West Bengal News Live Updates: তৃণমূলেও একটা লক্ষ্মণ শেঠ আছে,মন্তব্য শুভেন্দু অধিকারীর

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 04 Sep 2022 11:39 PM
West Bengal News Live Updates: তৃণমূলেও একটা লক্ষ্মণ শেঠ আছে,মন্তব্য শুভেন্দু অধিকারীর

সিপিএমকে তাড়িয়েছিলাম, লক্ষ্মণ শেঠ সুবিধা করে দিয়েছিল। সুকান্ত, দিলীপকে নিয়ে আমরা এদের তাড়াব। তৃণমূলেও একটা লক্ষ্মণ শেঠ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মন্তব্য শুভেন্দু অধিকারীর।

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি

মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। বিজেপির কাছ থেকে এটাই আশা করা যায়। একবার চেষ্টা করে দেখতে পারেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। মন্তব্য তৃণমূল বিধায়ক তাপস রায়ের।

West Bengal News Live Updates: সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রায় ১ কোটি টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার শিক্ষক

প্রভাবশালী পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রায় ১ কোটি টাকা হাতানোর অভিযোগ। কোচবিহারের হলদিবাড়িতে গ্রেফতার হলেন এক শিক্ষক। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ধৃত শিক্ষক।

WB News Live Updates: সাংসদ তহবিলের অর্থ কারও পৈতৃক সম্পত্তি নয়, অডিও বিতর্কে পঞ্চায়েত প্রধানের পাশে অর্জুন

সাংসদ তহবিলের অর্থ কারও পৈতৃক সম্পত্তি নয়। উন্নয়নের কাজে তা ব্যবহার করতেই হবে। অডিও বিতর্কে এবার দলের পঞ্চায়েত প্রধানের পাশে দাঁড়ালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। এই বিষয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম কোনও প্রতিক্রিয়া দেননি। মন্তব্য করতে চাননি পঞ্চায়েত প্রধানও।

West Bengal News Live Updates: ৯০ ফুট উঁচু জলের ট্যাঙ্কের মাথায়, পৌনে চার ঘণ্টা পর নামানো হল ব্যক্তিকে

হাওড়া স্টেশন লাগোয়া ৯০ ফুট উঁচু জলের ট্যাঙ্কের মাথায় উঠে পড়ে ব্যক্তি। প্রায় পৌনে চারঘণ্টা ট্যাঙ্কের মাথায় বসেছিলেন তিনি।  হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে, ওই ব্যক্তিকে নামিয়ে আনে দমকল।  

WB News Live Updates: তপন কান্দু খুনের ঘটনায় আরও ১ যুবককে গ্রেফতার করল CBI

ঝালদায় তপন কান্দু খুনের ঘটনায় আরও ১ যুবককে গ্রেফতার করল CBI। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৬। তপন কান্দু খুনের ঘটনায় ঝাড়খণ্ড থেকে একজনকে গ্রেফতার করল CBI। সূত্রের খবর, খুনের আগে, সুপারি কিলারের সঙ্গে এলাকায় রেইকি করতে গেছিলেন তিনি। ধৃতকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। 

West Bengal News Live Updates: রাজ্যে আক্রান্তের সংখ্যা দু’হাজার ছাড়িয়েছে, পুজোর মুখে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি

পুজোর মুখে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। শেষ দু’ সপ্তাহে রাজ্যে আক্রান্তের সংখ্যা দু’হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বেশি উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা, হাওড়া ও কলকাতার পরিসংখ্যান। ডেঙ্গি নিয়ন্ত্রণে তত্‍পর প্রশাসন।

WB News Live Updates: মহিলাকে কটূক্তি, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বড়বাজারের ব্যবসায়ী

ফের শহরে অমানবিকতার ছবি। অসুস্থ বোধ করায়, দোকানের সামনে বসায় মহিলাকে কটূক্তি, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার বড়বাজারের ব্যবসায়ী। মানিকতলার বাসিন্দা অভিযোগকারিণীর দাবি, তাঁর নিয়মিত ডায়ালিসিস চলে। গতকাল শাড়ি কিনতে বড়বাজারে এসে তিনি অসুস্থ বোধ করায়, একটি দোকানের সামনে চেয়ারে বসেন। অভিযোগ, অনুরোধ করা সত্ত্বেও ওই দোকানের মালিক তাঁকে ধাক্কা মেরে তুলে দেন, কটূক্তি ও শ্লীলতাহানি করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে পরে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে বড়বাজার থানার পুলিশ।

West Bengal News Live Updates: অভিষেকের বাড়িতে কোটি টাকা! দাবি শুভেন্দুর

'২০১১ সালের ২১ জুলাই ভাইপোকে আনা হয়েছিল দিল্লি থেকে। কালীঘাটে ছোটকাদার বাড়ি তুলে দিয়ে ইয়া পেল্লাই বাড়ি তৈরি হয়েছে। নাম শান্তিনিকেতন। ওই বাড়িতেই আছে কোটি টাকা', মন্তব্য শুভেন্দুর।

WB News Live Updates: ডেবরায় চাকরির নামে তোলা হয়েছে কোটি কোটি টাকা, বিস্ফোরক অভিযোগ প্রতারণায় অভিযুক্ত তৃণমূল নেতার

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় চাকরির নামে তোলা হয়েছে কোটি কোটি টাকা। জড়িত পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষও। বিস্ফোরক অভিযোগ করলেন, পশ্চিম মেদিনীপুরের ডেবরায় নিয়োগ-প্রতারণায় অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁর ছেলে এবং ভাইও প্রতারণার শিকার বলে অভিযোগ। বিষয়টি নিয়ে চলছে তরজা।

West Bengal News Live Updates:মা ফ্লাইওভারে চিনা মাঞ্জায় দুর্ঘটনা, বাইক আরোহীর চোখে আঘাত

মা ফ্লাইওভারে চিনা মাঞ্জায় দুর্ঘটনা। বাইক আরোহীর চোখে আঘাত। চিনা মাঞ্জা আটকে বাইক নিয়ে পড়ে গিয়ে আহত আরোহী। পুলিশকে ঘিরে বাইক আরোহীদের বিক্ষোভ। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হল বাইক আরোহীকে।

WB News Live Updates:হাওড়া স্টেশন লাগোয়া জলের ট্যাঙ্কের মাথায় উঠে গেলেন এক ব্যক্তি

হাওড়া স্টেশন লাগোয়া জলের ট্যাঙ্কের মাথায় উঠে গেলেন এক ব্যক্তি। ৯০ ফুট উঁচু এই জলের ট্যাংকের মাথায় ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। পথচারীরা খবর দেন পুলিশকে। পুলিশ খবর দেয় দমকলকে। এই মুহূর্তে দমকল কর্মীরা ওই ব্যক্তিকে বুঝিয়ে নিচে নামানোর চেষ্টা করছেন।

West Bengal News Live Updates:মেয়েদের বঁটি আর ছেলেদের ধান কাটার কাস্তে সঙ্গে রাখার বার্তা দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক

মেয়েদের বঁটি আর ছেলেদের ধান কাটার কাস্তে সঙ্গে রাখার বার্তা দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। তাঁর পাশে দাঁড়িয়েই তৃণমূলের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মণ্ডল সভাপতিও। এলাকায় অশান্তি হলে দায়ী থাকবেন বিধায়ক ও মণ্ডল সভাপতি, পাল্টা আক্রমণে তৃণমূল। 

WB News Live Updates:ফের বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে, মথুরাপুর বৈঠক চলাকালীন হাতাহাতি

ফের বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। মথুরাপুর বৈঠক চলাকালীন সভাপতি ও রাজ্য কমিটির সদস্যের হাতাহাতি। প্রদ্যুৎ বৈদ্য ও কৃত্তিবাস সর্দারের মধ্যে হাতাহাতি, ঘুষি, চড়। দলীয় কার্যালয়ের ভিতরেই চেয়ার, টেবিল ভাঙচুর। কুলপির রামকৃষ্ণপুরের জেলা কার্যালয়ে তালা বিক্ষুব্ধদের। 

West Bengal News Live Updates:প্রোমোটার দিয়ে দল চলছে! অপসারণের পরেই বিস্ফোরক খড়গপুরের তৃণমূল নেতা

পদ থেকে অপসারণের পরেই বিস্ফোরক খড়গপুরের তৃণমূল নেতা। দলের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। ১ সেপ্টেম্বর, খড়গপুরে তৃণমূলের শহর সভাপতি পদ থেকে দীপেন্দু পালকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সূর্যপ্রকাশ রাওকে। এরপরই অপসারিত তৃণমূল নেতা অভিযোগ করেন, প্রকাশ্যে প্রোমোটারদের দলে আনা হবে না বললেও, তাদেরকেই পদে বসানো হচ্ছে। দল বলছে, এক ব্যক্তি, এক পদ। অথচ কার্যক্ষেত্রে তা হচ্ছে না। ভোটের সময় যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তৃণমূলকে শেষ করার চেষ্টা করে, দল তাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন খড়গপুরের অপসারিত তৃণমূল নেতা। বিতর্ক এড়িয়ে তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, লোকসভা ভোটের কথা মাথায় রেখেই দলীয় স্তরে রদবদল। এক চোরকে সরিয়ে আরেক চোর আনাই তৃণমূলের সাংগঠনিক রদবদল, পাল্টা কটাক্ষ বিজেপির। 

WB News Live Updates: কলেজ সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির অভিযোগ, কাশফুল আর বালিশ নিয়ে অভিনব বিক্ষোভ

২০১৮-য় পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির অভিযোগ ও বঞ্চিতদের দ্রুত নিয়োগের দাবিতে ধর্মতলায় চাকরিপ্রার্থীদের কাশফুল আর বালিশ নিয়ে অভিনব বিক্ষোভ। এদিন ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভে সামিল কলেজ সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। এর আগে ২০২১-র ১৮ নভেম্বর হাওড়ায় প্রশাসনিক বৈঠকে শিল্পায়ন নিয়ে বার্তা দিতে গিয়ে কাশফুল থেকে বালিশ বানানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live Updates: গরুপাচারকাণ্ডে গ্রেফতার মুর্শিদাবাদের ব্যবসায়ী জেনারুল

গরুপাচারকাণ্ডে এবার সিআইডি-র হাতে গ্রেফতার মুর্শিদাবাদের ব্যবসায়ী। ধৃতের নাম জেনারুল। সিআইডি-র দাবি, বেআইনিভাবে গরুপাচারে যুক্ত ছিলেন জঙ্গিপুরের এই ব্যবসায়ী। কীভাবে হত পাচার? সিআইডি-র অভিযোগ, ১৮০০ গরু কিনে, তার মধ্যে ১২০০ গরুকে মৃত বা নিখোঁজ দেখিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়। গতকাল সন্ধেয় জঙ্গিপুরের ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সিআইডি-র দাবি, গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার এনামুল হকের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। এনামুল ও জেনারুল মিলে গরুপাচার করত। এমনকি, সীমান্তে আটক করা গরুও নিলাম থেকে কিনে পাচার করা হত বলে সিআইডি-র দাবি। অভিযুক্ত জেনারুলকে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।

WB News Live Updates: প্রায় পৌনে ৩ কোটি টাকার স্থাবর সম্পত্তি রাজু সাহানির, দাবি সিবিআই সূত্রের

হালিশহরের পুরপ্রধান রাজু সাহানির বিপুল সম্পত্তির হদিশ! ‘দুর্গাপুর, কলকাতা ও সংলগ্ন এলাকায় তল্লাশিতে উদ্ধার বিপুল সম্পত্তির নথি। প্রায় পৌনে ৩ কোটি টাকার স্থাবর সম্পত্তির নথি উদ্ধার। বিলাসবহুল রিসর্ট থেকে উদ্ধার ৮০ লক্ষ টাকা। বিভিন্ন ঠিকাদার সংস্থার সঙ্গে রাজুর প্রায় দেড় কোটি টাকার লেনদেনের হদিশ। বাংলা ও বেঙ্গালুরুতেও সম্পত্তির হদিশ। ৫৬ কাঠা জমির পাওয়ার অফ অ্যাটর্নি রাজুর নামে’, দাবি সিবিআই সূত্রের।

West Bengal News Live Updates: ট্যুইটে অমিত শাহকে ‘আসল পাপ্পু’ বলে কটাক্ষ জহরের, ট্যাগ করলেন অভিষেককে

বিতর্কের মধ্যেই তৃণমূলের কাছাকাছি জহর? অমিত শাহর বিরুদ্ধে ট্যুইট করলেন জহর সরকার। ট্যুইটে অমিত শাহকে ‘আসল পাপ্পু’ বলে কটাক্ষ। ট্যুইটে তৃণমূলের ‘পাপ্পু’ টি-শার্টের ছবির ব্যবহার। ট্যুইটে ট্যাগ করলেন তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 

WB News Live Updates: ভারতীয় গরুর উপর বাংলাদেশ খুব বেশি ভরসা করে না, মন্তব্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার

গরুপাচার নিয়ে উদ্বেগপ্রকাশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ‘গরুপাচার রোধে ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে, আরেকটু ধৈর্য ধরতে হবে। ভারতীয় গরুর উপর বাংলাদেশ খুব বেশি ভরসা করে না। সীমান্তে গরুপাচার অনেক কমেছে, তবু কিছু ঘটনা এখনও ঘটছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর নিয়মিত কথা চলছে। গরুপাচার বন্ধ হওয়া উচিত’, 
মন্তব্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 

West Bengal News Live Updates: চিটফান্ডকাণ্ডে সিবিআইয়ের নজরে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী

চিটফান্ডকাণ্ডে সিবিআইয়ের নজরে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। সুবোধ অধিকারীর একাধিক বাড়ি ও ফ্ল্যাটে সিবিআই হানা। একাধিক বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট সুবোধ অধিকারীর। হালিশহরে সুবোধের বাড়ি ছাড়াও কলকাতায় ৩টি ফ্ল্যাটে হানা। টালা পার্ক, পাইকপাড়া ও লেক টাউন ফ্ল্যাটে তল্লাশি সিবিআইয়ের। বিধায়ক সুবোধ অধিকারীর সহায়ক অভিজিৎ শিকদারের বাড়িতেও হানা। 

WB News Live Updates: মৎস দফতরে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা টাকা প্রতারণার অভিযোগ

মৎস দফতরে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা টাকা প্রতারণার অভিযোগ।  তিনজনকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ। যা নিয়ে তৃণমূলকে নিশেনা করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

West Bengal News Live Updates: ময়নাগুড়ির মাধবডাঙায় নিখোঁজ তৃণমূল নেতার দেহ উদ্ধার

ময়নাগুড়ির মাধবডাঙায় নিখোঁজ তৃণমূল নেতার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। খুনের অভিযোগ পরিবারের। মৃতের নাম ধনেশ্বর রায়। তিনি মাধবডাঙা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য।পরিবারের দাবি, গত ২ দিন ধরে নিখোঁজ ছিলেন তৃণমূল নেতা। আজ সকালে বাড়ির কাছেই ধরলা নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে উদ্ধার হয় তাঁর স্কুটার। পরিবারের দাবি, দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। খুন না কি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে ময়নাগুড়ি থানার পুলিশ।

WB News Live Updates: ফের শহরে অমানবিকতার ছবি

ফের শহরে অমানবিকতার ছবি। অসুস্থ বোধ করায়, দোকানের সামনে বসায় মহিলাকে কটূক্তি, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার বড়বাজারের ব্যবসায়ী। মানিকতলার বাসিন্দা অভিযোগকারিণীর দাবি, তাঁর নিয়মিত ডায়ালিসিস চলে। গতকাল শাড়ি কিনতে বড়বাজারে এসে তিনি অসুস্থ বোধ করায়, একটি দোকানের সামনে চেয়ারে বসেন। অভিযোগ, অনুরোধ করা সত্ত্বেও ওই দোকানের মালিক তাঁকে ধাক্কা মেরে তুলে দেন, কটূক্তি ও শ্লীলতাহানি করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে পরে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে বড়বাজার থানার পুলিশ।

West Bengal News Live Updates: ধর্মতলায় চাকরিপ্রার্থীদের কাশফুল আর বালিশ নিয়ে অভিনব বিক্ষোভ

২০১৮-য় পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির অভিযোগ ও বঞ্চিতদের দ্রুত নিয়োগের দাবিতে ধর্মতলায় চাকরিপ্রার্থীদের কাশফুল আর বালিশ নিয়ে অভিনব বিক্ষোভ। এদিন ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভে সামিল কলেজ সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। এর আগে ২০২১-র ১৮ নভেম্বর হাওড়ায় প্রশাসনিক বৈঠকে শিল্পায়ন নিয়ে বার্তা দিতে গিয়ে কাশফুল থেকে বালিশ বানানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB News Live Updates: পুজোর মুখে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

পুজোর মুখে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। শেষ দু’ সপ্তাহে রাজ্যে আক্রান্তের সংখ্যা দু’হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়চ্ছে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা-সহ তিন জেলার রিপোর্ট।

West Bengal News Live Updates: মালদার গাজোলে ব্যবসায়ীর বাড়িতে সিআইডি-র হানা

মালদার গাজোলে ব্যবসায়ীর বাড়িতে সিআইডি-র হানা। এদিন গাজোলের ঘাকশোলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে অভিযান চালান সিআইডি আধিকারিকরা। সূত্রের খবর, উদ্ধার হয়েছে টাকা। আনা হচ্ছে টাকা গোনার যন্ত্র। 

WB News Live Updates: ডেঙ্গি সচেতনতায় ঢাক বাজালেন সৌগত রায়

ডেঙ্গি সচেতনতায় ঢাক বাজালেন সৌগত রায়। এদিন দক্ষিণ দমদম পুরসভার ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে পদযাত্রা করেন দমদমের তৃণমূল সাংসদ। ছোটদের মা দুর্গার সাজে সাজানো হয়। ডেঙ্গি সচেতনতায় সাংসদের সঙ্গী হন পুরসভার কর্মীরাও। বাড়ি বাড়ি ঘুরে চলে প্রচার। 

West Bengal News Live Updates: দিলীপ ঘোষকে বেলাগাম আক্রমণ মদন মিত্রর

দিলীপ ঘোষকে বেলাগাম আক্রমণ মদন মিত্রর। ‘বিজেপিতে একটা পাগল আছে, পাগলা মানে দিলীপ। দিলীপ ঘোষ বলেছেন পঞ্চায়েত ভোটের আগেই নাকি তৃণমূলের সরকার পড়ে যাবে। সৌগত রায়ের সঙ্গে একমত, আপনাদের মারতে বলছি না। সবে জন্মাষ্টমী গেছে, এখনও অনেক তাল গাছে আছে। দিলীপ ঘোষদের উল্টোপাল্টা কথায় সেই তাল বিজেপি কর্মীদের পিঠে পড়বে। তাল পেকে গেছে, তাল পড়বেই’। 

WB News Live Updates: চিটফান্ডকাণ্ডে সকাল থেকে হালিশহরে সিবিআই তল্লাশি

চিটফান্ডকাণ্ডে সকাল থেকে হালিশহরে সিবিআই তল্লাশি। এবার সিবিআই নজরে তৃণমূলের বিধায়ক, পুরপ্রধান। হালিশহরের চেয়ারম্যানকে গ্রেফতারের পর চিটফান্ড কেলেঙ্কারিতে নজরে বীজপুরের বিধায়ক। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়ি, অফিসে প্রায় ৩ ঘণ্টা তল্লাশি। বিধায়কের সহায়কের বাড়িতেও হানা সিবিআইয়ের। 

West Bengal News Live Updates: পুজোর আগে আলুর বস্তার আড়ালে লরিতে পাচার হচ্ছিল নিষিদ্ধ শব্দবাজি

পুজোর আগে আলুর বস্তার আড়ালে লরিতে পাচার হচ্ছিল নিষিদ্ধ শব্দবাজি। খবর পেয়ে লরি আটকায় কালনা থানার পুলিশ। উদ্ধার হয় দেড়শো বস্তা শব্দবাজি। লরি চালককে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ বাজি পাচারের খবর পেয়ে গতকাল কালনার মতিশ্বর বাজার এলাকায় অভিযান চালানো হয়। আলু বোঝাই লরি আটকাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশ কর্মীদের। পুলিশ জানিয়েছে, লরিটি পুরুলিয়ার দিকে যাচ্ছিল। কোথা থেকে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি আনা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে কালনা থানার পুলিশ।

WB News Live Updates: এবার বীজপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা

হালিশহর পুরসভার চেয়ারম্যানকে গ্রেফতারের পর, চিটফান্ড কেলেঙ্কারিতে এবার বীজপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা। এদিন হালিশহরের জেটিয়ায় বিধায়ক সুবোধ অধিকারী ও কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল চেয়ারম্যান কমল অধিকারীর পৈতৃক বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তল্লাশি চলছে মঙ্গলদীপে বিধায়কের অফিস এবং ব্যক্তিগত সহকারীর বাড়িতেও। সিবিআই সূত্রে দাবি, সানমার্গ চিটফান্ডকাণ্ডে কলকাতায় ৩টি এবং হালিশহর, জেটিয়া, কাঁচরাপাড়া-সহ ৭টি জায়গায় তল্লাশি চলছে। রাজু সাহানির সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করলেও, চিটফান্ড-যোগ অস্বীকার কাঁচরাপাড়ার পুর চেয়ারম্যানের।  

West Bengal News Live Updates: ফিল্মি কায়দায় আলুর বস্তার সাথে পাচার হচ্ছিল শব্দবাজি

কেবারে ফিল্মি কায়দায় আলুর বস্তার সাথে পাচার হচ্ছিল শব্দবাজি। লরি ভর্তি আলুর বস্তা আর তার ভেতরে লুকানো ছিল ১৫০ বস্তা শব্দবাজি। গোপন সূত্রে খবর পেয়ে কালনা থানার পুলিশ সেই শব্দবাজি বোঝায় আলুর লরি আটক করে। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে শব্দবাজি, গ্রেফতার গাড়ি চালক । 

WB News Live Updates: গরুপাচারকাণ্ডে এবার সিআইডি-র হাতে গ্রেফতার মুর্শিদাবাদের ব্যবসায়ী

গরুপাচারকাণ্ডে এবার সিআইডি-র হাতে গ্রেফতার মুর্শিদাবাদের ব্যবসায়ী। ধৃতের নাম জেনারুল। সিআইডি-র দাবি, বেআইনিভাবে গরুপাচারে যুক্ত ছিলেন জঙ্গিপুরের এই ব্যবসায়ী। কীভাবে হত পাচার? সিআইডি-র অভিযোগ, ১৮০০ গরু কিনে, তার মধ্যে ১২০০ গরুকে মৃত বা নিখোঁজ দেখিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়। গতকাল সন্ধেয় জঙ্গিপুরের ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সিআইডি-র দাবি, গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার এনামুল হকের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। এনামুল ও জেনারুল মিলে গরুপাচার করত। এমনকি, সীমান্তে আটক করা গরুও নিলাম থেকে কিনে পাচার করা হত বলে সিআইডি-র দাবি।  

West Bengal News Live Updates: ডেবরায় চাকরি-বিক্রির অভিযোগে মারধরের ঘটনায় চাঞ্চল্যকর মোড়

ডেবরায় চাকরি-বিক্রির অভিযোগে মারধরের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। আক্রান্ত তৃণমূল নেতার দাবি, তিনি নিজেই চাকরি-প্রতারণার শিকার। অভিযোগ, ছেলে ও ভাইয়ের সরকারি চাকরির জন্য তিনি টাকা দিয়েছেন ডেবরা পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষকে। শুধু তাঁর কাছ থেকেই নয়, ওই কর্মাধ্যক্ষ চাকরির টোপ দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন। এ নিয়ে মুখ খোলাতেই গতকাল মারধর করে তাঁর রাজনৈতিক সম্মানহানির চেষ্টা হয় বলে দাবি প্রাক্তন INTTUC নেতার। মারধরের ঘটনায় থানার দ্বারস্থ হয়েছেন ওই নেতা। পাশাপাশি, তৃণমূল নেতাকে মারধরে অভিযুক্ত ভারত জাকাত মাঝি পারগানা মহলের অভিযোগ, চাকরি দেওয়ার টোপে আরও অনেক তৃণমূল নেতা টাকা নিয়েছেন। তাঁদের নামও প্রকাশ্যে আনা হবে। আক্রান্তের সঙ্গে দলীয় যোগ অস্বীকার করে তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, দল দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। 

WB News Live Updates: সৌগত রায়ের সুরেই এবার বিজেপিকে হুমকি মদন মিত্রর।

সৌগত রায়ের সুরেই এবার বিজেপিকে হুমকি মদন মিত্রর।কামারহাটির তৃণমূল বিধায়ক রীতিমতো হুমকির সুরে বলেন, তাল পড়বেই, কারণ তাল পেকে গেছে। জন্মাষ্টমীতে সব তাল খরচ হয়নি। তাই বিজেপির লোকেদের বলব, হালকা বেশি নয়, তিন ইঞ্চির একটা বুলেটপ্রুফ নয়, অন্তত পিঠে পড়লে যাতে কম লাগে। গতকাল বেলঘরিয়ার যতীনদাস নগরে রক্তদান শিবিরে যোগ দিয়ে বিরোধীদের হুমকি-বিতর্কে সৌগত রায়ের পাশে দাঁড়ালেন মদন মিত্র। 

West Bengal News Live Updates: পদ থেকে অপসারণের পরেই বিস্ফোরক খড়গপুরের তৃণমূল নেতা

পদ থেকে অপসারণের পরেই বিস্ফোরক খড়গপুরের তৃণমূল নেতা। দলের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। ১ সেপ্টেম্বর, খড়গপুরে তৃণমূলের শহর সভাপতি পদ থেকে দীপেন্দু পালকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সূর্যপ্রকাশ রাওকে। এরপরই অপসারিত তৃণমূল নেতা অভিযোগ করেন, প্রকাশ্যে প্রোমোটারদের দলে আনা হবে না বললেও, তাদেরকেই পদে বসানো হচ্ছে। দল বলছে, এক ব্যক্তি, এক পদ। অথচ কার্যক্ষেত্রে তা হচ্ছে না। ভোটের সময় যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তৃণমূলকে শেষ করার চেষ্টা করে, দল তাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন খড়গপুরের অপসারিত তৃণমূল নেতা। বিতর্ক এড়িয়ে তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, লোকসভা ভোটের কথা মাথায় রেখেই দলীয় স্তরে রদবদল। এক চোরকে সরিয়ে আরেক চোর আনাই তৃণমূলের সাংগঠনিক রদবদল, পাল্টা কটাক্ষ বিজেপির।  

WB News Live Updates: চেক বাউন্স-বিতর্ক

চাকরি দেওয়ার নাম করে প্রতারণা! অভিযুক্ত, কোলাঘাটের এক তৃণমূল নেতার হয়ে টাকা ফেরত দিচ্ছেন স্থানীয় তৃণমূল উপপ্রধান। যদিও ফেরত দেওয়া চেকও বাউন্স করে বলে অভিযোগ। ‘ডাবল প্রতারণা’, কটাক্ষ বিজেপির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

West Bengal News Live Updates: গর্ত বোজাতে মোবাইল ভ্যান

পুজোর আগে শহরের রাস্তার হাল ফেরাতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুরসভা। কলকাতায় ঘুরবে পটহোলস্ রিপেয়ারিং মোবাইল ভ্যান। কোনও এলাকা থেকে খারাপ রাস্তার খবর পেলেই, কিছুক্ষণের মধ্যেই তা সারিয়ে দেওয়া হবে। 

WB News Live Updates: পশ্চিমবঙ্গ সরকারকে সাড়ে ৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ

পরিবেশের ক্ষতি করার অভিযোগে জাতীয় পরিবেশ আদালত পশ্চিমবঙ্গ সরকারকে সাড়ে ৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে। সূত্রের খবর, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য এই ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। বিচারপতি আদর্শ কুমার গোয়েলের বেঞ্চ গত পয়লা সেপ্টেম্বর এই নির্দেশ দিয়েছে। নির্দেশে বলা হয়েছে, বেশ কয়েকবছর ধরে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার যথোপযুক্ত কাজ হয়নি। তার জেরে ক্ষতি হয়েছে পরিবেশের। সেইসঙ্গে জাতীয় পরিবেশ আদালত বলেছে, আগামী ২ মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে ক্ষতিপূরণের এই টাকা আলাদা একটি তহবিলে জমা রাখতে হবে। তারপর সেই টাকা খরচ করতে হবে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে।

West Bengal News Live Updates: প্রথম দুর্গা আর্ট ফেস্টিভ্যাল প্রিভিউ শো

কলকাতার দুর্গাপুজো পেয়েছে UNESCO-র কালচারাল হেরিটেজ তকমা। পাশাপাশি, এবারই প্রথম দুর্গা আর্ট ফেস্টিভ্যাল প্রিভিউ শো হচ্ছে UNESCO-র তরফে। তার জন্য নির্বাচিত হয়েছে শহরের ২২টি পুজো। তাদের একটি বড়িশা ক্লাব।

WB News Live Updates: হাওড়া পুরসভার ভোট কবে হবে?

হাওড়া পুরসভার ভোট কবে হবে? এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন রাজ্যপাল লা গণেশন। সাংবাদিকদের প্রশ্নের পর তিনি কানে হাত দিয়ে বলেন, তাঁর কান ঠিকমতো কাজ করছে না। ২০১৮-র ডিসেম্বরে হাওড়া পুরসভার মেয়াদ ফুরিয়েছে। এখন পুরসভা পরিচালনার দায়িত্ব প্রশাসকমণ্ডলীর হাতে। এই অবস্থায়, রাজ্যপালের মন্তব্যে তৈরি হয়েছে জল্পনা।

West Bengal News Live Updates: নবান্ন অভিযানের প্রচার

নবান্ন অভিযানের প্রচার শুরু করে দিল রাজ্য বিজেপি। সাদার্ন অ্যাভিনিউতে দেওয়াল লিখলেন সুকান্ত মজুমদার। যদিও কর্মসূচির দিন পিছনো নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। বিজেপির নবান্ন অভিযান নিয়ে কেউ আগ্রহী নয়। মন্তব্য সিপিএমের।

প্রেক্ষাপট

কলকাতা: পরিবেশের (Environmental Compensation) ক্ষতি করার অভিযোগে জাতীয় পরিবেশ আদালত পশ্চিমবঙ্গ সরকারকে (West Bengal Govt) সাড়ে ৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে। সূত্রের খবর, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য এই ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। বিচারপতি আদর্শ কুমার গোয়েলের বেঞ্চ গত পয়লা সেপ্টেম্বর এই নির্দেশ দিয়েছে। নির্দেশে বলা হয়েছে, বেশ কয়েকবছর ধরে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার যথোপযুক্ত কাজ হয়নি। তার জেরে ক্ষতি হয়েছে পরিবেশের। সেইসঙ্গে জাতীয় পরিবেশ আদালত বলেছে, আগামী ২ মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে ক্ষতিপূরণের এই টাকা আলাদা একটি তহবিলে জমা রাখতে হবে। তারপর সেই টাকা খরচ করতে হবে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে।           


এক নজরে অন্যান্য খবরগুলি- 


কলকাতার দুর্গাপুজো পেয়েছে UNESCO-র কালচারাল হেরিটেজ তকমা। পাশাপাশি, এবারই প্রথম দুর্গা আর্ট ফেস্টিভ্যাল প্রিভিউ শো হচ্ছে UNESCO-র তরফে। তার জন্য নির্বাচিত হয়েছে শহরের ২২টি পুজো। তাদের একটি বড়িশা ক্লাব।


ইচ্ছাকৃতভাবে তৃণমূল নেতাদের নামে কুৎসা ছড়ানো হচ্ছে। এই মর্মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল হুগলির কামারকুণ্ডুর সাইবার ক্রাইম থানায়। অভিযোগকারী, গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদার। তাঁর অভিযোগ, প্রমাণ ছাড়া তাঁদের বদনাম করার চেষ্টা করেছেন বিরোধী দলনেতা। গত ৩১ জুলাই, ডানকুনির এক সভা থেকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার এবং যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তাঁদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট বলে আক্রমণ করেন। তারই প্রেক্ষিতে এদিন সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান মানস মজুমদার। 



হাওড়া পুরসভার ভোট কবে হবে? এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন রাজ্যপাল লা গণেশন। সাংবাদিকদের প্রশ্নের পর তিনি কানে হাত দিয়ে বলেন, তাঁর কান ঠিকমতো কাজ করছে না। ২০১৮-র ডিসেম্বরে হাওড়া পুরসভার মেয়াদ ফুরিয়েছে। এখন পুরসভা পরিচালনার দায়িত্ব প্রশাসকমণ্ডলীর হাতে। এই অবস্থায়, রাজ্যপালের মন্তব্যে তৈরি হয়েছে জল্পনা।


নবান্ন অভিযানের প্রচার শুরু করে দিল রাজ্য বিজেপি। সাদার্ন অ্যাভিনিউতে দেওয়াল লিখলেন সুকান্ত মজুমদার। যদিও কর্মসূচির দিন পিছনো নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। বিজেপির নবান্ন অভিযান নিয়ে কেউ আগ্রহী নয়। মন্তব্য সিপিএমের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.