West Bengal News Live: শ্যামনগরের এক্সাইড কারখানাকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে ব্যারাকপুরের সাংসদ ও জগদ্দলের তৃণমূল বিধায়কের দ্বন্দ্ব
West Bengal news live updates : সব জেলার খবর এক ক্লিকে
শ্যামনগরের এক্সাইড কারখানাকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে ব্যারাকপুরের সাংসদ ও জগদ্দলের তৃণমূল বিধায়কের দ্বন্দ্ব। নাম না করে দুর্নীতি ইস্যুতে দলের বিধায়ক সোমনাথ শ্যামকে নিশানা করেছেন অর্জুন সিংহ। প্রমাণ থাকলে দলকে জানান, পাল্টা চ্যালেঞ্জ করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক। তৃণমূলকে একযোগে কটাক্ষ করেছে বিজেপি, সিপিএম।
কাজ করছে না বাতানুকুল যন্ত্র। নাটক চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়ছেন দর্শকরা! অ্যাকাডেমি অফ ফাইন আর্টস কর্তৃপক্ষকে বার বার জানিয়েও কোনও ফল হয়নি বলে অভিযোগ। অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত অ্যাকাডেমি, সরব নাট্যব্যক্তিত্বরা। এসি ঠিক আছে, অভিযোগ উড়িয়ে দাবি কর্তৃপক্ষের।
পয়লা বৈশাখেও পথে রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। নিয়োগের দাবিতে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে চলছে ধর্না। সুদিন ফেরার প্রার্থনায় এবার সিদ্ধিদাতা গণেশের আরাধনা করলেন আন্দোলনকারীরা।
দেড়দিন পার, নিয়োগ-দুর্নীতির তদন্তে বড়ঞার তৃণমূল বিধায়ককে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। নিজের বাড়িতেই নজরবন্দি বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। জীবনকৃষ্ণর জোড়া মোবাইল ফোনের খোঁজে এখনও চলছে পুকুরে জল ছেঁচার কাজ।
শাসকদলের সঙ্গে যোগ নেই বলেও দাবি তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির। 'তৃণমূলে থাকলে কেন্দ্রীয় সরকারি দফতরের পদে থাকতাম?' প্রশ্ন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর।
নিয়োগ-দুর্নীতির তদন্তে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশির পরই নতুন দল ঘোষণা বিভাস অধিকারীর। সর্বভারতীয় আর্য মহাসভা নামে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা।
'আগামী ৬-৮ মাসের মধ্যে তৃণমূলের বিধায়ক সংখ্যা ১০০-য় নামতে পারে', নিয়োগ-দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর।
হৈমন্তীর হরিদেবপুরের ফ্ল্যাটের পর হাওড়ার বাকসাড়ার বাড়িতে সিবিআই। নিয়োগ-দুর্নীতি মামলায় গোপাল দলপতির স্ত্রী হৈমন্তীর বাড়িতে সিবিআই। এর আগে হৈমন্তীর হরিদেবপুরের ফ্ল্যাট সিল করে দেয় সিবিআই। কিছু না জানিয়েই হরিদেবপুরের ফ্ল্যাটে যায় সিবিআই, দাবি হৈমন্তীর।
গোপাল দলপতির পর তাঁর স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের হরিদেবপুরের ফ্ল্যাটেও হানা দিল সিবিআই। তালাবন্ধ ফ্ল্যাট সিল করে দিল কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। যদিও হৈমন্তীর দাবি, তাঁকে না জানিয়েই ফ্ল্যাটে গিয়েছিল সিবিআই।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে স্ক্যানারে বিভাস অধিকারী। ইডির পর সিবিআই নজরে বিভাস অধিকারী। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী। বীরভূমের নলহাটিতে বিভাসের বাড়ি, আশ্রমে সিবিআই তল্লাশি।
বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হওয়া ব্যাগে চাঞ্চল্যকর নথি। 'জীবনকৃষ্ণ সাহার বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার নিয়োগ-দুর্নীতির নথি সহ ৫টি ব্যাগ। ব্যাগ থেকে উদ্ধার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি। চাকরিপ্রার্থীদের ছবি-সহ তালিকা উদ্ধার। মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড'। বিবৃতি দিয়ে দাবি সিবিআইয়ের।
বীরভূমের পাশাপাশি কলকাতাতেও বিভাস অধিকারীর ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। বেশ কিছুক্ষণ তল্লাশির পর সিল করে দেওয়া হয় আমহার্স্ট স্ট্রিটের ফ্ল্যাট।
বাংলার নববর্ষেই নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের ম্যারাথন চতুর্মুখী অভিযান। বড়ঞায় ৩০ ঘণ্টা ধরে তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই অভিযান। বিধায়কের পুকুর লাগোয়া জঙ্গলে নিয়োগ দুর্নীতির নথি ভর্তি ৬টি ব্যাগের হদিশ। খবর সিবিআই সূত্রে।
বাংলার নববর্ষেই নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের ম্যারাথন চতুর্মুখী অভিযান। গোপাল দলপতির ভূপতিনগরের বাড়ির পরে হৈমন্তীর ফ্ল্যাটে তল্লাশি সিবিআইয়ের। হরিদেবপুরে গোপালের স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাটে সিবিআই তল্লাশি।
‘আমি ইডি-সিবিআইয়ের অপেক্ষায় রয়েছি’, তাৎপর্যপূর্ণ মন্তব্য নবগ্রামের তৃণমূল বিধায়কের। ইডির চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের। ‘বিধানসভার ভোটের আগেও ইডি-সিবিআই তদন্ত করেছিল। কিন্তু আমাদের ভোট বেড়েছে। সাগরদিঘিতে হারের অন্য কারণ রয়েছে’, মন্তব্য মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের।
উইন্ড শিল্ডে ফাটল, কার্গো বিমানের জরুরি অবতরণ। কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ। জেড্ডা থেকে হংকংগামী বিমানের জরুরি অবতরণ। মাঝআকাশে বিমানের উইন্ড শিল্ডে ফাটল দেখা যায়। কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করেন পাইলট। অনুমতি মেলার পর বিমানের জরুরি অবতরণ।
এর আগে এই কানাই মণ্ডলের বিরুদ্ধে তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা ও গাড়ির বিনিময়ে তৃণমূলে যোগদানের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। শোনাব ঠিক কী বলেছিলেন বিরোধী দলনেতা, আর পাল্টা কী জবাব দিয়েছিলেন তৃণমূল বিধায়ক।
পয়লা বৈশাখে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তের গতি আরও বাড়াল সিবিআই।
কলকাতা থেকে জেলা, বিভিন্ন জায়গায় তল্লাশি। বীরভূমের নলহাটিতে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়ি ও আশ্রমে তল্লাশি গোয়েন্দাদের। কলকাতার আমহার্স্ট স্ট্রিটে বিভাস অধিকারীর ফ্ল্যাট সিল। স্ক্যানারে গোপাল দলপতিও। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গোপালের গ্রামের বাড়িতে তল্লাশি সিবিআইয়ের।
পয়লা বৈশাখে প্রবল গরমেও রাজপথে বসে হকের চাকরির দাবিতে চলছে আন্দোলন। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে গণেশ পুজো করে অভিনব প্রতিবাদ জানালেন রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।
প্রচন্ড গরমে তীব্র জল কষ্টে কোচবিহারের তুফানগঞ্জের নয়নেশ্বরী স্পেশাল ক্যাডার প্রাইমারি স্কুল।
স্কুলের ২টি টিউবওয়েলের ১টি খারাপ। আরেকটি টিউবওয়েলের জল ব্যবহারের অযোগ্য। অভিযোগ বিডিও অফিসে জানিয়েও সুরাহা হয়নি। বিষষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও।
৩৫ বছর আগে প্রেমের বিয়ে। অভিযোগ, সম্প্রতি বছর সাতান্নর স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। তার জেরে স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের মানিকপুরের ঘটনা। স্থানীয়দের দাবি,
স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মাসকয়েক ধরে অশান্তি চলছিল। বুধবার দম্পতির মধ্যে ঝগড়া শুনেছিলেন প্রতিবেশীরা। এরপরই উধাও হয়ে যান স্ত্রী। গতকাল রাতে বাড়ির কাছেই বাগানের ভিতর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে স্ত্রীকে খুনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ।
পয়লা বৈশাখে কোচবিহার শহরে মদনমোহন মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। মদনমোহন দেবকে পুজো দিয়ে নতুনভাবে বছরটা শুরু করেন কোচবিহারবাসী। ব্যবসায়ীরাও এদিন হালখাতার পুজো দেন।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে নজরে গোপাল দলপতি। গোপাল দলপতির বাড়িতে সিবিআই। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গোপাল দলপতির বাড়িতে সিবিআই।
বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার টোপ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত প্রতারকরা। এই অভিযোগে বারুইপুরে মল্লিকপুরে অভিযান চালিয়ে ভুয়ো কল সেন্টারের হদিশ পেল পুলিশ। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মল্লিকপুরের পীরতলা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বছরখানেক আগে কল সেন্টার খোলা হয়। অভিযোগ, USA নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হত ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ গুরুত্বপূর্ণ তথ্য। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯টি অত্যাধুনিক কম্পিউটার ও একাধিক সফটওয়্যার। ভুয়ো কল সেন্টার মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
পঞ্চায়েত নির্বাচনের আগে মালদার বৈষ্ণবনগরের বাখরাবাদে অস্ত্র উদ্ধার হল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সুধাংশু মণ্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, শোওয়ার ঘরে বাক্সের মধ্যে রাখা ছিল আগ্নেয়াস্ত্র। বাড়ির মালিককে গ্রেফতার করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। কী কারণে বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে।
মত্ত অবস্থায় স্বামী অত্যাচার করতেন বলে বছর ছয়েক আগে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। বিড়ি বেঁধে সংসার চালিয়ে, তিন মেয়েকে বড় করে বিয়েও দেন। অভিযোগ, এরপরও বন্ধ হয়নি স্বামীর অত্যাচার। গতকাল বাপের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করায়, স্বামীকে বাঁশের খুঁটিতে বেঁধে মারধর করেন স্ত্রী। এরপর সটান হাজির হন থানায়। ততক্ষণে স্বামীর মৃত্যু হওয়ায় চাঞ্চল্য ছড়ায়। গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহর লাগোয়া শ্যামদাসপুর গ্রামে। স্বামী খুনে অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
সিবিআইয়ের পর এবার বীরভূমের নলহাটিতে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে হানা দিল ইডি। তৃণমূল নেতার আশ্রমেও হানা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
পয়লা বৈশাখের ভোরে দুর্গাপুর থানার A জোন পুলিশ ফাঁড়িতে আগুন। পুরনো কাঠের ঘরে থাকা যাবতীয় নথি ও সমস্ত আসবাব পুড়ে যায়। এদিন ভোর সাড়ে ৪টে নাগাদ পুলিশ ফাঁড়িতে আগুন লাগে। কাঠের তৈরি ঘরে দ্রুত আগুন ছড়ায়। দমকলের একটি ইঞ্জিনের একঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে পুলিশ ফাঁড়িতে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান।
অমিত শাহের বঙ্গ সফরের শেষদিন। নিউটাউনের হোটেলে দফায় দফায় বৈঠক। গতকাল রাতের পর আজ সকালেও বৈঠক সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীদের সঙ্গে বৈঠক। আজ সকাল সাড়ে ১১টায় দিল্লি রওনা দেবেন শাহ।
সাড়ে ২০ ঘণ্টা পার। নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুর্শিদাবাদের বড়ঞার আন্দির বাড়িতে নজরবন্দি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। আজ ভোর সোয়া ৪টে নাগাদ সিবিআইয়ের আরও একটি দল পৌঁছয় তৃণমূল বিধায়কের বাড়িতে। সিবিআই সূত্রে খবর, গতকাল জিজ্ঞাসাবাদ চলাকালীন বিকেল ৫টা নাগাদ নিজের দুটি মোবাইল ফোন বাড়ির পুকুরে ফেলে দেন জীবনকৃষ্ণ। শ্যালো পাম্প এনে রাত সাড়ে ১০টা থেকে পুকুর ছেঁচে জোড়া ফোনের খোঁজে শুরু হয় তল্লাশি। সকালে আরও দুটি পাম্প এনে জল তোলার কাজ চলছে। বিধায়ককে নিয়ে গতকাল তাঁর বাড়ির আমবাগানেও তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা।
স্বাগত ১৪৩০। বছর পয়লায় হালখাতা, মিষ্টিমুখে ব্যস্ত শহরবাসী। সারা বছরের জন্য মঙ্গল কামনায় দর্শনার্থীদের ঢল কালীঘাটে। রাত থাকতেই পুজোর ডালি নিয়ে হাজির হয়েছেন দর্শনার্থীরা। একে পয়লা বৈশাখ, তার ওপর আজ শনিবার। তাই ভিড়ের চাপও বেশি।
আজ পয়লা বৈশাখ। ১৪২৯-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩০। নতুন জামা, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতা৷ শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান-আড্ডা। নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা৷ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া নতুন বছরের আনন্দ৷ কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন।
অমিত শাহর মুখেও এবার শিক্ষায় নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ! পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধারের ঘটনা উল্লেখ করে তৃণমূলকে নিশানা করলেন অমিত শাহ। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? পাল্টা প্রশ্ন তুলেছে
তৃণমূল।
বাড়িতেই তৃণমূল বিধায়ককে নজরবন্দি করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সঙ্গে ম্যারাথন তল্লাশি! গভীর রাতে পুকুরে জল ছেঁচে বিধায়কের মোবাইল ফোনের খোঁজ! নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযান ঘিরে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি! যে ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য-রাজনীতিতে।
প্রেক্ষাপট
১। নিয়োগ দুর্নীতির (SSC Case) তদন্তে সিবিআইয়ের (CBI) নজরে বড়ঞার তৃণমূল (TMC) বিধায়কের ফোন। পুকুরের জল তুলে ম্যারাথন তল্লাশি। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ দলের।
২। নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই নজরে মুর্শিদাবাদের (MurshidabadNews) বড়ঞার তৃণমূল বিধায়ক।দুপুর থেকে ৬ জায়গায় ম্যারাথন অভিযান। মোবাইলের খোঁজে আমবাগানে তল্লাশি।
৩। চাকরি চুরির টাকাতে কি চড়া দামে কেনা হয়েছিল একের পর এক জমি? ধৃত মিডলম্যান প্রসন্নের জমির খোঁজে রাজারহাটে নির্মাণ সংস্থার অফিসে সিবিআই।
৪। পঞ্চায়েতের আগেই (Panchayat Elections 2023) বাংলায় এসে লোকসভায় বিজেপির টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ (Amit Shah)। বললেন, "লোকসভায় ৩৫ আসন দিন। ২৫-এর আগেই বাংলায় সরকার পড়ে যাবে।"
৫। দিল্লি থেকে বাংলার নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত। পাল্টা কুণাল (Kunal Ghosh)। বললেন, "দিল্লির চক্রান্ত স্পষ্ট, অমিত শাহের কথায় ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে।"
৬। নিশানায় মমতা-অভিষেক (Abhishek Banerjee)। পরিবারতন্ত্রকে উৎখাতের হুঙ্কার অমিত শাহের। শুভেন্দুকে পাশে বসিয়ে পরিবারবাদের বিরুদ্ধে কথা মানায় না, পাল্টা তৃণমূল (Mamata Banerjee)।
৭। তৃণমূলকে আক্রমণ অমিত শাহের। বললেন, "মমতাদি আপনি আর আপনার ভাইপো যা করার করুন, দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াই থামবে না।" দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণে শাহ। বিজেপিই সবথেকে বড় দুর্নীতিগ্রস্ত, পাল্টা তৃণমূল।
৮। মোদিকে ৩৫টি আসন দিলে শান্তিতে রামনবমীর মিছিল। তোষণের রাজনীতির অভিযোগ শাহের। বিহার থেকে দুষ্কৃতী এনেছিল তো বিজেপিই, কটাক্ষ তৃণমূলের।
৯। হিসেব না দেওয়ায় বঞ্চিত মানুষ, ফেরাতে হবে অধিকার। বকেয়া নিয়ে তৃণমূলের অভিযোগের জবাবে প্রচারের বার্তা শাহের। সর্বশক্তি দিয়ে লড়াইয়ের নির্দেশ।
১০। অভিষেক নয়, বিজেপি থেকেই পরবর্তী মুখ্যমন্ত্রী পাবে বাংলা। সিউড়ির সভা থেকে হুঙ্কার অমিত শাহের। বকেয়া দিলে, রাজনীতি থেকেই সরব,
১১। সভাস্থলের পর সিউড়িতে বিজেপির পার্টি অফিসে মিহিলাল। বগটুইয়ের স্বজনহারার সঙ্গে কথা অমিত শাহের। বললেন, "আশা করব উনি আমাদের পাশে থাকবেন।"
১২। দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণে অমিত শাহ। ডাক পড়ার সময় এসেছে, অভিষেককে হুঁশিয়ারি সুকান্তর। পাশে তো দুর্নীতিগ্রস্ত, পাল্টা খোঁচা সেচমন্ত্রীর।
১৩। কেষ্টহীন বীরভূমে প্রতিরোধের ডাক অমিত শাহের। বিজেপি-ই তৃণমূলের ওষুধ বলে দাবি। পঞ্চায়েত ভোটের সঙ্গে লোকসভা ভোটেরও প্রস্তুতির নির্দেশ।
১৪। চৈত্রের পর বৈশাখেও ফের বঙ্গ সফরে অমিত শাহ। ২৪শে দলীয় সভা। ২৫শে বৈশাখ কলকাতায় যোগ দেবেন রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানে।
বৈশাখে ফের বঙ্গে শাহ
১৫। সৌজন্যে শেষ, রাজ্যপালের সঙ্গে সংঘাতে রাজ্য। মত্তহস্তির মতো দাপিয়ে বেড়াচ্ছেন বলে বেনজির আক্রমণে শিক্ষামন্ত্রী। বললেন, "রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রীই হোন আচার্য।"
১৬। বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট নিয়ে ফের ব্রাত্যর নিশানায় বোস। শিক্ষা দফতরটাই তো জেলে, খোঁচা বিজেপির।
১৭। জমি বিতর্কে আরও সংঘাত। নোবেলজয়ীর শান্তিনিকেতনের বাড়িতে উচ্ছেদের হুঁশিয়ারি দিয়ে বিশ্বভারতীর নোটিস। ১৯ এপ্রিলের পর পদক্ষেপের হুঁশিয়ারি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -