West Bengal News Live Updates: হরিশ মুখার্জি রোডে জোড়া খুন, ফ্ল্যাটে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

West Bengal Live News : চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Jun 2022 11:32 PM
West Bengal News Live: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সভা

কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে কোথাও প্রতিবাদ মিছিল তো কোথাও প্রতিবাদ সভা। আজ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১নং ব্লক তৃনমূল কংগ্রেসের ডাকে একটি প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়।

West Bengal News Live: বর্ধমান হাসপাতালে বেহাল অবস্থা

 বর্ধমান হাসপাতালের সিটি স্ক্যান মেশিন খারাপ থাকায় ৫ কিমি দূরে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে সিটি স্ক্যান করাতে বলা হচ্ছে হাসপাতালের তরফে।অভিযোগ, অনাময়ে সময় মতো সিটি স্ক্যান করা যাচ্ছে না।পাশাপাশি রোগীকে নিয়ে অনাময়ে যেতে আসতে খরচ হচ্ছে মোটা অঙ্কের টাকা।

West Bengal News Live: স্টেশন ফিডার রোডের ফাস্টফুডের দোকানে আগুন

শিলিগুড়ির স্টেশন ফিডার রোডের একটি ফাস্টফুড দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো। সোমবার রাতে ওই দোকানে খাবার তৈরি করা হচ্ছিল সেই সময় আচমকাই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। ঘটনা দেখে দোকানে থাকা কর্মচারী এবং খদ্দেররা দোকান থেকে বেরিয়ে যায়। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যেই আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে। 

West Bengal News Live: কোচবিহারে নর্দমা থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ

কোচবিহার শহরের খালাসি পট্টি এলাকায় নর্দমা থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ। কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিট এলাকার বাসিন্দা সঞ্জয় রায় গত পরশু দিন থেকে নিখোঁজ ছিল বলে জানা গেছে, আজ সন্ধ্যায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন খালাসী পট্টি এলাকার সাধারণ মানুষ নর্দমার জলের মধ্যে মৃতদেহটি ভেসেছিল। পরে পুলিশ ও দমকল এসে মৃতদেহটি উদ্ধার করেছে। মৃত্যুর পেছনে দুর্ঘটনা না অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করছে পুলিশ।

West Bengal News Live: ভবানীপুরে ফ্ল্যাটে জোড়া খুন

শহরের বুকে জোড়া খুন। ফ্ল্যাট থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। স্বামী-স্ত্রী-র মৃতদেহ উদ্ধার।

West Bengal News Live: দুর্গাপুজোর থিম ‘কেকে’

কলকাতায় কেকে’র জীবনের শেষ কনসার্ট। সেই মুহূর্তকে বাঙালির সবথেকে বড় উত্‍সবের মাধ্যমে স্মরণীয় করে রাখতে চায়, কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কবিরাজ বাগান। এবারের দুর্গাপুজোর তাদের থিম, সঙ্গীতশিল্পী কেকে

West Bengal News Live: নাবালিকাকে ‘গণধর্ষণ’, ধামাচাপা দিতে সালিশি সভা!

নাবালিকাকে ‘গণধর্ষণ’, ধামাচাপা দিতে সালিশি সভা! উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার কাছে বাসুদেবপুরে ‘গণধর্ষণ’। 

WB News Live Update: হাসপাতালে ফলস সিলিং ভেঙে আহত শিশুসহ ৭ জন

গড়বেতায় হাসপাতালে  ফলস সিলিং ভেঙে আহত শিশু সমেত ৭ জন। জানা যায় সোমবার সন্ধে নাগাদ ২৫ জনের মতো ছিল গড়বেতা গ্রামীণ হাসপাতালে। হঠাৎই ভেঙে ফলস সিলিং সমেত কাঠের একাংশ তাতে গুরুতর আহত হয়  শিশু সমেত সাত জন। ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনিক আধিকারিকরা। 

West Bengal News Live: চাকরির দাবিতে বিক্ষোভ বাঁকুড়ায়

মেয়ের চাকরি হয়েছে, আমাদেরও চাকরি চাই। এই দাবি তুলে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার দোকানের সামনে প্ল্যাকার্ড হাতে স্লোগান তৃণমূলের কর্মী সমর্থকদের। তাঁদের অভিযোগ, বাংকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সুপারিশে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে। প্রতিবাদে আজ বিধায়কের দোকানের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল।

WB News Live Update: অনলাইনে পরীক্ষার দাবিতে ফের বিক্ষোভ পড়ুয়াদের

অনলাইনে পরীক্ষার দাবিতে ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। পথ অবরোধ ছাত্রদের। অবরোধ হঠাতে পুলিশের লাঠিচার্জ। এর আগেও একাধিকবার একই দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ হয়েছে কলেজস্ট্রিটে। 

West Bengal News Live: চাকরিপ্রার্থীদের আন্দোলনে তাঁদের পাশে সুজন চক্রবর্তী

মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএলএসটি-র আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। আজ সেখানে গিয়ে তাঁদের আন্দোলনে সমর্থন জানান সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। 

WB News Live Update: বঙ্গ বিজেপির অন্দরমহলে ফের জোরালো ভাঙনের জল্পনা

নানা ইস্যুতে দলে নানা সুর। একজনের বিরুদ্ধে মুখ খুলছেন আরেকজন। তারমধ্যেই বঙ্গ বিজেপির অন্দরমহলে জোরাল হচ্ছে নতুন করে ভাঙনের জল্পনা। এই পরিস্থিতিতে কাল রাজ্যে আসছেন জে পি নাড্ডা। পরপর দু’দিন নেতাদের নিয়ে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

West Bengal News Live: আমতার চন্দ্রপুরে বিস্ফোরণ মামলায় আইসি-কে সশরীরে হাজিরার নির্দেশ

আমতার চন্দ্রপুরে বিস্ফোরণ মামলায় আইসি-কে সশরীরে হাজিরার নির্দেশ। ১৬ জুন আমতা থানার আইসি-কে হাইকোর্টে সশরীরে হাজিরার নির্দেশ। গত ২৩ ফেব্রুয়ারি আমতার চন্দ্রপুরে তৃণমূলের পার্টি অফিসের কাছে বিস্ফোরণ। ২৩ ফেব্রুয়ারি বিস্ফোরণে গুরুতর জখম এক ব্যক্তি, ৫ দিন পরে মৃত্যু। তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করে পরিবার। সেই মামলায় আমতা থানার আইসি-কে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের। 

WB News Live Update: স্বাস্থ্য-কৃষি বিশ্ববিদ্যালয়েরও এবার আচার্য মুখ্যমন্ত্রী

 এবার স্বাস্থ্য-কৃষি বিশ্ববিদ্যালয়েরও আচার্য মুখ্যমন্ত্রী। প্রাণী-মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়েরও আচার্য মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাস। রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক পদে থাকবেন শিক্ষামন্ত্রী। আসন্ন বিধানসভার অধিবেশনে আনা হবে বিল। 

West Bengal News Live: বেসরকারি স্কুলের নজরদারিতে এবার শিক্ষা কমিশন?

বেসরকারি স্কুলের নজরদারিতে এবার শিক্ষা কমিশন? শিক্ষা কমিশনের শীর্ষে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি। ফি বৃদ্ধি-সহ স্কুলের বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে কমিশনে। ‘স্কুল সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করবে কমিশন’, শিক্ষা কমিশন নিয়ে মিলেছে নবান্নের সবুজ সঙ্কেত। পরিকল্পনা স্তরে রয়েছে শিক্ষা কমিশন, জানালেন শিক্ষামন্ত্রী।

WB News Live Update: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত ১

দক্ষিণ ২৪ পরগনার ঘুঁটিয়ারি শরিফে একটি বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বোমা বাঁধার অভিযোগে আশরাফ আলি নামে বাড়ির মালিক, তাঁর স্ত্রী ও আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জীবনতলা থানা এলাকার ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির কাছে ওই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে দাবি, বাড়ি থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে।

West Bengal News Live: বাংলার পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জগদীপ ধনকড়

রাজস্তানের উদয়পুরে গিয়ে বাংলার পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জগদীপ ধনকড়। তাঁর অভিযোগ, বাংলায় আইনের শাসন নেই। শাসকের আইন আছে। তাঁর দাবি, রাজ্যপাল হিসেবে শোচনীয় পরিস্থিতির সাক্ষী হতে হয়েছে তাঁকে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়েও সরব হয়েছেন রাজ্যপাল।

WB News Live Update: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ, সতর্ক স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে স্বাস্থ্য সচিব। করোনা আক্রান্তদের তথ্য নিয়মিত দেওয়ার জন্য নির্দেশ। হাসপাতালে করোনা আক্রান্তরা কেমন আছেন? জানতে কমিটি গঠন

West Bengal News Live: সিঁথিতে সরকারি আবাসনে চুরির ঘটনায় চাঞ্চল্য

সিঁথিতে সরকারি আবাসনে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, গরমের জন্য বাড়ির সদস্যরা বারান্দার দরজা খুলে ঘুমোচ্ছিলেন। সেই সুযোগে ভোররাতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। ঘটনায় সিঁথি থানায় দায়ের হয়েছে অভিযোগ।  

WB News Live Update: ‘সল্টলেক সিলিকন ভ্যালিতে আসছে আদানি গোষ্ঠী, প্রচুর কর্মসংস্থান হবে’

১০ জুন শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, "৯ তারিখ সর্বদল বৈঠক ডেকেছেন স্পিকার। সল্টলেক সিলিকন ভ্যালিতে আসছে আদানি গোষ্ঠী। প্রচুর কর্মসংস্থান হবে’। 

West Bengal News Live: বাড়ল আইআরসিটিসির একটি আইডি থেকে টিকিট কাটার সীমা

বাড়ল আইআরসিটিসির একটি আইডি থেকে টিকিট কাটার সীমা। এবার থেকে একটি ইউজার আইডিতে এক মাসে কাটা যাবে ১২টি টিকিট। আগে একটি ইউজার আইডি থেকে এক মাসে কাটা যেত সর্বোচ্চ ৬টি টিকিট। আধার নম্বর লিঙ্ক করা থাকলে এক মাসে কাটা যাবে ২৪টি টিকিট। আগে আধার নম্বর লিঙ্ক থাকলে মাসে ১২টি টিকিট কাটা যেত। 

WB News Live Update: রোয়িং-কাণ্ডে বৈঠক ডাকল লালবাজার

লেক ক্লাবে জলে ড়ুবে ২ কিশোরের মৃত্যুর ঘটনার জেরে একাধিক প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে ওই এলাকার ক্লাবগুলিকে। কী ধরনের ব্যবস্থা রাখতে হবে, তা চূড়ান্ত করার জন্য আজ বিভিন্ন রোয়িং ক্লাবকে বৈঠকে ডেকেছে লালবাজার। বিকেল চারটেয় ওই বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, বৈঠকে থাকবেন KMDA-র আধিকারিকরাও।  

West Bengal News Live: কে কে-র মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের

গায়ক কে কে-র মৃত্যুর ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবিতে মামলা হল। এ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি।  

WB News Live Update: কেএলও প্রধানের পৃথক রাজ্যের দাবি

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে ফের কেএলও প্রধানের পৃথক রাজ্যের দাবি। কেএলও প্রধান জীবন সিংহর মুখে জন বার্লা, নিশীথ প্রামাণিক, জয়ন্ত রায়ের নাম। ভিডিও বার্তায় ফের পৃথক কোচ-কামতাপুর রাজ্যের দাবিতে সরব জীবন সিংহ। মুখ্যমন্ত্রীকেও সরাসরি হুমকি কেএলও প্রধানের

West Bengal News Live: ফের আর একজনের চাকরি বাতিল

পরেশ-কন্যার পর আরও একজনের শিক্ষক পদে চাকরি বাতিল। নতুন বেঞ্চেও এসএসএসির চাকরি বাতিল। বেআইনি নিয়োগে নবম-দশম গণিতের শিক্ষকের চাকরি বাতিল। সিদ্দিক গাজি নামে এক ব্যক্তির চাকরি বাতিল করল হাইকোর্ট। মেধাতালিকায় ২০০ নম্বর চাকরি পায়নি, চাকরি পেয়েছে মেধাতালিকার ২৭৫ নম্বর স্থানাধিকারী। মধ্যশিক্ষা পর্ষদকে চাকরি বাতিলের নির্দেশ।

WB News Live Update: নৌকা থেকে অপহরণ, গ্রেফতার ১

ইট ভর্তি নৌকা থেকে ৩ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর ওই তিন ব্যবসায়ী দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ কোস্টাল থানা এলাকায় নৌকায় ইট নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তাঁদের তিনজনকে অন্য একটি নৌকায় উঠিয়ে নিয়ে যায় অপহরণকারীরা। বাড়ির লোকের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শেষপর্যন্ত কুলতুলির ঝড়খালিতে জঙ্গল থেকে উদ্ধার করা হয় তিনজনকে। অভিযোগ, তিনজনকে মারধর, লুঠপাট করে জঙ্গলে ফেলে যায় দুষ্কৃতীরা।

West Bengal News Live: হুগলির জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি বিজেপির

হুগলির জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি।  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে SSC-তে নিয়োগ ও ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ সহ ৭ দফা দাবিতে ওই বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচির প্রেক্ষিতে জেলাশাসকের দফতরে যাওয়ার বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করেছে পুলিশ।

WB News Live Update: তপন কান্দু হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল হাইকোর্টে

ঝালদার কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলায় রাজ্যের আবেদন খারিজ। সিবিআই তদন্তের নির্দেশ বহাল হাইকোর্টে।

West Bengal News Live: নার্সের চাকরি পাওয়ায় স্ত্রীর ডান হাত কেটে নেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

পূর্ব বর্ধমানের কেতুগ্রামে নৃশংস ঘটনা। সরকারি নার্সের চাকরি পাওয়ায় স্ত্রীর ডান হাত কব্জি থেকে কেটে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, স্ত্রী নার্সের চাকরি পাওয়ার পর তাঁকে ছেড়ে চলে যেতে পারেন, এই আশঙ্কায় স্বামী ওই কাণ্ড ঘটিয়েছেন। শনিবার রাতে কেতুগ্রামের চিনিসপুরে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত পলাতক। 

WB News Live Update: হুগলি থেকে গ্রেফতার এক অস্ত্র পাচারকারী

হুগলি থেকে এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড কার্তুজ উদ্ধার। কোথা থেকে ওই অস্ত্র আনা হচ্ছিল, কোথায় পাচারের ছক ছিল, সে সব খতিয়ে দেখছে STF।

West Bengal News Live: শুক্রবার থেকে রবিবার উত্তরবঙ্গেই আটকে বর্ষা

আর এগোচ্ছে না মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের ৪ দিন আগেই উত্তরবঙ্গে ঢুকেছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য অতিক্রম করে উত্তরবঙ্গে থমকে আছে। দক্ষিণবঙ্গে কোন সহযোগী সিস্টেম নেই। শুক্রবার থেকে রবিবার উত্তরবঙ্গেই আটকে বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষার এখনো পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের।

WB News Live Update: রাজস্থানের উদয়পুরে গিয়ে বাংলার পরিস্থিতি নিয়ে সরব রাজ্যপাল

রাজস্থানের উদয়পুরে গিয়ে বাংলার পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জগদীপ ধনখড়। তাঁর অভিযোগ, বাংলায় আইনের শাসন নেই। শাসকের আইন আছে। তাঁর দাবি, রাজ্যপাল হিসেবে শোচনীয় পরিস্থিতির সাক্ষী হতে হয়েছে তাঁকে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়েও সরব হয়েছেন রাজ্যপাল। 

West Bengal News Live: জওয়ানের দেহ ফিরল উত্তর ২৪ পরগনার অশোকনগরে

অসমে বাইক দুর্ঘটনায় মৃত জওয়ানের দেহ ফিরল উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাড়িতে। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ অসম থেকে কফিনবন্দি দেহ আনা হয়। মৃত জওয়ান নারায়ণ চন্দ্রর বাড়িতে যান অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। তিনি মৃত জওয়ানের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রতিবেশীরা ভিড় করেন বাড়িতে। শোকের ছায়া এলাকায়। শনিবার ডিউটিতে যাওয়ার পথে অসমের গুয়াহাটির বন্যাবিধ্বস্ত এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় ওই জওয়ানের।

WB News Live Update: মঙ্গলবার রাতে কলকাতায় আসছেন জে পি নাড্ডা

রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মঙ্গলবার রাতে কলকাতায় আসছেন জে পি নাড্ডা। বুধবার বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠক। বৃহস্পতিবার জেলা ও মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা।

West Bengal News Live: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে। আগামী তিন-চার দিন আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। 

WB News Live Update: রেল ব্রিজের উদ্বোধন ঘিরে ক্ষুব্ধ বিজেপি

কামারকুণ্ডুতে রেল ওভারব্রিজের উদ্বোধন ঘিরে বিতর্ক অব্যাহত। গত শুক্রবার সিঙ্গুর থেকে ভার্চুয়ালি কামারকুণ্ডু রেল ওভারব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কিন্তু, বিজেপির প্রশ্ন, কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ টাকায় তৈরি হয়েছে এই রেল ওভারব্রিজ। তাহলে কেন মুখ্যমন্ত্রী একতরফাভাবে তার উদ্বোধন করলেন? আগামী ১০ জুন কামারকুণ্ডুতে প্রতিবাদ সভা করবে বিজেপি।

West Bengal News Live: বাড়ি ভাঙচুর নিয়ে তৃণমূলে তরজা

কসবাকাণ্ডে ধৃত ৫ জন কার অনুগামী, তা নিয়ে তৃণমূলের কাউন্সিলর, বিধায়ক ও অভিযোগকারী তৃণমূল কর্মীর মধ্যে তরজা। শুক্রবার রাতে কসবায় এক তৃণমূল কর্মীর বাড়িতে ইট-পাথর ছোড়া হয়। সেই ঘটনাতেই পুলিশ গ্রেফতার করে ৫ জনকে।

WB News Live Update: জিটিএ নির্বাচন স্থগিতের দাবি জানালেও 'নির্দল' মনোনয়ন মোর্চার

জিটিএ নির্বাচন স্থগিতের দাবি জানালেও সব আসনেই নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরা। তাঁদের দাবি, বিরোধীদের ওয়াকওভার রুখতেই এই সিদ্ধান্ত। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: রাজ্যের পাঁচ স্বাস্থ্য জেলায় করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী

রাজ্যের পাঁচ স্বাস্থ্য জেলায় করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। সূত্রের খবর, রাজ্যের তৃতীয় সেন্টিনাল সার্ভেল্যান্স রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকরা।

WB News Live Update: ভোট পরবর্তী হিংসা মামলায় ফের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ

বীরভূমের ইলামবাজারে ভোট পরবর্তী হিংসা মামলায় ৫ তৃণমূল নেতা-কর্মী সহ ৬ জনকে জিজ্ঞাসাবাদ করল CBI। গতকাল দুর্গাপুরে অস্থায়ী ক্যাম্প অফিসে কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।

West Bengal News Live: কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় তৃণমূল

মাস ধরে ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র। এই অভিযোগে রবিবারই রাজ্য জুড়ে পথে নেমেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এ দিন কলকাতার পাশাপাশি জেলাতেও মিছিল করে শাসকদল।

WB News Live: কলকাতার বিভিন্ন বাস ডিপোয় বসানো হবে সোলার প্যানেল

কলকাতার বিভিন্ন বাস ডিপোয় বসানো হবে সোলার প্যানেল। যেখান থেকে গ্রিড সিস্টেমের মাধ্যমে চার্জ করা হবে ইলেকট্রিক বাস। নতুন পরিকল্পনা রাজ্য পরিবহণ দফতরের। গতকাল কলকাতা প্রেস ক্লাবে এক পরিবেশ সংক্রান্ত আলোচনায় একথা জানান পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। 

প্রেক্ষাপট

কলকাতা: সব দলেরই আছে চর (spy), তাঁদেরও আছে। সুকান্তর (Sukanta Majumdar) পাল্টা দাবি ঘিরে আলোড়ন। পাল্টা কুণালের (Kunal Ghosh) চ্যালেঞ্জ, ওরা দরজার আড়ালে কিছু বললেও, ফাঁস করতে পারি, চ্যালেঞ্জ কুণালের। খোঁচা অধীরেরও।


ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মামলায় আরও ৫ তৃণমূল (TMC) নেতা-কর্মী সহ ৬ জনকে সিবিআই জিজ্ঞাসাবাদ। দুর্গাপুরে অস্থায়ী ক্যাম্প অফিসে জিজ্ঞাসাবাদ অনুব্রতর দেহরক্ষীদেরও।


কসবায় (Kasba) দুষ্কৃতী তাণ্ডবে নতুন মোড়। নিজের বাড়ি ভেঙে তাঁকে বদনামের চেষ্টা বাড়ি মালিকের, দাবি কাউন্সিলর সুশান্ত ঘোষের। নাম না করে মন্ত্রীকে খোঁচা, পাল্টা কটাক্ষ জাভেদ খানের। 


ডানকুনিতে গোটা পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ। কাঠগড়ায় ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। বিবাদ মেটাতে গিয়েছিলাম, অভিযোগ অস্বীকার করে দাবি কাউন্সিলের।


কেকে-মৃত্যুতে (KK Death) মুখ খুললেন দেব (Dev)। কেকে-র মৃত্যুর জন্য ভিড় দায়ী হলে রাজনৈতিক সভাও বন্ধ করা উচিত, মন্তব্য দেবের। ২ হাজারের হলে ৭ হাজার লোক কেন? ফের প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির।


শহরে অভিনব প্রতারণা। বিদ্যুতের বিল আপডেট করতে গিয়ে লিঙ্ক খুলতেই গায়েব সিইএসসি আধিকারিকের ৫০ হাজার টাকা। শহরের একটি বিজ্ঞাপন সংস্থার অফিসের কম্পিউটারেও হানা। 


ফের চোখ রাঙাচ্ছে করোনা। ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত সাড়ে ৪ হাজার ছুঁইছুঁই। উদ্বেগ বাড়াচ্ছে মুম্বই। সংক্রমিত শাহরুখ খান, সুস্থ হয়ে ওঠার শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.