West Bengal News Live: কসবার স্কুলে ছাত্র মৃত্যু, কসবা থানার সামনে বিক্ষোভ-অবরোধ

West Bengal Bangla News : জেলা থেকে জেলায় দিনভর কোথায় কী ঘটছে জেনে নিন জেলার গুরুত্বপূর্ণ সব খবর

ABP Ananda Last Updated: 05 Sep 2023 11:54 PM
West Bengal News LIVE Updates: এবার ভরদুপুরে শ্যুটআউট বাঁকুড়ায়

এবার ভরদুপুরে শ্যুটআউট বাঁকুড়ায়। জামিনে মুক্ত এক ব্যক্তিকে নিয়ে ফেরার সময়, তাঁদের গাড়ি লক্ষ করে গুলি চালাল দুষ্কৃতীরা। জখম হয়েছেন পূর্ব বর্ধমানের INTTUC নেতা ও তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী-সহ ৩ জন। 
বেপাত্তা জামিন পাওয়া সাদ্দাম শেখও। দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

WB News LIVE Updates: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ইডির তল্লাশি

ময়নার রামচন্দ্রপুর পোস্ট অফিসের প্রাক্তন পোস্টমাস্টারের  পাঁশকুড়ার বাড়িতে তল্লাশি ইডির। লক্ষণ হেমব্রমের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। অভিযুক্ত পোস্টমাস্টারকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ ইডির

West Bengal News LIVE Updates: কসবার স্কুলে ছাত্র মৃত্যু, বিক্ষোভ-অবরোধের জেরে প্রায় এক ঘণ্টা ধরে বন্ধ যান চলাচল

কসবার স্কুলে ছাত্র মৃত্যু, কসবা থানার সামনে বিক্ষোভ-অবরোধ। দেহ নিয়ে বিক্ষোভ আত্মীয় ও স্থানীয় বাসিন্দাদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের, গেট টপকে কসবা থানার মধ্যে ঢুকে পড়ল ১ বিক্ষোভকারী। কার্যত নীরব দর্শক পুলিশ।ছাত্রমৃত্যুতে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ। বিক্ষোভ-অবরোধের জেরে প্রায় এক ঘণ্টা ধরে বন্ধ যান চলাচল। চূড়ান্ত দুর্ভোগে নিত্যযাত্রীরা

WB News LIVE Updates: কসবার স্কুলে ছাত্র মৃত্যু, কসবা থানার সামনে বিক্ষোভ-অবরোধ

কসবার স্কুলে ছাত্র মৃত্যু, কসবা থানার সামনে বিক্ষোভ-অবরোধ। দেহ নিয়ে বিক্ষোভ আত্মীয় ও স্থানীয় বাসিন্দাদের। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ

West Bengal News LIVE Updates: পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন নিয়ে দুই ছবি পূর্ব মেদেনীপুরের খেজুর ও তমলুকে

পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন নিয়ে দুই ছবি পূর্ব মেদেনীপুরের খেজুর ও তমলুকে। খেজুরিতে যেখানে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা, স্থগিত হয়ে গেল ভোটদান প্রক্রিয়া। তমলুকে সেখানে প্রত্যাশামতোই স্থায়ী সমিতিতে জয়ী হল বিজেপি। 

WB News LIVE Updates: 'দিল্লির বসদের খুশি করতে চাইছেন রাজ্যপাল, হয়তো দিল্লি বলবে ফিরে আসুন'

'রাজভবন থেকে কখনও শিহরণ পাচ্ছি, কখনও হাহাকার পাচ্ছি। কিন্তু এগুলো বেশিদিন নয়। দিল্লির বসদের খুশি করতে চাইছেন রাজ্যপাল, হয়তো দিল্লি বলবে ফিরে আসুন। লোকসভা ভোটের আগেই ফিরে যেতে হবে রাজ্যপালকে, নতুন কেউ আসবে', রাজ্য-রাজ্যপাল সংঘাত আবহে দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

West Bengal News LIVE Updates: বিজেপি প্রার্থীকে পুলিশের 'শাসন'

ধূপগুড়ি উপনির্বাচনের বিজেপি প্রার্থীকে আইনের পাঠ দিলেন জলপাইগুড়ি গ্রামীণের অ্যাডিশনাল পুলিশ সুপার। এই ঘটনায়, রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগে অ্যাডিশনাল পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে নালিশ করেছে বিজেপি।

WB News LIVE Updates:ধূপগুড়িতে ভোট মিটল শান্তিতেই

২ মাস আগে পঞ্চায়েত নির্বাচনে যেখানে অশান্তি হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নিরাপত্তায় উপনির্বাচনে সেই ধূপগুড়িতে ভোট মিটল শান্তিতেই। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৭৬ শতাংশ। 

West Bengal News LIVE Updates: ভবানীপুরে কলেজ ছাত্রীর রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার

ভবানীপুরে কলেজ ছাত্রীর রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার। ফাস্ট ফুড খাওয়া নিয়ে মায়ের সঙ্গে বচসায় আত্মঘাতী: পুলিশ সূত্র। স্নাতকের প্রথম বর্ষের ছাত্রী আত্মঘাতী বলেই অনুমান পুলিশের

WB News LIVE Updates: খেজুরি থেকে ফেরার সময় শিশির অধিকারীর গাড়িতে হামলা

খেজুরি থেকে ফেরার সময় শিশির অধিকারীর গাড়িতে হামলা। খেজুরি থেকে কাঁথি ফেরার সময় হেঁড়িয়ায় গাড়িতে হামলা। সাংসদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, ভাঙল উইন্ডস্ক্রিন। গাড়ির সামনের কাচ ভাঙলেও, কোনও ক্ষতি হয়নি শিশির অধিকারীর।এখনও পর্যন্ত এরকম কোনও খবর নেই, দাবি খেজুরি থানার পুলিশের। 

West Bengal News LIVE Updates: র‍্যাগিং-রুখতে কী প্রযুক্তি? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইসরোর ২ বিজ্ঞানী

র‍্যাগিং-রুখতে কী প্রযুক্তি? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইসরোর ২ বিজ্ঞানী। ঘুরে দেখলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট থেকে ওপেন এয়ার থিয়েটার। প্রযুক্তি ব্যবহারে কী ধরনের ব্যবস্থা প্রয়োজন? খতিয়ে দেখলেন বিজ্ঞানীরা

WB News LIVE Updates: গরু পাচার মামলায় এবার কেষ্ট ঘনিষ্ঠ কৃপাময়কে সিবিআইয়ের তলব

গরু পাচার মামলায় এবার কেষ্ট ঘনিষ্ঠ কৃপাময়কে সিবিআইয়ের তলব। অনুব্রত ঘনিষ্ঠ টিএমসিপি নেতা কৃপাময় ঘোষকে কাল হাজিরার নির্দেশ। ৭ মার্চ: শক্তিগড়ে অনুব্রতর সঙ্গে প্রাতরাশ করেছিলেন কৃপাময় ঘোষ। শক্তিগড়ে পুলিশি ঘেরাটোপেই কেষ্টর সঙ্গে প্রায় আধঘণ্টা কথা কৃপাময়-সহ ৩জনের। আসানসোল জেল থেকে কলকাতায় আনার পথে কেষ্টের সঙ্গে কৃপাময়ের প্রাতরাশ। কৃপাময়ের কানে কানে কিছু বলতে দেখা গিয়েছিল জেলবন্দি কেষ্টকে। কেষ্টর সঙ্গে কী কথা হয়েছিল টিএমসিপি নেতার? টিএমসিপি নেতা কৃপাময়ের বেশ কিছু সম্পত্তির হদিশ পাওয়ার দাবি সিবিআই সূত্রে। কেষ্টর বেনামি সম্পত্তির খোঁজে কৃপাময়কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই: সূত্র

West Bengal News LIVE Updates: জমি দখলে 'হামলা', পুলিশ নিষ্ক্রিয়তার ক্ষুব্ধ হাইকোর্ট

জমি দখলে 'হামলা', পুলিশ নিষ্ক্রিয়তার ক্ষুব্ধ হাইকোর্ট । 'তদন্তকারী আধিকারিকের আচরণ এত ঢিলেঢালা কেন?' উলুবেড়িয়ায় জমি দখলের চেষ্টার অভিযোগের মামলায় প্রশ্ন বিচারপতির। ৫ এপ্রিল: প্রোমোটার ও তার সঙ্গীদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ। অভিযুক্তদের মধ্যে কলকাতা পুলিশের এক কনস্টেবলেরও নাম। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের । মারধরের ফলে অভিযোগকারিণীর স্বামীর মৃত্যু হয় বলেও অভিযোগ । 

WB News LIVE Updates: শিক্ষক দিবসে শিক্ষকদের মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান ঘিরে ধুন্ধুমার

শিক্ষক দিবসে শিক্ষকদের মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান ঘিরে ধুন্ধুমার। হাজরা মোড়ে মিছিল আটকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল স্কিল ইন্ডিয়া কম্পিউটার টিচার ডিপার্টমেন্টের শিক্ষকদের। বকেয়া বেতন এবং প্রশিক্ষিত শিক্ষকদের স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ

West Bengal News LIVE Updates: রাজ্যপালকে বেলাগাম আক্রমণে মুখ্যমন্ত্রী, প্রয়োজনে রাজভবনে ধর্নার হুঁশিয়ারি

রাজ্যপালকে বেলাগাম আক্রমণে মুখ্যমন্ত্রী, প্রয়োজনে রাজভবনে ধর্নার হুঁশিয়ারি। 'আমরা বিল পাঠাচ্ছি, উনি ফেরত পাঠাচ্ছেন না। সংবিধান অনুযায়ী, উনি এটা করতে পারেন না। আর্থিক বিল ছাড়া আর কোনও বিল রাজ্যপাল ফেরত পাঠাতে পারেন না, দরকার হলে আমি রাজভবনের সামনে ধর্না দেব', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 

WB News LIVE Updates: 'আর কটা দিন আছে, চলে যেতে হবে, কিন্তু কিছু করে যাব'

'আর কটা দিন আছে, চলে যেতে হবে, কিন্তু কিছু করে যাব। চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব', এজলাসেই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 

West Bengal News LIVE Updates: যাদবপুরকাণ্ডে অবশেষে একাধিক শাস্তির সুপারিশ অভ্যন্তরীণ তদন্ত কমিটির

যাদবপুরকাণ্ডে অবশেষে একাধিক শাস্তির সুপারিশ অভ্যন্তরীণ তদন্ত কমিটির। ৪ জন বর্তমান পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের সুপারিশ, খবর সূত্রের। র‍্যাগিংয়ের ঘটনায় যুক্ত এমন ৬ জন প্রাক্তনীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কর্তৃপক্ষের, খবর সূত্রের। ২৫ জন প্রাক্তনীকে হস্টেল থেকে বের করে দেওয়ার নির্দেশ, খবর সূত্রের। পাঁচজন বর্তমান পড়ুয়াকে চারটি সিমেস্টার, ১১ জনকে দুটি সিমেস্টার থেকে বহিষ্কার। ১৫ জনকে ১টি সিমেস্টার থেকে বহিষ্কারের সুপারিশ, খবর সূত্রের। গবেষণা শেষের পর এক ছাত্রনেতাকে আর বিশ্ববিদ্যালয় ঢুকতে দেওয়া হবে না, খবর সূত্রের। যাদবপুর কাণ্ডে অভ্যন্তরীণ তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়ল উপাচার্যের কাছে। এর আগে তদন্ত কমিটি জমা দিয়েছিল একটি প্রাথমিক রিপোর্ট।

WB News LIVE Updates: ১১ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতির আরও পর্দাফাঁস?

১১ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতির আরও পর্দাফাঁস?  'ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান বিশাল দুর্নীতির খতিয়ান প্রকাশ করব', দুর্নীতির খতিয়ান নিয়ে ১১ সেপ্টেম্বর কোর্টে আসার দাবি সিবিআইয়ের 

West Bengal News LIVE Updates: হরিদেবপুরে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

হরিদেবপুরে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু। দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার হরিদেবপুর থানার পুলিশের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ

WB News LIVE Updates: সরশুনায় বহুতল থেকে পড়ে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু

সরশুনায় বহুতল থেকে পড়ে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু। চারতলা থেকে পড়ে গুরুতর আহত । বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। ঘটনাস্থলে সরশুনা থানার পুলিশ

West Bengal News LIVE Updates: বোমাবাজির জেরে বন্ধই হয়ে গেল স্থায়ী সমিতির ভোট গ্রহণ

বোমাবাজির জেরে বন্ধই হয়ে গেল স্থায়ী সমিতির ভোট গ্রহণ। পঞ্চায়েত ভোটের পর স্থায়ী সমিতি গঠন ঘিরেও তুলকালাম। খেজুরি ২ নম্বর ব্লকের স্থায়ী সমিতি গঠন ঘিরেও বোমাবাজি! পঞ্চায়েতের স্থায়ী সমিতির ভোট গ্রহণের আগেই বোমাবাজি।বোমাবাজিতে অসুস্থ বিডিও, বন্ধই হয়ে গেল ভোটগ্রহণ । পরে কবে হবে ভোটগ্রহণ, জানানো হবে: বিডিও । এসেও ভোট দিতে পারলেন না সাংসদ শিশির অধিকারী

WB News LIVE Updates: 'রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতাতেই'

'রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতাতেই। জিজ্ঞাসাবাদ করার ২৪ ঘণ্টা আগে নোটিস দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে। জিজ্ঞাসাবাদের সময় যাবতীয় মেডিক্যাল সুবিধা রাখতে হবে মলয় ঘটকের জন্য', তদন্তকারী আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে। নির্দেশ দিল্লি হাইকোর্টের। এর আগে কয়লা কেলেঙ্কারির তদন্তে ১৫ দিনের নোটিসে দিল্লিতে তলবের জন্য ইডিকে ছাড়পত্র দিয়েছিল আদালত। 

West Bengal News LIVE Updates: দুর্নীতি করলে তো ডাকবেই ইডি, কটাক্ষের সুরে মন্তব্য শুভেন্দু অধিকারীর

দুর্নীতি করলে তো ডাকবেই ইডি, কটাক্ষের সুরে মন্তব্য শুভেন্দু অধিকারীর। 

WB News LIVE Updates: যাদবপুরকাণ্ডে অবশেষে একাধিক শাস্তির সুপারিশ অভ্যন্তরীণ তদন্ত কমিটির

যাদবপুরকাণ্ডে অবশেষে একাধিক শাস্তির সুপারিশ অভ্যন্তরীণ তদন্ত কমিটির, ৪ জন বর্তমান পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের সুপারিশ, খবর সূত্রের

West Bengal News LIVE Updates: উপাচার্য-সংঘাতে রাজ্যপালকে অল আউট অ্যাটাকে মুখ্যমন্ত্রী

উপাচার্য-সংঘাতে রাজ্যপালকে অল আউট অ্যাটাকে মুখ্যমন্ত্রী , ক্যাম্পাসে অর্থনৈতিক বাধা থেকে রাজভবনে ধর্নার হুঁশিয়ারি! 

WB News LIVE Updates: রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সাফ জানিয়ে দিলেন, নির্বাচন সংক্রান্ত নির্দেশিকা রাজ্য না দিয়ে থাকলে আদালত সেটা দেবে!

West Bengal News LIVE Updates: অভিনেত্রী নুসরত জাহানকে তলব ইডি-র

এবার অভিনেত্রী নুসরত জাহানকে তলব করল ED। আগামী সপ্তাহের মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল সাংসদকে। সূত্রের খবর, রাজারহাটে ফ্ল্যাট বিক্রিতে প্রতারণাকাণ্ডে তলব করা হয়েছে নুসরতকে। সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ, সেই সংস্থার ডিরেক্টর রাকেশ সিং-কেও তলব করেছে ED। ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ ওঠে। তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ, কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন।  

WB News Live : হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের

'হঠাৎ মধ্যরাতে যাদবপুরের উপাচার্য বদল হয়ে গেল।  একজন প্রাক্তন বিচারপতিকে করে দেওয়া হল রবীন্দ্রভারতীর উপাচার্য।  পুরো ব্যবস্থাকে অচল করে দেওয়ার চেষ্টা চলছে। কোনও বিশ্ববিদ্যালয় যদি রাজ্যপালের কথা শুনে চলে আমি অর্থনৈতিক বাধা তৈরি করব।  দেখব রাজ্যপাল কীভাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেন। আমরা চ্যালেঞ্জ করছি, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live Update : রাজপথে বসেই শিক্ষক দিবস পালন করলেন হবু শিক্ষকরা

রাজপথে বসেই শিক্ষক দিবস পালন করলেন হবু শিক্ষকরা। মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে SLST চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান। ৯০৫ দিনে পড়ল। চাকরিপ্রার্থীদের আক্ষেপ, আজকের দিনটা 
ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলে কাটানোর কথা, সেখানে আড়াই বছর । তাঁদের দিন-রাত কাটছে রাস্তায় বসে। 

WB News Live : যাদবপুরকাণ্ডে অবশেষে একাধিক শাস্তির সুপারিশ অভ্যন্তরীণ তদন্ত কমিটির

যাদবপুরকাণ্ডে অবশেষে একাধিক শাস্তির সুপারিশ অভ্যন্তরীণ তদন্ত কমিটির। ৪ জন বর্তমান পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের সুপারিশ, খবর সূত্রের। র‍্যাগিংয়ের ঘটনায় যুক্ত এমন ৬ জন প্রাক্তনীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কর্তৃপক্ষের, খবর সূত্রের। ২৫ জন প্রাক্তনীকে হস্টেল থেকে বের করে দেওয়ার নির্দেশ, খবর সূত্রের। পাঁচজন বর্তমান পড়ুয়াকে চারটি সিমেস্টার, ১১ জনকে দুটি সিমেস্টার থেকে বহিষ্কার। 

WB News Live Update : ধূপগুড়ির বিজেপি প্রার্থীকে এ নিয়ে আইনের পাঠ দেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াদেন ভুটিয়া।

পরে ধূপগুড়ির বিজেপি প্রার্থীকে এ নিয়ে আইনের পাঠ দেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াদেন ভুটিয়া।

WB News Live : ধূপগুড়িতে বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগ, অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে বিজেপি

ধূপগুড়িতে বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগ, অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে বিজেপি। 'বুথের দরজায় দাঁড়িয়ে কেন ভোটারদের স্লিপ দেখছিলেন রাজ্য পুলিশের কনস্টেবল?' পুলিশ কনস্টেবলের এই ভূমিকার তীব্র আপত্তি জানান বিজেপি প্রার্থী তাপসী রায়'। 'কমিশনের গাইডলাইন অনুযায়ী, রাজ্য পুলিশ শুধুমাত্র ভিড় নিয়ন্ত্রণ করবে, পরিচয়পত্র যাচাই করবে না। এরপরই বিজেপি প্রার্থীর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার যে ব্যবহার করলেন, তা অত্যন্ত আপত্তিকর। বিজেপি প্রার্থীর সঙ্গে একজন পুলিশ অফিসারের এই আচরণ অত্যন্ত বেমানান। অবিলম্বে ওই অতিরিক্ত পুলিশ সুপারকে ডিউটি থেকে সরিয়ে জেলার বাইরে পাঠানো হোক। অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে দাবি বিজেপির

WB News Live Update : রাতভর বৃষ্টিতে জল জমেছে পাতিপুকুর আন্ডারপাসে, ডুবে গেল গাড়ি

রাতভর বৃষ্টিতে জল জমেছে পাতিপুকুর আন্ডারপাসে। ডুবে গেল গাড়ি। কোনওক্রমে চালক-সহ যাত্রীরা বেরিয়ে আসেন। ক্রেনের সাহায্যে গাড়িটিকে তুলে নিয়ে যায় পুলিশ। জল জমে থাকায়, পাতিপুকুর আন্ডারপাসের আরজি করমুখী রাস্তা ওয়ান ওয়ে করা হয়েছে। দুটি পাম্প বসিয়ে জল নামানোর কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। অভিযোগ, অপরিকল্পিতভাবে নিকাশি নালা তৈরি হওয়ায় বৃষ্টি হলেই বছরভর জল জমে পাতিপুকুর আন্ডারপাসে। চূড়ান্ত ভোগান্তির শিকার হন বাসিন্দারা।  

WB News Live : ভাঙড়ের একাংশে ফের জারি হল ১৪৪ ধারা

ভাঙড়ের একাংশে ফের জারি হল ১৪৪ ধারা। ভাঙড় ২ নম্বর ব্লকের ১০টি পঞ্চায়েতে আজ উপসমিতি গঠন করা হবে। অশান্তি এড়াতে কাশীপুর ও কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার একাংশে আজ সন্ধে ৬টা পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। প্রতিটি পঞ্চায়েত অফিসের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকার পাশাপাশি রয়েছে পুলিশ পিকেট। ভাঙড় ২ নম্বর ব্লকের ১০টি পঞ্চায়েতের মধ্যে ৯টিই তৃণমূলের দখলে। তবে আরাবুল ইসলামের পাড়ায় পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েতটি গিয়েছে নির্দল সমর্থিত জমি-জীবিকা-বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির হাতে। গতকাল কাশীপুর থানা এলাকার কোচপুকুর এলাকায় সংঘর্ষে জড়ায় তৃণমূল ও ISF। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

WB News Live Update : অভিনেত্রী নুসরত জাহানকে তলব ইডি-র

অভিনেত্রী নুসরত জাহানকে তলব ইডি-র। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরার নির্দেশ। ফ্ল্যাট বিক্রিতে প্রতারণাকাণ্ডে তলব তৃণমূল সাংসদকে। সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব ইডি-র। 

WB News Live : রাজ্য পুলিশের বিরুদ্ধ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে

জুড়াপানি ভূতেরহাট প্রাথমিক বিদ্যালয়। একেবারে বুথের দরজার সামনে দাঁড়িয়ে ভোটারদের স্লিপ করতে দেখা যায় রাজ্য পুলিশকে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী তাপসী রায়। 

WB News Live Update : কংগ্রেস শীর্ষনেতৃত্বের থেকে আসন সমঝোতার বিষয়টিতে সিলমোহর আদায় করে নিতে চাইছে তৃণমূল?

বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কট্টর তৃণমূল-বিরোধী। আর তিনি আগাগোড়াই বামেদের সঙ্গে যাওয়ার পক্ষপাতী। হাইকমান্ড তাঁর ওপর বাংলার আসন সমঝোতার সিদ্ধান্ত ছাড়লে তৃণমূলের যে কোনও সুবিধা হবে না, তা বলার অপেক্ষা রাখে না। তাই কি কংগ্রেস শীর্ষনেতৃত্বের থেকে আসন সমঝোতার বিষয়টিতে সিলমোহর আদায় করে নিতে চাইছে তৃণমূল? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। 

WB News Live : আজ ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। সকাল ৭টায় শুরু হবে ভোটগ্রহণ

আজ ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। সকাল ৭টায় শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ধূপগুড়িতে মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের এই বিধানসভায়। পাহাড় লাগোয়া এই কেন্দ্রে লড়াই এবার ত্রিমুখী। লড়াইয়ে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। ২০২১ বিধানসভা নির্বাচনে এ আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। অন্যদিকে, উপ নির্বাচনের মাত্র ২ দিনে আগে রবিবার ২০২১-এ পরাজিত তৃণমূল প্রার্থী মিতালি রায় যোগ দেন বিজেপিতে।  কার দখলে যাবে ধূপগুড়ি বিধানসভার রাশ?  জানা যাবে ৮ সেপ্টেম্বর। 


 

WB News Live Update : সোনারপুরের লাঙলবেড়িয়া কৃষি সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগে অপসারিত সরকারি আধিকারিক

সোনারপুরের লাঙলবেড়িয়া কৃষি সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগে অপসারিত সরকারি আধিকারিক। সরানো হল সমবায় দফতরের স্পেশাল অফিসার সৌগত চক্রবর্তীকে। তাঁর জায়গায় এলেন তিন আধিকারিক। তাঁরাই দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবেন। পাশাপাশি, ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের বিষয়টিও খতিয়ে দেখা হবে।

WB News Live : রানা রায়কে অন্য একটি মামলায় ভুবনেশ্বর থেকে গ্রেফতার করল পুলিশ

যাদবপুরে হুমকি চিঠিকাণ্ডে যাঁর নাম জড়িয়েছিল, সেই রানা রায়কে অন্য একটি মামলায় ভুবনেশ্বর থেকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, এর আগেও শ্লীলতাহানির মামলায় গ্রেফতার হয়েছিলেন ওই অধ্যাপক। 

WB News Live Update : পরিযায়ী শ্রমিকদের এরাজ্যেই নির্মাণ প্রকল্পে কাজে লাগানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী

পরিযায়ী শ্রমিকদের এরাজ্যেই নির্মাণ প্রকল্পে কাজে লাগানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। যা ঘিরে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি ও সিপিএম।

WB News Live : আজ ধূপগুড়িতে বিধানসভা উপনির্বাচন

আজ ধূপগুড়িতে বিধানসভা উপনির্বাচন। ভোট দেবেন আড়াই লক্ষেরও বেশি ভোটার। কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী না তৃণমূল, নাকী বিজেপি? কার পাশে থাকবেন ধূপগুড়ির বাসিন্দারা? ঠিক হয়ে যাবে মঙ্গলবারই। তবে ভোট শুরুর আগেই সন্ত্রাস আতঙ্কে ভুগছেন ভোটকর্মীদের একাংশ। দেখা দিয়েছে সাপের আতঙ্কও!

প্রেক্ষাপট

কলকাতা: পঞ্চায়েতের হিংসার (Election Violence) আতঙ্ক নিয়েই আজ ধূপগুড়িতে উপনির্বাচন। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও, উদ্বেগে ভোটার থেকে ভোটকর্মীরা। 


আজ উত্তরপ্রদেশ-সহ (Uttarpradesh)  ৬ রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ইন্ডিয়া জোট গঠনের পর প্রথম পরীক্ষা যোগী রাজ্যে। ত্রিপুরায় জোট গড়ে আসন ধরে রাখার লড়াইয়ে সিপিএম। 


উপনির্বাচনের (By Election) আগের রাতে ধূপগুড়িতে (Dhupguri) উত্তেজনা। বিজেপির (BJP) পতাকা খুলে দেওয়ার অভিযোগ কমিশনের বিরুদ্ধে। ফ্লেক্স খুলতে গেলে বচসা। বিক্ষোভের মুখে এলাকা ছাড়েন কমিশনের কর্মীরা। 


উপসমিতি গঠন ঘিরেও অশান্ত ভাঙড়ের কাশীপুর (Kasipur)। তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। ৭টি পঞ্চায়েতের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি। থাকছে কলকাতা পুলিশ। 


ময়নায় বিজেপি নেতা খুন, সময়ে চার্জশিট না দেওয়ায় ৩ অভিযুক্তের জামিন। অসৎ উদ্দেশ্য পুলিশের, কেন অন্য সংস্থাকে তদন্ত, তার নিদর্শন, মন্তব্য বিচারপতির। 


লিপস অ্যান্ড বাউন্ডসে ইডির তল্লাশি, ফের আক্রমণে মমতা।


কুন্তলের চিঠি-মামলায় রায় স্থগিতের সিবিআইয়ের আর্জি খারিজ। হয় ১৬দিনের মধ্যে রিপোর্ট, নয় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। না হলে দেখে নেওয়ার কড়া বার্তা বিচারকের। 


প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলে বাড়ল স্থগিতাদেশ। মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল রাখল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।


সোনারপুরে সমবায়ের কোটি কোটি টাকা লুঠের অভিযোগ। অপসারিত দুর্নীতিতে অভিযুক্ত স্পেশাল অফিসার। আপাতত দায়িত্বে ৩ আধিকারিক। 


৫ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন এবং লোকসভা ভোটের জন্য় কেন্দ্রীয় কমিটি গড়ল কংগ্রেস। খড়্গের নেতত্বাধীন ১৬ সদস্যের কমিটিতে রয়েছেন সনিয়া, রাহুল, অধীর। 


কসবার স্কুলে ৫ তলা থেকে পড়ে দশম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু। টার্গেট করে মানসিক চাপ, মারধর করে মেরে ফেলার অভিযোগ পরিবারের। প্রিন্সিপাল সহ ৩ জনের বিরুদ্ধে FIR। খুনের ধারায় মামলা।


বিচারের দাবিতে এবার মুখ্যমন্ত্রীর কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে র‍্যাগিংয়ের শিকার ছাত্রের পরিবার। নবান্নে গিয়ে সাক্ষাৎ। 


রাজভবনের বিজ্ঞপ্তির পাল্টা চাপ এবার সরকারের। রাজভবনের চিঠির ভিত্তিতে কোনও কাজ নয়, বিধির উল্লেখ করে বিশ্ববিদ্যালয়গুলিকে নোটিস। 


অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই এবার রবীন্দ্রভারতীর পাশাপাশি প্রেসিডেন্সিরও উপাচার্য। 


বকেয়া ডিএ-র দাবিতে ২২১দিনে সরকারি কর্মীদের আন্দোলন। চাপ বাড়াতে ফের ১০, ১১ অক্টোবর কর্মবিরতির ডাক। 


এক দেশ এক ভোটের প্রস্তাব কেন্দ্রের, বিরোধীদের আপত্তির মধ্যেই ভিন্নসুর প্রশান্ত কিশোরের। 


মেয়রের প্রশ্নের মুখে প়ড়ার পর জল-যন্ত্রণা নিয়ে পুরকর্মীদের ঘাড়ে দায় ঠেললেন তারক সিংহ। বিভাগীয় কাজে সমন্বয়ের অভাব। দাবি মেয়র পারিষদের। পুরসভার ডিজির রিপোর্ট তলব।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.