West Bengal News Live: আগুন ঝরানো গরমের রেকর্ড স্পেল
West Bengal news live updates : সব জেলার খবর এক ক্লিকে
আগুন ঝরানো গরমের রেকর্ড স্পেল! গত ৫ বছরে এপ্রিলের শুরুতে একটানা এত বেশি গরম পড়েনি! কলকাতা-সহ কার্যত গোটা দক্ষিণবঙ্গেই সোমবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর। নবান্নর পর, প্রচণ্ড গরমে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভাও।
শক্তিগড়ে কয়লা মাফিয়া খুন, এখনও আততায়ীরা অধরা। হাজারিবাগ জেলে বন্দি সুপারি কিলারের যোগসূত্রেই খুন রাজু ঝা? আততায়ীর খোঁজে সিটের নজরে হাজারিবাগ জেলের ফুটেজ। হাজারিবাগ জেলে ঢোকা ও বাইরের সিসি ফুটেজ চেয়ে কোর্টে আবেদন। ঝাড়খণ্ডের কোনও গ্যাংয়ের হাতেই রাজু ঝা খুন, অনুমান তদন্তকারীদের। সিসি ফুটেজ নিয়ে সিটের আবেদন মঞ্জুর বর্ধমান আদালতের।
হলদিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। পুড়ে ছাই বাড়ি।
জলপাইগুড়ির ময়নাগুড়িতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হিমঘরের একাংশ। অ্যামোনিয়া গ্যাস লিক করে কয়েকজন অসুস্থ। ময়নাগুড়ির জল্পেশে গতকালই হিমঘরটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল প্রশাসন। ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আলুর বস্তা অন্য হিমঘরে সরানো শুরু হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হিমঘরের একাংশ।
মালদা ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। শৈল শহর দার্জিলিং ও কালিম্পঙেও তাপমাত্রা বাড়বে। সব মিলিয়ে এবার হাঁসফাঁস গরমে কাটবে চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখ।
মালদা ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। শৈল শহর দার্জিলিং ও কালিম্পঙেও তাপমাত্রা বাড়বে। সব মিলিয়ে এবার হাঁসফাঁস গরমে কাটবে চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখ।
বাতাসে আগুনের হলকা। চৈত্র-শেষেই এবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি হল। কাল থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলা এবং উত্তরবঙ্গের ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতার
নিয়োগে দুর্নীতির অভিযোগে ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশকে লাঠিপেটা, ইটবৃষ্টি। পাল্টা কাঁদানে গ্যাস, লাঠিচার্জ। আহত ২জন ডিওয়াইএফআই কর্মী, একজন পুলিশকর্মীও আহত।ডিওয়াইএফআইয়ের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ৩২জন আটক।
শুনেছি ২০২৪ পর্যন্ত দেবে না, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। 'অনেক টাকা আটকে রাখা হয়েছে, শুনেছি ২০২৪ পর্যন্ত দেবেও না, কিন্তু ভিক্ষে চাইতে যাব না, কারও চাকরিও খাব না', আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করে কেন্দ্রকে আক্রমণে মুখ্যমন্ত্রী।
'আবার জাতীয় দলের তকমা ফিরে পাবে তৃণমূল', দলে ব্রাত্য হয়েও দলেরই পাশে পার্থ। অভিষেকের নাম বলাতে এজেন্সির চাপ দেওয়ার কুন্তলের অভিযোগে চুপ।
ভাড়াটিয়াদের মধ্যে বচসা, নিউটাউনে শিশুকে নৃশংসভাবে খুন! নিউটাউনে ৭ বছরের শিশুকে কুপিয়ে খুন, বাঁচাতে গিয়ে আহত ২। শিশুকে বাঁচাতে গিয়ে মা, প্রতিবেশী মহিলা গুরুতর আহত, উধাও অভিযুক্ত।
আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী। আজ উদ্বোধন। শঙ্খের আদলে তৈরি হয়েছে অডিটোরিয়াম।
নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলাকাণ্ডে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা বিজেপির। সুপ্রিম কোর্টে খারিজ হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ। 'কোচবিহারের এসিপির পুরো রিপোর্টে ভরসা না করেই সিবিআই তদন্তের নির্দেশ', দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর কনভয়ে হামলাকাণ্ডে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টে মামলা ফেরত পাঠিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ।
'অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত ইডি, ইডি-সিবিআই-এর', নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের নিম্ন আদালতে ও হেস্টিংস থানায় দেওয়া চিঠি প্রসঙ্গে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাল্টা তোপ তৃণমূলের।
শুভেন্দু অধিকারীকে নিশানা অপরূপা পোদ্দারের। ‘পঞ্চায়েত ভোটের পর তৃণমূলে ফেরার চেষ্টা করবেন শুভেন্দু। তদন্ত থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছিলেন। পঞ্চায়েতে ভরাডুবির পর মোহভঙ্গ হয়ে বিজেপি ছাড়বে। দলে ফেরাবেন কি না, সেটা ক্যাপ্টেন ঠিক করবেন। ক্যাপ্টেনকে অনুরোধ, দণ্ডি কেটে নয়, কান ধরে ওঠবোস করিয়ে দলে নেবেন’, টুইট তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের। পাল্টা তোপ বিজেপির।
কবে পঞ্চায়েত ভোট? জল্পনার মধ্যেই বৈঠকে বসছে কমিশন। ১৮ এপ্রিল জেলা শাসকদের সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে কমিশন।
দক্ষিণ দিনাজপুরে দণ্ডিকাণ্ডে অবশেষে ২ তৃণমূল নেতা গ্রেফতার। বিজেপিতে যোগ দেওয়ার 'শাস্তি', দণ্ডি কেটে তৃণমূলে প্রত্যাবর্তন। তীব্র সমালোচনার মুখে অবশেষে ২ তৃণমূল নেতা গ্রেফতার। দলবদলের 'দণ্ড' হিসেবে ৪ মহিলাকে দণ্ডি, ৫দিনের মাথায় গ্রেফতার।
রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ। শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার। DYFI-এর মিছিল ঘিরে তুলকালাম। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। রাস্তায় বসে প্রতিবাদ-বিক্ষোভ। মীনাক্ষী সহ আটক ৩২ জন। আহত ২ DYFI কর্মী ও ১ পুলিশকর্মী।
'অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত ইডি, ইডি-সিবিআই-এর', নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের নিম্ন আদালতে ও হেস্টিংস থানায় দেওয়া চিঠি প্রসঙ্গে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
কাল থেকে রবিবার পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এরপরই আজ রাস্তায় ডিউটি করা পুলিশ কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। পার্ক সার্কাস, শ্যামবাজার, বউবাজার-সহ শহরের গুরুত্বপূর্ণ ৬টি জায়গায় কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে ORS, জলের বোতল, ছাতা, সানগ্লাস তুলে দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
তিলজলায় ছাপা কারখানায় ভয়াবহ আগুন। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হল বাবা ও ছেলের। ১৫ বছর বয়সী আরেক ছেলে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্য়াশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তপসিয়ার আজাদ মহল্লার ওই কারখানায় প্লাস্টিক ক্যারিব্যাগে প্রিন্টিংয়ের কাজ হয়। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে। কাজের জন্য গতকাল রাতে কারখানাতেই ছিলেন মহম্মদ নাসিম আখতার ও তাঁর দুই ছেলে।
রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ। শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার। DYFI-এর মিছিল ঘিরে তুলকালাম। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। রাস্তায় বসে প্রতিবাদ-বিক্ষোভ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত ইডি, সিবিআই-এর', নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের নিম্ন আদালতে ও হেস্টিংস থানায় দেওয়া চিঠি প্রসঙ্গে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
কলকাতা হাইকোর্টের নবম-দশম, গ্রুপ সি, গ্রুপ ডি-তে চাকরি বাতিলের নির্দেশ আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। গতকাল এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশ দিয়েছে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ।
এ বার অমিত শাহের কর্মসূচির পাল্টা কর্মসূচি তৃণমূলের। অনুব্রতহীন বীরভূমে কর্মসূচির দায়িত্বে ফিরহাদ হাকিম। রবিবার সিউড়িতে পাল্টা কর্মসূচির সম্ভাবনা, খবর সূত্রের। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা করেন মানুষ', বললেন ফিরহাদ হাকিম।
'২০১৪ র প্রশ্ন ভুল মামলা, ৬টি ভুল প্রশ্নের উত্তরদাতাদের নম্বর দিতে হবে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের। ২০১৪-র টেটের ৬টি প্রশ্ন ভুল রয়েছে এই অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে কমিটি গঠন করেছিল আদালত।
নিশীথ প্রামাণিকের উপর হামলাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রাপ্ত তথ্য খতিয়ে দেখে মামলাটি নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে কলকাতা হাইকোর্টকে নির্দেশ সুপ্রিম কোর্টের।
আচমকা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল। বেলা বারোটার কিছু পরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পঁছলেন সিভি আনন্দ বোস। উপাচার্য অনুরাধা লোহিয়ার সঙ্গে কথা বলছেন রাজ্যপাল, খবর সূত্রের। গত ১০ তারিখ কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রাজ্যপাল।
চাকরির নামে প্রতারণার অভিযোগ, অভিষেকের কাছে নালিশ। দলেরই নেতার বিরুদ্ধেই অভিষেকের কাছে তৃণমূলকর্মীর অভিযোগ। নেতার বিরুদ্ধে টাকা ফেরতের বদলে মারধর করার অভিযোগ। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অভিষেক, দাবি তৃণমূলকর্মীর। দর্শক আসন থেকে মহিলার দৃষ্টি আকর্ষণ, ডেকে কথা বললেন অভিষেক। সবই বিজেপির চক্রান্ত, খবর নেবেন অভিষেক, পাল্টা দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। যা করেছেন, জেলে যাওয়া উচিত, পাল্টা আক্রমণ বিজেপি বিধায়কের।
রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ও শূন্য়পদ তৈরি করে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে DYFI-এর ডাকে আজ শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান। বেলা ১২টা নাগাদ শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে শুরু হবে বাম যুব সংগঠনের মিছিল। রাজ্যের উত্তরবঙ্গের সচিবালয়ের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মিছিল আটকাতে শিলিগুড়ির জলপাই মোড়, নৌকাঘাট মোড় ও তিনবাত্তি মোড়ে ব্যারিকেড তৈরির করার পরিকল্পনা নিয়েছে পুলিশ-প্রশাসন।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিন্হা-সহ ১৩ জনকে আজ ফের আলিপুরের সিবিআই আদালতে তোলা হবে। সূত্রের খবর, জেলবন্দি এই ১৩ জনেরই জামিনের বিরোধিতা করবে কেন্দ্রীয় এজেন্সি। গত ১৪ দিনে পার্থ, সুবীরেশ, এসপি সিন্হা, কল্যাণময়দের বিরুদ্ধে নতুন কী তথ্য উঠে এসেছে, তা আদালতে তুলে ধরবে সিবিআই।
বিডিও-র চেম্বারে তাঁরই চেয়ারে বসে দলীয় বৈঠক করার ভাইরাল ছবি নিয়ে দলের অঞ্চল সভাপতিকেই কাঠগড়ায় তুললেন মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি।
বাতাসে আগুনের হলকা। চৈত্র-শেষেই এবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি হল। কাল থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলা এবং উত্তরবঙ্গের ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি থাকতে পারে। কলকাতা ছাড়াও, আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় লু বইবার সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। শৈল শহর দার্জিলিং ও কালিম্পঙেও তাপমাত্রা বাড়বে। সব মিলিয়ে এবার হাঁসফাঁস গরমে কাটবে চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখ।
স্কুলে কতজন শিশু পড়ে, তা কেউ জানেন না। ২০-৩০ জন বাচ্চা আছে, বলা আছে ৫০ জন আছে। সব জায়গায় দুর্নীতি। রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন, তাঁকে জিজ্ঞাসা করা হয়নি। যাঁরা চুরি করছে, তাঁকে জিজ্ঞাসা করবে কেন? প্রশ্ন দিলীপ ঘোষের।
তিলজলায় প্রিন্টিং কারখানায় ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। আরেক ছেলে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্য়াশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
তপসিয়া রোডের ওই কারখানায় জুতোতে প্রিন্টিংয়ের কাজ হয়। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে। কাজের জন্য গতকাল রাতে কারখানাতেই ছিলেন বাবা ও দুই ছেলে। দমকলের ৪টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীরা দেরিতে আসেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
সুযোগ পেলে গরিব মানুষকে পরিবার বাঁচানোর জন্য চাকরি দেব। আমাদের কর্মীদের চাকরি দেব। কোনও কিছুর বিনিময়ে নয়। বিনিময় যারা চাকরি দেয়, চাকরি বিক্রি করে, আমি, আমরা তাদের ঘৃণা করি, বললেন তাপস রায়।
বড় কাছারি থেকে ফেরার পথে, দক্ষিণ ২৪ পরগনার বিবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারায় মৃত্যু হল বাইক আরোহী দুই তরুণের। মৃত শুভজিৎ মণ্ডল ও সৌম্যজিৎ মিশ্র বেহালার ব্যানার্জি পাড়ার বাসিন্দা। সৌম্যজিৎ সরশুনা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বাইক চালাচ্ছিলেন বছর ১৯-এর শুভজিৎ। তাঁর মাথায় গুরুতর আঘাত থাকায়, বেহালার ম্যান্টনে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে মৃত্যু হয় শুভজিতের বন্ধু সৌম্যজিতেরও।
কলকাতায় আজ জ্বালানির দাম অপরিবর্তিত। লিটার প্রতি পেট্রোলের দাম পড়ছে ১০৬.০৩ টাকা। ৯২.৭৬ টাকা দাম পড়ছে লিটার প্রতি ডিজেলের।
দুর্নীতি থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, বুধবার তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারীও। একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন অভিষেক। পাল্টা বিরোধী দলনেতা বলছেন, হিসেব দাও টাকা নাও।
বিগত নির্বাচনে বাঁকুড়ায় বিজেপিকে সমর্থন করে পাপ করেছেন! প্রায়শ্চিত্ত করতে হবে! বাঁকুড়ার ওন্দার সভায় এই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নিজের অধিকারের জন্য় লড়তে না পারলে, তৃণমূলও আপনার অধিকারের জন্য় লড়বে না। এই মন্তব্যকে বাংলার ভোটারদের অপমান বলে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।
প্রেক্ষাপট
১। দুয়ারে পঞ্চায়েত (Panchayat Election)। বিজেপিকে (BJP) নিশানা করতে গিয়ে ভোটারদেরই প্রায়শ্চিত্ত করতে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, "বিজেপিকে সমর্থন করে বাঁকুড়াবাসী যে পাপ করেছে, তার প্রায়শ্চিত্ত করবে তারা।"
২। সাগরদিঘির (Sagardighi) পর ওন্দা। মুখ ফেরানো ভোটারদের বার্তা অভিষেকের। বললেন, '১৯, '২১-এ মুখ ফিরিয়েছেন। এবার আপনারা অধিকারের জন্য না লড়লে, আমরাও আপনাদের জন্য লড়ব না।'?
৩। বাঁকুড়ায় (Bankura) ভোটারদের প্রায়শ্চিত্ত করার দাওয়াই অভিষেকের। জবাব শুভেন্দুর। তাঁর কথায়, 'এটা শুধু বাঁকুড়ার নয়, বাংলার মানুষকে অপমান।'
৪। ফের নো ভোট টু মমতা স্লোগান শুভেন্দুর (Suvendu Adhikari)। বললেন, 'নো ভোট টু মমতা। এই জঞ্জাল সরাতেই হবে।'
৫। বকেয়া ১০০ দিনের টাকা। এক কোটি চিঠি নিয়ে দিল্লিতে ধর্নার হুঁশিয়ারি। বিজেপি নেতাদের ঘেরাওয়ের ডাক অভিষেকের। 'হিসেব দাও, টাকা নাও', পাল্টা শুভেন্দু।
৬। অভিষেকের নিশানায় সৌমিত্র খাঁ। বললেন, 'যাঁরা ঘরের লক্ষ্মী রাখতে পারেন না, তাদের আবার বড় বড় কথা।'
ভোটের ময়দানে 'লক্ষ্মী'
৭। নেতা নয়, পঞ্চায়েতে প্রার্থী ঠিক করবে মানুষ। ওন্দার সভা থেকে বার্তা অভিষেকের। জানিয়ে দিলেন, মানুষ যাকে চায়, সেই পঞ্চায়েতে প্রার্থী হবে।
৮। নতুন জেলা কমিটি গঠন ঘিরে মুর্শিদাবাদে তৃণমূলে দ্বন্দ্ব। জেলা সভানেত্রীর সঙ্গে প্রকাশ্যে বিরোধ, বৈঠক ছেড়ে বেরোলেন আবু তাহের।
৯। পঞ্চায়েতের আগে মুর্শিদাবাদে প্রকাশ্যে শাসক-দ্বন্দ্ব। দলেরই সাংসদের বিরুদ্ধে বিরোধী-আঁতাঁতের অভিযোগ তৃণমূল বিধায়কের! মিথ্যা অভিযোগ, পাল্টা খলিলুর।
১০। তৃণমূলে (TMC) কারও দুর্নীতি ধরা পড়লে ঘাড়ধাক্কা, বাঁকুড়ার সভা থেকে দাবি অভিষেকের। সবথেকে বড় চোর তৃণমূল। রাজ্য থেকে উৎখাতের ডাক শুভেনদুর।
১১। পুলিশকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। বললেন, ;সুকান্ত- ঘুষ কম খান, অতি লোভে তাঁতি ডোবে, আপনিও ময়ূরাক্ষীতে ডুববেন।' 'সন্ত্রাসবাদীদের মতো ভাষা', আক্রমণে জয়প্রকাশ।
১২। সকুলে শিশুদের খাবারেও চুরি! শুধু ৬ মাসে মিড ডে মিলে ১০০ কোটির কারচুপি, বলছে শিক্ষামন্ত্রকের রিপোর্ট। রাজ্যের সঙ্গে কথা ছাড়াই রিপোর্ট, দাবি ব্রাত্যর।
১৩। নিয়োগ দুর্নীতির মধ্যেই মিড ডে মিলে (Mid Day Meal) কারচুপির অভিযোগ। ৬ মাসে ১০০ কোটি, ১২ বছরে কত? প্রশ্ন শুভেন্দুর। পরিকল্পনা করে ভিত্তিহীন অভিযোগ, পাল্টা কুণাল।
১৪। এজেন্সির বিরুদ্ধে এবার থানায় কুন্তল, কোর্টে ফাঁস কারিকুরি? তদন্তের গতি আটকানোর মারাত্মক প্রবণতা। অতিচালাকি বরদাস্ত নয়, কড়া বার্তা হাইকোর্টের।
১৫। ফের অভিষেকের সুরে কুন্তল। এবার এজেন্সির বিরুদ্ধে থানায় নালিশ। আপাতত পদক্ষেপ করতে পারবে না নিম্ন আদালত ও পুলিশ, নির্দেশ হাইকোর্টের।
১৬। ওএমআর কেলেঙ্কারিতে আরও বিপাকে মানিক। পুরো ডিলই ছিল রহস্যময়।প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতিই সব জানতেন বলে ইডির কাছে প্রাক্তন সচিবের দাবি।
১৭। দলবদলের দণ্ড দণ্ডি! তপনের ঘটনায় রিপোর্ট তলব জাতীয় এসটি কমিশনের। ৩ দিনের মধ্যে রাজ্য পুলিশের ডিজি-র কাছে রিপোর্ট দিতে নির্দেশ।
১৮। শান্তিনিকেতনে অর্মত্য সেনের জমি নিয়ে বারবার শুনানি, উচ্ছেদের আশঙ্কায় বিশ্বভারতীকে বীরভূম জেলা প্রশাসনের চিঠি। শান্তিশৃঙ্খলা বজায় রাখার বার্তা।
১৯। তীব্র গরমে হাঁশফাঁস রাজ্য। ২ মে থেকেই সরকারি স্কুলে গরমের ছুটি । ১৪-১৬ এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা। আপাতত সম্ভাবনা নেই বৃষ্টির।
২০। ইতিহাস গড়ল ইস্ট-ওয়েস্ট মেট্রো। গঙ্গার নীচে সফলভাবে ট্রায়াল রান। বছর শেষেই হাওড়া ময়দান-এসপ্লানেড পরিষেবা চালুর আশা।
২১। সাড়ে ৬০০ কর্মীর প্রচেষ্টায়, সাড়ে চারশো কোটি টাকা খরচে প্রেক্ষাগৃহ। উদ্বোধনের অপেক্ষায় আলিপুরের ধনধান্য় অডিটোরিয়াম। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -