West Bengal News Live Updates: রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান থেকে নাম না করে কি শাহকেই বিঁধলেন মমতা?
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
অমিত শাহ আসার আগেই সায়েন্স সিটিতে বিশৃঙ্খলা। পাস নেওয়াকে ঘিরে দর্শকদের মধ্যেই হাতাহাতি।
উত্তর পেরিয়ে দক্ষিণবঙ্গেও তৃণমূলের নবজোয়ারে অব্যাহত 'ব্যালট' বিশৃঙ্খলা। এবার বীরভূমের মুরারইয়ে তৃণমূলের নবজোয়ারে বিশৃঙ্খলা।
পঞ্চায়েত নয়, লোকসভাকেই পাখির চোখ করতে চাইছেন অমিত শাহ। চব্বিশের ভোটের লক্ষ্যে জনসম্পর্ক অভিযানের নির্দেশ অমিত শাহের, বলছে সূত্র
বীরভূমের রামপুরহাটে কুসুম্বায় মামার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচিতে গিয়ে মামার বাড়িতে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
গরুপাচার মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত-সুকন্যা, অভিষেকের নিশানায় অমিত শাহ। কেষ্টহীন বীরভূমে দাঁড়িয়ে গরুপাচার নিয়ে অভিষেকের নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
সায়েন্স সিটিতে অমিত শাহ। সায়েন্স সিটিতে চূড়ান্ত বিশৃঙ্খলা। পাস নেওয়াকে ঘিরে দর্শকদের মধ্যেই হাতাহাতি
উত্তর পেরিয়ে দক্ষিণবঙ্গেও তৃণমূলের নবজোয়ারে অব্যাহত 'ব্যালট' বিশৃঙ্খলা। এবার বীরভূমের মুরারইয়ে তৃণমূলের নবজোয়ারে বিশৃঙ্খলা।
সায়েন্স সিটির অনুষ্ঠানে অমিত শাহ। সায়েন্স সিটিতে ঢোকার জন্য চূড়ান্ত বিশৃঙ্খলা। পাস নেওয়াকে ঘিরে দর্শকদের মধ্যেই হাতাহাতি।
'দুঃখিত, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত কিন্তু 'বন্দে মাতরম্', লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়। আর বাংলাদেশের রাষ্ট্রীয় সঙ্গীত হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, 'আমার সোনার বাংলা'। রবিঠাকুর কিন্তু আপনাকে 'যা-তা' বলতেন। দয়া করে স্কুলে ফিরে যান।' ট্যুইটে কটাক্ষ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের।
জাতীয় সঙ্গীত আর রাষ্ট্রীয় গান আলাদা। ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর রাষ্ট্রীয় গান বন্দেমাতরমের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী এই দুইয়ের পার্থক্য জানেন না। মুরারইয়ের সভায় কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
শুধু ২০১৪ নয়, ২০১২-র টেটেও হয়েছে বেআইনি নিয়োগ, উল্লেখ ইডি-র দেওয়া চার্জশিটের ২৯ নম্বর পাতায়, খবর সূত্রের
রবীন্দ্র জয়ন্তীতে কলকাতায় অমিত শাহ। গতকাল কর্ণাটক বিধানসভা নির্বাচনের শেষ প্রচার সেরে রাতে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ তাঁর একাধিক অরাজনৈতিক কর্মসূচি রয়েছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘুরে দেখলেন অমিত শাহ। গেলেন ঠাকুরবাড়ির বিভিন্ন অংশে। দেখলেন রবীন্দ্রনাথের জন্মস্থান।
সারা বিশ্বে কবিগুরু রবীন্দ্রনাথই একমাত্র মানুষ, যিনি দুটি দেশের রাষ্ট্রীয় গান লিখেছেন, ভারত এবং বাংলাদেশ। আজ পেট্রাপোল সীমান্তে এক অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কেষ্টহীন বীরভূমে দাঁড়িয়ে গরুপাচার ইস্যুতে অভিষেকের নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
সুস্পষ্ট নিম্নচাপে পরিণত বঙ্গোপসাগরের নিম্নচাপ। সন্ধের মধ্যেই নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে
রবীন্দ্র জয়ন্তীতে কলকাতায় অমিত শাহ। গতকাল কর্নাটক বিধানসভা নির্বাচনের শেষ প্রচার সেরে রাতে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বকেয়া বেতন ও স্থায়ীকরণের দাবিতে শহিদ মিনারে অবস্থান বিক্ষোভের অনুমতি অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি সহ বাকি মামলাকারী সংগঠনকে অনুমতি আদালতের। লাগাতার ১২ দিন অবস্থান বিক্ষোভের অনুমতি আদালতের
শুধু ২০১৪ নয়, ২০১২-র টেটেও হয়েছে বেআইনি নিয়োগ, উল্লেখ ইডি-র দেওয়া চার্জশিটের ২৯ নম্বর পাতায়, খবর সূত্রের
বকেয়া বেতন ও স্থায়ীকরণের দাবিতে শহিদ মিনারে অবস্থান বিক্ষোভের অনুমতি অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি সহ বাকি মামলাকারী সংগঠনকে অনুমতি আদালতের । লাগাতার ১২ দিন অবস্থান বিক্ষোভের অনুমতি আদালতের।
জনগণকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা রাজ্যের সাংবিধানিক দায়বদ্ধতার মধ্যে পড়ে,মন্তব্য প্রধান বিচারপতির। কীভাবে এবং কী কী পরিষেবা জনগণকে প্রদান করতে হবে রাজ্যকে তা মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আদালতের নয়, মন্তব্য প্রধান বিচারপতির।
২০১৪-র টেটে নিয়োগ দুর্নীতিতে জড়িত ছিলেন শান্তনু-কুন্তল। ৭টি জেলার ৩৪৬ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা ধরে চার্জশিটে দাবি ইডি-র।
কালপুরুষ, কালবেলা-র স্রষ্টা সমরেশ মজুমদারকে শেষ শ্রদ্ধা জানাতে উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতে রাজনৈতিক ব্যক্তিত্বদের ঢল। শেষ শ্রদ্ধা জানান ফিরহাদ হাকিম, শশী পাঁজা, শমীক ভট্টাচার্য, মহম্মদ সেলিম, বিমান বসু ও কংগ্রেস নেতারা। এরপর নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। সমরেশ মজুমদারের প্রয়াণে বাংলায় ট্যুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী ও অমিত শা।
পস্কো আইনে মামলা দায়েরের জন্যই অভিযোগ অতিরঞ্জিত করেছেন বাবা - মা, মন্তব্য আদালতের। অভিযুক্ত যুবককে বেকসুর খালাস করল হাইকোর্ট । ২০১৬ সালে হুগলির এক নাবালিকার শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগে মামলা দায়ের হয়। ২০২২ সালে নিম্ন আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। নিম্ন আদালত অভিযুক্তের তিন বছরের জেল ও ৫০০০ টাকা আর্থিক জরিমানার নির্দেশ দেয়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত । বিচারপতির পর্যবেক্ষণ যে নাবালিকার বয়ান ও তার বাবা - মায়ের বয়ানে পার্থক্য আছে ঘটনার পরে স্বাস্থ্য পরীক্ষার জন্যও নাবালিকা ও তার পরিবার সম্মতি দেয়নি। সেই প্রেক্ষিতেই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের
প্রবল গরমে শান্তিনিকেতনে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান কাটছাঁট করা হলেও, অমর্ত্য সেনের বাড়ির কাছে প্রতিবাদ মঞ্চে সাড়ম্বরে রবি-স্মরণ। তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের শিক্ষক, অধ্যাপক ও শিক্ষা কর্মীরা অবস্থান মঞ্চে যোগ দেন। দিনভর গান-কবিতার পাশাপাশি, চলবে প্রতিবাদ। জমি-বিতর্কে অমর্ত্য সেনকে উচ্ছেদ নোটিস পাঠানোর প্রতিবাদে চারদিন ধরে বিশ্বভারতী বাঁচাও কমিটির উদ্যোগে শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদের প্রতীচী বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ চলছে। আজই শেষ হচ্ছে এই কর্মসূচি।
কেরালা স্টোরি প্রদর্শন দেখতে না পেরে বেলঘড়িয়া রূপমন্দির সিনেমা হলের সামনে উত্তেজনা। বিক্ষোভ দর্শকদের। বিখোর সময় দিতে নামে বেলঘড়িয়া থানার পুলিশ। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি দর্শকদের.
রবীন্দ্র জয়ন্তীতে কলকাতায় অমিত শাহ। গতকাল কর্ণাটক বিধানসভা নির্বাচনের শেষ প্রচার সেরে রাতে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ তাঁর একাধিক অরাজনৈতিক কর্মসূচি রয়েছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘুরে দেখলেন অমিত শাহ। গেলেন ঠাকুরবাড়ির বিভিন্ন অংশে। দেখলেন রবীন্দ্রনাথের জন্মস্থান। বনগাঁর পেট্রাপোল সীমান্তে BSF-এর অনুষ্ঠানে দিতে পৌঁছলেন অমিত শাহ। সন্ধেয় সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাতেই দিল্লি ফিরছেন তিনি।
'পুরো বিষয়টি সম্পর্কে আমি জানতে চাই', রাজ্যপাল জানেন না বলে, মুখ্যমন্ত্রীর গতকালের মন্তব্যের প্রতিক্রিয়া সিভি আনন্দ বোসের। 'ওঁকে দেখে হ্যামলেট নয়, ম্যাকবেথের মতো লাগছে। ওঁর মধ্য়ে তীব্র উচ্চাশা কাজ করছে', রাজ্যপালের গতকালের হ্যামলেট মন্তব্যের প্রতিক্রিয়া ব্রাত্য বসুর
কালপুরুষ, কালবেলা-র স্রষ্টা সমরেশ মজুমদারকে শেষ শ্রদ্ধা জানাতে উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতে রাজনৈতিক ব্যক্তিত্বদের ঢল। শেষ শ্রদ্ধা জানান ফিরহাদ হাকিম, শশী পাঁজা, শমীক ভট্টাচার্য, মহম্মদ সেলিম, বিমান বসু ও কংগ্রেস নেতারা। এরপর নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। সমরেশ মজুমদারের প্রয়াণে বাংলায় ট্যুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী ও অমিত শা।
এবার ক্রিকেটের নন্দনকাননে বকেয়া ডিএ-র দাবিতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ। গতকাল ইডেনে আইপিএলে কেকেআর-এর সঙ্গে পাঞ্জাব কিংসের ম্যাচ চলাকালীন অভিনব প্রতিবাদ। গ্যালারিতে দাঁড়িয়ে ডিএ-র দাবিতে অভিনব প্রতিবাদ জানালেন সরকারি কর্মীরা
অমিত শা যাওয়ার আগে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ফিরহাদ হাকিম। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে গিয়ে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা রাজ্যের মন্ত্রীর। ফিরহাদের কটাক্ষ, লোকসভা ভোটের দিকে তাকিয়ে রাজনীতি করছেন। এভাবে বাঙালির আবেগকে ছোঁয়া যায় না। রবীন্দ্রনাথ এক হওয়ার কথা বলেছিলেন।আর এরা বিভাজনের রাজনীতি করে। জোড়াসাঁকোয় গিয়ে নাম না করে অমিত শা-কে নিশানা ফিরহাদের।
প্রবল গরমে বিদ্যুৎহীন এলাকা। তাই মাঝরাতে মেয়রের বাড়ির অদূরে রাস্তায় বসে চলল বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১০টা নাগাদ ৮২ নম্বর ওয়ার্ডে ১৭ নম্বর বাস স্ট্যান্ড এলাকায় বিদ্যুৎ চলে যায়। CESC-কে জানানোর পরেও, ৫ ঘণ্টা ধরে আলো-পাখাহীন অবস্থায় কাটাতে হয় বাসিন্দাদের। প্রতিবাদে ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে পথ অবরোধ করেন বাসিন্দারা। চেতলা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। পুলিশের আশ্বাসে রাত ৩টে নাগাদ অবরোধ ওঠে। তখনও বিদ্যুৎ আসেনি। এলাকাবাসীর দাবি, মাসদেড়েক ধরে বিদ্যুতের সমস্যা চলছে। CESC-কে জানিয়েও কাজ হয়নি। CESC-র প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ফের স্কুলের সামনে বোমা উদ্ধার। আজ সকালে উত্তর ২৪ পরগনার শাসনে তেঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছেই পড়েছিল ব্যাগ ভর্তি বোমা। কালভার্টের নীচ থেকে উদ্ধার হয় ৮টি তাজা বোমা। এভাবে স্কুলের সামনে বোমা পড়ে থাকায়, আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে শাসন থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে।
রবিবার ঘূর্ণিঝড় মোকা-র ল্যান্ড ফল হতে চলেছে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে। জানাল মৌসম ভবন। আবহবিদদের অনুমান, স্থলভাগে আছড়ে পড়ার আগে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর বঙ্গোপসাগরে না ঢুকলে, বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় তার প্রভাব পড়তে শুরু করেছে আন্দামান, নিকোবরে। শুরু হয়েছে তুমুল ঝড়-বৃষ্টি। ১০০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকায় শুক্রবার পর্যন্ত পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে।
সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে শোকজ্ঞাপন করে বাংলায় ট্যুইট করলেন প্রধানমন্ত্রী। ট্যুইটে তিনি লেখেন, সমরেশ মজুমদার বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর লেখনীতে পশ্চিমবঙ্গের সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিক সুন্দরভাবে ফুটে উঠেছে। তাঁর পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। সমরেশ মজুমদারের প্রয়াণে ট্যুইটে লেখেন মোদি।
২৫ বৈশাখ মঙ্গলবার ১৪৩০ (৯ মে, ২০২৩) শান্তিনিকেতন কর্মিপরিষদের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে রবীন্দ্র জন্মোৎসব পালন করা হচ্ছে৷ প্রচন্ড গরমের জন্য অনুষ্ঠান সূচির কিছু পরিবর্তন করা হয়েছে৷ এদিন ভোর ৫ টার সময় বৈতালিক দিয়ে অনুষ্ঠানের সূচনা। ভোর ৫.৩০ তে কবিকণ্ঠ( রবীন্দ্রনাথ ঠাকুর)। সকাল ৭টা নাগাদ উপাসনা গৃহে উপাসনা। উদয়ন বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে পুষ্প প্রদান অনুষ্ঠান। এদিকে বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, প্রচন্ড গরমের জন্য সকাল ৯টার সময় মাধবী বিতানে অনুষ্ঠান বাতিল করা হয়েছ্র। একই ভাবে সন্ধ্যা নাগাদ গৌরপ্রাঙ্গনে শাপমোচন নাটক ও বাতিল করা হয়েছে।
রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় ট্যুইট করলেন অমিত শা। ট্যুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিবাদ তথা মানবতাবাদের আদর্শকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে ভারতীয় দর্শনকে এক পূর্ণ রূপ প্রদান করেন। তাঁর কালজয়ী রচনা ভারতের স্বাধীনতা আন্দোলনের ভিত্তিকে আরও দৃঢ় করে। সদা প্রেরণাদায়ী, এমন দূরদর্শী কবিকে তাঁর জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধাঞ্জলি।
বাঙালির কাছে তিনি রবি ঠাকুর। তাই ক্যালেন্ডারে মঙ্গলবার হলেও, আজ রবি-বার। রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মদিন। সকাল থেকে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠান। কোথাও প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কথায়-গানে-কবিতায় চলছে রবি-স্মরণ। আনন্দে-বেদনায়-প্রতিবাদে আজও বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ।
কসবার রাজডাঙায় নিজেদের নার্সিংহোমের লিফটের তার ছিঁড়ে গুরুতর আহত মহিলার মৃত্যু হল। মৃতের নাম চৈতালি মিত্র। গতকাল দুপুরে নার্সিংহোমের লিফটের তার ছিঁড়ে চারতলা থেকে নীচে পড়ে গুরুতর আহত হন চিকিৎসক অনির্বাণ মিত্র ও তাঁর স্ত্রী চৈতালি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, চৈতালির মাথায় গুরুতর আঘাত লাগে। রাত সোয়া ২টো নাগাদ মৃত্যু হয় বছর বাহান্নর ওই মহিলার।
দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। অথচ, ৬ বছর আগে ২০১৭-র ২০ নভেম্বর পদ্মাবত সিনেমা নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যে বাক্ স্বাধীনতার ওপর জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ট্যুইটে লিখেছিলেন, পদ্মাবতী বিতর্ক শুধু দুর্ভাগ্যজনকই নয়, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে আমাদের বাক্ স্বাধীনতা হরণ করছে। আমরা এই সুপার এমার্জেন্সির নিন্দা করছি। চলচ্চিত্র জগতের সবাই একযোগে প্রতিবাদ করুন। পদ্মাবত সিনেমার প্রদর্শন নিয়ে সেদিন ভিন্ন মত পোষণ করেছিলেন মুখ্যমন্ত্রী।
বাংলায় দ্য কেরালা স্টোরির প্রদর্শন ব্যান হওয়ায় মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা ট্যুইটে লিখেছেন, যতদূর জানি, কেরলে কীভাবে মৌলবাদী ধর্মগুরুরা মহিলাদের মগজধোলাই করেন, তা নিয়ে তৈরি হয়েছে দ্য কেরালা স্টোরি। এখানে দেখানো হয়েছে, কীভাবে কেরলে মহিলাদের ধর্মান্তরিত করে আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়ায় জঙ্গি সংগঠন ISIS-এর হয়ে যুদ্ধ করতে পাঠানো হয়। এই ছবিটি ISIS এবং তার জঙ্গি কার্যকলাপের বিপক্ষে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ISIS-এর প্রতি সহানুভূতিশীল? শুভেন্দুর প্রশ্ন, এই ছবি দেখানো হলে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা কেন বিঘ্নিত হবে? ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিত। অথবা, যদি মুখ্যমন্ত্রী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হন, তাহলে পদত্যাগ করা উচিত। মনে রাখতে হবে, কেরল হাইকোর্ট এই ছবির প্রদর্শনে স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করেছে। এই প্রসঙ্গে অভিনেত্রী শাবানা আজমির ট্যুইটের প্রসঙ্গ টেনে তিনিও যে এই ছবির প্রদর্শনে সমর্থন জানিয়েছেন, তা উল্লেখ করেছেন শুভেন্দু।
গ্রুপ সি, গ্রুপ ডি থেকে নবম-দশম, চাকরি বাতিলের যাবতীয় সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের অন্তবর্তী নির্দেশে, প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের সিদ্ধান্ত স্থগিত রাখা হল। সোমবার জানাল পর্ষদ। অবৈধভাবে নিয়োগের অভিযোগে, গত ফেব্রয়ারি ও মার্চে কলকাতা হাইকোর্টের চারটি রায়ে, প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরির নিয়োগপত্র বাতিল করেছিল মধ্যশিক্ষা পর্ষদই। অথচ এবার তারাই চাকরি বাতিলের সিদ্ধান্ত স্থগিত রাখল। জেলার স্কুল পরিদর্শকদের চিঠি দিয়ে একথা জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তাতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ জারি থাকবে। তাহলে কি ওই সাড়ে ৩ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী ফের স্কুলে যাবেন? সেটাই এখন দেখার।
বহরমপুরের পর এবার বড়ঞা। মুর্শিদাবাদের তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে, প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি নিয়ে এবার সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূলের দুই গোষ্ঠী। এমনকী ক্যাম্পের বাইরে ফেলে দেওয়া হল ব্যালট বক্স। উঠল স্বজনপোষণ ও ছাপ্পা ভোটের অভিযোগও। সোমবার বড়ঞায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ক্যাম্পে ছিলেন, সেখানেই চলছিল ভোটাভুটি। কিন্তু চার-পাঁচটি ব্লকের ভোটাভুটির সময় উত্তেজনার সৃষ্টি হয়। কল্যাণপুর ১ ও ২ ব্লকের ভোটাভুটিতে, ছাপ্পা ভোটের অভিযোগে পুলিশের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। জজান ব্লকের ক্ষেত্রে আবার ভোটার লিস্টে নাম না থাকার অভিযোগ তোলেন একপক্ষ। এরপরই ব্যালট বক্স বাইরে ফেলে দেওয়া হয়। একই দৃশ্য ধরা পড়ে পাঁচঠুপি, ভরতপুর, কুলি ব্লকের ভোটাভুটির সময়ও। যদিও এরপর ফের শৃঙ্খলা রক্ষার বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি আরও বলেছেন, ২০২১-এ দলে অনেক বেনোজল ঢুকে পড়েছিল। নবজোয়ার যাত্রায় সেই আবর্জনা ভেসে যাবে।
গ্রুপ সি, গ্রুপ ডি থেকে নবম-দশম, প্রায় সাড়ে ৩ হাজার চাকরি বাতিলের যাবতীয় সিদ্ধান্ত আপাতত স্থগিত। সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের।
ফের বঙ্গ সফরে এলেন অমিত শাহ। আজ সকালে জোড়াসাঁকো, বিকেলে থাকবেন সায়েন্স সিটির অনুষ্ঠানে। উত্তপ্ত মণিপুর ছেড়ে বাংলায় কেন? কটাক্ষ মমতার।
প্রেক্ষাপট
কলকাতা: ফের বঙ্গ (West Bengal) সফরে এলেন অমিত শাহ (Amit Shah)। আজ সকালে জোড়াসাঁকো (Jorasanko), বিকেলে থাকবেন সায়েন্স সিটির (Science City) অনুষ্ঠানে। উত্তপ্ত মণিপুর (Manipur) ছেড়ে বাংলায় (West Bengal) কেন? কটাক্ষ মমতার (Mamata Banerjee)।
এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন-
গ্রুপ সি, গ্রুপ ডি থেকে নবম-দশম, চাকরি বাতিলের যাবতীয় সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের অন্তবর্তী নির্দেশে, প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের সিদ্ধান্ত স্থগিত রাখা হল। সোমবার জানাল পর্ষদ। অবৈধভাবে নিয়োগের অভিযোগে, গত ফেব্রয়ারি ও মার্চে কলকাতা হাইকোর্টের চারটি রায়ে, প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরির নিয়োগপত্র বাতিল করেছিল মধ্যশিক্ষা পর্ষদই। অথচ এবার তারাই চাকরি বাতিলের সিদ্ধান্ত স্থগিত রাখল। জেলার স্কুল পরিদর্শকদের চিঠি দিয়ে একথা জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তাতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ জারি থাকবে। তাহলে কি ওই সাড়ে ৩ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী ফের স্কুলে যাবেন? সেটাই এখন দেখার।
চণ্ডীপুরে শুভেনদু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগের ঘটনায় রবিবারই তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। আজ সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, কনভয়ের রুটে পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে না রাজ্য সরকার। বুধবার মামলার শুনানি হবে।
বহরমপুরের পর এবার বড়ঞা। মুর্শিদাবাদের তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে, প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি নিয়ে এবার সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূলের দুই গোষ্ঠী। এমনকী ক্যাম্পের বাইরে ফেলে দেওয়া হল ব্যালট বক্স। উঠল স্বজনপোষণ ও ছাপ্পা ভোটের অভিযোগও। সোমবার বড়ঞায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ক্যাম্পে ছিলেন, সেখানেই চলছিল ভোটাভুটি। কিন্তু চার-পাঁচটি ব্লকের ভোটাভুটির সময় উত্তেজনার সৃষ্টি হয়। কল্যাণপুর ১ ও ২ ব্লকের ভোটাভুটিতে, ছাপ্পা ভোটের অভিযোগে পুলিশের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। জজান ব্লকের ক্ষেত্রে আবার ভোটার লিস্টে নাম না থাকার অভিযোগ তোলেন একপক্ষ। এরপরই ব্যালট বক্স বাইরে ফেলে দেওয়া হয়। একই দৃশ্য ধরা পড়ে পাঁচঠুপি, ভরতপুর, কুলি ব্লকের ভোটাভুটির সময়ও। যদিও এরপর ফের শৃঙ্খলা রক্ষার বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি আরও বলেছেন, ২০২১-এ দলে অনেক বেনোজল ঢুকে পড়েছিল। নবজোয়ার যাত্রায় সেই আবর্জনা ভেসে যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -