West Bengal News Live : লোকসভায় সৌমিত্র খাঁয়ের স্লোগান, স্ত্রীর প্রসঙ্গ টেনে কটাক্ষ সৌগতর
West Bengal News Live : এক ক্লিকে জেলা জেলা থেকে খবর
লোকসভায় সৌমিত্র খাঁয়ের স্লোগান, স্ত্রীর প্রসঙ্গ টেনে কটাক্ষ সৌগতর। বক্তব্য রাখার সময় সৌমিত্র খাঁয়ের স্লোগান, বউ পালিয়ে গেছে বলে কটাক্ষ। সৌগতর । বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে সৌগতর বক্তব্য রাখার সময় সৌমিত্রের স্লোগান। পুরো পাগল, বউ পালিয়ে গেছে বলে বিজেপি সাংসদকে কটাক্ষ তৃণমূল সাংসদের। কিছু না পেরে নিম্নরুচির ব্যক্তিগত আক্রমণ, সৌগতকে পাল্টা আক্রমণে বিজেপি ।
হাইকোর্টেই গ্রেফতার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে। গ্রেফতার শৈলেশের সহযোগী প্রসেনজিৎ দাস। গত অক্টোবরে শৈলেশের হাওড়ার বাড়ি থেকে ইডি অভিযানে উদ্ধার হয় ৮ কোটি টাকার বেশি। টাকা উদ্ধারকাণ্ডে গ্রেফতার হয় শৈলেশের দাদা ও ভাই-সহ ৪ জন।
সম্প্রতি নিম্ন আদালত থেকে এই মামলায় জামিন পান শৈলেশ ও প্রসেনজিৎ। আজ দুই অভিযুক্তকে এজলাসে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন
বালিগঞ্জের পর এবার গড়িয়াহাট, ফের বান্ডিল বান্ডিল নোটের হদিশ! কলকাতা পুলিশের এসটিএফের অভিযান, উদ্ধার ১ কোটি নগদ টাকার হদিশ
গড়িয়াহাট থানায় টাকার কাউন্টিং, গ্রেফতার ২। গাড়িতে বান্ডিল বান্ডিল নোট নিয়ে যাওয়ার সময় পাকড়াও। কোথায়, কার কাছে যাচ্ছিল বান্ডিল বান্ডিল নোট? এখনও রহস্য।
আবার অর্মত্য সেনকে চিঠি দিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিতর্কিত জমি আবার সার্ভে করতে চেয়ে অর্মত্য সেনকে এই চিঠি দেওয়া হয়েছ। তাঁকে দিন ক্ষণ জানাতে বললেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।
বুধবারের পর বৃহস্পতিবারও আদালতে ধাক্কা খেলেন নৌশাদ সিদ্দিকি। লেদার কমপ্লেক্স থানার মামলায় আইএসএফ বিধায়কের জামিনের আবেদন খারিজ করে ফের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত। এদিকে, ধর্মতলাকাণ্ডে আরও এক আইএসএফ নেতাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
বিধায়ক সুমন কাঞ্জিলাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর প্রথমবার আলিপুরদুয়ারে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কাল সেখানে পদযাত্রা করার পর পথ সভা করবেন বিরোধী দলনেতা। আর এনিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা।
কন্যাশ্রী, পর্যটন থেকে দুর্গাপুজো। সবকিছুতেই বাংলাকে নকল করছে। খুনখারাপি, ডাকাতি নকল কোরো না, হাওড়ার সভা থেকে দাবি মুখ্যমন্ত্রীর।
বালিগঞ্জে নির্মাণকারী সংস্থার অফিসে প্রায় দেড় কোটির হদিশ, তৃণমূলকে আক্রমণে বিজেপি। 'বাড়ির মালিক মনজিৎ সিংহ গ্রেওয়াল তৃণমূলের হিন্দি সেলের সভাপতি। মাননীয়া কি হিন্দি শেখার জন্য তাঁকে নিযুক্ত করেছেন?' মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি দিয়ে ট্যুইটে বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের।
'ভবানীপুর উপনির্বাচনে মমতার প্রচারের দায়িত্বে ছিলেন মনজিৎ। পার্থর মতো মনজিতের বিরুদ্ধেও কি ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী?', মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইয়ের ছবি পোস্ট করে আক্রমণে শুভেন্দু অধিকারী।
বালিগঞ্জে ১ কোটি ৪০ লক্ষ উদ্ধার, আরও সাড়ে ৭ কোটির খোঁজে ইডি। নিজেকে বাঁচাতে নিজের অফিসেই ভিজিটর পরিচয় বিক্রম শিকারিয়ার!
৩টি গাড়িতে ৯ কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বালিগঞ্জের অফিসে, ইডি সূত্রে দাবি । আলিপুর থেকে ৩টি গাড়িতে করে টাকা নিয়ে আসা হচ্ছিল, ইডি সূত্রে দাবি।
মির্জা গালিব স্ট্রিটে পতাকা বিড়ির কলকাতার সদর দফতরে চলেছে তল্লাশি। সূত্রের খবর, ইতিমধ্যেই পতাকা প্রাইভেট ইন্ডাস্ট্রিজের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে।বৈদেশিক লেনদেনের মাধ্যমে বিদেশেও টাকা পাঠানো হয়েছে। তল্লাশিতে জানা গিয়েছে, গত কয়েকবছরে একাধিক সংস্থায় বিনিয়োগ ও প্রচুর জমি কেনা হয়েছে। পতাকা প্রাইভেট ইন্ডাস্ট্রিজের বার্ষিক আয়ের সঙ্গে সম্পত্তির পরিমাণ মিলিয়ে দেখা হচ্ছে বলে আয়কর দফতর সূত্রে খবর।
সোহম চক্রবর্তী এবং সায়নী ঘোষ অভিনীত ছবি 'লাল সুটকেসটা দেখেছেন'। ছবির মুক্তির আগে বিতর্ক। সেন্সর সার্টিফিকেট পাওয়াকে ঘিরে তৈরি হল বিতর্ক। এই ছবিটির প্রয়োজকও সোহম চক্রবর্তী। নির্মাতাদের তরফে অভিযোগ, সিনেমাটির সেন্সর সার্টিফিকেট নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে।
১৭৩ দিনে রাজ্য সরকারের গ্রুপ ডি পদে চাকরিপ্রার্থীদের ধর্না। অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নামলেন চাকরিপ্রার্থীরা। মাতঙ্গিনী হাজরার মূর্তি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা।
সরকারি হোমে বিচারাধীন কিশোরের অস্বাভাবিক মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ। সিবিআই তদন্তের নির্দেশ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। 'কবর থেকে দেহ তুলে পুনরায় ময়নাতদন্ত করতে পারবে সিবিআই', ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তে শুরুর নির্দেশ জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের।
সরকারি হোমে 'কোরক'-এ ১৫ ডিসেম্বর বিচারাধীন কিশোরের অস্বাভাবিক মৃত্যু। ১৩ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সিবিআই-কে।
নজিরবিহীন কাণ্ড মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে। রেওয়াজ ভেঙে মাধ্যমিকের থেকে এবার পরীক্ষার্থী বেশি উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে এবার পরীক্ষা দেবেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। মাধ্য়মিকে পরীক্ষার্থীর সংখ্যা মেরেকেটে ৭ লক্ষের বেশি। করোনাকালে মাধ্যমিকে ১০০ শতাংশ পাস করানোতেই উলটপুরাণ! মনে করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
নবম-দশমের পর এবার গ্রুপ ডি, নিয়োগে দুর্নীতি মামলা পর্ষদ, আরও চাকরি বাতিল । নবম-দশমের পর এবার গ্রুপ ডি, চাকরি হারাতে চলেছেন প্রায় ৩ হাজার । ওএমআর শিট বিকৃত করে চাকরি, কালকের মধ্যেই ২৮২০জনের চাকরি বাতিল। মূল্যায়নকারী সংস্থার সঙ্গে সার্ভারে থাকা নম্বরের মিল নেই, কোর্টে জানাল কমিশন। কালকের মধ্যেই ২৮২০জনের চাকরি বাতিল, জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
'পঞ্চায়েত নির্বাচনের দিন এবারে শিক কাবাব তৈরী করবে আমাদের ছেলেরা। কাবাব আর শিক দুটোই কাজে লাগবে। বিরোধীদের জন্যও থাকছে শিক কাবাব', কামারহাটির খাদ্য উৎসব থেকে মন্তব্য বিধায়ক মদন মিত্রর। বললেন, 'ভোটের দিন কাঁচা মাংস ঝলসে ঘি মাখন লেবু টিপে বিট নুন লঙ্কা দিয়ে তৈরী হবে কাবাব। এক থেকে দু'ঘণ্টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে। ওদের গোলকিপার নেই, ৬-৭ গোল এমনিই হয়ে যাবে, মন্তব্য বিধায়ক মদন মিত্রর ।'
নির্মাণকারী সংস্থা গজরাজ গ্রুপের কর্ণধার বিক্রম শিকারিয়া ও সংস্থার অ্যাকাউন্ট্যান্টকে তলব ইডি-র। চলতি সপ্তাহেই ইডি-র দিল্লির সদর দফতরে হাজিরার নির্দেশ। হার্ড ডিস্ক, কম্পিউটার, অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখে হবে জিজ্ঞাসাবাদ, খবর ইডি সূত্রে।
বালিগঞ্জে নির্মাণ সংস্থার অফিস থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারের বিস্ফোরক দাবি করল ইডি। প্রেস বিবৃতিতে কেন্দ্রীয় এজেন্সির দাবি, এটা বৃহত্তর ষড়যন্ত্র। এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব কয়লার টাকা পাচারের চেষ্টা করছিলেন, দাবি ইডি-র। ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের মাধ্যমে পাচারের চেষ্টা করা হচ্ছিল, দাবি ইডি-র। কয়লার টাকায় একটি সম্পত্তি কেনা হয়, খবর ইডি সূত্রে।
পঞ্চায়েত ভোটের আগে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। শাসক-দ্বন্দ্বে রেহাই পেল না অঙ্গনওয়াড়ি কেন্দ্রও।
নজিরবিহীন কাণ্ড মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে। রেওয়াজ ভেঙে মাধ্যমিকের থেকে এবার পরীক্ষার্থী বেশি উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে এবার পরীক্ষা দেবেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী।
মির্জা গালিব স্ট্রিটে পতাকা বিড়ির কলকাতার সদর দফতরে চলছে তল্লাশি। সূত্রের খবর, ইতিমধ্যেই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। বৈদেশিক লেনদেনের মাধ্যমে বিদেশেও টাকা পাঠানো হয়েছে। তল্লাশিতে জানা গিয়েছে, গত কয়েকবছরে একাধিক সংস্থায় বিনিয়োগ ও প্রচুর জমি কেনা হয়েছে। পতাকা প্রাইভেট ইন্ডাস্ট্রিজের বার্ষিক আয়ের সঙ্গে সম্পত্তির পরিমাণ মিলিয়ে দেখা হচ্ছে বলে আয়কর দফতর সূত্রে খবর।
'বাংলা ভাগ আমরা করতে দেব না', হুঙ্কার মুখ্যমন্ত্রীর।
পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, ঘোষণা করলেন একাধিক সরকারি প্রকল্পের খতিয়ান।
অবশেষে এসএসসি-র স্ক্যানারে ৮০০-এরও বেশি স্কুল শিক্ষক। রেকর্ড সংখ্যক স্কুল শিক্ষকের চাকরি বাতিলের পথে।
কাঁথি আদালতে নাবালিকা ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করলেন তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরি।
হাইকোর্টেই গ্রেফতার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে। গ্রেফতার শৈলেশের সহযোগী প্রসেনজিৎ দাস। গত অক্টোবরে শৈলেশের হাওড়ার বাড়ি থেকে ইডি অভিযানে উদ্ধার হয় ৮ কোটি টাকার বেশি।
আজ ১৪ ঘণ্টা পাওয়ার ব্লক বর্ধমান স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে। বাতিল বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন। ৩১ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, বাতিল হয়েছে ৪১টি দূরপাল্লার ট্রেনও।
কয়লা পাচারকাণ্ডে বালিগঞ্জে নির্মাণকারী সংস্থা গজরাজ গ্রুপের ডিরেক্টরকে তলব। ডিরেক্টর বিক্রম শিকারিয়াকে এবার তলব করল ইডি
জ্বর-সর্দি-কাশির মরসুমে এবার বিপজ্জনক ব্য়াকটেরিয়ার হানা। শহরে বাড়ছে বিপজ্জনক ব্য়াকটেরিয়া, স্ট্রেপটোকক্কাস নিমোনিয়াই-এর সংক্রমণ। এই ব্য়াকটেরিয়া জনিত নিউমোনিয়ায় আক্রান্ত অনেককেই ভর্তি করতে হচ্ছে হাসপাতালে। তাই জ্বর হলে অবহেলা করবেন না, পরামর্শ চিকিৎসকদের।
বিধানসভায় রাজ্য়পালের ভাষণ চলাকালীন বাধল ধুন্ধুমারকাণ্ড। গো ব্য়াক স্লোগান দিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরেও বিজেপি বিধায়কদের বিক্ষোভে উঠল চোর ধরো জেল ভরো স্লোগান। যা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল।
'পঞ্চায়েত নির্বাচনের দিন এবারে শিক কাবাব তৈরী করবে আমাদের ছেলেরা। কাবাব আর শিক দুটোই কাজে লাগবে। বিরোধীদের জন্যও থাকছে শিক কাবাব', কামারহাটির খাদ্য উৎসব থেকে মন্তব্য বিধায়ক মদন মিত্রর। 'ভোটের দিন কাঁচা মাংস ঝলসে ঘি মাখন লেবু টিপে বিট নুন লঙ্কা দিয়ে তৈরী হবে কাবাব। এক থেকে দু'ঘণ্টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে। ওদের গোলকিপার নেই, ৬-৭ গোল এমনিই হয়ে যাবে,' মন্তব্য বিধায়ক মদন মিত্রর।
গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে ফের প্রশ্নের মুখে সিবিআই। যারা OMR শিট বিকৃত করেছে এবং যারা এর ফলে উপকৃত হয়েছে দুজনেই কি সমান দায়ী নয়? প্রশ্ন তুললেন বিচারপতি। যাঁরা বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের দেওয়া সুযোগের সদ্ব্য়বহার করেননি তাঁরাও দুর্নীতিতে সমানভাবে দায়ী। বিচারপতি গঙ্গোপাধ্যায়, অসদুপায়ে নিযুক্ত সবাইকে চাকরি ছেড়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিলেন। OMR কেলেঙ্কারিতে জড়িতরা নিজেদের নির্দোষ প্রমাণ না করতে পারলে, টাকাও যাবে, জেলেও যাবে। মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। প্রশ্নের উত্তরে সিবিআইয়ের আইনজীবী বলেন, অনেকে তদন্তে সহযোগিতা করছেন, আমরা তাঁদের নাম বলছি না। কিন্তু যাঁরা সহযোগিতা করছেন না, তাঁদের সঙ্গে কী করতে হয় আমরা জানি। স্কুল সার্ভিস কমিশন আর মধ্যশিক্ষা পর্ষদেরও উচিত নিজে থেকে পদক্ষেপ করা। সিবিআই হাতে হাঁড়িভর্তি রসগোল্লা তুলে দেবে, এটা হয়না।
মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় দলের পরিদর্শনের পরেই ক্যাগকে অডিটের নির্দেশ। 'শেষ তিনটি আর্থিক বছরে রাজ্যকে দেওয়া মিড ডে মিলের বরাদ্দ অর্থের অপব্যবহার হয়েছে', এই অভিযোগে ক্যাগকে তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের।
ক্যাগের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ, জানাল কেন্দ্র। পিএম পোষণ প্রকল্পে 'অনিয়ম', ক্যাগকে অডিটের নির্দেশ কেন্দ্রের। স্বাগত জানিয়ে ট্যুইট শুভেন্দু অধিকারীর
প্রথমে বিডিও-র চাকরি খাওয়ার হুমকি! এবার জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের আধিকারিকদের সুন্দরবনে যাওয়ার বিধান! ফের বিতর্কে তালডাংরার তৃণমূল বিধায়ক। বিজেপির কটাক্ষ, দুর্নীতির দায় সরকারি আধিকারিকদের ঘাড়ে চাপিয়ে পঞ্চায়েত ভোটের বৈতরণী পেরোতে চাইছে তৃণমূল।
জ্বর-সর্দি-কাশির মরসুমে এবার বিপজ্জনক ব্য়াকটেরিয়ার হানা। শহরে বাড়ছে বিপজ্জনক ব্য়াকটেরিয়া, স্ট্রেপটোকক্কাস নিমোনিয়াই-এর সংক্রমণ। এই ব্য়াকটেরিয়া জনিত নিউমোনিয়ায় আক্রান্ত অনেককেই ভর্তি করতে হচ্ছে হাসপাতালে। তাই জ্বর হলে অবহেলা করবেন না, পরামর্শ চিকিৎসকদের।
টেটের ওএমআর শিটে গুপ্ত সঙ্কেত? ২টি প্রশ্ন আর উত্তরের মধ্যেই লুকিয়ে দুর্নীতির রহস্য? জেলবন্দি মানিক ভট্টাচার্যের জামিন আর্জির বিরোধিতায় আদালতে এমনই বিস্ফোরক দাবি করল ইডি। তাদের দাবি, বেসরকারি বিএড, ডিএলএড কলেজের অনুমোদনের জন্য লক্ষ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য।
কলকাতা থেকে মুর্শিদাবাদ, বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে একটি বেসরকারি সংস্থার ৮টি অফিসে তল্লাশি চালাল আয়কর দফতর। নিরাপত্তার কথা ভেবে প্রতিটি দফতরের বাইরে মোতায়েন করা হয় CISF।
কলকাতায় ফের যকের ধনের হদিশ! কয়লাকাণ্ডে বালিগঞ্জে নির্মাণকারী সংস্থার অফিসে ইডির ১০ ঘণ্টা তল্লাশি অভিযান। প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রেক্ষাপট
কলকাতায় ফের যকের ধন! কয়লাকাণ্ডে বালিগঞ্জে (Ballygunge Development Organization) নির্মাণকারী সংস্থার অফিসে ইডির (ED Raid) তল্লাশি অভিযান, বান্ডিল বান্ডিল নোটে কোটি টাকারও (huge money) বেশি বাজেয়াপ্ত।
১০ ঘণ্টা কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানে বালিগঞ্জ থেকে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকার হদিশ। বাজেয়াপ্ত ডেক্সটপ (Desktop) খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা।
খারিজ জামিন-আর্জি। জেলেই মানিক। পার্থের সঙ্গে জুটি বেঁধে দুর্নীতি। বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের অনুমোদনে পার্থ নিতেন ৬ থেকে ৮ লক্ষ, মানিক ২ থেকে ৫ লক্ষ, দাবি ইডির।
মানিকের বাড়ি থেকে উদ্ধার সিডির একটি ফোল্ডারেই ৪ হাজার চাকরিপ্রার্থীর নাম। চাকরি পেয়েছেন আড়াই হাজারের বেশি। নিয়োগ পিছু প্রাপ্তি ৫ লক্ষ, দাবি ইডির।
কোন প্রশ্নের উত্তর দিতে হবে, জানান হত আগেই। কে টাকা দিয়েছে, জানতে ওএমআর শিটে সাঙ্কেতিক প্রশ্ন। ষড়যন্ত্রে মানিক-কুন্তলের যুগলবন্দি, অভিযোগ ইডি।
ওএমআর শিট বিকৃতির ফলে প্যানেলে থাকা ১৬৯৮ জনের বিরুদ্ধে কেন মামলা করছেন না? নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে ফের প্রশ্নের মুখে সিবিআই। তদন্তে গতি আনার নির্দেশ।
এজেন্সি নিয়ে বিরোধীদের আক্রমণ, কটাক্ষে জবাব প্রধানমন্ত্রীর।
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে মোদির হাতিয়ার এজেন্সি। বোঝাই যাচ্ছে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী, পাল্টা তৃণমূল। দুর্নীতিতে সবাই তো জেলে, পাল্টা বিজেপি।
মিড ডে মিলের টাকা অন্য খাতে খরচ? কেন্দ্রীয় দল ফিরতেই পিএম পোষণ প্রকল্পে নয়ছয়ের অভিযোগে ক্যাগকে অডিটের নির্দেশ। নজরে ৩ বছরের হিসেব।
আদানি নিয়ে রাহুলের আক্রমণ, দুর্নীতি থেকে সন্ত্রাসের প্রসঙ্গ টেনে পাল্টা মোদি।
আদানি বিতর্কের মধ্যেই লোকসভায় ভাষণ মোদির, নাম না করে রাহুলকে কটাক্ষ।
বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার, সিপির রিপোর্টে সন্তুষ্ট নয় বৃহত্তর বেঞ্চ। কারা পোস্টার দিল? মাস্ক পরা থাকায় শনাক্তে সমস্যা, দাবি পুলিশের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -