WB News Live Updates: বারাণসী থেকে ফেরার সময় মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাট

অ্যাপ ক্যাব নিয়ন্ত্রণের পথে রাজ্য, ভাড়া বাঁধল পরিবহণ দফতর। নদিয়ার তাহেরপুর পুরসভা সিপিএমের দখলে। বদল ওসি। রুটিন বদলি, জানাল জেলা পুলিশ। মানুষ ভোট দিতে পেরেছে, তাই ওসি ট্র্যান্সফার, কটাক্ষ অধীরের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Mar 2022 10:04 PM
West Bengal News Live Updates: কলকাতার একটি ডায়াগনস্টিক সেন্টারের নাম দিয়ে ভুয়ো কোভিড রিপোর্ট তৈরির অভিযোগ

কলকাতার একটি ডায়াগনস্টিক সেন্টারের নাম দিয়ে ভুয়ো কোভিড রিপোর্ট তৈরির অভিযোগ উঠল। মুচিপাড়া থানা, লালবাজারের সাইবার ক্রাইম ও যুগ্ম পুলিশ কমিশনারের দফতরে অভিযোগ দায়ের করা হয়েছে। সংস্থার অনুমান, বাংলাদেশ থেকে এই চক্র চালানো হচ্ছে।

WB News Live Updates: এসি ট্রামে আগুন লেগে বিপত্তি

এসি ট্রামে আগুন লেগে বিপত্তি। আজ নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে আচমকাই ধর্মতলাগামী ট্রামে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে ট্রাম। যাত্রীরা আতঙ্কে তড়িঘড়ি নেমে যান। সূত্রের খবর, দমকল আসার আগেই পুরসভার জলের গাড়ির সাহায্যে নিভিয়ে ফেলা হয় আগুন। 

West Bengal News Live Updates: তুমুল হইহট্টগোল কলকাতা পুরসভার বাজেট আলোচনায়

কটাক্ষের পাল্টা সমালোচনা। তুমুল হইহট্টগোল কলকাতা পুরসভার বাজেট আলোচনায়। বক্তব্য রাখতে গিয়ে বারবার তৃণমূল কাউন্সিলরদের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা গেছে, দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। ওরা উন্নয়ন দেখতে পায় না, কটাক্ষ মেয়র পারিষদ মিতালী বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live Updates: শিশুর শ্বাসনালী থেকে বের করা হল কাজলের কৌটো

এসএসকেএমে আট মাসের শিশুর জটিল অস্ত্রোপচার। শ্বাসনালী থেকে বের করা হল কাজলের কৌটো। আপাতত আইসিইউতে রাখা হয়েছে শিশুকে।

West Bengal News Live Updates: মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাট

বারাণসী থেকে ফেরার সময় মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাট। ৩৭ হাজার ফুট থেকে আচমকা বেশ কয়েক হাজার ফুট নামল বিমান! কলকাতা বিমানবন্দরে নামের কিছু আগে হঠাৎ মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাট। এয়ার টার্বুল্যান্সে পড়ে হঠাৎ নেমে আসে মুখ্যমন্ত্রীর বিমান। হঠাৎ বিমান নামায় দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রুট ক্লিয়ারেন্স নেওয়া হয়েছিল কিনা, জানতে চান ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, খবর সূত্রের। ‘রুট ক্লিয়ারেন্স ছিল, কিন্তু আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে বিভ্রাট’, মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের। মাঝ আকাশে বিমান-বিভ্রাটে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে।

WB News Live Updates: বিশ্বভারতীতে ছাত্র-বিক্ষোভ অব্যাহত

বিশ্বভারতীর রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিককে দফতর থেকে বের করতে ক্যাম্পাসে পুলিশ ঢুকল। গতকাল রাতে পুলিশি প্রহরায় আধিকারিকরা দফতর ছাড়েন। ক্যাম্পাসে পুলিশ ঢুকল কেন, এই প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। এরইমধ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তিতে জানাল, গুরুত্ব বিচার করে হস্টেল খোলা হবে। বিষয়টি দেখতে গঠন করা হয়েছে কমিটি।

West Bengal News Live Updates: বাঁকুড়ার পুয়াবাগানে দুর্ঘটনার জেরে তুলকালাম

বাঁকুড়ার পুয়াবাগানে দুর্ঘটনার জেরে তুলকালাম। বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল এক সাইকেল আরোহীর। দুর্ঘটনার পর ৬টি লরিতে ভাঙচুর। রাস্তা অবরোধ করে বিক্ষোভ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

WB News Live Updates: মাথাভাঙায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু হয়েছে একই পরিবারের চারজনের

মাথাভাঙায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে পুকুরে পড়ে গেলে গাড়ি। মৃত্যু হয়েছে একই পরিবারের চারজনের। সম্ভবত চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে, জানিয়েছেন পুলিশ সুপার।

West Bengal News Live Updates: ৩-৪ কিলোমিটার রাস্তা ধাওয়া করে মহিলাকে অপহরণের চেষ্টার অভিযোগ

৩-৪ কিলোমিটার রাস্তা ধাওয়া করে মহিলাকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। জোর করে বাইকে তোলার চেষ্টা, বাধা দিলে মারধরও করা হয় বলে দাবি অভিযোগকারিণীর। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

WB News Live Updates: মীনাক্ষি-সহ ১৬ জন বাম নেতা-কর্মীর জামিন ফের খারিজ

মীনাক্ষি-সহ ১৬ জন বাম নেতা-কর্মীর জামিন ফের খারিজ। পাঁচলায় এসপি অফিসে হামলার অভিযোগে গ্রেফতার করা হয় মীনাক্ষিদের। গত শনিবার হামলা, পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয় তাঁদের। সোমবার ফের হাওড়া কোর্টে জামিনের আবেদনের শুনানি। দু’পক্ষের ইনজুরি রিপোর্ট চেয়ে পাঠাল আদালত। 

West Bengal News Live Updates: ‘পুরভোটে জয়ী নির্দল প্রার্থীরা বহিরাগত নয়’, মন্তব্য মদন মিত্রের

‘পুরভোটে জয়ী নির্দল প্রার্থীরা বহিরাগত নয়’, মন্তব্য কামারহাটির বিধায়ক মদন মিত্রের। ‘মদন মিত্র সম্ভবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মদন মিত্রের এরকম কোনও বক্তব্য দল অনুমোদন করে না’, পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। 

WB News Live Updates: তৃতীয় স্ত্রীকে খুন করে মেঝেতে পুঁতে ঢালাই!

বিয়ের চারমাসেই নদিয়ার ধানতলায় তৃতীয় স্ত্রীকে খুন করে মেঝেতে পুঁতে ঢালাই। মত্ত অবস্থায় খুনের কথা কবুল, জানাজানি হতেই পলাতক স্বামী। 

West Bengal News Live Updates: বিশ্বভারতীকাণ্ডে হাইকোর্টের নির্দেশের পর তৎপর পুলিশ

বিশ্বভারতীকাণ্ডে হাইকোর্টের নির্দেশের পর তৎপর পুলিশ। চারদিন পর পুলিশি প্রহরায় দফতরের বাইরে রেজিস্ট্রার-ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক। ৯ পুলিশ কর্মী মোতায়েন।

WB News Live Updates: ইউক্রেন থেকে পূর্ব বর্ধমান ও হুগলির বাড়িতে ফিরেছেন কয়েকজন পড়ুয়া

ইউক্রেন থেকে পূর্ব বর্ধমান ও হুগলির বাড়িতে ফিরেছেন কয়েকজন পড়ুয়া। চেনা চৌহদ্দিতে ফিরেও যেন আতঙ্ক কাটছে না তাঁদের। আজ সকালে ইউক্রেন ফেরত হুগলির কয়েকজন পড়ুয়ার সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।  

West Bengal News Live Updates: পথ দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে ধুন্ধুমারকাণ্ড মরিশদায়

পথ দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে ধুন্ধুমারকাণ্ড পূর্ব মেদিনীপুরের মরিশদায়। অটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। পুলিশের টাকা তোলার কারণেই দুর্ঘটনা বলে অভিযোগ। জ্বালিয়ে দেওয়া হল পুলিশের গাড়ি।

WB News Live Updates: ইউক্রেন থেকে ফিরেছেন নাকাশিপাড়ার সাজিরুল খান

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছাড়তে মরিয়া বহু বাঙালি পড়ুয়া। কখনও হেঁটে কখনও ট্রেনে পোল্যান্ড সীমান্তে পৌঁছেছেন চালসার সাদ্দাম। উৎকণ্ঠায় ঘুম উড়েছে পরিবারের। এদিকে, আজই দেশে ফিরেছেন নাকাশিপাড়ার সাজিরুল খান।

West Bengal News Live Updates: আবাস যোজনায় কাটমানির বিরুদ্ধে প্রচার নিয়ে সরগরম মুর্শিদাবাদের জঙ্গিপুর

বোর্ড গঠনের আগে আবাস যোজনায় কাটমানির বিরুদ্ধে প্রচার নিয়ে সরগরম মুর্শিদাবাদের জঙ্গিপুর। রীতিমতো প্রচার করে তৃণমূল জানায় কাউকে কাটমানি দিলে, তার থেকে আদায় করে নিতে হবে। এই নিয়ে শাসক দলের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম।

WB News Live Updates: জয়ী নির্দল প্রার্থী বুঝে উঠতে পারছেন না নিজের রাজনৈতিক অবস্থান!

ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা বলেও নির্দল হিসেবে জিতে গেলেন। জয়ের পর কোন দলে আছেন তা নিয়ে সংশয়ে ভুগছেন গোবরডাঙার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত। যদিও তাঁকে নিয়ে মন্তব্য করতে রাজি নয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

West Bengal News Live Updates: বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদ

বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে ক্যানিংয়ে তৃণমূল বিধায়কের নেতৃত্বে মিছিল। এদিন জীবনতলা সদানন্দের মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তায় মিছিল করেন তৃণমূল কর্মী, সমর্থকরা। নেতৃত্বে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। 

WB News Live Updates: খড়গপুরে হিরণ চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তাঁরই অনুগামীদের বিরুদ্ধে

পুরভোট মিটতেই খড়গপুরে হিরণ চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তাঁরই অনুগামীদের বিরুদ্ধে। বিজেপি কর্মী চঞ্চল করের দাবি, পুরভোটের আগে তিনি বাড়ির একটি ঘর পার্টি অফিস হিসেবে ব্যবহার করতে দেন। অভিযোগ, গতকাল কর্মিসভা চলাকালীন ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায়ের সামনেই দুই বিজেপি কর্মীকে ধাক্কা দিয়ে বের করে দেন তাঁর অনুগামীরা। মারধরও করা হয় বলে অভিযোগ। তৃণমূলের কটাক্ষ, ভোটে জিতে দলীয় কর্মীর বাড়ি দখলের চেষ্টা করছেন বিজেপি কাউন্সিলর। হিরণ চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি, ভোটের সময় তৃণমূলের মদতে তাঁর বিরুদ্ধে প্রচার করেন ওই বিজেপি কর্মী। কর্মিসভায় গন্ডগোল পাকানোর চেষ্টা করায়, দলীয় কর্মীরাই তাঁকে বের করে দেন। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, দলের মধ্যেই মিটবে, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।

West Bengal News Live Updates: ইউক্রেনে আটকে চালসার ছাত্র সাদ্দাম হোসেন

ইউক্রেনে আটকে জলপাইগুড়ির চালসার ছাত্র সাদ্দাম হোসেন। দুশ্চিন্তায় পরিবার।

WB News Live Updates: ইউক্রেন থেকে ফিরলেন পুরুলিয়ার নিতুড়িয়ার বাসিন্দা পিন্টু পাসোয়ান

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরলেন পুরুলিয়ার নিতুড়িয়ার বাসিন্দা পিন্টু পাসোয়ান। ইভানো শহরে ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের পড়ুয়া জানিয়েছেন, ইভানো থেকে তাঁদের বাসে করে নিয়ে যাওয়া হয় রোমানিয়া সীমান্তে। সেখানে প্রায় ১৬ ঘণ্টা অপেক্ষার পর দেশের বিমানে ওঠেন। গতকাল দিল্লি থেকে বিমানে রাঁচিতে নেমে সড়কপথে ফেরেন নিতুড়িয়ার নিউ কলোনির বাড়িতে। ঘরের ছেলে ফিরে আসায় পরিবারে স্বস্তি।

West Bengal News Live Updates: কাজলের কৌটো গিলে ফেলা শিশুর অস্ত্রোপচার

খেলতে গিয়ে কাজলের কৌটো গিলে ফেলেছিল ৮ মাসের শিশু। সঙ্কটাপন্ন শিশুকে ফেরাল দুই সরকারি হাসপাতাল। অবশেষে এসএসকেএমে অস্ত্রোপচারে মিলল সাফল্য। নিউটাউনের বাসিন্দা রীতেশ বাগদি। পরিবার সূত্রে খবর, আজ সকালে কাজলের কৌটো গিলে ফেলে ৮ মাসের শিশু। প্রথমে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখান থেকে এনআরএস। ফিরিয়ে দেওয়ার পর শিশুকে আনা হয় এসএসকেএমে। হাসপাতাল সূত্রে খবর, দেখা যায়, শিশুর শ্বাসনালিতে ছিপির মতো আটকে রয়েছে কাজলের কৌটো। শিশুর অক্সিজেনের মাত্রা তখন ৫০-এর নীচে। সেই অবস্থায় দ্রুত অস্ত্রোপচার করে বের করে আনা হয় কাজলের কৌটো। আপাতত আইসিইউ-তে রয়েছে ওই শিশু। অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

WB News Live: বিয়েবাড়ি থেকে ফেরার পথে কোচবিহারের মাথাভাঙায় পুকুর পড়ে গেল গাড়ি, একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে, আহত আরও ৩

বিয়েবাড়ি থেকে ফেরার পথে, কোচবিহারের মাথাভাঙায় পুকুর পড়ে গেল গাড়ি। একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৩। মাথাভাঙার নিশিগঞ্জ থেকে ঘোকসাডাঙায় ফিরছিল পরিবারটি। গতকাল রাত ১টা নাগাদ সুক্তাবাড়িতে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় গাড়ি। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।

West Bengal News Live Updates: খেলতে গিয়ে কাজলের কৌটো গিলে ফেলেছিল ৮ মাসের শিশু, এসএসকেএমে অস্ত্রোপচারে সাফল্য

খেলতে গিয়ে কাজলের কৌটো গিলে ফেলেছিল ৮ মাসের শিশু। সঙ্কটাপন্ন শিশুকে ফেরাল দুই সরকারি হাসপাতাল। অবশেষে এসএসকেএমে অস্ত্রোপচারে মিলল সাফল্য। 

WB News Live: নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে যাত্রীবোঝাই চলন্ত ট্রামে আগুন, আতঙ্ক, হুড়োহুড়ি

নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে এজেসি বোস রোডে চলন্ত ট্রামে আগুন। আগুন লাগার সময় ট্রামে ছিলেন যাত্রীরা। আগুন লাগায় যাত্রীদের মধ্যে আতঙ্ক। ট্রাম থেকে নামার জন্য হুড়োহুড়ি।

West Bengal News Live Updates: বিশ্বভারতীকাণ্ডে হাইকোর্টের নির্দেশের পর তৎপর পুলিশ

বিশ্বভারতীকাণ্ডে হাইকোর্টের নির্দেশের পর তৎপর পুলিশ। চারদিন পর পুলিশি প্রহরায় নিজের দফতর থেকে বেরোলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার আশিস আগরওয়াল ও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। সেইসময় বিক্ষোভরত পড়ুয়ারা গো ব্যাক স্লোগান দেন। কবিগুরুর ক্যাম্পাসে কেন পুলিশ ডাকা হল, এই প্রশ্নও তোলেন তাঁরা। এদিকে, আজ সকাল থেকে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে একজন পুলিশ অফিসার-সহ ৯ জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন দুই মহিলা পুলিশ কর্মী। হাইকোর্টের নির্দেশ মেনে পুলিশ মোতায়েন, জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। 
কোভিড পরিস্থিতির পর বিশ্বভারতী খুললেও হস্টেল খোলেনি৷ হস্টেল খোলা-সহ তিনদফা দাবিতে ২৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বভারতীতে শুরু হয়েছে পড়ুয়াদের  আন্দোলন

WB News Live: গঙ্গায় বিসর্জন দেওয়া হল বাপি লাহিড়ির চিতাভস্ম

গঙ্গায় বিসর্জন দেওয়া হল বাপি লাহিড়ির চিতাভস্ম। স্ত্রী চিত্রাণী ও ছেলে বাপ্পা-সহ পরিবারের সদস্যরা গতকাল মুম্বই থেকে কলকাতায় আসেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। এরপর আউট্রাম ঘাটে গিয়ে পারিবারিক প্রথা মেনে চিতাভস্ম বিসর্জন দেওয়া হয় গঙ্গায়।

West Bengal News Live Updates: মহিলাকে প্রায় ৩-৪ কিমি তাড়া করে অপহরণের চেষ্টার অভিযোগ নরেন্দ্রপুরে

নরেন্দ্রপুরে মহিলাকে অপহরণের চেষ্টার অভিযোগ। মহিলাকে প্রায় ৩-৪ কিমি তাড়া করে অপহরণের চেষ্টার অভিযোগ। জোর করে বাইকে তোলার চেষ্টা হয় বলেও অভিযোগ। মহিলাকে তাড়া করে দুজন দুষ্কৃতী। বাধা দিলে মারধর করা হয় বলেও অভিযোগ। গতকাল সন্ধ্যায় নরেন্দ্রপুরের মাদুরদহ এলাকায় এই ঘটনা ঘটে। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। মহিলার দাবি গতমাসেও একই ধরনের ঘটনা ঘটেছিল। কিন্তু থানায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।

WB News Live: বাঁকুড়ার পুয়াবাগানের কাছে লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির

বাঁকুড়ার (Bankura) পুয়াবাগানের কাছে লরির (Lorry Accident) ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনার পরে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ এলাকাবাসী একের পর এক গাড়ি ভাঙচুর করতে শুরু করেন। আজ সকালে লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার পুয়াবাগানের কাছে। দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা পথ অবরোধ করেন। এর পাশাপাশি ওই সড়কের উপর দিয়ে যাওয়া একের পর এক গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। 

West Bengal News Live Updates: শ্রীরামপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে চাতরা নন্দলাল ইনস্টিটিউশনে ৩ নম্বর বুথে পুনর্নির্বাচন হচ্ছে

শ্রীরামপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে চাতরা নন্দলাল ইনস্টিটিউশনে ৩ নম্বর বুথে পুনর্নির্বাচন হচ্ছে। কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে। আজই গণনা। ৩ নম্বর বুথে মোট ভোটার ৮৭০ জন। গণনার দিন ইভিএম না খোলায় পুনর্নির্বাচনের নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন। ২ নম্বর ওয়ার্ডে মোট ৭টি বুথ। বাকি ৬টি বুথে নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলের সরস্বতী লাহার থেকে ২৭৪ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সুপ্রীতি মুখোপাধ্যায়। ৩ নম্বর বুথের ভোটে নিশ্চিত হবে এই ওয়ার্ডের জয়-পরাজয়। শ্রীরামপুর পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ২৪টিতে জিতে ইতিমধ্যেই বোর্ড দখল করেছে তৃণমূল।

WB News Live: বিয়ের চার মাস পর তৃতীয় পক্ষের স্ত্রীকে খুন, দেহ মাটিচাপা দিয়ে কংক্রিট ঢালাই করে প্রমাণ লোপাটের চেষ্টা

বিয়ের চার মাস পর স্ত্রীকে খুন! প্রমাণ লোপাটের জন্য দেহ মাটিচাপা দিয়ে রাখার অভিযোগ। নির্মীয়মান শৌচাগারে মাটিচাপা দেওয়ার পর কংক্রিট ঢালাই! নদিয়ার ধানতলা থানার শংকরপুর এলাকায় চাঞ্চল্য, খুন হওয়া বধূ অভিযুক্তর তৃতীয় পক্ষ!
প্রথম ও দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অভিযুক্তর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

West Bengal News Live Updates: পূর্ব মেদিনীপুরে জাতীয় সড়কে অটোতে এসে মুখোমুখি ধাক্কা লরির, ঘটনাস্থলের মৃত্যু ৪ জনে, আহত অনেকে

পূর্ব মেদিনীপুরের মারিশদার দইসাইয়ের কাছে লরির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই অটো চালক-সহ ৪ জনের মৃত্যু হয়। আহত ৬। এরপরই উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। শুরু হয় বিক্ষোভ। সকাল সোয়া ৭টা নাগাদ ১১৬-র বি জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। কাঁথি থেকে মেচেদাগামী লরির সঙ্গে উল্টোদিক থেকে আসা অটোর সংঘর্ষ হয়। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরি চালক পলাতক। 

WB News Live: ডেঙ্গি প্রতিরোধে সতর্ক রাজ্য সরকার, জুলাই থেকে নভেম্বর, বাড়ি বাড়ি গিয়ে চলবে সমীক্ষা

ডেঙ্গি প্রতিরোধে সতর্ক রাজ্য সরকার। ইতিমধ্যেই নেওয়া হয়েছে ১০ দফা কর্মসূচি। পুর এলাকায় তৈরি করা হচ্ছে ৬ সদস্যের র‍্যাপিড রেসপন্স টিম। নজরদারিতে থাকবেন ভেক্টর কন্ট্রোল সুপারাভাইজার। জুলাই থেকে নভেম্বর, বাড়ি বাড়ি গিয়ে চলবে সমীক্ষা। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

West Bengal News Live Updates: ট্রাভেল এজেন্সি খুলে লক্ষাধিক টাকা তোলার পর বন্ধ অফিস

ট্রাভেল এজেন্সি খুলে লক্ষাধিক টাকা তোলার পর বন্ধ অফিস। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের। সংস্থার কর্মীদের অভিযোগ, তাঁরা বেতন পাননি। তদন্ত শুরু করেছে পুলিশ।

WB News Live: রাজ্যপালের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে কাটল জট, সোমবারই বসছে বিধানসভার বাজেট অধিবেশন

রাজ্যপালের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে কাটল জট। সোমবারই বসছে বিধানসভার বাজেট অধিবেশন। মুখ্যসচিবের সঙ্গে কথা হওয়ার পর রাজ্যপালের তরফে জারি করা হয় বিজ্ঞপ্তি। আর এই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

West Bengal News Live Updates: এবার অ্যাপ ক্যাব নিয়ন্ত্রণের পথে রাজ্য

এবার অ্যাপ ক্যাব নিয়ন্ত্রণের পথে পদক্ষেপ নিল রাজ্য। ভাড়া বেঁধে দিল পরিবহণ দফতর। সর্বাধিক বেস ফেয়ার করা হল ৫৬ টাকা ২৫ পয়সা। গাড়ি ক্যানসেল করলে ফি দিতে হবে যাত্রীকে।

WB News Live: শ্রীরামকৃষ্ণদেবের ১৮৭ তম জন্মতিথি পালন

শ্রীরামকৃষ্ণদেবের ১৮৭ তম জন্মতিথি পালন। বেলুড়মঠে সকাল থেকে আসছেন ভক্ত ও পুণ্যার্থীরা। করোনা বিধি মেনে চলছে দর্শন। থাকছে ভোগের ব্যবস্থা। ভোরে মঙ্গলারতির মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়৷ এরপর সারাদিন ধরেই চলবে বিশেষ পূজাপাঠ ও ধর্মীয় অনুষ্ঠান৷ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইনে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। 

West Bengal News Live Updates: বাঁকুড়ায় খারাপ ফলের পর, বিজেপির অন্দরের ক্ষোভ প্রকাশ্যে

বাঁকুড়ায় খারাপ ফলের পর, বিজেপির অন্দরের ক্ষোভ সামনে চলে এল। বিপর্যয়ের জন্য নাম না করে বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার ও বিজেপি বিধায়কের দিকে আঙুল তুললেন ওন্দার বিজেপি বিধায়ক। সরব বিজেপি যুব মোর্চার নেতাও। মুখ খুলতে চাননি সুভাষ সরকার।

WB News Live: ত্রিশঙ্কু চাঁপদানিতে বোর্ড গঠন ঘিরে চাপানউতোর

ত্রিশঙ্কু চাঁপদানিতে তারাই বোর্ড গঠন করতে চলেছে বলে দাবি করল তৃণমূল। শাসক দলের দাবি, নির্দলদের বড় অংশই তাদের সমর্থন করেছেন। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 

প্রেক্ষাপট

ত্রিশঙ্কু (Hung Municipality) চাঁপদানি, এগরা, বেলডাঙা, ঝালদা পুরসভা। সমর্থনের প্রশ্নে সিদ্ধান্তের ভার ছাড়া হল স্থানীয় নেতৃত্বের হাতে। চাঁপদানিতে ৬ নির্দলের সমর্থন, দাবি স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্বের।


নদিয়ার (Nadia) তাহেরপুর পুরসভা (Taherpur Municipality) সিপিএমের (CPIM) দখলে। বদল ওসি। রুটিন বদলি, জানাল জেলা পুলিশ (Police)। মানুষ ভোট দিতে পেরেছে, তাই ওসি ট্র্যান্সফার, কটাক্ষ অধীরের।


২০১৬ সালের এসএলএসটি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। আহ্বায়ক কমিটির নেপথ্যে আর্থিক দুর্নীতি কিনা অনুসন্ধান করবে সিবিআই (CBI)।


বাঁকুড়ায় (Bankura) খারাপ ফলের পর, বিজেপির (BJP) অন্দরের ক্ষোভ সামনে চলে এল। বিপর্যয়ের জন্য নাম না করে বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার ও বিজেপি বিধায়কের দিকে আঙুল তুললেন ওন্দার বিজেপি বিধায়ক। সরব বিজেপি যুব মোর্চার নেতাও। মুখ খুলতে চাননি সুভাষ সরকার।


রাত নয়, ৭ মার্চ দুপুর দুটোতেই বসবে বিধানসভার বাজেট অধিবেশন (Assmbly Budget Session)। রাজ্যপাল (Governor Jagdeep Dhankar)-মুখ্যসচিব (Chief Secretary) বৈঠকের পর নতুন বিজ্ঞপ্তি জারি। ৪৫ মিনিটের আলোচনায় কাটল জট।


এবার অ্যাপ ক্যাব (App Cab) নিয়ন্ত্রণের পথে রাজ্য। ভাড়া বাঁধল পরিবহণ দফতর (West Bengal Transport Deaprtment)। সর্বাধিক বেস ফেয়ার (Base Fair) ৫৬ টাকা ২৫ পয়সা। গাড়ি ক্যানসেল করলে ফি দিতে হবে যাত্রীকে।


আজ থেকে সাউথ সিটি মলের কাছে তালতলা মাঠে শুরু খাইবার পাস (Khaibar Pass)। ফের রসনার স্বাদ-সন্ধান। চলবে রবিবার পর্যন্ত।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.