West Bengal News Live Updates: হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু, ভগবানগোলাকাণ্ডে গ্রেফতার একাধিক

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 09 Aug 2022 11:42 PM
West Bengal News Live Updates: বিস্ফোরক অনুব্রতর চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী

এবিপি আনন্দে বিস্ফোরক অনুব্রতর চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। ৪ জনের দলে ছিলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। বোলপুর স্পেশালিটি হাসপাতালে ভর্তি না নেওয়ার কথা বলেও অনুব্রত মণ্ডলকে আপাতত বেড রেস্টের পরামর্শ দেওয়া বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বিস্ফোরক অভিযোগ এবিপি আনন্দে।

WB News Live Updates: গঙ্গা নদীর ভাঙনে তলিয়ে গেল স্কুলের একাংশ

গঙ্গা নদীর ভাঙনে তলিয়ে গেল স্কুলের একাংশ। মালদার মানিকচকের নারায়নপুর চড় এলাকার ঘটনা। নারায়নপুর মেরিস্ট প্রাথমিক বিদ্যালয়ের একাংশ তলিয়ে গেল নদী গর্ভে।

West Bengal News Live Updates: অসচেতনতার বলি খোদ রেল কর্মী

অসচেতনতার বলি খোদ রেল কর্মী। ওয়াকি টকিতে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল গার্ডের। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকার বাখরাবাদ স্টেশনে সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, বাখরাবাদ স্টেশনে দাঁড়িয়ছিল নতুন লোকাল। ওই ট্রেনটিকে খড়গপুর থেকে নিয়ে যেতে এসেছিলেন রেলের গার্ড ওয়াই রামচাঁদ নায়ডু। লাইনে দাঁড়িয়ে ওয়াকি টকিতে কথা বলার সময় মহীশূর থেকে হাওড়াগামী সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই গার্ডের।

WB News Live Updates: বাংলার আমন্ত্রণে সাড়া দিল ইউনেস্কাে

কলকাতার দুর্গাপুজোকে Intangible Cultural Heritage স্বীকৃতি দেওয়ার পর বাংলার আমন্ত্রণে সাড়া দিল UNESCO। আগামী ১ সেপ্টেম্বর কলকাতার পালিত হবে হেরিটেজ স্বীকৃতির উদ্‍যাপন উত্সব, হবে মহামিছিল। সেই উত্সবে UNESCO-কে যোগদানের আহ্বান জানিয়ে চিঠি লিখেছিল রাজ্য। ভারতের UNESCO-র ডিরেক্টর ও প্রতিনিধি এরিক ফল্ট চিঠিতে জানিয়েছেন, ওই দিন ২ প্রতিনিধি যোগ দেবেন অনুষ্ঠানে। ট্যুইট করে এই খবর দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

West Bengal News Live Updates: হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু

ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু। এবার ঘটনাস্থল হাওড়ায় । মৃতা সপ্তম শ্রেণির ছাত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর অনুযায়ী জানা গিয়েছে যে, ল্যাম্পপোস্ট খোলা তার থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সেই ছাত্রীর। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত বিদ্যুৎ বণ্টন সংস্থার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

WB News Live Updates: ইনস্টাগ্রামে বিকিনি ছবি দিয়ে চাকরি খোয়ালেন অধ্যাপিকা

সোশাল মিডিয়ায় ব্যক্তিগত পরিসরে দেওয়া একটি ছবি, আর তার জেরে হারাতে হল চাকরি। অভিযোগ কলকাতার এক অধ্যাপিকার। অভিযোগ, শহরেরই সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। আর সেই অভিযোগ ঘিরে কার্যত তোলপাড় নেটদুনিয়া। 

West Bengal News Live Updates: বাঁশদ্রোণীতে জিম করতে গিয়ে তরুণীর রহস্য মৃত্যু

বাঁশদ্রোণীতে জিম করতে গিয়ে তরুণীর রহস্য মৃত্যু। জানা গিয়েছে, বাঁশদ্রোণী-র সোনালী পার্কের ওই বাসিন্দার নাম ঋত্বিকা দাস।

WB News Live Updates: ভগবানগোলায়  বিধায়ককে 'খুনের চেষ্টার' অভিযোগে গ্রেফতার ২

ভগবানগোলায়  বিধায়ককে খুনের চেষ্টা-মারধরের অভিযোগ থানায় দায়েরও হয়েছে।অভিযোগপত্রে নাম রয়েছে কুঠিরামপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মোস্তাফা শেখ-সহ একাধিক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal News Live Updates: রাজ্যে ফের বাড়ল কোভিড কেস

রাজ্যে গত ২৪ ঘন্টায় ফের বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা (Covid Postive)। রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, (WB Covid Bulletin) গত ২৪ ঘন্টায় সারা বাংলায় কোভিডে সংক্রমিত হয়েছেন ৫২৫ জন । যেখানে গত ৪৮ ঘন্টায় কোভিডে আক্রান্তের সংখ্য়া ছিল ৩৭৭ জন এবং গত ৭২ ঘন্টায় ৬৩৯ জন। পাশাপাশি, এবারেও কোভিডে মৃত্যু শূন্য হয়নি বাংলা। গত ২৪ ঘন্টা প্রাণ হারিয়েছেন ৫ জন।

WB News Live Updates: চিকিৎসকরা ভয় পেয়েছে, অনুব্রত ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু

অনুব্রত ইস্যুতে এদিন শুভেন্দু বলেন, 'চিকিৎসকরা ভয় পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ শুনছে না। ৭ জন চিকিৎসকের মধ্যে ৩ জন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেছে।আর ৪ জন চিকিৎসক শ্যামাপদ গড়াইয়ের মত। মেরুদণ্ডটা সোজা রেখে বলে দিয়েছে, যে মিথ্যে কথা লিখতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় আর সবাইকে দিয়ে মিথ্যে লেখাতে পারবেন না।' 

West Bengal News Live Updates: কাটমানি নেওয়ার অভিযোগ উঠল শাসকদলের সদস্যের বিরুদ্ধে

প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বিডিও কাছে লিখিত অভিযোগ দায়ের।ঘটনাটি ঘটেছে বীরভূমে মুরারই গ্রামপঞ্চায়েতে।

WB News Live Updates: বীরভূমে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ৯

সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৯ জন অটো যাত্রীর । জানা গিয়েছে, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাট থানার তেলডা গ্রামের কাছে । তবে কী করে এত বড় দুর্ঘটনা ঘটল, সরকারি বাস এবং অটো কীভাবেইবা মুখোমুখি সংঘর্ষে জড়াল, তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবেই এহেন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা বীরভূমে।

West Bengal News Live Updates: 'খুন করতে এসেছিল', বিস্ফোরক ইদ্রিশ আলি

'খুন করতে এসেছিল', বিস্ফোরক তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। ইতিমধ্যেই 'বিধায়ককে খুনের চেষ্টা-মারধরের অভিযোগ' দায়ের হয়েছে।

WB News Live Updates: পার্থ চট্টোপাধ্যায়ের বন্ধু চাই, অনুব্রত ইস্যুতে বিস্ফোরক সুজন

পার্থ চট্টোপাধ্যায়ের বন্ধু চাই, অনুব্রত মন্ডল তো পুরনো বন্ধু। যান ওখানে থাকুন। অনুব্রত-র গরুপাচার মামলার ইস্যুতে বিস্ফোরক সুজন চক্রবর্তী।

West Bengal News Live Updates: গঙ্গা নদীর ভাঙনে তলিয়ে গেল স্কুলের একাংশ

গঙ্গা নদীর ভাঙনে তলিয়ে গেল স্কুলের একাংশ। মালদার মানিকচকের নারায়নপুর চড় এলাকার ঘটনা। নারায়নপুর মেরিস্ট প্রাথমিক বিদ্যালয়ের একাংশ তলিয়ে গেল নদী গর্ভে।

WB News Live Updates: অনুব্রত-কে ট্যুইটারে কটাক্ষ বিজেপি নেতা অনুপম হাজরা-র

অনুব্রত মণ্ডলকে ট্যুইটারে কটাক্ষ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। ট্যুইটারে অনুপম লেখেন, 'এতদিন জানতাম সরকারি চিকিৎসা পেতে হলে রোগীকে সরকারি হাসপাতালে যেতে হয়। কিন্তু এসএসকেএম-প্রত্যাখ্যাত সুস্থ প্রভাবশালী নেতার ক্ষেত্রে ঘটছে ঠিক উল্টো। বোলপুর হাসপাতালের চিকিৎসকরা ডিউটি আওয়ার্স ছেড়ে বাড়িতে এসে পরিষেবা দিচ্ছেন। সিবিআইয়ের হাত থেকে বাঁচানোর জন্য বাড়িতে এসে চিকিৎসকদের পরিষেবা।'

West Bengal News Live Updates: 'এক কাপড়ে তুলে আনা উচিত' অনুব্রত-র ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু

'কেন তলব করেছে জানি না, কিন্তু আমি এজেন্সিকে বলব, এটা অতিরিক্ত হয়ে  যাচ্ছে। একটা লোক ৮ বার ডাকার পরে যায়নি। তাঁকে ব্যাগ গোছানোর সময় দেওয়া উচিত না। এক কাপড়ে তুলে আনা উচিত।' অনুব্রত-র ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু অধিকারী।

WB News Live Updates: কৃষকদের বিভিন্ন প্রকল্পের আওতায় আনছে রাজ্য সরকার

মাটির সাথে যার নিবিড় সম্পর্ক ,  পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এবার লাঙ্গল নিয়ে মাঠে নামলেন চাষীদের সাথে। কৃষি কাজের গতি আনতে কৃষকদের বিভিন্ন প্রকল্পের আওতায় আনছে রাজ্য সরকার। সেই সব কৃষকদের  সাথে সম্পর্ক আরও নিবিড় করতে সরাসরি জমিতে নামলেন জমি চাষ দিতে।

West Bengal News Live Updates: নিয়োগ-বৈঠকের পরেও ধর্নায় অনড় চাকরিপ্রার্থীরা

বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে নিয়োগ-বৈঠকের পরেও ধর্নায় অনড় চাকরিপ্রার্থীরা। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত চলবে শান্তিপূর্ণ ধর্না-অবস্থান, জানালেন আন্দোলনকারীরা। যদিও প্রশাসনের সঙ্গে বৈঠকের পর আশাবাদী তাঁরা। 

WB News Live Updates: মৎস্যজীবীর রহস্যজনকভাবে মৃত্যু,খুনের অভিযোগ

মৎস্যজীবীর রহস্যজনকভাবে মৃত্যু,খুনের অভিযোগ তুলছে পরিবার।  সংসারের হাল ফেরাতে গভীর সমুদ্রে পাড়ি দিত কাকদ্বীপের হারুড পয়েন্ট কোস্টাল থানার মধুসূদনপুরের খান পাড়ার মৎস্যজীবী ইয়াসিন শেখ। 

West Bengal News Live Updates: সেতুতে রাজনীতির-‘ফাটল’

লোহার কাঠামোর উপর পাতা রয়েছে কয়েকটা কাঠের তক্তা। রেলিং বলতে কিছুই নেই। চলতে গেলেই দুলে ওঠে পায়ের তলা। কোচবিহার দু’নম্বর ব্লকে ঘরঘরিয়া নদীর উপর জয়েস্ট ব্রিজের অবস্থা এখন এতটাই বেহাল। নদীর এক পাড়ে হাতিধুরা বাজার, অন্য পাড়ে বাউদিয়ার ডাঙ্গা। দীর্ঘদিন সেতু সংস্কার না হওয়ায়, ঝুঁকি নিয়েই রোজ পারাপার করতে হয় স্থানীয় বাসিন্দাদের। নদীর উপরের এই জরাজীর্ণ সেতুই এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। 

WB News Live Updates: পর্যাপ্ত জলের অভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ

পর্যাপ্ত জলের অভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। পূর্ব বর্ধমানের বুদবুদে সেচ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ঠিকাদারকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন কৃষকরা। সেচ দফতরের নির্দেশ মেনে কাজ, দাবি ঠিকাদারের। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

West Bengal News Live Updates: ফের ‘কাটমানি’-বিতর্ক

তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল। বীরভূমের মুরারই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগকারী স্থানীয় বাসিন্দা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য। এ নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।   

WB News Live Updates: টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি স্বজনপোষণের অভিযোগ

টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ। গ্রাম পঞ্চায়েত প্রধান এবং কার্যনির্বাহী আধিকারিক’কে ১৭ আগস্ট টেন্ডারের সমস্ত নথি সহ আদালতে হাজিরার নির্দেশ দিল হাইকোর্ট। 

West Bengal News Live Updates: প্রেসিডেন্সিতে উচ্চ পর্যায়ের কমিটি

২০০ বছর ঐতিহ্যের প্রেসিডেন্সিতে দফায় দফায় অশান্তির জের। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়লেন উপাচার্য। ৭ জন অধ্যাপককে নিয়ে গড়া হল তদন্ত কমিটি। কমিটির সুপারিশ প্রয়োগে পিছপা হবে না কর্তৃপক্ষ। খুব তাড়াতাড়ি তদন্ত শুরু হবে। কমিটি চাইলে কাউকে ডেকে কথাও বলতে পারে। 
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিসে উল্লেখ।

WB News Live Updates: বোলপুরে অনুব্রতের বাড়ি গিয়ে নোটিস সিবিআইয়ের

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআইয়ের। বোলপুরের বাড়ি গিয়ে নোটিস সিবিআইয়ের। কাল সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ । 

West Bengal News Live Updates: উন্নয়ন-তহবিলের টাকা কাজে লাগানো নিয়ে আমরা-ওরার অভিযোগ উঠল কোচবিহারে

এবার উন্নয়ন-তহবিলের টাকা কাজে লাগানো নিয়ে আমরা-ওরার অভিযোগ উঠল কোচবিহারে। কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের দাবি, তাঁর বিধানসভা এলাকায় ৩৩ মিটার লম্বা জয়েস্ট সেতু তৈরির জন্য ২৮ লক্ষ ৭৭ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব পাঠানো হয় জেলাশাসকের দফতরে। অভিযোগ, জেলা পরিষদ এই সেতু তৈরির কাজ করবে বলে প্রশাসনের তরফে তাঁকে আটকানো হয়। রাজনৈতিক কারণেই বিরোধীদলের বিধায়ককে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি। বিধায়কের বরাদ্দ করা টাকায় সেতু তৈরি সম্ভব নয়, রাজনীতি-যোগ উড়িয়ে দাবি তৃণমূলের

WB News Live Updates: ভিনরাজ্যে তদন্তে গিয়ে ফের বাধার মুখে কলকাতা পুলিশ।

ভিনরাজ্যে তদন্তে গিয়ে ফের বাধার মুখে কলকাতা পুলিশ। এ বছরের জানুয়ারিতে বেলেঘাটায় আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনায় বিহারের রক্সৌল থেকে গ্রেফতার হয় রাজকুমার রায় ওরফে নীরজ। পুলিশ হেফাজতে থাকাকালীন জুন মাসে ওই বন্দি শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল থেকে পালায়। গতকাল বিহারের পূর্ব চম্পারণ থানার সহযোগিতায় ওই দুষ্কৃতীকে ফের গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপরই ধৃতের হেফাজত নিয়ে বিহার পুলিশ ও কলকাতা পুলিশের মধ্যে শুরু হয় টানাপোড়েন। কলকাতা পুলিশের অভিযোগ, ধৃতকে নিজেদের মামলায় হেফাজতে নিতে চায় বিহার পুলিশ। বাধা দেওয়া হয় কলকাতা পুলিশকে। এই পরিস্থিতিতে আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনা কলকাতা পুলিশের। 

West Bengal News Live Updates: অসচেতনতার বলি খোদ রেল কর্মী

অসচেতনতার বলি খোদ রেল কর্মী। ওয়াকি টকিতে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল গার্ডের। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকার বাখরাবাদ স্টেশনে সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, বাখরাবাদ স্টেশনে দাঁড়িয়ছিল নতুন লোকাল। ওই ট্রেনটিকে খড়গপুর থেকে নিয়ে যেতে এসেছিলেন রেলের গার্ড ওয়াই রামচাঁদ নায়ডু। লাইনে দাঁড়িয়ে ওয়াকি টকিতে কথা বলার সময় মহীশূর থেকে হাওড়াগামী সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই গার্ডের। 

WB News Live Updates: গান গেয়ে তৃণমূলকে নিশানা করেন বিজেপি বিধায়ক

এবার দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে গান বাঁধলেন নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। গতকাল উত্তর ২৪ পরগনার গোপালনগরের মেদিয়া বাজারে বিজেপির চোর ধরো জেল ভরো কর্মসূচিতে গান গেয়ে তৃণমূলকে নিশানা করেন বিজেপি বিধায়ক। ভাইরাল গানের ভিডিও। গতকালের ওই কর্মসূচিতে যোগ দেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, জেলা সভাপতি রামপদ দাস-সহ অন্য নেতারা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News Live Updates: পুলিশ-কর্তার মদতেই চলছে মাদকের কারবার?

মাদক ব্যবসায়ীদের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে আমডাঙা থানার আইসি-র। পুলিশ-কর্তার মদতেই চলছে মাদকের কারবার। বিস্ফোরক অভিযোগ তুললেন খোদ শাসকদলের বিধায়ক।

WB News Live Updates: বাড়ছে দার্জিলিং মেলের যাত্রাপথ

স্বাধীনতা দিবস থেকে বাড়ছে দার্জিলিং মেলের যাত্রাপথ। এবার শিয়ালদা থেকে কোচবিহারের হলদিবাড়ি পর্যন্ত চলবে দার্জিলিং মেল। রেল বোর্ডের তরফে জারি হল নির্দেশিকা। এতদিন নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলাচল করত দার্জিলিং মেল।এবার শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে হলদিবাড়ি যাবে। এর ফলে উত্তরবঙ্গের বাসিন্দাদের আরও সুবিধা হবে বলে আশা রেল কর্তৃপক্ষের।

West Bengal News Live Updates: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআইয়ের

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআইয়ের। সূত্রের খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে আগামীকাল সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজই বোলপুরে অনুব্রতর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসবেন সিবিআই অফিসাররা। খবর সূত্রের। গতকাল তলব সত্ত্বেও গতকাল সিবিআই দফতরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। এসএসকেএম থেকে বেরিয়ে রাতে ফিরে আসেন বোলপুরের বাড়িতে। 

WB News Live Updates: সোনা জিতে ঘরে ফিরেছেন হাওড়ার পাঁচলার দেউলপুরের বাসিন্দা অচিন্ত্য শিউলি

কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জিতে ঘরে ফিরেছেন হাওড়ার পাঁচলার দেউলপুরের বাসিন্দা অচিন্ত্য শিউলি। গতকাল রাতে পৌঁছন বাড়িতে। মাঝরাতেও ঘরের ছেলের সোনাজয়ের আনন্দে উত্সবে মাতোয়ারা গোটা গ্রাম। বাড়িতে ঢোকার আগে প্রথমে যান কোচ অষ্টম দাসের প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে কোচকে প্রণাম করে বাড়ি আসেন অচিন্ত্য। সোনার ছেলেকে বরণ করে নেন মা পূর্ণিমা শিউলি। বাড়ির সামনে ততক্ষণে ভিড় জমে গিয়েছে। 

West Bengal News Live Updates: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির আশঙ্কা রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে

নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির আশঙ্কা রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। তত্পর পুলিশ-প্রশাসন। জলপথে ও উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকে প্রচার শুরু করেছে পুলিশ। ফ্রেজারগঞ্জ ও গঙ্গাসাগরে সকাল থেকে সতর্কতামূলক প্রচার শুরু হয়েছে।

WB News Live Updates: নিউ টাউনে সরকারি আবাসনে তরুণের রহস্যমৃত্যু

নিউ টাউনে সরকারি আবাসনে তরুণের রহস্যমৃত্যু। সাতসকালে আবাসনের রাস্তায় পড়েছিল রক্তাক্ত দেহ। নিরাপত্তারক্ষীরা আকাঙ্খা আবাসনের ক্লাসিক থ্রি টাওয়ারের নীচে তরুণের দেহ পড়ে থাকতে দেখেন।

West Bengal News Live Updates: পুলিশের দ্বারস্থ হলেন মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক

দলীয় পদ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে বাড়ি-গাড়ি ভাঙচুর ও দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের ঘটনায় পুলিশের দ্বারস্থ হলেন মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। রাতে বিধায়কের আপ্ত সহায়ক ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে নাম রয়েছে কুঠিরামপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মোস্তাফা শেখ-সহ ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর। তৃণমূল বিধায়ককে খুনের চেষ্টা, মারধর, বাড়ি-গাড়ি ভাঙচুরের অভিযোগ দায়ের হয়েছে। টাকা নেওয়ার অভিযোগ আগেই অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। 

WB News Live Updates: অভিনেতা শৈবাল ভট্টাচার্যর আত্মহত্যার চেষ্টা

অভিনেতা শৈবাল ভট্টাচার্যর আত্মহত্যার চেষ্টা। মাথায় ও ডান পায়ে আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে খবর, নিজেকে আঘাত করেন ওই অভিনেতা। মদে আসক্তি ও পেশাগত ডিপ্রেশনের কারণেই আত্মহত্যার চেষ্টা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।  

West Bengal News Live Updates: বিধায়কের বয়ান রেকর্ড

হাওড়ায় ঝাড়খণ্ড কাণ্ডের নেপথ্যে কি অপারেশন লোটাস? কলকাতায় CID’র কাছে বয়ান দিতে এসে সেই অভিযোগেই শান দিলেন বারমোর কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গল। এই জয়মঙ্গলই পাঁচলায় ঝাড়খণ্ডের বিধায়কদের গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় প্রথম বিধায়ক কেনাবেচার অভিযোগ করেছিলেন।

WB News Live Updates: ফের শুভেন্দুর হুঁশিয়ারি

বিহারের রাজনৈতিক টানাপোড়েন নিয়ে বলতে গিয়ে, ফের বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। পুরনো সুর বজায় রেখে, সোমবার তিনি ফের দাবি করেন, এরপর ঝাড়খণ্ড, তারপর পশ্চিমবঙ্গ। এনিয়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও।

West Bengal News Live Updates: বিধায়কের বাড়ি ভাঙচুর

সরকারি চাকরির পর এবার দলীয় পদ পাইয়ে দিতেও টাকা নেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক বিরুদ্ধে। ইদ্রিশ আলির বাড়িতে তাণ্ডব চালালেন দলের কর্মীরাই। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

প্রেক্ষাপট

কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ (Depression) আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। তার জেরে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি (Rain) হবে।                            


চাকরির (Job) পর এবার দলীয় পদ পাইয়ে দিতেও টাকা নেওয়ার অভিযোগ। ভগবানগোলায় তৃণমূল (TMC) বিধায়কের বাড়িতে কর্মীদেরই তাণ্ডব।                            


দলীয় পদ দিতেও টাকা? অভিযোগ উড়িয়ে দলেরই নেতার বিরুদ্ধে উস্কানির অভিযোগ তৃণমূল বিধায়কের। শুধুই তোলাবাজি, খোঁচা বিজেপির (BJP)।                                   


সিবিআইয়ের (CBI) সাপ্লিমেন্টারি চার্জশিটে অনুব্রতর (Anubrata Mondal) উল্লেখ। তৃণমূল জেলা সভাপতির নাম করেই টাকা আসত সায়গলের মাধ্যমে, দাবি সিবিআইয়ের।


দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) ফোনেই গরু হাটের মালিকের সঙ্গে কথা হত অনুব্রত মণ্ডলের। চার্জশিটে কল রেকর্ড ডিটেলস দিয়ে দাবি সিবিআইয়ের। 


কেবিন তৈরি রেখেও শেষপর্যন্ত অনুব্রতকে ফেরাল এসএসকেএম। ভর্তির প্রয়োজন নেই, এইমসের সুরে জানাল মেডিক্যাল বোর্ড।  


পার্থর পর এবার অনুব্রত। বিদ্রুপ করে এসএসকেএস হাসপতালেই স্লোগান।


এইমসের পর জেলেও পার্থকে কটূক্তি। চোর চোর বলে স্লোগান বন্দিদের একাংশের। আর যেন না হয়, ওয়ার্ড মেটদের জানিয়ে দিল জেল কর্তৃপক্ষ। 


এবার নজরে মন্ত্রী-বিধায়ক-সহ ১৯ হেভিওয়েটের সম্পত্তি! হাজার গুণ সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলা। ইডিকে পার্টি করতে নির্দেশ হাইকোর্টের। সম্পত্তি-মামলায় পার্টি ইডি


তোলাবাজির অভিযোগে রাঁচির আইনজীবী গ্রেফতার মামলায় কলকাতা পুলিশের নজরে ইডির আধিকারিক। ডেপুটি ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ওড়িশায় নোটিস। 


মেধা তালিকায় থাকা সবার চাকরি চাই, শিক্ষামন্ত্রীর কাছে দাবি এসএসসির আন্দোলনকারীদের। আইনি দিক খতিয়ে দেখার কথা বললেন ব্রাত্য।


এবার বিহারেও পালাবদল? বিজেপি-সঙ্গ ছাড়ার জল্পনার মধ্যেই আজ সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠকে নীতীশ। সমর্থনের ইঙ্গিত কংগ্রেসের। 


বার্মিংহাম কমনওয়েলেথে ৬১টি পদকে থামল ভারত। সোনা ২২টি। সংখ্যার নিরিখে ৪ নম্বরে। শীর্ষে অস্ট্রেলিয়া, তারপরে ইংল্যান্ড, কানাডা। 


কমনওয়েলথের ভারোত্তোলনে সোনা জিতে ঘরে ফিরলেন হাওড়ার অচিন্ত্য।


বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি। দিঘায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা। (অ্যাম্বি)

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.