WB News Live Updates: প্রায় ৯ দিন পর জামিন পেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
WB News Live Updates: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ১৬ জন হাওড়া জেলা আদালত থেকে জামিন পেলেন। পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ দেখানোর ৯দিন পরে জামিন পেলেন তাঁরা।
ইস্তফার ইচ্ছে প্রকাশ করলেন উত্তর দিনাজপুরের বিজেপির সহ সভাপতি। জেলা বিজেপি সভাপতিকে পাঠালেন চিঠি। বিষয়টিতে গুরুত্ব নিতে চান না জেলা বিজেপির আরেক সহ সভাপতি। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
আগরপাড়ার নেতাজি শিক্ষায়তনে মাধ্যমিকের অ্যাডমিট না পাওয়ার অভিযোগে শিক্ষকের মুখে কালি লাগিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।
সোমবার ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের দফতরে গেলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে সকাল ১১ টার সময় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের দফতরে যাওয়ার কথা থাকলেও সেখানে না গিয়ে প্রথমে অরণ্য ভবনে পৌঁছে যান অভিনেত্রী। পরে দুপুর দুটো নাগাদ যান ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের দফতরে। ১৫ জানুয়ারি একটি প্রাণীর গলায় শিকল বাধা অবস্থায় তার সঙ্গে সেলফি তোলেন তিনি। সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য শ্রাবন্তীকে তলব করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল।
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ২৩টি বিজেপি পরিবার যোগ দিল তৃণমূলে। স্থানীয় বিধায়কের উপস্থিতিতে হল দলবদল। তৃণমূলে যোগ দিয়েই পুরনো দলের বিরুদ্ধে তোপ দেগেছেন দলত্যাগীরা
মেদিনীপুরে দলের সম্বর্ধনা সভায় অনুপস্থিত দুই পুরসভার জয়ী তৃণমূল প্রার্থীদের একাংশ। আর তাই নিয়েই তুঙ্গে জল্পনা।বিজেপির কটাক্ষ, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই সম্বর্ধনা সভায় গরহাজিরা। অস্বীকার শাসক শিবিরের।
কুলপিতে বিক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতিকে কালো পতাকা, গো-ব্যাক স্লোগান। তৃণমূল ও বিজেপি কর্মীদের বচসা-হাতাহাতি। কুলপিতে আধ ঘণ্টা রাস্তা অবরোধ বিজেপি কর্মীদের।
বর্ধমানে কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আরও চড়ল রাজনীতির পারদ। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর হওয়ায়, তাঁকে গ্রেফতার করছে না পুলিশ। উল্টে প্রতিদিনই মৃতার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন কাউন্সিলরের অনুগামীরা। এই অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল
''এরকম যেন আর না ঘটে। গণতন্ত্রের পক্ষে শুভ নয়। এরকম ঘটনা না হওয়াই উচিত ছিল, এরকম হবে আমি ভাবিনি। এটা ছোট ব্যাপার নয়, বড় ব্যাপার'', প্রতিক্রিয়া রাজ্যপাল জগদীপ ধনকড়ের
মানুষ বাজেট জানতে চায়। আর এখানে তৃণমূল, বিজেপি নিজেরা মক ফাইট করছে। বিধানসভায় রাজ্যপালের ভাষণ ঘিরে বেনজির ঘটনা নিয়ে মন্তব্য সুজন চক্রবর্তীর।
জেইই মেনের জন্য উচ্চমাধ্যমিকের কয়েকটি পরীক্ষার দিন বদল। ১৬ এপ্রিলের বদলে কয়েকটি পরীক্ষা ১৩ এপ্রিল। ১৮ এপ্রিল একাধিক পরীক্ষার দিন বদলে ২৫ এপ্রিল পরীক্ষা। ২০ এপ্রিল অর্থনীতির পরীক্ষা হবে ২৬ এপ্রিল। ১৩ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে নেওয়া হবে ১৮ এপ্রিল। ২০ এপ্রিলের বদলে ২৬ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যযমিক। শেষ হবে ২৬ এপ্রিল।
বীরভূমে পাড়ুই থানার কেশাইপুরে বাবার মৃত্যু শোক নিয়েই মাধ্যমিক পরীক্ষা ২ পরীক্ষার্থীর।
''মুখ্যমন্ত্রীর ইশারায় তৃণমূলের মহিলা বিধায়করা রাজ্যপালকে হেনস্থা করেছে'', বিস্ফোরক বক্তব্য শুভেন্দু অধিকারীর।
বাঁকুড়া শহরে ভয়াবহ চুরি, বন্ধ ঘরের তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। গলির ভিতরে সি সি ক্যামেরায় ধরা পড়ল দুই সন্দেহভাজনের ছবি।
''সন্ত্রাসের পুরভোট'', মমতা সরকারকে একহাত নিয়ে সাংবাদিক বৈঠকে বার্তা শুভেন্দুর। তিনি বলেন, ''রাজ্যপালের ভাষণের প্রতিলিপি দেখে প্রতিবাদ করেছি''।
''বিধানসভায় অভূতপূর্ব ঘটনা ঘটেছে, আগে এরকম দেখেনি, তৃণমূলের বিধায়করা বারবার রাজ্যপালকে অনুরোধ করেন, এরকম কখনও হয়নি, রাজ্যপালকে ধন্যবাদ জানাচ্ছি'', জানালেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে পরীক্ষা কেন্দ্রে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ব্যবস্থাপনা খতিয়ে দেখার পাশাপাশি, ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাধ্যমিক পরীক্ষার্থীদের। এদিন পরীক্ষা শুরুর আগে ভবানীপুরের ইউনাইটেড মিশনারি ও বালিগঞ্জ সার্কুলার রোডের সেন্ট লরেন্স স্কুলে যান বিনীত গোয়েল।
দুই সাময়িক বরখাস্ত নেতার সঙ্গে গোপন বৈঠকে লকেট চট্টোপাধ্যায়। দুই সাময়িক বরখাস্ত নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারি। উপস্থিত আছেন সায়ন্তন বসু এবং রাজু বন্দ্যোপাধ্যায়
কুলপিতে তৃণমূলের বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতিকে কালো পতাকা, গো-ব্যাক স্লোগান। সুকান্ত মজুমদারের গাড়ি আটকে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। তৃণমূল ও বিজেপি কর্মীদের বচসা-হাতাহাতি। কুলপিতে আধ ঘণ্টা রাস্তা অবরোধ বিজেপি কর্মীদের। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়
আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। প্রথা মেনে এর আগে বসেছিল সর্বদলীয় বৈঠক
কিন্তু সর্বদলীয় বৈঠকে যোগ দিল না বিজেপি। বৈঠকে উপস্থিত ছিলেন শুধুমাত্র তৃণমূলের মন্ত্রীরাই
বিএসএফ ক্যাম্পে দুই বিএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু। মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাকমারি চর এলাকার ঘটনা। ‘নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরেই একে অন্যকে গুলি চালানোর ঘটনা ঘটে’। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান। ঘটনাস্থলে গেছেন বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ ক্যাম্প থেকে বার করে নিয়ে এসেছে।
প্রথমে গৃহকর্তা। এরপর সাড়ে তিনমাসের ব্যবধানে একই বাড়ি থেকে উদ্ধার গৃহকর্ত্রীর পচাগলা দেহ। গড়ফা থানার কেপি রায় রোডের বাড়ি থেকে গতবছরের নভেম্বরে গৃহকর্তা সংগ্রাম দে-র কঙ্কালসার দেহ উদ্ধার হয়। এবার উদ্ধার হল সংগ্রাম দে স্ত্রী অরুণার পচাগলা দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দিনদুয়েক আগে মহিলার মৃত্যু হয়। পুলিশের দাবি, বাবা-মার মৃত্যুর ব্যাপারে কাউকে কিছু জানাননি ছেলে কৌশিক দে। বাবার মৃতদেহ তিনমাস আগলে বসেছিলেন বলে পুলিশের দাবি। সেইসময় মানসিক বিকারগ্রস্ত কৌশিকের চিকিত্সা করানো হয়। এবার মায়ের দেহও আগলে বসেছিলেন ছেলে। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে গরফা থানার পুলিশ।
থানা থেকে পালাল বন্দি। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঘটনা। পুলিশ সূত্রে খবর, সোমনাথ ঘোড়াই নামে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে একাধিক থানায় চুরির অভিযোগ রয়েছে। ২৫ ফেব্রুয়ারি সাইকেল চুরির ঘটনায় ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে বেলদা থানার পুলিশ। চোরাই সামগ্রী উদ্ধারের পর ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, আজ সকালে লক আপের মধ্যে চিত্কার করায়, ওই বন্দিকে বাইরে আনা হয়। তখনই সে সকলের হাত এড়িয়ে চম্পট দেয় বলে পুলিশের দাবি। খবর পেয়ে বেলদা থানায় যান এসডিপিও
ইউক্রেন থেকে মালদার রতুয়ার বাড়িতে ফিরলেন মহম্মদ রাকিম হোসেন। কিভে চতুর্থ বর্ষের এমবিবিএস পড়ুয়া। গোলাগুলির মধ্যেই দীর্ঘ পথ পেরিয়ে আসতে হয়েছে হাঙ্গেরি সীমান্তে। গতকাল বাড়ি ফিরেছেন। এখন পড়াশোনা শেষ করা নিয়ে চিন্তিত ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়া।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সব ঘরে তালা দিয়ে রাখার অভিযোগে বীরভূমের পুলিশ সুপারের রিপোর্ট তলব করল হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে হবে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। একইসঙ্গে ভার্চুয়াল মাধ্যমে এস পি কে হাজির থাকতে হবে শুনানিতে। অচলাবস্থা কাটানোর বিষয়ে আদালতের দারস্থ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জলাতঙ্ক টিকার প্রথম ডোজ নেওয়ার পর বহু রোগী পরবর্তী ডোজ নিতে ভুলে যান। তাদের জন্যে বিশেষ মোবাইল মেসেজ রিমাইন্ডার ব্যবস্থা চালু করতে চলেছে বেলেঘাটা Infectious Disease Hospital। এ ছাড়াও, যারা pneumonia -swine flu ইত্যাদির টিকা নেবেন , তাদের ক্ষেত্রেও পরবর্তী ডোজ কবে সেটা মনে করানোর জন্যে মোবাইল মেসেজ পরিষেবা চালু হবে। চলতি মাসের ১০ তারিখ থেকে সেই ব্যবস্থা চালু হবে।
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দূর্ঘটনার কবলে যাত্রীবাহি টাটাসুমো।ঘটনায় মৃত ২ আহত ২। মেমারী থানার তক্তিপুর মোড় এলাকার ঘটনা। ঘটনার পর রাস্তায় স্প্রিড ব্রেকারের দাবী বেশ কিছুক্ষন রাস্তা অবরোধ স্থানীয়দের। পরে পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা জয়িতা রায়। কিভ ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। ৪-৫ দিন বাঙ্কারে থাকাকালীন ফুরিয়ে এসেছিল খাবার ও জল। তবু বাইরে বেরোনোর অনুমতি মেলেনি। শেষপর্যন্ত ইউক্রেনীয় সেনার সহযোগিতায় হাঙ্গেরি সীমান্তে পৌঁছন। গতকাল ফেরেন বালুরঘাটের বাড়িতে। কিন্তু ডাক্তারি পড়ার কী হবে, তা নিয়ে চিন্তিত জয়িতা ও তাঁর পরিবার।
চোখের সামনে ইউক্রেনীয় পরিবারকে গুলি করে মারে রুশ সেনা। ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন মালদার হরিশ্চন্দ্রপুরের মাসুম হামিদ পারভেজ। ইউক্রেনের কিভ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পড়ুয়া। যুদ্ধ শুরু দিন থেকেই বাঙ্কারে গাদাগাদি করে থাকতে হয়েছে। বাইরে অবিরাম গোলাবর্ষণ। অথচ বেরিয়ে খাবার কেনার উপায় ছিল না। বাঁচার তাগিদে দেশের পতাকা আঁকড়ে বেরিয়ে ১১ কিলোমিটার পথ পেরিয়ে কোনওমতে পৌঁছন হাঙ্গেরি সীমান্তে। গতকাল বাড়ি ফিরেছেন। ডাক্তারি ডিগ্রি মিলবে তো এই নিয়েই চিন্তায় ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়া।
আসল সমস্যা তো প্রশ্ন লিক হওয়া। যেখানে গোড়াতেই গলদ রয়েছে সেখানে পদক্ষেপ না করে, নেট বন্ধ রেখে সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করার কোনও অর্থ হয় না। মাধ্যমিক পরীক্ষার জন্য নেট বন্ধ করায় মন্তব্য দিলীপ ঘোষের।
বাঁকুড়ার বেলিয়াতোড়ে পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার। বেলিয়াতোড়ের পিড়রাগড়্যা গ্রামে আজ সকালে মাঠের মধ্যে দাঁতালের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে এলাকায় যান বন দফতরের কর্মীরা। মাঠের পাশেই রয়েছে বিদ্যুতের তার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
গরু পাচারকাণ্ডে ফের অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠাল সিবিআই। সূত্রের খবর, ১৪ মার্চ নিজাম প্যালেসে তলব করা হয়েছে অনুব্রতকে। সিবিআইয়ের দাবি, এর আগে দু’ বার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। তাই তৃতীয়বার নোটিস পাঠানোর সিদ্ধান্ত। এই নোটিসের পর হাজিরা না দিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। খবর সিবিআই সূত্রে।
আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ‘এটা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা’
‘ আত্মবিশ্বাসী থাকো, নিশ্চয় সাফল্য পাবে’। ‘এই বিশাল পরীক্ষা ব্যবস্থায় সবাইকে সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানাই’ ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী
ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত ও প্রকৃত দোষীদের গ্রেফতারির দাবিতে কলকাতায় মিছিল করল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রবিবার আমতায় নাগরিক কনভেনশনের মঞ্চ থেকে সিটের তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হয়। বিতর্ক চললেও সিটের তদন্তের ওপরেই আস্থা রাখার বার্তা দিয়েছে শাসকদল
চোখের সামনে ইউক্রেনীয় পরিবারকে গুলি করে মারে রুশ সেনা। ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন মালদার হরিশ্চন্দ্রপুরের মাসুম হামিদ পারভেজ। ইউক্রেনের কিভ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পড়ুয়া। যুদ্ধ শুরু দিন থেকেই বাঙ্কারে গাদাগাদি করে থাকতে হয়েছে। বাইরে অবিরাম গোলাবর্ষণ। অথচ বেরিয়ে খাবার কেনার উপায় ছিল না। বাঁচার তাগিদে দেশের পতাকা আঁকড়ে বেরিয়ে ১১ কিলোমিটার পথ পেরিয়ে কোনওমতে পৌঁছন হাঙ্গেরি সীমান্তে। গতকাল বাড়ি ফিরেছেন। ডাক্তারি ডিগ্রি মিলবে তো এই নিয়েই চিন্তায় ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়া।
আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। "এটা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। আত্মবিশ্বাসী থাকো, নিশ্চয় সাফল্য পাবে। এই বিশাল পরীক্ষা ব্যবস্থায় সবাই সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানাই।" ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী
সাত সকালে পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনা বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের পিড়রাগড়্যা এলাকার। স্থানীয়রা হাতিটির মৃতদেহ ওই এলাকার মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয় বেলিয়াতোড় রেঞ্জ অফিসে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বন দফতর। কী কারণে হাতিটির মৃত্যু হল তা খতিয়ে দেখছে বন দফতর।
জলাতঙ্ক টিকার প্রথম ডোজ নেওয়ার পর বহু রোগী পরবর্তী ডোজ নিতে ভুলে যান। তাঁদের জন্যে বিশেষ মোবাইল মেসেজ রিমাইন্ডার ব্যবস্থা চালু করতে চলেছে বেলেঘাটা ইনফেকসাস ডিজিজ হাসপাতাল।
নৈহাটিতে সেনাকর্মীর রহস্যমৃত্যু। মৃতের নাম গুরনাম সিং। গতকাল রাতে ওই সেনাকর্মীকে রক্তাক্ত অবস্থায় নৈহাটি স্টেশনের সাবওয়েতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে নৈহাটি জিআরপি।
গড়িয়াহাটে ৫২ বছরের মহিলাকে মারধরের অভিযোগ। বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। তাঁর বাড়ির পাঁচিলের ওপর থেকে বেআইনি নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ। মহিলার বাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। অভিযোগ প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দু’বছর পর আজ শুরু মাধ্যমিক। স্পর্শকাতর এলাকায় পরীক্ষার আগে থেকেই বন্ধ থাকবে ইন্টারনেট। করোনা আবহে মাস্ক পরেই পরীক্ষা।
আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। রাজভবনে ধনকড়-বিমান বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ। ধনকড়ের ট্যুইটে গতবারের ব্ল্যাক আউট প্রসঙ্গ। আজ কী হবে দেখতে পাবেন, প্রতিক্রিয়া অধ্যক্ষের।
প্রেক্ষাপট
কলকাতা : ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত ও প্রকৃত দোষীদের গ্রেফতারির দাবিতে কলকাতায় (kolkata) মিছিল করল কংগ্রেস (congress)। নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (adhir chowdhury)।
এবার কলকাতা পুলিশের কর্তার বাড়িতে চুরি। কলকাতা পুলিশের ট্রাফিকের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবাশিস ঘোষের বারুইপুরের বাড়িতে একের পর এক তালা ভেঙে চুরি। বাড়ির সামনের মন্দির থেকে গয়না চুরির অভিযোগ। বাড়ি থেকে নগদ টাকা চুরির অভিযোগ।
অ্যানাস্থেটিস্টের নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চর্মরোগের চিকিত্সা! রাজ্যের একাধিক জায়গায় চেম্বার। চিকিৎসা করতেন কলকাতাতেও। সহযোগী-সহ অভিযুক্ত ভুয়ো চিকিত্সককে গ্রেফতার করল রবীন্দ্র সরোবর থানার পুলিশ। ভুয়ো ডাক্তারের বাড়ি সল্টলেকে।
পরপর চারবার চিকিত্সক সংগঠন IMA-এর কলকাতা শাখার সভাপতি পদে নির্বাচিত হলেন নির্মল মাজি। প্রতিদ্বন্দ্বী প্রশান্ত ভট্টাচার্যকে ৯ ভোটে হারিয়েছেন চিকিত্সক-বিধায়ক। IMA-এর সহ সভাপতি পদে জয়ী হয়েছেন মৌসুমী বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভিমানি ও অসীম সরকার। সম্পাদক পদে নির্বাচিত মানব নন্দী। সহ সম্পাদক পদে জয়ী হয়েছেন আসিফ ইকবাল, কৌশিক বিশ্বাস ও শিল্পা বসু রায়। বিরোধীপক্ষের আরেক প্রার্থী অনির্বাণ দলুই কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। তাঁর জয়ের ব্যবধান ২৮টি ভোট। নির্মল মাঝি জানিয়েছেন, তাঁর পরের লক্ষ্য IMA-এর রাজ্য শাখা। যার সম্পাদক চিকিত্সক-সাংসদ শান্তনু সেন।
অবসর নেওয়ার পরেও শিক্ষকদের একাংশ পেনশন পাচ্ছেন না। এই অভিযোগে সরগরম শিক্ষা মহল। কেউ কেউ অভিযোগ করছেন, কাগজপত্র জমা দেওয়ার পরেও, পেনশনের নিশ্চয়তা মিলছে না। অর্থ দফতর সূত্রে খবর, পেনশনের ফাইলের প্রসেসিং চলছে। শিক্ষামন্ত্রী অবশ্য জানিয়েছেন, সমস্যা মোকাবিলায় নতুন পেনশন নীতি আনছে সরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -