WB News Live Updates: আনিস খানের দাদাকে হুমকি ফোনের ঘটনায় গ্রেফতার ১

ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির চিন্তন বৈঠক। শুভেন্দুর গরহাজিরায় জল্পনা। কাজের জন্য আসতে পারবেন না বলে জানিয়েছিলেন, দাবি সুকান্তর। জেনে নিন জেলার সমস্ত খবরের আপডেট।

abp ananda Last Updated: 06 Mar 2022 09:10 PM
WB News Live: বঙ্গ বিজেপির আত্মবিশ্লেষণ-সংঘাতের আবহে ট্যুইট তথাগত রায়ের

‘আত্মসমীক্ষা মানে দলগত, ব্যক্তিগত নয়, তা না হলে তো বাড়ির বাথরুমে বসেই করা যায়, বৈঠক ডাকবার দরকার হয় না, দল কী ভুল করেছে, কার নেতৃত্বে কীভাবে সেটা শোধরানো যাবে সেটাই দেখতে হবে, কে কত কিলোমিটার চক্কর মেরেছে তা নয়, কিন্তু এসব বুঝতে হলে একটু শিক্ষাদীক্ষা দরকার’, বঙ্গ বিজেপির আত্মবিশ্লেষণ-সংঘাতের আবহে ট্যুইট তথাগত রায়ের।

WB News Live: কলকাতায় মিছিল করল কংগ্রেস

ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত ও প্রকৃত দোষীদের গ্রেফতারির দাবিতে কলকাতায় মিছিল করল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

WB News Live: কলকাতাতেই একদিনে মৃত ২

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কমে ১০০-র নিচে, আক্রান্ত ৯০ জন। কলকাতাতেই একদিনে মৃত ২, আক্রান্ত ১৪ জন।

WB News Live: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃত ২

রাজ্যে ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত ২।

WB News Live: আনিস খানের দাদাকে হুমকি ফোনের ঘটনায় গ্রেফতার ১

আনিস খানের দাদাকে হুমকি ফোনের ঘটনায় গ্রেফতার ১, বেনিয়াপুকুর থেকে গ্রেফতার সারোয়ার খান।

WB News Live: এবার কলকাতা পুলিশের কর্তার বাড়িতে চুরি

এবার কলকাতা পুলিশের কর্তার বাড়িতে চুরি। কলকাতা পুলিশের ট্রাফিকের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবাশিস ঘোষের বারুইপুরের বাড়িতে একের পর এক তালা ভেঙে চুরি। বাড়ির সামনের মন্দির থেকে গয়না চুরির অভিযোগ। বাড়ি থেকে নগদ টাকা চুরির অভিযোগ।

WB News Live: দুপুরে রাজভবনে রাজ্যপাল ও অধ্যক্ষের বৈঠক

রাজ্যপালের দাবি, গতবার তাঁর ভাষণের লাইভ সম্প্রচার করা হয়নি। ভাষণের ব্ল্যাক আউট করা হয়েছিল। এই প্রেক্ষাপটে আজ দুপুরে রাজভবনে রাজ্যপাল ও অধ্যক্ষের বৈঠক হয়। ১ ঘণ্টা বৈঠকের পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

WB News Live: ভাষণের আগেই অধ্যক্ষের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন ধনকড়

গতবছর বাজেট অধিবেশনের শুরুতে বিধানসভায় রাজ্যপালের ভাষণ বিতর্কের জের টেনে, এবারের ভাষণের আগেই অধ্যক্ষের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন ধনকড়।

WB News Live Updates: বিধানসভার অধ্যক্ষের সঙ্গে বৈঠক করলেন জগদীপ ধনকড়

বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ নিয়ে, রাজভবনে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে বৈঠক করলেন জগদীপ ধনকড়।

WB News Live Updates: কলকাতায় ফের গ্রেফতার ভুয়ো চিকিৎসক

অ্যানাস্থেটিস্টের নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চর্মরোগের চিকিত্সা! রাজ্যের একাধিক জায়গায় চেম্বার। চিকিৎসা করতেন কলকাতাতেও। সহযোগী-সহ অভিযুক্ত ভুয়ো চিকিত্‍সককে গ্রেফতার করল রবীন্দ্র সরোবর থানার পুলিশ। ভুয়ো ডাক্তারের বাড়ি সল্টলেকে।

WB News Live Updates: পাল্টা কী বললেন বিজেপির রাজ্য সভাপতি?

দূতাবাসের লোকেরা তো সুপারম্যান নন, পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

WB News Live Updates: সমালোচনায় সরব ব্রাত্য বসু

কেন্দ্রের সরকার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা বোঝে না। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে দায়িত্ব নিচ্ছে না। সমালোচনায় সরব ব্রাত্য বসু।

WB News Live Updates: প্রাণ হাতে করে দেশে ফিরেছেন বাগুইআটির ফারহানা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। কোনওরকমে প্রাণ হাতে করে দেশে ফিরেছেন বাগুইআটির ফারহানা সুলতানা। 

WB News Live Updates: ইউক্রেনে পড়তে গিয়ে বিপাকে ইসলামপুরের বাসিন্দা অরিত্র দাস

ইউক্রেনে পড়তে গিয়ে বিপাকে ইসলামপুরের বাসিন্দা অরিত্র দাস। কার্যত প্রাণ হাতে নিয়ে ইউক্রেন ছাড়তে পারলেও টানা ৫ দিন ধরে রয়েছেন বুখারেস্টে ভারতীয়দের জন্য তৈরি ক্যাম্পে।  

আনিসকাণ্ডের প্রতিবাদে মিছিল কংগ্রেসের

আনিসকাণ্ডের প্রতিবাদে মিছিল কংগ্রেসের। সামিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মৌলালি থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল।

WB News Live Updates: হলদিয়া বন্দরে ‘তোলাবাজি’ তদন্তে ওসি-কে ফের নোটিস

হলদিয়া বন্দরে ‘তোলাবাজি’ তদন্তে ওসি-কে ফের নোটিস। হলদিয়া থানার ওসি-কে দ্বিতীয়বার নোটিস সিবিআইয়ের। আজই অভিযোগ সংক্রান্ত নথি জমার নির্দেশ, সিবিআই সূত্রে খবর। বিকেল ৫টার মধ্যে নথি জমার নির্দেশ, সিবিআই সূত্রে খবর। মূল অভিযোগকারী মোবারেক আলি উধাও, দাবি সিবিআইয়ের। মূল অভিযোগকারীর বাড়িতে গিয়ে নোটিস সিবিআইয়ের। 

WB News Live Updates:পরপর চারবার চিকিত্সক সংগঠন IMA-এর কলকাতা শাখার সভাপতি পদে নির্বাচিত নির্মল মাজি

পরপর চারবার চিকিত্সক সংগঠন IMA-এর কলকাতা শাখার সভাপতি পদে নির্বাচিত হলেন নির্মল মাজি। প্রতিদ্বন্দ্বী প্রশান্ত ভট্টাচার্যকে ৯ ভোটে হারিয়েছেন চিকিত্সক-বিধায়ক। IMA-এর সহ সভাপতি পদে জয়ী হয়েছেন মৌসুমী বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভিমানি ও অসীম সরকার। সম্পাদক পদে নির্বাচিত মানব নন্দী। সহ সম্পাদক পদে জয়ী হয়েছেন আসিফ ইকবাল, কৌশিক বিশ্বাস ও শিল্পা বসু রায়। বিরোধীপক্ষের আরেক প্রার্থী অনির্বাণ দলুই কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। তাঁর জয়ের ব্যবধান ২৮টি ভোট। নির্মল মাঝি জানিয়েছেন, তাঁর পরের লক্ষ্য IMA-এর রাজ্য শাখা। যার সম্পাদক চিকিত্সক-সাংসদ শান্তনু সেন।

WB News Live Updates: শ্বাসনালী থেকে কাজলের কৌটো বের করে ফেলার পরেও শেষরক্ষা হল না

শ্বাসনালী থেকে কাজলের কৌটো বের করে ফেলার পরেও শেষরক্ষা হল না। শুক্রবার রাতভর ভেন্টিলেশনে থাকার পর শনিবার সকালে এসএসকেএমে মৃত্যু হল ৮ মাসের শিশুর।দীর্ঘক্ষণ শ্বাসনালী আটকে থাকায় মস্তিষ্কে অক্সিজেন না পৌঁছনোয় শিশুর শারীরিক অবস্থার অবনতি হয় বলে অনুমান চিকিৎসকদের। 

WB News Live Updates: আইএমএ-র ভোটে ধুন্ধুমার, বিজেপিকে নিশানা নির্মল মাজির

আইএমএ-র ভোটে ধুন্ধুমার, বিজেপিকে নিশানা নির্মল মাজির। ‘বহিরাগতদের দিয়ে ভোট বানচালের চেষ্টা করেছিল বিজেপি’

WB News Live Updates: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে রাজ্যে ফিরলেন ১৪ জন পড়ুয়া

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে রাজ্যে ফিরলেন ১৪ জন পড়ুয়া। গতকাল দিল্লি থেকে কলকাতায় পৌঁছন তাঁরা। জেলার বাসিন্দাদের বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করে রাজ্য সরকার। ইউক্রেন ফেরত পড়ুয়াদের অভিযোগ, নানা প্রতিকূলতা পেরিয়ে হাঙ্গেরি, রোমানিয়া বা পোল্যান্ড সীমান্তে নিজেদের উদ্যোগেই আসতে হয়েছে। বর্ডার পেরনোর আগে ভারতীয় দূতাবাসের কোনও সাহায্য মেলেনি বলে অভিযোগ। অন্যদিকে, যুদ্ধভূমি থেকে ছেলেমেয়েরা নিরাপদে ঘরে ফেরায় খুশি পরিবার। 

WB News Live Updates: অবসর নেওয়ার পরেও শিক্ষকদের একাংশ পেনশন পাচ্ছেন না

অবসর নেওয়ার পরেও শিক্ষকদের একাংশ পেনশন পাচ্ছেন না। এই অভিযোগে সরগরম শিক্ষা মহল। কেউ কেউ অভিযোগ করছেন, কাগজপত্র জমা দেওয়ার পরেও, পেনশনের নিশ্চয়তা মিলছে না। অর্থ দফতর সূত্রে খবর, পেনশনের ফাইলের প্রসেসিং চলছে। শিক্ষামন্ত্রী অবশ্য জানিয়েছেন, সমস্যা মোকাবিলায় নতুন পেনশন নীতি আনছে সরকার।

WB News Live Updates: কলকাতায় ফের গ্রেফতার ‘ভুয়ো’ চিকিত্‍সক

কলকাতায় ফের গ্রেফতার ‘ভুয়ো’ চিকিত্‍সক। রবীন্দ্র সরোবর থানার হাতে গ্রেফতার ‘ভুয়ো’ ডাক্তার ও সহযোগী। অন্য ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চেম্বার চালানোর অভিযোগ। রাজ্যের একাধিক জায়গায় ডাক্তার সেজে চেম্বার চালানোর অভিযোগ।

WB News Live Updates: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের মারিশদা

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের মারিশদা। এক পুলিশ অফিসারকে মারধরের ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এই ঘটনায় শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।

WB News Live Updates: বিজেপির চিন্তন বৈঠকে ভাইরাল হওয়া একটি ট্যুইট ঘিরে শোরগোল

বিজেপির চিন্তন বৈঠকে ভাইরাল হওয়া একটি ট্যুইট ঘিরে শোরগোল। এদিকে, শনিবারের বৈঠকে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে জল্পনা। শুভেন্দুর গরহাজিরার কারণ ব্যাখ্যা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এই ইস্যুতে গেরুয়া শিবিরকে বিঁধেছে তৃণমূল।

WB News Live Updates: আনিসের বাড়িতে সিটের গোয়েন্দারা

রহস্যজনক ভাবে মৃত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে গিয়ে ফের তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন সিটের গোয়েন্দারা। আনিসের প্রতিবেশীদের বয়ানও রেকর্ড করেছে সিট। আনিসের বাড়িতে গিয়ে সিটের তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। 

WB News Live Updates: আনিসের বাড়িতে সিটের গোয়েন্দারা

রহস্যজনক ভাবে মৃত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে গিয়ে ফের তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন সিটের গোয়েন্দারা। আনিসের প্রতিবেশীদের বয়ানও রেকর্ড করেছে সিট। আনিসের বাড়িতে গিয়ে সিটের তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। 

WB News Live: আইএমএ-র কলকাতা শাখার সভাপতি নির্মল মাজি

আইএমএ-র কলকাতা শাখার সভাপতি নির্মল মাজি। সভাপতি পদে জয়ী চিকিত্সক-বিধায়ক নির্মল মাজি
কোষাধ্যক্ষ পদে জয়ী বিরোধীপক্ষের অনির্বাণ দলুই।

WB News Live Updates: হালিশহরে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বোমাবাজি

হালিশহরে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বোমাবাজি। তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে ২টি বোমা ছোড়ার অভিযোগ। বোমাবাজিতে ক্ষতিগ্রস্ত তৃণমূল কাউন্সিলরের গাড়ি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে পুলিশ। 

WB News Live: লকেটে র সমালোচনার জবাব দিলেন দিলীপ ঘোষ

কেউ যদি নিজের দায়িত্ব এড়িয়ে গিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপায়, সেটা আত্মবিশ্লেষণ নয়, পরচর্চা। আত্মবিশ্লেষণ তখনই হবে যখন কেউ নিজের ভূমিকা বিচার করবেন। নির্বাচনে না লড়ে যদি কেউ ভুল-ত্রুটি ধরেন তাহলে তাঁর দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন ওঠে। চিন্তন বৈঠকে দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সমালোচনার জবাব দিলেন দিলীপ ঘোষ।

WB News Live Updates: মাধ্যমিক শুরুর আগে থেকেই স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট

দু’বছর পর, সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। বেনজির ভাবে ৫০ হাজার বেড়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রশাসন সূত্রে খবর, পরীক্ষা শুরুর আগে থেকেই স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট। পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে মাস্ক পরে, জানাল মধ্যশিক্ষা পর্ষদ। 

WB News Live: সোশাল মিডিয়ায় অভিনেত্রী-তৃণমূল কর্মীর ছবিতে অশ্লীল মন্তব্যের অভিযোগ উঠল

সোশাল মিডিয়ায় অভিনেত্রী-তৃণমূল কর্মীর ছবিতে অশ্লীল মন্তব্যের অভিযোগ উঠল। ব্যারাকপুর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মী। তাঁর দাবি, অভিযুক্ত এক বিজেপি কর্মী। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বিজেপি।

WB News Live Updates: যুদ্ধবিদ্ধস্ত দেশ থেকে আলিপুরদুয়ারের শোভাগঞ্জের বাড়িতে ফিরল আরও এক মেডিক্যাল পড়ুয়া

যুদ্ধের দশম দিনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। তবু ভারতীয়দের নিয়ে কাটছে না উদ্বেগ। এরমধ্যেই যুদ্ধবিদ্ধস্ত দেশ থেকে আলিপুরদুয়ারের শোভাগঞ্জের বাড়িতে ফিরল আরও এক মেডিক্যাল পড়ুয়া। তাঁর বাড়িতে যান আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক।

WB News Live: ভোট মিটতেই আব্দুল করিম চৌধুরীর সঙ্গে কানাইয়ালাল আগরওয়ালের কাজিয়া প্রকাশ্যে

ভোট মিটতেই আব্দুল করিম চৌধুরীর সঙ্গে কানাইয়ালাল আগরওয়ালের কাজিয়া প্রকাশ্যে চলে এল। ছেলে ও দুই অনুগামীর হারের জন্য জেলা সভাপতিকে দুষলেন তৃণমূল বিধায়ক। অভিযোগ ভিত্তিহীন বলে গুরুত্ব দিতে চাননি কানাইয়ালাল।

WB News Live Updates: IMA’র কলকাতা শাখার ভোটেও উঠল ছাপ্পার অভিযোগ

IMA’র কলকাতা শাখার ভোটেও উঠল ছাপ্পার অভিযোগ। ধুন্ধুমারকাণ্ড তালতলায়। ভুয়ো ভোটার অভিযোগে একজনকে ধরে ফেললেন শান্তনু সেন। নির্মল মাজির বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন কয়েকজন। 

প্রেক্ষাপট

কলকাতা: পুরভোটে (Municipal) ভরাডুবির জন্য বাম-তৃণমূলের আঁতাঁতই দায়ী। চিন্তন বৈঠকে আক্রমণে সুকান্ত (Sukanta Mazumder)। পাগলের প্রলাপ, একসুরে পাল্টা আক্রমণে তৃণমূল (TMC)-বাম (CPM)। 


ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির চিন্তন বৈঠক। শুভেন্দুর (Suvendu Adhikari) গরহাজিরায় জল্পনা। কাজের জন্য আসতে পারবেন না বলে জানিয়েছিলেন, দাবি সুকান্তর।


আইএমএ (IMA) কলকাতা শাখার নির্বাচন ঘিরেও ধুন্ধুমার। ছাপ্পা ভোট, জাল ভোটার, হুমকির অভিযোগে দফায় দফায় বিক্ষোভ। 


তৃণমূল বিধায়ক বনাম তৃণমূল সমর্থিত চিকিৎসকের লড়াইয়ে তুলকালাম আইএমএ নির্বাচন। অভিযোগ, পাল্টা অভিযোগ। 


মাঝ আকাশে ফের মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট। একধাক্কায় কয়েক হাজার ফুট নীচে নামল বিমান। 


কাঁথিতে হারের জন্য অন্তর্দ্বন্দ্বের অভিযোগ ২ তৃণমূল প্রার্থীর। বিকল্প না থাকায় হার, পাল্টা অখিল। এগরা পুরসভা দখলে নির্দলের অপেক্ষায় তৃণমূল। 


থানা থেকেই হুমকি ফোন, দাবি আনিসের পরিবারের। অভিযোগ পেলে পদক্ষেপ, জানাল পুলিশ। তদন্তে প্রশ্ন অধীরের। দোষীদের শাস্তির আশ্বাস ফিরহাদের। 


২ বছর পরে সোমবার থেকে মাধ্যমিক। ৫০ হাজার বেড়ে ১১ লক্ষের বেশি রেকর্ড পরীক্ষার্থী। স্পর্শকাতর এলাকায় পরীক্ষা শুরুর আগে বন্ধ ইন্টারনেট। 


সাউথ সিটি মলের কাছে তালতলা মাঠে খাইবার পাস। আজই শেষ দিন। জিভে জল আনা নানা পদের স্বাদ পেতে খাদ্যরসিকদের ভিড়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.