West Bengal News Live Updates: ফের রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
ফের রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন। তারপর যাবেন পেট্রাপোলে, বিএসএফের অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলে অংশ নেবেন সায়েন্স সিটিতে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে।
বহরমপুরের পর এবার বড়ঞা, অভিষেকের নবজোয়ারে চূড়ান্ত বিশৃঙ্খলা। ক্যাম্পের মধ্যেই তৃণমূল বনাম তৃণমূলের সংঘর্ষ, বাইরে ব্যালট 'ছিনতাই'। ক্যাম্পে অভিষেকের উপস্থিতির মধ্যেই ব্যালট বাক্স বাইরে ফেললেন বিক্ষুব্ধরা। 'ভোটার লিস্টে শুধুই কেন জেলবন্দি বিধায়ক জীবনকৃষ্ণের অনুগামীরা?' প্রশ্ন তুলে প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে পাঁচথুপি ব্লক সভাপতির ঘনিষ্ঠদের বিক্ষোভ।
পঞ্চায়েত ভোটের আগে এবার অশান্ত আমডাঙা। বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের।
হামলার কারণ নিয়ে শাসকদলের অন্দরেই শোনা গিয়েছে ভিন্ন সুর! বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
গ্রুপ সি, গ্রুপ ডি থেকে নবম-দশম, চাকরি বাতিলের যাবতীয় সিদ্ধান্ত আপাতত স্থগিত। সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে স্থগিত রাখার সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের। স্কুল সার্ভিস কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। প্রায় ৩৫০০ চাকরি বাতিল আপাতত স্থগিত, খবর পর্ষদ সূত্রে।
চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগের ঘটনায় রবিবারই তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। আজ সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, কনভয়ের রুটে পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে না রাজ্য সরকার। বুধবার মামলার শুনানি হবে।
তৃণমূলের ২ গোষ্ঠীর বিবাদের জেরে তাজ বেঙ্গলে ১৪৪ ধারা! ১৪৪ ধারা ভেঙে হোটেল আধিকারিককে ঘিরে বিক্ষোভের অভিযোগ। দেশ বিদেশের অতিথিদের সামনেই যুযুধান তৃণমূলের কর্মী ইউনিয়নের ২ গোষ্ঠী। শ্লীলতাহানিতে অভিযুক্ত ৫ কর্মীর পুনবর্হালের দাবিতে বিক্ষোভ। হোটেলের মধ্যেই আধিকারিককে ঘেরাও করে তৃণমূলের ২ গোষ্ঠীর বিবাদ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অশান্তির জেরে তাজ হোটেলে জারি ১৪৪ ধারা!
'মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না। অগ্নি দিল তবুও গলিল না সোনা', আদালতে পেশের আগে আজ কবিতা আওড়ালেন পার্থ চট্টোপাধ্যায়
জেলে খুব কষ্ট হচ্ছে, আদালত থেকে বেরোনোর সময় মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের
ফের জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন। 'বাগ কমিটির রিপোর্টে যাদের নাম আছে তাঁদের আনা হচ্ছে না কেন? তদন্তের শেষ কি আপনি দেখতে পাচ্ছেন? সামাজিক ভাবে অপরাধী বানানোর চেষ্টা করা হচ্ছে', আদালতে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর।
বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি'। দ্য কেরালা স্টোরিকে নিষিদ্ধ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। কোনও হলে 'দ্য কেরালা স্টোরি' চললে পদক্ষেপের নির্দেশ, খবর সূত্রের।
'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিজেপি ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর। ‘জাতপাত ও বিভেদের রাজনীতি, আগুন নিয়ে খেলছে। এই ছবি নিয়ে সিপিএমের আগে সরব হওয়া উচিত ছিল। কেরলে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে সিপিএম’, সরব মুখ্য়মন্ত্রী।
বেলেঘাটাকাণ্ডে অভিযুক্ত রাজু নস্কর ওড়িশা থেকে গ্রেফতার। ওড়িশার গোপালপুর অন সি থেকে তৃণমূল নেতা রাজু নস্কর গ্রেফতার
প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদার। অ্যাপোলো হাসপাতালে ৭৯ বছর বয়সে প্রয়াত সমরেশ মজুমদার। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের মতো একের পর এক কালজয়ী উপন্যাস। বিকেল ৫.৪৫: অ্যাপোলো হাসপাতালে সাহিত্যিকের জীবনাবসান
বিচারপতি বদলালেও, বদলাল না নির্দেশ, স্বস্তি মিলল না অভিষেকের। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ। নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হার।
অজিত মাইতির কুড়মিদের নিয়ে মন্তব্যের জেরে জঙ্গলমহলে উত্তেজনার পারদ চড়ছে। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে অজিত মাইতি ও মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে ধিক্কার জানিয়ে দেখা গেল পোস্টার। কুড়মি সমাজের এই পোস্টারে অজিত মাইতির খলিস্তানি ও বিচ্ছিন্নতাবাদী-মন্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই মন্তব্যের দায় দলের নয়, অজিত মাইতির।
বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি'। দ্য কেরালা স্টোরিকে নিষিদ্ধ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। কোনও হলে 'দ্য কেরালা স্টোরি' চললে পদক্ষেপের নির্দেশ, খবর সূত্রের। দ্য কেরালা স্টোরি দেখালে অশান্তিতে উস্কানির আশঙ্কা রাজ্যের। দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করতে মুখ্যসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
'আইনগত বা সাংবিধানিক, কোনও সঙ্কট তৈরি হলে রাজ্যপাল শেক্সপিয়রের হ্যামলেট হয়ে থাকবে না। টু বি অর নট টু বি, পথের সন্ধান দেবে শিক্ষা।' জোড়াসাঁকোতে রবীন্দ্র জয়ন্তীর আগে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের।
কসবার রাজডাঙায় ভয়ঙ্কর দুর্ঘটনা, আহত ২। কসবার রাজডাঙায় লিফট ছিঁড়ে বিপত্তি। জেরিয়াট্রিক নার্সিংহোমে লিফট ছিঁড়ে বিপত্তি, আহত ২। গুরুতর আহত চিকিৎসক দম্পতিকে ভর্তি করা হয় রুবি হাসপাতালে। চিকিৎসক অনির্বাণ মিত্র ও তাঁর স্ত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসক অনির্বাণ মিত্রের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক।
কসবার রাজডাঙায় ভয়ঙ্কর দুর্ঘটনা, আহত ২। কসবার রাজডাঙায় লিফট ছিঁড়ে বিপত্তি। জেরিয়াট্রিক নার্সিংহোমে লিফট ছিঁড়ে বিপত্তি, আহত ২। গুরুতর আহত চিকিৎসক দম্পতিকে ভর্তি করা হয় রুবি হাসপাতালে। চিকিৎসক অনির্বাণ মিত্র ও তাঁর স্ত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসক অনির্বাণ মিত্রের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক।
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলায় তাপপ্রবাহ পরিস্থিতি। আগামী ৩ দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। বুধবার কলকাতাতেও তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। উত্তর-পশ্চিমের গরম হাওয়া বা লু-এর দাপট থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। ১০ মে নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় 'মোকা'য়। ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বাংলাদেশ ও মায়ানমার সংলগ্ন উপকূলে।
পুর-নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত, ১২ মে রায় দেবেন বিচারপতি অমৃতা সিন্হার। তদন্তে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, জানালেন বিচারপতি অমৃতা সিন্হা। পুর-নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য, ১ সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে কলকাতা হাইকোর্টে মামলা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। সেই মামলার শুনানি শেষ, ১২ মে রায়দান
কসবার রাজডাঙায় ভয়ঙ্কর দুর্ঘটনা, আহত ২। কসবার রাজডাঙায় লিফট ছিঁড়ে বিপত্তি। জেরিয়াট্রিক নার্সিংহোমে লিফট ছিঁড়ে বিপত্তি, আহত ২। গুরুতর আহত চিকিৎসক দম্পতিকে ভর্তি করা হল রুবি হাসপাতালে। চিকিৎসক অনির্বাণ মিত্র ও তাঁর স্ত্রীকে ভর্তি করা হল হাসপাতালে। স্থানীয়দের তৎপরতার শুরু উদ্ধারকাজ। ঘটনাস্থলে দমকল ও পুলিশ
জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবিতে এসএফআইয়ের মিছিল। সিটি কলেজ থেকে সুরেন্দ্রনাথ কলেজ হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস পর্যন্ত মিছিল।
খাদ্যভবনের ২ কর্মীকে বেআইনিভাবে বদলি করা হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগে খাদ্যভবনে কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। কর্মবিরতির ডাক দিয়েছে রাজ্য কো-অর্ডিনেশন কমিটিও। খাদ্যভবনে চলছে স্লোগান এবং পিকেটিং। মাঠে নেমেছে তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনও। কর্মসংস্কৃতি অক্ষুণ্ণ রাখার দাবিতে স্লোগান দেওয়া হচ্ছে।
স্বজন পোষণ, আবাস যোজনায় দুর্ণীতি সহ একাধিক অভিযোগ করে সাঁইথিয়া পুরসভা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। উপস্থিত বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা, রাজ্য সহসভাপতি শ্যামাপদ মন্ডল। এদিন সাঁইথিয়ায় মিছিল করে বিজেপি, তারপরই পুরসভা ঘেরাও করে।
নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়?
প্রশ্ন হাইকোর্টের বিচারপতির। তদন্তকারী সংস্থা যে কোনও কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। এতে অসুবিধা কীসের? তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়? প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হার। সিঙ্গল বেঞ্চ আপনার বিরোধিতা করে কিছু বলেছে বলে দেখছি না। তদন্তের সময় একাধিক ব্যক্তির নাম আসতেই পারে। এতে একজনের নাম এলে তিনি সহযোগিতা করবেন না কেন? একটু বেশি আশঙ্কায় ভুগছেন। কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ-মামলায় মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিন্হা। শুক্রবার পরবর্তী শুনানি।
আদালতে পেশের আগে পার্থর মুখে অভিষেক-স্তুতি। প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, 'অভিষেকের নবজোয়ার ১০০ শতাংশ সফল। অভিষেকের নবজোয়ার আসলে জনজোয়ার', আদালতে যাওয়ার পথে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের।
ফের বাড়ল অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ। আগামী ১২ জুলাই পর্যন্ত থাকতে হবে তিহাড় জেলেই। আগামী ১২ জুলাই মামলার পরবর্তী শুনানি। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আজ পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে।অনুব্রত জানান শনিবার তিনি তাঁর মেয়ের সঙ্গে দেখা করেছেন। সুকন্যা মণ্ডলকে জামিন দেওয়ার জন্যও আবেদন করেন অনুব্রত। পরবর্তী শুনানিতে ভার্চুয়াল হিয়ারিং-এর জন্য আবেদন জানান অনুব্রত। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ভার্চুয়াল হিয়ারিং-এর আবেদন। আদালত অনুব্রত মণ্ডলের আবেদন মঞ্জুর করেছে।
বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। ১০ মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেই নিম্নচাপ। ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বাংলাদেশ ও মায়ানমার সংলগ্ন উপকূলে
নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের এসএসসি ভবন অভিযান। করুণাময়ী এবং সেক্টর ফাইভ দুই জায়গা থেকে শুরু হবে অভিযান। দুই জায়গাতেই মোতায়েন বিশাল পুলিশবাহিনী
'মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না। অগ্নি দিল তবুও তো গলিল না সোনা', আদালতে পেশের আগে আজ কবিতাপাঠ পার্থ চট্টোপাধ্যায়ের। ইঙ্গিতপূর্ণ কবিতাপাঠ পার্থ চট্টোপাধ্যায়ের। 'অভিষেকের নবজোয়ার ১০০ শতাংশ সফল অভিষেকের নবজোয়ার আসলে জনজোয়ার', আদালতে যাওয়ার পথে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ পার্থ চট্টোপাধ্যায়-সহ ধৃতদের আদালতে পেশ। পেশ করা হয় আলিপুরে বিশেষ সিবিআই আদালতে। গত কয়েকদিনে তদন্তে নতুন কী তথ্য উঠে এসেছে, তা আদালতে জানাবে সিবিআই। পার্থ-সহ ধৃতদের জামিনের বিরোধিতা করা হবে, খবর সিবিআই সূত্রে
‘তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়?’ প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। ‘তদন্তকারী সংস্থা যে কোনও কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। এতে অসুবিধা কীসের? তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়?’ প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ।
বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মামলায় আদালতে ভর্ৎসনার মুখে কেন্দ্র। 'আদালতের নির্দেশের পরেও এখনও কেন মোতায়েন হল না কেন্দ্রীয় বাহিনী?' প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার
কিছু কুড়মি নেতার আচরণ খালিস্তানি নেতার মতো। তাঁদের কথায় জেলার কোথাও দেওয়াল লিখন বন্ধ করতে দেওয়া হবে না। জঙ্গলমহলে রাজনৈতিক প্রচারে দেওয়াল লিখন বন্ধের হুঁশিয়ারি নিয়ে কুড়মিদের উদ্দেশে জবাব দিয়ে বিতর্ক বাধালেন তৃণমূল নেতা অজিত মাইতি।
'নবজোয়ার মিটলেই পঞ্চায়েত ভোট', কবে ভোট, তা নিয়ে ধোঁয়াশার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের
'আইনগত বা সাংবিধানিক, কোনও সঙ্কট তৈরি হলে রাজ্যপাল শেক্সপিয়রের হ্যামলেট হয়ে থাকবে না। টু বি অর নট টু বি, পথের সন্ধান দেবে শিক্ষা', জোড়াসাঁকোতে রবীন্দ্র জয়ন্তীর আগে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের।
ফের গরমে পুড়বে বাংলা। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় পারদ উঠবে ৪০ ডিগ্রিতে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪০ ছাড়িয়ে যাবে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, মোকা-র পরোক্ষ প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে আগামী ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়তে পারে।
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় পুড়ে ছাই গ্যারাজ ও দোকান। গতকাল রাত ১২টা নাগাদ ডেবরার আষাড়ি এলাকায় প্রথমে মোটরবাইকের গ্যারাজে আগুন লাগে। সেখান থেকে পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দমকল আসার আগেই ভস্মীভূত হয়ে যায় গ্যারাজ ও দোকান। পরে দমকলের একটি ইঞ্জিন আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ স্পষ্ট নয়।
মাঝরাতে বর্ধমান স্টেশন চত্বরে দুষ্কৃতী তাণ্ডব। অভিযোগ, গতকাল রাত ১২টা নাগাদ লাঠি, বাঁশ, ধারাল অস্ত্র নিয়ে বেশ কয়েকজন চড়াও হয়। স্টেশন চত্বরে দোকান, ট্যাক্সি স্ট্যান্ড, পার্কিং এলাকায় ভাঙচুর চালায়। মারধরের পাশাপাশি, একাধিক দোকান, গাড়ি ও বাইক ভাঙচুর করে দুষ্কৃতীরা। ৩ জন আহত হন। বিশাল পুলিশ বাহিনী নিয়ে রাতে ঘটনাস্থলে যান বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ডানকুনির পারডানকুনিতে BD Casting এর ভিতর একটি কারখানায় ভয়াবহ আগুন। ভরে আচমকা আগুন লাগে। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। এই কারখানায় প্লাস্টাকের যাবতীয় আসবাবপত্র তৈরি হয়। ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ
বেলেঘাটার ঘটনায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। দ্বন্দ্বটা ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাসের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা রাজু নস্করের গোষ্ঠীর। যাতে নাম জড়িয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালেরও। এই ঘটনায় দলের একাংশের দিকে আঙুল তুলেছেন ধৃত রাজু নস্করের ছেলে স্বরাজ নস্কর। স্বরাজ উত্তর কলকাতার যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক। ৩০ এপ্রিলের ঘটনার জন্য তিনি দায়ী করেছিলেন উত্তর কলকাতার যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রণবীর সাহাকে। রণবীরকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এবার গ্রেফতার হলেন স্বরাজের বাবা, তৃণমূল নেতা রাজু নস্করও।
ডাবল সেঞ্চুরি আগেই হয়েছে। এবার কি ট্রিপল সেঞ্চুরির পথে? লাগাতার বাড়ছে মুরগির মাংসের দাম। চাষি থেকে বিক্রেতাদের দাবি, দাম বৃদ্ধির নেপথ্য়ে রয়েছে ২টি কারণ। প্রথমত, উৎপাদন কমে যাওয়া। ও দ্বিতীয়ত মুরগির খাবারের লাগাতার দাম বৃদ্ধি।
আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত সোমবার পরিণত হবে নিম্নচাপে। উত্তর আন্দামান সাগর ও মধ্য় বঙ্গোপসাগরে পৌঁছে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এর প্রত্যক্ষ প্রভাব পড়ার তেমন সম্ভাবনা নেই।
কালো টাকা সাদা করতে কোটি কোটি টাকা ভুয়ো ঋণ নিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সুকন্যা ও সায়গলের কোম্পানির অ্যাকাউন্টে সেই টাকা জমায় সাহায্য করেছিলেন হিসেব রক্ষক মণীশ কোঠারি, ইডি সূত্রে দাবি এমনটাই। ইডির চার্জশিটে উঠে এল মণীশ কোঠারির আত্মীয় মনোজ মেহনতের নামও।
গুলিকাণ্ডের ৭ দিনের মাথায় গ্রেফতার তৃণমূল নেতা রাজু নস্কর। ওড়িশার গোপালপুরের হোটেল থেকে গ্রেফতার বেলেঘাটাকাণ্ডে অন্যতম অভিযুক্ত রাজু নস্কর। রাজু নস্কর-সহ ৪ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বেলেঘাটায় সংঘর্ষের ঘটনার পর শাগরেদদের নিয়ে ওড়িশার বিলাসবহুল হোটেলে গা-ঢাকা রাজুর
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের রক্ত ঝরল। আমডাঙার মথুরায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চলল। বাইকে করে বাড়ি ফেরার পথে হামলা। ২ জন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায় বলে অভিযোগ।
তৈয়ব আলি মণ্ডলের হাতে গুলি লেগেছে। বারাসাতের যশোর রোডের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ তৃণমূল কর্মী।
শিকার করতে গিয়ে গলায় অস্ত্র বিঁধে বিপত্তি। বাঁকুড়া মেডিক্যাল কলেজে জটিল অস্ত্রপচারে প্রাণ বাঁচল পুরুলিয়ার বাসিন্দার। শিকার করতে গিয়ে আমচকাই গলায় অস্ত্র বিঁধে যায় এক ব্যক্তির। পুরুলিয়া জেলা হাসলাতালে নিয়ে গেলে সেখান থেকে বাঁকুড়া মেডিক্যালে রেফার করা হয়। বাঁকুড়া মেডিক্যালে ৫ ঘণ্টার অস্ত্রপচার সফল হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, স্থিতিশীল রয়েছেন রোগী। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রেক্ষাপট
কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে রাজ্যে ফের রক্ত ঝরল। আমডাঙার (Amdanga) মথুরায় তৃণমূল (TMC) কর্মীকে লক্ষ্য করে গুলি চলল। বাইকে করে বাড়ি ফেরার পথে হামলা। ২ জন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায় বলে অভিযোগ। তৈয়ব আলি মণ্ডলের হাতে গুলি লেগেছে। বারাসাতের যশোর রোডের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ তৃণমূল কর্মী।
এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন-
শিকার করতে গিয়ে গলায় অস্ত্র বিঁধে বিপত্তি। বাঁকুড়া মেডিক্যাল কলেজে জটিল অস্ত্রপচারে প্রাণ বাঁচল পুরুলিয়ার বাসিন্দার। শিকার করতে গিয়ে আমচকাই গলায় অস্ত্র বিঁধে যায় এক ব্যক্তির। পুরুলিয়া জেলা হাসলাতালে নিয়ে গেলে সেখান থেকে বাঁকুড়া মেডিক্যালে রেফার করা হয়। বাঁকুড়া মেডিক্যালে ৫ ঘণ্টার অস্ত্রপচার সফল হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, স্থিতিশীল রয়েছেন রোগী। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আনন্দপুরের কালিকাপুরে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পুলিশের দাবি, রবিবার দুপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর একটি চিঠি লিখে মগরাহাটে চলে যান স্বামী। চিঠিতে লিখেছিলেন, আত্মহত্য়া করতে যাচ্ছি। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বছর ৩৬-এর ললিতা সর্দারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত হরিপদ সর্দারকে মগরাহাট থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, গতকাল স্বামী-স্ত্রী দুজনেই কুলতলি থেকে ফিরেছিলেন। কী কারণে খুন, খতিয়ে দেখছে আনন্দপুর থানার পুলিশ।
পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি নিয়ে, ফের বিশৃঙ্খলা দেখা দিল মুর্শিদাবাদে। বহরমপুর স্টেডিয়ামে ভোটাভুটি শুরু হতেই অশান্তি চরমে ওঠে। মারধর থেকে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। অশান্তির এই আবহে, দলীয় নেতা-কর্মীদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনাস্থলে গিয়ে এসপি-র দেখা পাননি। কালিয়াগঞ্জের পর ফের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ময়নার ওসিকে তীব্র তিরস্কার করেছিলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। রবিবার, রাজ্য়পালের কাছে নালিশ জানাতে রাজভবনে যান তিনি।অভিযোগ জানান, রাজ্য প্রশাসনের তরফে চূড়ান্ত অসহযোগিতা করা হয়েছে। অরুণ হালদারের দাবি, পরবর্তীকালে যাতে, এই সমস্যা না হয়, তা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্য়ানের দাবি, এর আগে একাধিকবার নবান্নকে চিঠি দেওয়া হলেও কোনও সহযোগিতা মেলেনি। ময়না ও কালিয়াগঞ্জের ঘটনায় প্রশাসন যুক্ত রয়েছে বলে দাবি করেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -