West Bengal News Live Updates:বসিরহাটের যুবতীকে গণধর্ষণের অভিযোগ
West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
শিলিগুড়িতে সিপিএমের পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সংঘর্ষে জড়ালেন বাম নেতাকর্মীরা। প্রতিশ্রুতি দিয়েও পালন করেনি তৃণমূল পরিচালিত পুরসভা, অভিযোগ সিপিএমের। অস্বিত্বহীন হয়ে পড়েছে বামেরা, তাই এসব করেছে। পাল্টা কটাক্ষ তৃণমূলের।
টিউবওয়েল বসাতেও কাটমানি? এমনই অভিযোগ উঠেছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায়। ফলকে প্রায় ২ লক্ষ টাকা বরাদ্দর কথা উল্লেখ থাকলেও, তৃণমূল পরিচালিত জেলা পরিষদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ ও বিজেপি। যদিও তা মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত প্রধান।
যাদবপুরের ফ্ল্যাটেই আছি। সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করেছি, আগামীতেও করব। সিবিআইয়ের লুকআউট নোটিস জারির পর প্রতিক্রিয়া মানিক ভট্টাচার্যের।
বসিরহাটের যুবতীকে গণধর্ষণের অভিযোগ। বাগদা সীমান্তের জিতপুরে যুবতীকে গণধর্ষণের অভিযোগ। গ্রেফতার বিএসএফের ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের ২ জওয়ান। ধৃতদের নাম এস পি চেরো ও আলতাব হোসেন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করল পুলিশ।
ট্রেনযাত্রাকে আরও নির্বিঘ্ন ও সময়োপযোগী করার লক্ষ্যে ভোল বদলাচ্ছে হাওড়া স্টেশন। প্ল্যাটফর্ম ও লাইন সংস্কারের জন্য ভেঙে ফেলা হচ্ছে প্রায় ৯০ বছরের পুরনো চাঁদমারি ব্রিজ। তৈরি হচ্ছে নতুন ঝুলন্ত সেতু।
এসএসসি নিয়োগকাণ্ডে ধৃত আরও একজন মিডলম্যান। নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও ১। প্রদীপ সিংহর পর গ্রেফতার আরও একজন মিডলম্যান। প্রদীপ সিংহকে জেরায় মিলল ধৃতের খোঁজ। চাকরি পাইয়ে দিতে টাকা নেওয়ার অভিযোগ। কাল ধৃতকে আলিপুর আদালতে পেশ।
এবার রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের অধ্যাপকদেরও বদলি হবে অনলাইন পোর্টালের মাধ্যমে। পুজোর মধ্যেই চালু হবে নতুন নিয়ম। একের পর এক নিয়োগ দুর্নীতি মামলা থেকে শিক্ষা নিয়ে কি এই সিদ্ধান্ত? প্রশ্ন তুলছেন অনেকেই। স্বচ্ছতার স্বার্থে এই উদ্যোগ। জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
গ্রেফতারির ২ সপ্তাহ পর নিজের দ্বিতীয় গড় বর্ধমানের তিনটি বিধানসভা কেন্দ্রর দায়িত্ব হাতছাড়া অনুব্রতর। কেতুগ্রাম, মঙ্গলকোট ও আউসগ্রামের দায়িত্বে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
এবার মাদ্রাসা সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ। উত্তরপত্র বিকৃত করার অভিযোগে হাইকোর্টে মামলা। কেন্দ্রীয় ফরেন্সিককে দিয়ে উত্তরপত্র পরীক্ষার নির্দেশ।
পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে বাঁকুড়া জেলায় তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদল। পঞ্চাশ শতাংশের বেশি ব্লকে সভাপতি পদে আনা হয়েছে নতুন মুখ। এই আবহে পদহারা তৃণমূল নেতাদের বিজেপিতে আহ্বান জানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।
সিবিআই একমাত্র ভরসা, এছাড়া উপায় কী আছে? সিবিআইয়ে সেটিং নিয়ে ভোলবদল দিলীপ ঘোষের। শীর্ষ নেতৃত্বের ধমক খেয়ে ভোলবদল, খোঁচা সৌগতর।
গ্রেফতারির ২ সপ্তাহ পর নিজের দ্বিতীয় গড় বর্ধমানের তিনটি বিধানসভা কেন্দ্রর দায়িত্ব হাতছাড়া অনুব্রতর। কেতুগ্রাম, মঙ্গলকোট ও আউসগ্রামের দায়িত্বে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
মাদ্রাসা সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, হাইকোর্টে মামলা
‘সব হিসেব হবে, সুদে-আসলে হিসেব হবে’ প্রকাশ্যে তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের
দুর্নীতির অভিযোগে বামেদের পুর-অভিযান ঘিরে শিলিগুড়িতে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দুর্নীতি-সহ ১০ দফা দাবিতে চোর ধরো জেল ভরো অভিযানের ডাক দেয় সিপিএম। শিলিগুড়ি পুরসভায় স্মারকলিপি দিতে যাওয়ার পথে মিছিল আটকায় পুলিশ। এরপর ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম নেতা-কর্মীরা।
‘দুর্নীতি’ থেকে শিক্ষা রাজ্যের? কলেজের অধ্যাপকদের বদলিও এবার অনলাইন পোর্টালে
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রদীপ সিংহকে জেরায় নতুন তথ্য
ধনেখালিতে তৃণমূলের প্রাক্তন উপপ্রধান খুনে ৮ জনের যাবজ্জীবন। তৃণমূলের প্রাক্তন প্রধান সহ ৮ জনের যাবজ্জীবন সাজা। যাবজ্জীবন সাজা ঘোষণা চুঁচুড়া জেলা আদালতের। ২০১৮-য় তৃণমূলের প্রাক্তন উপপ্রধানকে পিটিয়ে খুন।
কাঁথি পুরসভার চেয়ারম্যানকে ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ হাইকোর্টের। ৩০ অগাস্টের মধ্যে টাকা জমার নির্দেশ। আদালতের নির্দেশ অমান্য করায় জরিমানার নির্দেশ।
যতীন দাস পার্কে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার। বিজেপির মহিলা মোর্চার মিছিল ঘিরে উত্তেজনা। মিছিলের শুরুতেই পথ আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপির মহিলা কর্মীদের। নারকেলডাঙায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরকাণ্ডে প্রতিবাদে বিজেপির মিছিল।
হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সচিবের আচমকা বদলি। সচিব নরেন্দ্রনাথ দত্তকে বদলি শ্রম দফতরে। শ্রম দফতরের সচিব প্রভাস কুমার উকিলকে আনা হল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে স্বাস্থ্যের কারণেই বদলি, দাবি রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে নানা অনিয়মের অভিযোগের মধ্যেই বদলি ঘিরে জল্পনা।
বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়কে রড, হকি স্টিক দিয়ে মারধরের অভিযোগ। মারধরের অভিযোগ পাঁশকুড়া পুরসভার বিজেপি কাউন্সিলর সিন্টু সেনাপতির বিরুদ্ধে। মোট ৭ জনের অভিযোগ দায়ের তপন বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগ অস্বীকার অভিযুক্তের।
সুকান্তর ‘হাকিম’-হুঁশিয়ারিতে তোলপাড়। ‘পার্থ-কেষ্ট দু’জনই খুব অসুস্থ হচ্ছেন। তৃণমূলের হাকিমকেও রেডি হতে বলুন, ভিতরে পাঠানোর ব্যবস্থা করব’। বহরমপুরের সভা থেকে হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের
মাদ্রাসা সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, হাইকোর্টে মামলা। উত্তরপত্র বিকৃত করার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা। কেন্দ্রীয় ফরেন্সিককে দিয়ে উত্তরপত্র পরীক্ষার নির্দেশ হাইকোর্টের। ৩১ অগাস্টের মধ্যে মামলাকারীর উত্তরপত্র, ব্যবহৃত পেন পাঠাতে হবে সিএফএসএলের কাছে। ২৮ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দেবে সিএফএসএল, নির্দেশ হাইকোর্টের।
দুর্নীতির প্রতিবাদে বামেদের মিছিল ঘিরে শিলিগুড়িতে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দুর্নীতি-সহ ১০ দফা দাবিতে শিলিগুড়ি পুরসভায় স্মারকলিপি দিতে যাওয়ার পথে মিছিল আটকায় পুলিশ। মিছিল আটকালে ব্যারিকেড ভাঙার চেষ্টা সিপিএম কর্মীদের।
সিবিআইয়ের ‘সেটিং’ মন্তব্য নিয়ে বিতর্কের পর সুর বদল দিলীপের। ‘সিবিআই একমাত্র ভরসা, এছাড়া উপায় কী আছে? ভরসা যখন টেকে না, তখনই প্রশ্ন ওঠে। কোর্টও সিবিআইয়ের ওপর আস্থা রেখেছে, এছাড়া তো দ্বিতীয় রাস্তা নেই।’ বললেন দিলীপ
কলকাতার ২টি সহ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করল ইউজিসি। ইউজিসি জানিয়েছে, ওই সংস্থাগুলি পড়ুয়াদের ডিগ্রি দিতে পারবে না। ওই ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চৌরঙ্গির ইন্ডিয়ান ইনস্টিউট অফ অল্টারনেটিভ মেডিসিন। রয়েছে ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ।
দুর্গাপুরের পানাগড় এ বনদপ্তরের হাতে ধরা পড়লো দুই পাখি পাচারকারী। বৃহস্পতিবার রাতে ২ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি করে প্রায় ২০০ টির উপর টিয়া পাখি এবং অন্যান্য পাখি পাচার করতে গিয়ে ধরা পড়ে। দুই দুষ্কৃতী পূর্ব বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের নাম আব্দুল কাদের, মহম্মদ ফুলবা।
কলকাতায় ফের প্রতারণা চক্রের পর্দাফাঁস। ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। ফেয়ারলি প্লেস ও নেতাজি সুভাষ রোডে একই মালিকের ২টি কল সেন্টারে হানা লালবাজারের গুন্ডা দমন শাখার। ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ৩টি কম্পিউটার, ৩টি মনিটর, ৬০টি ফোন, ১৮টি মোবাইল ফোন ও কিছু নথিপত্র। পুলিশ সূত্রে দাবি, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিমা ও প্রসেসিং ফি বাবদ টাকা হাতিয়ে নিত প্রতারকরা। সংস্থার মালিক রাজীব সিংকেও গ্রেফতার করেছে পুলিশ।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রদীপ সিংহকে জেরায় নতুন তথ্য। ‘এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এসপি সিন্হাকে একাধিক মেল মিডলম্যান প্রদীপ সিংহের। কার কার চাকরি করতে হবে, জানিয়ে এসপি সিন্হাকে মেল মিডলম্যানের। মেল থেকে বেশকিছু অ্যাডমিড কার্ডের নম্বর মিলেছে, সিবিআই সূত্রে খবর। মেলে প্রাপ্ত অ্যাডমিটের নম্বর অনুত্তীর্ণদের বলে অনুমান সিবিআইয়ের।
কয়লা পাচার মামলার তদন্তে আজ ভবানী ভবনে ৩ পুলিশ আধিকারিককে ডেকে পাঠিয়েছে সিআইডি। পুলিশ সূত্রে খবর, দীনেশ মণ্ডল, অজয় মণ্ডল ও সঞ্জয় চক্রবর্তী, এই তিন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে তলব করা হয়েছে। গতকালও ৩ পুলিশ আধিকারিককে এই মামলায় জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এই মামলায় ১০ জন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তলব করেছে সিআইডি, যাঁরা ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত খনি এলাকায় কর্মরত ছিলেন।
আজ কৌশিকী অমাবস্যা। বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে।সেইমতো আজ ভোর সাড়ে চারটেয় হয় মঙ্গলারতি। এরপর রীতি অনুযায়ী দেওয়া হয় ৫ রকমের ফুল, ফল, মিষ্টি দিয়ে ভোগ। এরপর শুরু হয় পুজো। কথিত আছে, সাধক বামাক্ষেপা কৌশিকী অমাবস্যার দিনে তপস্যায় সিদ্ধিলাভ করেন। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূল তলায় সাধনা করেন তিনি। বিশেষ পুজো উপলক্ষে ভোর থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন তারাপীঠে।
নিজের দ্বিতীয় গড়ের তিনটি বিধানসভা কেন্দ্র হাতছাড়া হল অনুব্রতর। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, মঙ্গলকোট ও আউসগ্রাম হাতছাড়া হল অনুব্রত মণ্ডলের এবার থেকে তিনটি বিধানসভার দায়িত্বে পূর্ব বর্ধমানের জেলা তৃণমূল সভাপতি। দেখভালের দায়িত্ব পেলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জানিয়েছেন রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবু টুডু।
রাজ্য সরকারের পুজো-অনুদানের টাকা বাড়ানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে, কলকাতা হাইকোর্টে দায়ের, তৃতীয় জনস্বার্থ মামলা। মামলাকারীর প্রশ্ন, যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের DA বকেয়া, সেখানে পুজো কমিটিগুলিকে বিপুল টাকা দেওয়া হচ্ছে কেন? আজ এই মামলাগুলির শুনানি হতে পারে।
সমবায়ে নিয়োগে স্বজনপোষণের অভিযোগে মন্ত্রী অরূপ রায়ের নাম জড়িয়েছে। তা নিয়েই ঝাঁঝালো আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা। তৃণমূলও পাল্টা জবাব দিয়েছে। তেতে উঠেছে রাজনীতির ময়দান।
ভার্চুয়ালি নয়, সশরীরেই আদালতে হাজিরা দিতে চান পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবীর দাবি, জেল কর্তৃপক্ষ যেভাবে ভার্চুয়ালি শুনানির আর্জি জানিয়েছে, তাতে রীতিমতো অসন্তুষ্ট প্রাক্তন মন্ত্রী।
নন্দীগ্রামে তৃণমূলের অন্দরে বিরোধ। হাইমাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে যুযুধান তৃণমূলের ব্লক কমিটি ও অঞ্চল কমিটি। দুই শিবিরই নিজেদের মতো করে প্রার্থী দিয়ে দিয়েছে। তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
হুকিং করে চলছিল বিদ্যুত্ চুরি, জরিমানা করতে গেলে বিদ্যুত্ কর্মীদের মারধরের অভিযোগ। ন্যাজাট থানায় অভিযোগ দায়ের বিদ্যুত্ দফতরের। সরবেরিয়া-বাসন্তী হাইওয়েতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। বিক্ষোভকারীদের তুলতে গেলে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ। রণক্ষেত্র এলাকা, পুলিশকে লক্ষ্য করে ইট, জখম ১০ থেকে ১২ জন পুলিশ ও বিক্ষোভকারী। ‘ভুয়ো বিল দিয়ে টাকা আদায় করছে বিদ্যুত্ দফতর’, এর বিরুদ্ধে বিক্ষোভ দেখালে লাঠিচার্জ, অভিযোগ স্থানীয়দের।
টোলের আড়ালে তোলা আদায়? জেলা পরিষদের নামে বেআইনি কারবার? অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরে বোলপুরের একটি টোল অফিস হঠাৎ বন্ধ হওয়ায় দানা বেধেছে সন্দেহ। এই বিষয়ে কোনও মন্তব্য করেননি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। পূর্ত দফতরের অনুমতি না থাকায় বন্ধ টোল। জানিয়েছেন বীরভূমের জেলাশাসক।
দমদমের সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনে ছাত্রীদের পোশাক নিয়ে আপত্তি তোলা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ উঠেছে ছাত্রীদের বডি শেমিং-এরও। প্রতিবাদে কলেজের গেটে বিক্ষোভ দেখান ছাত্রীরা। পরিচালন সমিতির সভাপতি জানিয়েছেন, ছাত্রীদের অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
পুজো কমিটিগুলিকে অনুদান ও বিদ্যুত্ বিলে ছাড়। চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের। আজ শুনানির সম্ভাবনা।
প্রেক্ষাপট
টেট দুর্নীতিতে খোঁজ নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির। বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কায় লুক আউট নোটিস সিবিআইয়ের (CBI)। ছবি দিয়ে তথ্য বিমানবন্দরে। লুক আউট নোটিসের মধ্যেই খোঁজ মিলল মানিকের।
নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নজরে সুবীরেশ। কলকাতায় ফিরতেই বাঁশদ্রোণীর সিল করা ফ্ল্যাটে রাত ১ টা পর্যন্ত ম্যারাথন তল্লাশি। নিয়োগ দুর্নীতির দায় এড়ালেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান (SSC Chairman)।
ছোটু নামে মিডলম্যান প্রদীপের নম্বর সেভ ছিল ধৃত এসপি সিন্হার ফোনে! মেলে মিলেছে অনেক অযোগ্য প্রার্থীর নাম। দাবি সিবিআইয়ের।
শিক্ষা-স্বাস্থ্য-দমকলের পর তমলুক-ঘাটাল সমবায় ব্যাঙ্কেও নিয়োগে দুর্নীতি? সমবায় ব্যাঙ্কে তৃণমূল ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ।
সমবায়মন্ত্রীর ঘনিষ্ঠের বোন থেকে তৃণমূল নেতা, ব্যাঙ্ক কর্তা। মেধা তালিকায় না থেকেও ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ।
অনুব্রতকে জামিন না দিলে ফাঁসিয়ে দেওয়ার হুমকি। ভিন রাজ্যে মামলা সরানোর আবেদন আইনজীবীদের একাংশের। দেশের প্রধান বিচারপতিকে চিঠি।
তৃণমূলের ১৯-র পাল্টা বিরোধীদের ২৪! সম্পত্তি বৃদ্ধির মামলায় এবার রাজনাথ-স্মৃতি-নাড্ডাদের নাম জড়িয়ে হাইকোর্টে মামলা। হিসেব তলবের আর্জি।
শিশির-শুভেন্দুর সঙ্গে সেলিম-সুজন-মান্নান। ২৪ বিরোধী নেতার সম্পত্তি বৃদ্ধির নিয়ে হাইকোর্টে নতুন মামলা। তদন্ত হলে হোক, চ্যালেঞ্জ বিজেপির।
দ্রুত নিষ্পত্তি হোক বকেয়া মামলা। নব মহাকরণে বিচারপতিদের উপস্থিতিতে আবেদন মুখ্যমন্ত্রীর।
২ দিন ধরে তৃণমূলের কোনও বৈঠকে নেই কুণাল ঘোষ (Kunal Ghosh)। পার্থ-অনুব্রত প্রসঙ্গে মনোভাব নিয়ে ব্যক্তি ও দলের মুখপাত্রের মধ্যে সংঘাত। দাবি কুণাল ঘনিষ্ঠ মহল সূত্রে।
পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে শাসক প্রার্থী তালিকায় বাদ নির্মল মাজি, শান্তনু সেনের নাম। নতুনদের জায়গা, দাবি অ্যাড হক কমিটির চেয়ারম্যানের।
পুলিশি হেফাজতে রহস্যমৃত্যু। পিটিয়ে মারার অভিযোগে গল্ফ গ্রিন থানার সিভিক ভলান্টিয়ার গ্রেফতার। অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারা যুক্ত।
পুজো কমিটিগুলিকে অনুদান ও বিদ্যুত্ বিলে ছাড়। চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের। আজ শুনানির সম্ভাবনা।
এআইএফএফ (AIFF) নির্বাচনে নয়া মোড়। সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়া। এলেন অন্ধ্রপ্রদেশ ফুটবল সংস্থা থেকে। সমর্থন এল রাজস্থান থেকে।
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে তারা মায়ের আবির্ভাব দিবস উপলক্ষ্যে বিশেষ পুজো, ভোগের আয়োজন, সন্ধ্যায় আরতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -