West Bengal News Live : ময়নায় বিজেপি নেতা খুন, পুলিশি তদন্তে বিস্মিত হাইকোর্ট

West Bengal Bangla News : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর , একনজরে

ABP Ananda Last Updated: 04 Sep 2023 11:28 PM
WB News Live :ময়নায় বিজেপি নেতা খুন, পুলিশি তদন্তে বিস্মিত হাইকোর্ট

ময়নায় বিজেপি নেতা খুন, পুলিশি তদন্তে বিস্মিত হাইকোর্ট

WB News Live Update :কাল ভাঙড়ের কাশীপুর থানা এলাকার ৭টি পঞ্চায়েতে উপসমিতি গঠন

কাল ভাঙড়ের কাশীপুর থানা এলাকার ৭টি পঞ্চায়েতে উপসমিতি গঠন। উপসমিতি গঠনের আগে ১৪৪ ধারা জারি, ৭টি পঞ্চায়েতের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করল প্রশাসন

WB News Live :সোনার শোরুমে ডাকাতিতে এখনও অধরা, ব্যাঙ্ক লুঠের চেষ্টায় গ্রেফতার 

সোনার শোরুমে ডাকাতিতে এখনও অধরা, ব্যাঙ্ক লুঠের চেষ্টায় গ্রেফতার 

WB News Live Update :কসবার স্কুলে পড়ুয়ার রহস্যমৃত্যু

কসবার স্কুলে পড়ুয়ার রহস্যমৃত্যু।  ওপর থেকে পড়ে গিয়ে মৃত্যু, নাকি পিছনে রয়েছে অন্য কোনও কারণ? পরিবারের একের পর এক বিস্ফোরক দাবি ঘিরে বাড়ছে রহস্য। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ মৃত পড়ুয়ার বাবার। অভিযুক্ত শিক্ষিকাদের গ্রেফতারির দাবি জানানো হয়েছে পরিবারের তরফে। 

WB News Live :রায় স্থগিতের আবেদন সিবিআইয়ের, খারিজ আলিপুর কোর্টের

রায় স্থগিতের আবেদন সিবিআইয়ের, খারিজ আলিপুর কোর্টের। পুলিশের সঙ্গে যৌথ তদন্তের রায় স্থগিত রাখার আর্জি সিবিআইয়ের। 

WB News Live Update :বেসরকারি স্কুলগুলিতে স্কুলের বর্ধিত ফি ও কর্পোরাল পানিশমেন্ট নিয়ে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করেছে স্কুল শিক্ষা দফতর

বেসরকারি স্কুলগুলিতে স্কুলের বর্ধিত ফি ও কর্পোরাল পানিশমেন্ট নিয়ে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করেছে স্কুল শিক্ষা দফতর। মন্ত্রিসভার অনুমোদনের পর আনা হবে বিল। ২২ অগাস্ট জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

WB News Live :প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি

প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্ট। চাকরি বাতিলে স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টে মামলা পাঠায় সুপ্রিম কোর্ট

WB News Live Update : সিবিআই-ইডি নিয়ে ফের আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

সিবিআই-ইডি নিয়ে ফের আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 'এরাজ্যের সব ব্যবসায়ীকেই হয়রানি করছে কয়েকটি এজেন্সি। আমার পরিবারকেও হয়রানি করা হচ্ছে, গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসা। আপনারা ভয় পাবেন না, প্রয়োজনে আদালতের সাহায্য় নিন', ধনধান্যে রিয়েল এস্টেট সংগঠনের অনুষ্ঠানে মন্তব্য মুখ্যমন্ত্রীর

WB News Live : ময়নায় বিজেপি নেতা খুন, পুলিশি তদন্তে বিস্মিত হাইকোর্ট

ময়নায় বিজেপি নেতা খুন, পুলিশি তদন্তে বিস্মিত হাইকোর্ট। ৯০দিনের মধ্যে চার্জশিট দিতে না পারায় ৫ অগাস্ট দুপুরেই ৩ অভিযুক্তের জামিন। 'অভিযুক্তদের জামিন পাইয়ে দিতেই অসৎ উদ্দেশ্য পুলিশের', বললেন বিচারপতি। কেস ডায়েরি তলব, ১৮ সেপ্টেম্বর শুনানি।

WB News Live Update : দার্জিলিঙে 'আত্মঘাতী' স্কুলছাত্র, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

দার্জিলিঙে 'আত্মঘাতী' স্কুলছাত্র, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। স্কুল ইউনিফর্মে নবম শ্রেণির ছাত্রের দেহ উদ্ধার, গ্রেফতার প্রিন্সিপাল 

WB News Live : সংঘাতের আবহেই বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্যপালের

সংঘাতের আবহেই বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্যপালের। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির রাশ কার হাতে থাকবে ? চলছে রাজভবন-নবান্ন টানাপোড়েন

WB News Live Update : যাদবপুরকাণ্ডের রেশ কাটার আগেই এবার স্কুলে ছাত্রের রহস্যমৃত্যু কসবায়

যাদবপুরকাণ্ডের রেশ কাটার আগেই এবার স্কুলে ছাত্রের রহস্যমৃত্যু কসবায়

WB News Live : রাজভবনের পাল্টা বিজ্ঞপ্তি এবার সরকারের, কড়া চিঠি

রাজভবনের পাল্টা বিজ্ঞপ্তি এবার সরকারের, কড়া চিঠি। রাজ্যপালের সচিবালয়কে কড়া চিঠি রাজ্য সরকারের। রাজভবনের বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে বলে পত্রাঘাত, সরকারি বিধির উল্লেখ করে বিশ্ববিদ্যালয়গুলিকেও নোটিস। 

WB News Live Update : সংঘাতের আবহেই বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্যপালের

সংঘাতের আবহেই বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্যপালের। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির রাশ কার হাতে থাকবে ? চলছে রাজভবন-নবান্ন টানাপোড়েন। 

WB News Live : ছাত্রমৃত্যুর ঘটনার পরে যাদবপুরে এল ইউজিসি টিম

ছাত্রমৃত্যুর ঘটনার পরে যাদবপুরে এল ইউজিসি টিম। পড়ুয়ামৃত্যুর ২৫ দিনের মাথায় বিশ্ববিদ্যালয়ে ইউজিসি টিম। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলছে ৪ সদস্যের টিম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের র‍্যাগিং রিপোর্টে এর আগে অসন্তোষপ্রকাশ করেছিল ইউজিসি

WB News Live Update : সিবিআইয়ের রিপোর্টে ক্ষুব্ধ আলিপুর আদালতের বিচারক

সিবিআইয়ের রিপোর্টে ক্ষুব্ধ আলিপুর আদালতের বিচারক। 'কয়েকজন জেলে থাকবে, কয়েকজন ঘুরে বেড়াবে?', নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য ক্ষুব্ধ বিচারকের 

WB News Live : কোচবিহারের অধ্যাপক রানা রায় গ্রেফতার

কোচবিহারের অধ্যাপক রানা রায় গ্রেফতার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার,জয়েন্ট রেজিস্ট্রারকে প্রাণনাশের হুমকি-চিঠির তদন্তে নেমে অন্য় মামলায় গ্রেফতার। অধ্যাপকের বিরুদ্ধে টালা থানায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলায় ওড়িশার ভুবনেশ্বরের একটি হোটেল থেকে অধ্যাপক রানা রায় গতকাল গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি এক মহিলা টালা থানায় অভিযোগ করেন, তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন রানা। এছাড়া, রাজ্য সরকারের গ্রেড ওয়ান অফিসারের বোর্ড লাগানো গাড়িতে চড়ে তিনি ঘুরতেন বলে পুলিশের দাবি। ওই অধ্যাপকের বিরুদ্ধে জিনিস কিনে টাকা না দেওয়ারও অভিযোগ রয়েছে ২০১৯-এ টালা থানার একটি শ্লীলতাহানির মামলায় কিছুদিন আগে গ্রেফতারও হন ওই অধ্যাপক

WB News Live : মুখ্যমন্ত্রীর দ্বারস্থ যাদবপুরকাণ্ডে মৃত ছাত্রের পরিবার

মুখ্যমন্ত্রীর দ্বারস্থ যাদবপুরকাণ্ডে মৃত ছাত্রের পরিবার। নবান্নে গেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্রের মা-বাবা। ১০ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে মৃত্যু হয় নদিয়ার ছাত্রের । নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে মৃত ছাত্রের পরিবার

WB News Live : অন্তর্বর্তী উপাচার্য হিসাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিলেন শুভ্রকমল মুখোপাধ্যায়

অন্তর্বর্তী উপাচার্য হিসাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিলেন শুভ্রকমল মুখোপাধ্যায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হলেন শুভ্রকমল মুখোপাধ্যায়।  শুভ্রকমল মুখোপাধ্যায় কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। 

WB News Live : মুর্শিদাবাদে পুলিশি হেফাজতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

পুলিশি হেফাজতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ । পুলিশের বিরুদ্ধে অভিযোগ পরিবারের । মুর্শিদাবাদের নবগ্রাম থানার আইসি এবং তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ হাইকোর্টের। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। 

WB News Live : বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করছেন রাজ্যপাল, বললেন ব্রাত্য

' আচার্য অর্থাৎ রাজ্যপাল সংবিধান মানছেন না' বললেন ব্রাত্য বসু। তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কোনও বিধি আচার্য লঙ্ঘন করতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করছেন রাজ্যপাল'

WB News Live : ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় সাড়ে ১৪ কেজি সোনা বাজেয়াপ্ত

নদিয়ার গেদেয় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় সাড়ে ১৪ কেজি সোনা বাজেয়াপ্ত করল শুল্ক রাজস্ব দফতর। গ্রেফতার করা হয়েছে দুই সোনা পাচারকারীকে। গতকাল গেদে সীমান্ত দিয়ে পাচারের সময় ২ জনকে হাতেনাতে পাকড়াও করেন শুল্ক রাজস্ব দফতরের অফিসাররা। ১০৬টি সোনার বিস্কুট ছাড়াও বিদেশি সোনাও বাজেয়াপ্ত করা হয়েছে।

WB News Live : দরিদ্র মানুষের আবাসনের ব্যবস্থায় এগিয়ে আসুন, শিল্পপতিদের বললেন মমতা 

' আমাদের রাজ্যে বহু দক্ষ শ্রমিক আছেন।  আমাদের রাজ্য থেকে শ্রমিকদের অন্য দেশে-রাজ্যে নিয়ে যাওয়া হয়।  কিন্তু অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকরা সুরক্ষা পান না।  পরিযায়ী, দক্ষ শ্রমিকদের কাজে লাগানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।  আমরা পরিযায়ী শ্রমিকদের নাম-ঠিকানা নথিভুক্ত করছি।  শিল্পপতিদের কাছে আমার অনুরোধ দরিদ্র মানুষের আবাসনের ব্যবস্থায় এগিয়ে আসুন', শিল্পপতিদের বললেন মমতা 

WB News Live : কলকাতার রাস্তায় সকালের বৃষ্টিতে জল

সপ্তাহ শুরুর দিনেই সকাল থেকে তুমুল বৃষ্টি। কলকাতার কয়েকটি রাস্তায় জল জমেছে। মুদিয়ালির কাছে গোড়ালি-ডোবা জল রয়েছে। জল জমেছে পার্ক সার্কাস কানেক্টর, আনোয়ার শা মোড়ের কাছেও। দ্রুত জল নামাতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা। 

কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি-মামলায় সিবিআইকে ভর্ৎসনা সিবিআই আদালতের বিচারকের

কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি-মামলায় সিবিআইকে ভর্ৎসনা করলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। 
সিবিআই এক্ষেত্রে আদালতের নির্দেশ অগ্রাহ্য করছে, যা কাম্য নয় বলেও নির্দেশনামায় জানিয়েছেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। এর আগে আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় নির্দেশ দেন, এই মামলায় যৌথভাবে তদন্ত করবেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার। সূত্রের খবর, আদালতের নির্দেশ সত্ত্বেও বিতর্কিত চিঠি-মামলায় সিবিআই কুন্তল ঘোষ ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে কোনও উদ্যোগ নিচ্ছে না বলে বিচারককে চিঠি লিখে অভিযোগ জানান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার। তার প্রেক্ষিতেই সিবিআইকে ভর্ৎসনা করেন বিচারক।

WB News Live : এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হচ্ছেন শুভ্রকমল মুখোপাধ্যায়

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হচ্ছেন শুভ্রকমল মুখোপাধ্যায়। জানানো হয়েছে রাজভবনের তরফে, খবর সূত্রের।

WB News Live : সিবিআই আদালতের নির্দেশ অগ্রাহ্য করছে, কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি-মামলায় ভর্ৎসনা আদালতের

কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি-মামলায় সিবিআইকে ভর্ৎসনা । সিবিআইকে ভর্ৎসনা করলেন করলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। সিবিআই এক্ষেত্রে আদালতের নির্দেশ অগ্রাহ্য করছে, যা কাম্য নয় বলেও নির্দেশনামায় জানিয়েছেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। 

WB Jadavpur University News : পড়ুয়া মৃত্যুর ২৫ দিনের মাথায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এল UGC-র প্রতিনিধিদল

পড়ুয়া মৃত্যুর ২৫ দিনের মাথায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এল UGC-র প্রতিনিধিদল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের র‍্যাগিং রিপোর্টে এর আগে অসন্তোষ প্রকাশ করে UGC। এদিন বিশ্ববিদ্য়ালয়ে এসে মূলত কর্তৃপক্ষের সঙ্গেই কথা বলবেন UGC-র প্রতিনিধিরা।  পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন এখানে আসার পর, জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ।

WB News Live : শ্লীলতাহানির অভিযোগে যাদবপুরের রেজিস্ট্রারকে প্রাণনাশের হুমকিকাণ্ডে নাম উঠে আসা অধ্যাপক গ্রেফতার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে প্রাণনাশের হুমকি-চিঠির তদন্তে নেমে অন্য় একটি মামলায় কোচবিহারের অধ্যাপক রানা রায়কে গ্রেফতার করল পুলিশ। অধ্যাপকের বিরুদ্ধে টালা থানায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়। সেই মামলায় ওড়িশার ভুবনেশ্বরের একটি হোটেল থেকে অধ্যাপক রানা রায়কে গতকাল গ্রেফতার করে পুলিশ।

WB News Live : বাজ পড়ে রাজ্যে একদিনে মৃত্যু হল ৬ জনের

বাজ পড়ে রাজ্যে একদিনে মৃত্যু হল ৬ জনের। এর মধ্যে বাঁকুড়ায় ৩ ও পুরুলিয়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। দুই জেলায় আহত হয়েছেন আরও ৭ জন।

WB News Live : সকাল থেকে তুমুল বৃষ্টি, কলকাতার কয়েকটি রাস্তায় জল

সপ্তাহ শুরুর দিনেই সকাল থেকে তুমুল বৃষ্টি। কলকাতার কয়েকটি রাস্তায় জল জমেছে। মুদিয়ালির কাছে গোড়ালি-ডোবা জল রয়েছে। জল জমেছে পার্ক সার্কাস কানেক্টর, আনোয়ার শা মোড়ের কাছেও। দ্রুত জল নামাতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা। 

WB News Live : রাত থেকে টানা বৃষ্টি দফায় দফায় দক্ষিণ ২৪ পরগণায়

রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। দফায় দফায় বৃষ্টি চলছে। সকাল থেকে আকাশ কালো মেঘে ঢাকা। বৃষ্টির জেরে কয়েকদিনের ভ্যাপসা গরম কেটেছে। তাপমাত্রা কমেছে কিছুটা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। টানা বৃষ্টিতে ঘাটতি কিছুটা মিটবে বলে মত কৃষি দফতরের।

Bankura Death : বাঁকুড়ায় বাজ পড়ে একদিনে মৃত্যু হল ৩ জনের

প্রবল বৃষ্টির মধ্যেই বাঁকুড়ায় বাজ পড়ে একদিনে মৃত্যু হল ৩ জনের। আহত হয়েছেন আরও ৬ জন। 

বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনার ক্ষেত্রে আচার্যের পরে উপাচার্যই সর্বেসর্বা: রাজভবন

রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই, রবিবার মধ্যরাতে আরও ১৬টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন আচার্য সি ভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনার ক্ষেত্রে আচার্যের পরে উপাচার্যই সর্বেসর্বা। তাঁর সম্মতি ছাড়া রাজ্য সরকারের কোনও নির্দেশ মানতে বাধ্য নন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা।রাজভবনের জারি করা নতুন ঘিরে তুঙ্গে সংঘাত। 

West Bengal Weather : সকাল থেকে ঝেঁপে বৃষ্টি, শহরে জল জমার আশঙ্কা

সকাল থেকে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। ভাদ্র মাসের ভ্যাপসা গরমে এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও, শহরে জল জমার আশঙ্কা।

WB News Live : সংঘাতের আবহেই বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল

সংঘাতের আবহেই বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির রাশ কার হাতে থাকবে ? চলছে রাজভবন-নবান্ন টানাপোড়েন, রাজভবনের জারি করা বিজ্ঞপ্তি ঘিরে সংঘাত নতুন মাত্রা পেয়েছে
। শনিবার রাজভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী উপাচার্যই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ অফিসার। উপাচার্যর নির্দেশেই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম পরিচালিত হবে, শনিবার বিজ্ঞপ্তি জারি করে রাজভবন। রেজিস্ট্রার-সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা, উপাচার্যর নির্দেশ অনুযায়ী কাজ করবেন। উপাচার্যর সম্মতি ছাড়া, সরাসরি রাজ্য সরকারের কোনও নির্দেশ মানতে বা কার্যকর করতে তাঁরা বাধ্য নন। শনিবার বিজ্ঞপ্তি জারি রাজভবনের। এবার ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজভবনের। 

প্রেক্ষাপট

আজকের শিরোনাম


তৃণমূলের মিতালি বিজেপিতে : ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে তৃণমূলে ভাঙন ধরাল বিজেপি। গেরুয়া শিবিরে যোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের। দল যোগাযোগ করেনি, কাজেও লাগায়নি। প্রতিক্রিয়া মিতালির।


প্রচারের স্লগওভারেও দলবদল:  শুক্রবার মিতালির মানভঞ্জনের চেষ্টা অরূপ বিশ্বাসের, পাশে দাঁড়িয়ে স্লোগান, শনিবার অভিষেকের হাত থেকে পরলেন উত্তরীয়। রবিবার যোগ বিজেপিতে। 

দলবদল-সংঘাত : অভিযোগ ছিল বলেই টিকিট দেওয়া হয়নি, প্রভাব পড়বে না, দাবি ফিরহাদের। মোদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত, প্রতিক্রিয়া সুকান্তর। এটাই তৃণমূল, এটাই বিজেপি। কটাক্ষ সুজনের।


অভিষেকের বিরুদ্ধে কমিশনে :  ধূপগুড়ি হবে আলাদা মহকুমা, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন অভিষেক, নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন।


'আক্রান্ত' শাসক কাউন্সিলর : কামারহাটি পুরসভার রাস্তা তৈরিতেও ২ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। প্রতিবাদ করায় আক্রান্ত খোদ শাসক কাউন্সিলর। থানায় অভিযোগ দায়ের। অধরা দুষ্কৃতীরা।


'সর্ষের মধ্যেই ভূত' : সর্ষের মধ্যেই ভূত আছে, মদত দলের একাংশর, অভিযোগ কামারহাটির ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। দলের কেউ হলে দেখব, নেপথ্যে বিরোধীরা, পাল্টা জেলার তৃণমূল নেতৃত্ব।


বিজেপিতে 'দুষ্টু গরু' :পদের অপব্যবহার, দুষটু গরুর থেকে শূন্য গোয়াল ভাল, পোস্ট বিজেপি নেতা অনুপম হাজরার। কাদের ইঙ্গিত ? দুষটু গরু বলেই গোয়াল থেকে বার করা হয়েছে, পাল্টা বীরভূমের বিজেপি সভাপতি।


১৬ অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ : বিশ্ববিদ্যালয়ের রাশ কার হাতে ? রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই মধ্যরাতে বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ রাজ্যপালের। আচার্যের পরেই উপাচার্য, বিজ্ঞপ্তি জারি রাজভবনের।


বিশ্ববিদ্যালয়ের রাশ কার ? : রাজ্যপাল মনোনীত, সরকার নির্বাচিত। বাংলার বুদ্ধিমত্তাকে আক্রমণ, প্রতিক্রিয়া শশী পাঁজার। শিক্ষাকে ভুলুন্ঠিত করেছে তৃণমূল কংগ্রেস, সঠিক পথেই রাজ্যপাল, পাল্টা শমীক ভট্টাচার্য।


'যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত' : এক দেশ এক ভোট কমিটিতে থাকার প্রস্তাব প্রত্যাখ্যান অধীরের। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত। কেন্দ্রকে নিশানা করে সোশাল মিডিয়ায় পোস্ট রাহুল গাঁধীর।


মঙ্গলে বৈঠকে 'ইন্ডিয়া' : লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যে শান। সংসদের বিশেষ অধিবেশনের আগে ফের এক টেবিলে 'ইন্ডিয়া' জোট। রণনীতি ঠিক করতে মঙ্গলবার বিকেলে বৈঠক ডাকলেন খাড়গে।


'২০৪৭-এ ভারত হবে উন্নত দেশ': ২০৪৭ সালে ভারত হয়ে উঠবে উন্নত দেশ। দুর্নীতি, জাতিবাদ, সাম্প্রদায়িকতার স্থান নেই দেশে। চব্বিশের আগে সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে দাবি প্রধানমন্ত্রীর।


ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান : ডুরান্ডের রং সবুজ মেরুন। ২০০৪-এ ফাইনালে লাল হলুদের কাছে হারের প্রতিশোধ মোহনবাগানের। শেষ ৩৮ মিনিট ১০ জনে খেলেও ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন।




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.