West Bengal News Live Updates: কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, রামনবমীর অশান্তি এড়াল হনুমান জয়ন্তী

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 06 Apr 2023 11:47 PM
WB News Live: 'যেখানে হনুমান জয়ন্তীর মিছিল নেই, সেখানেই সঙ্গে সিপি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজ্যপালকে', মন্তব্য শুভেন্দুর

যেখানে হনুমান জয়ন্তীর মিছিল নেই, সেখানেই সঙ্গে সিপি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজ্যপালকে। পুরোটাই মুখ্যমন্ত্রীর পরিকল্পনা। রাজ্যপালের পথে নামা নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর। 

West Bengal News Live: কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, রামনবমীর অশান্তি এড়াল হনুমান জয়ন্তী

কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, রামনবমীর অশান্তি এড়াল হনুমান জয়ন্তী। মাত্র ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামতেই উধাও অশান্তি। কলকাতা, হুগলি, ব্যারাকপুরে রুট মার্চ। লেকটাউন, একবালপুর-চষে বেড়ালেন রাজ্যপাল। বাহিনী না পেলে পঞ্চায়েত ভোটে অংশ নয়, হুঁশিয়ারি সংগ্রামী মঞ্চের। বাঁশবেড়িয়ায় হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে যাওয়ার পথে ফের লকেটকে পুলিশের বাধা, গো ব্যাক স্লোগান। শুধু নাটক, কটাক্ষ তৃণমূলের। 

WB News Live: ABVP-র কলকাতা বিশ্ববিদ্যালয় বাঁচাও অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল কলেজ স্ট্রিটে

ABVP-র কলকাতা বিশ্ববিদ্যালয় বাঁচাও অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল কলেজ স্ট্রিটে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় ABVP-র সদস্যদের। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ

West Bengal News Live: সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুনের জেরে প্রায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ, ১৫টি দোকান পুড়ে ছাই

দঃ ২৪ পরগনার সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন। শিয়ালদা-বজবজ আপ-ডাউনে প্রায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ। প্ল্যাটফর্মে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই। 

WB News Live: 'মুখ্যমন্ত্রীর যা করা উচিত ছিল, সেটাই করেছেন সিভি আনন্দ বোস', হনুমান জয়ন্তী নিয়ে মন্তব্য দিলীপের

হনুমান জয়ন্তীতে রাজপথে রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর যা করা উচিত ছিল, সেটাই করেছেন সিভি আনন্দ বোস। মন্তব্য দিলীপ ঘোষের।

West Bengal News Live: 'কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজ করব না', হুঁশিয়ারি ডিএ আন্দোলনকারীদের যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়কের

'কেন্দ্রীয় বাহিনী না থাকলে পঞ্চায়েত ভোট নয়। কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজ করব না। মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে'। হুঁশিয়ারি ডিএ আন্দোলনকারীদের যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনা ভাস্কর ঘোষের...

WB News Live: আদালতের নির্দেশে নিরাপত্তার ঘেরাটোপে রাজ্য়ে পালিত হনুমান জয়ন্তী

আদালতের নির্দেশে নিরাপত্তার ঘেরাটোপে রাজ্য়ে পালিত হনুমান জয়ন্তী। হাওড়ায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রা, ঘুসুড়ি, লিলুয়ায় মিছিল। কলকাতা, হুগলি, ব্যারাকপুরে সতর্ক নজরদারি কেন্দ্রীয় বাহিনীর। হাইকোর্টের নির্দেশে কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।
মধ্য কলকাতা ও উত্তর কলকাতার বেশ কয়েকটি থানা এলাকায় ভাগে ভাগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। প্রতিটি সেকশনে ৮ জন করে সিআরপিএফ জওয়ান মোতায়েন। পোস্তা থানা এলাকায় ২ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। চারু মার্কেট, হেস্টিংস, একবালপুর, গার্ডেনরিচে ১ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। জোড়াবাগান ও আমহার্স্ট থানা এলাকায় ১ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। হনুমান জয়ন্তী উপলক্ষ্যে আজ সারাদিন ধরেই কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে আধা সেনার রুট মার্চ। নিরাপত্তা ব্যবস্থা দেখভালের দায়িত্বে কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসাররা।

West Bengal News Live: অভিষেকের বাবার করা মানহানির মামলায় শুভেন্দুকে হাজিরার নির্দেশ

অভিষেকের বাবার করা মানহানির মামলায় শুভেন্দুকে হাজিরার নির্দেশ। ১৬ মে আলিপুর আদালতে বিরোধী দলনেতাকে হাজিরার নির্দেশ। শুভেন্দু অধিকারীকে সশরীরে হাজিরার নির্দেশ আলিপুর আদালতের । সম্পত্তি নিয়ে মন্তব্য, শুভেন্দুর বিরুদ্ধে মামলা অমিত বন্দ্যোপাধ্যায়ের । অভিষেকের বাবার করা মামলায় ১৯ ডিসেম্বর হাজিরার নির্দেশ। হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু, নিম্ন আদালতেই মামলা শুনানির নির্দেশ।

WB News Live: সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন, শিয়ালদা-বজবজ আপ-ডাউনে ট্রেন চলাচল বন্ধ

দঃ ২৪ পরগনার সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন। শিয়ালদা-বজবজ আপ-ডাউনে ট্রেন চলাচল বন্ধ । প্ল্যাটফর্মে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই

West Bengal News Live: পয়লা বৈশাখ পর্যন্ত লাগাতার বাড়বে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই

পয়লা বৈশাখ পর্যন্ত লাগাতার বাড়বে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। আগামী সপ্তাহের শুরু থেকেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির আশঙ্কা। জানাল আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতায় দুপুর আড়াইটেয় তাপমাত্রা ছিল ৩৬.৫। বিধাননগরে দুপুর আড়াইটেয় তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

WB News Live: ইসলামপুরে দুয়ারে সরকার ক্যাম্পে ভাঙচুর, গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি

উত্তর দিনাজপুরের ইসলামপুরে দুয়ারে সরকার ক্যাম্পে ভাঙচুর শাসক নেতার । এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি । গ্রামবাসীরা হয়রানির শিকার হচ্ছে অভিযোগ তুলে দুয়ারে সরকার ক্যাম্পে তাণ্ডব । অনুগামীদের নিয়ে তাণ্ডব চালান তৃণমূলের অঞ্চল সভাপতি আকবর আলি । এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরই গ্রেফতার তৃণমূল নেতা আকবর আলি।

West Bengal News Live: পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা খারিজ

পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা খারিজ । বিরোধী দলনেতার পঞ্চায়েত মামলা খারিজ সুপ্রিম কোর্টে। হাইকোর্টের রায়ই বহাল, জট কাটল পঞ্চায়েত ভোটের। নির্বাচন করতে কমিশনকে আমরা আটকাতে পারি না, মন্তব্য প্রধান বিচারপতির...

WB News Live: বাঁশবেড়িয়ায় অস্ত্র হাতে হনুমান জয়ন্তীর মিছিল, আটক ১

বাঁশবেড়িয়ায় অস্ত্র হাতে হনুমান জয়ন্তীর মিছিল। একজনকে আটক করল পুলিশ। রিষড়ায় যাওয়ার পথে বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে বাধা পুলিশের। লকেটের পর প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে বাধা । পুলিশের বাধা পেয়ে কলকাতায় ফিরলেন বিজেপি নেত্রী।

West Bengal News Live: কুন্তল, তাপস, নীলাদ্রির ফের জেল হেফাজত

কুন্তল, তাপস, নীলাদ্রির ফের জেল হেফাজত। ২০ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। 'নম্বর বাড়াতে আলাদা আলাদা দরে টাকা নেওয়া হয়েছে'। 'যে ৬৮% পেয়েছে, তাঁর নম্বর ৭২% শতাংশ করতে আলাদা দর'। 'যে ৭০% পেয়েছে, তাঁর নম্বর ৭২% শতাংশ করতে পৃথক দর'। 'এই ভাবে শতাংশের বিচারে টাকা নিয়েছেন কুন্তল-শান্তনুরা'। আদালতে দাবি সিবিআইয়ের

WB News Live: কাঁকসার পর ইসলামপুর, দুয়ারে সরকারের ক্যাম্পে তৃণমূলের তাণ্ডব

কাঁকসার পর ইসলামপুর। দুয়ারে সরকারের ক্যাম্পে তৃণমূলের তাণ্ডব। গ্রামবাসীরা হয়রানির শিকার হচ্ছে অভিযোগ তুলে ক্যাম্প ভাঙচুর। উত্তর দিনাজপুরের ইসলামপুরের দিঘলবস্তিতে তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে ভাঙচুর। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

West Bengal News Live: বাঁশবেড়িয়ায় যাওয়ার পথে লকেট চট্টোপাধ্য়ায়কে আটকাল পুলিশ

হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে বাঁশবেড়িয়ায় যাওয়ার পথে লকেট চট্টোপাধ্য়ায়কে আটকাল পুলিশ। বিজেপি সাংসদের সঙ্গে পুলিশের বচসা। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বাধা, দাবি পুলিশ সূত্রের।

WB News Live: দুয়ারে সরকারের ক্যাম্পে তৃণমূলের তাণ্ডব

কাঁকসার পর ইসলামপুর। দুয়ারে সরকারের ক্যাম্পে তৃণমূলের তাণ্ডব। গ্রামবাসীরা হয়রানির শিকার হচ্ছে অভিযোগ তুলে ক্যাম্প ভাঙচুর। উত্তর দিনাজপুরের ইসলামপুরের দিঘলবস্তিতে তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে ভাঙচুর। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

West Bengal News Live: বর্ধমানের জেলা পার্টি অফিসের সামনে হাতাহাতিতে জড়ালেন বিজেপি কর্মীরা

দলের প্রতিষ্ঠা দিবসে বর্ধমানের জেলা পার্টি অফিসের সামনে হাতাহাতিতে জড়ালেন বিজেপি কর্মীরা। সকালে একদল বিজেপি কর্মী পতাকা হাতে নিয়ে জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন। জেলা বিজেপির বহিষ্কৃত সহ সভাপতি শ্যামল রায়কে দলে ফেরানোর দাবিতে সরব হন বিজেপি কর্মীরা। বিজেপি জেলা সভাপতি ও যুব মোর্চার জেলা সভাপতির অপসারণও দাবি করেন বিক্ষুব্ধরা। এরপর বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পিন্টু সাম
অফিসে উপস্থিত হয়ে তালা ভেঙে দেন। এরপরই দু’পক্ষের হাতাহাতি বেধে যায়।

WB News Live: এবিভিপি-র অভিযান ঘিরে ধুন্ধুমার কলেজ স্ট্রিটে

কলকাতা বিশ্ববিদ্যালয় বাঁচাও অভিযান এবিভিপি-র। অভিযান ঘিরে ধুন্ধুমার কলেজ স্ট্রিটে। বিশ্ববিদ্যালয়ের গেটে পতাকা লাগাতে গেলে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। তখন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাধে। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal News Live: পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা খারিজ

পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা খারিজ। বিরোধী দলনেতার পঞ্চায়েত মামলা খারিজ সুপ্রিম কোর্টে। হাইকোর্টের রায়ই বহাল, জট কাটল পঞ্চায়েত ভোটের।

আদালত চত্বরে ফের বিস্ফোরক কুন্তল ঘোষ

আদালত চত্বরে ফের বিস্ফোরক কুন্তল ঘোষ। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে, বিচারকের কাছে লিখিত অভিযোগ করেছি', মন্তব্য নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের।

WB News Live: ফের আলিপুরের বিশেষ আদালতে পেশ করা হল কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের মামলায় আজ ফের আলিপুরের বিশেষ আদালতে পেশ করা হল কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় গিয়েছে, নতুন কী তথ্যপ্রমাণ উঠে এসেছে, তা জানিয়ে এই তিনজনের জামিনের বিরোধিতা করা হবে। 

West Bengal News Live: কোন গ্রন্থাগারে কোন সংবাদপত্র, হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের

কোন গ্রন্থাগারে কোন সংবাদপত্র, হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। হাইকোর্টে খারিজ সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগার নিয়ে বিজ্ঞপ্তি। হাইকোর্টে খারিজ গ্রন্থাগারে সংবাদপত্র রাখা নিয়ে ২০১২-র বিজ্ঞপ্তি। তালিকায় ছিল না রাজ্যের একাধিক জনপ্রিয়, সর্বাধিক প্রচারিত দৈনিক। 'কোন সংবাদপত্র রাখা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেবে গ্রন্থাগার, তালিকা তৈরির অধিকার নেই রাজ্য সরকারের', জানিয়ে দিল হাইকোর্ট।

WB News Live: মধ্য কলকাতা ও উত্তর কলকাতার বেশ কয়েকটি থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে ভাগ করে দেওয়া হয়েছে

হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। এর মধ্যে এক কোম্পানি রয়েছে কলকাতায়। মধ্য কলকাতা ও উত্তর কলকাতার বেশ কয়েকটি থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি সেকশনে ৮ জন করে সিআরপিএফ জওয়ান রয়েছেন। পোস্তা থানা এলাকায় ২ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। চারু মার্কেট, হেস্টিংস, একবালপুর, গার্ডেনরিচে ১ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।

West Bengal News Live: হনুমান জয়ন্তীতে কলকাতার পরিস্থিতি দেখতে রাজপথে রাজ্যপাল

হনুমান জয়ন্তীতে কলকাতার পরিস্থিতি দেখতে রাজপথে রাজ্যপাল। সকালে লেকটাউনের হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন রাজ্যপাল, পুজোর পর সম্প্রীতির বার্তা দেন সিভি আনন্দ বোস। এরপর তিনি যান একবালপুরে। এলাকাবাসী, ব্যবসায়ী, শিশুদের অভিভাবকদের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলেন তিনি। খোঁজখবর নেন আইনশৃঙ্খলা পরিস্থিতির।

WB News Live: ১৭ এপ্রিলের মধ্যে কর্মচারীদের সঙ্গে রাজ্যকে আলোচনায় বসার নির্দেশ হাইকোর্টের

১৭ এপ্রিলের মধ্যে কর্মচারীদের সঙ্গে রাজ্যকে আলোচনায় বসার নির্দেশ হাইকোর্টের। 'কর্মচারী সংগঠনের তরফে ৩ জনের নাম দিতে হবে। এই তিনজনের সঙ্গে সরকার আলোচনায় বসবে। নির্দেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের।

West Bengal News Live: হনুমান জয়ন্তীতে হাওড়ার শিবপুরে দেখা গেল পুলিশি তৎপরতা

রাম নবমীর অশান্তির কথা মাথায় রেখে, হনুমান জয়ন্তীতে হাওড়ার শিবপুরে দেখা গেল পুলিশি তৎপরতা। হাওড়া সিটি পুলিশের আধিকারিকদের নেতৃত্বে শিবপুর ও হাওড়া থানা এলাকায় জিটি রোডে রুট মার্চ করে পুলিশ। 

WB News Live: গরুপাচারের কিংপিন শেখ আবদুল লতিফকে ফের তলব করেছে ইডি

গরুপাচারের কিংপিন শেখ আবদুল লতিফকে ফের তলব করেছে ইডি। আগামী সপ্তাহে দিল্লির সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, লতিফের কাছ থেকে একাধিক তথ্য জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি। এর আগে ২৯ মার্চ, লতিফকে তলব করে ইডি। কেমোথেরাপি চলছে বলে হাজিরা এড়ান গরুপাচারে অভিযুক্ত ব্যবসায়ী। এর ২ দিন পরেই ১ এপ্রিল, ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা-কে খুনের সময় ঘটনাস্থলেই ছিলেন গরুপাচারের কিংপিন আবদুল লতিফ। এবার সেই লতিফকে ফের তলব করল ইডি। 


 

West Bengal News Live: ভারতীয় জনতা পার্টির ৪৪তম প্রতিষ্ঠা দিবস, বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

আজ ভারতীয় জনতা পার্টির ৪৪তম প্রতিষ্ঠা দিবস। দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। তার আগে দিল্লিতে পতাকা উত্তোলন হয়েছে।
কলকাতায় রাজ্য বিজেপি দফতরেও সাড়ম্বরে পালিত হয়েছে দলের প্রতিষ্ঠা দিবস।

WB News Live: ২৮ ঘণ্টা পার, কুড়মি সমাজের ডাকে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে এখনও চলছে রেল অবরোধ

২৮ ঘণ্টা পার, আদিবাসী কুড়মি সমাজের ডাকে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে এখনও চলছে রেল অবরোধ। একইসঙ্গে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কেও অবরোধ চলছে। আদ্রা-পুরুলিয়া শাখায় বাতিল করা হয়েছে ৩০টি ট্রেন। ৪টি ট্রেনের রুট বদল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রাজ্য প্রশাসন ব্য়বস্থা না নিলে আগামীকাল থেকে আন্দোলন তীব্রতর হবে হুঁশিয়ারি দিয়েছে কুড়মি সমাজ


 

West Bengal News Live: আজ সারাদিন ধরেই কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে চলবে আধা সেনার রুট মার্চ

হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে এক কোম্পানি রয়েছে কলকাতায়। মধ্য কলকাতা ও উত্তর কলকাতার বেশ কয়েকটি থানা এলাকায় এই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ভাগ করে দেওয়া হয়েছে। আজ সারাদিন ধরেই কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে চলবে আধা সেনার রুট মার্চ। 

WB News Live: হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে হাওড়ায় কড়া পুলিশি নিরাপত্তা

হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে হাওড়ায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তার ধারে ব্যারিকেড দেওয়ার পাশাপাশি নিরাপত্তা দেখভাল করতে উপস্থিত রয়েছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও, বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে র‍্যাফ। 

West Bengal News Live: বকেয়া ডিএ-র দাবিতে ৭০ দিনে পড়ল শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান

বকেয়া ডিএ-র দাবিতে ৭০ দিনে পড়ল শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। ডিএ-আন্দোলনকারীদের নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে ১২ ঘণ্টা কর্মবিরতির ডাক। পরীক্ষার কারণে স্কুলগুলিতে কর্মবিরতি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

WB News Live: রাজ্যবাসীর সুরক্ষার দায়িত্ব সরকারের, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের

রাজ্যবাসীর সুরক্ষার দায়িত্ব সরকারের। রাজ্য সরকার পরিস্থিতি সামলাতে না পারলে কেন্দ্রের কাছে সাহায্য চাইতে পারে। শিবপুর, রিষড়ার অশান্তি প্রসঙ্গে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের।

West Bengal News Live: মুখ্যমন্ত্রীকেই নজরবন্দি করার দাবি শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রীকেই নজরবন্দি করার দাবি শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুখ্যমন্ত্রীকে নজরবন্দি করার দাবি। রামনবমীর পরে হনুমান জয়ন্তী, মুখ্যমন্ত্রীর মন্তব্যে উস্কানির অভিযোগ। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নজরবন্দি করার দাবি।

WB News Live: হনুমান জয়ন্তীর আগে ৩ জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

হাইকোর্টের নির্দেশে, হনুমান জয়ন্তীর আগে ৩ জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কলকাতা, হুগলি ও ব্যারাকপুরে মোট ৩ কোম্পানি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এই সংক্রান্ত মামলায় পুলিশের ভূমিকায় অনাস্থা প্রকাশ করে আদালত। হনুমান জয়ন্তীতে রাজনৈতিক নেতাদের বক্তব্য পেশ না করারও নির্দেশ দিয়েছে আদালত। সার্বিকভাবে হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

West Bengal News Live: ঘুষ নেওয়াটা যদি অন্যায় থাকে, তাহলে ঘুষ দেওয়াটাও অন্যায়, দাবি তৃণমূল নেতার

সংবিধানে ঘুষ নেওয়াটা যদি অন্যায় থাকে, তাহলে ঘুষ দেওয়াটাও অন্যায়। নিয়োগ দুর্নীতি নিয়ে আজব সাফাই দিয়েছেন তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণী। তবে কি ঘুষখোরের থেকেও ঘুষাদাতাকে বেশি করে দায়ী করার চেষ্টা করলেন রায়গঞ্জের বিধায়ক? প্রশ্ন তুলেছে বিরোধীরা। 

WB News Live: শক্তিগড়ে কয়লা মাফিয়া খুনে রহস্য়ের জাল ছড়াল ভিনরাজ্য়েও

শক্তিগড়ে কয়লা মাফিয়া খুনে রহস্য়ের জাল এবার ছড়াল ভিনরাজ্য়েও! পুলিশ সূত্রে খবর, দিল্লি থেকে চুরি যাওয়া গাড়িতে খুন হন রাজু ঝা। ভিনরাজ্যের গাড়ি শক্তিগড়ে এল কীভাবে? বাড়ছে রহস্য। 

West Bengal News Live: শিবপুর, রিষড়ায় অশান্তি নিয়ে বিজেপিকে নিশানা কবীর সুমনের

শিবপুর, রিষড়ায় অশান্তি নিয়ে বিজেপিকে নিশানা কবীর সুমনের। 'বর্তমান সরকারকে অস্থির করাটাই উদ্দেশ্য। এই চেষ্টা আগেও করেছে কেন্দ্রের শাসক দল। বিরোধী দল চাইছে সরকারটা পড়ুক', শিবপুর, রিষড়ায় অশান্তি নিয়ে বিজেপিকে নিশানা কবীর সুমনের।

WB News Live: তৃণমূল-বিজেপি সব দলের হয়েই কাজ করত সুমিত, দাবি তাঁর মায়ের

আগ্নেয়াস্ত্র হাতে শিবপুরে রামনবমীর মিছিলে যোগ দেওয়ায়, মুঙ্গের থেকে গ্রেফতার করা হয়েছে সুমিত সাউকে। এরপর সুমিতের দুই সঙ্গীকেও গ্রেফতার করল পুলিশ। বুধবার ধৃত সুমিতের মা দাবি করেছেন, তাঁর ছেলে কোনও দল করে না। তৃণমূল-বিজেপি সব দলের হয়েই কাজ করত।

প্রেক্ষাপট


আস্থা নেই পুলিশে (Police)। হনুমান জয়ন্তীতেও (Hanuman Jayanti) কেন্দ্রীয় বাহিনী। হাইকোর্টের (High Court) নির্দেশের পর কলকাতা, হুগলি, ব্য়ারাকপুরে ৩ কোম্পানি বাহিনী। মিছিলে থাকতে পারবেন না ১০০ জনের বেশি, স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা।


রামনবমীর (Ram Navami) পরে হনুমান জয়ন্তী। মমতার (Mamata Banerjee) মন্তব্যে উস্কানি দেখছেন শুভেন্দু। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নজরবন্দি করার দাবি। আগে ওকে গ্রেফতার করুক, পাল্টা তৃণমূল। 


পুলিশে অনাস্থা আদালতের। হনুমান জয়ন্তী নিয়ে কোনও রাজনৈতিক নেতা বক্তব্য পেশ করবেন না, নির্দেশ হাইকোর্টের। 


শান্তি ফেরাতে কিছু করা দরকার। রামনবমীর শোভাযাত্রায় ছাদ থেকে পাথর ছোড়ার অভিযোগ, কী করছিল গোয়েন্দা বিভাগ? এটা ব্যর্থতা। পুলিশে অনাস্থা প্রকাশ করে মন্তব্য আদালতের।


হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী (Central Force) চাইতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফেল রাজ্য সরকার। আক্রমণে শুভেন্দু।


পুলিশে অনাস্থা আদালতের। হনুমান জয়ন্তীর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকলে, পঞ্চায়েত ভোটে তা হবে না কেন? প্রশ্ন বিরোধীদের। 


রামনবমীর মিছিল ঘিরে অশান্তি। হনুমান জয়ন্তীর আগে সব রাজ্যকে আইনশৃঙ্খলা বজায় রাখতে অ্যাডভাইসারি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ।


আগ্নেয়াস্ত্র হাতে রামনবমীর মিছিল। হাওড়ার ঘটনায় সুমিত সাউয়ের পর গ্রেফতার ২ সঙ্গী। তিনজনেরই ৮ দিনের পুলিশ হেফাজত। শিবপুরে অশান্তিতে (Shibpur Violence) এখনও পর্যন্ত গ্রেফতার ৪১। 


অশান্তির পর এখনও থমথমে রিষড়া। বন্ধ অধিকাংশ দোকান। চন্দননগর কমিশনারেটে লকেটের স্মারকলিপি দেওয়া ঘিরে তুলকালাম। পুলিশ-বিজেপি ধস্তাধস্তি।


২০১৬-র নিয়োগ প্রক্রিয়া নিয়ে কী জানেন? চাকরি-দুর্নীতি মামলায় মানিককে ২৯ মিনিট জিজ্ঞাসাবাদ বিচারপতির। জেলে আছি, তথ্য নেই। সত্য সামনে আসুক, হাতজোড় করে দাবি প্রাক্তন পর্ষদ সভাপতির। 


ষোলোর নিয়োগে সিলেকশন কমিটি হয়েছিল? মানা হয়েছিল সংরক্ষণ নীতি? সিবিআই তদন্তে অসন্তোষের পর মানিককে জিজ্ঞাসাবাদ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। হয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ, দাবি মানিকের। 


কেস ডায়েরিতে প্রভাবশালীদের নাম দেখুন, বুঝবেন কী হতে চলেছে। নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি। ফের খারিজ শান্তনুর জামিন-আর্জি। ১৯ এপ্রিল পর্যন্ত জেল হেফাজত। 


ঘুষ নেওয়া অন্যায় হলে, ঘুষ দেওয়াও অন্যায়। নিয়োগ দুর্নীতি নিয়ে আজব সাফাই রায়গঞ্জের তৃণমূল বিধায়কের (TMC MLA)। ঘুষখোরের থেকেও ঘুষাদাতাকে বেশি করে দায়ী করার চেষ্টা? কটাক্ষ বিরোধীদের।


সিউড়ি (Suri) থানার আইসির পর আসানসোল জেলের সুপার। গরুপাচার মামলায় কৃপাময় নন্দীকে জিজ্ঞাসাবাদ ইডির। ব্যাঙ্ক স্টেটমেন্ট, সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে হাজিরা।


এজেন্সির অতি সক্রিয়তার অভিযোগ, সুপ্রিম কোর্টে কংগ্রেস-তৃণমূল-সহ ১৪ বিরোধীদলের জোর ধাক্কা। নেতাদের জন্য পৃথক নিয়ম নয়, জানিয়ে দিল আদালত। 


একশো দিনের বকেয়া টাকার দাবিতে এবার দিল্লির দরবারে তৃণমূল (TMC)। মন্ত্রীকে না পেয়ে সচিবের সামনেই ক্ষোভপ্রকাশ। টাকা না পেলে বঞ্চিতদের নিয়ে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের। 


বকেয়া ডিএ আদায়ে আজ ফের পেন ডাউনের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। ১০-১১ এপ্রিল দিল্লিতে অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত। রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি-কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। 


আজ বিজেপির ৪৪তম প্রতিষ্ঠা দিবস। সমস্ত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মোদি। বুথ স্তর থেকে দেশজুড়ে একাধিক কর্মসূচির পরিকল্পনা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.