West Bengal News:নুসরত বিতর্কের মাঝেই এবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আবেদন
Bengal News Live : জেলা থেকে জেলা, সব খবর সবার আগে জানতে, নজর রাখুন এখানে।
এসএফআই-টিএমসিপি সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান। বিবেকানন্দ কলেজ গেটের সামনের এলাকায় সংঘর্ষ। একে অপরের বিরুদ্ধে বাঁশ,লাঠি ও রড দিয়ে হামলা। আহত উভয়পক্ষের প্রায় ১৫ জন
নবগ্রামে লকআপে যুবককে পিটিয়ে মারার অভিযোগ পরিবারের। নবগ্রাম থানা ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতার, তুমুল ইটবৃষ্টি
নুসরত বিতর্কের মাঝেই এবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আবেদন। তদন্তের আবেদন জানিয়ে ইডি-র দ্বারস্থ তৃণমূল কাউন্সিলর তুলসী সিন্হা রায়। 'রোজভ্যালি থেকে লাভবান হয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। রোজভ্যালি কাণ্ডের তদন্ত ইডি করলেও লকেট তার বাইরে কেন ?' পাল্টা চ্যালেঞ্জ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের
রাজভবনের অ্যান্টি করাপশন সেলে বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ। অভিযোগ পেয়ে সক্রিয় রাজ্যপাল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন পুনর্নবীকরণ স্থগিত। তদন্তের নির্দেশ, পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে ব্যবস্থা, জানিয়েছেন সিভি আনন্দ বোস। রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে পদক্ষেপ বোসের
সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসগামী স্কুলবাস থেকে আচমকা ধোঁয়া বেরোতে থাকায় আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে বাসটি থামিয়ে পড়ুয়াদের নামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। শর্টসার্কিটের জেরে এই ঘটনা, প্রাথমিক অনুমান দমকলের। সুরক্ষিত রয়েছে পড়ুয়ারা।
দলের তরফে পাঠানো শো-কজের উত্তর দিতে গিয়েই ভোল বদল হুমায়ুন কবীরের। জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তাঁর পূর্ণ আস্থা আছে। আস্থা আছে সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরেও
বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সব প্যারামিটার স্বাভাবিক। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মুখ দিয়ে খাওয়ানো হয় সামান্য তরল খাবার। তবে এখনও বাইপ্যাপ ও রাইলস টিউব খোলা নিয়ে সিদ্ধান্ত হয়নি।
রাজভবনের অ্যান্টি করাপশন সেলে বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ। অভিযোগ পেয়ে সক্রিয় রাজ্যপাল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন পুনর্নবীকরণ স্থগিত। তদন্তের নির্দেশ, পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে ব্যবস্থা, জানিয়েছেন সিভি আনন্দ বোস। রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে পদক্ষেপ বোসের
নুসরত বিতর্কের মাঝেই এবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আবেদন। তদন্তের আবেদন জানিয়ে ইডি-র দ্বারস্থ তৃণমূল কাউন্সিলর তুলসী সিন্হা রায়
উলুবেড়িয়ার পঞ্চায়েতের নথি বিকৃত করার মামলায় বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশে কোনও হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। মামলা ফেরত গেল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চেই। সিঙ্গল বেঞ্চকে বিস্তারিতভাবে এসডিও-র বক্তব্য শোনার পরামর্শ ডিভিশন বেঞ্চের। এসডিও-র বক্তব্য শুনে তার পরেই চূড়ান্ত নির্দেশ দেবে সিঙ্গল বেঞ্চ, নির্দেশ ডিভিশন বেঞ্চের।।
অবিলম্বে রেলের শূন্যপদে নিয়োগ করতে হবে। এই দাবিতে কলকাতায় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসে বিক্ষোভ। দেখালেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে, আগামী রবিবার ভার্চুয়াল মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্প-৩-এর শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
হেফাজতে অত্যাচার করছে ইডি, এমনই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিয়োগ দুর্নীতিতে ধৃত কুম্তল ঘোষ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র বেহালা। লরির ধাক্কায় মৃত্যু বড়িশা হাইস্কুলের প্রাথমিকের পড়ুয়া সৌরনীল সরকারের।
বিতর্কে পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল। পালসিট টোল প্লাজার স্টপার ভেঙে এগনোর চেষ্টা। বাধা দিলে টোল প্লাজার কর্মীকে 'গলা ধাক্কা'! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির শিলিগুড়ি পুরনিগম অভিযানকে ঘিরে পুলিশ ও কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি। শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত একাধিক এলাকার রাস্তা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। সেই সমস্ত রাস্তার দ্রুত সংস্কারের দাবি সহ মোট ৯দফা দাবিতে শুক্রবার মিছিল করে শিলিগুড়ি পুরনিগমে স্মারকলিপি প্রদান করতে যায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা। তবে পুরনিগমে প্রবেশ করতে গেলেই শুরু হয়ে যায় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে ধস্তাধস্তি।
আনন্দপুরে আইভিএফ সেন্টারের আড়ালে শিশুপাচারচক্র। খাস কলকাতায় সদ্যোজাতকে বিক্রি করে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে। পুলিশের হাতে উঠে এসেছে একের পর এক 'লিঙ্ক'।
ধৃত মমতা পাত্রকে একটি আইভিএফ সেন্টারে নিয়ে এসেছে পুলিশ
ফের নদিয়ায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। কল্যাণী জেএনএম হাসপাতালে মৃত্যু রানাঘাটে ডেঙ্গি আক্রান্ত এক ব্যক্তির। ৭-৮দিন ধরে জ্বরে ভুগছিলেন, কল্যাণী জেএনএম হাসপাতালে মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি পজিটিভের কথা উল্লেখ। রাজ্যে ২২দিনে ১০জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু
বালুরঘাটে জনস্বাস্থ্য কারিগরি দফতরে বিধ্বংসী আগুন। জনস্বাস্থ্য কারগরি দফতরের দোতলায় আগুন। দুপুর তিনটে নাগাদ আগুন লাগে জনস্বাস্থ্য কারিগরি দফতরে। আতঙ্কে হুড়োহুড়ি সরকারি কর্মীদের। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
রাজভবনের অ্যান্টি করাপশন সেলে বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ। অভিযোগ পেয়ে সক্রিয় রাজ্যপাল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন পুনর্নবীকরণ স্থগিত। তদন্তের নির্দেশ, পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে ব্যবস্থা, জানিয়েছেন সিভি আনন্দ বোস।
সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার সম্মতি খারিজ করল সুপ্রিম কোর্ট। সম্প্রতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে। হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন এক আইনজীবী। শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগের গ্রহণযোগ্যতা থাকলে এফআইআর করা যাবে। বলে নির্দেশ দেয় হাইকোর্ট
এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
'পুলিশের অবস্থা করুণ, তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী। আর এই জন্যই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বেহালায়', অভিযোগ শুভেন্দু অধিকারীর।
নুসরত বিতর্কের মাঝেই এবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আবেদন। তদন্তের আবেদন জানিয়ে ইডি-র দ্বারস্থ তৃণমূল কাউন্সিলর তুলসী সিনহা রায়। 'রোজভ্যালি থেকে লাভবান হয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও' অভিযোগ।
রিকশচালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল আরেক রিকশচালক বিরুদ্ধে। বাঘাযতীন রামঠাকুর আশ্রম এলাকার ঘটনা। মৃতের নাম প্রণয় সাপুই ওরফে বাপি (৪২)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে ভ্যান চালক প্রণয় সাপুই ও রবি হালদারের মধ্যে ঠাট্টাকে কেন্দ্র করে বাদানুবাদ শুরু হয়। কিছুক্ষণের মধ্য়েই হাতাহাতি। ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়েন প্রণয়। মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। তড়িঘড়ি বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
দু্র্ঘটনার পর রণক্ষেত্র ডায়মন্ড হারবার রোড, কাছের ট্রাফিক গার্ড ভাঙচুর উত্তেজিত জনতার। পুড়িয়ে দেওয়া হল সমস্ত নথি
বৃহস্পতিবারই ইডিকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । সেইমতো নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করল ইডি। আজ এসএসকেএম হাসপাতালে গিয়ে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করে ইডি। হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলেন ইডির প্রধান তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্র। কালীঘাটের কাকুর ধমনীতে ব্লকেজ রয়েছে, বাইপাস সার্জারির যুক্তি দেখিয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন সুজয়কৃষ্ণ ভদ্র
বিজেপির বিরুদ্ধে এবার সরব বিজেপির বিধায়ক। গোর্খাল্যান্ড ইস্যুতে বিধানসভার আম্বেদকার মূর্তির সামনে অবস্থানে কার্শিয়ঙের বিধায়ক। 'গোর্খাল্যান্ড নিয়ে সরব হব বলে লোকসভায় কথা দিয়েছিলাম, কেউ সরব হলেন না'। অভিযোগ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার।
ব্যালট বিতর্কে হাইকোর্টের প্রশ্নের মুখে ধূপগুড়ির বিডিও। প্রার্থী ব্যালট লুকিয়েছিলেন পরে ব্যালট বক্সে ঢুকিয়ে দেবেন বলে। বিডিওর দাবিতে বিস্মিত বিচারপতি। প্রিসাইডিং অফিসারকে পার্টি করার নির্দেশ।
গাড়ি আটকে টোল চাওয়ায় কর্মীকে গলা ধাক্কা! বিতর্কে সাংসদ সুনীল মণ্ডল। পালসিট টোল প্লাজার ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল।
গাড়ি আটকে টোল চাওয়ায় কর্মীকে গলা ধাক্কা! বিতর্কে সাংসদ সুনীল মণ্ডল। পালসিট টোল প্লাজার ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল।
দুর্ঘটনার পর পালানোর চেষ্টা, সাঁতরাগাছিতে ঘাতক লরি ও চালক পাকড়াও।
কান্নায় ভাঙলেন মৃত শিশুর স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের সামনে ফাটল কাঁদানে গ্যাসের শেল, অসুস্থ শিশু পড়ুয়া ও অভিভাবকরা।
মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতিকে জুতোপেটা দলীয় কর্মীর। কলকাতা হাইকোর্ট চত্বরে প্রদ্যুৎ বৈদ্যকে জুতোপেটা পঞ্চায়েত ভোটের বিজেপি প্রার্থীর। 'জেলায় বিভিন্ন লোকেদের কাছে টাকা তুলেছেন প্রদ্যুৎ'। 'টাকা তুললেও প্রার্থীদের জেতানোর কোনও চেষ্টা করেননি' অভিযোগ বিজেপি প্রার্থীদের। 'হাইকোর্টের সামনেই হামলা, দলের কেউ নন, হামলাকারীরা তৃণমূলের এজেন্ট', পাল্টা দাবি প্রদ্যুৎ বৈদ্যের।
গাড়ি থেকে টোল চাওয়ায় সাংসদের 'দাদাগিরি'! বিতর্কে পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল । পালসিট টোল প্লাজার স্টপার ভেঙে এগনোর চেষ্টা । বাধা দিলে টোল প্লাজার কর্মীকে গলা ধাক্কা ! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। 'গাড়ি আটকানোয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যেতে দেরি হচ্ছিল'। 'গাড়ি কিছুতেই না ছাড়ায় উত্তেজনার মুহূর্তে ধাক্কা দিয়েছি, আমি অনুতপ্ত'। বিতর্কের মুখে সাফাই সাংসদ সুনীল মণ্ডলের।
জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। কাঁদানে গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়ে স্কুলের বেশ কিছু পড়ুয়া এবং অভিভাবক। ইটের ঘায়ে আহত এক পুলিশকর্মীও। এরপর ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। প্রায় তিনঘন্টার চেষ্টায় শেষপর্যন্ত রাস্তা অবরোধ মুক্ত করে পুলিশ
প্রাথমিকের পড়ুয়ার নাম সৌরনীল সরকার। স্থানীয় সূত্রে খবর, বাবার সঙ্গে রাস্তা পেরোনোর সময় বেপোরোয়া গতিতে আসা লরিটি পড়ুয়াকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাবা সরোজকুমার সরকারের। পরে তাঁকে এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারের নিয়ে যাওয়া হয়। পুলিশের
গাড়ি ও একটি বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।
পুলিশের গাড়ি ও একটি বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। সরকারি বাসে ভাঙচুর। মৃতদেহ আটকে রেখে তুমুল বিক্ষোভ। নামল পুলিশ, জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। জনতার ইটের ঘায়ে আহত পুলিশকর্মী।
বেহালার দুর্ঘটনায় মৃত শিশুর বাবারও অবস্থা আশঙ্কাজনক। পুলিশের গাড়ি ও একটি বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। সরকারি বাসে ভাঙচুর। মৃতদেহ আটকে রেখে তুমুল বিক্ষোভ। নামল পুলিশ, জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। জনতার ইটের ঘায়ে আহত পুলিশকর্মী।
সাতসকালে বেহালায় মর্মান্তিক দুর্ঘটনা, মাটিবোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল বড়িশা হাইস্কুলের প্রাইমারি সেকশনের পড়ুয়ার
। স্থানীয় সূত্রে খবর, মায়ের সঙ্গে রাস্তা পেরোনোর সময় লরির পড়ুয়াকে ধাক্কা মারে লরিটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় তার, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি মা। পুলিশের গাড়ি ও একটি বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।
মৃতদেহ আটকে রেখে চলছে বিক্ষোভ ।
রিকশচালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল আরেক রিকশচালক বিরুদ্ধে। বাঘাযতীন রামঠাকুর আশ্রম এলাকার ঘটনা। মৃতের নাম প্রণয় সাপুই ওরফে বাপি (৪২)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে ভ্যান চালক প্রণয় সাপুই ও রবি হালদারের মধ্যে ঠাট্টাকে কেন্দ্র করে বাদানুবাদ শুরু হয়। কিছুক্ষণের মধ্য়েই হাতাহাতি। ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়েন প্রণয়। মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। তড়িঘড়ি বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
'আমনে সামনে' অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিনকয়েক আগেই এই কর্মসূচির ঘোষণা করেছিলেন রাজ্যপাল। আজ দ্বিতীয় দিন। বিদ্যাসাগর ইউনিভার্সিটির এক পড়ুয়ার অভিযোগ শোনেন তিনি। এদিন মোট ৫জন পড়ুয়ার সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোস। সমস্যা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
নিরাপত্তা চেয়ে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের জয়ী ৪ বিরোধী প্রার্থী। বোর্ড গড়তে গান পয়েন্টে রেখে, ২৭ জুলাই পঞ্চসায়রের ভাড়া বাড়ি থেকে ৪ জয়ী বিরোধী প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ফিরে আসার পর থেকেই একসঙ্গে রয়েছেন কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী ৩ বিজেপি প্রার্থী ও একজন বাম সমর্থিত নির্দল প্রার্থী। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগেও সরব হয়েছেন তাঁরা।
প্রেক্ষাপট
এক নজরে আজকের শিরোনাম :
- নুরের জিএসটি 'কানেকশন' : মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টার মামলায় বিস্ফোরক তথ্য। জিএসটির ডিজি পদের অফিসারের সঙ্গে যোগাযোগ ধৃতের। কলকাতার হোটেলে একাধিকবার বৈঠক। দাবি সরকারি আইনজীবীর।
- নুরকে জিএসটির পুরস্কার : জিএসটি ফাঁকি নিয়ে তথ্য সরবরাহ করতেন ধৃত নুর আমিন। তার ওপর ভিত্তি করেই কোটি কোটি টাকা কর আদায়। ধৃতকে ১৮ লক্ষ টাকা পুরস্কার কেন্দ্রীয় সংস্থার। দাবি সরকারি আইনজীবীর।
- ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ : সকালে সল্টলেক, বেলায় ডায়মন্ড হারবার। ফের বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। দ্রুত নিয়োগের দাবিতে ডায়মন্ড হারবারে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখান দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের প্যানেলভুক্ত চাকরিপ্রার্থীরা।
- ফের পার্থর জামিনের আবেদন খারিজ : প্রভাবশালী তকমাতেই ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ। 'অত্যন্ত প্রভাবশালী' পার্থ জামিন পেলে তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কা ইডি-র। পার্থর বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্বে ইডির 'পঞ্চবাণে'ই সিলমোহর আদালতের।
- মেডিক্যাল রিপোর্ট নিয়ে সংশয় : চিকিৎসার কারণে অন্তর্বর্তী জামিনের আবেদন সুজয়কৃষ্ণ ভদ্রর। তীব্র বিরোধিতা ইডির। বাইপাস সার্জারির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। এসএসকেএমের মেডিক্যাল রিপোর্ট নিয়ে সংশয়। ইডিকেই মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ বিচারপতির।
- শিক্ষকদের মুচলেকা : ২০১২-র পূর্ব মেদিনীপুরে প্রাথমিকে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের দিতে হচ্ছে মুচলেকা! মোট ৩ হাজার ৯২৪ জনকে দিতে হচ্ছে মুচলেকা! এ সংক্রান্ত নির্দেশ এসপি-কে পাঠিয়েছেন জেলাশাসক। ২০১২-র প্যানেলে কোনও আত্মীয়স্বজন ছিল কি না, তা জানতে চেয়ে নেওয়া হচ্ছে মুচলেকা। ক্ষুব্ধ শিক্ষকদের একাংশ।
- মুখ্যসচিবের বিরুদ্ধে চিঠি : মুখ্যসচিবের বিরুদ্ধে কেন্দ্রকে চিঠি শুভেন্দু অধিকারীর। নবান্নে বসে রাজনৈতিক বক্তব্য পেশ মুখ্যসচিবের, অভিযোগ বিরোধী দলনেতার।
- বিডিওর বক্তব্যে বিস্মিত বিচারপতি : ধূপগুড়ির বিডিও-র বক্তব্যে বিস্মিত বিচারপতির অমৃতা সিনহা। 'প্রার্থী নিজেই ব্যালট লুকিয়ে রেখেছিলেন পরে বাক্সে ঢুকিয়ে দেবেন বলে', আদালতে সওয়াল বিডিওর। 'প্রার্থী ভোটে দাঁড়ায় জেতার জন্য, ব্যালট বাড়িতে রেখে কী হবে ?', প্রশ্ন বিচারপতি সিনহার। ধূপগুড়ির শাকোয়াঝোরা-২ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রিসাইডিং অফিসারকে মামলায় পার্টি করার নির্দেশ।
- বিজয় উৎসবে 'সৌজন্য' : ১৩ অগাস্ট ভাঙড়ে তৃণমূলের বিজয় উৎসবে নৌশাদ সিদ্দিকিকে আমন্ত্রণ। প্রয়োজনে চিঠি, জানালেন সওকত। সন্ত্রাস করে জিতেছে তৃণমূল, যাওয়ার প্রশ্নই নেই, পাল্টা নৌশাদ।
- শুরু ডুরান্ড কাপ : ১৩২-তম ডুরান্ড কাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ফুটবলে শট মেরে টুর্নামেন্টের উদ্বোধন। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আর্মি একাদশকে ৫-o গোলে হারাল মোহনবাগান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -