West Bengal News Live: 'মমতা সরকারের অদূরদর্শিতার জন্য বাংলার কৃষকদের ক্ষতি হয়েছে', তোপ দাগলেন শুভেন্দু অধিকারী

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 07 Dec 2023 03:10 PM
West Bengal Live Update:পাঁশকুড়ার রাতুলিয়া থেকে আজ  পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হল বাম যুব সংগঠনের ইনসাফ যাত্রা

পাঁশকুড়ার রাতুলিয়া থেকে আজ  পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হল বাম যুব সংগঠনের ইনসাফ যাত্রা।ইনসাফ যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন  রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ বামেদের একাধিক নেতৃত্বরা। 

West Bengal News:জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

'জাতীয় সঙ্গীত দেশকে সম্মান জানানোর জন্য? নাকি অন্য পক্ষকে ফাঁসানোর জন্য? প্রশ্ন উঠবে', বৃহস্পতিবার জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন ওই মামলায় তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ  দেয় হাইকোর্ট। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ, জানান বিচারপতি সেনগুপ্ত। সব মিলিয়ে হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের। 

West Bengal Live Update:ফের প্রচুর পরিমাণে চোরাই কয়লা বাজেয়াপ্ত করলো বীরভূমের নলহাটি থানার পুলিশ।

ফের প্রচুর পরিমাণে চোরাই কয়লা বাজেয়াপ্ত করলো বীরভূমের নলহাটি থানার পুলিশ। আটক করা হয়েছে পাঁচটি মোটরসাইকেল। ঘটনায় চারজন কয়লা পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ আব্দুল সাত্তার আনসারি, সিরাজ আনসারি, মেরাজ আনসারি ও প্রভাত মণ্ডল।

West Bengal News: যাত্রীবাহী অটোর সঙ্গে পিক আপের মুখোমুখি সংঘর্ষ মালদাল চাঁচলে, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক

যাত্রীবাহী অটোর সঙ্গে পিক আপের মুখোমুখি সংঘর্ষ।মালদাল চাঁচল আশাপুর রাজ্য সড়কের দিঘি-বাসিলহাট এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক, আহত একাধিক। পিকআপ ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ। অটোয় থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে। জখম হয়েছে বেশ কয়েকজন যাত্রী। ঘটনার পর পলাতক পিকআপ ভ্যানটি। এখনো মৃতের পরিচয় পাওয়া যায়নি।

West Bengal Live Update: হাওড়া ডিভিশনে কাজের জন্য ১০-২১ ডিসেম্বর পর্যন্ত বাতিল বহু ট্রেন, রুট বদল একাধিকের

 হাওড়া ডিভিশনে নন ইন্টার লকিং কাজের জন্য আগামী ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিলের পাশাপাসি, বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। বিশেষত পর্যটনের এই সময়ে কলকাতা থেকে উত্তরবংগের ডুয়ার্সে পৌছানোর কাঞ্চন কন্যা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। যার ফলে এইতিমধ্যেই সমস্যায় পরেছেন উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটকদের একাংশের , অনেকি টিকিট কেটে রেখেছেন এই ট্রেনে আসবেন বলে আবার অনেকেরই ফেরার টিকিট রয়েছে তাই হঠাত করে রেলের এই ঘোষনায় বিপাকে পরেছেন পর্যটকরা। 

West Bengal News:'মমতা সরকারের অদূরদর্শিতার জন্য বাংলার কৃষকদের ক্ষতি হয়েছে', তোপ দাগলেন শুভেন্দু অধিকারী

'বৃষ্টিতে প্রবল ক্ষতি হয়েছে ফসলের, আগে ফসল তুলতে বলা উচিত ছিল। মমতা সরকারের অদূরদর্শিতার জন্য বাংলার কৃষকদের ক্ষতি হয়েছে', তোপ দাগলেন শুভেন্দু অধিকারী।

West Bengal Live Update:কল্যাণী বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাজ্যপালের কনভয় ঘিরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ

কল্যাণী বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাজ্যপালের কনভয় ঘিরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। দেখানো হলো কালো পতাকা। গো ব্যাক স্লোগান।

West Bengal News:প্রধানের প্যাড,সিল এবং সই জাল করার অভিযোগে শ্রীঘরে ঠাঁই হলো মালদা থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের

প্রধানের প্যাড,সিল এবং সই জাল করার অভিযোগে শ্রীঘরে ঠাঁই হলো মালদা থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের। ঘটনাটি মালদা থানার।

West Bengal Live Update:ডুমা সমবায়ের পর উত্তর ২৪ পরগনার গাইঘাটার আরও একটি সমবায়ে জয় পেল বামেরা

ডুমা সমবায়ের পর উত্তর ২৪ পরগনার গাইঘাটার আরও একটি সমবায়ে জয় পেল বামেরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে শিমুলিয়াপাড়া আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমিতি নিজেদের দখলে রাখল তারা।

West Bengal News: ৯৯ হাজার টাকা মুল্যের ১৯৮ টি ৫০০ টাকার নকল নোট এবং ২০০ গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার মুর্শিদাবাদের এক বাসিন্দা

৯৯ হাজার টাকা মুল্যের ১৯৮ টি ৫০০ টাকার নকল নোট এবং ২০০ গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার মুর্শিদাবাদের এক বাসিন্দা। গত পরশু, মঙ্গলবার, তাকে গ্রেফতার করে এসএসবি-১৭ নং ব্যাটেলিয়ন। 

West Bengal Live Update:ভয়াবহ পথ দুর্ঘটনায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বুধবার মৃত্যু হল এক একাদশ শ্রেণীর স্কুল ছাত্রের

ভয়াবহ পথ দুর্ঘটনায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বুধবার মৃত্যু হল এক একাদশ শ্রেণীর স্কুল ছাত্রের। পাশাপাশি এই ঘটনায় এক মহিলা সহ দুজন মারাত্মকভাবে জখম হন। তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে দেগঙ্গার সোহাই নুনিয়াটি মোড়ে বেলেঘাটা ইছাপুর রোডের উপরে। 

West Bengal News: ফের মেট্রোয় আত্মহত্য়ার চেষ্টা। আজ সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ রবীন্দ্রসদন স্টেশনে আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্য়ার চেষ্টা করেন এক ব্য়ক্তি

ফের মেট্রোয় আত্মহত্য়ার চেষ্টা। আজ সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ রবীন্দ্রসদন স্টেশনে আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্য়ার চেষ্টা করেন এক ব্য়ক্তি। ঘটনার জেরে রবীন্দ্রসদন স্টেশনে আপ ও ডাউন লাইনে ব্য়াহত মেট্রো চলাচল। অফিস টাইমে মেট্রো চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো।

West Bengal Live Update:উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে মালদা এবং দিনাজপুরে।

উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে মালদা এবং দিনাজপুরে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা। এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।  উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা।

West Bengal News: ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্তীসগঢ় এলাকায় অবস্থান করছে, ফলে দক্ষিণবঙ্গে পুরোপুরি মেঘলা আকাশ

ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্রিশগড় এলাকায় অবস্থান করছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ বৃষ্টি বেশি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তর ২৪ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া এবং কলকাতা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হাওয়া বা মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই বাংলা উপকূলে।

West Bengal Live Update:অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের 'বয়সের ঊর্ধ্বসীমা'র তত্ত্বকে , এবার সটান খারিজ করে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কিচেন ক্য়াবিনেটের সদস্য় ববি হাকিম।

দলে বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে ফের কার্যত আড়াআড়ি বিভক্ত তৃণমূল! অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের 'বয়সের ঊর্ধ্বসীমা'র তত্ত্বকে , এবার সটান খারিজ করে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কিচেন ক্য়াবিনেটের সদস্য় ববি হাকিম। সম্প্রতি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, যে কোনও ক্ষেত্রেই একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। কিনতু, বুধবার এর উল্টোসুরে ফিরহাদ হাকিম বলেন, রাজনীতি আর চাকরি দুটো আলাদা, পার্টিতে আমরা হলাম ভলান্টিয়ার, কর্মচারী নই।

West Bengal News:চিৎপুরের কালিপ্রসন্ন সিংহ রোডের একটি গোডাউনে।

চিৎপুরের কালিপ্রসন্ন সিংহ রোডের একটি গোডাউনে। দো তলা ভবনের নীচের তলার একটি তামার পাত তৈরির কারখানা ছিল। সন্দেহ সেখানে প্রথ্ন আগুন লাগে সন্ধ্য়ে সাড়ে ৬টা নাগাদ। ৮টা নাগাদ দমকলে খবর দেওয়া হয়। দমকলের ১১টা ইঞ্জিন আসে। কারখানার ছাদের কাঠের বিমে আগুন ছড়িয়ে যায়। দো তলায় ছড়িয়ে যায়। বাইকের যন্ত্রাংশ তৈরির কারখানা, কস্মেটিক্সের কন্টেনারের গোডাউন। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘণ্টা চারেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। পাশে একটি বাড়ি ছিল। বাড়ির বাসিন্দা দ্রুত বেরিয়ে আসেন পাশে আশ্রয় নেন। কারখানা বন্ধ ছিল। কী করে আগুন জানা যায়নি।

West Bengal Live Update:গিরিরাজের আক্রমণের জবাবে মানহানি-মামলার হুঁশিয়ারি তৃণমূলের

গিরিরাজের আক্রমণের জবাবে মানহানি-মামলার হুঁশিয়ারি তৃণমূলের। চাপ বাড়াতে কাল সংসদে গাঁধী মূর্তির সামনে বিক্ষোভের ঘোষণা। 

West Bengal News:ভয়বহ পথ দুর্ঘটনায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বুধবার মৃত্যু হল এক একাদশ শ্রেণীর স্কুল ছাত্রের

ভয়বহ পথ দুর্ঘটনায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বুধবার মৃত্যু হল এক একাদশ শ্রেণীর স্কুল ছাত্রের। পাশাপাশি এই ঘটনায় এক মহিলা সহ দুজন মারাত্মকভাবে জখম হন। তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে দেগঙ্গার সোহাই নুনিয়াটি মোড়ে বেলেঘাটা ইছাপুর রোডের উপরে। 

West Bengal Live Update:বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে অভিষেকের তত্ত্ব, খারিজ করলেন ফিরহাদ।

বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ব খারিজ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 

West Bengal News:বিতর্কিত ফলক ভেঙে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ, লাগানো হল নতুন ফলক

বিতর্কিত ফলক ভেঙে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। লাগানো হল নতুন ফলক৷ তাতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সহ শান্তিনিকেতনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায়৷ প্রসঙ্গত, শান্তিনিকেতনে বিশ্ব ঐতিহ্যের ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী ও উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর নাম ছিল৷ নাম ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশে সেই ফলক ভেঙে দেওয়া হল বলে জানিয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো।

প্রেক্ষাপট

চিৎপুর কালীপ্রসন্ন সিংহি রোডে ই-বাইকের গুদামে বিধ্বংসী আগুন (Fire At Chitpur)। ঘটনাস্থলে দমকলের (Fire Tenders At Chitpur) ৭টি ইঞ্জিন। দাহ্য পদার্থ থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। 


বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে অভিষেকের (Abhishek Banerjee On Age) তত্ত্ব, খারিজ করলেন ফিরহাদ (Firhad Hakim Nullifies Age Controversy)। 


বয়স-বিতর্কে ফিরহাদের জবাব, পাল্টা জবাব কুণালের (Kunal Ghosh)।


বয়স বিতর্কে সৌগতের পাশেই ফিরহাদ, জবাব কুণালের। 


সলমনদের সঙ্গে চলচ্চিত্র উৎসবে নাচ। মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর কটাক্ষ


কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর তীব্র কটাক্ষ, গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী।


 গিরিরাজের আক্রমণের জবাবে মানহানি-মামলার হুঁশিয়ারি তৃণমূলের। চাপ বাড়াতে কাল সংসদে গাঁধী মূর্তির সামনে বিক্ষোভের ঘোষণা। 

আর্থিক বোঝা, দুর্নীতির দায়ে নিমজ্জিত বাংলা। নাচছেন মুখ্যমন্ত্রী। নিরোর সঙ্গে তুলনা করে কটাক্ষ  শুভেন্দুর। জবাব তৃণমূলের। 


৩৭০ ধারা বিলোপের পর এবার মিশন পিওকে। জম্মু-কাশ্মীর বিধানসভায় আসন সংরক্ষণে বিল পাস। 

জম্মু-কাশ্মীর বিল নিয়ে আলোচনার সময় সৌগতকে খোঁচা শাহের।


ইন্ডিয়া জোটের বৈঠক স্থগিত। ফোন করেছিলেন রাহুল, আগে থেকে জানানো হয়নি, দাবি মুখ্যমন্ত্রীর। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.