West Bengal News Live Updates: 'নথি চেয়েছিল ইডি, ৬ হাজার পাতার নথি দিয়েছি', সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বললেন অভিষেক

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 09 Nov 2023 11:18 PM
মানবপাচার তদন্তে এনআইএর হাতে চাঞ্চল্যকর তথ্য

রোহিঙ্গাদের ভারতে ঢুকিয়ে চলছে জঙ্গি কার্যকলাপ। আর এরাজ্যে জঙ্গি মডিউল পরিচালনা করা হচ্ছে পাকিস্তানে বসে! মানবপাচার তদন্তে এনআইএর হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে খবর সূত্রের। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। 

WB News Live: কালীপুজোয় কলকাতায় অতিরিক্ত প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন

কালীপুজোয় কলকাতায় অতিরিক্ত প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন। ১৩ নভেম্বর বিসর্জনের দিনও প্রায় ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে। রাস্তায় থাকবেন ২১ জন ডিসি পদমর্যাদার অফিসার, ৩৫ জন এসি পদমর্যাদার অফিসার। কলকাতার সমস্ত ঐতিহ্যবাহী কালীমন্দির চত্বরে অতিরিক্ত বাহিনী মোতায়ন করা হবে। বেআইনি শব্দবাজি মোকাবিলায় কড়া নজরদারি, শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি। বাজির ব্যবহার নিয়ে বড় আবাসন কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেছে স্থানীয় থানা। 

West Bengal Live Updates: হাবড়ায় ধান কেনার নামে টাকা আত্মসাতের অভিযোগ

রেশন দুর্নীতিকাণ্ডে জেলবন্দি প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের বিধানসভা কেন্দ্রে উত্তর ২৪ পরগনার হাবড়ায় ধান কেনার নামে টাকা আত্মসাতের অভিযোগ। কৃষকদের অ্য়াকাউন্টে টাকা ঢুকিয়ে তাদের সামান্য় টাকা দিয়ে বাকি টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। সোশাল মিডিয়ায় সরব তৃণমূলেরই নেতা। যদিও জেলা খাদ্য় নিয়ামক দফতর সূত্রে দাবি, অসাধু চক্রের হদিশ মেলেনি।  

WB News Live: অনুব্রতর ভাষা সুকান্ত মজুমদারের মুখে

অনুব্রতর ভাষা সুকান্ত মজুমদারের মুখে। এবার পুলিশকে পেটানোর দাওয়াই বিজেপির রাজ্য সভাপতির। 'আগামী দিনে পুলিশ সিধে না হলে, পিটিয়ে সিধে করব। দুদিন আগে মন্ত্রীর বাড়ি ভাঙচুর করেছে গ্রামবাসীরা। বাংলার মানুষ জেগে উঠছে'। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সভায় হুঙ্কার সুকান্ত মজুমদারের

West Bengal Live Updates: বিজেপির অন্তর্দ্বন্দ্বের মধ্যেই এবার তৃণমূলেও কোন্দল

বিজেপির অন্তর্দ্বন্দ্বের মধ্যেই এবার তৃণমূলেও কোন্দল। বিজেপিতে রাজ্য সভাপতির সঙ্গে সংঘাতে কেন্দ্রীয় সম্পাদক। তৃণমূলে দলের সাংসদকেই তীব্র আক্রমণে বিধায়ক

WB News Live: মহুয়া মৈত্রকে নিয়ে প্রথমবার মুখ খুলে সাংসদের পাশে দাঁড়ালেন অভিষেক

আদানি বা কেন্দ্রীয় সরকারকে নিয়ে প্রশ্ন তুললেই প্রতিহিংসামূলক পদক্ষেপ। মহুয়া নিজের লড়াই নিজে লড়তে সক্ষম। যদি তদন্তই করা হয়, তাহলে বরখাস্তের সুপারিশ কেন? সংসদে ‘টাকার বিনিময়ে প্রশ্ন’কাণ্ডে মহুয়া মৈত্রকে নিয়ে প্রথমবার মুখ খুলে সাংসদের পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal Live Updates: তদন্তে সহযোগিতা করবেন বললে রক্ষাকবচ চাইতে আদালতে কেন যাচ্ছেন, অভিষেক প্রসঙ্গে মন্তব্য বিজেপির

তদন্তে সহযোগিতা করবেন বললে রক্ষাকবচ চাইতে আদালতে কেন যাচ্ছেন, অভিষেক প্রসঙ্গে মন্তব্য বিজেপির। দিল্লিতে সেটিং বলেই ১ ঘণ্টায় সিজিও ত্যাগ, অভিযোগ বামেদের।

WB News Live: আজ ফের গঙ্গাজলঘাটির নিধিরামপুর গ্রামে নতুন করে উত্তেজনা

আজ ফের গঙ্গাজলঘাটির নিধিরামপুর গ্রামে নতুন করে উত্তেজনা। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি বিধায়কদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন পুলিশ আধিকারিক । রাস্তায় বসে প্রতিবাদ বিজেপি বিধায়কদের। গতকাল বিজেপি নেতা শুভদীপ মিশ্রর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহের সঙ্গে দুটি হাত বাঁধা ছিল, বিজেপি ও মৃতের পরিবার খুনের অভিযোগ জানায়। তদন্তের গতি প্রকৃতি জানতে এদিন গ্রামে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। গ্রামে যান ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় ও শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। সেখানেই ডিএসপি অ্যাডমিনিস্ট্রেশন উত্তম মিশ্রর সঙ্গে বচসায় জড়ান বিজেপি সাংসদ-বিধায়করা। এ নিয়ে পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি । 

West Bengal Live Updates: 'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে অবশেষে মহুয়া মৈত্র প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক

'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে অবশেষে মহুয়া মৈত্র প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক। দলের সাংসদের পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 'আদানি বা কেন্দ্রীয় সরকারকে নিয়ে প্রশ্ন তুললেই প্রতিহিংসামূলক পদক্ষেপ। মহুয়া নিজের লড়াই নিজে লড়তে সক্ষম। যদি তদন্তই করা হয়, তাহলে বরখাস্তের সুপারিশ কেন?' মহুয়া মৈত্রকে নিয়ে প্রথমবার মুখ খুলে সাংসদের পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

WB News Live: হাইকোর্টের পরে নিয়োগ-দুর্নীতির তদন্ত শেষে এবার সুপ্রিম কোর্টের ডেডলাইন

হাইকোর্টের পরে নিয়োগ-দুর্নীতির তদন্ত শেষে এবার সুপ্রিম কোর্টের ডেডলাইন। শিক্ষক নিয়োগ মামলার তদন্ত শেষ করতে এবার সুপ্রিম কোর্টের ডেডলাইন। ২ মাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের । এসএসসি-দুর্নীতির মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করতে বলল সুপ্রিম কোর্ট। বিশেষ ডিভিশন বেঞ্চেই নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের। নতুন চাকরির সুপারিশ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশেষ ডিভিশন বেঞ্চ। 

West Bengal Live Updates: ২৮ ঘণ্টা পার, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের রাইস মিলে এখনও চলছে আয়কর তল্লাশি

২৮ ঘণ্টা পার, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের রাইস মিলে এখনও চলছে আয়কর তল্লাশি। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে চলছে আয়কর তল্লাশি। গতকাল সকাল ১১টা নাগাদ বিষ্ণুপুরের চূড়ামণিপুরের এই রাইস মিলে শুরু হয় আয়কর
তল্লাশি।

WB News Live: ধানেও দুর্নীতির 'পোকা', সমবায় সমিতির যোগসাজশেই চলত রেশন বণ্টন দুর্নীতি, খবর সূত্রের

ধানেও দুর্নীতির 'পোকা', সমবায় সমিতির যোগসাজশেই চলত রেশন বণ্টন দুর্নীতি, খবর সূত্রের। এজেন্ট মারফত কৃষকের থেকে ন্যূনতম সহায়ক মূল্যের ২০০ টাকা কমে কেনা হত ধান, দাবি ইডি-র। 'সেই ধান সমবায় সমিতিকে বেচতেন মিল মালিকরা', বিনিময়ে সহায়ক মূল্য যেত মিল মালিকদের 'ভুয়ো' কৃষকদের অ্যাকাউন্টে, খবর ইডি সূত্রে। এভাবেই বছরের পর বছর ধরে বঞ্চিত করা হয়েছে দরিদ্র কৃষকদের, অনুমান এজেন্সির।

West Bengal Live Updates: 'জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা আপাতত হবে কমান্ড হাসপাতালেই', নির্দেশ দিল হাইকোর্ট

'জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা আপাতত হবে কমান্ড হাসপাতালেই। নিম্ন আদালতে পেশের আগে প্রতি একদিন অন্তর হবে স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষার সময় কেউ যেন হাসপাতালে ঢুকতে না পারে, নিশ্চিত করতে হবে পুলিশকে', ১৬ নভেম্বরের মধ্যে বিকল্প হাসপাতাল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে ইডি-কে, নির্দেশ দিল হাইকোর্ট।

WB News Live: পুর নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি কামারহাটি পুরসভার চেয়ারম্যান

পুর নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। এবার বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে গোপাল সাহাকে ধমক দিলেন সৌগত রায়। সেই ভিডিও ইতিমধ্য়েই ভাইরাল।

West Bengal Live Updates: মহুয়া মৈত্রকে নিয়ে প্রথমবার মুখ খুলে সাংসদের পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

'আদানি বা কেন্দ্রীয় সরকারকে নিয়ে প্রশ্ন তুললেই প্রতিহিংসামূলক পদক্ষেপ। মহুয়া নিজের লড়াই নিজে লড়তে সক্ষম। যদি তদন্তই করা হয়, তাহলে বরখাস্তের সুপারিশ কেন?' মহুয়া মৈত্রকে নিয়ে প্রথমবার মুখ খুলে সাংসদের পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

WB News Live: '৬ হাজার পাতার নথি দিয়েছি', ইডির দফতর থেকে বেরিয়ে বললেন অভিষেক

'আমাকে নথি নিয়ে আসতে বলেছিল, এসে ৬ হাজার পাতার নথি দিয়েছি। আগামীদিনেও ইডি চাইলে, আমি আবার আসব। আমার আইনজ্ঞদের টিম আজ আমাকে আসতে বারণ করেছিল। বলেছিল, ইডি-র কাছে নথি পাঠিয়ে দিতে। আমি মনে করেছি আমার লুকোনোর কিছু নেই, তাই এসেছি', ইডি দফতরের বাইরে বেরিয়ে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal Live Updates: কল সেন্টার প্রতারণাকাণ্ডের মাস্টারমাইন্ড কুণাল গুপ্তর বিরুদ্ধে ইডি-র চার্জশিট

কল সেন্টার প্রতারণাকাণ্ডের মাস্টারমাইন্ড কুণাল গুপ্তর বিরুদ্ধে ইডি-র চার্জশিট। চার্জশিটে কুণাল গুপ্তর কাছ থেকে ১০০ কোটি টাকার সম্পত্তি মিলেছে বলে দাবি ইডি-র। ইডি-র অভিযোগ, কল সেন্টার প্রতারণাকাণ্ডের মোট অঙ্ক হাজার কোটি।

WB News Live: ফের সমন, ইডির দফতরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ইডির দফতরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১৭১ দিনে এই নিয়ে ষষ্ঠবার শিক্ষা নিয়োগ দুনীতিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব কেন্দ্রীয় এজেন্সির।

West Bengal Live Updates: আজ ফের ইডির তলব, কালীঘাটের বাড়ি থেকে রওনা অভিষেকের

শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তলব ইডির। কালীঘাটের বাড়ি থেকে রওনা অভিষেকের। গত ১৭১ দিনে এই নিয়ে ষষ্ঠবার শিক্ষা নিয়োগ দুনীতিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব কেন্দ্রীয় এজেন্সির।

WB News Live: 'ক্য়াশ ফর কোয়েশ্চন' বিতর্ক নিয়ে তদন্তের খসড়া রিপোর্টে, মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করল এথিক্স কমিটি

'ক্য়াশ ফর কোয়েশ্চন' বিতর্ক নিয়ে তদন্তের খসড়া রিপোর্টে, মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করল এথিক্স কমিটি। পাশাপাশি কেন্দ্র যাতে তাঁর বিরুদ্ধে সময় বেঁধে তদন্ত করে, সেই সুপারিশও করেছে কমিটি। অন্য়দিকে, এই সংক্রান্ত অভিযোগ নিয়ে জাতীয় লোকপালও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বলে, সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। মোদি-আদানি ভাই-ভাই, সোশাল মিডিয়ায় পোস্টে কটাক্ষ মহুয়ার।

West Bengal Live Updates: শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তলব ইডির

শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তলব ইডির। গত ১৭১ দিনে এই নিয়ে ষষ্ঠবার শিক্ষা নিয়োগ দুনীতিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব কেন্দ্রীয় এজেন্সির। আজ সিজিও কমপ্লেক্সে যাবেন অভিষেক, জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের মুখপাত্র শশী পাঁজা। ভোটের আগে অভিষেককে ঠেকাতেই বারবার নিশানা করা হচ্ছে, অভিযোগ শশী পাঁজার

WB News Live: শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে এর আগে একবার CBI ও ৪ বার তলব করেছে ED

এবারই প্রথম নয়। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে এর আগে একবার CBI ও ৪ বার তলব করেছে ED. প্রতিহিংসার কথা বলে নির্বাচনকেন্দ্রিক তদন্ত বলে কটাক্ষ করেছেন শশী পাঁজা। CBI,ED-র চায়ের টেস্ট খুব ভাল। একবার খেলে, বারবার খেতে ইচ্ছে করবে। কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।

West Bengal Live Updates: সুকান্ত মজুমদারকে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা

বঙ্গ বিজেপির বিরুদ্ধে, বিক্ষোভের সুর শোনা গিয়েছিল অনেক আগেই। এবার সরাসরি বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। দিলেন নিজের কেন্দ্রে মনোনিবেশ করার পরামর্শ। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতিও। আর এরই মাঝে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। 

WB News Live: বিশেষ ট্রেন বাতিল নিয়ে বিজেপিকে আক্রমণ অভিষেকের

'দিল্লিতে তৃণমূলের ধর্না কর্মসূচি আটকাতে পরিকল্পিত চক্রান্ত। আগামীকালের মধ্যে আমরা বিকল্প ব্যবস্থা করছি। গরিব মানুষকে দিল্লি যেতে বাধা দিচ্ছেন কেন? গরিব মানুষের ছাদের টাকা নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন হচ্ছে!' বিশেষ ট্রেন বাতিল নিয়ে বিজেপিকে আক্রমণ অভিষেকের।

West Bengal News Live Updates: রাইস মিলের কোনও কর্মীকে ঢুকতে না দিয়ে ২০ ঘণ্টার বেশি তল্লাশি

গতকাল বেলা ১২টা নাগাদ বিষ্ণুপুরের চূড়ামণিপুরের এই রাইস মিলে শুরু হয় আয়কর তল্লাশি। রাইস মিলের কোনও কর্মীকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে  রয়েছে বিধায়কের লজ, এমএলএ অফিস,ওয়াইন শপ ও পানশালা। গতকাল এই লজেও তল্লাশি চালায় আয়কর দফতর বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়েছে।

West Bengal Live Updates: ২০ ঘণ্টা পার, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের রাইস মিলে এখনও চলছে আয়কর তল্লাশি

২০ ঘণ্টা পার, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের রাইস মিলে এখনও চলছে আয়কর তল্লাশি। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে চলছে আয়কর তল্লাশি। গতকাল বেলা ১২টা নাগাদ বিষ্ণুপুরের চূড়ামণিপুরের এই রাইস মিলে শুরু হয় আয়কর
তল্লাশি।

প্রেক্ষাপট

কলকাতা: বঙ্গ বিজেপির বিরুদ্ধে, বিক্ষোভের সুর শোনা গিয়েছিল অনেক আগেই। এবার সরাসরি বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। দিলেন নিজের কেন্দ্রে মনোনিবেশ করার পরামর্শ। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতিও। আর এরই মাঝে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। রেশন দুর্নীতিকাণ্ডে ইডির নজরে আরও চারটি কোম্পানি। তার মধ্যে তিনটি সংস্থাই কলকাতার এক ঠিকানাতেই রেজিস্টার করা হয়েছে। অপরটি হাওড়ার ব্যাঁটরার ঠিকানায়। চারটি কোম্পানিরই ডিরেক্টর পদে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন পিএ ও তাঁর স্ত্রী। যদিও মন্ত্রীর প্রাক্তন পিএ-র দাবি, এই কোম্পানিগুলো তাঁদেরই। এর সঙ্গে রেশন দুর্নীতির কোনও সম্পর্ক নেই।


নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তলব করল ED। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেও, তৃণমূল জানিয়েছে, আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবারই প্রথম নয়। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে এর আগে একবার CBI ও চার বার ইডি তলব করেছে। গত ১৭১ দিনে এই নিয়ে এটি কেন্দ্রীয় এজেন্সির ষষ্ঠ তলব। 


২০ ঘণ্টা পার, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের রাইস মিলে এখনও চলছে আয়কর তল্লাশি। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে চলছে আয়কর তল্লাশি। গতকাল বেলা ১২টা নাগাদ বিষ্ণুপুরের চূড়ামণিপুরের এই রাইস মিলে শুরু হয় আয়কর
তল্লাশি। রাইস মিলের কোনও কর্মীকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে  রয়েছে বিধায়কের লজ, এমএলএ অফিস,ওয়াইন শপ ও পানশালা গতকাল এই লজেও তল্লাশি চালায় আয়কর দফতর। বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়েছে।


আরও পড়ুন: Top Entertainment News Today: আসছে নতুন ধারাবাহিক, অঙ্কিতার মুখে সুশান্তের নাম, বিনোদনের সারাদিন

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.