West Bengal News Live: 'দুর্নীতির মাত্রা অগাধ, সন্দেহজনক আর্থিক লেনদেনের তদন্ত হওয়া উচিত', অভিষেকের মামলায় নির্দেশ ডিভিশন বেঞ্চের
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
'দুর্নীতির মাত্রা অগাধ, সন্দেহজনক আর্থিক লেনদেনের তদন্ত হওয়া উচিত'। নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে অভিষেকের মামলায় নির্দেশ ডিভিশন বেঞ্চের । 'সত্য খুঁজে বের করার জন্য স্বচ্ছ ও দ্রুত তদন্ত প্রয়োজন'। 'মাথা তুলে দাঁড়ানোর একটা বদভ্যাস আছে সত্যের'। 'শুধুমাত্র স্বচ্ছ তদন্তেই মানুষের আশা-ভরসা ফেরানো সম্ভব'। 'সবাইকে চেষ্টা করতে হবে যাতে দোষীরা ধরা পড়ে, উপযুক্ত শাস্তি হয়'। তদন্তে আদালতের হস্তক্ষেপের অভিযোগ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। 'তথ্য প্রমাণ, নথির অভাব দেখলে আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না'। 'সংস্থা এবং তার ডিরেক্টরদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ'। 'অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, সম্পত্তির খতিয়ান দিলে ক্ষতি হবে না'। 'অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করবেন, আশা করে আদালত'। ১০ অক্টোবরের মধ্যে ইডির কাছে অভিষেককে নথি পাঠানোর নির্দেশ ডিভিশন বেঞ্চের । 'নথি দেখে হাজিরার প্রয়োজন মনে হলে ৪৮ ঘণ্টার আগাম নোটিস দিতে হবে'। '১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে অভিষেককে ডাকতে পারবে না ইডি'। অভিষেককে হাজিরার নোটিস নিয়ে জানিয়ে দিলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
বকেয়ার দাবিতে তৃণমূলের ধর্নার মধ্যেই সাক্ষাতে 'সম্মতি'। কলকাতায় নয়, রাজ্যপালের সঙ্গে তৃণমূলের দেখা হচ্ছে দার্জিলিঙে। দিল্লি থেকে ফিরে কাল আবার উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্যপাল। দার্জিলিং থেকে ফিরে দিল্লি গিয়ে, ফিরছেন রাজ্যপাল: সূত্র।
একদিন পার, রাজভবনের সামনে তৃণমূলের ধর্না। কেন্দ্রকে অবিলম্বে রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে ধর্না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে ধর্না। 'কাল আমাদের তিনজনের প্রতিনিধি দল দার্জিলিং যাবেন আপনার সঙ্গে দেখা করতে'। 'কাল বিকেল সাড়ে পাঁচটায় দার্জিলিঙে রাজ্যপাল দেখা করার সময় দিয়েছেন'। 'আপনি দেখা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে'। ভুক্তভোগীদের চিঠি রাজ্যপালকে পড়িয়েই ছাড়ব, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'কেন বাংলার টাকা বকেয়া, কেন্দ্রের কাছে কারণ জানতে চান রাজ্যপাল'। 'দুর্নীতি হলে তদন্ত করুন, টাকা আটকে রাখবেন না'।
পায়ে চোট, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক। ১২ অক্টোবর মুখ্যমন্ত্রীর বাড়িতেই মন্ত্রিসভার বৈঠকের সম্ভাবনা।
সোমবার থেকে নবান্নে আসতে না পারলে, কালীঘাটেই বৈঠক: সূত্র।
হাসপাতালে রোগীর রক্তচাপ মাপছেন সিভিক ভলান্টিয়ার ! এক্স হ্যান্ডলে ভিডিও পোস্ট করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন সুকান্ত মজুমদারের। 'তৃণমূলের এগিয়ে বাংলার বিস্ময়কর নিদর্শন'। 'এই ছবিই বলে দিচ্ছে কেমন বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা দেয় তৃণমূল সরকার'। দঃ দিনাজপুরের কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালের ছবি পোস্ট করে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির। 'হাসপাতালে রোগীর চাপ সামলাতে অনেক ক্ষেত্রেই সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো হচ্ছে'। 'প্রশাসনের নির্দেশেই সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো হচ্ছে'। 'এ ক্ষেত্রে ডাক্তারদের সাহায্য় করতে প্রেসার মাপার যন্ত্র এগিয়ে দিয়েছেন সিভিক ভলান্টিয়ার'। কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালের ঘটনা নিয়ে দাবি সিএমওএইচের
ন্যায্য বেতন, ছুটি-সহ একগুচ্ছ দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ। সুবোধ মল্লিক স্কোয়ারে আশা কর্মীদের বিক্ষোভ। নবান্নর দিকে মিছিল করে গিয়ে ধর্মতলায় বিক্ষোভ আশা কর্মীদের।
কামদুনিকাণ্ডের রায় ঘোষণা হাইকোর্টের। ফাঁসির সাজাপ্রাপ্ত ১ জনকে বেকসুর খালাস। ২ জনের সাজা পাল্টে আমৃত্যু কারাদণ্ড। রেহাই দোষী সাব্যস্ত ইমানুল, ভোলানাথ, আমিনুরও।
রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন কামদুনির দুই প্রতিবাদী টুম্পা এবং মৌসুমী কয়াল
কামদুনিকাণ্ডের রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের
দোষী সাব্যস্ত আনসার আলি মোল্লার ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ
দোষী সাব্যস্ত সইফুল আলি মোল্লারও ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ
ফাঁসির সাজা হয়েছিল অভিযুক্ত আমিন আলির, আজ বেকসুর রেহাই আমিন আলির
রেহাই ইমানুল হক, ভোলানাথ নস্কর ও আমিনুর ইসলামের
ন্যায্য বেতন, ছুটি-সহ একগুচ্ছ দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ
সুবোধ মল্লিক স্কোয়ারে আশা কর্মীদের বিক্ষোভ
তৃণমূলের দিল্লি কর্মসূচি নিয়ে নতুন তোপ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর। তৃণমূলের প্রতিনিধি দল আসলে তাঁর সঙ্গে দেখাই করতে চায়নি, মন্তব্য সাধ্বী নিরঞ্জন জ্যোতির। 'প্রতি আধঘণ্টা অন্তর ওঁরা নিজেদের দাবি পাল্টেছেন, প্রথমে তাঁরা বলেন ৫ সাংসদ আসবেন, পরে বলেন ১০ জন সাংসদ যাবেন, শেষে ওঁরা বলেন সাধারণ মানুষকেও ঢুকতে দিতে হবে।', দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
তিস্তা নদীতে ভেসে আসা বস্তায় বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু
লিপস অ্যান্ড বাউন্স মামলায় আজ অভিষেকের মাকে তলব ইডির।
১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে গতকাল থেকে রাজভবনের সামনে ধর্না স্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৪৪ ধারার মধ্যে কী করে ধর্না, এক্স হ্যান্ডলে প্রশ্ন শুভেন্দুর।
পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে খাদ্যমন্ত্রীর বাড়িতে ১৯ ঘণ্টার তল্লাশি অভিযান ইডি-র। বাড়ি ছাড়ার সময় তৃণমূলকর্মীদের স্লোগান।
গতকাল রাজ্যের ১৪টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশিতে বাজেয়াপ্ত ২ হাজার পাতার নথি, খবর সূত্রের
উদ্ধার ১৫টির বেশি মোবাইল ফোন, একাধিক ল্যাপটপ, খবর সূত্রের
খাদ্যমন্ত্রীর বাড়ি থেকেও বাজেয়াপ্ত ফোন-ল্যাপটপ, খবর ইডি সূত্রে
বাজেয়াপ্ত সমস্ত মোবাইল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাবে ইডি
তদন্ত শুরুর পর মোবাইল-ল্যাপটপ থেকে কোনও তথ্য মুছে ফেলা হয়েছে কি না, সেদিকে নজর ইডি-র
১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে রাজভবনের সামনে ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
গতকাল থেকে সারারাত ধর্নামঞ্চেই কাটিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক
নিউটাউনে পড়ুয়াকে মুখে প্লাস্টিক জড়িয়ে সেলোটেপ বেঁধে শ্বাসরোধ করে খুন। ধৃত স্থানীয় রেস্তোঁরা মালিক-সহ ২। রেস্তোঁরা মালিকের ঘরে রাখা সুটকেস থেকে উদ্ধার দেহ।
রাজনৈতিক প্রতিহিংসা থেকেই ইডির অভিযান, অভিযোগ রথীন ঘোষের। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলেই প্রতিহিংসার বুলি, পাল্টা বিজেপি।
ডেঙ্গির দাপাদাপির মধ্যেই বাংলায় ফের কালাজ্বরের ভয়! সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে কালাজ্বরে মোট আক্রান্ত ১১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে হাওড়ার এক বাসিন্দার। স্বাস্থ্য দফতর সূত্রের বক্তব্য, দেশে কালাজ্বর নিয়ন্ত্রণ করা গেছে ঠিকই, তবে তা এখনও নির্মূল করা সম্ভব হয়নি! এই পরিস্থিতিতে বাংলায় কালাজ্বরে মৃত্যুর খবর সামনে আসতেই, বাড়ছে উদ্বেগ।
নিউটাউনে চিকিৎসক পড়ুয়া খুন। খাটের নীচে সুটকেস থেকে উদ্ধার হল মৃতদেহ। সেলোটেপ দিয়ে পড়ুয়ার মুখ বাঁধা ছিল। হাত-পা বাঁধা ছিল দড়ি দিয়ে। তরুলিয়াতে বেশ কয়েক মাস ধরে ভাড়া থাকতেন সাজিদ হোসেন নামে মালদার ওই যুবক।পুলিশ সূত্রে খবর, ৪ দিন নিখোঁজ ছিলেন সাজিদ। গতকাল বিকেলে নিখোঁজ ডায়েরি করে পরিবার।অভিযোগ, এরপর পরিবারের কাছে মুখে সেলোটেপ বাঁধা অবস্থায় সাজিদের ছবি পাঠিয়ে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। যদিও পরে সেই ছবি ডিলিট করে দেয় প্রেরক। শুক্রবার ভোররাতে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। তদন্তে নেমে এক চায়ের দোকানের মালিক সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর,
এই চায়ের দোকান মালিকের বাড়িতেই সুটকেস উদ্ধার হয়। তাঁর কাছেই চা খেতে যেতেন সাজিদ।
আর্থিক কারণ না কি ব্যক্তিগত শত্রুতা, খতিয়ে দেখছে পুলিশ।
বঞ্চনার অভিযোগে রাজভবনের সামনে ধর্না মঞ্চে অভিষেক, হঠাৎ হাজির স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। থাকলেন বেশ কিছুক্ষণ। কথা বললেন অরূপ বিশ্বাসের সঙ্গে।
নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডিকে ভর্ৎসনা করল হাইকোর্ট। ১৯ মাস ধরে কিছুই করেননি। ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করুন। মৌখিক ভাবে সময় বেঁধে দিল আদালত। এদিকে, নিয়োগ দুর্নীতিকাণ্ডকে বটানিক্য়াল গার্ডেনের বটগাছের সঙ্গে তুলনা করল ইডি।
১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে গতকাল দুপুর থেকে রাজভবনের সামনে ধর্নায় বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারারাত ধর্নামঞ্চেই কাটিয়েছেন অভিষেক। গভীর রাতে অভিষেকের সঙ্গে দেখা করতে যান স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে প্রথমে কলকাতা থেকে দিল্লিতে কর্মসূচি, সেখান থেকে কলকাতায় ফিরে রাজভবন অভিযান করে তৃণমূল। আর তৃণমূল যখন রাজভবন অভিযানে, তখন রাজ্যপাল উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে করে সেখানে থেকেই ফিরে গেলেন দিল্লিতে। এই পরিস্থিতিতে ধর্নামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করছেন, ততক্ষণ অবস্থান চলবে।
প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ঘুরে বেড়ালেন রাজ্যপাল। শুনলেন সাধারণ মানুষের সমস্যার কথা। ক্ষতিগ্রস্তদের জন্য ১হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করেন সিভি আনন্দ বোস। আর এর মাঝেই শিলিগুড়িতে তাঁকে কালো পতাকা দেখাল তৃণমূল।
পুর-নিয়োগ দুর্নীতি তদন্তে রথীন ঘোষকে ইডির ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ। টানা ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, মধ্যরাতে খাদ্যমন্ত্রীর বাড়ি ছাড়লেন তদন্তকারীরা। 'ভাগ ইডি ভাগ', তদন্তকারীদের স্লোগান তৃণমূল কর্মীদের
যা জানতে চাওয়া হয়েছে সব বলেছি, মন্তব্য খাদ্যমন্ত্রীর । রাজনৈতিক প্রতিহিংসা থেকেই ইডির অভিযান, অভিযোগ রথীন ঘোষের।
প্রেক্ষাপট
কলকাতা: টানা ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। মধ্য়রাতে রথীন ঘোষের (Rathin Ghosh) বাড়ি ছাড়ল ইডি। 'ভাগ ইডি ভাগ', স্লোগান তৃণমূল কর্মীদের। রাজনৈতিক উদ্দেশ্যে ইডির অভিযান। অভিযোগ খাদ্যমন্ত্রীর।
বঞ্চনার অভিযোগে রাজভবনের (Rajbhawan) সামনে ধর্না মঞ্চে অভিষেক, হঠাৎ হাজির স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। থাকলেন বেশ কিছুক্ষণ। কথা বললেন অরূপ বিশ্বাসের (Arup Biswas) সঙ্গে।
তৃণমূলের অভিযানের দিনই উত্তরবঙ্গে রাজ্যপাল। পালিয়ে যাওয়ার অভিযোগে আক্রমণে অভিষেক। দেখা না পাওয়া পর্যন্ত ধর্না চালানোর হুঙ্কার।
উত্তরবঙ্গে রাজ্যপাল, মিছিল করে গিয়েও দেখা পেল না তৃণমূল। স্মারকলিপি দেওয়া হল সচিবকে। জমিদারের মতো আচরণ বলে বোসকে আক্রমণে অভিষেক।
দিল্লি ফিরে জমিদার-অস্ত্রেই অভিষেককে জবাব রাজ্যপালের। অট্টালিকা থেকে কৃষকদের নিয়ন্ত্রণ করাই নব্য জমিদারি, তৃণমূল ভয় পাচ্ছে বলে তীব্র আক্রমণ।
লিপস অ্যান্ড বাউন্স মামলায় আজ অভিষেকের মাকে তলব ইডির।
১০ অক্টোবরের মধ্যে ইডি-কে নথি দিতেই হবে অভিষেককে। সন্তুষ্ট না হলে সমন করুন। ১২, ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করুন, পুজোর মধ্যে তলব নয়। নির্দেশ হাইকোর্টের।
নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডিকে ভর্ৎসনা হাইকোর্টের। ১৯ মাস ধরে কিছুই করেননি। ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করুন। মৌখিক ভাবে সময় বাঁধল আদালত।
মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলের ছায়া সিকিমে। ৪ জওয়ান-সহ ১৮ জনের মৃত্যু। নিখোঁজ শতাধিক। তিস্তার গ্রাসে জাতীয় সড়ক। বাংলার বহু পর্যটক আটক।
পিছিয়ে যাচ্ছে ২৮ অক্টোবরের ডার্বি। লক্ষ্মী পুজো থাকায় পর্যাপ্ত সুরক্ষা দেওয়া দেওয়া সম্ভব নয় বলে সরকার জানানোর পরেই ডার্বি পিছোনর সিদ্ধান্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -