West Bengal News Live: রাজভবনের সামনে ধর্নায় অভিষেক, দেখা করতে গেলেন রুজিরা

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 05 Oct 2023 11:47 PM
WB News Live Updates:তিস্তা নদীতে ভেসে আসা বস্তায় খোলার চেষ্টা করতেই বিস্ফোরণ, মৃত্যু! 

তিস্তা নদীতে ভেসে আসা বস্তায় খোলার চেষ্টা করতেই বিস্ফোরণ, মৃত্যু! 

West Bengal News Live:জমিদারি নিয়ে অভিষেকের আক্রমণের জবাবে পাল্টা রাজ্যপাল 

'জমির কাছে যাওয়া মানেই জমিদারি নয়। অট্টালিকা থেকে কৃষকদের নিয়ন্ত্রণ করাটাই এখন নব্য জমিদারি', জমিদারি নিয়ে অভিষেকের আক্রমণের জবাবে পাল্টা রাজ্যপাল 

WB News Live Updates:যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষকে অপসারণের নির্দেশ হাইকোর্টের

যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষকে অপসারণের নির্দেশ হাইকোর্টের। ল কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্যকে পদ থেকে সরানোর নির্দেশ 

West Bengal News Live:রাজ্যপালের সময় চেয়ে ফের চিঠি তৃণমূলের

রাজ্যপালের সময় চেয়ে ফের চিঠি তৃণমূলের। দিল্লি ফিরতেই সিভি আনন্দ বোসকে ফের চিঠি। 

WB News Live Updates:রাজভবনের সামনে ধর্নায় অভিষেক, দেখা করতে গেলেন রুজিরা

রাজভবনের সামনে ধর্নায় অভিষেক, দেখা করতে গেলেন রুজিরা । দেখা না করলে রাজভবনের সামনে লাগাতার ধর্নার হুঁশিয়ারি অভিষেকের

West Bengal News Live:তিস্তা নদীতে ভেসে আসা বস্তায় খোলার চেষ্টা করতেই বিস্ফোরণ, ২জনের মৃত্যু

তিস্তা নদীতে ভেসে আসা বস্তায় খোলার চেষ্টা করতেই বিস্ফোরণ, ২জনের মৃত্যু! জলপাইগুড়ির ক্রান্তিতে ভেসে আসা বস্তা খোলার চেষ্টা করতেই বিস্ফোরণ! কী ছিল বস্তায়? কীভাবে বিস্ফোরণ? কারণ নিয়ে এখনও ধোঁয়াশা 

WB News Live Updates:বিক্ষোভের মুখে অপরূপা পোদ্দার, খানাকুলে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে আরামবাগের তৃণমূল সাংসদ

বিক্ষোভের মুখে অপরূপা পোদ্দার, খানাকুলে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে আরামবাগের তৃণমূল সাংসদ। 

West Bengal News Live:১০০ দিনের কাজের টাকার দাবিতে তৃণমূলের রাজভবন অভিযানের দিনই উত্তরবঙ্গে রাজ্যপাল

১০০ দিনের কাজের টাকার দাবিতে তৃণমূলের রাজভবন অভিযানের দিনই উত্তরবঙ্গে রাজ্যপাল। ভয়ে পালিয়ে গেছেন বোস, কটাক্ষ তৃণমূলের। মানুষের দুর্দশা দেখে থাকতে পারিনি, প্রতিক্রিয়া রাজ্যপালের। 

WB News Live Updates:প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। কালিম্পঙে ধসের জেরে ঘরহারা অনেকে। বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। জলমগ্ন জলপাইগুড়ির বিস্তীর্ণ অঞ্চল। ভাসছে মালদা মেডিক্যাল কলেজ চত্বর। 

West Bengal News Live:যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষকে অপসারণের নির্দেশ হাইকোর্টের

যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষকে অপসারণের নির্দেশ হাইকোর্টের

WB News Live Updates:বাংলায় যা দুর্নীতির বহর, তাতে আরও ইডি অফিসার প্রয়োজন, হাইকোর্ট তদন্তের সময়সীমা বেঁধে দেওয়ার প্রসঙ্গে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির

বাংলায় যা দুর্নীতির বহর, তাতে আরও ইডি অফিসার প্রয়োজন, হাইকোর্ট তদন্তের সময়সীমা বেঁধে দেওয়ার প্রসঙ্গে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির।

West Bengal News Live:বাংলায় যা দুর্নীতির বহর, তাতে আরও ইডি অফিসার প্রয়োজন, হাইকোর্ট তদন্তের সময়সীমা বেঁধে দেওয়ার প্রসঙ্গে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির

বাংলায় যা দুর্নীতির বহর, তাতে আরও ইডি অফিসার প্রয়োজন, হাইকোর্ট তদন্তের সময়সীমা বেঁধে দেওয়ার প্রসঙ্গে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির।

WB News Live Updates:কাকভোর থেকে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ১৪ জায়গায় ইডির অভিযান

কাকভোর থেকে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ১৪ জায়গায় ইডির অভিযান। ১৩ ঘণ্টা পার, সল্টলেক, উত্তর ২৪ পরগনায় ইডির ম্যারাথন তল্লাশি।

West Bengal News Live:শহরের দুই প্রান্তে মিছিলে তৃণমূল ও সিপিএম

শহরের দুই প্রান্তে মিছিলে তৃণমূল ও সিপিএম। রবীন্দ্র সদন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবন অভিযান তৃণমূলের। অন্যদিকে উল্টোডাঙা থেকে সিজিও কমপ্লেক্স ঘেরাও অভিযানে সিপিএম। 

WB News Live Updates: বিক্ষোভের মুখে অপরূপা পোদ্দার

বিক্ষোভের মুখে অপরূপা পোদ্দার। খানাকুলে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে আরামবাগের তৃণমূল সাংসদ

West Bengal News Live:কাকভোর থেকে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ১৩ জায়গায় ইডির অভিযান

কাকভোর থেকে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ১৩ জায়গায় ইডির অভিযান

WB News Live Updates: যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষকে অপসারণের নির্দেশ হাইকোর্টের

যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষকে অপসারণের নির্দেশ হাইকোর্টের, ল কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্যকে পদ থেকে সরানোর নির্দেশ 

West Bengal News Live:'৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করুন', নিয়োগ দুর্নীতির তদন্তে ইডিকে কার্যত সময় বাঁধল হাইকোর্ট

'৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করুন', নিয়োগ দুর্নীতির তদন্তে ইডিকে কার্যত সময় বাঁধল হাইকোর্ট

WB News Live Updates: বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গিয়ে ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগ শুনলেন রাজ্যপাল

বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গিয়ে ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগ শুনলেন রাজ্যপাল। আশ্বাস দিলেন প্রয়োজনীয় পদক্ষেপের।

West Bengal News Live:পুর নিয়োগ দুর্নীতির তদন্তে '১২ ফলা' অভিযান ইডি-র। ৯ ঘণ্টা পার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ম্যারাথন তল্লাশি ইডির

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে '১২ ফলা' অভিযান ইডি-র। ৯ ঘণ্টা পার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ম্যারাথন তল্লাশি ইডির

WB News Live Updates: রাজভবন অভিযানের ভয়ে পালিয়ে গেছেন রাজ্যপাল, কটাক্ষ তৃণমূলের

রাজভবন অভিযানের ভয়ে পালিয়ে গেছেন রাজ্যপাল, কটাক্ষ তৃণমূলের। মানুষের দুর্দশা দেখে থাকতে পারিনি, প্রতিক্রিয়া রাজ্যপালের। 

West Bengal News Live: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে '১২ ফলা' অভিযান ইডি-র 

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে '১২ ফলা' অভিযান ইডি-র। ৮ ঘণ্টা পার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ম্যারাথন তল্লাশি ইডির। খাদ্যমন্ত্রী সহ ইডির নজরে একাধিক পুরসভার প্রাক্তন ও বর্তমান পুরপ্রধানরা। 

WB News Live Updates: দুর্গতদের সঙ্গে সাক্ষাত করলেন রাজ্যপাল, দিলেন আর্থিক সাহায্যের আশ্বাস।

সিকিমের বিপর্যয়ের ধাক্কায় বানভাসী জলপাইগুড়িরও বিস্তীর্ণ এলাকা। দুর্গতদের সঙ্গে সাক্ষাত করলেন রাজ্যপাল। দিলেন আর্থিক সাহায্যের আশ্বাস।

West Bengal News Live: এবার ১০০ দিনের বকেয়ার দাবিতে তৃণমূলের রাজভবন অভিযান

কেন্দ্রীয় মন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে এবার ১০০ দিনের বকেয়ার দাবিতে তৃণমূলের রাজভবন অভিযান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে রবীন্দ্র সদনের সামনে থেকে মিছিল। যদিও রাজভবনে নেই সি ভি আনন্দ বোস। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যপাল। কথা বললেন দুর্গতদের সঙ্গে। দিলেন আর্থিক সাহায্যের আশ্বাস। ফেরার পথে সি ভি আনন্দ বোসকে কালো পতাকা দেখাল তৃণমূল।

WB News Live Updates: উল্টোডাঙা থেকে সিজিও কমপ্লেক্স ঘেরাও অভিযানে সিপিএম

উল্টোডাঙা থেকে সিজিও কমপ্লেক্স ঘেরাও অভিযানে সিপিএম।

West Bengal News Live: শহরের দুই প্রান্তে মিছিলে তৃণমূল ও সিপিএম

শহরের দুই প্রান্তে মিছিলে তৃণমূল ও সিপিএম। দুপুর আড়াইটেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবন অভিযান তৃণমূলের। ইতিমধ্যে রবীন্দ্রসদনে ভিড় জমতে শুরু করেছে। উল্টোডাঙা থেকে সিজিও কমপ্লেক্স ঘেরাও অভিযানে সিপিএম।

WB News Live Updates: নজরে পুরপ্রধান, কাউন্সিলররা, খাদ্যমন্ত্রীর বাড়ি ছাড়াও ১২ ঠিকানায় ইডি

খাদ্যমন্ত্রীর বাড়ি ছাড়াও ১২ ঠিকানায় ইডি। কামারহাটি, বরানগর পুরপ্রধানের বাড়িতে তল্লাশি, দক্ষিণ দমদমের ভাইস চেয়ারম্যানের বাড়িতেও হানা, নজরে একাধিক কাউন্সিলর।

West Bengal News Live: একতলা দিয়ে ঢুকে সোজা উপরে, নবান্নের তেরো তলায় হনুমান

নবান্নের তেরো তলায় হনুমান
একতলা দিয়ে ঢুকে সোজা উপরে উঠে যায় পবননন্দন
কাজের দিন হওয়ায় হনুমানকে ঘিরে জমে যায় ভিড়
অনেকে তুলতে থাকেন ছবি, কেউ খাওয়ান বিস্কুট

WB News Live Updates: আজ CGO কমপ্লেক্স ঘেরাও করবে CPM

আদালতের নির্দেশে ED-CBI-এর হাতে থাকা সব দুর্নীতির নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত নিষ্পত্তির দাবিতে আজ CGO কমপ্লেক্স ঘেরাও করবে CPM। দুপুর  ১টা নাগাদ উল্টোডাঙার হাডকো মোড় থেকে শুরু হবে মিছিল। CGO কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে এসে ঘেরাও শুরু করবেন CPM কর্মী, সমর্থকরা। রাজ্যে বিভিন্ন দুর্নীতির তদন্ত বছরের পর বছর ঝুলিয়ে না রেখে, দ্রুত তা শেষ করে, ED-CBI মাথাদের গ্রেফতার করুক, এই দাবিতে আজ CGO কমপ্লেক্স ঘেরাওয়ের ডাক দিয়েছে CPM। 

West Bengal News Live: আজও অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি

আজও অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি 

WB News Live Updates: খাদ্যমন্ত্রীর বাড়িতে সাতসকালে হানা, চলছে ম্যারাথন তল্লাশি, জিজ্ঞাসাবাদ

রথীন ঘোষের বাড়িতে সাতসকালে হানা। চলছে ম্যারাথন তল্লাশি, জিজ্ঞাসাবাদ।

West Bengal News Live: বাংলায় আজও দুর্যোগপূর্ণ আবহাওয়া

বাংলায় আজও দুর্যোগপূর্ণ আবহাওয়া
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে নিম্নচাপ
সিকিম থেকে ছত্তীসগঢ় পর্যন্ত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা
বেশি বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনায়
সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি
আজও অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি 
ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়
অতি বৃষ্টির জেরে ফের ধস নামার আশঙ্কা 
কাল থেকে কমবে বৃষ্টি, শনিবার থেকে রাজ্যে হাওয়া বদল

WB News Live Updates: 'আমি পর্যটক, লোকেদের অবস্থা দেখতে এসেছি' খোঁচা রাজ্যপালের

'আমি পর্যটক, লোকেদের অবস্থা দেখতে এসেছি' খোঁচা রাজ্যপালের

Kolkata News: দুর্নীতির নিরপেক্ষ তদন্তের দাবিতে আজ CGO কমপ্লেক্স ঘেরাও করবে সিপিএম

আদালতের নির্দেশে ED-CBI-এর হাতে থাকা সব দুর্নীতির নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত নিষ্পত্তির দাবিতে আজ CGO কমপ্লেক্স ঘেরাও করবে সিপিএম। দুপুর  ১টা নাগাদ উল্টোডাঙার হাডকো মোড় থেকে শুরু হবে মিছিল। CGO কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে এসে ঘেরাও শুরু করবেন সিপিএম কর্মী, সমর্থকরা। রাজ্যে বিভিন্ন দুর্নীতির তদন্ত বছরের পর বছর ঝুলিয়ে না রেখে, দ্রুত তা শেষ করে, ED-CBI মাথাদের গ্রেফতার করুক, এই দাবিতে আজ CGO কমপ্লেক্স ঘেরাওয়ের ডাক দিয়েছে সিপিএম। 


 

North Bengal Flooding: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ১৪ জনের মৃত্যু

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। ১৪ জনের মৃত্যু হয়েছে। ২৩ জওয়ান-সহ শতাধিক নিখোঁজ। আহত ২৬। বিচ্ছিন্ন কালিম্পং-সিকিম। কালিম্পঙের তিস্তা বাজার ও মেল্লি এলাকায় ধস নামায় ১০ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ। কাদাজলে ডুবে গিয়েছে বহু গাড়ি। রাস্তা ভেঙে দু’ ফাঁক হয়ে গেছে। কোথাও কোথাও মুছে গিয়েছে জাতীয় সড়কের অস্তিত্ব। গাছ ভেঙে ঢুকে গিয়েছে বাড়ির ভিতরে। দোতলা বাড়ি তাসের ঘরের মতো ভেঙে চুরমার। এদিন এলাকা পরিদর্শনে যান GTA চেয়ারম্যান অনীত থাপা। পরিস্থিতি এতটা ভয়াবহ, তা ভাবতেও পারেননি বলে তিনি জানিয়েছেন। 

West Bengal News Live: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে রাজ্যকে কটাক্ষ রাজ্যপালের

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে রাজ্যকে কটাক্ষ রাজ্যপালের

WB News Live Updates: বিপর্যস্ত সিকিমে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ

বিপর্যস্ত সিকিমে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি, উদ্ধার করা হচ্ছে আটকে পড়া পর্যটকদের। সিকিমের মুখ্যমন্ত্রীকে ফোন করে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী। 

West Bengal News Live: বন্যা পরিস্থিতি দেখতে দার্জিলিং জেলার শ্বেতিঝোরায় রাজ্যপাল

বন্যা পরিস্থিতি দেখতে দার্জিলিং জেলার শ্বেতিঝোরায় রাজ্যপাল

WB News Live Updates: রথীন ঘোষের বাড়ি ছাড়াও রাজ্যের ১২টি ঠিকানায় তল্লাশি

রথীন ঘোষের বাড়ি ছাড়াও রাজ্যের ১২টি ঠিকানায় তল্লাশি। ইডির অভিযান কামারহাটি পুরসভার চেয়ারম্যান, বরানগরের চেয়ারপার্সন, দক্ষিণ দমদমের ভাইস চেয়ারম্যানের বাড়িতে।

West Bengal News Live: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ED

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ED। সাতসকালে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মাইকেল নগরে বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে তল্লাশি চলছে। রাজ্যজুড়ে ১২টি জায়গায় একাধিক পুরসভার চেয়ারম্যান ও পুর আধিকারিকদের বাড়িতেও চলছে তল্লাশি। এদিন সকাল ৬টা নাগাদ খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান ED-র অফিসাররা। মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। ED সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের অফিস থেকে বাজেয়াপ্ত করা বিভিন্ন নথি খতিয়ে দেখে রথীন ঘোষের নাম বারবার উঠে আসে। ED-র দাবি, ২০১৪-র পর থেকে পুরসভায় নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। তার ভিত্তিতেই এই অভিযান। টাকা কাদের কাছে পৌঁছেছে, কীভাবে পৌঁছেছে, সেই মানি ট্রেল খতিয়ে দেখাই ED-র উদ্দেশ্য।

WB News Live Updates: আজ CGO কমপ্লেক্স ঘেরাও করবে সিপিএম

আদালতের নির্দেশে ED-CBI-এর হাতে থাকা সব দুর্নীতির নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত নিষ্পত্তির দাবিতে আজ CGO কমপ্লেক্স ঘেরাও করবে সিপিএম। দুপুর  ১টা নাগাদ উল্টোডাঙার হাডকো মোড় থেকে শুরু হবে মিছিল। CGO কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে এসে ঘেরাও শুরু করবেন সিপিএম কর্মী, সমর্থকরা। রাজ্যে বিভিন্ন দুর্নীতির তদন্ত বছরের পর বছর ঝুলিয়ে না রেখে, দ্রুত তা শেষ করে, ED-CBI মাথাদের গ্রেফতার করুক, এই দাবিতে আজ CGO কমপ্লেক্স ঘেরাওয়ের ডাক দিয়েছে সিপিএম। 

West Bengal News Live:পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে তল্লাশি ইডি-র

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে তল্লাশি ইডি-র

WB News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজভবন অভিযানের দিনই খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজভবন অভিযানের দিনই খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডি
রথীন ঘোষের মাইকেলনগরের বাড়িতে ইডি আধিকারিকরা
পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে তল্লাশি
এর আগে তদন্তে বারবার উঠে এসেছিল রথীন ঘোষের নাম
রথীন ঘোষের বাড়ি ছাড়াও আর এক ডজন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে ইডি

West Bengal News Live: পারলে আটকান, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

পারলে আটকান, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
আগামী দিনে আরও তীব্র লড়াইয়ের হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

WB News Live Updates: লিপস অ্যান্ড বাউন্ডস  মামলায় চলতি সপ্তাহেই বাবা-মা-স্ত্রী-সহ অভিষেককে সমন

লিপস অ্যান্ড বাউন্ডস  মামলায় চলতি সপ্তাহেই বাবা-মা-স্ত্রী-সহ অভিষেককে সমন। ইডিকে কী চিঠি, জানছেন কি করে শুভেনদু অধিকারী? প্রশ্ন তুলে পাল্টা আক্রমণ।

West Bengal News Live: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে সপরিবারে অভিষেক

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে সপরিবারে অভিষেক

প্রেক্ষাপট

নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ইডির নজরে সপরিবারে অভিষেক (Abhishek Banerjee)। দিল্লি ছাড়ার আগেই সোমবার তলব, বুধবার ডাক রুজিরাকেও। শুক্র, শনিবার বাবা-মাকে হাজিরার নোটিস। 

লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় চলতি সপ্তাহেই বাবা-মা-স্ত্রী-সহ অভিষেককে সমন। ইডিকে কী চিঠি, জানছেন কি করে শুভেনদু অধিকারী? প্রশ্ন তুলে পাল্টা আক্রমণ।

সপরিবারে ইডির সমন। দিল্লি থেকে কলকাতায় ফিরেই প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ অভিষেকের। জবাব দিলীপের। 

হয় নবিশ, নাহলে নির্দিষ্ট অংশে ঢুকতেই চায় না। সিঙ্গল বেঞ্চের পর ইডির ভূমিকায় ডিভিশন বেঞ্চেরও সন্দেহ! নিয়োগ দুর্নীতির তদন্তে যোগ্যতা নিয়েই ভর্ৎসনা।

ইডির সমন-চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চেও গিয়েও স্বস্তি পেলেন না অভিষেক। কার্যত সিঙ্গল বেঞ্চের সব নির্দেশই বহাল। সম্পত্তির খতিয়ান নিয়ে সওয়ালও খারিজ।

ইডির তদন্তে কোর্টের নজরদারি। বোঝাল ডিভিশন বেঞ্চও। নথি দিতে ২ সপ্তাহ সময় চাইলেন অভিষেকের আইনজীবী। আজ বলবে ইডি। তারপরেই রায়ের সম্ভাবনা।

অভিষেকের রাজভবন অভিযান ঘিরে নাটকীয় মোড়। দিল্লি থেকে ফিরেই কাল উত্তরবঙ্গে প্লাবিত এলাকায় যাবেন রাজ্যপাল। পুরোটাই সেটিং, কটাক্ষ বিরোধীদের।

অভিষেকের নেতৃত্বে আজ তৃণমূলের রাজভবন-অভিযান। দুপুর আড়াইটেয় রবীন্দ্র সদনে জমায়েত। পার্ক স্ট্রিট, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে মিছিল যাবে রাজভবন।

অভিষেকের রাজভবন-অভিযানের দিনই উত্তরবঙ্গে রাজ্যপাল। সেটিংয়ের পাল্টা অভিযোগ বিরোধীদের। দুর্নীতির তদন্তে গড়িমশির অভিযোগে সিজিও যাচ্ছে সিপিএম।

অভিষেককে বাঁচাতেই মনরেগায় দুর্নীতির তদন্ত করেনি রাজ্য সরকার। সাক্ষাৎ সংঘাতে এবার আক্রমণে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। 

দিল্লি-দরবার নিয়ে তৃণমূলকে আক্রমণে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। বসিয়ে রেখেও পিছনের দরজা দিয়ে পালানোর পাল্টা অভিযোগ অভিষেকের। প্রমাণে ফুটেজ প্রকাশের দাবি।


কৃষিভবনে পুলিশি হেনস্থার অভিযোগে দিল্লির আঁচ বাংলায়। কলকাতা থেকে জেলায় জেলায় তৃণমূলের বিক্ষোভ। মুরলীধর সেন লেনে বিজেপির শুদ্ধকরণ কর্মসূচি।


হিলিতে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার। তৃণমূল আশ্রিত দুষকৃতী হামলার অভিযোগ। উস্কানিমূলক বক্তব্যের জেরে হতে পারে, দলের যোগ নেই, পাল্টা তৃণমূল।


রানিনগরের পঞ্চায়েত সদস্যাকে ঘিরে নাটকীয় মোড়। হাইকোর্টের সুরক্ষা-নির্দেশের পরেই অপহরণের অভিযোগ খারিজ। কংগ্রেসের বিরুদ্ধেই মা-বাবাকে আটকের অভিযোগ।

 'মন্ত্রী-মেয়র, ২ পদে থেকেই কি আর্থিকভাবে লাভবান? রাজ্যপালের পত্রাঘাতের জবাব ফিরহাদের।


 শিসোদিয়ার পর ইডির হাতে গ্রেফতার আপ সাংসদ সঞ্জয় সিংহ। আবগারি দুর্নীতি মামলায় বাড়িতে তল্লাশি। বিরোধী জোটকে ভয়, আক্রমণে কেজরিওয়াল।


মহাদেব বেটিং অ্যাপ তদন্তে ইডির স্ক্যানারে রণবীর কপূর। শুক্রবার হাজিরার নির্দেশ। দুবাই থেকে চলা বেটিং অ্যাপে নজরে আরও বলিউডের একাধিক তারকা।


 ৫ রাজ্যে ভোটের আগে ফের দরাজ মোদি সরকার। উজ্জ্বলা প্রকল্পের গ্যাসে সিলিন্ডার পিছু আরও ১০০ টাকা করে ভর্তুকি। (বাইট-অনুরাগ..মোদির উপহার...)


মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। দেশের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। ভাঙল চুংথাম লেক। ভেসে গেল ৬টি সেতু। ৮জনের মৃত্যু, ২৩ জওয়ান-সহ ৬৯জন নিখোঁজ।

সিকিমের চুংথাম বাঁধ ভেঙে তিস্তা নদীতে জলোচ্ছ্বাস। গজলডোবায় ৩জনের দেহ উদ্ধার। একের পর এক রাস্তায় ধস। শিলিগুড়ি-কালিম্পঙে যান চলাচল বন্ধ।
বিপর্যয়ে বিচ্ছিন্ন সিকিম

সিকিমে দুর্যোগ, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। বাংলার পর্যটকরা আটকে থাকায় উদ্বিগ্ন মুখ্য়মন্ত্রী। 

সিকিমে দুর্যোগ, ঝাড়খণ্ডে প্রবল বর্ষণ। বন্যার আশঙ্কা বাংলায়। ডিভিসির ছাড়া জলে প্লাবিত হাওড়া-হুগলির একাংশ। শুক্রবার বিকেল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা।

ডেঙ্গিতে ফের মৃত্যু। বালিগঞ্জের হাসপাতালে প্রাণ গেল পাটুলির কিশোরীর। উদ্বেগ বাড়িয়ে বাড়ছে কালাজ্বর আতঙ্ক। ট্রপিক্যাল মেডিসিনে বালির বাসিন্দার মৃত্যু।

এশিয়ান গেমেসে জ্যাভলিনে সোনা-রুপো দুই-ই ভারতের৷ ৮৮.৮৮ মিটারে ইতিহাস গড়ে পরপর ২বার এশিয়াডে সোনা নীরজের। ৮৭.৫৪ মিটারে কিশোর কুমার জেনার রূপো।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.