WB News Live Updates: চক্রবেড়িয়ায় স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী গ্রেফতার
WB News Live Updates: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
দুই বাস চালকের বচসায় তুলকালাম বারাসাত। এক বাসের ধাক্কায় মৃত্যু হল অপর বাসের চালকের। ঘাতক বাসের চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে বারাসাত থানার পুলিশ।
পানীয় জলের সংকট না মেটায়, জনস্বাস্থ্য কারিগরি দফতরের ইঞ্জিনিয়ারকে খালি জলের বোতলের মালা পরালেন তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির সভাপতি। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। দীর্ঘদিন ধরেই একাধিক গ্রামে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে জানানো হয়েছে, পাইপলাইনে সমস্যার কারণেই এই সংকট দেখা দিয়েছে। এদিন ইঞ্জিনিয়ার এলাকায় গেলে, তাঁকে খালি বোতলের মালা পরিয়ে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া। হাতে খালি বালতি নিয়ে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় ইঞ্জিনিয়ারকে।
জামুড়িয়ার বাহাদুরপুরে বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ল বাড়ির একাংশ। বাড়ির একাংশ চাপা পড়ে ৭জন আহত, হাসপাতালে ভর্তি।
চক্রবেড়িয়ায় স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী গ্রেফতার। আত্মহত্যা বলে দাবি স্ত্রীর, ময়নাতদন্তে অন্য রিপোর্ট। আত্মহত্যা নয়, শ্বাসরোধ করে খুন, রিপোর্ট ময়নাতদন্তের: সূত্র। ময়নাতদন্তের রিপোর্টের পরেই খুনের অভিযোগে স্ত্রী গ্রেফতার।
দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার নামে চিপসের প্যাকেট। মুর্শিদাবাদের ডোমকলে যা বিপুল সাড়া ফেলেছে। সঙ্গে রয়েছে আবার উপহারও। কিন্তু ডোমকলের মানুষ যখন চিপসে মজে, তখন তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পরীক্ষায় ফেল করেও গ্রুপ ডি চাকরি ! গ্রুপ ডি-তে ৯০ জনের ভুয়ো চাকরি মামলা। এসএসসি রিপোর্ট অসম্পূর্ণ, ফের রিপোর্ট তলব হাইকোর্টের । নির্দিষ্ট ৩ প্রশ্নের উত্তর চাইল আদালত। মেধা তালিকা না থেকেও চাকরি কীভাবে ? মেধা তালিকায় পিছনে থাকাদের নিয়োগ কীভাবে ? জাতিগত সংরক্ষণ মানা হয়েছে ? ১৭ মার্চের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ এসএসসি কে, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে প্রাণ হাতে করে কোনওরকমে দেশে ফিরেছেন দুর্গাপুরের যমজ বোন। দেশে ফিরেও সেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। এবার মেডিক্যাল কোর্সের কী হবে? তা নিয়েই বাড়ছে দুশ্চিন্তা।
বন্যপ্রাণী সংরক্ষণ আইন ভাঙার অভিযোগে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের। ১৫ জানুয়ারি শিকল বাঁধা অবস্থায় বেজির সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ ওঠে শ্রাবন্তীর বিরুদ্ধে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তলব অভিনেত্রীকে। জিজ্ঞাসাবাদের পর শ্রাবন্তীর দাবি, 'শ্যুটিং করছিলাম, কারও একটা বেজি ছিল। আমি ধরে আদর করছিলাম।'
হলদিয়া বন্দরে ‘তোলাবাজি’, কোর্টের নির্দেশে তদন্তে সিবিআই। ‘দু’একদিনের মধ্যেই মামলার সমস্ত নথি দেওয়া হবে সিবিআইকে’, ‘২০১৩ থেকে ৫ বছরে ট্রাক থেকে কুপনের মাধ্যমে ২৫ কোটির লেনদেন’।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেল খোলার নির্দেশ কলকাতা হাইকোর্টের। ‘আপনি প্রশাসক, সব সমস্যাতেই পা ছুড়ে কাঁদলে হবে না’, উপাচার্যকে নিয়ে মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার। ‘অবিলম্বে হস্টেলের সমস্ত ঘর খোলার ব্যবস্থা করতে হবে’।
লেক গার্ডেন্সের একটি গোডাউনে আগুন। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন।
"উনি যদি মনে করেন এক কথায় তাড়িয়ে দেবেন.. কিন্তু উনি সতর্ক করছেন, আমি শুভেন্দু অধিকারী নই, মদন মিত্র'' মমতার কড়া বার্তার পর প্রতিক্রিয়া মদন মিত্রর
করোনাকালে নিয়োগ হওয়া চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সিদ্ধান্তের জেরে কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ। কোভিড ওয়ার্ডে নিয়োগ হওয়া অস্থায়ী কর্মীদের কাজে আসতে বারণ কর্তৃপক্ষের
তার জেরেই উত্তেজনা কলকাতা মেডিক্যাল কলেজে।
রাজ্য মন্ত্রিসভায় দফতরের রদবদল হল। পরিবহণের পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব গেল ফিরহাদ হাকিমের হাতে। এতদিন পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব ছিল চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে। চন্দ্রিমাকে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হল। এই রদবদলের ফলে মন্ত্রিসভায় বাড়তি দায়িত্ব পেলেন ফিরহাদ।
পাখির চোখ ২০২৪। ৫ মে থেকে রাজ্যে তিন ধাপে জনসংযোগ যাত্রা কর্মসূচি ঘোষণা মমতার। মঞ্চে ছিলেন অভিষেক পিকে।
দেউচা-পাঁচামি, তাজপুর কীভাবে বন্ধ করা যায় তা নিয়ে মিটিং করছে বাম-রামরা। ঝড় তুললে টনের্ডো তুলব। নাম না করে শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার।
তৃণমূলের সাংগঠনিক বৈঠকে দলীয় শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর হুঁশিয়ারি, প্রথমে সতর্ক করা হবে। তারপর শোকজ। না শুনলে সাসপেন্ডের পথে হাঁটবে দল।
সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় আজ জেল থেকে ছাড়া পেলেন। তবে এসএফআই, ডিওয়াইএফআই কর্মীরা তাঁকে রাসবিহারীতে নিয়ে আসার পর সেখানে গন্ডগোল হয় পুলিশের সঙ্গে। দুপুর ১টা ১০ নাগাদ মীনাক্ষী আলিপুর মহিলা জেল থেকে বেরনোর পর তাঁকে নিয়ে আসা হয় রাসবিহারীতে। কিন্তু মীনাক্ষীর গাড়ি রাসবিহারী আসার পরই উত্তেজনা ছড়ায়। ওই এলাকায় মিছিল করতে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বাম ছাত্র যুবদের ধস্তাধস্তি হয়। পরে সেখান থেকে বাম ছাত্র নেতাদের গ্রেফতার করে পুলিশ। যদিও মীনাক্ষী মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়নি। আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে পুলিশের ভূমিকার বিরুদ্ধে সিপিএমের বিক্ষোভ আন্দোলনে হাঙ্গামার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মীনাক্ষীকে। গতকালই তাঁর জামিনের নির্দেশ হয়।
পুরভোট মিটতেই চেয়ারম্যান পদ নিয়ে টানাপোড়েন বাঁকুড়ার বিষ্ণুপুরে। বহিরাগত চেয়ারম্যান চাই না, এই দাবিতে পোস্টার পড়ল বিষ্ণুপুর শহরের একাংশে। পোস্টারের সঙ্গে দলের সম্পর্ক নেই। বলছে তৃণমূল। পাল্টা কটাক্ষ বিজেপির।
নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে দলে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যোগ দিলেন তৃণমূলে। তিনি দলের সহ-সভাপতি হিসাবে কাজ করবেন বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী। এর আগেই বিজেপি থেকে সাময়িকভাবে বরখাস্ত হন জয়প্রকাশ মজুমদার। গতকালই জয়প্রকাশের সঙ্গে বৈঠকে করেন লকেট চট্টোপাধ্যায়।
তৃণমূলে যোগ দিচ্ছেন জয়প্রকাশ মজুমদার, খবর সূত্রের
মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যোগ দেবেন তৃণমূলে, খবর সূত্রের
দল থেকে তাঁকে বহিষ্কৃত করা হয়েছে, জানিয়ে দিল বিজেপি
গতকালই জয়প্রকাশের সঙ্গে বৈঠকে করেছিলেন লকেট চট্টোপাধ্যায়
পরিবহণের পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব গেল ফিরহাদ হাকিমের হাতে। ফলে মন্ত্রিসভায় বাড়তি দায়িত্ব পেলেন ফিরহাদ । চন্দ্রিমা ভট্টাচার্যকে করা হল অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেল খোলার নির্দেশ কলকাতা হাইকোর্টের । ‘আপনি প্রশাসক, সব সমস্যাতেই পা ছুঁড়ে কাঁদলে হবে না’, উপাচার্যকে নিয়ে মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার । অবিলম্বে হস্টেলের সমস্ত ঘর খোলার ব্যবস্থা করতে হবে, তালা ভেঙে ঘর খুলে হস্টেল সচল করার নির্দেশ আদালতের । ছাত্রদের ২ প্রতিনিধি, ২ কনস্টেবল, বিশ্বভারতী কমিটির উপস্থিতিতে হস্টেল খোলার নির্দেশ । ‘পরীক্ষার নির্ঘণ্ট অনুযায়ী পড়ুয়াদের ঘর বরাদ্দ করতে হবে’, নির্দেশ হাইকোর্টের
উত্তর ২৪ পরগনার ইছাপুরে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়াল। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বিধানপল্লি খালপাড় এলাকায় একটি ফাঁকা মাঠে কয়েকটি বোমা ফাটানো হয়। কয়েকটি বোমা আবার ফাটেনি। পরে সেগুলি নোয়াপাড়া থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুষ্কৃতীরাই এর পিছনে রয়েছে।
উত্তর ২৪ পরগনার বারাসাতে বাসের ধাক্কায় মৃত্যু হল এক বাস চালকের। গতকাল দুপুরে বারাসাতের ময়নায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, কলকাতা বহরমপুর রুটের একটি বাস ময়নায় খারাপ হয়ে দাঁড়িয়ে পড়ে। চালক ও খালাসি বাস মেরামতির কাজ করছিলেন। সেই সময় সেখানে এসে দাঁড়ায় ধর্মতলা করিমপুর রুটের একটি বাস। দ্বিতীয় বাসের চালক অভিযোগ করেন, ইচ্ছে করে বহরমপুর বাসের চালক আস্তে চালাচ্ছিলেন। এই নিয়ে দুই চালকের বচসা হয়। সেইসময় করিমপুর রুটের বাসের চালক আচমকা বাস ছেড়ে দিলে তা অন্য বাসের চালককে পিষ্ট করে দেয়। মৃত্যু হয় ওই বাস চালকের। ঘাতক বাসের চালক পলাতক। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবসে ট্যুইটারে শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটারে লেখেন, বিশ্বের নারীরা, আপনাদের অবদানের জন্য গর্ব বোধ করুন। আরও উজ্জ্বল হয়ে উঠুন। নিজেরা যা চান, তা করার শক্তি আপনাদের রয়েছে।
আন্তর্জাতিক নারী দিবসে সাইকেল মিছিল করলেন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। ত্রিধারা সম্মিলনী থেকে শুরু হয়ে গড়িয়াহাট পর্যন্ত মিছিল হয়। সাইকেল মিছিলে অংশ নেন দেবাশিস কুমারের মেয়ে দেবলিনা কুমারও। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের বার্তা দিয়ে এই মিছিল হয়।
আজ নজরুল মঞ্চে রাজ্যস্তরের বৈঠকে বসছে তৃণমূল। ইতিমধ্যে জাতীয় স্তরে সাংগঠনিক রদবদল সেরে ফেলেছে তৃণমূল। তৈরি হয়েছে নতুন ওয়ার্কিং কমিটি। এবার রাজ্য স্তরে কিছু জায়গায় রদবদলের সম্ভাবনা রয়েছে বলে শাসক দল সূত্রে খবর। ছাত্র সংগঠনে রদবদল হতে পারে। কিছু জেলায় সভাপতি পদেও রদবদলের সম্ভাবনা। রাজ্য সভাপতি বা মহাসচিব পদেও কি রদবদল হবে? এই জল্পনা ঘুরছে তৃণমূলের অন্দরে। বৈঠকে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল বিধানসভায় রাজ্যপালের ভাষণের আগে বিজেপি বিধায়কদের বিক্ষোভ নিয়ে সরব হয়েছে তৃণমূল। আজ শাসকদলকে বিঁধে দিলীপ ঘোষের পাল্টা জবাব, যাঁরা লোকসভায় গিয়ে রুলবুক, কাগজ ছুড়ে সাসপেন্ড হয়েছেন, তাঁরা এখন গণতন্ত্র শেখাচ্ছেন। বিধানসভা বিধায়করা দাবিদাওয়া জানাবেন, স্লোগান দেবেন, এটাই তো পদ্ধতি। আমতার ছাত্রনেতা আনিস খানের পাইপ বেয়ে পালাতে গিয়ে মৃত্যু হয়েছে, এই দাবি করেছেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। পাল্টা আক্রমণ করে দিলীপ ঘোষের প্রশ্ন, উনি কি ওখানে উপস্থিত ছিলেন? বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির দাবি, এবার সিট এর উচিত সওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা।
আন্তর্জাতিক নারী দিবসে সাইকেল মিছিল করলেন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। ত্রিধারা সম্মিলনী থেকে শুরু হয়ে গড়িয়াহাট পর্যন্ত মিছিল হয়। সাইকেল মিছিলে অংশ নেন দেবাশিস কুমারের মেয়ে দেবলিনা কুমারও। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের বার্তা দিয়ে এই মিছিল হয়।
পোষ্য বিড়াল নিয়ে ইউক্রেন থেকে বীরভূমের সিউড়ির বাড়িতে ফিরলেন ডাক্তারি পড়ুয়া শাহরুখ সুলতান আহমেদ। ২০১৬-য় ইউক্রেনের কিভে মেডিক্যাল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। কোর্স শেষ হতে আর দু’মাস বাকি ছিল।তার মধ্যেই যুদ্ধ-পরিস্থিতিতে তাঁকে ফিরে আসতে হল বাড়িতে। রোমানিয়ার বুখারেস্ট থেকে পরশু দিল্লি আসেন। গতকাল গভীর রাতে ফিরেছেন সিউড়ির বাড়িতে। তবে শাহরুখের অভিযোগ, পোষ্য বিড়াল নিয়ে তাঁকে প্রথমে একটি বিমানে উঠতে দেওয়া হয়নি। পরে এয়ার ইন্ডিয়ার বিমানে তিনি দেশে ফেরেন।
বর্ধমানে কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আরও চড়ল রাজনীতির পারদ। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর হওয়ায়, তাঁকে গ্রেফতার করছে না পুলিশ। উল্টে প্রতিদিনই মৃতার পরিবারের সদস্যদের হুমকি কাউন্সিলরের অনুগামীদের। এই অভিযোগ তুলে সরব বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
আগরপাড়ার নেতাজি শিক্ষায়তনে মাধ্যমিকের অ্যাডমিট না পাওয়ার অভিযোগে শিক্ষকের মুখে কালি লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের। এমনকি শিক্ষকদের মারধরেরও অভিযোগ। রেজিস্ট্রেশনে ভুল থাকায় সমস্যা, দাবি স্কুল কর্তৃপক্ষের। যারা নির্দিষ্ট সময়ের আগে আবেদন করেছে, তারা অ্যাডমিট কার্ড পেয়েছে। জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
আমতার ছাত্রনেতা আনিস খানের হত্যাকাণ্ডে নতুন মোড়! পাইপ বেয়ে পালাতে গিয়েই আনিসের মৃত্যু হয়েছে বলে দাবি করলেন সওকত মোল্লা। কী করে এই বিষয়টি জানলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক? পাল্টা প্রশ্ন তুলেছে আনিসের পরিবার।
প্রেক্ষাপট
কলকাতা : এক নজরে আজকের হেডলাইনস (Headlines)
- রাজ্যপালের বাজেট বক্তৃতা ঘিরে বিধানসভায় তুলকালাম। বিজেপির (BJP) বিক্ষোভ। কক্ষ ত্যাগের চেষ্টা জগদীপ ধনকড়ের ( Jagdeep Dhankhar)। তৃণমূল (TMC) বিধায়কদের বাধা।
- মুখ্যমন্ত্রীর অনুরোধে নিয়মরক্ষার বক্তৃতা রাজ্যপালের।
- বিজেপিকে বিক্ষোভ থামাতে অনুরোধ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। বিধানসভা ছেড়ে যেতে উদ্যত রাজ্যপাল। অধ্যক্ষ, পার্থ, শুভেন্দুর সঙ্গে কথা।
- তৃণমূলের হেনস্থা নিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগে মন্তব্য রাজ্যপালের। মার্শালের ভূমিকা নিয়ে প্রশ্ন।
- বিধানসভায় (Assembly) রাজ্যপালকে (Governor) হেনস্থার অভিযোগ। বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত বিজেপির মিছিল। কেউ কিছু বলেনি, শুধু মিথ্যে ভাষণ, পাল্টা চন্দ্রিমা।
- ভোটে সন্ত্রাসের অভিযোগে বিধানসভায় তুলকালাম। ভাষণে নেই বাস্তব পরিস্থিতি, দাবি শুভেন্দুর। নিজের ওয়ার্ডে হেরে নাটক, পাল্টা মুখ্যমন্ত্রী।
- বিধানসভা থেকে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ। তালগোল পাকাতে নকল লড়াই, অভিযোগ বিরোধীদের।
- ভোটে ভরাডুবি নিয়ে বিস্ফোরণের পরেই জয়প্রকাশ, রীতেশের সঙ্গে গোপন বৈঠকে লকেট। যোগ দিলেন সায়ন্তন, রাজু-ও।
- ফের তথাগতর নিশানায় বঙ্গ বিজেপি (BJP)।
- কুলপিতে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। গাড়ি আটকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান। প্রতিবাদে যাদবপুর, এমজি রোডে বিক্ষোভ।
- বিমানের কাছে হঠাৎ অন্য বিমান। দুর্ঘটনা এড়াতে আচমকা নামতে হয় ৮ হাজার ফুট, বারাণসীকাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। তদন্ত হোক, দাবি শুভেন্দুর।
- পাইপ বেয়ে পালাতে গিয়ে আনিসের মৃত্যু। সিটের রিপোর্ট প্রকাশের আগেই তত্ত্ব সওকতের। কী করে জানলেন, পাইপই তো নেই! পাল্টা পরিবার।
- আনিস হত্যাকাণ্ডের ১৬দিন পার। সিএফএসএলকে নিয়ে ফের আমতায় সিট। এসপি অফিসে বিক্ষোভের ৯দিন পরে মীনাক্ষীদের জামিন।
- উত্তরপ্রদেশের মসনদে ফিরতে চলেছে বিজেপিই। ইঙ্গিত প্রায় সব বুথ ফেরত সমীক্ষায়। পাঞ্জাবে পাল্লা ভারী আপের। মণিপুরেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত।
- গোয়ায় কংগ্রেস-বিজেপির মধ্যে জোর লড়াইয়ের ইঙ্গিত প্রায় সব একজিট পোলে। কিং মেকার হতে পারে তৃণমূল জোট। উত্তরাখণ্ডেও কংগ্রেস-বিজেপি জোর টক্কর।
গোয়ায় কিং কে? - সনিকা-মৃত্যু মামলায় পাসপোর্ট ফেরত পেতে বিক্রমের আর্জি খারিজ। শুরু হবে বিচারপ্রক্রিয়া, বিদেশে গেলে অসুবিধে, সওয়াল সরকারি আইনজীবীর।
- বেজির গলায় শিকল পরিয়ে সেলফি, শ্রাবন্তীকে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলের জিজ্ঞাসাবাদ। জবাবে সন্তুষ্ট না হওয়ায় আজ ফের তলব।
- জেইই মেনের সঙ্গে একইদিনে পরীক্ষা। উচ্চমাধ্যমিকের একাধিক পরীক্ষার দিন বদল। ২০ এপ্রিলের বদলে পরীক্ষা শেষ হবে ২৬ এপ্রিল, জানাল সংসদ।
- এবার বেসরকারি মেডিক্যাল কলেজে নজর কেন্দ্রের। ৫০ শতাংশ পড়ুয়াকে পড়াতে হবে সরকারি খরচের হারে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই সিদ্ধান্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -