West Bengal News Live Updates: নবজোয়ারে ফের 'ব্যালট'-বিশৃঙ্খলা, বহরমপুরে অভিষেকের ক্যাম্পের পাশেই তৃণমূল কর্মীদের হাতাহাতি

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 08 May 2023 12:00 AM
Live Blog West Bengal: অমর্ত্য সেনকে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস দেওয়ার প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ চলবে আরও ২ দিন

জমি বিতর্কে অমর্ত্য সেনকে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস দেওয়ার প্রতিবাদে বিশ্বভারতী বাঁচাও কমিটির অবস্থান-বিক্ষোভ চলবে আরও ২ দিন। অবস্থান বিক্ষোভের দ্বিতীয় দিনে জানালেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। 

WB LIVE News Updates: বাতিল হল অমিত শাহর কালকের বহরমপুরের জনসভা

বাতিল হল অমিত শাহর কালকের বহরমপুরের জনসভা। কাল রাতে কলকাতায় আসবেন অমিত শাহ। মঙ্গলবার, সকালে যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। দুপুরে পেট্রাপোল সীমান্তে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধেয় অংশ নেবেন সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে।

West Bengal News and Live Updates: বাড়ি ফেরার পথে আমডাঙার মথুরায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি

বাড়ি ফেরার পথে আমডাঙার মথুরায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি। বাইকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, হাতে গুলি লেগেছে সৈয়ব আলির। ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে, কী কারণে গুলি খতিয়ে দেখছে পুলিশ।

WB LIVE News Updates: উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গ, তৃণমূলের নবজোয়ারে ফের 'ব্যালট'-বিশৃঙ্খলা

উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গ, তৃণমূলের নবজোয়ারে ফের 'ব্যালট'-বিশৃঙ্খলা। বহরমপুরে অভিষেকের ক্যাম্পের পাশেই তৃণমূল কর্মীদের হাতাহাতি। 'গোপন ব্যালটে' ছাপ্পা ভোটের অভিযোগে চরম বিশৃঙ্খলা। ভোটার তালিকায় তৃণমূল কর্মীদের অনেকেরই নাম না থাকার অভিযোগ। প্রার্থী বাছাইয়ের গোপন ব্যালটে ভুয়ো ভোটারেরও অভিযোগ। তৃণমূল কর্মীদের হাতাহাতি, ছোড়া হল চেয়ার।

West Bengal News and Live Updates: ২০২৪-এর লোকসভা নির্বাচনে ৪০ আসন জয়ের লক্ষ্যে ঝাঁপাবে তৃণমূল, পাল্টা অধীর

২০২৪-এর লোকসভা নির্বাচনে ৪০ আসন জয়ের লক্ষ্যে ঝাঁপাবে তৃণমূল। মুর্শিদাবাদের ভগবানগোলায় কর্মিসভায় এই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের ৩টি লোকসভা আসনে জয়ের লক্ষ্যে কর্মীদের মাঠে নেমে পড়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই নিয়ে কটাক্ষ করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সমালোচনা করতে ছাড়ছে না বিজেপিও।

WB LIVE News Updates: হাজরায় ডিএ মঞ্চে শুভেন্দুর অধিকারীর সঙ্গে আব্দুল মান্নান, কৌস্তভ বাগচীর অংশগ্রহণ নিয়ে মন্তব্য অধীরের

হাজরায় বিজেপির সঙ্গে মঞ্চভাগ কংগ্রেসের। দলের তরফে কাউকে পাঠানো হয়নি, মন্তব্য অধীর চৌধুরীর। হাজরার ডিএ আন্দোলন মঞ্চে শুভেন্দুর সঙ্গে মান্নান, কৌস্তভের। 'কংগ্রেস বিজেপির সঙ্গে মঞ্চভাগ করবে এটা দুঃস্বপ্নেরও অতীত। দলের তরফে কাউকে পাঠানো হয়নি। কেউ ব্যক্তিগত সম্পর্কের খাতিরে যেতে পারেন', হাজরায় ডিএ মঞ্চে শুভেন্দুর অধিকারীর সঙ্গে আব্দুল মান্নান, কৌস্তভ বাগচীর অংশগ্রহণ নিয়ে মন্তব্য অধীরের।

WB LIVE News Updates: 'তৃণমূল জিতলে মানুষ তাঁর অধিকারের টাকা পাবে, নাহলে বঞ্চিত হবেন', দাবি অভিষেকের

তৃণমূল জিতলে মানুষ তাঁর অধিকারের টাকা পাবে, নাহলে বঞ্চিত হবেন। দাবি অভিষেকের। স্বপ্ন দেখাচ্ছেন, কটাক্ষ সুকান্তর। তৃণমূল-বিজেপির বোঝাপড়া, আক্রমণ সুজনের।

News Live Blog: পটাশপুরে শুভেন্দু অধিকারীর মুখে 'খেলা হবে'

পটাশপুরে শুভেন্দু অধিকারীর মুখে 'খেলা হবে'। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা দেখেছেন, আমাদের খেলাটাও দেখবেন। পার্থ-অর্পিতা জেলে, পিসি-ভাইপো বাকি আছে, ওটাও হয়ে যাবে। নন্দীগ্রামে হারার পর আমার বিরুদ্ধে একের পর এক মামলা। মামলা দিয়ে আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না', আমি ঠান্ডা করার লোক', হুঙ্কার শুভেন্দু অধিকারীর।

West Bengal Live Blog: অনুব্রত ও তাঁর পরিবারের সদস্য এবং তাঁদের নামে থাকা সংস্থাগুলিকে ভুয়ো লোনের ব্যবস্থা মনোজ মেহনতের, দাবি ইডির

কালো টাকা সাদা করতে ভুয়ো লোনের কারবার অনুব্রতর, উল্লেখ ইডির চার্জশিটে। মনীশ কোঠারির আত্মীয় হাওড়ার বাসিন্দা মনোজ মেহনত 'অ্যাকোমোডেশন এন্ট্রি অপারেটর' হিসাবে কাজ করতেন, দাবি ইডির চার্জশিটে। অনুব্রত মণ্ডলের 'অ্যাকোমোডেশন এন্ট্রি অপারেটর' হিসাবে কাজ করতেন মনোজ মেহনত, বদলে মিলত কমিশন, দাবি ইডির।  '২০১৯ সাল থেকে মনোজ মেহনত তাঁর ৩টি পেপার কোম্পানি থেকে লোন দিয়েছিলেন অনুব্রতদের। সুকন্যার নামে থাকা ভোলে বোম রাইস মিল, নীল ডেভলপরস্ সহ বিভিন্ন অ্যাকাউন্টে লোন দেওয়া হয়েছিল। সায়গল হোসেনের নামে থাকা কোম্পানির অ্যাকাউন্টেও কখনও ১৯ লক্ষ, কখনও ২৬ লক্ষ টাকা লোন দেওয়ার নথি মিলেছে', দাবি ইডির। '২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ২৫ টির বেশি ট্রানজাকশনের মাধ্যমে ১০ কোটি টাকার ভুয়ো লোনের ব্যবস্থা, অনুব্রত ও তাঁর পরিবারের সদস্য এবং তাঁদের নামে থাকা সংস্থাগুলিকে ভুয়ো লোনের ব্যবস্থা মনোজ মেহনতের', ইডি সূত্রে খবর।

Live Blog West Bengal: অধীরকে বিজেপির বি-টিম বলে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মুর্শিদাবাদে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অধীরকে বিজেপির বি-টিম বলে আক্রমণ অভিষেকের
'দশকের পর দশক কংগ্রেসকে উজাড় করে দিয়েছে মুর্শিদাবাদ। বাংলার প্রাপ্য নিয়ে প্রধানমন্ত্রীকে অধীর চৌধুরী একটিও চিঠি লিখেছেন দেখাতে পারলে রাজনীতি ছাড়ব', চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal LIVE News Updates: কালো টাকা সাদা করতে ভুয়ো লোনের কারবার অনুব্রতর, উল্লেখ ইডির চার্জশিটে

কালো টাকা সাদা করতে ভুয়ো লোনের কারবার অনুব্রতর, উল্লেখ ইডির চার্জশিটে। মনীশ কোঠারির আত্মীয় হাওড়ার বাসিন্দা মনোজ মেহনত 'অ্যাকোমোডেশন এন্ট্রি অপারেটর' হিসাবে কাজ করতেন, দাবি ইডির চার্জশিটে। অনুব্রত মণ্ডলের 'অ্যাকোমোডেশন এন্ট্রি অপারেটর' হিসাবে কাজ করতেন মনোজ মেহনত, বদলে মিলত কমিশন, দাবি ইডির।

WB LIVE News Updates: স্কুল-দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ ঘোষ

স্কুল-দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ ঘোষ। 'বেসরকারি স্কুল থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নিচ্ছেন তৃণমূলের নেতারা। সরকারি স্কুল তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বেসরকারি স্কুলে বেতন দেওয়ার ঝামেলা নেই, উল্টে কাটমানি নাও। সব বড় বড় বেসরকারি স্কুল থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নিচ্ছেন তৃণমূল নেতারা', মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের

West Bengal News and Live Updates: অমর্ত্য সেনকে উচ্ছেদ নোটিস দেওয়ার প্রতিবাদে বিশ্বভারতী বাঁচাও কমিটির অবস্থান-বিক্ষোভের আজ দ্বিতীয় দিন

বিশ্বভারতী জমি বিতর্কে অমর্ত্য সেনকে উচ্ছেদ নোটিস দেওয়ার প্রতিবাদে বিশ্বভারতী বাঁচাও কমিটির অবস্থান-বিক্ষোভের আজ দ্বিতীয় দিন। একটি মঞ্চে চলছে বাউল গান, কবিতা পাঠ, ছবি আঁকা, আদিবাসী নৃত্য। প্রতিবাদ মঞ্চে রয়েছেন বিশ্বভারতীর অধ্যাপক, কর্মী, পড়ুয়া ও আশ্রমিকরা। প্রতিবাদ সভায় যোগ দিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। জমি-বিতর্কে রাজ্য সরকার অমর্ত্য সেনের পাশে রয়েছে। তিনি মোদি-বিরোধিতার ফল ভুগছেন বলে দাবি করেন মন্ত্রী। ৯ মে, রবীন্দ্র জয়ন্তী পালন করে শেষ হবে বিশ্বভারতী বাঁচাও কমিটির অবস্থান-বিক্ষোভ। 

WB LIVE News Updates:কাল থেকে জেলার ৫টি মহকুমাতে খোলা হবে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম

আগাম সতর্ক দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। কাল থেকে জেলার ৫টি মহকুমাতে খোলা হবে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম। সেখানে সারাক্ষণই থাকবেন সিভিল ডিফেন্সের কর্মীরা। সেচ ও বিদ্যুৎ দফতরের কর্মীদের আগামী একসপ্তাহ ছুটি বাতিল করা হয়েছে। আশ্রয়স্থল হিসেবে স্কুলগুলিতে প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি, সেচ দফতরের আধিকারিকদের নিয়ে দুর্বল বাঁধ। পরিদর্শন করছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা।

West Bengal News and Live Updates: এবার পুলিশকে হুঁশিয়ারি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর

এবার পুলিশকে হুঁশিয়ারি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। 'মনে রেখো এটা ২০১৮ নয়। মানুষের টাকায় কেনা উর্দিকে সম্মান করতে হবে। না হলে মানুষ উর্দি খুলে তৃণমূলের জামা পরিয়ে দেবে', তখন ঠেলা বুঝবেন, বীরভূমের সভা থেকে মন্তব্য সুজন চক্রবর্তীর

WB LIVE News Updates: মহামিছিলের পর বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনের ঝাঁঝ

মহামিছিলের পর বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনের ঝাঁঝ আরও তীব্র করার ভাবনা। রাজ্যজুড়়ে ডিএম অফিস ঘেরাও ও অবস্থানের ভাবনা। 'লাগাতার কর্মবিরতির কথাও ভাবা হচ্ছে। বৈঠক করে পরবর্তী রণকৌশল ঠিক হবে', জানালেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ

West Bengal News and Live Updates: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে এবার উদ্ধার হল বোমা

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে এবার উদ্ধার হল বোমা। দলেরই এক কর্মীকে মারধরের অভিযোগে গতকাল পথ অবরোধ করে তৃণমূল। আজ ঘটনাস্থলের ২০০ মিটার দূরে উদ্ধার হয় তাজা বোমা। জঙ্গলের মধ্যে মিলল দুই জ্যারিকেন ভর্তি তাজা বোমা। এলাকা ঘিরে রেখেছে পুলিশ, খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে


 

WB LIVE News Updates: পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে আইএসএফে ভাঙন

পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে আইএসএফে ভাঙন। সওকত মোল্লা, আরাবুল ইসলামদের হাত ধরে তৃণমূলে নাম লেখালেন নৌশাদ সিদ্দিকির দলের শতাধিক কর্মী, সমর্থক। দলত্যাগীদের বেশিরভাগই ভাঙড়ে পাওয়ার গ্রিড আন্দোলনের শরিক ছিলেন। দলত্যাগ নিয়ে জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির দাবি, দুর্নীতির অভিযোগে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল তৃণমূলে যোগদানকারীদের। অন্যদিকে, আইএসএফে ভাঙন ধরানোর পর, নৌশাদ সিদ্দিকির দলের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। তৃণমূল নাটক করছে বলে পাল্টা কটাক্ষ করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। 

West Bengal News and Live Updates: পঞ্চায়েত ভোটের আগে দিলীপ ঘোষের মুখে ফের বাঁশপেটা করার হুমকি

পঞ্চায়েত ভোটের আগে দিলীপ ঘোষের মুখে ফের বাঁশপেটা করার হুমকি। 'ভোট লুঠের চেষ্টা করলে ভাল করে ট্রিটমেন্ট করবেন, যেন হাসপাতাল হয়ে বাড়ি যায়, হাসপাতালের ট্রিটমেন্টের আগে আপনারা ট্রিটমেন্ট করবেন। গরিব মানুষকে ধোকা দিয়ে ভোট লুঠ করতে দেব না', হুঙ্কার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের

WB LIVE News Updates: অমিত শাহর '৩৫'-এর পাল্টা অভিষেকের '৪০'

অমিত শাহর '৩৫'-এর পাল্টা অভিষেকের '৪০'। লোকসভা ভোটের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলায় এসে লোকসভা ভোটে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। গতকাল ভগবানগোলায় ৪০ আসনের লক্ষ্যমাত্রা স্থির করলেন অভিষেক। 'তৃণমূলের যদি ৩৫-৩৬ জন সাংসদ থাকতেন, এদের টাকা আটকে রাখার ক্ষমতা হত না। পেট্রোলের দাম আরও ১০টাকা কমত, রান্নার গ্যাসের দাম কমত ৩০০ টাকা। ভোট ভাগাভাগির কারণে মানুষ বঞ্চিত হচ্ছে। একটি আসন কম পেলে তৃণমূলের কিছু যায় আসে না। একটি আসন তৃণমূল জিতলে আপনার অধিকারের টাকা পাবেন। আগামীদিন ৪০টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপাতে হবে।' ভগবানগোলায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

West Bengal News and Live Updates: ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে গ্রেফতার আরও ১

ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে গ্রেফতার আরও ১। ধৃতের নাম সুব্রত মণ্ডল, এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত

WB LIVE News Updates: সাগরে বাড়ছে ঘূর্ণিঝড় 'মোকা'-সম্ভাবনা

সাগরে বাড়ছে ঘূর্ণিঝড় 'মোকা'-সম্ভাবনা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । কাল সকালে পরিণত হবে নিম্নচাপে। বুধবারের মধ্যেই রূপ নেবে ঘূর্ণিঝড়ের। 'মোকা'-র পরোক্ষ প্রভাবে বাংলায় বাড়বে তাপমাত্রা। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় ও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গল ও বুধবার কলকাতায় পারদ পৌঁছতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি। আন্দামান আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা। ক্রমশ বাড়বে বৃষ্টির পরিমাণ, সঙ্গে বইতে পারে ১০০ কিমি বেগে ঝড়। 

West Bengal News and Live Updates: প্রতিনিয়ত চলছে হাতির তাণ্ডব, হচ্ছে ক্ষয়ক্ষতি

প্রতিনিয়ত চলছে হাতির তাণ্ডব। হচ্ছে ক্ষয়ক্ষতি। বাড়ছে প্রানহানির ঘটনা যা নিয়ে ঝাড়গ্রামের বালিভাষা  ও মোহন পুরে আতঙ্কে এলাকায় মানুষ। সাত সকালে ৬ নং জাতিয় সড়ক পেরিয়ে লোকালের চাষের জমিতে ৬০/৭০ টি  হাতির দল। সারা বছরেই হাতির জ্বালায়  নাজেহাল ঝাড়গ্রামবাসী। প্রতিনিয়ত হাতি তাণ্ডব চালাচ্ছে ঝাড়গ্রামের একাধিক জায়গায়। গতকাল রাত্রে সাঁকরাইল ব্লকের হাড়িভাঙ্গা গ্রামে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিঘে বিঘে চাষ জমি ।  আজ নতুন করে হাতির দল ঢুকল এই এলাকায় ঘটনা স্থলে বন দপ্তর।

Cyclone Mocha: মোকা-র পরোক্ষ প্রভাবে বাংলায় বাড়বে তাপমাত্রা

গত কয়েক বছরে মে মাসে একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এবার ধেয়ে আসছে মোকা। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। কাল সকালে এটি নিম্নচাপে পরিণত হয়ে বুধবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মোকা-র পরোক্ষ প্রভাবে বাংলায় বাড়বে তাপমাত্রা। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় ও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গল ও বুধবার কলকাতায় পারদ পৌঁছতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি হবে। অন্যদিকে, মোকা-র প্রভাবে আজ থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্রমশ বাড়বে বৃষ্টির পরিমাণ, সঙ্গে ১০০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

Abhishek Banerjee Rally LIVE Updates: ৭টি বিধানসভায় তাঁর কর্মসূচি রয়েছে অভিষেকের

তৃণমূলে নবজোয়ার যাত্রার ১৩ তম দিনে আজও মুর্শিদাবাদে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ৭টি বিধানসভায় তাঁর কর্মসূচি রয়েছে। প্রথমে ভগবানগোলায় জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। জিয়াগঞ্জ ও বেলডাঙায় তাঁর জনসংযোগ কর্মসূচি রয়েছে। রেজিনগর ও নওদায় আজ রোড শো করবেন অভিষেক। হরিহরপাড়ায় জনসভার পর বহরমপুরে তৃণমূলের অধিবেশনে যোগ দেবেন তিনি। এদিন অধীর-গড়েই রাত্রিবাস করবেন অভিষেক।

WB LIVE News Updates: তৃণমূলে নবজোয়ার যাত্রার ১৩ তম দিনে আজও মুর্শিদাবাদে থাকছেন অভিষেক

তৃণমূলে নবজোয়ার যাত্রার ১৩ তম দিনে আজও মুর্শিদাবাদে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal News and Live Updates: মশক-রিপোর্টে উদ্বেগ

উদ্বেগ বাড়াল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে দেওয়া রাজ্যের গত বছরের ডেঙ্গি ম্যালেরিয়ার পূর্ণাঙ্গ রিপোর্ট। ডেঙ্গি-ম্যালেরিয়ায় গতবছর রাজ্যে লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। রাজ্যের পাঠানো রিপোর্টে উল্লেখ, ডেঙ্গি এবং ম্যালেরিয়ায় মোট আক্রান্তের নিরিখে ২০২২-এ দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।

WB LIVE News Updates: ফের ভোট-বিশৃঙ্খলা!

এবার মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে দেখা দিল বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ক্যাম্পের কাছেই প্রার্থী বাছাইয়ে ভোটাভুটি ঘিরে চলল বচসা-ধস্তাধস্তি। এই ঘটনায় কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, সিপিএম।

West Bengal News and Live Updates: এখনও অধরা ৩১

ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও ২ তৃণমূলকর্মী। আজ দুপুরে গোড়ামহলের একটি ইটভাটা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। মৃতের পরিবারের করা এফআইআরে নাম ছিল ধৃত ২ জনেরই। যদিও গ্রেফতারি খুশি নয় বিজেপি নেতার পরিবার। সিবিআই তদন্তের দাবিতেই অনড় তারা। 

WB LIVE News Updates: অধরা রাজু, বাড়ছে ক্ষোভ!

বেলেঘাটাকাণ্ডের ৬দিন পরও রাজু নস্কর গ্রেফতার না হওয়ায় শনিবার শিয়ালদা আদালতের সামনে ক্ষোভ উগরে দিল তৃণমূল নেতা-কর্মীদের একাংশ। তাদের অভিযোগ, পরেশ পালের প্রশ্রয়েই রাজুর এই বাড়বাড়ন্ত। পুলিশ পুলিশের কাজ করছে। তিনি এর মধ্যে মাথা গলাবেন না, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের।  

West Bengal News and Live Updates: ত্রিবেণীতে আয়োজিত হবে কুম্ভমেলা

২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি হুগলির ত্রিবেণীতে আয়োজিত হবে কুম্ভমেলা। ১৩ ফেব্রুয়ারি হবে মহাস্নান। শনিবার ত্রিবেণীর কুম্ভমেলা ও মহাস্নানের দিন ঘোষণা করল আয়োজক কমিটি। ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে ত্রিবেণীর কুম্ভ মেলা। আগামীদিনে আরও বড় আকারে মেলা করার উদ্যোগ নিচ্ছেন ত্রিবেণীর কুম্ভ মেলার আয়োজকরা।

প্রেক্ষাপট

কলকাতা: তৃণমূলের (TMC) নবজোয়ার (Nabojoar) কর্মসূচি ঘিরে ফের উত্তেজনা। মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলায় ধস্তাধস্তিতে জড়ালেন তৃণমূল কর্মীরা (TMC)। জরুর গ্রাম পঞ্চায়েতের ভোট (Panchayat Vote) প্রক্রিয়া শুরু হতেই বাধে বচসা। পুলিশি (Police) নিরাপত্তায় শনিবার জেলার ১১টি ব্লকের পঞ্চায়েতের প্রার্থী ঠিক করতে ভোট নেওয়া হয়। ব্লক সভাপতি গৌতম ঘোষের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগে সরব হয়েছেন তৃণমূল কর্মীদের একাংশ। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্লক সভাপতি। 


এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন- 


DA-আন্দোলনের শততম দিনে আজ কলকাতায় মহামিছিল করল সংগ্রামী যৌথমঞ্চ।আর এদিনই আন্দোলনকারীদের নিশানা করতে গিয়ে জিভ টেনে ছেঁড়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। আসি যাই, মাইনে পাই-চলবে না বলেও এদিন মন্তব্য করেন শাসকদলের এই নেতা।   


শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্য়ুর অভিযোগ ঘিরে, রাজনৈতিক চাপানউতোর চলছেই। শনিবারও সাংবাদিক বৈঠক করে, এই ঘটনা নিয়ে সুর চড়ায় তৃণমূল। শুভেন্দু অধিকারীর পদত্য়াগ দাবি করেন মন্ত্রী শশী পাঁজা। অন্য়দিকে, বিরোধী দলনেতার গ্রেফতারির দাবিতে সুর চড়ান কুণাল ঘোষ। বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার শনিবার পাল্টা দাবি করেছেন, এই দুর্ঘটনার জন্য় শুভেন্দু অধিকারী দায়ী নন। ফলে তাঁর পদত্য়াগের প্রশ্ন নেই। 
এই ঘটনা পরিকল্পনামাফিক ঘটানো হয়েছে কিনা, সেই প্রশ্নও তুলেছেন তিনি। এদিকে, এই ঘটনার তদন্তে নেমে, কনভয়ে থাকা চারজনকে নোটিশ পাঠিয়েছে চণ্ডীপুর থানার পুলিশ। এরা হলেন সিকিউরিটি ইনচার্জ মহেন্দ্র সিংহ, পার্সোনাল সিকিওরিটি অফিসার প্রসেনজিৎ ঘোষ, মুকেশ কুমার ও রঞ্জিত। ৯ মে সকাল ১১ টায় এই চারজনকে চণ্ডীপুর থানায় ডেকে পাঠানো হয়েছে। এই ঘটনায় ধৃত এক গাড়িচালক শনিবার জামিন পেয়েছেন। এদিনই দুর্ঘটনাস্থলে যায় ফরেনসিক বিশেষজ্ঞদের দল।


পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল বৈঠকে শোনা গেল চোর কটাক্ষ। অস্বস্তিতে পড়ে তড়িঘড়ি বৈঠক শেষ করেন TMCP ছাত্র নেতারা। বৃহস্পতিবারের ঘটনার অডিও ক্লিপ ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের ঘাড়েই দায় চাপিয়েছে TMCP। ওদেরই দলের কাজ, পাল্টা আক্রমণ শানিয়েছে SFI ও ABVP।


২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি হুগলির ত্রিবেণীতে আয়োজিত হবে কুম্ভমেলা। ১৩ ফেব্রুয়ারি হবে মহাস্নান। শনিবার ত্রিবেণীর কুম্ভমেলা ও মহাস্নানের দিন ঘোষণা করল আয়োজক কমিটি। ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে ত্রিবেণীর কুম্ভ মেলা। আগামীদিনে আরও বড় আকারে মেলা করার উদ্যোগ নিচ্ছেন ত্রিবেণীর কুম্ভ মেলার আয়োজকরা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.