West Bengal News Live : কাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি

WB News Live Updates: ভরা কটালের জেরে জলস্তর বেড়ে ওঠে হুগলি, হলদি থেকে বিদ্যাধরী নদীর। জোড়া ধাক্কায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত বিপর্যস্ত জনজীবন। 

abp ananda Last Updated: 06 Dec 2021 03:58 PM
West Bengal News Live Updates : কলকাতার পুরভোটে বাহিনী মোতায়েন নিয়ে কোনও সিদ্ধান্ত হল না

পুলিশের তরফে রিপোর্ট জমা না পড়ায়, কলকাতার পুরভোটে বাহিনী মোতায়েন নিয়ে আজও কোনও সিদ্ধান্ত হল না। কাল রিপোর্ট জমা পড়লে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর। আর এরইমাঝে ট্যুইটে পুরভোটে ফের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রসঙ্গ তুললেন রাজ্যপাল।

West Bengal News Live Updates : পেগাসাস তদন্তে আপাতত হাজিরা দিচ্ছেন না প্রশান্ত কিশোর

পেগাসাস তদন্তে রাজ্য সরকারের গঠিত কমিশনের কাছে আপাতত হাজিরা দিচ্ছেন না প্রশান্ত কিশোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়-ঘনিষ্ঠ সুমিত রায়ও হাজিরা দিচ্ছেন না বলে জানিয়েছেন।

West Bengal News Live Updates : বিজেপি প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কলকাতা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।  ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর অভিযোগ, শাসক দল বাধা দিচ্ছে তাঁর প্রচারে। দুটি অভিযোগই উড়িয়ে দিয়েছে তৃণমূল। 

West Bengal News Live Updates : পৃথক দার্জিলিংয়ের দাবিতে সরব বিজেপি বিধায়ক

পৃথক দার্জিলিংয়ের দাবিতে সরব বিজেপি বিধায়ক। বাংলা ভাগের দাবিতে জেপি নাড্ডাকে চিঠি কার্শিয়ঙের বিজেপি বিধায়কের। 

West Bengal News Live Updates : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত মালদার শ্রমিক

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল মালদার এক শ্রমিকের। পরিকল্পিত খুনের অভিযোগ পরিবারের।

West Bengal News Live Updates : দেগঙ্গায় করোনা আক্রান্ত স্কুলের শিক্ষিকা ও তাঁর সপরিবার

বারাসাতের রাজবিহারী ইনস্টিটিউট অফ গার্লস স্কুলের পরে এবারে দেগঙ্গা কার্তিকপুর আদর্শ উচ্চ বিদ্যাপিঠে করোনা আক্রান্ত স্কুলের শিক্ষিকা ও তাঁর সপরিবার।  

West Bengal News Live Updates : নাগাল্যান্ড সফর বাতিল তৃণমূলের

কলকাতা বিমানবন্দরে গিয়েও নাগাল্যান্ড সফর বাতিল করল তৃণমূলের প্রতিনিধি দল। 

West Bengal News Live Updates : মমতা বন্দ্যোপাধ্যায়কে চপ, মুড়ি দিলেন অনুব্রত মণ্ডল

বোলপুর স্টেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চপ, মুড়ি তুলে দিলেন বীরভূমের জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

West Bengal News Live Updates : হাইকোর্টে পুরভোট-মামলায় হলফনামা রাজ্য নির্বাচন কমিশনের

হাইকোর্টে পুরভোট-মামলায় হলফনামা রাজ্য নির্বাচন কমিশনের। মহামারীর হাত থেকে ভোটারদের রক্ষা করতেই দফা ভিত্তিক ভোট। ৬ থেকে ৮ দফায় ভোট চায় রাজ্য। মে মাসের মধ্যে বাকি ভোট চায় রাজ্য। হাইকোর্টে হলফনামায় জানাল রাজ্য নির্বাচন কমিশন

West Bengal News Live Updates : হলদিয়ায় পাইপলাইন থেকে অপরিশোধিত ভোজ্য টেল চুরির অভিযোগ

হলদিয়ায় পাইপলাইন থেকে ৮০ টন অপরিশোধিত ভোজ্য টেল চুরির অভিযোগ। পুলিশের দ্বারস্থ তেল প্রস্তুতকারী সংস্থা। ঘটনায় গ্রেফতার হয়েছে ১ জন। অভিযোগ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live Updates : চণ্ডীতলায় একই পরিবারের তিন জনকে কুপিয়ে খুন

সিঙ্গুরের পর এবার চণ্ডীতলায় একই পরিবারের তিন জনকে কুপিয়ে খুন। চণ্ডীতলার নৈটি এলাকার বাসিন্দা সঞ্জয় ঘোষ, তাঁর স্ত্রী মিতালী ঘোষ ও তাঁদের মেয়ে শিল্পা ঘোষকে কুপিয়ে খুন করল তাঁদেরই আত্মীয় শ্রীকান্ত ও তপন ঘোষ। ঘটনাস্থলে চণ্ডীতলা থানার পুলিশ।

West Bengal News Live Updates : হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ নয় কেন?’ প্রশ্ন তুললেন বিমান বন্দ্যোপাধ্যায়

‘বিল পাশ না করার কারণেই হল না হাওড়ার ভোট’, নাম না করে রাজ্যপালকে নিশানা বিধানসভার অধ্যক্ষের। ‘দ্রুত কৃষি বিল পাশ হলে হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ নয় কেন?’ প্রশ্ন তুললেন বিমান বন্দ্যোপাধ্যায়

West Bengal News Live Updates : পুরভোট ঘিরে তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত

পুরভোট ঘিরে তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত। কাল ফের রাজভবনে ডাকলেন রাজ্য নির্বাচন কমিশনারকে। ভোট-প্রস্তুতি ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও তথ্য তলব।

West Bengal News Live Updates : শেষমুহূর্তে নাগাল্যান্ড সফর বাতিল করল TMC

নাগাল্যান্ড গুলিকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত চাইল তৃণমূল। শেষমুহূর্তে নাগাল্যান্ড সফর বাতিল করল দল

West Bengal News Live : সম্পত্তি-বিবাদে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে খুনের অভিযোগ

সিঙ্গুরের পর এবার হুগলির চণ্ডীতলা। সম্পত্তি-বিবাদে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে। চণ্ডীতলার নৈটি এলাকার বাসিন্দা ব্যবসায়ী সঞ্জয় ঘোষ। স্থানীয় সূত্রে খবর, এদিন ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও মেয়ের রক্তাক্ত দেহ বাড়ি থেকে উদ্ধার হয়। অভিযোগ, দুই খুড়তুতো ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল ব্যবসায়ীর। 

West Bengal News Live Updates : মে মাসের মধ্যে বাকি ভোট চায় রাজ্য’ হাইকোর্টে হলফনামায় জানাল রাজ্য নির্বাচন কমিশন

হাইকোর্টে পুরভোট-মামলায় হলফনামা রাজ্য নির্বাচন কমিশনের। ‘মহামারীর হাত থেকে ভোটারদের রক্ষা করতেই দফা ভিত্তিক ভোট, ৬ থেকে ৮ দফায় ভোট চায় রাজ্য, মে মাসের মধ্যে বাকি ভোট চায় রাজ্য’ হাইকোর্টে হলফনামায় জানাল রাজ্য নির্বাচন কমিশন

West Bengal Live News Updates : গ্রুপ ডি নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ

গ্রুপ ডি নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ
নির্দেশ খারিজ করল বিচারপতি হরিশ টন্ডন, রবীন্দ্রনাথ সামন্তর বেঞ্চ
বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করল ডিভিশন বেঞ্চ
অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নজরদারিতে গড়া হল দল

West Bengal News Live : কাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি

সোমবার বাংলাদেশ লাগোয়া তিন জেলা নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতেও। কলকাতায় আজ বিকেলের পর থেকে বৃষ্টি কমবে। কাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। 

West Bengal News Live Update : জওয়াদের জেরে টানা বৃষ্টি, গাড়ির গতিবেগ শ্লথ
জওয়াদের জেরে টানা বৃষ্টি, গাড়ির গতিবেগ শ্লথ, যেখানে জল জমেছে সেখানেই গাড়ির গতি শ্লথ। তবে বড় কোনও যানজটের খবর নেই, দাবি কলকাতা পুলিশের। জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ, এমজি রোড, মুক্তারামবাবু স্ট্রিটে গাড়ির চাপ
কাঁকুড়গাছি ও দমদম আন্ডারপাসে জল জমায় গাড়ির গতি শ্লথ। খিদিরপুরের কার্ল মার্ক্স সরণিতে জল জমায় দুর্ভোগ
West Bengal News Live : টানা বৃষ্টিতে জলমগ্ন ব্যারাকপুরের রবীন্দ্র পল্লি

গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন ব্যারাকপুরের রবীন্দ্র পল্লি। জমা জল ডিঙিয়ে চলছে যাতায়াত।

West Bengal News Live Updates : গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান

দলীয় সদস্যদের তোলা দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান । মালদার মানিকচকের নুরপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। তৃণমূলের ৯ সদস্য অভিযোগ করেন, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন তত্কালীন প্রধান আরতি সরকার। 

West Bengal News Live : আগামীকাল রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ফের তলব রাজ্যপালের

এবার পুরভোট ঘিরে রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত। আগামীকাল রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ফের তলব রাজ্যপালের। কলকাতা পুরভোটের প্রস্তুতি ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নিয়োগ সংক্রান্ত তথ্য রাজ্যপালকে জানাতে বলা হয়েছে। এর আগে কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার পর, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ডেকে পাঠান রাজ্যপাল। এরপর ৪ ডিসেম্বর, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নিয়োগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের পদক্ষেপ জানতে চেয়ে রিপোর্ট-সমেত ফের রাজ্যপালের সঙ্গে দেখা করতে বলা হয়। ওই দিন রিপোর্ট জমা না পড়া ও রাজ্যপালের সঙ্গে দেখা না করায়, আগামীকাল ফের তলব করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনারকে।

West Bengal News Live : আজ ট্রেনে মালদায় মমতা

জওয়াদের জেরে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের যাত্রাপথ বদল। আকাশপথের পরিবর্তে আজ ট্রেনে মালদা যাবেন মমতা। মঙ্গলবার রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক।

West Bengal News Live Updates : ক্ষতির আশঙ্কায় পশ্চিম মেদিনীপুরের কৃষকরা

ঘূর্ণিঝড় ‘জওয়াদ’-এর ঝোড়ো ধাক্কা সামলাতে হয়নি বঙ্গকে। তবে তার প্রভাবে চলছে টানা বৃষ্টি। আর তার জেরেই ক্ষতির আশঙ্কায় পশ্চিম মেদিনীপুরের কৃষকরা। ধান কেটেও ঘরে তুলতে পারেননি অনেকে। বৃষ্টির জেরে জমি তৈরি করেও আলু বসাতে না পারায় মাথায় হাত তাঁদের।

West Bengal News Live Updates : কলকাতার কয়েকটি জায়গা জলমগ্ন

নিম্নচাপের বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমেছে। লালবাজার ট্রাফিক কন্ট্রোল সূত্রে খবর, উত্তর ও মধ্য কলকাতার কয়েকটি জায়গা জলমগ্ন। 

West Bengal News Live : শক্তিক্ষয় করে বাংলার উপকূলে জওয়াদ, রাতভর বৃষ্টি কলকাতায়।

গভীর নিম্নচাপে পরিণত হয়ে পুরী পেরিয়ে উত্তর-পূর্বের দিকে জওয়াদ। শক্তিক্ষয় করে বাংলার উপকূলে। রাতভর বৃষ্টি কলকাতায়। 

প্রেক্ষাপট

 কলকাতা : দিঘা (digha), বকখালিতে (bakkhai) অশান্ত সমুদ্র। গোসাবায় ফুলেফেঁপে উঠেছে নদী। নদী (river) বাঁধ ভেঙে ফের জলের তলায় মৌসুনি দ্বীপ। সাগরে জলের তোড়ে উল্টে গেল নৌকা (boat)। বাংলায় ঢোকার আগে ঘূর্ণিঝড় জওয়াদ (jawad) ক্রমশ দুর্বল হয়ে পড়লেও, নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে চলছে বৃষ্টি।

সঙ্গে ভরা কটালের জেরে জলস্তর বেড়ে ওঠে হুগলি, হলদি (haldi) থেকে বিদ্যাধরী নদীর। জোড়া ধাক্কায় দক্ষিণবঙ্গের (south bengal) জেলাগুলিতে কার্যত বিপর্যস্ত জনজীবন। একের পর ঘূর্ণিঝড়ের ধাক্কায় বারবার বিধ্বস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার (south 24 pargana) মৌসুনি দ্বীপ। এবার জওয়াদের প্রভাবে বৃষ্টি এবং কটালের ধাক্কায় ফের ভাসল সমুদ্র লাগোয়া এই পর্যটনকেন্দ্র।

চিনাই নদীর বাঁধ ভাঙায়, রবিবার সকাল থেকে মৌসুনি দ্বীপের বালিয়াড়ায় হু হু করে ঢুকতে থাকে জল। প্রায় ২০০ ফুট নদীবাঁধ ভেঙে যাওয়ায়, ঠান্ডার মধ্যে বিপদে পড়েছেন দ্বীপের বাসন্দারা। নামখানা লাগোয়া সাগরের মহিষামারি গ্রামে, সমুদ্র বাঁধ উপচে নোনা জল ঢুকে পড়ায়, আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। 


জলের তোড়, সঙ্গে ঝোড়ো হাওয়া। এদিন সকালে, সাগরের কচুবেড়িয়ায় মুড়িগঙ্গা নদীতে ডুবে যায় পণ্যবাহী নৌকা। প্রশাসনের তরফে দিনভর চলে সচেতনতামূলক প্রচার। সমুদ্র উত্তাল না হলেও, দিনভর অশান্ত ছিল দিঘার সমুদ্র। তার সঙ্গে নাছোড় বৃষ্টি। তার ফলে সৈকত শহরে কার্যত হোটেলবন্দি ছিলেন পর্যটকরা।


পূর্ব মেদিনীপুরের আরেক পর্যটনকেন্দ্র মন্দারমণিতেও, এদিন সৈকতে ঘেঁষতে দেওয়া হয়নি পর্যটকদের। দক্ষিণ ২৪ পরগনার বকখালিতেও চোখে পড়ে প্রশাসনিত তৎপরতা। দুর্যোগের সতর্কতায় বন্ধ রাখা হয় হুগলির সব ফেরিঘাট। হাওড়াতেও এদিন বন্ধ ছিল একাধিক ফেরিঘাট। বেলার পর চলেনি হলদিয়া-নন্দীগ্রাম বন্ধ ফেরি সার্ভিস। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.