WB News Live Updates: প্রাইভেট চেম্বার করার অভিযোগে মুর্শিদাবাদে চিকিৎসকের ওপর হামলা

Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে জেনে নিন আজকের গুরুত্বপূর্ণ খবরের আপডেট

abp ananda Last Updated: 06 Sep 2022 11:52 PM
WB News Live Updates: ডিএ-টানাপোড়েন

DA নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আইনি লড়াই, চলছে বেশ কয়েক বছর ধরে। সেই জল কখনও গড়িয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে, কখনও কলকাতা হাইকোর্টে। এবার রাজ্য সরকার হলফনামা দিয়ে যে দাবি করল, তারপর বিষয়টি কোনদিকে যাবে? সেদিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা। অন্যদিকে, রাজ্য সরকারের দাবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: ঝাড়খন্ডের ধানবাদে এনকাউন্টার

ডাকাতদলের সঙ্গে পুলিশের গুলি বিনিময় । পুলিশের গুলিতে নিহত হল এক ডাকাত , দুজনকে গ্রেফতার করেছে পুলিশ । 

WB News Live Updates: মাদ্রাসায় ট্রেনিং সন্দেহভাজনদের

পুলিশের হাত থেকে কীভাবে বাঁচতে হবে, রীতিমতো বই ছাপিয়ে ট্রেনিং দেওয়া হয়েছিল। চোখে ধুলো দিতে এ রাজ্যের মানুষের মতো কথা বলার ধাঁচও রপ্ত করেছিল। জঙ্গি সন্দেহে এসটিএফের হাতে  মুম্বই ও ডায়মন্ডহারবার থেকে ধৃত ২ সন্দেহভাজনের বিষয়ে উঠে আসছে এমনই নানা তথ্য। 

West Bengal News Live: মৃত্যুতে দায়ী প্রধান?

ডায়মন্ড হারবারে তৃণমূলের পঞ্চায়েত উপ প্রধানের রহস্যমৃত্যু। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। যেখানে মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে পঞ্চায়েতের প্রধান ও এক তৃণমূল নেতাকে। যদিও তাঁদের কারও প্রতিক্রিয়া মেলেনি। দোষীদের পাশে থাকবে না দল। বার্তা তৃণমূল নেতৃত্বের।

WB News Live Updates: পাতে পদ্মার ইলিশ

পুজোর মুখে রাজ্যে এল বাংলাদেশের ইলিশ। এবার পাতে পড়ার অপেক্ষা। এই মরশুমে প্রায় আড়াই হাজার টন ইলিশ পাঠাবে বাংলাদেশ। জোগান বাড়লে মাছের দাম কমবে বলে আশা ক্রেতা, বিক্রেতাদের।

West Bengal News Live: শাসক ও বিরোধীর প্রতিবাদ

কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ। মেয়ো রোডে ৪৮ ঘণ্টার ধর্না অবস্থান কর্মসূচি শুরু করেছে তৃণমূল। অন্যদিকে, দুর্নীতির প্রতিবাদে, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। তারই প্রচারে জেলায় জেলায় বিজেপি নেতৃত্ব।

WB News Live Updates: কলেজে ধুন্ধুমার

শিক্ষক দিবস পালনে আপত্তি। হাওড়ার জগত্‍বল্লভপুরের কলেজে টিএমসিপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা। কলেজে ভাঙচুর ও শিক্ষকদের আটকে রাখার অভিযোগ। যদিও তা অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। 

West Bengal News Live: ডেঙ্গি-তথ্য গোপন?

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ হাজারের দিকে এগোচ্ছে। অথচ কেন্দ্রীয় পোর্টালে সেই সংখ্যাটা মাত্র ২৩৯! গত মে মাসে যে পরিসংখ্যান প্রকাশিত হয়েছিল, অগাস্টের শেষেও তা একই রয়েছে! আর তা নিয়েই উঠেছে ডেঙ্গির তথ্য গোপনের অভিযোগ। শুরু হয়েছে তরজা।

WB News Live Updates: গ্রামীণ সম্পদ কর্মীদের বিক্ষোভের জেরে, উত্তপ্ত হয়ে উঠল রানি রাসমণি অ্যাভিনিউ

গ্রামীণ সম্পদ কর্মীদের বিক্ষোভের জেরে, উত্তপ্ত হয়ে উঠল রানি রাসমণি অ্যাভিনিউ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের প্রথমে কথা কাটাকাটি.. এরপর তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। কর্মীদের দাবি, ২০১৪ সালে তাঁদের নিয়োগ করা হয়। ১০০ দিনের কাজের তদারকি, পতঙ্গবাহিত রোগের থেকে কীভাবে সচেতন থাকতে হবে, এনিয়ে প্রচারের কাজ করতে হয়। কিন্তু অভিযোগ, চাকরি পাওয়ার পর থেকেই ঠিকমতো পারিশ্রমিক পাচ্ছিলেন না তাঁরা। ঠিকমতো পারিশ্রমিক দেওয়া, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে, এদিন নবান্ন অভিযানের ডাক দেন কর্মীরা। কিন্তু রানি রাসমণি অ্যাভিনিউতে মিছিল আটকে দেয় পুলিশ। এরপর কর্মীদের একটি প্রতিনিধি দল নবান্নে স্মারকলিপি জমা দেন। 

West Bengal News Live: সায়গল হোসেন, অনুব্রত মন্ডলের জেরা শেষ, সহযোগিতা করলেন না দুজনে

সায়গল হোসেন ও অনুব্রত মন্ডলের জেরা শেষ । দ্বিতীয় দফাতেও তদন্তে  সম্পূর্ণ সহযোগিতা করলেন না দুজনে । জানালেন সি বি আই এর এক আধিকারিক  

WB News Live Updates: ডাকাতির চেষ্টা, এনকাউন্টার

ধানবাদে এবার স্বর্ণঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতির চেষ্টা। পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে এক ডাকাতের। ধরা পড়েছে ২জন। কয়েকজন এখনও ফেরার।

West Bengal News Live: টাওয়ার-টোপে ‘প্রতারণা’

মোবাইল ফোনের টাওয়ার বসানোর টোপ দিয়ে প্রায় ২১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। তদন্তে নেমে সল্টলেকে ভুয়ো কল সেন্টারের হদিশ। পুলিশের জালে ৬ অভিযুক্ত। বাজেয়াপ্ত একাধিক বৈদ্যুতিন যন্ত্রসহ কয়েক হাজার টাকা।

WB News Live Updates: উত্তরবঙ্গ-তরজা

পৃথক উত্তরবঙ্গের দাবি ঘিরে, ক্রমেই পারদ চড়ছে কোচবিহারের রাজনীতির। সোমবার পৃথক উত্তরবঙ্গের অন্যতম দাবিদার, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়ের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। অন্যদিকে, পৃথক উত্তরবঙ্গের বিরুদ্ধে, মঙ্গলবার প্রতিবাদ মিছিল করল তৃণমূল।

West Bengal News Live: ভাঙা হবে কাশীপুর রেলব্রিজ

বেহাল স্বাস্থ্য। টালা ব্রিজের মতোই, এবার, চিত্‍পুর-কাশীপুর রেল ওভারব্রিজ ভেঙে ফেলে, নতুন করে তৈরির সিদ্ধান্ত নিল প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করছে পুরসভা।

WB News Live Updates: বাগুইআটিতে অপহরণের পরে ২ মাধ্যমিক পরীক্ষার্থীকে নৃশংসভাবে খুন

বাগুইআটিতে অপহরণের পরে ২ মাধ্যমিক পরীক্ষার্থীকে নৃশংসভাবে খুন। বাসন্তীরই ২ জায়গায় মিলল অপহৃত ২ ছাত্রেরই মৃতদেহ। 

West Bengal News Live: ১৫ দিন সময়ের আবেদন

চিটফান্ড মামলায় এবার বীজপুরের তৃণমূল বিধায়ককে সিবিআই তলব। গেলেন না আজ। সিবিআইয়ের চাওয়া নথি নিয়ে যেতে ১৫ দিন লাগবে। আইনজীবী পাঠিয়ে আবেদন সুবোধ অধিকারীর।

WB News Live Updates: জঙ্গীপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকের উপর হামলার অভিযোগ

জঙ্গীপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকের উপর হামলার অভিযোগ । হাসপাতালের ডিউটি শেষ করে বাইরে চেম্বার করার সময় তাঁর চেম্বারে ঢুকে হামলা চালান হয় বলে অভিযোগ। প্রতিবাদে হাসপাতালের অন্যানয় চিকিৎসকেরাও কাজ বন্ধ করে কর্মবিরতীতে সামিল হন।

West Bengal News Live: পুজোর মুখে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি

পুজোর মুখে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি, ফের হাওড়ায় মৃত্যু। বালিতে ডেঙ্গি আক্রান্ত হয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু

WB News Live Updates: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তি বৃদ্ধির অভিযোগে  মামলা। কেন্দ্রীয় সংস্থা ছাড়া মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে আগামী ১১ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের।  ২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তি বৃদ্ধির অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন আইনজীবী অরিজিৎ মজুমদার। ২৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

West Bengal News Live: টেটে ভুল প্রশ্ন, আরও ৫৪ জন নিয়োগের নির্দেশ

আরও ৫৪ জন টেট উত্তীর্ণকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। টেটে ভুল প্রশ্ন, আরও ৫৪ জন নিয়োগের নির্দেশ । ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। 

WB News Live Updates: চাবিই ধরাল ‘খুনি’কে!

দুর্গাপুরের বেনাচিতিতে কাবুলিওয়ালার খুনের অভিযোগে গ্রেফতার তাঁরই রাঁধুনী। পুলিশ সূত্রে দাবি, টাকা ধার সংক্রান্ত বিবাদের জেরে দরজার খিল দিয়ে আঘাত করে খুন, জেরায় জানিয়েছে ধৃত, দাবি পুলিশ সূত্রে।    

West Bengal News Live: রাতভর টানা বৃষ্টিতে ভাসছে জলপাইগুড়ির বানারহাট ও মালদার রতুয়া

রাতভর টানা বৃষ্টিতে ভাসছে জলপাইগুড়ির বানারহাট ও মালদার রতুয়া। নদীর জল ঢুকে একের পর এক গ্রাম জলমগ্ন। আটকে কয়েক হাজার বাসিন্দা। বৃষ্টি বাড়লে যোগাযোগও বিচ্ছিন্ন হবে। আশঙ্কায় স্থানীয়রা। 

WB News Live Updates: পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের কাজের ১০ লক্ষ টাকা তছরুপের অভিযোগ

পশ্চিম বর্ধমানের বহুলা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের কাজের ১০ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠল। জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের দুই পঞ্চায়েত সদস্যর। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। ইস্যুকে হাতিয়ার করে বিক্ষোভে সামিল সিপিএম। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

West Bengal News Live: চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বাঁকুড়া ২ নং ব্লকের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতির

অঞ্চল সভাপতিদের উদ্যোগে হওয়া দলীয় কর্মসূচিতে ডাক পান না তিনি। এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বাঁকুড়া ২ নং ব্লকের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতির। নতুন সভাপতি বিজেপির লোকদের নিয়ে চলছেন বলে পাল্টা দাবি করেছেন বিকনার অঞ্চল সভাপতি। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা

WB News Live Updates: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। ৩১ অগাস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪২৪ জন। এরই মাঝে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের কাছে তথ্য গোপনের অভিযোগ। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গির দাপট। শেষ ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত ২ হাজার ২৪০ জন। 

West Bengal News Live: যতবার ডাকবে, ততবার আসব, মন্তব্য পরেশ পালের

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় ফের পরেশ পালকে সিবিআই জিজ্ঞাসাবাদ। সিজিও কমপ্লেক্সে বেলেঘাটার তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। যতবার ডাকবে, ততবার আসব, মন্তব্য পরেশ পালের

WB News Live Updates: নিয়োগের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিভিন্ন নার্স সংগঠনের বিক্ষোভ কর্মসূচি

নিয়োগের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিভিন্ন নার্স সংগঠনের বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ শুরুর আগেই সল্টলেকের বেনফিশ মোড় থেকে ৩০ জনকে আটক করে পুলিশ। নিয়োগের দাবিতে এদিন সকাল থেকে জড়ো হন বিভিন্ন নার্স সংগঠনের সদস্যরা।বিক্ষোভের আগেই ধরপাকড় শুরু করে বিধাননগর কমিশনারেট। 

West Bengal News Live: মোবাইলের টাওয়ার বসানোর টোপ দিয়ে প্রায় ২১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মোবাইলের টাওয়ার বসানোর টোপ দিয়ে প্রায় ২১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ১৭টি আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, পুলিশের জালে ৬ অভিযুক্ত। তদন্তে নেমে টাওয়ার লোকেশন ট্র্যাক করে মনোজ গগৈ নামে একজন গ্রেফতার। গ্রেফতার করেছে কলকাতা বন্দর পুলিশ
মনোজকে জেরা করে গতকাল সল্টলেকের কল সেন্টার থেকে আরও ৫ জন গ্রেফতার। 

WB News Live Updates: তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগে হালিশহর পুরসভার সামনে সিপিএমের বিক্ষোভ

তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগে হালিশহর পুরসভার সামনে সিপিএমের বিক্ষোভ। অবরুদ্ধ ব্যারাকপুরের ঘোষপাড়া রোড। মূলত চিটফান্ড মামলায় হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানির গ্রেফতারি ও বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই তল্লাশির ঘটনায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন বাম নেতা, কর্মীরা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News Live: তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগে হালিশহর পুরসভার সামনে সিপিএমের বিক্ষোভ

তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগে হালিশহর পুরসভার সামনে সিপিএমের বিক্ষোভ। অবরুদ্ধ ব্যারাকপুরের ঘোষপাড়া রোড। মূলত চিটফান্ড মামলায় হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানির গ্রেফতারি ও বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই তল্লাশির ঘটনায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন বাম নেতা, কর্মীরা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live Updates: নতুন ব্লক সভাপতির নাম ঘোষণার পরেই নন্দীগ্রামে তৃণমূল নেতা, কর্মীদের একাংশের বিক্ষোভ

তমলুক সাংগঠনিক জেলায় নতুন ব্লক সভাপতির নাম ঘোষণার পরেই নন্দীগ্রামে তৃণমূল নেতা, কর্মীদের একাংশের বিক্ষোভ। দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি। গতকালই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি হিসেবে বাপ্পাদিত্য গর্গ ও ২ নম্বর ব্লকের সভাপতি হিসেবে অরুণাভ ভুঁইয়ার নাম ঘোষণা করে তৃণমূল নেতৃত্ব। এই ২ জনকে ব্লক সভাপতি মানতে নারাজ তৃণমূল নেতা, কর্মীদের একাংশ। আজ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাপতি ও তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে বৈঠক করেন বিক্ষুব্ধরা।সেখান থেকে বেরিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। ব্লক সভাপতি নির্বাচন নিয়ে দলের বিক্ষুব্ধ নেতা, কর্মীদের পাশে দাঁড়িয়েছেন শেখ সুফিয়ান। নতুন দুই ব্লক সভাপতির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News Live: চিটফান্ড মামলায় এবার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে তলব

চিটফান্ড মামলায় এবার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে তলব। বেলা ১২টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ সিবিআই-এর। গতকাল নোটিস পাঠানো হয়েছে বীজপুরের বিধায়ককে, খবর সূত্রের। বেশ কিছু নথি নিয়ে আজ তলব করা হয়েছে। বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে তলব। সিজিও কমপ্লেক্সে তলব করল সিবিআই। চিটফান্ড তদন্তে আজই তলবের নোটিস দিল সিবিআই 

WB News Live Updates: হাওড়া-বর্ধমান মেন লাইনে হুগলির খন্যান স্টেশনে ফের রেল অবরোধ

হাওড়া-বর্ধমান মেন লাইনে হুগলির খন্যান স্টেশনে ফের রেল অবরোধ। প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে অবরোধ চলছে। ভোগান্তির শিকার অন্য যাত্রীরা। মেমারি স্টেশনে আটকে পড়েছে ডাউন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, ডাউন সিউড়ি-শিয়ালদা প্যাসেঞ্জার, রসুলপুর স্টেশনে আটকে লোকাল ট্রেন। আদি সপ্তগ্রাম স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস।শক্তিগড়ে রেললাইনে কাজ চলায় বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। নিত্যযাত্রীদের অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে গতকাল পূর্ব রেলের তরফে প্রতিশ্রুতি দেওয়া হলেও, বাড়ানো হয়নি স্পেশাল ট্রেনের সংখ্যা।

West Bengal News Live: পূর্বাচল শক্তি সঙঘ এবার সচেতনার বার্তা তুলে ধরছে তাদের থিমের মধ্যে দিয়ে

পূর্বাচল শক্তি সঙঘ এবার সচেতনার বার্তা তুলে ধরছে তাদের থিমের মধ্যে দিয়ে। প্লাস্টিক দূষণ নিয়েই এবার তাদের কাজ সবাইকে মুগ্ধ করবে বলে আশাবাদী শিল্পী

WB News Live Updates: অনুব্রত মণ্ডলকেও জেলে রেখেই ভার্চুয়াল শুনানির আবেদন

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার অনুব্রত মণ্ডলকেও জেলে রেখেই ভার্চুয়াল শুনানির আবেদন। আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন জানিয়েছে আসানসোল জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, পার্থর পর অনুব্রত-মামলাতেও নিরাপত্তার কারণ দেখিয়ে ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়েছে। জেলে ভার্চুয়াল শুনানির জন্য সবরকম বন্দোবস্ত রয়েছে বলেও আদালতকে জানিয়েছে আসানসোল জেল কর্তৃপক্ষ। আগামীকাল গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হবে। 

West Bengal News Live: ভোট-পরবর্তী হিংসা মামলায় বিজেপি কর্মী খুনের অভিযোগে দ্বিতীয়বার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি পরেশ পাল

ভোট-পরবর্তী হিংসা মামলায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের অভিযোগে দ্বিতীয়বার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি পরেশ পাল। সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে আইনজীবীকে নিয়ে হাজিরা বেলেঘাটার তৃণমূল বিধায়কের। 

WB News Live Updates: কেন্দ্রের প্রতিহিংসাপরায়ণ মনোভাবের অভিযোগ, ৪৮ ঘণ্টার ধর্না শুরু মহিলা তৃণমূল কর্মীদের

কেন্দ্রের প্রতিহিংসাপরায়ণ মনোভাবের অভিযোগে মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে টানা ৪৮ ঘণ্টার ধর্না শুরু করলেন মহিলা তৃণমূল কর্মীরা। নেতৃত্বে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাগদায় বিএসএফের বিরুদ্ধে নারী নির্যাতন, বিলকিস বানো ধর্ষণ-মামলায় সাজাপ্রাপ্তদের মুক্তির প্রতিবাদে টানা ২ দিন মহিলা তৃণমূল কর্মীদের ধর্না চলবে

West Bengal News Live: শেখ হাসিনার ভারত সফর চলাকালীন গঙ্গাপাড়ে পদ্মার ইলিশ

শেখ হাসিনার ভারত সফর চলাকালীন গঙ্গাপাড়ে পদ্মার ইলিশ। আজ সকালে বাংলাদেশি ইলিশ পৌঁছল হাওড়ার মাছ বাজারে। এই মরশুমে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ পাঠাবে বাংলাদেশ সরকার। হাওড়ার ফিশ ইমপোর্টস অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। 

WB News Live Updates: কসবায় দু’পক্ষের সংঘর্ষ

কসবায় দু’পক্ষের সংঘর্ষ। থানার সামনেই গন্ডগোল, হাতাহাতির অভিযোগ। ঘটনায় নাম জড়াল দুই তৃণমূল কাউন্সিলরের। ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের অভিযোগ, রবিবার বহিরাগতদের নিয়ে তাঁদের ওপর হামলা চালায় ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা। 

West Bengal News Live: ডায়মন্ড হারবারে তৃণমূল উপ-প্রধানের রহস্যমৃত্যু

ডায়মন্ড হারবারে তৃণমূল উপ-প্রধানের রহস্যমৃত্যু। কীটনাশক খেয়ে আত্মঘাতী বলে প্রাথমিক তদন্তে অনুমান। সূত্রের খবর, সুইসাইড নোটে প্রধানের সঙ্গে মনোমালিন্যের ইঙ্গিত মিলেছে। মৃতের নাম দেবব্রত ভট্টাচার্য। তিনি ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বোলসিদ্ধি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান। 

WB News Live Updates: ফের অফিস টাইমে হুগলির খন্যান স্টেশনে রেল অবরোধ

ফের অফিস টাইমে হুগলির খন্যান স্টেশনে রেল অবরোধ। সকাল ৭টা ১০ মিনিট থেকে অবরোধ শুরু করেছেন নিত্যযাত্রীরা। আটকে পড়েছে লোকাল ট্রেন। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিশ্রুতিমতো স্পেশাল ট্রেন চালাচ্ছে না পূর্ব রেল। গতকাল স্পেশাল ট্রেনের দাবিতে খন্যান, পাণ্ডুয়া ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ করা হয়। 

West Bengal News Live: ৩ বছর ধরে বাড়িভাড়া বাকি রয়েছে প্রায় ২০ লক্ষ টাকা

৩ বছর ধরে বাড়িভাড়া বাকি রয়েছে প্রায় ২০ লক্ষ টাকা! এই অভিযোগ তুলে, পূর্ব মেদিনীপুরে স্কুল পরিদর্শক প্রাথমিকের অফিসে তালা ঝুলিয়ে দিলেন বাড়িমালিকের ছেলে। শিক্ষক দিবসেই তালা পড়ল শিক্ষা সংক্রান্ত অফিসে! তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অফিস অন্যত্র সরানোর আশ্বাস দিয়েছেন জেলাশাসক।

WB News Live Updates: খোদ তৃণমূল বিধায়কের বিধানসভা এলাকায় সমবায় সমিতির ভোটে হারল তৃণমূল

খোদ তৃণমূল বিধায়কের বিধানসভা এলাকায় সমবায় সমিতির ভোটে হারল তৃণমূল। রামনগর ২ নম্বর ব্লকের ঘোল দক্ষিণ শীতলা সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৭টিই তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিল বিজেপি।

West Bengal News Live: শুভেন্দু র বিরুদ্ধে CBI তদন্তের দাবি করে পোস্টার তাঁরই খাসতালুক হলদিয়ায়

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে CBI তদন্তের দাবি করে পোস্টার পড়ল তাঁরই খাসতালুক হলদিয়ায়। এ’নিয়ে নাম না করে তৃণমূলকে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।

প্রেক্ষাপট

এসএসসির (SSC) চাকরি বিক্রির টাকা কী বিদেশে পাচার? ২ সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ, সোদপুর (Sodepur), বেলঘরিয়া (Belgharia), বাগুইআটিতে ইডির (ED) ম্যারাথন তল্লাশি। 


সঙ্গদোষে কেউ বিপথে গেলে, সবার বিরুদ্ধে কুত্সা করা ঠিক নয়। মন্তব্য মমতার। শিক্ষায় তো সংগঠিত অপরাধ হয়েছে তৃণমূল (TMC) আমলে, পাল্টা বিজেপি  (BJP)।


ভুল-প্রশ্ন বিতর্কে ২৩ দিনের মধ্যে ২৩ টেট (TET) উত্তীর্ণকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। পর্ষদকে ভুল, শোধরাতে হবে পর্ষদকেই, মন্তব্য বিচারপতি। 


টানা আন্দোলনে এসএসসির চাকরিপ্রার্থীরা। আগামীদিনে ৮৯ হাজার শিক্ষক নিয়োগ, আশ্বাস মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। 


দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলন। মামলাকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। 


শিক্ষক দিবসে পথ নাটিকা, নকল ক্লাসঘরে টেট উত্তীর্ণ, এসএলএসটি চাকরিপ্রার্থীদের প্রতিবাদ। হাওড়ায় ভিক্ষাপাত্র নিয়ে পথে চুক্তিভিক্তিক কারিগরি শিক্ষকরা। 


ওঁদের তো সব মোবাইলে থাকে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, কটাক্ষ শমীক লাহিড়ির।


ভোটে সন্ত্রাসের জন্যেই মজুত করা হয়েছিল বোমা! লোকপুরে তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণ-মামলায় দাবি এনআইএ-র। এজেন্সির কথাই ধ্রুবসত্য? পাল্টা কুণাল। 


সুপ্রিম কোর্টে স্বস্তি। বাধা দেওয়া যাবে না অভিষেকের বিদেশযাত্রায়। কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। স্বাগত তৃণমূলের।


রাজনীতি থেকে অবসরের ইঙ্গিতের পর এবার নাম না করে দলেরই ছাত্র নেতাদের ভূমিকায় প্রশ্ন তাপসের।


করোনা, ম্যালেরিয়ার পর এবার আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। হরিদেবপুরের মহিলার মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ। 


ঋষি সুনককে হারিয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন লিজ ট্রাস। আজ শপথগ্রহণ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.