West Bengal News Live Updates: এবার অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে সিবিআই হানা
West Bengal Live Updates: বনগাঁয় পুরভোটে ১৪ নম্বর ওয়ার্ডে অশান্তি। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে নিগ্রহের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
মালদার হরিশ্চন্দ্রপুরে বন্যাত্রাণ বিলিতে দুর্নীতিতে অভিযুক্ত নেত্রীকে গ্রেফতারির দাবিতে পথে নামল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে বদনাম করার জন্য ষড়যন্ত্র করছে বিজেপি, পাল্টা দাবি করেছেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি।
কোচবিহারের ২২টি ব্লকে তৃণমূল, যুব তৃণমূল ও INTTUC-র সভাপতি ও সহ সভাপতি পদে রদবদলের জের। ক্ষোভ ঝরে পড়ছে, পদ থেকে বাদ পড়া একাধিক তৃণমূল নেতার গলায়। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
প্রোমোটিং বিবাদে বাড়িতে ঢুকে ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি ! প্রোমোটিং বিবাদে নারকেলডাঙায় হামলার শিকার গোটা পরিবার। আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি অন্তঃসত্ত্বা। শরিকি জমিতে প্রোমোটিং করতে না দেওয়ায় অন্তঃসত্ত্বার স্বামী-শ্বশুরকে ‘মারধর’। নারকেলডাঙায় গৃহকর্তাকে মারধর, বাড়ি ভাঙচুর। থানায় গেলে অন্তঃসত্ত্বার স্বামী-শ্বশুরকেই গ্রেফতারের অভিযোগ। ‘তৃণমূল বিধায়ক পরেশ পাল ও স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠ প্রোমোটার’। ‘তৃণমূল বিধায়ক পরেশ পাল ডাকলেও না যাওয়ায় বাড়িতে ঢুকে মারধর’। লোকজন পাঠিয়ে বাড়িতে হামলা চালায় প্রোমোটার, অভিযোগ আক্রান্ত পরিবারের।
কয়লাকাণ্ডে রাজ্যের ৮ IPS অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির সদর দফতরে তলব ইডি-র। কাল তলব স্পেশাল টাস্ক ফোর্সের ADG জ্ঞানবন্ত সিং-কে।
শুভেন্দু গড় নন্দীগ্রামে সমবায় ভোটে খাতাই খুলতে ব্যর্থ হল বিজেপি। ৫২টি আসনের মধ্যে ৫১টিই দখলে নিল তৃণমূল। একটিতে জয়ী হয়েছে বামেরা। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর এই জয়ে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস। ফলাফলে স্বাভাবিকভাবেই হতাশ বিজেপি। তৃণমূল-বিজেপি সেটিংয়ের জন্য এই ফলাফল, কটাক্ষ করেছে বাম নেতৃত্ব।
অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে অভিযান চালালেন CBI’এর গোয়েন্দারা। বাড়িতে ছিলেন না বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ। সূত্রের দাবি, চিকিৎসার জন্য বিদ্যুৎবরণ কলকাতায় রয়েছেন বলে গোয়েন্দাদের জানিয়েছেন তাঁর স্ত্রী।
দক্ষিণের পর এবার উত্তর। সুকিয়া স্ট্রিটে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন হোর্ডিং। তাতে লেখা, পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে এদিন এই হোর্ডিং দেখা যায়। হোর্ডিংয়ে লেখা ২৮ নম্বর ওয়ার্ড বাংলা সিটিজেন্স ফোরামের নাম। এর আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এবং একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া নতুন তৃণমূলের হোর্ডিং দেখা যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না।
মাঝ আকাশে বিমানে আগুন-আতঙ্ক। দিল্লি-কলকাতা ইন্ডিগোর বিমানে আগুন আতঙ্ক। স্মোক অ্যালার্ম বেজে উঠতেই আতঙ্ক ছড়াল বিমানে।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ পাইলটের। বিপদ বার্তা পাঠিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে কলকাতায় অবতরণের অনুরোধ । অবতরণের পর বিমানে ধরা পড়েনি ধোঁয়ার অস্তিত্ব, জানাল ইন্ডিগো কর্তৃপক্ষ। তাহলে কেন বিমানে বেজে উঠল স্মোক অ্যলার্ম ? সব দিক খতিয়ে দেখা হচ্ছে, জানাল ইন্ডিগো কর্তৃপক্ষ।
টালিগঞ্জে আবাসনে চিকিত্সকের রহস্যমৃত্যু। ডায়মন্ড সিটি সাউথে ফ্ল্যাট থেকে চিকিত্সকের মৃতদেহ উদ্ধার। কোঠারি হাসপাতালের চিকিত্সক দেবিকা চট্টোপাধ্যায়ের রহস্যমৃত্যু। তদন্তে হরিদেবপুর থানার পুলিশ। ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট, পুলিশ সূত্রে খবর ।
গরু পাচার মামলায় সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। তাঁর অনুপস্থিতিতে আগামীদিনে জেলায় কীভাবে চলবে দল? গোটা বিষয়টি ঠিক করতে রামপুরহাট, বোলপুরের পর এবার সিউড়িতে তা নিয়ে বৈঠক করল জেলা তৃণমূল নেতৃত্ব।
সিপিএমের পথসভা ঘিরে উত্তেজনা সল্টলেকের বৈশাখী নতুন বাজার এলাকায়। পুলিশ সূত্রে দাবি, পথসভার অনুমতিপত্র দেখাতে বললে তা দেখাতে পারেনি সিপিএম নেতারা। এরপর তৃণমূল কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ দেখান।
বোলপুর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হাটসেরান্দি গ্রাম। সেখানেই অনুব্রত মণ্ডলের পৈতৃক বাড়ি। স্থানীয়রা জানিয়েছেন, আগে মাটির বাড়ি ছিল। পরে বিশাল দোতলা বাড়ি তৈরি হয়। স্থানীয়দের দাবি, দুর্গাপুজোর সময় গ্রামে আসতেন অনুব্রত। বাড়ির সামনে মন্দির সংস্কারের কাজে অনুব্রত সাহায্য করেছিলেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা।তাঁদের দাবি, গ্রামে রাস্তা, আলো থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে সাহায্যের হাত বাড়িয়েছেন। এখন তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে অনুব্রতর গ্রামের বাড়ি। কেন তালাবন্ধ, তা নিয়ে মুখে কুলুপ গ্রামবাসীদের।
আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার ২ যুবককে নিয়ে তল্লাশিতে বেঙ্গল এসটিএফ। হাওড়ায় বাঁকড়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে কোচিং সেন্টার চালাত ২ যুবক। কোচিং সেন্টারের আড়ালে জঙ্গি মডিউল তৈরির কাজ করত ধৃতরা, সন্দেহ এসটিএফের। তাই ওই ফ্ল্যাটে ধৃতদের নিয়ে গিয়ে সূত্রের খোঁজে দীর্ঘক্ষণ তল্লাশি এসটিএফের।
সিবিআই স্ক্যানারে অনুব্রত ও ঘনিষ্ঠদের সম্পত্তি। কোথায় কোথায় বেনামে সম্পত্তি? খুঁজছে সিবিআই। ভোলে ব্যোম রাইস মিলের কাছেই আরও একটি রাইস মিলের সন্ধান। বোলপুরের শঙ্কর রাইস মিলের মালিক কে? বন্ধ রাইস মিল কার? তদন্তে সিবিআই ।
সীমান্তে গরুপাচারে সশরীরে এবং প্রত্যক্ষভাবে মদত ছিল অনুব্রত মণ্ডলের। এছাড়া, অনুব্রতর নিজের নামে, ঘনিষ্ঠ ও দূর সম্পর্কের আত্মীয়দের নামে বিপুল সম্পত্তি রয়েছে, যার সঙ্গে ওই ব্যক্তিদের আয়ের সঙ্গতি নেই। এ সম্পর্কে পর্যাপ্ত তথ্যপ্রমাণ মিলেছে। আদালতে জমা দেওয়া কেস ডায়েরিতে উল্লেখ সিবিআইয়ের। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক অনুব্রতর জামিন খারিজের কারণ হিসেবে এই দুটি তথ্যকে তুলে ধরেন। পাশাপাশি, আদালতে সিবিআইয়ের দাবি, সীমান্তে গরুপাচারে সেফ প্যাসেজ তৈরি করা, পরিবহণ ও সীমান্ত পারাপারে অনুব্রতর যে সরাসরি যোগ ছিল সে সম্পর্কে প্রচুর তথ্যপ্রমাণ তাদের হাতে রয়েছে। সিবিআইয়ের কেস ডায়েরিতে থাকা তথ্য উল্লেখ করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জামিনের আবেদন খারিজ করেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক।
পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নাড়াজোলে টানা বৃষ্টিতে বাড়ছে শিলাবতী নদীর জল। জলের তোড়ে এদিন অস্থায়ী কাঠের সেতু ভেঙে পড়ায় বিপত্তি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে দাসপুর, ঘাটাল ও চন্দ্রকোণার ১০-১২টি গ্রাম। সমস্যায় কয়েকহাজার গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে যান নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের প্রধান। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েতের।
মারিশদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত এলাকা। বুথ ভাঙচুরের অভিযোগ বিজেপির। বিজেপি নাটক করছে, পাল্টা দাবি তৃণমূলের। সমবায় ভোটে অশান্তির অভিযোগ সিপিএমের।
সিবিআই-এর সঙ্গে বাংলায় সেটিং হয়েছে। কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাবি, সব বুঝেই ফের ইডি রাজ্যে পাঠানো হয়েছে। অনেকে বলেছেন, সিবিআই তো ছিল, আবার ইডি কেন। সব কুকুর পোষ মানে না। এই কুকুরটা কামরাবে। তবে অসুখ অনুযায়ী ওষুধটা কম হয়ে যাচ্ছে।
অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের হদিশ পেল না সিবিআই। বোলপুর পুরসভার গাড়ির খালাসি এই বিদ্যুৎ বরণ গায়েন। বোলপুরের কালিকাপুরে বাড়ি তার। সেখানেই হানা দিয়েছিল সিবিআই। অনুব্রতর একাধিক কোম্পানিতে ডিরেক্টর তিনি। তবে এদিন গায়েনকে না পেয়ে খালি হাতেই বেরিয়ে গিয়েছে সিবিআই। আরও একটি বাড়ির হদিশ পাওয়া গিয়েছে তার।
সাধারণ বোলপুর পুরসভার কর্মী থেকে দুটি পেল্লায় বাড়ি অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের। সঙ্গে সুকন্যা মন্ডলের সঙ্গে ডিরেক্টরশিপে নাম রয়েছে তাঁর। গাড়ির খালাসি থেকে দুই সংস্থার জয়েন্ট ডিরেক্টর এই ব্যক্তি।
এবার অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণের বাড়িতে সিবিআই হানা। বোলপুর পুরসভার গাড়ির খালাসি এই বিদ্যুৎ বরণ গায়েন। বোলপুরের কালিকাপুরে বাড়ি তার। সেখানেই হানা দিয়েছে সিবিআই। অনুব্রতর একাধিক কোম্পানিতে ডিরেক্টর তিনি।
বনগাঁ পুরভোটের উপনির্বাচনকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করেছে বিজেপি, বাম, কংগ্রেস। বিরোধীদের এই রাস্তা অবরোধকে অতৃপ্ত আত্মাদের অশুভ জোট বলে দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
রাজ্যে নির্বাচনের নামে প্রহশন হচ্ছে। বনগাঁ-আসানসোলে পুরভোট নিয়ে বললেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি জানান, অবিলম্বে কর্মী-সমর্থকেদর প্রশাসনের অফিসে ধর্ণায় বসার জন্য বলেছেন তিনি।
বনগাঁ পুরভোটে ১৪ নম্বর ওয়ার্ডে ভোট লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা রামনগরে পথ অবোরোধ করল বামেরা। রি-পোলিংয়ের দাবি তুলেছেন বাম প্রার্থী। ফলে যশোর রোডে ব্যাপক যানজট তৈরি হয়েছে।
বাংলায় কেবল দু'টি ভোট হয়, এক বিধানসভা আরেকটি লোকসভা নির্বাচন। এই দুটি ইলেকশন বাদে বাকি সবই এখানে সিলেকশন হয়। এখন তৃণমূলকে দেখাতে হবে ওদের পাশে জনগণ রয়েছে। তাই সব ভোটেই এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। রাজ্যে উপনির্বাচনে উত্তেজনা প্রসঙ্গে এই বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ। দক্ষিণের পর এবার উত্তরে সুকিয়া স্ট্রিটে তৃণমূলের নতুন কাটআউট। সিটিজেন্স ফোরামের নামে পড়েছে কাটআউট। এর আগে চুঁচুড়ার পোলবায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া নতুন তৃণমূলের ফ্লেক্স ঘিরে বিতর্ক বাধে। ফ্লেক্সে লেখা, আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ফ্লেক্সের ভিতরে গেরুয়া রঙে লেখা, ভারতমাতা কি জয়।
সিবিআইয়ের কেস ডায়েরিতে অনুব্রতর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। আদালতে কেস ডায়েরি জমা দিয়েছে সিবিআই। গরু পাচারের সময় প্রভাব খাটিয়ে সশীরে উপস্থিত থাকতেন অনুব্রত। এমনই উল্লেখ করা হয়েছে কেস ডায়েরিতে। সিবিআই-এর দাবি, এরকম অনেক প্রমাণ হাতে রয়েছে সংস্থার।
কোচবিহারের হলদিবাড়িতে কর্তব্যরত ৩ সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদে হলদিবাড়ি থানায় কর্মবিরতি সিভিক ভলান্টিয়ারদের।স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে মুরগি বোঝাই গাড়ি আটকান কর্তব্যরত ৩ সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, তার জেরে গাড়ির পিছনে ৩টি মোটরবাইকে আসা ৪ দুষ্কৃতী ওই সিভিক ভলান্টিয়ারদের মারধর করে। আহত ৩ সিভিক ভলান্টিয়ার হাসপাতালে চিকিত্সাধীন। হলদিবাড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে। কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে নিগ্রহের অভিযোগে বাটার মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু করল বিজেপি। বিধায়ক স্বপন মজুমদারের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। বিজেপির দাবি , বিধায়ক, প্রার্থী থেকে , মণ্ডল সভাপতির ওপর হামলা করেছে তৃণমূলের বহিরাগতরা। সেখানে ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করছেন তাঁরা।
রাস্তার ধার থেকে উদ্ধার বস্তাবন্দি মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে হুগলির চুঁচুড়ার প্রিয়নগর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, জিটি রোডের ধারে পড়ে থাকা বস্তা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। বস্তা নড়েচড়ে ওঠায় কৌতূহলের বশে টান মারতেই দেখা যায়, ভিতরে রয়েছেন এক মহিলা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চুঁচুড়া থানার এক মহিলা পুলিশ কর্মীর ছেলে। তাঁর ফোন পেয়ে চুঁচুড়া থানার পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায়।মহিলা নিজের নাম অন্নু কুমারী ও অশোকনগরের বাসিন্দা বলে দাবি করলেও তা আদৌ সঠিক কি না, খতিয়ে দেখছে পুলিশ।
আসানসোলের পুরভোটে তুমুল উত্তেজনা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে পুলিশের বাধার অভিযোগ। পাল্টা পুলিশের সঙ্গে বচসা বিজেপি বিধায়কের। তাঁর দাবি, বাইরের তৃণমূল বিধায়ককে ঢুকতে দিলেও তাঁকে বাধা দিচ্ছে পুলিশ। বীরভূম থেকে গুন্ডা বাহিনী এলাকায় ঢুকিয়েছে তৃণমূল। এই অভিযোগে আসানসোলের রাস্তা অবরোধ করে বিজেপি। পাল্টা রাস্তায় চলে আসে তৃণমূল। দুই দলের মুখোমুখি সংঘর্ষের আশঙ্কায় বিশাল কমব্যাট ফোর্স রয়েছে এলাকায়।
বনগাঁয় পুরভোটে ১৪ নম্বর ওয়ার্ডে অশান্তি। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে নিগ্রহের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাঁচাতে গেলে বিধায়কের নিরাপত্তারক্ষীকে ধাক্কা দেওয়ার অভিযোগ। বিধায়কের দাবি, অবাধে ভোট লুঠ করছে তৃণমূল। সেই পরিস্থিতি দেখতে গেলে তাঁর ওপর হামলা করা হয়। বিজেপির মহিলা কর্মী সমর্থকদের ওপরও হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
মালদার পর হুগলি। এবার চুঁচুড়ার পোলবায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া নতুন তৃণমূলের ফ্লেক্স ঘিরে বিতর্ক। ফ্লেক্সে লেখা, আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ফ্লেক্সের ভিতরে গেরুয়া রঙে লেখা, ভারতমাতা কি জয়। এই স্লোগান ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি, আজ চুঁচুড়ায় শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়ের সভা রয়েছে। তার আগে এ ধরনের ফ্লেক্স লাগানো বিরোধীদের চক্রান্ত বলে দাবি ঘাসফুল শিবিরের। নতুন তৃণমূল লেখা ফেক্সের পিছনে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা দাবি বিজেপির।
বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে কবি কেশবলাল বিদ্যাপীঠে উত্তেজনা। বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার উপস্থিতিতে বুথের বাইরে বহিরাগতদের জমায়েতের অভিযোগ তৃণমূলের প্রার্থী পাপাই রাহার। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক। এরপর তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বহিরাগতদের আনার অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের।
আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে অশান্তি। জামুড়িয়ার মণ্ডলপুরে ৮২ নম্বর বুথে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।
রাজ্যে ফের খোলা তারের বলি। পূর্ব মেদিনীপুরের রামনগরের পশ্চিম করণচি গ্রামের ঘটনা। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে এলাকায় স্থানীয়দের বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, নিমাই জানা নামে বছর পঁয়ত্রিশের ওই যুবক দিঘায় জিনিস ফেরি করতেন। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ফেরার পথে, বাড়ির কাছেই ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় যুবকের। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ২ দিন আগে ঝড়ে তার ছিঁড়ে পড়ে থাকায় বিদ্যুৎ দফতরে খবর দিলেও তারা কর্ণপাত করেনি। বিদ্যুৎ দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বনগাঁয় পুরভোটে বুথের বাইরে বহিরাগত জমায়েতের অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। বুথের বাইরে তৃণমূল-বিজেপি বচসা। পাল্টা বিজেপির অভিযোগ, ছাপ্পা ভোটের জন্য নাটক করছে তৃণমূল।
বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ২টি ভোটগ্রহণ কেন্দ্রের ৬টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। লড়াই এখানে চতুর্মুখী। তৃণমূলের প্রার্থী পাপাই রাহা, বিজেপির টিকিটে লড়ছেন অরূপ পাল, সিপিএম প্রার্থী করেছে ধৃতিমান পালকে এবং কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন প্রভাস পাল। তৃণমূলের কাউন্সিলর দিলীপ দাসের মৃত্যুতে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে উপ নির্বাচন হচ্ছে।
বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ২টি ভোটগ্রহণ কেন্দ্রের ৬টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। লড়াই এখানে চতুর্মুখী। তৃণমূলের প্রার্থী পাপাই রাহা, বিজেপির টিকিটে লড়ছেন অরূপ পাল, সিপিএম প্রার্থী করেছে ধৃতিমান পালকে এবং কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন প্রভাস পাল। তৃণমূলের কাউন্সিলর দিলীপ দাসের মৃত্যুতে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে উপ নির্বাচন হচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড়ে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। গুলিও চলে। মৃতের নাম জানে আলম গাজি।
প্রেক্ষাপট
৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। কলকাতার পর এবার এই লেখা ফ্লেক্স দেখা গেল জেলাতেও। মালদার (Malda) চাঁচলের (Chanchol) দু’ জায়গায় টাঙানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) ছবি দেওয়া ফ্লেক্স। তৃণমূলের (TMC) মধ্যে বিভেদের অভিযোগ তুলে কটাক্ষ করেছে বিরোধীরা। ষড়যন্ত্র দেখছে রাজ্যের শাসকদল।
CBI-এর ভয় দেখিয়ে মমতাকে রোখা যাবে না। নিউ মার্কেট চত্বরে তৃণমূলের নামে দেখা গেল এই হোর্ডিং। তাতে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছবি আছে, ফিরহাদ হাকিম, দোলা সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। যদিও তাঁদের কেউ হোর্ডিং নিয়ে মন্তব্য করতে চাননি।
নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিরোধী দলের নেতাদের ওপর দায় চাপিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। গরুপাচার নিয়ে বিস্ফোরক তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। যে রাজ্যগুলি থেকে গরু আসছে, সেখানে তদন্ত নয় কেন? প্রশ্ন ফিরহাদ হাকিমের। পাল্টা উত্তর দিয়েছে বিজেপি।
চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। বিস্ফোরক অভিযোগ করলেন আইনজীবী ও বিজেপির যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি তরুণজ্যোতি তিওয়ারি। যে ট্রাস্টগুলির বিরুদ্ধে অভিযোগ, তার কর্ণধার এই সব অভিযোগ অস্বীকার করেছেন। জবাব দিয়েছে তৃণমূলও।
নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিরোধী দলের নেতাদের ওপর দায় চাপিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, বললেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ।
ক্যানিংয়ের পর এবার বাসন্তী। এবার খুন হলেন এক তৃণমূল কর্মী। বল্লম গেঁথে খুন করা হয়েছে বলে অভিযোগ। খুন করেছে যুব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দাবি নিহতের পরিবার ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের। যদিও এই অভিযোগ মানতে নারাজ যুব তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি। চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -