West Bengal News LIVE Updates: ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব জমা দিল বিজেপি

West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 06 Feb 2024 09:36 PM
West Bengal News LIVE Updates: সোমবার সন্দীপ সাঁধুখাকে সিজিও কমপ্লেক্সে তলব ইডির

সোমবার সন্দীপ সাঁধুখাকে সিজিও কমপ্লেক্সে তলব ইডির। একশো দিনের কাজে দুর্নীতি মামলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে হুগলির চন্দননগরে ১ পঞ্চায়েত কর্মীর বাড়িতে অভিযান চালায় ইডি। আগে ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ছিলেন সন্দীপ সাঁধুখা।

WB News LIVE Updates: ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব জমা দিল বিজেপি

ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব জমা দিল বিজেপি। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা সম্ভব নয়, জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কেন এই বিষয় নিয়ে আলোচনা করতে পারব না? অধ্যক্ষকে প্রশ্ন শুভেন্দু অধিকারীর। বিষয়টি নিয়ে এখন বিধানসভায় আলোচনার কোন প্রয়োজন নেই, উত্তরে জানান স্পিকার। এরপরই বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা।
'লোকসভায় ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল'। আমরা আপনাদের সাসপেন্ড করব না, চিৎকার করুন, মন্তব্য স্পিকারের।

West Bengal News LIVE Updates: নরেন্দ্রপুরকাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষকের আগাম জামিনের আবেদন খারিজ

অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন, খারিজ করল আদালত । নরেন্দ্রপুরকাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষকের আগাম জামিনের আবেদন খারিজ । ১১ দিন পার, হাইকোর্টের ডেডলাইনের পরেও খোঁজ নেই প্রধান শিক্ষকের ।

WB News LIVE Updates: কেন্দ্রীয় বাহিনী নিয়ে চন্দননগরে পঞ্চায়েত কর্মীর বাড়িতে অভিযান ED-র

একশো দিনের কাজে দুর্নীতি মামলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে হুগলির চন্দননগরেও এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে অভিযান চালাচ্ছে ED। সন্দীপ সাধুখাঁ বর্তমানে খানাকুলের একটি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। এর আগে তিনি ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ছিলেন। এদিন ওই পঞ্চায়েত কর্মীর চন্দননগরের বাড়িতে হানা দেয় ED। সূত্রের খবর, বাড়িতে নেই ওই পঞ্চায়েত কর্মী। 
নাম-বিভ্রাটের কারণে এদিন প্রথমে চুঁচুড়ার ময়নাডাঙা এলাকায় সন্দীপ সাধুখাঁ নামে এক ব্যবসায়ীর বাড়িতে যায় ED। তাঁর পরিবারের সদস্যের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডা হয় ED-র আধিকারিকদের। ভুল ঠিকানায় এসেছে বলে বুঝতে শেষপর্যন্ত ফিরে যান কেন্দ্রীয় তদন্তকারীরা।  

West Bengal News LIVE Updates: ইংরেজবাজারে ব্যবসায়ী-কন্যা খুনের তদন্তে ঘটনাস্থলে ফরেন্সিক টিম

ইংরেজবাজারে ব্যবসায়ী-কন্যা খুনের তদন্তে ঘটনাস্থলে ফরেন্সিক টিম। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক টিমের। ৩১ জানুয়ারি: ইংরেজবাজারে নাবালিকার মুণ্ডহীন দেহ উদ্ধার। বাড়ির ৫০ মিটারের মধ্যে মেলে মাথা, ৬ কিলোমিটার দূরে উদ্ধার হয় মৃতদেহ। ঘটনায় জড়িত সন্দেহে মৃত নাবালিকার এক প্রতিবেশী কাকুকে গ্রেফতার করে পুলিশ। ইংরেজবাজার গিয়ে পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। কিছু আড়ালের চেষ্টা পুলিশের, অসন্তোষপ্রকাশ করে বলেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা।

WB News LIVE Updates: ১০০ দিনের কাজের টাকায় দুর্নীতির তদন্তে ইডি, ৬টি জায়গায় তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির

এই প্রথম ১০০ দিনের কাজের টাকায় দুর্নীতির তদন্তে ইডি। ৬টি জায়গায় তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির । ১০০ দিনের কাজের টাকায় দুর্নীতি-তদন্তে সল্টলেকে মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেটের। দুটি ফ্ল্যাটে হানা। ডেপুটি ম্যাজিস্ট্রেটের বহরমপুরের বাড়িতেও তল্লাশি। ডেপুটি ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের। ঝাড়গ্রামে ডব্লুবিসিএস আধিকারিকের সরকারি ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল ইডি। বহরমপুরে সাসপেন্ড হওয়া পঞ্চায়েত আধিকারিকের বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের।

West Bengal News LIVE Updates: মাধ্যমিকের প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁস মানতে নারাজ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি

মাধ্যমিকের প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁস নিয়ে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের নেতার বিরুদ্ধে বিজেপির অভিযোগ গতকালই উড়িয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। আজ পাল্টা সমালোচনা করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। 

WB News LIVE Updates: প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মাধ্যমিক দিচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কোলের খেরোয়াল হেমব্রম

প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মাধ্যমিক দিচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কোলের খেরোয়াল হেমব্রম। বাম পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে জঙ্গলমহলের আড়ষা ব্লকের সিরকাবাদ হাই স্কুলের ছাত্র খেরওয়াল হেমব্রম। তার পরীক্ষা কেন্দ্র  স্বামী শ্রদ্ধানন্দ  বিদ্যাপীঠ। পরীক্ষা কেন্দ্রের হোস্টেলে থেকে পরীক্ষা দিচ্ছে খেরোয়াল হেমব্রম  তাকে হোস্টেলে নিয়ে আসা হয়েছে।

West Bengal News LIVE Updates: দিনহাটা শহরের মন্দিরগুলি পরিষ্কারের কাজে হাত দিল তৃণমূল কংগ্রেস

 দিনহাটা শহরের মন্দিরগুলি পরিষ্কারের কাজে হাত দিল তৃণমূল কংগ্রেস, আজ দিনহাটার থানাপাড়া সংলগ্ন কালী মন্দির সহ একাধিক মন্দির শাফাই অভিযানের নামে তৃণমূল কংগ্রেস, উপস্থিত ছিলেন দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশু ধর, দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী , সহ অন্যান্য নেতারা। তৃণমূলের এই মন্দির পরিষ্কার কে কটাক্ষ করেছে বিজেপি।

WB News LIVE Updates: লোকসভা ভোটের আগে তৃণমূলে ধাক্কা

লোকসভা ভোটের আগে তৃণমূলে ধাক্কা। দলীয় মুখপাত্রর পদ ছেড়ে বিস্ফোরক কামাল হোসেন। 'হয়রানির শিকার হচ্ছেন সংখ্যালঘুরা, দলকে বলেও কাজ হচ্ছে না', সংখ্যালঘুদের কর্মসংস্থান কোথায়? প্রশ্ন কামাল হোসেনের । প্রতিবাদ করেও অবজ্ঞার পাত্র হচ্ছি, মন্তব্য পদত্যাগী তৃণমূল নেতার। 

West Bengal News LIVE Updates: লক্ষ্মীর ভাণ্ডারের ২০০০ টাকা ঘোষণা হবে, লোকসভা ভোটের আগে ফের জানালেন শুভেন্দু

এদিন বিধানসভা থেকেই শুভেন্দু অধিকারী বলেন, '৮ তারিখে আমরা বাজেটে অংশ নেব। আমরা আশা করব ভাল বাজেট হবে। কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা হবে। সমকাজে সমবেতন। আমরা আশা করব লক্ষ্মীর ভাণ্ডারের ২০০০ টাকা ঘোষণা হবে। আমরা আশা করব পেট্রল, গ্যাসে যে সেস আদায় করছে রাজ্য সেটা নেবে না। তাহলে আরও দাম কমে যাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পঞ্চায়েত, পুরসভার সমস্ত আসনগুলো পূর্ণ করবেন। ........ল্যান্ড পলিসি বদলে একটি শিল্প বাণইজ্যমুখী পরিবেশ তৈরি করবেন। টাটাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা হবে। সিঙ্গুরকে উজ্জীবিত করা হবে এই আশা করছি।' 

WB News LIVE Updates: তোলাবাজের তাণ্ডবে অতিষ্ঠ টিটাগড়েরের ১৫ নম্বর ওয়ার্ডের পুরানি বাজারের ব্যবসায়ীরা

তোলাবাজের তাণ্ডবে অতিষ্ঠ টিটাগড়েরের ১৫ নম্বর ওয়ার্ডের পুরানি বাজারের ব্যবসায়ীরা। অভিযোগ জেল থেকে ছাড়া পেয়ে সোমবার রাতে বাজারের ১০ থেকে ১২ টি CC ক্যামেরায় ভাঙচুর চালায় দু্ষকৃতী রাহুল মাহাতো ও তার দলবদল। তোলাবাজির প্রমাণ লোপাট করতেই এই কাজ, দাবি স্থানীয় ব্যবসায়ীদের। 

West Bengal News LIVE Updates: 'চোর নিজেই স্বীকার করছে, তাই বলছে আমরা চোর হলে ওড়া ডাকাত', শুভেন্দুর নিশানায় মমতা

ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব জমা দিল বিজেপি। বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। শুভেন্দু বলেন, 'ফান্ড ডাইভার্ট করে মিসলেনিয়াস এক্সপেনডিচার চুরি জোচ্চুরি ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে। আজকে আমাদের তাই পড়তে পর্যন্ত দেয়নি। মমতা ব্যানার্জির ঘুম ছুটে যাচ্ছে ক্যাগ রিপোর্টের কথা শুনলে। চোর নিজেই স্বীকার করেছে। নিজেই বলছে আমরা চোর হলে ওরা ডাকাত।' 

WB News LIVE Updates: নরেন্দ্রপুরকাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষকের আগাম জামিনের আবেদন

নরেন্দ্রপুরকাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষকের আগাম জামিনের আবেদন। আলিপুর জেলা জজের আদালতে আগাম জামিনের আর্জি সৈয়দ ইমতিয়াজ আহমেদের। আদালতে জামিনের আবেদন প্রধান শিক্ষকের ছোট ভাই এবং আইনজীবী সৈয়দ আরিফ আহমেদের। স্কুলেরই একদল শিক্ষকের ষড়যন্ত্রের শিকার প্রধান শিক্ষক, আদালতে অভিযোগ প্রধান শিক্ষকের আইনজীবীর। স্কুলের ভিতরে হামলা, শিক্ষক-শিক্ষিকাদের মারধর, তাণ্ডবের মাস্টারমাইন্ড প্রধান শিক্ষক, বক্তব্য সরকারি আইনজীবীর। গায়ের জোরে স্কুলের সবাইকে চুপ করিয়ে রাখতেন প্রধান শিক্ষক, দাবি শিক্ষক-শিক্ষিকাদের আইনজীবীর। প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক অডিট আটকানোর চেষ্টা করেছেন, অভিযোগ শিক্ষকদের আইনজীবীর। সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান আপাতত স্থগিত রেখেছেন বিচারক। 

West Bengal News LIVE Updates: ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব জমা দিল বিজেপি

ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব জমা দিল বিজেপি। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা সম্ভব নয়, জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কেন এই বিষয় নিয়ে আলোচনা করতে পারব না? অধ্যক্ষকে প্রশ্ন শুভেন্দু অধিকারীর। বিষয়টি নিয়ে এখন বিধানসভায় আলোচনার কোন প্রয়োজন নেই, উত্তরে জানান স্পিকার। এরপরই বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। 'লোকসভায় ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল', আমরা আপনাদের সাসপেন্ড করব না, চিৎকার করুন, মন্তব্য স্পিকারের। 

WB News LIVE Updates: হানা ডেপুটি ম্যাজিস্ট্রেটের ফ্ল্যাটেও

একশো দিনের কাজে দুর্নীতি তদন্তে সল্টলেকে মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেটের দুটি ফ্ল্যাটে হানা ইডি-র। চলছে জিজ্ঞাসাবাদ। সরকারি আধিকারিকের বহরমপুরের বাড়িতেও হানা।

West Bengal News LIVE Updates: একশো দিনের কাজে দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের বহরমপুরে

একশো দিনের কাজে দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের বহরমপুরে বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়িতেও চলছে ED-র তল্লাশি-অভিযান। বেলডাঙা ১ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক ছিলেন রথীন দে। অভিযোগ ওঠে, একশো দিনের কাজের প্রায় চার কোটি টাকা তিনি নিজের ও তাঁর বোনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন। সরকারি তদন্তে তা প্রমাণিত হয়। সাসপেন্ড হয়ে যান পঞ্চায়েত কর্মী। এরপরই তিনি বেপাত্তা হয়ে যান। টাকা উদ্ধার হয়নি। এর মাঝেই এলাকায় ফিরে আসেন বহিষ্কৃত পঞ্চায়েত কর্মী। এদিন তাঁর বাড়িতেই হানা দিয়েছে ED। 

WB News LIVE Updates: এই প্রথম একশো দিনের কাজে দুর্নীতি মামলায় অ্যাকশনে নামল ED

এই প্রথম একশো দিনের কাজে দুর্নীতি মামলায় অ্যাকশনে নামল ED। কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া-বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্না চলাকালীন কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ-সহ চারটি জেলার ৬টি জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলছে তল্লাশি। ED-র দাবি, ২০১৯, ’২০ এবং ’২১ সালে মুর্শিদাবাদের বেলডাঙা ও হুগলির ধনেখালি থানা মিলিয়ে মোট পাঁচটি FIR দায়ের হয়। তার ভিত্তিতে ECIR করে তদন্তে নামে কেন্দ্রীয় এজেন্সি। ED-র দাবি, কেন্দ্রের মনরেগা প্রকল্পে কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। কোথাও ভুয়ো জব কার্ড, কোথাও ভুয়ো বিল, কোথাও জাতিগত শংসাপত্র জালিয়াতি করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে একশো দিনের কাজের টাকা ট্রান্সফার করা হয়েছে। ED-র দাবি, দুর্নীতি-চক্রের মানি ট্রেল খুঁজতে গিয়ে একাধিক সরকারি আধিকারিকের নাম উঠে আসে। তার ভিত্তিতেই আজ চার জেলায় ৬টি জায়গায় অভিযান চালাচ্ছে ED। 

West Bengal News LIVE Updates: ২০০৯ প্রাথমিক চাকরি প্রার্থীদের ৩২৮ জনের তালিকা আজ প্রকাশিত হবে

দক্ষিণ ২৪ পরগনার ২০০৯ প্রাথমিক চাকরি প্রার্থীদের ৩২৮ জনের তালিকা আজ প্রকাশ করবেন সংসদের চেয়ারম্যান অজিত নায়েক। বেলা ১১টা নাগাদ চেয়ারম্যান   ডায়মন্ড হারবার সংসদ ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে এই তালিকা প্রকাশ করবেন। অন্যদিকে সংসদ ভবনের সামনে ২০০৯ চাকরিপ্রার্থীদের অনশন আন্দোলন এখনও অব্যাহত। আজ অনশন আন্দোলন পঞ্চম দিনে পড়ল। আজকের তালিকা প্রকাশ করার পর অনশন অবস্থান প্রত্যাহার নিয়ে সিদ্ধান্ত নেবেন চাকরিপ্রার্থীরা।

WB News LIVE Updates: মা ও দাদাকে শাবল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছোট ছেলের বিরুদ্ধে

মা ও দাদাকে শাবল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছোট ছেলের বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে গুরুতর জখম অভিযুক্তের বউদি ও ভাইঝি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়ার জলডোবরা গ্রামে। স্থানীয়দের দাবি, মা ও দাদার সঙ্গে ছোট ছেলের বিবাদ লেগেই থাকত। গতকাল রাতে চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে দেখতে পান মা, দাদা-সহ পরিবারের চারজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মা ও দাদার মৃত্যু হয়েছে। পারিবারিক অশান্তির জেরেই জোড়া খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অভিযুক্তকে আটক করেছে খাতড়া থানার পুলিশ। 

West Bengal News LIVE Updates: বহরমপুরে বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়িতেও চলছে ED-র তল্লাশি-অভিযান

একশো দিনের কাজে দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের বহরমপুরে বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়িতেও চলছে ED-র তল্লাশি-অভিযান। বেলডাঙা ১ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক ছিলেন রথীন দে। অভিযোগ ওঠে, একশো দিনের কাজের প্রায় চার কোটি টাকা তিনি নিজের ও তাঁর বোনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন। সরকারি তদন্তে তা প্রমাণিত হয়। সাসপেন্ড হয়ে যান পঞ্চায়েত কর্মী। এরপরই তিনি বেপাত্তা হয়ে যান। টাকা উদ্ধার হয়নি। এর মাঝেই এলাকায় ফিরে আসেন বহিষ্কৃত পঞ্চায়েত কর্মী। এদিন তাঁর বাড়িতেই হানা দিয়েছে ED। 

WB News LIVE Updates: একশো দিনের কাজে দুর্নীতি মামলায় সল্টলেকের EA ব্লকেও চলছে ED-র অভিযান

একশো দিনের কাজে দুর্নীতি মামলায় সল্টলেকের EA ব্লকেও চলছে ED-র অভিযান। বিদ্যাসাগর নিকেতনের তিনতলায়  অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের দুটি ফ্ল্যাটে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, হুগলির ধনেখালির বিডিও ছিলেন এস কে পান। একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় এজেন্সি। 

West Bengal News LIVE Updates: অ্যান্টিবায়োটিক ব্যবহারে এবার গাই়ডলাইন বেঁধে দিল রাজ্য স্বাস্থ্য দফতর

অ্যান্টিবায়োটিক ব্যবহারে এবার গাই়ডলাইন বেঁধে দিল রাজ্য স্বাস্থ্য দফতর। প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকানে অ্য়ান্টিবায়োটিক বিক্রি বন্ধে এবং ব্যবহার রুখতে নজরদারি বাড়াতেও দেওয়া হয়েছে কড়া বার্তা।

WB News LIVE Updates: ১০০ দিনের কাজে দুর্নীতি, চুঁচুড়াতেও ইডির হানা, ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি?

হুগলির চুঁচুড়াতেও হানা দিয়েছে ইডি। একশো দিনের কাজে দুর্নীতি-মামলায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ইডি সূত্রে খবর, একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের হয়। ধনেখালি ও মুর্শিদাবাদের বেলডাঙায় এফআইআর দায়ের হয়। তার ভিত্তিতেই আজ তল্লাশি চলছে। সাতসকালে চুঁচুড়া স্টেশন লাগোয়া ময়নাডাঙায় ব্যবসায়ী সন্দীপ সাধুখাঁ-র বাড়িতে হানা দিয়েছে ইডি

West Bengal News LIVE Updates: টেম্পো উল্টে মৃত্যু হল চার মহিলা শ্রমিকের

ভোররাতে বীরভূমের রামপুরহাটে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় টেম্পো উল্টে মৃত্যু হল চার মহিলা শ্রমিকের। আহত হন চালক-সহ ১১ জন। ধান পোঁতার জন্য ১৫ জন শ্রমিক টেম্পোয় চড়ে রামপুরহাটের চিতুরা গ্রাম থেকে মাড়গ্রামে যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টে নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের মনসুবা মোড়ে টেম্পোয় ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পো উল্টে চার মহিলা শ্রমিকের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক গাড়ির সন্ধান চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ। 

WB News LIVE Updates: ফের অ্যাকশনে নামল ED

ফের অ্যাকশনে নামল ED। সাতসকালে ঝাড়গ্রামে হানা দিল কেন্দ্রীয় বাহিনী। সকাল ৮টা নাগাদ বাছুরডোবায় সরকারি আবাসনে পৌঁছয় ED-র ৬ সদস্যের টিম। আবাসনের ব্লক B-র দোতলায় WBCS অফিসার ও সংখ্যালঘু সেলের আধিকারিক শুভ্রাংশু মণ্ডলের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। আবাসন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সরকারি আধিকারিকের ফ্ল্যাটে ঢুকতে বাধা দেওয়া হয় ঝাড়গ্রাম থানার IC বিপ্লব কর্মকারকে। সার্চ ওয়ারেন্ট কোথায়, ED-র আধিকারিককে প্রশ্ন করেন ঝাড়গ্রাম থানার IC। সার্চ ওয়ারেন্ট মেল করে দেওয়া হবে SP-কে, জানান ED-র। 

West Bengal News LIVE Updates: দিল্লিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতার মুখে এবার অ্যাকশন-রিয়্যাকশন

দিল্লিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতার মুখে এবার অ্যাকশন-রিয়্যাকশন! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বললেন, যা আলোচনা হল, যা রোডম্য়াপ হল, তার অ্য়াকশন ও রিঅ্য়াকশন আপনাদের দেখতে হবে। কীসের ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা? এটা কি প্রচ্ছন্ন হুমকি? লোকসভা ভোটের আগে ফের রাজ্যজুড়ে ED-CBI-র তৎপরতার আগাম আভাস? কোনও বড় চমকের ইঙ্গিত? না কি নিছকই রাজনৈতিক কৌশল? শাহ-শুভেন্দু বৈঠকের পর বিরোধী দলনেতার বক্তব্য ঘিরে এখন তুঙ্গে জল্পনা।

WB News LIVE Updates: মালদায় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল

চাঁচলের পর হবিবপুর। ফের মালদায় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল। অভিযোগ, গতকাল রাত দেড়টা নাগাদ হবিবপুরের বুলবুলচণ্ডী বাজারে অরুণা মার্কেটে হানা দেয় ৬-৭ জনের সশস্ত্র ডাকাতদল। বাজারের এক বস্ত্র ব্যবসায়ী সেই সময় তাঁর দোকানে ছিলেন। অভিযোগ, তাঁর মুখ-হাত বেঁধে রেখে, খুনের হুমকি দিয়ে সোনার দোকানের শাটারের তালা ভেঙে ভিতরে ঢুকে লুঠপাট চালায় ডাকাতরা। এরপর বোমা ছুড়তে ছুড়তে পালায় বলে অভিযোগ। স্বর্ণ ব্যবসায়ীর দাবি, কয়েক লক্ষ টাকার সোনা-রুপো খোয়া গিয়েছে। দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে হবিবপুর থানার পুলিশ। গত বছর বড়দিনের সন্ধেয় চাঁচলে একটি সোনার দোকানে ডাকাতি হয়। ওই ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ। মাস দেড়েকের মধ্যে এবার হবিবপুরে একই ঘটনা ঘটল।

West Bengal News LIVE Updates: DA ধর্নার ৩৫৫ দিনে চরমে টানাপোড়েন

DA ধর্নার ৩৫৫ দিনে চরমে টানাপোড়েন। সেনার তরফে ধর্মতলার শহিদ মিনার চত্বর ফাঁকা করার কথা বলার পর, সোমবার রাতে এসে DA আন্দোলনকারীদের নোটিস দেয় ময়দান থানা। পাল্টা অবস্থানে অনড় থেকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হয়, কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই শহিদ মিনার চত্বরে অবস্থানে বসেছেন তাঁরা। এরপরেই গোটা বিষয়টি নিয়ে ময়দান থানার পুলিশের সঙ্গে DA আন্দোলনকারীদের দীর্ঘক্ষণ বাদানুবাদ চলে। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তুলে ময়দানা থানাকে পাল্টা চিঠি চিঠি ধরায় সংগ্রামী যৌথ মঞ্চ।

প্রেক্ষাপট

কলকাতা: এই প্রথম ১০০ দিনের কাজের টাকায় দুর্নীতির তদন্তে ইডি (ED)। ৬ ঘণ্টা ধরে ৬টি জায়গায় তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির (Central Agency)। সন্দেশখালিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে তল্লাশি। ১০০ দিনের কাজের টাকায় দুর্নীতি-তদন্তে  সল্টলেকে মুর্শিদাবাদের। ডেপুটি ম্যাজিস্ট্রেটের দুটি ফ্ল্যাটে হানা। ডেপুটি ম্যাজিস্ট্রেটের বহরমপুরের বাড়িতেও তল্লাশি। ডেপুটি ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের। ঝাড়গ্রামে ডব্লুবিসিএস আধিকারিকের সরকারি ফ্ল্যাটেও হানা ইডি-র। বহরমপুরে সাসপেন্ড হওয়া পঞ্চায়েত আধিকারিকের বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের.  


এক নজরে ইডি হানার বৃত্তান্ত-


একশো দিনের কাজে দুর্নীতি মামলায় সল্টলেকেও চলছে ED-র অভিযান। হুগলির ধনেখালির বিডিও ছিলেন সঞ্চয়ন পান। বর্তমানে তিনি মুর্শিদাবাদের বহরমপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে কর্মরত এবং মনরেগা প্রকল্পের জেলা নোডাল অফিসার। এদিন সল্টলেকের EA ব্লকের বিদ্যাসাগর নিকেতনের তিনতলায় ওই সরকারি আধিকারিকের দুটি ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে বহরমপুরের বিষ্ণুপুরে সঞ্চয়ন পানের ভাড়া বাড়িতেও হানা দিয়েছে ED। 


একশো দিনের কাজে দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের বহরমপুরে সাসপেন্ডেড পঞ্চায়েত আধিকারিকের বাড়িতেও চলছে ED-র তল্লাশি-অভিযান। বেলডাঙা ১ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক ছিলেন রথীন দে। অভিযোগ ওঠে, একশো দিনের কাজের প্রায় চার কোটি টাকা তিনি নিজের ও তাঁর বোনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন। সরকারি তদন্তে তা প্রমাণিত হয়। সাসপেন্ড হয়ে যান পঞ্চায়েত কর্মী। এরপরই তিনি বেপাত্তা হয়ে যান। টাকা উদ্ধার হয়নি। এর মাঝেই এলাকায় ফিরে আসেন বহিষ্কৃত পঞ্চায়েত কর্মী। এদিন তাঁর বাড়িতেই হানা দিয়েছে ED। 


ফের অ্যাকশনে নামল ED। আর্থিক তছরুপ মামলায় সাতসকালে ঝাড়গ্রামে হানা দিল কেন্দ্রীয় বাহিনী। সকাল ৮টা নাগাদ বাছুরডোবায় সরকারি আবাসনে পৌঁছয় ED-র ৬ সদস্যের টিম। আবাসনের ব্লক B-র দোতলায় WBCS অফিসার ও সংখ্যালঘু দফতরের জেলা আধিকারিক শুভ্রাংশু মণ্ডলের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। আবাসন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়ে ওই আবাসনে যান ঝাড়গ্রাম থানার IC বিপ্লব কর্মকার। ED-র আধিকারিকের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান। SP-কে মেল করে দেওয়া হবে বলে জানায় ED। এরপরও ঝাড়গ্রাম থানার IC আবাসনে ঢুকতে গেলে তাঁকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। ঝাড়গ্রাম জেলা পুলিশের দাবি, না জানিয়েই আবাসনে হানা দেয় ED। সেই কারণেই সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয়। 


একশো দিনের কাজে দুর্নীতি মামলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে হুগলির চন্দননগরেও এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে অভিযান চালাচ্ছে ED। সন্দীপ সাধুখাঁ বর্তমানে খানাকুলের একটি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। এর আগে তিনি ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ছিলেন। এদিন ওই পঞ্চায়েত কর্মীর চন্দননগরের বাড়িতে হানা দেয় ED। সূত্রের খবর, বাড়িতে নেই ওই পঞ্চায়েত কর্মী। 
নাম-বিভ্রাটের কারণে এদিন প্রথমে চুঁচুড়ার ময়নাডাঙা এলাকায় সন্দীপ সাধুখাঁ নামে এক ব্যবসায়ীর বাড়িতে যায় ED। তাঁর পরিবারের সদস্যের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডা হয় ED-র আধিকারিকদের। ভুল ঠিকানায় এসেছে বলে বুঝতে শেষপর্যন্ত ফিরে যান কেন্দ্রীয় তদন্তকারীরা।   

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.