West Bengal News Live Updates: সুকান্তর মিছিল ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
দরজা ভেঙে খোদ পুলিশকর্মীর বাড়িতে ঢুকে হাত ও চোখ বেঁধে বাড়ির সর্বস্ব লুঠ ডাকাতদলের। ডাকাতিতে বাঁধা দিলে পুলিশকর্মীর মাথায় ভারি বস্তুর আঘাত। এমনকি পালিয়ে যাবার সময় একজন প্রতিবেশী বাঁধা দিতে গেলে তাকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ মারে ডাকাত দল।গুরুতর জখম অবস্থায় আহত ব্যক্তি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
বিনা অনুমতিতে মিছিলের অভিযোগ। ডানকুনিতে সুকান্ত মজুমদারের বাইক র্যালি আটকাল পুলিশ। বিজেপি কর্মীদের সঙ্গে বচসা-ধাক্কাধাক্কি।
নন্দীগ্রাম দিবস ঘিরে সম্মুখসমরে তৃণমূল-বিজেপি। কুণালদের সভার ১০০ মিটার দূরেই সভা শুভেন্দুদের।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিভিন্ন জেলা থেকে আজ ব্রিগেডে আসছেন বাম কর্মী, সমর্থকরা। হাওড়া স্টেশনে নেমে জড়ো হচ্ছেন তাঁরা। এখান থেকে মিছিল করে যাবেন ব্রিগেডে।
হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বিভিন্ন জেলার ডিআইএফআই কর্মীরা হাওড়া লঞ্চঘাট থেকে লঞ্চে চেপে রওনা হন ব্রিগেডের উদ্দেশ্যে।
উধাও শেখ শাহজাহান। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। লুক আউট সার্কুলার ইডি-র। পরিবারের সদস্যদের নামেও সার্কুলার। দেশের সবকটি বিমানবন্দরে পাঠানো হল সার্কুলার।
থমথমে সন্দেশখালির আকুঞ্জিপাড়া। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তালা। খোঁজ নেই আত্মীয়দের। অন্তরালে থেকে অডিও বার্তা শাসক নেতার। স্থানীয় বাসিন্দাদের মুখেও কুলুপ।
সীমান্ত পেরিয়ে পালিয়েছে শেখ শাহজাহান, যোগাযোগ আছে জঙ্গিদের সঙ্গেও, ঘনিষ্ঠ নেতা-পুলিশের সঙ্গেও। পিস রুমে এসেছে অভিযোগ। অবিলম্বে তৃণমূল নেতাকে গ্রেফতারের নির্দেশ রাজ্যপালের।
আজ বাম-যুবদের ব্রিগেড সমাবেশ। রাতে বুদ্ধদেব ভট্টাচার্যর পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে গেলেন মীনাক্ষীরা। বড় ব্রিগেড, ভাল ব্রিগেড হবে, বার্তা বুদ্ধবাবুর, জানালেন মীনাক্ষী।
কলকাতায় ইতিমধ্যেই জড়ো হয়েছে ৫০ হাজার সদস্য সমর্থক, দাবি বাম যুব নেতৃত্বের। পুরুলিয়া, মুর্শিদাবাদ থেকে কলকাতার দিকে রওনা ট্রেনভর্তি সমর্থকদের। বাঁকুড়া থেকে ছাড়ল বাস।
আজ ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সমাবেশ। শহরের ৭ জায়গা থেকে ব্রিগেডমুখী মিছিল। উত্তরবঙ্গের ট্রেনে পৌঁছলেন সমর্থকরা। ওয়াই চ্যানেলে অস্থায়ী শিবির।
প্রেক্ষাপট
কলকাতা: আজ ডিওয়াইএফআইয়ের (DYFI) ব্রিগেড (Brigade) সমাবেশ। শহরের (Kolkata) ৭ জায়গা থেকে ব্রিগেডমুখী মিছিল। উত্তরবঙ্গের ট্রেনে পৌঁছলেন সমর্থকরা। ওয়াই চ্যানেলে অস্থায়ী শিবির।
কলকাতায় ইতিমধ্যেই জড়ো হয়েছে ৫০ হাজার সদস্য সমর্থক, দাবি বাম যুব নেতৃত্বের। পুরুলিয়া, মুর্শিদাবাদ থেকে কলকাতার দিকে রওনা ট্রেনভর্তি সমর্থকদের। বাঁকুড়া থেকে ছাড়ল বাস।
আজ বাম-যুবদের ব্রিগেড সমাবেশ। রাতে বুদ্ধদেব ভট্টাচার্যর পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে গেলেন মীনাক্ষীরা। বড় ব্রিগেড, ভাল ব্রিগেড হবে, বার্তা বুদ্ধবাবুর, জানালেন মীনাক্ষী।
সীমান্ত পেরিয়ে পালিয়েছে শেখ শাহজাহান, যোগাযোগ আছে জঙ্গিদের সঙ্গেও, ঘনিষ্ঠ নেতা-পুলিশের সঙ্গেও। পিস রুমে এসেছে অভিযোগ। অবিলম্বে তৃণমূল নেতাকে গ্রেফতারের নির্দেশ রাজ্যপালের।
সন্দেশখালিতে আক্রান্ত ইডি। দেড়দিনেও অধরা দুষ্কৃতীরা। শেখ শাহজাহানের কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে আক্রান্ত আধিকারিকদের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা।
থমথমে সন্দেশখালির আকুঞ্জিপাড়া। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তালা। খোঁজ নেই আত্মীয়দের। অন্তরালে থেকে অডিও বার্তা শাসক নেতার। স্থানীয় বাসিন্দাদের মুখেও কুলুপ।
উধাও শেখ শাহজাহান। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। লুক আউট সার্কুলার ইডি-র। পরিবারের সদস্যদের নামেও সার্কুলার। দেশের সবকটি বিমানবন্দরে পাঠানো হল সার্কুলার।
সন্দেশখালির পর বনগাঁতেও আক্রান্ত ইডি। শঙ্কর আঢ্যর গ্রেফতারির সময় কেন্দ্রীয় এজেন্সির গাড়িতে হামলা, ভাঙচুর। কার মদতে? উঠছে প্রশ্ন। হাওড়া, রায়গঞ্জ, বাঁকুড়ায় বিক্ষোভ বিজেপির।
শঙ্কর আঢ্যর ১৪ দিনের ইডি হেফাজত। হাজার কোটি নয় রেশনে ১০ হাজার কোটি টাকার দুর্নীতি। তার মধ্যে ২ হাজার কোটি গেছে দুবাইয়ে। শঙ্কর আঢ্যর সংস্থার মাধ্যমে বিদেশে টাকা পাচারের অভিযোগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -