West Bengal News Live Updates: সবাইকে চোর বললে, আমরাও রুখে দাঁড়াব, উপযুক্ত শিক্ষা দেব, ফের বিস্ফোরক সৌগত রায়
West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
নিজের নির্বাচনী এলাকায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর ফ্লেক্সে কাদা! তা নিয়ে সংঘাতে তৃণমূল-বিজেপি। কাদা লেপার ঘটনায় গেরুয়া শিবিরকে দায়ী করে কোচবিহারের সাহেবগঞ্জে পথ আটকে বিক্ষোভ দেখাল তৃণমূল। অভিযোগ উড়িয়ে তৃণমূলের অন্দরের বিরোধকে কটাক্ষ করেছে বিজেপি।
বিজেপি করায় আবাস যোজনায় ঘর মিলছে না। এমনই অভিযোগ তুললেন পাঁশকুড়ার এক বাসিন্দা। কোনও দলবাজি হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে। আশ্বাস দিলেন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান।
ধারে মদ না দেওয়ায় দোকানে ঢুকে সেলসম্যানকে এলোপাথাড়ি কাটারির কোপ। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে শিউড়ে ওঠার মতো ছবি। বাঁকুড়ায় বেলিয়াতোড় থানার বৃন্দাবনপুর গ্রামে চাঞ্চল্য। ফুটেজ দেখেই পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
চোরকে চোর বলবেই বাংলার মানুষ। প্রতিক্রিয়া সুকান্ত মজুমদার-অধীর চৌধুরীর। চোর চোর বলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে, সৌগত-মন্তব্যের প্রেক্ষিতে মন্তব্য জয়প্রকাশ মজুমদারের।
‘চোর না হয়ে বদনাম শুনতে পারব না’, রহড়ার কর্মিসভায় মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের।
ফের বিস্ফোরক তৃণমূল সাংসদ সৌগত রায়। ‘আমাদের নামে অনেকে কুৎসা করছেন, বন্ধ করুন, যে দোষ করেছে তাঁর শাস্তি হবে, কিন্তু সবাইকে চোর বললে, আমরাও রুখে দাঁড়াব, উপযুক্ত শিক্ষা দেব’, বললেন তিনি।
রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। ‘তিন মাসের সময়সীমা পেরিয়ে গেলেও কেন মেলেনি মহার্ঘভাতা?’ প্রশ্ন তুলে মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। মামলা দায়ের সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের। ২৫ অগাস্ট শুনানির সম্ভাবনা।
নারকেলডাঙার ঘটনা নিয়ে মিথ্যাচার করছে বিজেপি। অভিযোগ তুলে নারকেলডাঙা থানায় ডেপুটেশন তৃণমূলের।
বেলেঘাটায় মাটি খুঁড়তেই বিস্ফোরণ। গুরুতর জখম অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি জখম ২ জন। ঘটনাস্থলে বেলেঘাটা থানার পুলিশ, লালবাজারের গুন্ডাদমন শাখা। সকেট বোমা ফেটে বিস্ফোরণ, প্রাথমিক অনুমান পুলিশের।
বেলেঘাটায় মাটি খুঁড়তেই বিস্ফোরণ, জখম ২। নির্মাণকাজের জন্য মাটি খুঁড়তেই বিস্ফোরণ। বিস্ফোরণে উড়ে গেল শ্রমিকের হাত, জখম আরও এক ব্যক্তি।
৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান, পুজোর বিদ্যুত্ বিলে ৬০ শতাংশ ছাড়, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
নারকেলডাঙাকাণ্ডে পুলিশকে হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলরের। ‘নতুন ধারা যুক্ত করে ভুল করেছেন, অন্যায় করেছেন’, হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের।
এবার রাজ্য সরকারের পুজো অনুদান বেড়ে ৬০ হাজার টাকা, ৫০ হাজার থেকে বেড়ে পুজো অনুদান হল ৬০ হাজার টাকা।পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
পিছোল বিজেপির নবান্ন অভিযান, ৭ সেপ্টেম্বর নয়, বিজেপির নবান্ন অভিযান হবে ১৩ সেপ্টেম্বর।
‘পুজো কমিটিরা নিজেদের ইচ্ছামতো মিছিল সাজাবেন, রঙিন পোশাক-ছাতা নিয়ে মিছিল হতে পারে, অফিস-স্কুল যাতে দুপুর ১টার মধ্যে বন্ধ হয়, সেটা দেখতে হবে, জোড়াসাঁকো থেকে রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল, ছাত্র ছাত্রীদের আলাদা করে আমন্ত্রণ জানানো হবে, ডিএম, এসপি, আইসি, ওসি, উদ্যোক্তাদের বলব প্রতি জেলায় কলকাতার মতো মিছিল করুন, ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মিছিল করুন’, পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফের দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ি। পূর্ব মেদিনীপুরের মারিশদায় দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে ধাক্কা কনভয়ের পিছনে থাকা গাড়ির। কলকাতার দিকে আসছিল শুভেন্দুর কনভয়।
‘দুর্দান্ত পুজো করতে গেলে আগে থেকে তৈরি থাকতে হবে, পুজো কেমনভাবে করেন তা দেখতে বিদেশ থেকে প্রতিনিধিরা আসবেন, ১ সেপ্টেম্বর থেকে পুজো কিন্তু শুরু হয়ে যাবে, ওইদিন কলকাতায় হবে মিছিল, মিছিল দেখতে থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরা’, পুজো উদ্যোক্তাদের নিয়ে মিটিংয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
‘অনেকে বলেন কলকাতায় নাকি দুর্গাপুজো হয় না, সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, এমন পুজো আর কোথাও হয় না’, পুজো উদ্যোক্তাদের নিয়ে মিটিংয়ে দাবি মুখ্যমন্ত্রীর।
বোলপুরে ফের সায়গল হোসেনের ফ্ল্যাটে সিবিআই হানা, তৃতীয়বার সাইগল হোসেনের ফ্ল্যাটে সিবিআই। গরুপাচার মামলায় অনুব্রতর দেহরক্ষীর ফ্ল্যাটে সিবিআই।
ভোলে ব্যোম চাল কলের পর এবার শিব শম্ভু চালকলে হানা সিবিআইয়ের
নারকেলডাঙা কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে থানা ঘেরাও বিজেপির। আক্রান্ত অন্তঃসত্ত্বাকে দেখতে কলকাতা মেডিক্যালে বিজেপির প্রতিনিধি দল।
তৃণমূল বিধায়ক পরেশ পালের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। বাড়ি নিয়ে গণ্ডগোল, রাজনীতির কোনও যোগ নেই, পাল্টা দাবি তৃণমূলের।
ভোলে ব্যোম চাল কলের পর এবার শিবশম্ভু চালকলে হানা সিবিআইয়ের। এফসিআইয়ের আধিকারিকদের নিয়ে হানা সিবিআইয়ের। ৪ ঘণ্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি। এই চালকলের মালিকানা কার? চলছে কর্মীদের জিজ্ঞাসাবাদ। খতিয়ে দেখা হচ্ছে চালকলের নথি, খবর সূত্রের।
সৌগত রায়ের পর এবার বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়। ‘কেউ চোর বললে মনে হয় ঘুসি মেরে মুখ ভেঙে দিই। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি ছেটানোর ক্ষমতা কারও নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে লাভ নেই।’ খড়দায় দলীয় কর্মিসভায় মন্তব্য রাজ্যের পরিষদীয় মন্ত্রীর।
এসএসসি দুর্নীতিকাণ্ডে শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহার ফের সিবিআই হেফাজত। ২৪ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের।
বিজেপির মিছিলে না যাওয়ার মাসুল? তার জেরে মারধরেই কি হারাতে হল প্রাণ? হুগলির পাণ্ডুয়ায় ৫২ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু ঘিরে জোরাল হচ্ছে এমনই প্রশ্ন। রবিবার চুঁচুড়ায় ধিক্কার মিছিল করে বিজেপি।খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত সেই মিছিলে হাঁটেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা।
বিজেপি করার অপরাধে আবাস যোজনার বাড়ি না পাওয়ার অভিযোগ। পাঁশকুড়া পৌরসভা ও দুয়ারে সরকারের ক্যাম্পে ঘুরেও মিলছে না বাড়ি। ফলে ঝুঁকি নিয়ে ভগ্নপ্রায় বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন চন্দন রায়ের পরিবারকে। অভিযোগ অস্বীকার করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র।
বীরভূমে পাথর বোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগ। ভুয়ো সরকারি বিল ছাপিয়ে টাকা তোলার অভিযোগ। ৪ সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের। অবৈধ ভাবে টাকা তোলা বন্ধ করতে রাজ্যকে নির্দেশ প্রধান বিচারপতির। পরবর্তী শুনানিতে ইডি-সহ সবপক্ষের আইনজীবীকে উপস্থিত থাকার নির্দেশ। মামলার পরবর্তী শুনানি ১ নভেম্বর।
স্বাস্থ্য পরীক্ষার জন্য নিজাম প্যালেস থেকে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে।
কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ)-কে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নিয়ে ফিফার আপত্তি ছিল। সেই কারণেই নির্বাসিত করা হয়েছিল এআইএফএফকে। সিওএ সরে যাওয়ায় নির্বাসন ওঠার সম্ভাবনা।
আজ ফের অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা। নিয়ে যাওয়া হবে কমান্ড হাসপাতালে। ২৪ অগাস্ট পর্যন্ত ফের অনুব্রতকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
অনুব্রত-চিকিত্সা বিতর্কের পর এই প্রথম প্রকাশ্যে এলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু। আজ সকালে হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস থেকে বোলপুর স্টেশনে নামা মাত্র তাঁকে অনুব্রতর বাড়িতে সরকারি চিকিত্সক পাঠানো নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। কার্যত উল্টোদিকে দৌড়ে ফের ট্রেনে উঠে পড়েন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু।
গরুপাচারের টাকা নামে-বেনামে বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্টে রাখা হয়েছে বলে অনুমান সিবিআইয়ের। এবার তাদের স্ক্যানারে সরকারি-বেসরকারি মিলিয়ে ৭টি ব্যাঙ্কের ১৮টি অ্যাকাউন্ট।
কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে সিআইডি। ‘কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকের বিরুদ্ধে তদন্তে কেন্দ্রের অনুমতি বাধ্যতামূলক’, পর্যবেক্ষণ হাইকোর্টের প্রধান বিচারপতির। সিআইডি-কে সতর্ক থাকার পরামর্শ হাইকোর্টের।
সিবিআই-মন্তব্যে অনড় দিলীপ ঘোষ। ‘সিবিআই কার, তাতে আমার কিছু যায় আসে না। বিজেপির ৬০ জন কর্মীকে হত্যা করা হয়েছে, কতজনকে সাজা দিয়েছে সিবিআই? দেশের অন্যতম বিশ্বস্ত সংস্থা সিবিআই, আমরাও বিশ্বাস করেছিলাম, ন্যায় পাইনি। সবথেকে বিশ্বস্ত এজেন্সি হিসেবে ইডি নিজেদের প্রমাণ করেছে।' ফের মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
'বীরভূম তৃণমূলের সভাপতির বিপুল সম্পত্তি। নামে-বেনামে বীরভূম ও কলকাতায় বিপুল সম্পত্তি কেনা হয়েছে। ২০১৫ সালে অনুব্রত ও তাঁর পরিবারের আয় রকেট গতিতে বৃদ্ধি পেয়েছে। চালকল, স্টোন ক্র্যাশার, জমি, হোটেল, বাড়ি সহ একাধিক সম্পত্তি কেনা হয়েছে। ২০১৫-২০১৮ সালের মধ্যে গরুপাচারের টাকার কমিশনে কেনা হয়েছে বিপুল সম্পত্তি।' গরুপাচার মামলায় আদালতে রিপোর্ট সিবিআইয়ের।
ফের বিস্ফোরক তৃণমূল সাংসদ সৌগত রায়। ‘আমাদের নামে অনেকে কুৎসা করছেন, বন্ধ করুন। যে দোষ করেছে তাঁর শাস্তি হবে। কিন্তু সবাইকে চোর বললে, আমরাও রুখে দাঁড়াব, উপযুক্ত শিক্ষা দেব। চোর না হয়ে বদনাম শুনতে পারব না।' রহড়ার কর্মিসভায় মন্তব্য তৃণমূল সাংসদের।
নারকেলডাঙায় ৮ মাসের অন্তঃসত্ত্বাকে মারধরের ঘটনায় জামিনযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের। ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের এফআইআরে নাম ছিল। যে ধরনের অভিযোগ করা হয়েছে, তা খতিয়ে দেখেই জামিনযোগ্য ধারায় মামলা রুজু।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা ইন্টার্নকে হেনস্থা, মারধরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। প্রতিবাদে রাতভর আন্দোলনে ইন্টার্ন, মেডিক্যাল পড়ুয়া ও জুনিয়র চিকিত্সকরা। বিক্ষোভকারীদের দাবি, গতকাল সকালে চিকিত্সার গাফিলতির অভিযোগে মেল সার্জিক্যাল বিভাগের এক রোগীর পরিবার মহিলা ইন্টার্নকে মারধর করলেও, রাত পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। সুপার ও পুলিশের আশ্বাসে ভোররাতে বিক্ষোভ ওঠে।
নারকেলডাঙায় বাড়িতে ঢুকে ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি! ৬ অভিযুক্ত গ্রেফতার, দাবি পুলিশের।
বৃষ্টির মধ্যেই জমা জলে মশার আতঙ্ক! কলকাতা থেকে জেলা, চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ম্যালেরিয়া। ঘরের মধ্যে বা আশেপাশে জল জমতে না দেওয়ার পরামর্শ। জ্বর অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার নিদান বিশেষজ্ঞদের।
বাংলায় সেটিং হয়েছিল সিবিআইয়ের সঙ্গে। কেন্দ্র তা বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে। সিবিআই প্রসঙ্গে এবার বিস্ফোরক বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ! কড়া প্রতিক্রিয়া তৃণমূলের।
প্রোমোটিং বিবাদের জের! নারকেলডাঙায় বাড়িতে ঢুকে ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ! তৃণমূল বিধায়ক ও কাউন্সিলর ঘনিষ্ঠ প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। অভিযোগ অস্বীকার শাসক দলের বিধায়ক ও কাউন্সিলরের।
পূর্ব মেদিনীপুরের মারিশদা ও হুগলির সিঙ্গুরের তিসা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত এলাকা। বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, ভোট লুঠের অভিযোগ তুলেছে সিপিএম।
একটি মাত্র ওয়ার্ডের উপনির্বাচন ঘিরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে বনগাঁ। একই ছবি আসানসোলেও। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে একযোগে পথে বাম-কংগ্রেস ও বিজেপি।
প্রেক্ষাপট
নারকেলডাঙায় প্রোমোটিং বিবাদে বাড়িতে ঢুকে ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি! আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি বধূ। বেলা ১২টায় থানা ঘেরাওয়ের ডাক বিজেপি (ৎঝ) মহিলা মোর্চার। কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিত্ সরকারের মতো অবস্থা হবে, হুমকি দিয়েছে হামলাকারীরা, অভিযোগ পরিবারের। হামলার সঙ্গে যোগ নেই, দাবি তৃণমূলের (TMC)।
পরেশ পাল ডাকার পর না যাওয়ায় হামলা, অভিযোগ পরিবারের। অভিযোগ অস্বীকার পরেশ পালের। গ্রেফতার বধূর স্বামী-শ্বশুর। পুলিশের দাবি অভিযোগ নেওয়া হয়েছে। পুরনো মামলায় গ্রেফতার, ওয়ারেন্ট ছিল।
বোলপুরের কালিকাপুরে অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুত্বরণের বাড়িতে সিবিআই (CBI)। দেড় ঘণ্টার অভিযান। নতুন বাড়ি-জমির হদিশ। ২০১৪ থেকে তিন বছরে সব কেনা হয়েছে বলে অভিযোগ। গাড়ির খালাসি থেকে ২ টি কোম্পানির জয়েন্ট ডিরেক্টর বিদ্যুত্বরণ। স্বামী কলকাতায়, কথা হয় না, দাবি স্ত্রী-র। স্থানীয়দের দাবি, অনুব্রত গ্রেফতারের পরেই বেপাত্তা অভিযুক্ত।
একটি মাত্র ওয়ার্ডের উপনির্বাচন ঘিরে বনগাঁয় দফায় দফায় উত্তেজনা, হাতাহাতি। একই ছবি জামুড়িয়াতেও।
শুভেন্দু গড় নন্দীগ্রামে (Nandigram) সমবায় ভোটে খাতাই খুলতে ব্যর্থ বিজেপি। ৫২টি আসনের মধ্যে ৫১টিই দখলে নিল তৃণমূল। একটিতে জয়ী বামেরা। চার দশক পর সিঙ্গুর তিসা সমবায় তৃণমূলের।
সিবিআই নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বাংলায় সেটিং হয়েছিল সিবিআইয়ের সঙ্গে। কেন্দ্র বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে, সমালোচনা দিলীপের। শুরু রাজনৈতিক তরজা।
কয়লাকাণ্ডে আজ দিল্লির সদর দফতরে স্পেশাল টাস্ক ফোর্সের ADG জ্ঞানবন্ত সিং-কে তলব। রাজ্যের ৮ IPS অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য আগেই ডেকেছে ইডি। ।
ফ্ল্যাট ভাড়া নিয়ে কোচিং সেন্টারের আড়ালে জঙ্গি মডিউল! খাগড়াগড়কাণ্ডের স্মৃতি উস্কে শাসন থেকে ধৃত ২ সন্দেহভাজন। ধৃতদের নিয়ে ২ জেলায় তল্লাশি এসটিএফের।
পুরসভার নিষেধ। কোথায় হবে মহম্মদ আলি পার্কের পুজো? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বেরোতে পারে সমাধানসূত্র। আশা উদ্যোক্তাদের। তৈরি রয়েছে বিকল্প প্রস্তাবও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -