West Bengal News Live Updates: বাড়িতে মিলল বস্তা ভর্তি আধার কার্ড
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
বাড়িতে মিলল বস্তা ভর্তি আধার কার্ড, গ্রেফতার তিলজলার পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মী।কিছু পরিচয়পত্র পুড়িয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ প্রতিবেশীদের। পঞ্চায়েত ভোটে কারচুপির জন্য তৃণমূলের মদতেই বাড়িতে অন্যের পরিচয়পত্র জড়ো করেছিলেন অভিযুক্ত, দাবি বিজেপির। ঘটনায় দলীয় যোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
বাগনানের চন্দ্রপুরে বন্ধ প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে প্লাস্টিক কারখানার আগুন। ২০২২ সালের ১ মার্চ থেকে বন্ধ রয়েছে কারখানা। শর্ট সার্কিট থেকে কারখানার প্লাস্টিক বর্জ্যতে আগুন, অনুমান দমকলের।
এবার পার্থ চট্টোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে এবার বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট! চুড়িদারের প্যাকেট খুলতেই বেরোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট!
শেষপর্যন্ত বউবাজার টপকে এসপ্লানেড স্টেশনে পৌঁছল মেট্রোর রেক। রবিবার ট্রায়াল রানের জন্য শিয়ালদা থেকে এসপ্লানেড স্টেশনে আনা হয় মেট্রোর ২টি রেক। ইস্ট-ওয়েস্ট মেট্রোর বউবাজারের বিপর্যস্ত অংশের সংস্কারের কাজ এখনও শেষ হয়নি। বিদ্যুৎ সংযোগও নেই। তাই মেট্রোর রেক ২টিকে ম্যানুয়েল পদ্ধতিতে টেনে এসপ্লানেড স্টেশনে নিয়ে যাওয়া হয়।
অনুব্রতহীন বীরভূমে দাঁড়িয়ে অনুব্রতকে নিশানা শুভেন্দু অধিকারীর। ‘কোথায় বীরভূমের বীর কেষ্ট মণ্ডল? চড়াম চড়াম থেকে নকুলদানা, উন্নয়ন দাঁড়িয়ে আছে। কত বড় বড় কথা, এখন কোথায়? বাকি চোরদেরও ধরা হবে’, মুরারইয়ের সভায় হুঁশিয়ারি বিরোধী দলনেতার।
পঞ্চায়েতের আগে চিকিৎসকদের হুইসপারিং ক্যাম্পেনে নামার আহ্বান জানিয়েছিলেন নির্মল মাজি। আর ঠিক তার পরই ঘাটাল হাসপাতালের ঘটনায় নির্মলের মন্তব্য নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নির্মলের বক্তব্যকে সমর্থন করছে না চিকিৎসক মহলেরই একাংশ।
পাঁচদিন পর কুড়মি আন্দোলন শিথীল। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে শুরু ট্রেন চলাচল।
তোলা চাওয়াকে কেন্দ্র করে বেলঘরিয়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ। বেধড়ক মারধরে জখম শাসক দলের বেশ কয়েকজন কর্মী। আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে ২ জনকে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে কামারহাটির তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রানা বিশ্বাস ও তার দলবলের বিরুদ্ধে। বেলঘরিয়া থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করেছে বিজেপি। অভ্যন্তরীণ কোন্দলের কথা অস্বীকার করেছে ঘাসফুল শিবির।
পঞ্চায়েতে ভোটে অশান্তির চেষ্টা করলে তৃণমূলের কর্মী-সমর্থকদের মেরে খাটে তুলে দেওয়ার হুমকি দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি। গাইঘাটার পথসভা থেকে এলাকার মহিলাদের উদ্দেশে দিলেন হাতে অস্ত্র তুলে নেওয়ার দাওয়াই। ভোটে হারের আভাস পেয়ে হুমকির রাজনীতি, গেরুয়া শিবিরকে পাল্টা নিশানা করেছে তৃণমূল।
ডিএ আন্দোলন কলকাতা থেকে পৌঁছল দিল্লিতে। সোম ও মঙ্গলবার রাজধানীতে যন্তরমন্তরের সামনে ধর্না কর্মসূচি রয়েছে ডিএ আন্দোলনকারীদের। সেখানে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের একটি দল। বিকেলে রওনা দিল আরও আড়াইশো জন আন্দোলনকারীর একটি দল। এরই মধ্যে শহিদ মিনারেও চলছে ধর্না। তিয়াত্তর দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান।
দিনহাটায় পঞ্চায়েত ভোটে বিরোধীশূন্য করার হুঁশিয়ারি উদয়ন গুহর। 'জেতা তো দূরের কথা, একজন বিরোধী প্রার্থীও যেন দাঁড়াতে না পারে। যদি একজনও বিরোধী প্রার্থী দাঁড়ায়, তার জন্য দায়ী হবেন প্রধান, অঞ্চল সভাপতিরা।' দিনহাটায় দলীয় নেতা কর্মীদের হুঁশিয়ারি উদয়ন গুহর।
চৈত্রের গরমে পুড়ছে বাংলা। মঙ্গলবার থেকে আরও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। আগামী কয়েকদিন কলকাতা ও আশপাশের জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
বীরভূমের মুরারইয়ের সভা থেকে তৃণমূলকে তোপ শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, 'পঞ্চায়েত ভোটে তৃণমূল নামক জঞ্জাল সাফ করতে হবে। এনআরসি নিয়ে ভয় দেখিয়েছে তৃণমূল। আবাস যোজনার টাকাও লুঠ হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছে না বাংলার মানুষ।’
কুড়মি আন্দোলনে অব্যাহত যাত্রী-দুর্ভোগ। ৫ দিন পর কুস্তাউরে অবরোধ উঠলেও পুরুলিয়ার কোটশিলায় শুরু অবরোধ। ৫ দিন পার, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতেও কুড়মিদের অবরোধ-বিক্ষোভ। খেমাশুলিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ অবরোধকারীদের।
দক্ষিণ দিনাজপুরের তপনে দণ্ডি বিতর্কের জের। সরানো হল দক্ষিণ দিনাজপুরের মহিলা তৃণমূলের জেলা সভানেত্রীকে। প্রদীপ্তা চক্রবর্তীর জায়গায় মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী হলেন স্নেহলতা হেমব্রম। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে ৩ মহিলাকে দণ্ডি কাটানোর অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়।
‘২৫ বছর ধরে আমি কাউন্সিলর, আপনাদের সেবা করেছি। আমার বয়স হয়ে গিয়েছে। মানুষ আসবে, মানুষ যাবে, উন্নয়ন থাকবে। আজকের বাচ্চা ছেলেরা সমাজের মাথা হবে, সমাজের উন্নয়ন করবে।' চেতলার অনুষ্ঠানে মন্তব্য ফিরহাদ হাকিমের।
‘২৫ বছর ধরে আমি কাউন্সিলর, আপনাদের সেবা করেছি। আমার বয়স হয়ে গিয়েছে। মানুষ আসবে, মানুষ যাবে, উন্নয়ন থাকবে। আজকের বাচ্চা ছেলেরা সমাজের মাথা হবে, সমাজের উন্নয়ন করবে।' চেতলার অনুষ্ঠানে মন্তব্য ফিরহাদ হাকিমের।
চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে এম আর বাঙুর হাসপাতালে উত্তেজনা ছড়াল। মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট
হাসপাতালে আনা হয় কসবার বাসিন্দা আমন সাউকে। আজ সকালে বছর কুড়ির তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,ময়নাতদন্ত হবে। চিকিৎসায় গাফিলতির প্রমাণ পেলে হাসপাতালের তরফে বিভাগীয় পদক্ষেপ করা হবে। এখনও মৃতের পরিবার লিখিত অভিযোগ দেয়নি বলেও এম আর বাঙুর হাসপাতাল জানিয়েছে।
কুড়মি আন্দোলনে অব্যাহত যাত্রী-দুর্ভোগ। ৫ দিন পর কুস্তাউরে অবরোধ উঠলেও পুরুলিয়ার কোটশিলায় শুরু অবরোধ। ৫ দিন পার, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতেও কুড়মিদের অবরোধ-বিক্ষোভ। খেমাশুলিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ অবরোধকারীদের।
তপনে ‘দণ্ডি’ বিতর্কে সরব শুভেন্দু অধিকারী। জাতীয় তফশিলি কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি বিরোধী দলনেতার। তফশিলি ও আদিবাসী আইনে ব্যবস্থা নেওয়ার দাবি শুভেন্দুর। ‘রাষ্ট্রপতি যেখানে সুখোই বিমানে চড়ছেন, সেখানে বালুরঘাটে বিজেপি যোগদানের শাস্তি দিতে দণ্ডি কাটানো হয়েছে’, ট্যুইটে- দাবি বিরোধী দলনেতার।
সিপিএম সায়েন্টিফিক্যালি চুরি করত। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিটি দফতরে নিজেদের লোক ঢুকিয়েছে। ওরা চাকরি দিয়ে মাসে মাসে পার্টি অফিসে কমিশন জমা করতে বলত। আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়ে ধরা পড়েছে। চাকরি-দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে এবারও মন্ত্রীর নিশানায় বামেরা। গতকাল খড়দায় নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় অনুষ্ঠানে চাকরি-বিক্রি নিয়ে সিপিএমকে আক্রমণ করেন শোভনদেব।
বাংলাকে বঞ্চনার অভিযোগ, অভিষেকের নির্দেশে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর তোড়জোড়। বাংলাকে বঞ্চনার অভিযোগে প্রধানমন্ত্রীকে ১ কোটি চিঠি পাঠানোর নির্দেশ অভিষেকের। অভিষেকের নির্দেশের পরই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে শুরু চিঠি লেখার কাজ। প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন ১০০ দিনের জব কার্ড হোল্ডাররা। ১০০ দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে তৃণমূল কর্মীদের বিক্ষোভ।
বকেয়া DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান-বিক্ষোভের আজ ৭৩ দিন। দিল্লিমুখী আন্দোলনকারীদের দ্বিতীয় দল। আজ বিকেলে রাজধানী এক্সপ্রেস ও দুরন্ত এক্সপ্রেসে চড়ে আরও ২৫০ জন আন্দোলনকারী দিল্লির উদ্দেশে রওনা দেবেন। পাশাপাশি, শহিদ মিনারেও চলবে ধর্না কর্মসূচি। রাজ্য সরকারের সঙ্গে আমরা প্রথম থেকেই কথা বলতে আগ্রহী। হাইকোর্টের মুখ্যসচিব বা অর্থসচিবকে বৈঠকে বসতে বললেও, সরকারের তরফে এখনও কোনও বার্তা মেলেনি বলে সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে।
কুস্তাউরে অবরোধ উঠলেও পুরুলিয়ার কোটশিলায় অবরোধ কুড়মিদের। এদিকে পাঁচদিন ভোগান্তির পর অবরোধ প্রত্যাহার নিয়েও কুড়মি আন্দোলনকারীদের মধ্যে বিভ্রান্তি। ২০২২-এর সেপ্টেম্বরের কুড়মি আন্দোলনের পুনরাবৃত্তি হল। পুরুলিয়ার কুস্তাউরে অবরোধ প্রত্যাহারের ঘোষণা হলেও অবরোধ চলছে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে।
ভস্মীভূত প্রায় ১৬টি বাড়ি, আহত ৫ শিশু। আহত শিশুদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। রান্নাঘর থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
উত্তর দিনাজপুরের ইটাহারে বিধ্বংসী আগুন
প্রধানমন্ত্রীকে বঞ্চনার বিরুদ্ধে ১ কোটি চিঠি পাঠানোর হুঁশিয়ারি অভিষেকের
‘মোদি বাংলার সেবা করতে চাইলেও দিদি দিচ্ছেন না’, করণদিঘির সভা থেকে তৃণমূলকে নিশানা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের
৫ দিন পর ভোগান্তির অবরোধ প্রত্যাহার নিয়েও আন্দোলনকারীদের মধ্যে বিভ্রান্তি, ২০২২-এর সেপ্টেম্বরের কুড়মি আন্দোলনের পুনরাবৃত্তি।
শিশুমৃত্যুর ঘটনার সঙ্গে যুক্তদের সাসপেন্ড করার দাবি জানালেন দিলীপ ঘোষ। একটি বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়, পাল্টা শান্তনু সেন।
৫ দিন পর ভোগান্তির অবরোধ প্রত্যাহার নিয়েও আন্দোলনকারীদের মধ্যে বিভ্রান্তি, কুস্তাউরে অবরোধ প্রত্যাহারের ঘোষণা হলেও অবরোধ জারি খেমাশুলিতে
চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে এম আর বাঙুর হাসপাতালে উত্তেজনা ছড়াল। মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হাসপাতালে আনা হয় কসবার বাসিন্দা আমন সাউকে। আজ সকালে বছর কুড়ির তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
৫ দিন ভোগান্তির পর অবরোধ প্রত্যাহার কুড়মিদের
কুড়মি আন্দোলনে বিপর্যস্ত পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। অবরোধ তুলতে সাহায্য চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছে রেল। সমস্যার সমাধান অধরা, চলছে বিজেপি-তৃণমূল দায় ঠেলাঠেলি
ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগে কাঠগড়ায় সরকারি হাসপাতাল। সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। শেষকৃত্যের সময় নবজাতককে নড়াচড়া করতে দেখে আঁতকে ওঠেন পরিবারের লোকজন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে এলে মৃত শিশুকেই জীবিত ঘোষণা করা হয়। এমনই অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে।
'২৯ মার্চ শহিদ মিনারে অভিষেকের সভাস্থল পরিষ্কারের টেন্ডার পূর্ত দফতর কেন ডাকল?' প্রশ্ন তুলে রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর
সদ্যোজাতকে ডেথ সার্টিফিকেট, শেষকৃত্যে 'নড়েচড়ে' উঠল সে! ঘাটালের সরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের।
ভগবান সুন্দর শরীর দিয়েছে, ভাল জামাকাপড় পরুন। মহিলাদের পোশাক নিয়ে কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যে ফের বিতর্ক! তীব্র নিন্দায় তৃণমূল কংগ্রেস। যদিও এই ইস্যুতে কৈলাসের পাশেই দাঁড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
৫ দিন ধরে কুড়মি আন্দোলনে অবরুদ্ধ রাজ্যের পশ্চিমাঞ্চল, প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠকেও মিলল না রফাসূত্র
বাংলাকে ‘বঞ্চনা’, দিল্লি অচলের হুঙ্কার অভিষেকের। ‘১০০ দিনের কাজের টাকা না দিলে দিল্লি স্তব্ধ করে দেব’, বললেন ডায়মন্ড হারবারের সাংসদ
শনিবারের মেগা ডুয়েলে, ইডি-সিবিআই নিয়ে, তীব্র বাগযুদ্ধে জড়ালেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের ৪টি অঞ্চলকে নিয়ে ২টি মণ্ডল করা হয়েছে। এই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে, পদত্যাগ করলেন, বিজেপির নন্দীগ্রাম ৪ নম্বর মণ্ডলের সভাপতি। কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন বিজেপির জেলা সভাপতি। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
পঞ্চায়েত নির্বাচনের আগে শনিবার পৃথকভাবে রাস্তায় নামল বাম-কংগ্রেস। ঝালদায় মিছিল করলেন অধীর চৌধুরী, কৌস্তভ বাগচীরা। তপন কান্দু হত্যার প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
প্রেক্ষাপট
কেন্দ্রের (Centre) বিরুদ্ধে বঞ্চনার (Deprivation) অভিযোগে এবার চিঠি হুঁশিয়ারি অভিষেকের (Abhishek Banerjee)। পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর (Suvendu Adhikari)।
রেড রোডে (Red Road) মমতার (CM Mamata Banerjee) মঞ্চ তৈরি থেকে শহিদ মিনারে অভিষেকের সভাস্থল পরিষ্কার। সরকারি অর্থ খরচ কেন? পূর্ত দফতরকে নিশানা শুভেন্দুর। নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা কুণাল।
বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলে ফিরতে় দণ্ডি কাটানোর অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের তপনে এসপি অফিসের সামনে বিক্ষোভ বিজেপির।
রাজীব, অর্জুনরাও বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন, দণ্ডি কাটেননি তো? প্রশ্ন দিলীপের। মানবাধিকার লঙ্ঘিত, প্রতিক্রিয়া বামেদের। মধ্যযুগীয় বর্বরতা, বলল কংগ্রেস। অস্বীকার শাসকদলের।
মহিলাদের পোশাক নিয়ে ফের বিতর্কিত মন্তব্য কৈলাস বিজয়বর্গীর। তীব্র নিন্দা বিরোধীদের।
রামনবমীর মিছিল ঘিরে অশান্তি। মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অনুসন্ধান কমিটিকে রিষড়া যেতে বাধা। ১৪৪ ধারা দেখাল পুলিশ।
এবার পঞ্চায়েত ভোটে ডাক্তারদের তৃণমূলের হয়ে প্রচারের অনুরোধ নির্মল মাজির। কটাক্ষ বিরোধীদের।
শুভেন্দুর সভার আগে নন্দীগ্রাম বিজেপিতে বিদ্রোহ। কমিটি নিয়ে প্রশ্ন তুলে মণ্ডল সভাপতির ইস্তফা। প্রভাব পড়বে না, দাবি নেতৃত্বের। আগে দল সামলাক, খোঁচা তৃণমূলের।
কেষ্টহীন বীরভূমে ফের তৃণমূলে ভাঙন। ১৫০ পরিবার যোগ দিলেন কংগ্রেসে। ভাঙন বিজেপিতেও। রামপুরহাটে সিপিএমে এলেন শতাধিক পরিবার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -