর ৩টের মধ্যে নিয়ে যেতে নির্দেশ।  স্থগিতাদেশ চেয়ে এবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। দুপুর ১টায় আসতে নির্দেশ প্রধান বিচারপতির, সেই সময় হবে সিদ্ধান্ত।

West Bengal News Live: রামপুরহাটে ভাদু শেখের মামলা গ্রহণে সিবিআই-এর অবস্থান জানতে চাইল আদালত

রামপুরহাটে ভাদু শেখের মামলা গ্রহণে সিবিআই-এর অবস্থান জানতে চাইল আদালত। রিপোর্ট দিয়ে নিজের অবস্থান জানাবে সিবিআই। আগামী ৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। গত ২১ মার্চ বোমার আঘাতে খুন হয়েছিলেন তৃণমূলের উপ প্রধান ভাদু শেখ। 

WB News Live Updates: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে পারিবারিক অশান্তির তত্ত্ব খারিজ ধৃতের পরিবারের

পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুনের ঘটনায় পুলিশ যে পারিবারিক বিবাদের তত্ত্ব খাড়া করেছে, তা খারিজ করলেন ধৃত নরেন কান্দুর স্ত্রী।    
তপনকে খুনের ঘটনায় তাঁর দাদা নরেন কান্দুকে গ্রেফতার করেছে পুলিশ।  পুলিশের দাবি, পারিবারিক বিবাদের কারণেই খুন হন কংগ্রেস কাউন্সিলর। পুলিশের সেই পারিবারিক বিবাদের তত্ত্ব খারিজ করলেন ধৃত নরেন কান্দুর স্ত্রী। তাঁর দাবি, ষড়যন্ত্র করে তাঁর স্বামী ও ছেলেকে ফাঁসানো হয়েছে। এর পিছনে অন্য কেউ আছে। ধৃতের স্ত্রীর দাবি, সিবিআই তদন্ত হলে সত্যিটা সামনে আসবে। 
গতকাল একই দাবি করেন, নিহত তপন কান্দুর স্ত্রীও। 

West Bengal News Live: এসএসসি-র ১০টি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ টন্ডন

এসএসসি-র ১০টি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ টন্ডন। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম শিক্ষক নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন হরিশ টন্ডন। আজ এসএসসি মামলার শুনানি হওয়ার কথা ছিল হরিশ টন্ডনের বেঞ্চে। 

WB News Live Updates: বালিগঞ্জের সিপিএম প্রার্থীর সমর্থনে ভিডিও বার্তা নাসিরুদ্দিন শাহের

বালিগঞ্জের সিপিএম প্রার্থীর সমর্থনে ভিডিও বার্তা নাসিরুদ্দিন শাহের। বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা হালিমের সমর্থনে ভিডিও বার্তা। 

West Bengal News Live:রামপুরহাটকাণ্ডে গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য আদালতে আবেদন জানাতে চলেছে সিবিআই

রামপুরহাটকাণ্ডে গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য আদালতে আবেদন জানাতে চলেছে সিবিআই। এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ইতিমধ্যে বগটুই গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে সিবিআই। সেদিন রাতে কী ঘটেছিল? কারা ছিল হামলাকারী, এ সব নিয়ে কয়েকজন গ্রামবাসীর গোপন জবানবন্দি নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরইমধ্যে সোনা শেখের বাড়ি থেকে যে ৭টি দগ্ধ দেহ উদ্ধার হয়েছিল, তার ডিএনএ নমুনা দিল্লির ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠিয়েছে সিবিআই। 

WB News Live Updates: জলপাইগুড়ির রাজগঞ্জে মগরসুব্বা শিল্পতালুকে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ

জলপাইগুড়ির রাজগঞ্জে মগরসুব্বা শিল্পতালুকে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ।  বৃহস্পতিবার শিল্পতালুকে শক্তি স্টিল কারখানায় হামলা হয়।  দুষ্কৃতী হামলার ভিডিও ফুটেজ জমা দিয়ে থানায় অভিযোগ জানায় কারখানা কর্তৃপক্ষ। ঘটনার প্রেক্ষিতে শুক্রবার একজনকে গ্রেফতার করে পুলিশ।  এরপর গতকাল রাতে গ্রেফতার করা হয় আরও একজনকে। সূত্রের খবর, আজ ওই শিল্পতালুকে বসানো হচ্ছে পুলিশ ক্যাম্প।   হামলার নিন্দা করে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে নর্থ বেঙ্গল ইন্ড্রাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। 

West Bengal News Live: পূর্ব বর্ধমানের গলসিতে মাথায় কুড়ুলবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধার

পূর্ব বর্ধমানের গলসিতে মাথায় কুড়ুলবিদ্ধ অবস্থায় মাছ ব্যবসায়ী যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।  গলসি থানার সন্তোষপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা ওই যুবকের নাম উত্‍পল ঘোষ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ মাথায় কুড়ুল বেঁধা অবস্থায় তাঁর মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বাড়ির থেকে কিছুটা দূরেই মেলে দেহ।  এই ঘটনায় পুলিশ মনোজ ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।  প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, ব্যক্তিগত শত্রুতার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। 

WB News Live Updates: পূর্ব বর্ধমানে মর্মান্তিক দুর্ঘটনায় এক পরিবারের চারজন সহ মৃত্যু হল ৫ জনের

পূর্ব বর্ধমানে মর্মান্তিক দুর্ঘটনায় এক পরিবারের চারজন সহ মৃত্যু হল ৫ জনের। আজ সকালে বর্ধমান থানা এলাকায় ২ নম্বর জাতীয় সড়ক বি-তে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ঝিঙুটি মোড়ের কাছে একটি টোটোর সঙ্গে ডাম্পারের সংঘর্ষ হয়। টোটোর যাত্রী একই পরিবারের চারজনের মৃত্যু হয়। মৃত্যু হয়েছে টোটো চালকেরও।

West Bengal News Live: আনন্দপুর থানা এলাকার বাসন্তী হাইওয়ের ধারে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

আনন্দপুর থানা এলাকার বাসন্তী হাইওয়ের ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, হাইওয়ের ধারে খালে, দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই পুলিশকে খবর দেন। পরে আনন্দপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।

WB News Live Updates: ১৪ দিনে ১২ বার, ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম

ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে ১৪ দিনে ১২ বার দাম বাড়ল জ্বালানির। সেইসঙ্গে দেশে সর্বকালীন রেকর্ড হল পেট্রোলের দামের। ডিজেলের দামও ১০০ ছুঁই ছুঁই। লিটারপ্রতি ৪২ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১১৩ টাকা ৪৫ পয়সা। ৪০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৮ টাকা ২২ পয়সা। দেখা যাচ্ছে, এই ১৪ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ৮ টাকা ৭৮ পয়সা। একই সময়ে ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৪৩ পয়সা। 

West Bengal News Live: ছেলে কখনও হুমকি দিতে পারে না, অন্যায়ের বহিঃপ্রকাশ, দাবি গিয়াসউদ্দিনের বাবার

ছেলে কখনও হুমকি দিতে পারে না। অন্যায়ের বহিঃপ্রকাশ, দাবি গিয়াসউদ্দিনের বাবার।

WB News Live Updates: ২টি টোটো থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক টিম

রামপুরহাটকাণ্ডে পেট্রোল ও বোমা নিয়ে আসার অভিযোগে, ২টি টোটো থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক টিম। নজরে আরও একটি টোটো। রবিবার ফের জিজ্ঞাসাবাদ করা হল আনারুল হোসেন-সহ ধৃত ১৫জনকে।

West Bengal News Live: কোলিয়ারিতে বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়িঘর

কোলিয়ারিতে বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়িঘর। বারবার এমনই অভিযোগ তুলেছেন বড়জোড়ার মনোহরগ্রামের বাসিন্দারা। অভিযোগ পাওয়ার পর কম্পনের মাত্রা মাপতে বিশেষজ্ঞ দলের পরামর্শ নিচ্ছে বাঁকুড়া জেলা প্রশাসন। শুরু হয়েছে কম্পনের মাত্রা পরিমাপ করার প্রক্রিয়া।

WB News Live Updates: তৃণমূল পরিচালিত মাথাভাঙা পুরসভার অনুষ্ঠানে আমন্ত্রণ বিতর্ক

তৃণমূল পরিচালিত মাথাভাঙা পুরসভার অনুষ্ঠানে আমন্ত্রণ বিতর্ক। তাঁকে ডাকাই হয়নি বলে অভিযোগ তৃণমূলের জেলা চেয়ারম্যানের। 

West Bengal News Live: আলিয়ায় টিএমসিপির বহিষ্কৃত ছাত্রনেতার তাণ্ডব, ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত

আলিয়ায় টিএমসিপির বহিষ্কৃত ছাত্রনেতার তাণ্ডব, ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত।

WB News Live Updates: আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে বহিষ্কৃত ছাত্র নেতার তাণ্ডব

আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে বহিষ্কৃত ছাত্র নেতার তাণ্ডব। অকথ্য ভাষায় গালাগালি, খুনের হুমকি। ২ দিন পরে গ্রেফতার।

প্রেক্ষাপট

আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে বহিষ্কৃত ছাত্র নেতার তাণ্ডব। অকথ্য ভাষায় গালাগালি, খুনের হুমকি। ২ দিন পরে গ্রেফতার।


 


আলিয়ায় টিএমসিপির বহিষ্কৃত ছাত্রনেতার তাণ্ডব, ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত।  খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু।


 


আলিয়াকাণ্ডে আজ মুখ্যসচিবকে তলব রাজ্যপালের।


 


পুলিশকে খবর দিলেও আসেনি, দাবি উপাচার্যের।


 


৮ মাস আগের কথোপকথন, বিকৃত করে ভাইরাল, দাবি তৃণমূল ঘনিষ্ঠ জিম নওয়াজের। পরিকল্পনা করেই হেনস্থা উপাচার্যকে ? বাইরের লোকের ইন্ধন ? উঠছে প্রশ্ন।


 


রামপুরহাট হত্যাকাণ্ডের দু সপ্তাহের মাথায় বগটুই গ্রামে তৃণমূল উপপ্রধান খুনে অভিযুক্তের বাড়ির পাশ থেকেই উদ্ধার ড্রামভর্তি বোমা। নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড।


 


আরও বড় অশান্তি সৃষ্টির জন্যই কি বোমা মজুত ? মুখ্যমন্ত্রী সহ ভিআইপিরা বগটুই যাওয়ার আগে তল্লাশিতে কেন উদ্ধার হল না বোমা ? নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন।


 


রামপুরহাটকাণ্ডে পেট্রোল ও বোমা নিয়ে আসার অভিযোগে ২টি টোটো থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক টিমের। ফের জিজ্ঞাসাবাদ আনারুল হোসেন সহ ধৃত ১৫ জনকে।


 


রিবারিক অশান্তিতে খুন ঝালদার কংগ্রেস কাউন্সিলর। খুনিকে ৭ লক্ষ টাকা দাদা নরেন কান্দুর, দাবি এসপি-র। পুলিশ হেফাজতে নরেন, আসিক। মানতে নারাজ নিহতের স্ত্রী।


 


ঝালদাকাণ্ডে আইসিকে ক্লিনচিট এসপির।


 


সিবিআই এখন আর খাঁচাবন্দি তোতা নয়। নিষ্ঠার সঙ্গে কাজ করছে সিবিআই। মন্তব্য কেন্দ্রীয় আইনমন্ত্রীর। বিরোধীদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার বিজেপির, পাল্টা তৃণমূল।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.