West Bengal News Live: খাস কলকাতায় পুলিশের মারধরে যুবকের মৃত্যুর অভিযোগ
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
শাক-সবজি, মাছ-মাংস থেকে রান্নার গ্যাস। সবকিছু অগ্নিমূল্য ছিলই। এবার চালের দামেও ছ্যাঁকা। বিক্রেতাদের দাবি, প্রায় সব ধরনের চালের দামই গত এক মাসে গড়ে ১০-১৫ টাকা বেড়েছে। মাথায় হাত ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, জোগানের ঘাটতির জন্যই বাড়ছে দাম।
খাস কলকাতায় পুলিশের মারধরে যুবকের মৃত্যুর অভিযোগ। গলফ গ্রিন থানার বিরুদ্ধে অভিযোগ দীপঙ্কর সাহার পরিবারের। ‘শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে’। ‘মৃত্যুর জন্য এই আঘাত যথেষ্ট নয়’। ‘এই আঘাতের চিহ্ন দুই থেকে তিন দিনের পুরনো’। ‘হৃদপিন্ডে ও ফুসফুসে সমস্যা ছিল, ফ্যাটি লিভার’। ‘ভিসেরা ও হিস্টো-প্যাথলজিক্যাল রিপোর্ট পেলে জানা যাবে সঠিক মৃত্যুর কারণ’। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ।
পৃথক জেলার মর্যাদা দিতে হবে শিলিগুড়িকে। এই দাবিতে পথে নামল দার্জিলিং জেলা কংগ্রেস। একই দাবিতে সরব বিজেপিও। দু’পক্ষেরই দাবি, পৃথক জেলার পুরনো দাবিদার শিলিগুড়ি। অথচ সেখানকার বাসিন্দাদের দাবিকে মান্যতা দেয়নি তৃণমূল সরকার। শুধু ভাঙার রাজনীতি করছে বিরোধীরা! পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
‘গণতন্ত্রের লজ্জা তৃণমূল কংগ্রেস’। ‘চুরির দায়ে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পেশীশক্তি দিয়ে বিরোধী কন্ঠরোধ’। ‘চোরকে চোর বলা কি অন্যায় ?’ ট্যুইট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
এবার জেল হেফাজতে ‘অপা’। পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। খারিজ হয়ে গেল তাঁর জামিনের আবেদন। অর্পিতা মুখোপাধ্যায় জামিনের আবেদন জানাননি। তাঁকেও ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হল। ১৮ তারিখ পার্থ-অর্পিতা দু’জনকেই ফের আদালতে তোলা হবে।
দ্রুত জমির রেকর্ড করে দিতে হবে। অন্যথা প্রাণনাশের হুমকির অভিযোগ ! ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে দফতরে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী এক কর্মী জানান, জমি মাফিয়া দুই দুষ্কৃতী হাতে পিস্তল নিয়ে আধিকারিকের ঘরে চড়াও হয় ৷ রীতিমতো আতঙ্কিত দফতরের কর্মী ও আধিকারিকরা। বোলপুরের কালীমোহনপল্লিতে রয়েছে ভূমি ও ভূমি সংস্কার দফতর। এদিন বিকেলে দুই দুষ্কৃতী হাতে পিস্তল নিয়ে দফতরে চড়াও হয় বলে অভিযোগ।
কাল উপরাষ্ট্রপতি নির্বাচন, ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে চিঠি তৃণমূল কংগ্রেসের। দলের সিদ্ধান্ত লিখিতভাবে শিশির ও দিব্যেন্দু অধিকারীকে জানাল তৃণমূল। ‘কাল জগদীপ ধনকড়ের পক্ষে ভোট দিতে পারেন শিশির-দিব্যেন্দু’। আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস।
বর্তমানে দিল্লিতেই রয়েছেন দুই সাংসদ। শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে পৌঁছে দেওয়া হল চিঠি। জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
হাওড়ায় রাস্তা খুঁড়তেই ১৫০ বছরের পুরনো রেললাইনের হদিশ! হাওড়ায় ডিআরএম অফিসের পাশে রাস্তা খুঁড়তেই প্রাচীন রেললাইনের হদিশ। মেট্রো স্টেশন তৈরির জন্য রাস্তা খুঁড়তেই প্রাচীন রেললাইনের হদিশ। লাইনটি ১৫০ বছরের পুরনো হতে পারে, অনুমান রেলের।
চুঁচুড়া খাদিনামোরে বিজেপির মিছিলে হামলা তৃণমূলের। লাঠি হাতে মারধর তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের । পাল্টা বিজেপির বিরুদ্ধে তৃণমূল বিধায়ককে হেনস্থার অভিযোগ।
বাড়ছে নবান্নের নিরাপত্তা। নবান্ন সভাগৃহের সামনে বসছে স্মার্ট গেট। কর্মীরা কার্ড পাঞ্চ করলে, তবেই খুলবে গেট। নবান্নে সাউথ গেটের বসানো হচ্ছে স্মার্ট গেট।
এরপর নবান্নের নর্থ গেটের সামনে বসবে স্মার্ট গেট।
অর্পিতাকে ডিভিশন ওয়ান প্রিজনার হিসেবে দেখা হোক। প্রাণহানির আশঙ্কা থাকতে পারে জেলে। পরীক্ষা করে যেন খাবার দেওয়া হয়। আদালতে সওয়াল ইডির আইনজীবীর।
পার্থ-অর্পিতাকে জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের। পার্থ-অর্পিতার জামিনের আবেদন খারিজ ব্যাঙ্কশাল কোর্টের। ১৮ অগাস্ট পর্যন্ত পার্থ-অর্পিতার জেল হেফাজত। জেলে গিয়ে পার্থকে জেরা করতে পারে ইডির ২ আধিকারিক।
নিয়োগ জট কাটতে চলেছে উচ্চ প্রাথমিকে ? আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি এসএসসির। ইন্টারভিউতে ডাক না পাওয়া ১১০০ প্রার্থীর তালিকা প্রকাশ। আজ থেকে ১৩ অগাস্টের মধ্যে নথি আপলোড করার নির্দেশ। ‘এরপর শুরু হবে ইন্টারভিউ পর্ব’, খবর কমিশন সূত্রে। ২০১৪ সালে উচ্চ প্রাথমিকের টেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।
আট বছর পরেও এখনও নিয়োগ অধরা।
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের জেল হেফাজতের নির্দেশ। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোলের সিবিআই আদালতের। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গত ৯ জুন গ্রেফতার করে সিবিআই। ‘পাচারকারীদের সাহায্য করার পাশাপাশি, পাচারের টাকা থেকে সায়গল নিজেও লাভবান হয়েছেন’। গরু পাচারের টাকা লগ্নির ক্ষেত্রে সায়গল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন বলে অভিযোগ।
কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় স্টেটাস রিপোর্ট পেশের নির্দেশ। ১৬ অগাস্টের মধ্যে সিআইডিকে স্টেটাস রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের। তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের । সিবিআই তদন্তের দাবিতে দায়ের হয় জনস্বার্থ মামলা।
মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব, দেশজুড়ে কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভ। রাজভবনের সামনে কালো পোশাক পরে কংগ্রেসের প্রতিবাদ ।
মুখোমুখি জেরায় অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার পার্থ চট্টোপাধ্যায়ের। দাবি ইডি সূত্রে। পাশাপাশি, ইডি সূত্রে দাবি, তথ্যপ্রমাণের সঙ্গে মিলছে না পার্থর বয়ান। জেরায় তথ্য গোপনের চেষ্টা করছেন প্রাক্তন মন্ত্রী, দাবি ইডি সূত্রে। আজ পার্থ-অর্পিতাকে আদালতে তোলার সময় এই তথ্য জানানো হবে বলে ইডি সূত্রে খবর।
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের সিবিআই তলব। সোমবার অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের। সোমবার সকাল ১১: নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে তলব। অনুব্রত-ঘনিষ্ঠদের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তলব, সিবিআই সূত্রে খবর । সোমবারের এখনও অনেক দেরি: অনুব্রত মণ্ডল।
পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত দফতর ও জেলা শাসকদের চিঠি কমিশনের। ১২ সেপ্টেম্বরের মধ্যে আসন বিন্যাসের কাজ শেষ করার নির্দেশ। ১৬ সেপ্টেম্বরের মধ্যে আসন সংরক্ষণের কাজ শেষ করার নির্দেশ।
ফের ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। এবার একটি বেসরকারি ব্যাঙ্কে। পশ্চিম বর্ধমান জেলার একটি বেসরকারি ব্যাঙ্কের ভিতর থেকে গ্রাহকের ১২ হাজার টাকা লোপাট করে দেওয়ার অভিযোগ উঠল।
উন্নয়নের টাকা তছরুপ, দল বিরোধী কাজ- এমন একাধিক অভিযোগে বহিষ্কার করা হল তৃণমূল নেত্রীকে। মালদার চাঁচল-১ ব্লকের কলিগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক সদস্যকে দল থেকে বহিষ্কার করলেন ব্লক সভাপতি। ওই পঞ্চায়েত সদস্যের স্বামীকেও বহিষ্কার করেছে তৃণমূল।
বাঁকুড়ার জঙ্গলে এবার দেখা মিলল দুটি নেকড়ে বাঘের। সম্প্রতি বাঁকুড়া উত্তর বনবিভাগের নিরশা মোড় এলাকায় পিড়রাবনির জঙ্গলে দুটি নেকড়ে বাঘের দেখা মেলে। জঙ্গলের রাস্তায় বন দফতরের আধিকারিকদের ক্যামেরায় ওই দুটি নেকড়ে বাঘের ছবিও ধরা পড়ে ।
ইডি হেফাজতে ওজন কমল পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি হেফাজতে ১২ দিনে ৩ কেজি ওজন কমল পার্থর। ১১১ কেজি থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ওজন কমে ১০৮ কেজি। অন্য কোনও শারীরিক অসুবিধা নেই, উল্লেখ জোকা ইএসআইয়ের রিপোর্টে
ইডি কে যা স্টেটমেন্ট দেওয়ার দিয়েছি। জোকা ইএসআই থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন অর্পিতা মুখোপাধ্যায়।
কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় স্টেটাস রিপোর্ট পেশের নির্দেশ। ১৬ অগাস্টের মধ্যে সিআইডিকে স্টেটাস রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের। তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সিবিআই তদন্তের দাবিতে দায়ের হয় জনস্বার্থ মামলা।
কলেজ সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে কলেজ স্কোয়ারে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের।
গরু পাচার মামলায় আজ আসানসোলে সিবিআই আদালতে পেশ অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। আজই সায়গলের ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। গরু পাচার মামলায়, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গত ৯ জুন গ্রেফতার করে সিবিআই। অভিযোগ, গরু পাচারের টাকা লগ্নির ক্ষেত্রে সায়গল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন।
পার্থকাণ্ডের মধ্যেই আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক। বিকেল সাড়ে ৪টেয় সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক হবে। রাজ্যের দাবি, এই মুহূর্তে বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে প্রায় ৯৭ হাজার কোটি টাকা পাওনা। পাশাপাশি, বিভিন্ন প্রকল্পের নামকরণ নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত চলছে। তার জেরে কার্যত থমকে বাংলা আবাস যোজনা ও সড়ক যোজনার কাজ। এই সমস্ত বিষয় নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
টাকা উদ্ধার মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ঝাড়খণ্ডের তিন বিধায়ক। মামলা করার অনুমতি দিলেন প্রধান বিচারপতি। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে মামলার শুনানি। গতকালই টাকা উদ্ধারের মামলা সিবিআই বা কেন্দ্রীয় সংস্থাকে হস্তান্তরের আবেদন খারিজ করেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে উন্মাদনার মধ্যেই শিয়ালদা স্টেশনে ধরা পড়ল অন্য ছবি। ব্যস্ততম স্টেশনের সামনে ছেঁড়া অবস্থায় উড়ছে জাতীয় পতাকা। সাতসকালে এই ছবি ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়। হাওয়া বা কোনও কারণে ছিঁড়ে গিয়ে থাকতে পারে। অভিযোগ পেয়েছি। অবিলম্বে ওই পতাকা বদলে দেওয়া হচ্ছে। জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।
মুখোমুখি জেরায় অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার পার্থ চট্টোপাধ্যায়ের। দাবি ইডি সূত্রে। পাশাপাশি, ইডি সূত্রে দাবি, তথ্যপ্রমাণের সঙ্গে মিলছে না পার্থর বয়ান। জেরায় তথ্য গোপনের চেষ্টা করছেন প্রাক্তন মন্ত্রী, দাবি ইডি সূত্রে।
এনজেপি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে এনজেপি পর্যন্ত টয় ট্রেন পরিষেবা বাতিল করা হল। ৭ আগস্ট পর্যন্ত বাতিল থাকবে টয় ট্রেন।
পাঁচলায় গাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ লক্ষ টাকা। কিন্তু তার আগেও, কলকাতা থেকে ৭৫ লক্ষ টাকা ঝাড়খণ্ডে নিয়ে গেছিলেন সেরাজ্যের দুই কংগ্রেস বিধায়ক। ব্যবসায়ীকে টাকা দেওয়ার নির্দেশ আসত অসম থেকে। চাঞ্চল্যকর দাবি CID সূত্রে। কলকাতার যে হোটেলের পানশালায় ছিলেন তিন বিধায়ক, এবার সামনে এল সেই হোটেলের নতুন CCTV ফুটেজ।
বীরভূমের সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর সভামঞ্চে পোস্টার লাগানো ঘিরে বিতর্ক। নারদ-মামলায় বিরোধী দলনেতার বিতর্কিত ছবি-সমেত পোস্টারে ছয়লাপ সাঁইথিয়া শহর। আজ সেখানে সভা করার কথা শুভেন্দু অধিকারীর।
মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর GST বৃদ্ধি-সহ একাধিক ইস্যুকে সামনে রেখে আজ দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও ও রাষ্ট্রপতি ভবন চলো কর্মসূচি পালনের ডাক কংগ্রেসের। ২৪ নম্বর আকবর রোডে দলের সদর দফতর থেকে প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে মিছিল করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে রওনা দেবেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা।
ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আজ ফের তোলা হবে আদালতে। ইডি সূত্রে খবর, এবার জেল হেফাজতের আবেদন জানানো হবে। ইডি সূত্রে দাবি, তদন্তে অর্পিতা সহযোগিতা করলেও, জেরায় সহযোগিতা করেননি পার্থ। আদালতে এই বিষয়টি আজও জানানো হবে বলে ইডি সূত্রে খবর। নিয়মমাফিক আজ মেডিক্যাল টেস্টের জন্য পার্থ-অর্পিতাকে নিয়ে যাওয়া হবে জোকা ESI হাসপাতালে।
ডেঙ্গি আক্রান্ত হয়ে কালীঘাটে এক বালকের মৃত্যু। এলাকার জঞ্জাল সাফাই নিয়ে অভিযোগ, বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের সচেতনার অভাবের দিকে আঙুল তুলেছেন তৃণমূল কাউন্সিলর। নথি পাঠানো হয়েছে স্বাস্থ্য দফতরে, ডেঙ্গিতে মৃত্যু কি না, নথি পরীক্ষা করে তা ঘোষণা করবে স্বাস্থ্য দফতরই। জানালেন ডেপুটি মেয়র।
অবশেষে প্রতীক্ষার অবসান। পুজোর আগেই খুলে যাচ্ছে ৪ লেনের টালা ব্রিজ। দায়িত্ব নিয়েই জানালেন পূর্তমন্ত্রী পুলক রায়। অন্যদিকে, উল্টোডাঙা উড়ালপুলের ফাটল পরিদর্শন করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের আশ্বাস, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
শাসকদলের পরিচয় দেওয়া পড়ুয়া, শিক্ষাকর্মীদের একাংশের বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছেন না! এমনই অভিযোগ করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। পরিস্থিতি এই পর্যায়ে গেছে যে, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আজ বিকেলে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার কথা।
প্রেক্ষাপট
দিল্লি সফরে আজ বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী, সাড়ে ৬টায় রাষ্ট্রপতির কাছে মমতা (Mamata Banerjee)। এজেন্সি থেকে মূল্যবৃদ্ধি নিয়ে সাংসদদের সরব হওয়ার নির্দেশ।
নিয়োগে দুর্নীতিতে তোলপাড়ের মধ্যেই মোদি-মমতা বৈঠক। সেটিংয়ের অভিযোগ বাম-কংগ্রেসের। দাবি নিয়ে দেখা করলে প্রশ্ন কেন? পাল্টা তৃণমূল (TMC)।
ষড়যন্ত্রের তত্ত্ব পার্থর, পাল্টা আক্রমণে তাপস। তিনি বলেন, 'আসলে সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে হয়তো প্রত্যক্ষ সম্পর্ক আছে'। ষড়যন্ত্রের কথা বলছেন পার্থ (Partha Chatterjee), কার ষড়যন্ত্র? তাপসের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণে বিরোধীরা।
পণ্ডিতিয়া রোডের অভিজাত আবাসনেও অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্যাট? অত্যাধুনিক চিনা দরজা ঘিরে রহস্য। লক খুলে ভিতরে ঢুকে তল্লাশি-অভিযান ইডির। ৫০ কোটির টাকার পাহাড় কার? কে রেখেছিল ফ্ল্যাটে? দু’জনের নামে কত সম্পত্তি, কত অ্যাকাউন্ট? পার্থ-অর্পিতাকে সামনাসামনি বসিয়ে ইডি জেরা।
এবার শিক্ষক বদলি-মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ হাইকোর্টের (High Court)। ৫ বছরের মধ্যে ২বার বদলি! নেপথ্যে বিশাল প্রভাব, মন্তব্য বিচারপতির।
বিবাদী বাগের অফিস থেকে সদর স্ট্রিটের হোটেলে কীভাবে ঝাড়খণ্ডের বিধায়কদের হাতে ৪৯ লক্ষ? এবিপি আনন্দের হাতে এক্সক্লুসিভ ফুটেজ। ক্যামেরাবন্দি লেনদেন! ৪৯ লক্ষের আগেও হয়েছে ৭৫ লক্ষের লেনদেন! অসমের কার নির্দেশে ঝাড়খণ্ডের বিধায়কদের টাকা দিতেন মহেন্দ্র? জানতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
সরকার ফেলতে বিধায়ক কেনাবেচা হয়, হাওড়ায় গ্রেফতারির পরে প্রমাণ করল বাংলা (West Bengal)। দিল্লিতে তৃণমূল সাংসদদের বৈঠকে বললেন মমতা। সিবিআই নয়, ঝাড়খণ্ডের নোট-মামলায় সিআইডিতেই আস্থা হাইকোর্টের। ৩ সাসপেন্ডেড বিধায়কের তদন্তে স্থগিতাদেশের আর্জিও খারিজ।
স্বাধীনতা দিবসে দিল্লিতে নাশকতার ছক। নিশানায় লালকেল্লা। আইএস-এর সাহায্যে হামলা চালাতে পারে লস্কর-জৈশ। সতর্ক করল আইবি।
সেভাবে বৃষ্টি না হলেও, কলকাতায় ফিরল ডেঙ্গি-আতঙ্ক। জ্বর অসুস্থ কালীঘাটের ছাত্রের মৃত্যু। সচেতনতার অভাবকে দায়ী করলেন কাউন্সিলর।
অবশেষে প্রায় আড়াই বছরের প্রতীক্ষার অবসান। পুজোর আগেই খুলছে ৪ লেন, ৮০০ মিটার দীর্ঘ টালা ব্রিজ। দায়িত্ব নিয়েই জানালেন পূর্তমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -