WB News LIVE Blog: বাংলার দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন বিধায়ক অজিত মাইতি

Get the latest West Bengal News and Live Updates: দিনভর রাজ্যজুড়ে কোথায় কী ঘটছে, জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট

ABP Ananda Last Updated: 06 Nov 2022 12:18 AM
WB News Live Updates: বাংলার দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন বিধায়ক অজিত মাইতি

বাংলার দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়। এত অনুদান দেওয়ার পরও যাঁরা তাঁকে কলঙ্কিত করবেন, তাঁদের উচিত শিক্ষা দিতে হবে! মেদিনীপুরের ফেডারেশন হলে পেনশনার্স অ্যাসোসিয়েশনের মঞ্চে এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। পঞ্চায়েত ভোটের আগে ঘুরিয়ে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ইস্যুতে পাল্টা তৃণমূলের কড়া সমালোচনা করেছে বিজেপি।

WB Live Updates: পঞ্চায়েত ভোটের সঙ্গেই হবে হাওড়া-বালি সহ ৭ পুরসভার ভোট

‘পঞ্চায়েত ভোটের সঙ্গেই হবে হাওড়া-বালি সহ ৭ পুরসভার ভোট। সারা বছর নির্বাচন নির্বাচন করলে কাজের ক্ষতি, তাই এই সিদ্ধান্ত,' জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ১৩ অগাস্ট মেয়াদ শেষ হয়েছে ধূপগুড়ি, পাঁশকুড়া, হলদিয়া, বুনিয়াদপুর পুরসভার। মেয়াদ শেষ হয়েছে দুর্গাপুর, নলহাটি, কুপার্স ক্যাম্প পুরসভারও। এখনও বাকি রয়েছে বালি ও হাওড়া পুরসভার ভোটও। মে মাসে মেয়াদ শেষ হয় কালিম্পং, রায়গঞ্জ, ডোমকল, পূজালি, কার্শিয়ং পুরসভার। 

Firhad Hakim: লাফালে চুপ থাকব না, পঞ্চায়েত ভোট নিয়ে হুঁশিয়ারি ফিরহাদের

‘শাসক সাপ, আর বিরোধীরা কেঁচো, লাফালে চুপ থাকব না। বীরভূমে গিয়ে পঞ্চায়েত ভোট নিয়ে এবার হুঙ্কার ফিরহাদের। ‘তুমি শান্তি চাইলে, আমরাও শান্তিতে ভোট করতে চাইব। সরকার আমার, সরকার চাইছে শান্তিতে ভোট হোক। কিন্তু তুমি কেঁচো হয়ে লাফাবে, আমি সাপ হয়ে চুপ থাকব, তা হয় না’,
বীরভূমে গিয়ে পঞ্চায়েত ভোট নিয়ে বিরোধীদের হুঁশিয়ারি ফিরহাদের।

Dengue Situation: রাজ্যে ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধির নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা, আক্রান্ত প্রায় ১০ হাজার ছুঁইছুঁই

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধির নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। চলতি বছরে আক্রান্ত প্রায় ১০ হাজার ছুঁইছুঁই। পরিস্থিতি যখন এতটাই উদ্বেগজনক, মধ্যমগ্রাম ও নিউ ব্যারাকপুর পুর এলাকায় দেখা গেল অপরিচ্ছন্নতার ছবি। বাসিন্দাদের ক্ষোভকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। পরিস্থিতির দিকে নজর রয়েছে, দাবি ২ পুরসভার চেয়ারম্যানের।

WB Live Updates: বিজেপি-র মেদিনীপুর সাংগঠনিক জেলা পার্টি অফিসেই জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইতকে মারধর

বিজেপি-র মেদিনীপুর সাংগঠনিক জেলা পার্টি অফিসেই জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইতকে মারধর। গড়বেতা মধ্য মণ্ডলের সভাপতি ঠাকুরদাস মিদ্যার। ঘটনা নিয়ে উত্তেজনা পার্টি অফিসে।

WB News Live Updates: নিয়োগের দাবিতে এক মঞ্চের ব্যানারে পথে নামলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা

শুধু মঞ্চ ছিল আলাদা। এবার নিয়োগের দাবিতে এক মঞ্চের ব্যানারে পথে নামলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ - এই ব্যানারে চাকরিপ্রার্থীরা মিছিল করলেন শহরে। 

WB Live Updates: কোচবিহারে রাসমেলার উদ্বোধনে আমন্ত্রিত গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়

কোচবিহারে রাসমেলার উদ্বোধনে আমন্ত্রিত গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়। তৃণমূল পরিচালিত পুরসভার এই অনুষ্ঠানে ডাক পাননি বিজেপির বিধায়ক, সাংসদরা। সমাজের বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে, এর মধ্যে রাজনীতি নেই, দাবি 
পুর চেয়ারম্যানের।

WB News Live Updates: পঞ্চায়েত ভোটের আগে এবার ‘উচিত শিক্ষা’র দাওয়াই তৃণমূল বিধায়কের

পঞ্চায়েত ভোটের আগে এবার ‘উচিত শিক্ষা’র দাওয়াই তৃণমূল বিধায়কের। মমতাকে দুর্গার সঙ্গে তুলনা করে বিরোধীদের হুঁশিয়ারি অজিত মাইতির। ‘মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মিথ্যে বললে উচিত শিক্ষা দিতে হবে। মমতার উন্নয়নে বলিয়ান হবেন, আর কলঙ্কিত করবেন, এটা হবে না। মমতা সম্পর্কে কদাকার মিথ্যে বললে চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, শিক্ষা দেবেন’, মেদিনীপুরে বিজয়া সম্মিলনীতে বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। 

Dengue Updates: শ্রীরামপুরে বিজেপির ডেঙ্গি অভিযান ঘিরে ধুন্ধুমার, মশারি ও প্ল্যাকার্ড নিয়ে শহরজুড়ে মিছিল

হুগলির শ্রীরামপুরে বিজেপির ডেঙ্গি অভিযান ঘিরে ধুন্ধুমার। মশারি ও প্ল্যাকার্ড নিয়ে শহরজুড়ে মিছিল ও শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ। ভাঙা হল ব্যারিকেড। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হুগলি জেলায় ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। শ্রীরামপুরে মৃত্যু হয়েছে ২ জনের। এই পরিস্থিতিতে বিজেপির জেলা সভাপতির নেতৃত্বে শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ শুরু হয়। অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। 

WB News Live Updates:সরশুনায় ধারাল অস্ত্রের কোপ, অন্তত ৬জন আহত

সরশুনায় ধারাল অস্ত্রের কোপ, অন্তত ৬জন আহত। রাখাল মুখার্জি রোডে দোকান থেকে দা বের করে এলোপাথাড়ি কোপ। গ্রেফতার অভিযুক্ত, আহতদের ভর্তি করা হল বিদ্যাসাগর হাসপাতালে। ধারাল অস্ত্রের কোপ, আহত ৬জনের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক। উত্যক্ত করাতেই ধারাল অস্ত্র দিয়ে পরপর কোপ, দাবি স্থানীয়দের একাংশের।

West Bengal News Live: অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা ফিরহাদের

ফের একবার অনুব্রতর পাশে দাঁড়াল তৃণমূল। সরাসরি বাঘের সঙ্গে অনুব্রতর তুলনা টানলের রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 

WB News Live Updates:গার্ডেনরিচের পর শহরে আরও এক অ্যাপ-প্রতারণাচক্রের হদিশ মিলল

গার্ডেনরিচের পর শহরে আরও এক অ্যাপ-প্রতারণাচক্রের হদিশ মিলল। এ বার সল্টলেকে। এখনও পর্যন্ত ৩২ কোটি টাকা লোপাটের অভিযোগ সামনে এসেছে।

West Bengal News Live: শীতের অপেক্ষার মধ্যেই ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, জেলায় জেলায় শীতের আমেজ

শীতের অপেক্ষার মধ্যেই ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরে তা নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহবিদরা। সরাসরি প্রভাব না পড়লেও আগামী সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে। পাশাপাশি, আগামী সপ্তাহ থেকে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। এদিকে, অক্টোবরে শীতলতম দিনের রেকর্ড গড়ার পর, আজও কুড়ির ঘরে কলকাতার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। জেলায় জেলায় শীতের আমেজ। 

WB News Live Updates: অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিতে প্রস্তু ইডি-র

এবার জেলবন্দি অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিতে প্রস্তুতি নিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

West Bengal News Live: বিদ্বেষমূলক মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জারি করা নোটিস ফেরাল নন্দকুমার থানার পুলিশ

বিদ্বেষমূলক মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জারি করা নোটিস ফেরাল নন্দকুমার থানার পুলিশ। ২৯ অক্টোবর, শুভেন্দুর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করেন আবু সোহেল নামে এক আইনজীবী। সেই মর্মে ৩০ অক্টোবর বিরোধী দলনেতাকে নোটিস পাঠায় নন্দকুমার থানার পুলিশ। শুভেন্দু অধিকারীর আইনজীবী নন্দকুমার থানাকে জানান, তাঁর মক্কেলের হাইকোর্টের রক্ষাকবচ রয়েছে। এরপর গতকাল ফের নোটিস পাঠিয়ে আগের নোটিস প্রত্যাহার করে নেয় নন্দকুমার থানার পুলিশ। নোটিস প্রত্যাহার মমতার পুলিশের অযোগ্যতা বলে ট্যুইটারে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। নোটিস প্রত্যাহার মানে মামলা প্রত্যাহার নয়, মন্তব্য তৃণমূলের। 

WB News Live Updates: উত্সবের মরশুম শেষেও চড়া মুরগির মাংসের দাম

উত্সবের মরশুম শেষেও চড়া মুরগির মাংসের দাম। খুচরো বাজারে কাটা মাংসের দাম ২২০-২৩০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। সামনে শীতকাল। বিয়ে এবং পিকনিকের মরশুম। তাই এখনই মুরগির মাংসের দাম কমার আশা নেই বলে মনে করছেন ক্রেতা-বিক্রেতারা। 

West Bengal News Live: বাঁকুড়ায় পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

বাঁকুড়ায় পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। বাসে চড়ে জনসংযোগ অভিযানে নামলেন বিজেপি সাংসদ সুভাষ সরকার। শনিবার সকাল ৯টা নাগাদ বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে ঝিলিমিলি যাওয়ার বেসরকারি বাসে ওঠেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। প্রতিটি স্টপেজে বাস থেকে নেমে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে গত পঞ্চায়েত ভোট কীভাবে হয়েছিল এবং এলাকার অভাব-অভিযোগ সম্পর্কে লিখিত তথ্য জমা নেন। এই অভিযোগের ভিত্তিতেই বিজেপি পঞ্চায়েত ভোটের রণকৌশল স্থির করবে বলে সাংসদ জানিয়েছেন। দলীয় কর্মীদের নিয়ে বাসভাড়া করে নাটক করছেন বাঁকুড়ার সাংসদ, কটাক্ষ তৃণমূলের।

WB News Live Updates: হুগলির শ্রীরামপুরে বিজেপির ডেঙ্গি অভিযান ঘিরে ধুন্ধুমার

হুগলির শ্রীরামপুরে বিজেপির ডেঙ্গি অভিযান ঘিরে ধুন্ধুমার। মশারি ও প্ল্যাকার্ড নিয়ে শহরজুড়ে মিছিল ও শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ। ভাঙা হল ব্যারিকেড। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হুগলি জেলায় ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। শ্রীরামপুরে মৃত্যু হয়েছে ২ জনের। এই পরিস্থিতিতে বিজেপির জেলা সভাপতির নেতৃত্বে শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ শুরু হয়। অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News Live: বিপর্যয়ের ২৪ দিন পার, এখনও ক্ষতিপূরণ না মেলায় বৌবাজারে ঘরছাড়াদের বিক্ষোভ

তৃতীয় দফায় বৌবাজার বিপর্যয়ের ২৪ দিন পার। এখনও ক্ষতিপূরণ না মেলায় ঘরছাড়াদের বিক্ষোভ। ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিল কেএমআরসিএল। ২৪ দিন পরেও ক্ষতিপূরণ মেলেনি বলে বিক্ষোভ। এই বিষয়ে এখনও কেএমআরসিএল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি

WB News Live Updates: মুর্শিদাবাদের রেজিনগরে অস্ত্র-সহ গ্রেফতার ২

মুর্শিদাবাদের রেজিনগরে অস্ত্র-সহ গ্রেফতার ২। অস্ত্র-সহ গ্রেফতার বাবা-ছেলে। ধৃতদের নাম মতিরুল খান ও আরবাজ খান। উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি

West Bengal News Live: শিশুমৃত্যুকে কেন্দ্র করে আরজি কর হাসপাতালে উত্তেজনা

শিশুমৃত্যুকে কেন্দ্র করে আরজি কর হাসপাতালে উত্তেজনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ মৃত শিশুর পরিবারের। জন্মের ৫ দিনের মাথায় মৃত্যু শিশুর। মৃত শিশুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, দাবি পরিবারের।

'প্রশাসন সজাগ বলেই অস্ত্র উদ্ধার হচ্ছে, পুলিশকে ধন্যবাদ জানান উচিত'

প্রশাসন সজাগ বলেই অস্ত্র উদ্ধার হচ্ছে, পুলিশকে ধন্যবাদ জানান উচিত। পাল্টা জয়প্রকাশ মজুমদার।

West Bengal News Live: রাজ্যের আর্থিক অবস্থা মোটেই ভাল নয়, কার্যত তা মেনে নিল রাজ্য সরকার

রাজ্যের আর্থিক অবস্থা মোটেই ভাল নয়, কার্যত তা মেনে নিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে রাজ্য জানিয়েছে, তারা যে হারে ডিএ দেয় তার থেকে বেশি ডিএ দিতে গেলে অপ্রত্যাশিত সমস্যা তৈরি হবে।

WB News Live Updates: রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা

রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা, বাঘাযতীনে চিকিত্সকের স্ত্রীর শ্লীলতাহানি, মারধর ও অশ্রাব্য গালিগালাজের অভিযোগ উঠল এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। মহিলার অভিযোগ, রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে এক ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করেন। মহিলা ভয়ে নিজের গাড়িতে উঠে পড়ায়, ম্যাটাডোর নিয়ে তাঁর গাড়িকে বারবার ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। রাতে পাটুলি থানায় গেলেও এলাকা ভাগের কারণ দেখিয়ে অভিযোগ নেওয়া হয়নি মহিলার দাবি। 

West Bengal News Live: লটারির রহস্যভেদ করতে আসানসোল জেলে সিবিআই

লটারির রহস্যভেদ করতে আসানসোল জেলে সিবিআই। অনুব্রত মণ্ডলকে জেরা করতে বেলা ১২টার আগে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা। অনুব্রত মণ্ডলকে জেরা করেই লটারির রহস্যভেদ করতে চায় সিবিআই। গতকাল একাধিক লটারি বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য ও সূত্র পেয়েছে সিবিআই। নতুন সেই তথ্য ও সূত্রের ভিত্তিতেই অনুব্রতকে জেরা করবে সিবিআই, খবর সূত্রের। লটারির টিকিট পেয়েছেন কোথা থেকে, প্রশ্ন করা হবে অনুব্রতকে, খবর সূত্রের

WB News Live Updates: সল্টলেকের গেস্ট হাউসে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় এবার বান্ধবীকে গ্রেফতার

সল্টলেকের গেস্ট হাউসে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় এবার বান্ধবীকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এর আগে বান্ধবীর বন্ধু অরিজিৎ পাত্রকে গ্রেফতার করা হয়। ধৃত দু’জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু হয়েছে। মৃতের বান্ধবী অনুশীলা চৌধুরী ও তাঁর বন্ধু অরিজিৎ হুগলির কোন্নগরের বাসিন্দা।

West Bengal News Live: রাজ্যে হু হু করে বাড়ছে ডেঙ্গি

রাজ্যে হু হু করে বাড়ছে ডেঙ্গি। এই পরিস্থিতিতে রাজ্যের বিরুদ্ধে ডেঙ্গির তথ্য গোপনের অভিযোগ করল বিরোধীরা। বিজেপি থেকে কংগ্রেস, প্রত্যেকেই নিশানা করেছে রাজ্য সরকারকে। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও।

WB News Live Updates: কেন্দ্রীয় সংস্থার তদন্ত যে প্রভাবিত হয়, এই মন্তব্যেই স্পষ্ট, পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন

কেন্দ্রীয় সংস্থার তদন্ত যে প্রভাবিত হয়, এই মন্তব্যেই স্পষ্ট, পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন।

West Bengal News Live: চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কি এবার বিজেপির পথে?

চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কি এবার বিজেপির পথে? চুঁচুড়া শহরজুড়ে পড়া পোস্টারে তেমনই ইঙ্গিত। অসিত মজুমদারকে বিজেপি নেওয়া যাবে না বলে পোস্টারে হুঁশিয়ারি। পোস্টার পড়েছে বিজেপির জেলা পার্টি অফিস ও বিভিন্ন স্টেশন চত্বরে। পাগল নই, প্রতিক্রিয়া অসিতের, বিজেপি সাংসদ লকেটই আসছেন তৃণমূলে, কটাক্ষ বিধায়কের। ওঁকে কোনও নম্বরই দেব না, ক’দিন বাদেই দেখবেন ওঁর ঘরে ইডি-সিবিআই আসছে, মন্তব্য লকেটের

WB News Live Updates: পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অস্ত্র উদ্ধার

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অস্ত্র উদ্ধার। ডানকুনি, শাসন, কলকাতার পর দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা। উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি, গ্রেফতার ২। আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রির জন্যই আনা হয়েছিল, খবর পুলিশ সূত্রের। কাদের কাছে অস্ত্র বিক্রি করার কথা ছিল, খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal News Live: রোয়িং প্রশিক্ষণ চালু হতেই ফের রবীন্দ্র সরোবরে দুর্ঘটনা

রোয়িং প্রশিক্ষণ চালু হতেই ফের রবীন্দ্র সরোবরে দুর্ঘটনা। উল্টে গেল রোয়িং বোট। আজ সকালের ঘটনা। বোটে ছিলেন এক সিনিয়র রোয়ার। উদ্ধারকারী বোট থাকায় দ্রুত তাঁকে উদ্ধার করা হয়। গত ২১ মে, প্রবল ঝড়ে রবীন্দ্র সরোবরে রোয়িং বোট উল্টে জলে ডুবে মৃত্যু হয় দুই কিশোরের। এরপর দীর্ঘদিন বন্ধ ছিল রোয়িং প্রশিক্ষণ। সপ্তাহখানেক আগে ফের চালু হতেই বোট উল্টে বিপত্তি।

WB News Live Updates: গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক ব্যক্তির

নদিয়ার শান্তিপুরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে মর্মান্তিক ঘটনা। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক ব্যক্তির। আহত গ্যাস বেলুন বিক্রেতা-সহ ৫ জন। বিস্ফোরণে দুটি পা-ই উড়ে গিয়েছে বেলুন বিক্রেতার। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গতকাল রাত ১১টা নাগাদ শান্তিপুরের সূত্রাগরের কদবেলতলায় জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের  শোভাযাত্রা চলাকালীন দুর্ঘটনা ঘটে। মৃতের নাম শচীন বিশ্বাস। বছর পঞ্চান্নর ওই ব্যক্তি শান্তিপুরেরই বাসিন্দা। সকালে ঘটনাস্থলে যান শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। রাস উত্সবে গ্যাস বেলুন নিষিদ্ধ করা হবে বলে তিনি জানিয়েছেন। 

West Bengal News Live: ডেঙ্গিতে আক্রান্ত তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী ও মেয়ে

এবার সাংসদের ঘরেও ডেঙ্গি-হানা। ডেঙ্গিতে আক্রান্ত তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী ও মেয়ে। সাংসদের ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। অপরূপার স্বামী সাকির আলি রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর। হায়দরাবাদ থেকে আসার পর স্বামী ও মেয়ের ডেঙ্গি ধরা পড়ে, জানিয়েছেন অপরূপা
দু’জনেই শ্রীরামপুরের নার্সিংহোমে ভর্তি। 

WB News Live Updates: বেলেঘাটা আইডি হাসপাতালের এক প্রশাসনিক আধিকারিকের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতু

বেলেঘাটা আইডি হাসপাতালের এক প্রশাসনিক আধিকারিকের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতু হল। নিজের হাসপাতালেই গত পয়লা নভেম্বর থেকে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার সকালে আচমকাই অবস্থার অবনতি হয়ে মৃত্যু হয় তাঁর। 

West Bengal News Live ৃপ্রভাবশালী ব্যক্তির যুক্ত থাকার সন্ধান সিবিআই কি পেয়েছে ?

হেফাজতে থাকা ৬ জন ছাড়া আরও প্রভাবশালী ব্যক্তির যুক্ত থাকার সন্ধান সিবিআই কি পেয়েছে ? আরও প্রভাবশালীর নাম কি সামনে আসছে ? প্রাথমিক দুর্নীতি মামলায় সিবিআইকে প্রশ্ন বিচারপতির।

WB News Live Updates: ডিএ মামলা এবার গড়াল সুপ্রিম কোর্ট অবধি

ডিএ মামলা এবার গড়াল সুপ্রিম কোর্ট অবধি। ২০ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে। রাজ্য সরকার সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালেও, তা খারিজ করে দেয় আদালত। এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার

West Bengal News Live: DA মামলায় হাইকোর্টে রাজ্য সরকারের হলফনামা প্রসঙ্গে কটাক্ষ দিলীপের

বাকি রাজ্যগুলো কী করে DA দিচ্ছে? কেন্দ্র কী করে দিচ্ছে? এই রাজ্যে টাকা যাচ্ছে কোথায়? সব টাকা নেতাদের পেটে যাচ্ছে। DA মামলায় হাইকোর্টে রাজ্য সরকারের হলফনামা প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের। 

WB News Live Updates: রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়, কার্যত তা মেনে নিল সরকার

রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়, কার্যত তা মেনে নিল সরকার। কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে রাজ্য জানিয়েছে, তারা যে হারে DA দেয় তার থেকে বেশি হারে DA দিতে গেলে অপ্রত্যাশিত সমস্যা তৈরি হবে। ঘটতে পারে আর্থিক বিপর্যয়। এর আগে রাজ্য সরকারি কর্মীদের DA মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেয় হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। এরইমধ্যে হাইকোর্টে হলফনামা দিয়ে রাজ্য জানাল, তারা বর্দ্ধিত হারে DA দিতে অপারগ।

West Bengal News Live: গরু পাচার মামলার তদন্তে এবার লটারি রহস্যের সমাধানের চেষ্টা করছে সিবিআই

গরু পাচার মামলার তদন্তে এবার লটারি রহস্যের সমাধানের চেষ্টা করছে সিবিআই। অনুব্রত মণ্ডলের নামে কোটি টাকা পুরস্কারমূল্যের লটারির টিকিট কে কিনেছিল? তারই সূত্রের খোঁজে বীরভূমের একাধিক লটারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। অন্যদিকে, পরপর ৩ দিন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে প্রায় ২২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি

প্রেক্ষাপট

কলকাতা: হেফাজতে থাকা ৬ জন ছাড়া আরও প্রভাবশালী ব্যক্তির যুক্ত থাকার সন্ধান সিবিআই (CBI) কি পেয়েছে? আরও প্রভাবশালীর নাম কি সামনে আসছে ? প্রাথমিক দুর্নীতি মামলায় সিবিআইকে প্রশ্ন বিচারপতির।


চাকরি বাতিল হওয়া ২৬৯ জনের মধ্যে ২৬২ জনের নামের তালিকা আদালতে জমা প্রাথমিক শিক্ষা পর্ষদের। ৯ নভেম্বরের মধ্যে মামলায় পার্টি করার নির্দেশ হাইকোর্টের।


৮২ পেলেই যোগ্য। ২০১৪ এবং ২০১৭-র লক্ষাধিক টেট (TET) অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীকে নিয়োগে অংশগ্রহণের নির্দেশ হাইকোর্টের। প্রযোজ্য হবে সংরক্ষিত বিভাগের চাকরিপ্রার্থীদের জন্যই।


নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই ১১ ডিসেম্বর টেট (TET)। পরীক্ষায় বসার আবেদন করলেন ৬ লক্ষ ৯০ হাজার জন। জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৭-র থেকে সংখ্যা অনেকটাই বাড়ল।


মেয়ো রোডে চাকরির দাবিতে চাকরিপ্রার্থীদের আন্দোলনের ৬০০ দিন। আন্দোলনকারীদের পাশে বিজেপি, কংগ্রেস, সিপিএম। ধর্না দিলেই চাকরি নয়, প্রতিক্রিয়া ফিরহাদের।


পদ পাইয়ে দিতে আর্থিক প্রতারণার অভিযোগের মধ্যেই জেলা প্রাইমারি কাউন্সিল থেকে অপসারিত করিমপুরের তৃণমূল বিধায়ক। দায়িত্ব জেলাশাসককে।


চাকরির নামে তরুণীকে কুপ্রস্তাবের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হলেন দাঁইহাট পুরসভার চেয়ারম্যান।


অনুব্রত মণ্ডলের লটারি রহস্য ঘনীভূত। অনুব্রতকে লটারির টিকিট বিক্রি করিনি। বিস্ফোরক বোলপুরের লটারি বিক্রেতার। কে কিনেছিল ? বোলপুরে হানা সিবিআইয়ের।


পরপর তিনদিন। গরুপাচার মামলায় অনুব্রত কন্যাকে দিল্লিতে ২২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির। ১৮ নভেম্বর অবধি তিহাড় জেলে অনুব্রতর দেহরক্ষী সায়গল।


ডিএ মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। ডিএ অধিকার, কোটি টাকা ধ্বংস হবে, কটাক্ষ শুভেন্দুর। কেন্দ্র বকেয়া দিলেই পাওনা শোধ, পাল্টা শান্তনু।


বর্তমানের থেকে বেশি ডিএ দিতে গেলে অপ্রত্যাশিত সমস্যা তৈরি হবে। আসতে পারে আর্থিক বিপর্যয়। হাইকোর্টে হলফনামা রাজ্য সরকারের।


স্বচ্ছভাবে করতে হবে পঞ্চায়েত ভোট, ডায়মন্ডহারবারের আমতলায় দলীয় কর্মীদের বার্তা অভিষেকের। সবাইকে নিয়ে কেন চলছেন না ? ধমক বজবজের নেতাকে।


উত্তরবঙ্গ আলাদা রাজ্য হওয়া সময়ের অপেক্ষা। নিশীথ প্রামাণিকের সঙ্গে বৈঠকের পর দাবি অনন্ত রায়ের। সৌজন্য সাক্ষাৎ, প্রতিক্রিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর।


উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি সংক্রমিত হয়ে বেলেঘাটা আইডি-র প্রশাসনিক কর্তার মৃত্যু। তথ্য চাপার অভিযোগ বিরোধীদের। উত্তরপ্রদেশেও খুব বেশি ডেঙ্গি হচ্ছে, পাল্টা তৃণমূল।


সোনা পাচারের অভিযোগে ২ বছর ধরে তদন্ত চলছে, কেন তাঁদের হয়রানি করা হচ্ছে ? রুজিরা-মেনকা গম্ভীরের মামলায় প্রশ্ন হাইকোর্টের। ডিসেম্বরে শুনানির সম্ভাবনা।


বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে ধর্ষণ। অভিযোগ জানাতে গিয়ে খড়গপুরে দলীয় অফিসেই গণধর্ষণের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণে ব্যবস্থা, জানাল পুলিশ।


হামলা হবে জানতাম। গোপন বৈঠকে খুনের পরিকল্পনা চার জনের। পাকিস্তানে হামলার পর বিস্ফোরক ইমরান খান। হামলার প্রতিবাদে ভাঙচুর, অগ্নিসংযোগ, বিক্ষোভ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.