West Bengal News Live: তৃণমূলের মিছিল ঘিরে সন্দেশখালিতে ফের উত্তেজনা

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 07 Feb 2024 11:11 PM
WB Live Updates: পথচারীকে পিষে দিল লরি

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একের পর এক পথচারীকে পিষে দিল লরি। উত্তর দিনাজপুরের করণদিঘিতে ভয়াবহ দুর্ঘটনা, বেশ কয়েকজন আহত। নিয়ন্ত্রণ হারিয়ে ভুট্টা বোঝাই লরির ধাক্কা, সিভিক ভলান্টিয়ার-সহ ৬জন আহত। ডালখোলা থেকে রায়গঞ্জ আসার সময় জাতীয় সড়কে দুর্ঘটনা

West Bengal News Live: মাধ্যমিকে প্রশ্নফাঁস, মালদার মানিকচকে এক অভিযুক্ত গ্রেফতার

মাধ্যমিকে প্রশ্নফাঁস, মালদার মানিকচকে এক অভিযুক্ত গ্রেফতার। সোশাল মিডিয়ায় প্রশ্নপত্র, হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন গ্রেফতার। মানিকচকের একটি কেন্দ্র থেকে ইংরেজির প্রশ্নপত্র ফাঁস । পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁস। পেশায় গৃহশিক্ষক জীবন দাস একটি কোচিং সেন্টার চালান: পুলিশ সূত্র। 
 

WB Live Updates: শ্বশুরবাড়ি থেকে টাকা-গয়না চুরি, গ্রেফতার জামাই

শ্বশুরবাড়ি থেকে টাকা-গয়না চুরি, গ্রেফতার জামাই। শ্বশুরবাড়ি থেকে দেড় কোটি টাকার গয়না ও সাড়ে ৪ লক্ষ টাকা চুরি যায়। হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন বাড়ির মালকিন । সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার জামাই। ধৃত রাঘব শরাফ, শেক্সপিয়র সরণির একটি মিষ্টির দোকানের মালিক। রাঘব শরাফের এক কর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ। 

West Bengal News Live: ফেরার শেখ শাহজাহান, এবার অত্যাচারের অভিযোগে মুখ খুলছে সন্দেশখালি

ফেরার শেখ শাহজাহান, এবার অত্যাচারের অভিযোগে মুখ খুলছে সন্দেশখালি। ৩৩দিনে উলটপুরাণ, গ্রামবাসীদের প্রতিরোধের মুখে নৌকোয় চেপে পালাল তৃণমূল! জোর করে বিঘার পর বিঘা ভেড়ি দখলের অভিযোগ শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে । 

WB Live Updates: বিধানসভার অধিবেশনে প্রশ্ন জমা দিয়েও না এলে বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

 বিধানসভার অধিবেশনে প্রশ্ন জমা দিয়েও না এলে বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। প্রশ্ন জমা দিয়েও অনুপস্থিত থাকলে বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত স্পিকারের। পরবর্তী ২-৩ দিন সেইসব বিধায়কের প্রশ্ন আর নেওয়া হবে না বলে জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আজকের অধিবেশনে প্রশ্ন জমা দিয়েও আসেননি বিজেপির অনুপকুমার সাহা, তৃণমূলের কানাইচন্দ্র মণ্ডল

West Bengal News Live: 'কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চে জোর করে সরকারি কর্মীদের নিয়ে যাচ্ছে শাসকদল


'কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চে জোর করে সরকারি কর্মীদের নিয়ে যাচ্ছে শাসকদল। না গেলে দূরে বদলির হুঁশিয়ারি দেওয়া হচ্ছে'
বিস্ফোরক অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। শাসকদলের বিরুদ্ধে কর্মসংস্কৃতি নষ্ট করার অভিযোগ। ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে, পাল্টা দাবি আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতির। 

WB News Live Updates:৩৩দিনে উলটপুরাণ সন্দেশখালিতে

ফেরার শেখ শাহজাহান, এবার অত্যাচারের অভিযোগে মুখ খুলছে সন্দেশখালি। ৩৩দিনে উলটপুরাণ, গ্রামবাসীদের প্রতিরোধের মুখে নৌকোয় চেপে পালাল তৃণমূল! জোর করে বিঘার পর বিঘা ভেড়ি দখলের অভিযোগ শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে । 

West Bengal News Live: কাজল শেখকে পাশে বসিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিদায়ী জেলাশাসকের

বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখকে পাশে বসিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিদায়ী জেলাশাসকের। 'সভাধিপতি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কখনও সদস্য ছিলেন না। সরাসরি সভাধিপতি হিসাবে উঠে এসেছেন। অট্টালিকার পাঁচতলায় পৌঁছতে গেলে ধাপে ধাপে উঠতে হয়। তাহলে তিন-চারতলায় ওঠা সহজ হয়, কিন্তু ওঁর ক্ষেত্রে সেটা হয়নি', কাজল শেখকে পাশে বসিয়ে মন্তব্য বীরভূমের বিদায়ী জেলাশাসক বিধান রায়

WB News Live Updates:তৃণমূলের মিছিল ঘিরে সন্দেশখালিতে ফের উত্তেজনা

তৃণমূলের মিছিল ঘিরে সন্দেশখালিতে ফের উত্তেজনা

West Bengal News Live: ভোটের আগে সংগঠনে ফের 'সক্রিয়' হচ্ছেন অভিষেক


ভোটের আগে সংগঠনে ফের 'সক্রিয়' হচ্ছেন অভিষেক। ১৬ ফেব্রুয়ারি রাজ্য নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক। সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। মমতার ধর্না মঞ্চে গরহাজিরা নিয়ে জল্পনার মধ্যেই 'সক্রিয়' অভিষেক। 

WB News Live Updates: বেলগাছিয়া মিল্ক কলোনিতে বিধ্বংসী আগুন

বেলগাছিয়া মিল্ক কলোনিতে বিধ্বংসী আগুন।

West Bengal News Live:দিঘায় শুভেন্দুর নের্তৃত্বে মিছিল

দিঘায় পর্যটককে গণধর্ষণের অভিযোগ, প্রতিবাদে পথে শুভেন্দু। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিঘায় শুভেন্দুর নেতৃত্বে মিছিল

WB News Live Updates: 'কেন্দ্র টাকা না দিলেও আমরা টাকা পাঠানো শুরু করেছি', মন্তব্য মুখ্যমন্ত্রীর

'প্রধানমন্ত্রীকে অনেকবার বলেও লাভ হয়নি, ৩ বছর ধরে ১০০ দিনের কাজের টাকা মেলেনি। ২১ লক্ষ শ্রমিক কাজ করে টাকা পায়নি, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। কেন্দ্র টাকা না দিলেও আমরা টাকা পাঠানো শুরু করেছি। অভিষেকের নেতৃত্বে বঞ্চিতরা দিল্লি গিয়েছিল, কিন্তু লাভ হয়নি', হাওড়ার সভা থেকে মন্তব্য মুখ্যমন্ত্রীর।  

West Bengal News Live: তল্লাশির পরেই তলব, রাজ্যে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগের তদন্তে আরও তৎপর ED

তল্লাশির পরেই তলব। রাজ্যে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগের তদন্তে আরও তৎপর ED।

WB News Live Updates: বিজেপি কর্মীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে শুভেন্দু অধিকারী

বিজেপি কর্মীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে শুভেন্দু অধিকারী। ভূপতিনগরে দাঁড়িয়ে নন্দীগ্রাম মডেলে প্রতিবাদের ডাক শুভেন্দুর। 

West Bengal News Live: ইডির দেওয়া সময়সীমা পার, দ্বিতীয় তলবে এখনও এলেন না শেখ শাহজাহান

ইডির দেওয়া সময়সীমা পার, দ্বিতীয় তলবে এখনও এলেন না শেখ শাহজাহান

WB News Live Updates: ইডির দেওয়া সময়সীমা পার, দ্বিতীয় তলবে এখনও এলেন না শেখ শাহজাহান

ইডির দেওয়া সময়সীমা পার, দ্বিতীয় তলবে এখনও এলেন না শেখ শাহজাহান। রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডের তদন্তে আজ সকাল সাড়ে ১০টায় সন্দেশখালির তৃণমূল নেতাকে তলব করে ইডি।

West Bengal News Live: পূর্ব বর্ধমানের বুদবুদে তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

পূর্ব বর্ধমানের বুদবুদে তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ
রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার গ্যাস ডিপোর দুই শ্রমিক সংঘটনের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ

WB News Live Updates: সন্দেশখালিকাণ্ডের তদন্তে সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

সন্দেশখালিকাণ্ডের তদন্তে সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। রাজ্য পুলিশ ও সিবিআইকে নিয়ে সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ। রাজ্য পুলিশের তদন্তের ওপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। 

West Bengal News Live: বিস্ফোরক অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের

'কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চে জোর করে সরকারি কর্মীদের নিয়ে যাচ্ছে শাসকদল। না গেলে দূরে বদলির হুঁশিয়ারি দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। শাসকদলের বিরুদ্ধে কর্মসংস্কৃতি নষ্ট করার অভিযোগ। ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে, পাল্টা দাবি আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতির।

WB News Live Updates: বিধানসভায় রাজ্যে মহিলাদের ওপরে নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব

বিধানসভায় রাজ্যে মহিলাদের ওপরে নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব
মুলতুবি প্রস্তাব আনেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল
মুলতুবি প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করেন তাঁরা
প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনার অনুমতি দেননি অধ্যক্ষ
এরপরই বিধানসভায় কালো কাপড় নেড়ে প্রতিবাদ জানান বিজেপির বিধায়করা
প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান তৃণমূলের মহিলা বিধায়করা

West Bengal News Live: কলকাতায় ফের ইডি-র অভিযান

কলকাতায় ফের ইডি-র অভিযান। ঝাড়খণ্ডের রাঁচির আর্থিক তছরুপের একটি মামলায় দক্ষিণ কলকাতার মুদিয়ালিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান। সকাল থেকে ভগবান দাস হোল্ডিং প্রাইভেট লিমিটেডের ঠিকানায় এক ব্যবসায়ীর বাড়িতে টানা তল্লাশি ইডি-র। ওই ব্যবসায়ীর উত্তর কলকাতার অফিসেও তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

WB News Live Updates: ১০০ দিনের কাজে দুর্নীতির খোঁজে এবার তলব ২ জনকে

১০০ দিনের কাজে দুর্নীতির খোঁজে গতকাল ম্যারাথন তল্লাশির পর এবার তলব ২ জনকে। পঞ্চায়েতের প্রাক্তন এক্সিকিউটিভ অ্য়াসিস্ট্য়ান্ট রথীন্দ্র দে ও তাঁর বোন ইতি চট্টোপাধ্যায়কে তলব। 

West Bengal News Live: ED-র তলবে হাজিরা দেবেন শেখ শাহজাহান? নজরে সিজিও কমপ্লেক্স

একমাস পরেও অধরা শেখ শাহজাহান। আজ ফের তলব ইডির। হাজিরা দেবেন সন্দেশখালির বেতাজ বাদশা? নজরে সিজিও কমপ্লেক্স। 

WB News Live Updates: এবার ইডির নজরে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

সিবিআইয়ের পর এবার ইডির নজরে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করল ইডি
কাল সকাল ৯টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বাপ্পাদিত্যকে হাজিরার নির্দেশ
এর আগে এই মামলায় বাপ্পাদিত্যর বাড়িতে তল্লাশি করে সিবিআই
২৫ জানুয়ারি তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্যকে ম্যারাথন জিজ্ঞাসাবাদও করে সিবিআই

West Bengal News Live: শ্রীনিকেতনের মাঘ মেলায় তৃণমূলের মিছিল ঘিরে তৈরি হল বিতর্ক

ঐতিহ্য়ের মেলায় রাজনীতির দখলদারির অভিযোগ। রবীন্দ্র-ঐতিহ্য বিজড়িত শ্রীনিকেতনের মাঘ মেলায় তৃণমূলের মিছিল ঘিরে তৈরি হল বিতর্ক।

WB News Live Updates: রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডের তদন্তে সন্দেশখালির শেখ শাহজাহানকে আজ ফের তলব ইডির

রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডের তদন্তে সন্দেশখালির শেখ শাহজাহানকে আজ ফের তলব ইডির

West Bengal News Live:এবার হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ল শ্রীরামপুরে

এবার হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ল শ্রীরামপুরে

WB News Live Updates: CAG-এর রিপোর্ট নিয়ে বিজেপির আলোচনার দাবি ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা

CAG-এর রিপোর্ট নিয়ে বিজেপির আলোচনার দাবি ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। প্ল্য়াকার্ড হাতে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। CAG রিপোর্টের প্রেক্ষিতে তদন্তের দাবিতে, রাজ্য়পালের দ্বারস্থ হচ্ছে বিজেপি। প্রাপ্য় টাকা না দেওয়ার জন্য়ই কি এত বাহানা হচ্ছে? পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে তৃণমূল।

West Bengal News Live: তৃণমূল নেতা শেখ শাহজাহানকে দ্বিতীয়বারের জন্য তলব করেছে ED

সন্দেশখালিতে ED-র ওপর হামলার পর ৩৩ দিন পার। এখনও ফেরার দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডের তদন্তে সন্দেশখালি এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতিকে আজ দ্বিতীয়বারের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল সাড়ে ১০টায় সল্টলেকের CGO কমপ্লেক্সে ED-র দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। এর আগে গত ২৯ জানুয়ারি শেখ শাহজাহানকে তলব করেছিল ED. যদিও কেন্দ্রীয় এজেন্সির সেই প্রথম তলবে সাড়া দেননি সন্দেশখালিকাণ্ডের অভিযুক্ত মাস্টারমাইন্ড। এক মাসের বেশি সময় ধরে অন্তরালে রয়েছেন তিনি। গ্রেফতারি এড়াতে আইনজীবী মারফত একাধিক আদালতে আগাম জামিনের আর্জি জানিয়েছেন তৃণমূলের সন্দেশখালির টাইগার। ED-র দ্বিতীয় তলবে সাড়া দিয়ে কি আজ CGO-তে হাজির হবেন শেখ শাহজাহান? 

WB News Live Updates: প্রাথমিকে নিয়োগে দুর্নীতির মামলায় ইডির ভূমিকা নিয়েও সন্দেহ হাইকোর্টের

প্রাথমিকে নিয়োগে দুর্নীতির মামলায় ইডির ভূমিকা নিয়েও সন্দেহ হাইকোর্টের 

West Bengal News Live: মাধ্যমিক নিয়ে বিস্ফোরক অভিযোগ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের

'মাধ্যমিক পরীক্ষার জন্য পর্ষদ যে সেল তৈরি করেছে তাতে রয়েছেন শুভ্র বন্দ্যোপাধ্যায় নামে এক তৃণমূল নেতা'
'শুভ্র বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদক, তাঁকে নিযুক্ত করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়'
ফের বিস্ফোরক অভিযোগ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের
'মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কনফিডেন্সিয়াল সেলে কীভাবে নিযুক্ত শুভ্র বন্দ্যোপাধ্যায় ?'
'প্রধান শিক্ষকরা কীভাবে পরীক্ষা পরিচালনা করবেন, শুভ্রর হোয়াটসঅ্যাপ ম্যাসেজ শেয়ার করে জানাচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি '
'পরীক্ষায় অনিয়মের ক্ষেত্রে ব্যবহৃত কিউ আর কোডের পিছনে অয়ন শীলের মতো কেউ আছেন'
বিস্ফোরক অভিযোগ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের

WB News Live Updates: এবার শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিন্হার ভর্ৎসনার মুখে পড়ল ইডি

যে গতিতে তদন্ত হচ্ছে, তাতে সবাই ছাড়া পেয়ে যাবে। এবার শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিন্হার ভর্ৎসনার মুখে পড়ল ইডি। তদন্ত চালাতে গিয়ে পদে পদে বাধায় পড়ার অভিযোগ তুললেন ইডির আইনজীবী। সবকিছু খুব মসৃণ হবে ভেবেছিলেন? পাল্টা প্রশ্ন তুললেন বিচারপতি। মামলার শুনানি ১২ মার্চ।  

West Bengal News Live: তদন্ত ঠিকঠাক হলে ব্রিগেড ময়দানের মতো জেল লাগবে, খোঁচা বিরোধী দলনেতার

তদন্ত ঠিকঠাক হলে ব্রিগেড ময়দানের মতো জেল লাগবে, খোঁচা বিরোধী দলনেতার। শুভেনদুর হুঁশিয়ারির পরেই ইডির অ্যাকশন, প্রতিহিংসার অভিযোগে আক্রমণে কুণাল। 

WB News Live Updates: গরু, কয়লা, নিয়োগ, রেশনের পর এবার ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে ED

গরু, কয়লা, নিয়োগ, রেশনের পর এবার ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে ইডি। সল্টলেক, বহরমপুর, চন্দননগর থেকে ঝাড়গ্রাম, ৪ জেলার ৬জায়গায় তল্লাশি। 

প্রেক্ষাপট

গরু, কয়লা, নিয়োগ, রেশনের পর এবার ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে ইডি (ED)। সল্টলেক, বহরমপুর, চন্দননগর থেকে ঝাড়গ্রাম, ৪ জেলার ৬জায়গায় তল্লাশি। 


১০০ দিনের কাজে দুর্নীতির ইডি-তদন্তের ফার্স্ট ল্যাপেই স্ক্যানারে ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে পঞ্চায়েত কর্মী-অফিসার। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে অভিযান। 


অ্যাকশনে ইডি। তৃণমূলের হাতিয়ার শুভেন্দুর (Suvendu Adhikari) হুঁশিয়ারি। 


তদন্ত ঠিকঠাক হলে ব্রিগেড ময়দানের মতো জেল লাগবে, খোঁচা বিরোধী দলনেতার। শুভেন্দুর হুঁশিয়ারির পরেই ইডির অ্যাকশন, প্রতিহিংসার অভিযোগে আক্রমণে কুণাল।


সিবিআইয়ের পর ইডি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে সন্দেহ খোদ হাইকোর্টের। যে গতিতে তদন্ত, সবাই ছাড়া পেয়ে যাবে, আর কিছুই পাবে না, মন্তব্য বিচারপতির!


নিয়োগ দুর্নীতির তদন্তে হতাশ আদালত। সোনার কেল্লায় মুকুল-উদ্ধারে কাঁটা বেছানো পথ পেরোনোর প্রসঙ্গ টেনে সত্য সন্ধানে আশাবাদী সিবিআই। ১২ মার্চ শুনানি। 


প্রাথমিকে এবার বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু? ইঙ্গিত দিল হাইকোর্ট (Calcutta High Court)। অবৈধ বলে ঘোষণা করা ৯৪ জনের পদে ফের নিয়োগের দাবি চাকরিপ্রার্থীদের। 


দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ। ৩৬৪জনের নিয়োগ প্রক্রিয়া শুরু। ৫দিনের মাথায় অনশন প্রত্যাহার আন্দোলনকারীদের।


একদিনের ছুটি পেতে প্রথম শ্রেণির ছাত্রকে খুন সকুলেরই পড়ুয়ার! চাঞ্চল্য পুরুলিয়ার মানবাজারে। গ্রেফতার অভিযুক্ত অষ্টম শ্রেণির ছাত্র। 


সরকারি চাকরি থেকে নিট, জেইই-র মতো পরীক্ষায় কারচুপি রুখতে কড়া বিল আনল কেন্দ্র। অসাধু উপায় নিলেই ১০ বছরের জেল, ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.