West Bengal News Live Updates: টাকা নিয়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার অভিযোগে তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়ি ভাঙচুর

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 08 Aug 2022 11:51 PM
West Bengal News Live Updates: দমদম পার্কের এক নম্বর পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

দমদম পার্কের এক নম্বর পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সন্ধ্যাবেলা মৃতদেহ ভাসতে দেখে লেকটাউন থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে লেকটাউন থানার পুলিশ ।

WB News Live Updates: সোনা জয়ের পর কলকাতায় ফিরলেন হাওড়ার পাঁচলার দেউলপুরের তরুণ অচিন্ত্য শিউলি

বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জয়ের পর কলকাতায় ফিরলেন হাওড়ার পাঁচলার দেউলপুরের তরুণ অচিন্ত্য শিউলি। ভারোত্তোলনে পুরুষদের ৭৩ কেজি বিভাগে সোনা জিতলেন হাওড়ার পাঁচলার দেউলপুরের অচিন্ত্য শিউলি। সোনালি সাফল্যের নেপথ্যে রয়েছে হার না মানা লড়াই।

West Bengal News Live Updates: পাল্টা অভিযোগ বিধায়কের

টাকা নিয়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিধায়কের বাড়িতে। দলের পদ পেতে গেল বিধায়ককে টাকা দিতে হয় বলে অভিযোগ। যদিও টাকা নেওয়ার অভিযোগ উড়িয়ে পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিধায়কের। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেই হামলার অভিযোগ ইদ্রিশ আলির। 

WB News Live Updates: তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বাড়ি ভাঙচুর

টাকা নিয়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার অভিযোগে বিধায়কের বাড়িতে তাণ্ডব। মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূল বিধায়কের বাড়িতেই ভাঙচুর। তাণ্ডব চালাল তৃণমূলকর্মীদেরই একাংশ! তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বাড়ি ভাঙচুর।

West Bengal News Live Updates: রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে কী কাজ! প্রতিবাদে বিক্ষোভ

নন্দীগ্রাম থেকে আলিপুরদুয়ার, রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে কী কাজ?  কেন্দ্রীয় প্রতিনিধিদল আসার আগে রাত পর্যন্ত পঞ্চায়েত অফিসে কী কাজ? রবিবার রাতেও আলিপুরদুয়ারের ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে কর্মীদের ভিড়। নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতেও রাতে কীসের কাজ? প্রতিবাদে বিক্ষোভ। রাজ্যের দুর্নীতি ধামাচাপা দিতে রাতারাতি তথ্য লোপাটের চেষ্টার অভিযোগ। দুর্নীতি আড়ালে ফাইল লোপাটের অভিযোগ খারিজ তৃণমূলের।

WB News Live Updates: মদ্যপ অবস্থায় মাকে কুপিয়ে খুন, অভিযুক্ত ছেলে

টাকা নিয়ে বচসা, মদ্যপ অবস্থায় নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলো ছেলে। তারপর রাতভর মায়ের দেহ আগলে একই ঘরে রাত কাটাল খুনে অভিযুক্ত ছেলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের বানারহাট থানার তেলিপাড়া চা বাগান এলাকায়।

West Bengal News Live Updates: জামতাড়ায় ধৃত কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির বাড়িতে তল্লাশি সিআইডির

ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গলের অভিযোগ, 'এক থেকে দেড় বছর ধরে ঝাড়খণ্ডে সরকার ফেলার চেষ্টা হচ্ছে। কিছু বিধায়ককে টাকার প্রলোভন দেখিয়ে সরকার ফেলার চেষ্টা বিরোধীদের।' জামতাড়ায় ধৃত কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির বাড়িতে তল্লাশি সিআইডির। হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের ৩ সাসপেন্ডেড কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধার হয়। ৪৯ লক্ষ টাকা বাজেয়াপ্তের পরেই গ্রেফতার ঝাড়খণ্ডের তিন বিধায়ক।

WB News Live Updates: ঝাড়খণ্ডে সরকার ফেলার চেষ্টা বিরোধীদের, দাবি কংগ্রেস বিধায়কের

ঝাড়খণ্ড টাকা উদ্ধারকাণ্ডে ভবানী ভবনে এসে ৫ ঘণ্টা ধরে বয়ান রেকর্ড করালেন কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গল। আদালতে গোপন জবানবন্দি নেওয়া হবে জানিয়েছে সিআইডি, জানালেন জয়মঙ্গল। তাঁর অভিযোগ, 'এক থেকে দেড় বছর ধরে ঝাড়খণ্ডে সরকার ফেলার চেষ্টা হচ্ছে। কিছু বিধায়ককে টাকার প্রলোভন দেখিয়ে সরকার ফেলার চেষ্টা বিরোধীদের।'

West Bengal News Live Updates: ফেন্সিডিল উদ্ধারে গিয়ে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান

ফেন্সিডিল উদ্ধারে গিয়ে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান। নদিয়ার চাপড়া থানা এলাকায় অভিযানের সময় গুলিবিদ্ধ। বিএসএফ জওয়ানদের ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি পাচারকারীদের। হামলাকারীদের সন্ধানে যৌথ তল্লাশি অভিযান বিএসএফ ও পুলিশের।

WB News Live Updates: আগামীকাল ওড়িশায় গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারকে নোটিস

জনস্বার্থ মামলার নামে তোলাবাজির অভিযোগে রাঁচির আইনজীবী গ্রেফতারের ঘটনায় এবার কলকাতা পুলিশের নজরে ইডি-র আধিকারিক। আগামীকাল ওড়িশায় গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারকে নোটিস। পুলিশ সূত্রে দাবি, ধৃত আইনজীবী রাজীব কুমারের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের যোগ রয়েছে। সূত্রের খবর, ২০১৬ থেকে রাঁচিতে পোস্টিং ছিল ইডি-র আধিকারিক সুবোধ কুমারের। সম্প্রতি তিনি ওড়িশায় বদলি হন। 

West Bengal News Live Updates: অনুব্রত বীরভূম রওনা হওয়ার পরে চিনার পার্কে ফ্ল্যাটে এল সিবিআই

গরুপাচার মামলায় ফের সিবিআইয়ের কাছে হাজিরা এড়ালেন অনুব্রত। কলকাতা থেকে বীরভূম রওনা হওয়ার পরে চিনার পার্কে ফ্ল্যাটে এল সিবিআই।

WB News Live Updates: সামনে এল বালিগঞ্জ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ, ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ছিল গাড়ি

বালিগঞ্জ সার্কুলার রোডে ভয়াবহ দুর্ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এবিপি আনন্দর হাতে। ছবিতে দেখা যাচ্ছে, কালো BMW-কে ধাক্কা মেরে মহিলাকে পিষে দেয় জাগুয়ার। বিকেল ৩টে ৪৯ মিনিটে নাগাদ এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বিলাসবহুল গাড়ি নিয়ে রবিবার জয় রাইডে বেরিয়েছিলেন বালিগঞ্জ সানি পার্কের বাসিন্দা বছর উনিশের সুযশ পরশরামপুরিয়া। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় গাড়ির গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। চালককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

West Bengal News Live Updates: 'নিয়োগের কিছু আইনি দিক আছে, তা খতিয়ে দেখতে হবে', বৈঠকের পর বললেন ব্রাত্য বসু

‘আলোচনা হয়েছে, ওরা সবাইকে নিয়োগ করতে বলেছে। নিয়োগের কিছু আইনি দিক আছে, তা খতিয়ে দেখতে হবে। এসএসসি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর দাবি শিক্ষামন্ত্রীর। সবাইকে নিয়োগ করতে হলে অতিরিক্ত পদ তৈরি করতে হবে। কত শূন্য পদ প্রয়োজন, তা জানাতে বলা হয়েছে এসএসসিকে’, বৈঠকের পর জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

WB News Live Updates: ২ নম্বর ওয়ার্ডে থাকছেন অর্পিতা

আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দি পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। আজ অর্পিতার সঙ্গে দেখা করতে যান দুজন আইনজীবী। জেলের ভিতরে ২ নম্বর ওয়ার্ডে থাকছেন অর্পিতা। একটি ওয়ার্ডে ২০ জন কয়েদির সঙ্গে থাকছেন অর্পিতা।

West Bengal News Live Updates: ভিক্টোরিয়া মেমোরিয়ালে টাকা ‘তছরুপ’, সরকারি কর্মী গ্রেফতার

ভিক্টোরিয়া মেমোরিয়ালে টিকিট বিক্রির ১৩ লক্ষ টাকা তছরুপের অভিযোগ। ওই অভিযোগে গ্রেফতার টিকিট সেলস ক্লার্ক স্বপন দে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটরের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করল হেস্টিংস থানার পুলিশ।

WB News Live Updates: ঝাড়খণ্ড টাকা উদ্ধারকাণ্ডে অভিযোগকারী কংগ্রেস বিধায়কের বয়ান রেকর্ড

ঝাড়খণ্ড টাকা উদ্ধারকাণ্ডে অভিযোগকারী কংগ্রেস বিধায়কের বয়ান রেকর্ড হল। ভবানী ভবনে এসে বয়ান রেকর্ড করালেন কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গল। 'কিছু বিধায়ককে টাকার প্রলোভন দেখিয়ে সরকার ফেলার চেষ্টা', অভিযোগ ঝাড়খণ্ডের অভিযোগকারী কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গলের।

West Bengal News Live Updates: চিনার পার্কের বাড়ি থেকে ফের বেরোলেন অনুব্রত

এসএসকেএম থেকে এসেছিলেন চিনার পার্কের বাড়িতে। সেখান থেকে ফের বেরোলেন অনুব্রত মন্ডল। জানালেন, বাড়ি যাচ্ছেন তিনি। 

WB News Live Updates: ‘সবার চাকরি হবে, আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী'

‘সবার চাকরি হবে, আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী। মেধাতালিকায় নাম থাকা একজনও বঞ্চিত না হয়, আলোচনা সদর্থক হয়েছে’, জানালেন এসএসসি আন্দোলনকারীদের তরফে সরকারের সঙ্গে বৈঠকে যোগ দিতে আসা প্রতিনিধিরা।

West Bengal News Live Updates: গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের ৪১ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট

গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের ৪১ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট। সাপ্লিমেন্টারি চার্জশিটে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নাম। সিবিআইয়ের চার্জশিটে বিকাশ মিশ্র, সায়গল হোসেন, আব্দুল লতিফেরও নাম রয়েছে। চার্জশিটে থাকা ৩জনের সঙ্গে এনামুল হক, সতীশ কুমারের কথোপকথন হয়েছে, গরুপাচারকাণ্ডে কল রেকর্ডের তথ্য দিয়ে চার্জশিটে জানাল সিবিআই।

WB News Live Updates: এসএসসি আন্দোলনকারীদের সমস্যা মেটাতে বৈঠকে সরকার

এসএসসি আন্দোলনকারীদের সমস্যা মেটাতে বৈঠকে সরকার। শিক্ষামন্ত্রীর সঙ্গে গান্ধীমূর্তির পাদদেশে আন্দোলনরতদের বৈঠক। বিকাশ ভবনে আন্দোলনকারীদের ৮ প্রতিনিধি। ‘মেধা তালিকায় নাম থাকা প্রত্যেকের নিয়োগ চাই’, বিকাশ ভবনে ঢোকার আগে দাবি আন্দোলনকারীদের।

WB News Live Updates: জনস্বার্থ মামলার নামে তোলাবাজির অভিযোগে কলকাতা পুলিশের নজরে ইডি-র আধিকারিক

জনস্বার্থ মামলার নামে তোলাবাজির অভিযোগে রাঁচির আইনজীবী গ্রেফতারের ঘটনায় এবার কলকাতা পুলিশের নজরে ইডি-র আধিকারিক। আগামীকাল ওড়িশায় গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারকে নোটিস। পুলিশ সূত্রে দাবি, ধৃত আইনজীবী রাজীব কুমারের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের যোগ রয়েছে। 

West Bengal News Live Updates: গরু পাচারকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই

গরুপাচার মামলায় আসানসোলের বিশেষ আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। সূত্রের খবর, সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের। গরুপাচার মামলায় সিবিআইয়ের চার্জশিটে বিকাশ মিশ্ররও নাম রয়েছে বলে সূত্রের খবর।

WB News Live Updates: ‘অনুব্রতকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই’

‘অনুব্রতকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই’, জানিয়ে দিলেন এসএসকেএমের চিকিৎসকরা. জানিয়ে দিল অনুব্রতর চিকিৎসায় গঠিত ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড

West Bengal News Live Updates: পঞ্চায়েত অফিস থেকে নথি লোপাটের অভিযোগ

কেন্দ্রীয় প্রতিনিধিদল আসার আগে পঞ্চায়েত অফিস থেকে নথি লোপাটের অভিযোগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপির বিক্ষোভ। সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ চলাকালীন হাজির হন তৃণমূলের এক সদস্যা। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোয় উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি লুকোতেই পঞ্চায়েত অফিসে কাজের নামে নথি পাচার চলছে। তৃণমূলের পাল্টা দাবি, বিডিও-র নির্দেশেই নথি ঠিক রাখার কাজ চলছিল। মিথ্যা প্রচার করছে বিজেপি। 

WB News Live Updates: ফের বঙ্গভঙ্গের দাবি কোচবিহারের তুফানগঞ্জের বিজেপি বিধায়কের

জেলা ভাগের প্রসঙ্গ টেনে ফের বঙ্গভঙ্গের দাবি কোচবিহারের তুফানগঞ্জের বিজেপি বিধায়কের। মালতি রাভা রায়ের দাবি, যে যুক্তিতে রাজ্যে জেলা ভাগ করা হচ্ছে, একই কারণে উত্তরবঙ্গকেও আলাদা রাজ্য করা হোক। বাংলা ভাগ হলে উন্নয়ন ও প্রশাসনিক কাজকর্মে সুবিধা হবে। দাবি তুফানগঞ্জের বিজেপি বিধায়কের। স্বপ্নপূরণ হবে না, পাল্টা তোপ দেগেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর। প্রচার পেতেই বিজেপির এই মন্তব্য বলে কটাক্ষ শাসক-নেতার।

West Bengal News Live Updates: বালিগঞ্জ সার্কুলার রোডে ভয়াবহ দুর্ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ

বালিগঞ্জ সার্কুলার রোডে ভয়াবহ দুর্ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এবিপি আনন্দর হাতে। ছবিতে দেখা যাচ্ছে, কালো BMW-কে ধাক্কা মেরে মহিলাকে পিষে দেয় জাগুয়ার। বিকেল ৩টে ৪৯ মিনিটে নাগাদ এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বিলাসবহুল গাড়ি নিয়ে রবিবার জয় রাইডে বেরিয়েছিলেন বালিগঞ্জ সানি পার্কের বাসিন্দা বছর উনিশের সুযশ পরশরামপুরিয়া। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় গাড়ির গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। চালককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

WB News Live Updates: অনুব্রত মণ্ডলের আসার আগেই তাঁর চিকিত্সা নিয়ে এসএসকেএমে বিতর্ক

অনুব্রত মণ্ডলের আসার আগেই তাঁর চিকিত্সা নিয়ে এসএসকেএমে বিতর্ক। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জন্য আগেভাগে প্রস্তুত রাখা হয়েছে উডবার্ন ওয়ার্ডের ২১৬ নম্বর কেবিন। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রতর চিকিত্সা নিয়ে দ্বিধাবিভক্ত মেডিক্যাল বোর্ড। একদল চাইছেন, তাঁকে ভর্তি রেখে চিকিত্সা করতে। আরেকদল অনুব্রতকে পরীক্ষা না করে ভর্তি করতে নারাজ। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে মেডিক্যাল বোর্ড। 

West Bengal News Live Updates: ষাঁড়ের ট্রেন সফর

ষাঁড়ের ট্রেন সফর। লোকাল ট্রেনে ষাঁড় দেখে আতঙ্কিত যাত্রীরা। দিনদুয়েক আগে মালদা ডিভিশনের ঘটনা। ভাইরাল ভিডিও দেখে টনক নড়ে রেল কর্তৃপক্ষের। ভিডিও-তে দেখা যায়, মির্জা চৌকি স্টেশন থেকে লোকাল ট্রেনে ওঠে একটি ষাঁড়। সাহেবগঞ্জ স্টেশনে নেমে যায়। রেলের কামরায় ষাঁড় দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। রেলের তরফে জানানো হয়েছে, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, খতিয়ে দেখে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। এর আগে ৭ এপ্রিল, শিয়ালদা থেকে ডায়মন্ডহারবারগামী লোকালে ওঠে ঘোড়া। দক্ষিণ দুর্গাপুর থেকে উঠে নেমে যায় নেত্র স্টেশনে। ওই ঘটনায় গ্রেফতার হন ঘোড়ার মালিক। 

WB News Live Updates: চন্দননগর পৌরনিগম নোটিশ বোর্ডে পড়ল ডিআইএফ এর পোস্টার

চন্দননগর পৌরনিগম নোটিশ বোর্ডে পড়ল ডিআইএফ এর পোস্টার, পোস্টারে গুলিতে লেখা আছে অষ্টম শ্রেণীর ইতিহাস বই থেকে চোর এদের নাম বাদ দিতে হবে, আরেকটা পোস্টারে লেখা আছে হ্যাঁ এটা আপনার সন্তানের শিক্ষক হওয়ার স্বপ্ন বিক্রয়ের টাকা, ঘটনাস্থলে চন্দনগর কমিশনারেটের পুলিশ

West Bengal News Live Updates: ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। তার জেরে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায়। মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে লাল সতর্কতা। দিঘায় সকাল থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। পূর্ণিমার ভরা কটালের জেরে জলোচ্ছ্বাসের সম্ভাবনা। 

WB News Live Updates: ছুটির দিনে পঞ্চায়েত অফিসে রাত পর্যন্ত কাজ

কেন্দ্রীয় প্রতিনিধিদল আসার আগে, রবিবার ছুটির দিনে পঞ্চায়েত অফিসে রাত পর্যন্ত কাজ। দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে তৃণমূলকে কটাক্ষ বিজেপির। আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অবস্থা সরেজমিনে দেখতে আজ আলিপুরদুয়ারে কেন্দ্রীয় প্রতিনিধিদলের আসার কথা। তার আগে গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে কাজ চলছিল। তৃণমূল প্রধানের দাবি, প্রশাসনিক স্তরে নথিপত্র ঠিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণেই ছুটির দিনেও কাজ। কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি ঢাকার চেষ্টা তৃণমূলের, পাল্টা কটাক্ষ বিজেপির।

West Bengal News Live Updates: গরুপাচার মামলায় আজ CBI-এর কাছে হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল।

গরুপাচার মামলায় আজ CBI-এর কাছে হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। চিকিৎসার জন্য যাবেন এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর, কাশির সমস্যার পাশাপাশি, মাথা ও ঘাড়ে যন্ত্রণা হচ্ছে অনুব্রতর। ফিসচুলার পুরনো সমস্যা ফের মাথাচাড়া দিয়েছে। তাই সিবিআই হাজিরার বদলে আজ সকাল ১০টার পর এসএসকেএমে যাবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিত্সকরা। সিবিআই সূত্রে খবর, গরুপাচার মামলায় এনামুল হককে গ্রেফতারের পর জেরায় উঠে আসে অনুব্রত মণ্ডলের নাম। ইতিমধ্যেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই।

West Bengal News Live Updates: গরুপাচার মামলায় আজ CBI-এর কাছে হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল।

গরুপাচার মামলায় আজ CBI-এর কাছে হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। চিকিৎসার জন্য যাবেন এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর, কাশির সমস্যার পাশাপাশি, মাথা ও ঘাড়ে যন্ত্রণা হচ্ছে অনুব্রতর। ফিসচুলার পুরনো সমস্যা ফের মাথাচাড়া দিয়েছে। তাই সিবিআই হাজিরার বদলে আজ সকাল ১০টার পর এসএসকেএমে যাবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিত্সকরা। সিবিআই সূত্রে খবর, গরুপাচার মামলায় এনামুল হককে গ্রেফতারের পর জেরায় উঠে আসে অনুব্রত মণ্ডলের নাম। ইতিমধ্যেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই।

WB News Live Updates: নদিয়ার রানাঘাটে বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ

নদিয়ার রানাঘাটে বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গাড়ি ভাঙচুর। গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ ফুলিয়ার বাড়ি থেকে গাড়ি চালিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে চাকদায় দলীয় কাজে যাচ্ছিলেন বিজেপি এসসি মোর্চার নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অঙ্কন সরকার। অভিযোগ, রানাঘাটের দোয়ার পাড়ার কাছে দুই বাইক আরোহী রাস্তা আটকে ভারী কিছু ছুড়ে গাড়ির কাচ ভাঙে। রানাঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলার ঘটনায় তৃণমূল-যোগ রয়েছে বলে দাবি বিজেপি নেতার। জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলায় খোয়া লেগে ভাঙতে পারে গাড়ির কাচ, পাল্টা দাবি শাসকদলের।

West Bengal News Live Updates: বোমা উদ্ধারে ধৃতের সঙ্গে তৃণমূল নেতার ছবি ঘিরে বিতর্ক

বোমা উদ্ধারে ধৃতের সঙ্গে তৃণমূল নেতার ছবি ঘিরে বিতর্ক। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে সামনে চলে এল, উত্তর ২৪ পরগনার হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ও বর্তমান সভাপতির মতবিরোধ। ঘটনায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

WB News Live Updates: বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল দিঘাগামী পর্যটক ভর্তি বাস

হাওড়ার বাগনানের চন্দ্রপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল দিঘাগামী পর্যটক ভর্তি বাস। আহত ৪০ জন। তাঁদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। 

West Bengal News Live Updates: জাদুঘরে গুলিকাণ্ডে অনুতপ্ত অভিযুক্ত CISF জওয়ান

জাদুঘরে গুলিকাণ্ডে অনুতপ্ত অভিযুক্ত CISF জওয়ান অক্ষয়কুমার মিশ্র। পুলিশের দাবি, ধৃত জওয়ান জেরায় জানিয়েছেন কাজটা খারাপ হয়েছে। করা উচিত হয়নি। মাথা গরম করেই যে ভয়ানক ঘটনা ঘটিয়েছেন তাও কবুল করেছেন অক্ষয়। 

WB News Live Updates: লেকটাউনের দক্ষিণদাঁড়িতে গৃহবধূর রহস্যমৃত্যু

লেকটাউনের দক্ষিণদাঁড়িতে গৃহবধূর রহস্যমৃত্যু। রাতে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। খুনের অভিযোগে আটক স্বামী, শ্বশুর ও ননদ। মৃতের নাম পায়েল রায়। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঁচড় ও আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের অভিযোগ, সন্দেহবশে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী সুমন। তার জেরেই খুন বলে অভিযোগ। পাল্টা স্বামীর দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তা নিয়ে বহুবার আপত্তি জানান। গতকালও এই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হয়। তারপরই স্ত্রী আত্মঘাতী হন বলে স্বামীর দাবি। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ।

West Bengal News Live Updates: চিঠি-তরজা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ায় শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।ভোটদানের বিষয়টি দলের নজরে রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

WB News Live Updates: কোর্টে যাচ্ছে মৃতের পরিবার

গল্ফগ্রিনে যুবকের রহস্যমৃত্যুতে, CBI তদন্তের দাবিতে কাল হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে মৃতের পরিবার। থানায় যুবকের ঢোকার ফুটেজ পুলিশ দেয়নি কেন? প্রশ্ন তুলেছে মৃত দীপঙ্করের দাদা। আজ মৃতের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার অফিসাররা।

West Bengal News Live Updates: আনন্দ-গতিতে তছনছ!

একটা দুর্ঘটনা। তছনছ করে দিল গোটা সংসার। বালিগঞ্জের সার্কুলার রোডে, বেপরোয়া গতি পিষে দিল সংসারের একমাত্র রোজগেরে মানুষটিকে। সম্প্রতি মৃত্যু হয় মহিলার স্বামীর। আর আজ বেঘোরে প্রাণ গেল তাঁর। ৭ মাসের মধ্যে মা-বাবাকে হারিয়ে দিশেহারা দুই মেয়ে।

প্রেক্ষাপট

কলকাতা: একটা দুর্ঘটনা (Accident)। তছনছ করে দিল গোটা সংসার। বালিগঞ্জের সার্কুলার রোডে (Ballygunj Circular Road), বেপরোয়া গতি পিষে দিল সংসারের একমাত্র রোজগেরে মানুষটিকে। সম্প্রতি মৃত্যু হয় মহিলার স্বামীর। আর আজ বেঘোরে প্রাণ গেল তাঁর। ৭ মাসের মধ্যে মা-বাবাকে হারিয়ে দিশেহারা দুই মেয়ে।


গল্ফগ্রিনে যুবকের রহস্যমৃত্যুতে, CBI তদন্তের দাবিতে কাল হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে মৃতের পরিবার। থানায় যুবকের ঢোকার ফুটেজ পুলিশ দেয়নি কেন? প্রশ্ন তুলেছে মৃত দীপঙ্করের দাদা। আজ মৃতের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার অফিসাররা।


ঝাড়খণ্ডকাণ্ডের তদন্তে বাংলার পুলিশকে ফের কাজে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি শাসিত অসমে। CID সূত্রে দাবি, অবৈধ লেনদেনে অসমের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর নাম মিলেছে। গুয়াহাটিতে তাঁর বাড়িতে নোটিস দিতে গেলে অসম পুলিশ বাড়ি ঘিরে রাখে বলে অভিযোগ। যদিও অসম পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


খাওয়া-দাওয়া করছেন, বই পড়ছেন। তবে মোটের উপর জেলে চুপচাপই থাকছেন পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই খবর প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। তাঁর সেলের বাইরে লাগানো হল CCTV ক্যামেরা। তবে পার্থ চুপচাপ থাকলেও, অর্পিতা মাঝেমধ্যেই কান্নাকাটি করছেন বলে জেল সূত্রে খবর। 


সহকর্মীর গুলিতে মৃত্যু হয়েছে CISF-এর এএসআই রঞ্জিতকুমার সারেঙ্গির। কী থেকে যে কী হয়ে গেল? মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারের। অন্যদিকে, জখম অ্যাসিস্টান্ট CISF কমাডান্ট সুবীর ঘোষ বিপন্মুক্ত হলেও উৎকন্ঠায় পরিজনরা।                                                                       


CBI’এর কাছে হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে যাবেন তিনি। সেই কারণে হাজিরা দিতে পারছেন না বলে, ইমেল করে CBI’কে জানানো হয়েছে বলে সূত্রের খবর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.