West Bengal News Live Updates: খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির চালকের মৃত্যু
West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির চালকের মৃত্যু। খিদিরপুরের বাবুবাজারে উল্টে গেল সার বোঝাই লরি। দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, গ্যাস কাটার দিয়ে দরজা কেটে উদ্ধার। কাটাপুকুরের দিক থেকে খিদিরপুরে আসার সময় দুর্ঘটনা। উল্টো দিক দিয়ে আসার সময় দুর্ঘটনা, গাড়ির উপর পড়ল সার বোঝাই লরি।
রাস্তা দিয়ে যাচ্ছিল সারের বস্তা বোঝাই লরি। রাস্তার বাঁ পাশে দাড়িয়েছিল ছাইরঙের একটি গাড়ি। ডান দিক দিয়ে ওভারটেক করতে যায়। ডানদিকে উল্টে গেলে গাড়িটি চাপা পড়ে, দাবি প্রত্যক্ষদর্শীদের।
খিদিরপুরে দুর্ঘটনা। খিদিরপুরের বাবুবাজারে উল্টে গেল সার বোঝাই লরি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি।
এবার গরুপাচার মামলায় গ্রেফতারির আশঙ্কা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। ‘যে কোনও সময় ইডি-সিবিআই গরুপাচারকারী হিসেবে আমাকে গ্রেফতার করতে পারে। মানসিক ভাবে প্রস্তুত থাকুন। ৪০-৪৫ বছর আগে গরুর দড়ি ধরেছি। বাড়িতে রান্নার গ্যাস আসার পর কয়লায় হাত দিইনি। তারপরেও হয়ত কয়লা পাচারের অভিযোগে গ্রেফতার করতে পারে’মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।
কলকাতা বিমানবন্দরে উদ্ধার প্রায় দেড় কেজি সোনা! ২৪ ক্যারেটের ৫টি বিদেশি সোনার বার উদ্ধার করল শুল্ক দফতর। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ৭৭ লক্ষ টাকা। মুম্বই থেকে কলকাতায় এসে গ্রেফতার যুবক। কোথায় পাচার করা হচ্ছিল সোনা, তদন্তে শুল্ক দফতর।
ভোটের আগে পঞ্চায়েতে দুর্নীতি খুঁজতে নবান্নের ‘ত্রিফলা’ নজরদারি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নবান্নে তৎপরতা। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশের পর আরও কড়া পদক্ষেপ। তৈরি হচ্ছে ৫টি অডিট টিম। প্রতিটি অডিট টিমে থাকবেন ১ অডিটর, ১ ইঞ্জিনিয়র ও ১ ডব্লুবিসিএস অফিসার। তৈরি হচ্ছে অভিযোগ জানানোর জন্য বিশেষ পোর্টাল। পঞ্চায়েতে দুর্নীতি বা সমস্যার কথা সরাসরি জানানো যাবে পোর্টালে। গোপন রাখা হবে অভিযোগকারীর নাম। তৈরি করা হচ্ছে কন্ট্রোল রুমও।
দেশ ছাড়ার আশঙ্কায়, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে সিবিআই লুকআউট নোটিস জারি করেছে। গতকাল ভিডিও কলের পর, আজ সংবাদমাধ্যমের সামনে এলেন তিনি। দাবি করলেন, তিনি তদন্তে সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতা করছেন।
BSF’এর দুই জওয়ানের বিরুদ্ধে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগের ঘটনাতেও শুরু হয়েছে চাপানউতোর। কাল এলাকায় সভার আয়োজন করেছে তৃণমূল। যা নিয়ে কটাক্ষের সুর বিজেপির গলায়। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ BSF’এর এক্তিয়ার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েও শুরু হয়েছে তরজা।
ধৃত মিডলম্যান প্রদীপ সিংয়ের সূত্র ধরে আরও এক মিডলম্যানকে গ্রেফতার করল CBI। ধৃতের নাম প্রসন্নকুমার রায়। CBI সূত্রে দাবি, অযোগ্য প্রার্থীদের থেকে টাকা নিতেন মিডলম্যানরা। সেই টাকা পৌঁছে যেত নিয়োগকারী অধিকারিকদের একাংশের কাছে।
বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তর বাড়িতে সিবিআই। প্রতিমা দত্ত তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশের পর নিহত তৃণমূল নেতার বাড়িতে সিবিআই। ১২ বছর পরেই তপন দত্ত খুনের কিনারা অধরা। ২০১১-র ৬ মে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। চলতি বছরের ৯ জুন সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। ৬ মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় আদালত। ৩ মাস কাটলেও এফআইআর ছাড়া কিছুই করেনি সিবিআই, অভিযোগ প্রতিমা দত্তর।
আইসিসিআরে বৈঠকে প্রকাশ জাভড়েকর। বাইরে বিজেপি দুই গোষ্ঠীর মধ্যে বচসা-হাতাহাতি।
মৌলালিতে পথ অবরোধ ছাত্র পরিষদের। কলকাতার একাধিক জায়গায় ছাত্র পরিষদের পোস্টার ছেঁড়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে পোস্টার-ব্যানার ছেঁড়ার অভিযোগে পথ অবরোধ।
অবরোধ সরাল পুলিশ।
গরুপাচার মামলায় জেলবন্দি অনুব্রতকে যুদ্ধক্ষেত্রের জেনারেলের সঙ্গে তুলনা। ‘জেনারেল আহত হয়ে সরে গেলে, পরে যে থাকে তাঁকে দায়িত্ব নিতে হয়’, মন্তব্য পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের গ্রেফতারির পর পূর্ব বর্ধমানের ৩ বিধানসভা কেন্দ্রের দায়িত্ব হারান অনুব্রত। বীরভূম ছাড়া কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রামের দায়িত্বে ছিলেন অনুব্রত।
অনুব্রতর জেল-যাত্রার পর সেই দায়িত্ব দেওয়া হয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে।
চিনতেন না পার্থ চট্টোপাধ্যায়কে, আদালত থেকে বেরোনোর সময় দাবি প্রসন্নর। ‘বসের নির্দেশেই অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করেছিলেন প্রদীপ’। তালিকা পাঠানো হয়েছিল এসপি সিন্হার কাছে, দাবি সিবিআইয়ের। কে প্রদীপের বস? মিডলম্যানকে জেরা করে আরেক মিডলম্যানের হদিশ!
এবার ‘কাটমানি’ ইস্যুতে বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উয়দন গুহ। 'ঠিকাদারের থেকে কোনওরকম টাকা নেবেন না। এমন কিছু করবেন না যাতে ঠিকাদার তার কাজের সঙ্গে আপস করে,' কোচবিহারে দলীয় নেতা-কর্মীদের বার্তা উদয়ন গুহর।
অনুব্রতর গ্রেফতারির পর ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তৎপর সিবিআই। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় বীরভূম জুড়ে তল্লাশি সিবিআইয়ের। কঙ্কালীতলা থেকে গ্রেফতার ৩। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল আরও ৩ জনকে।
দিলীপের পর এবার সিবিআই নিয়ে অসন্তোষ সুকান্তর। সিবিআইয়ে ভরসা হারাচ্ছেন সুকান্ত? ‘ভোট পরবর্তী সন্ত্রাস-মামলায় সিবিআইয়ের আরও দ্রুত তদন্ত করা উচিত ছিল। সিবিআই দ্রুত তদন্ত করলে আরও বেশি গ্রেফতার হত, মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের।
অনুব্রতর গ্রেফতারির পর ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তৎপর সিবিআই। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় বীরভূম জুড়ে তল্লাশি সিবিআইয়ের। কঙ্কালীতলা থেকে আটক ৩। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল আরও ৩ জনকে।
কসবায় শপিং মলের সামনে খুন। দুই বাস কন্ডাক্টরের বচসার জেরে খুন। বচসার সময় ছুরি নিয়ে হামলার অভিযোগ। নিহত বাস কন্ডাক্টরের নাম উজ্জ্বল হালদার। পুরনো বিবাদের জেরে হামলা বলে অনুমান। গ্রেফতার অভিযুক্ত বাস কন্ডাক্টর শেখ রিয়াজুদ্দিন।
শুভেন্দু প্রসঙ্গে ফিরহাদের মন্তব্যে ‘অসন্তুষ্ট’ তৃণমূল। নারদকাণ্ড ষড়যন্ত্র, কোনও অপরাধ নয়, বলেছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা যা বলার বলে দিয়েছেন, গতকাল বলেন ফিরহাদ। ‘যিনি বলেছেন, তিনিই এর ব্যাখ্যা দিতে পারবেন. ‘এ বিষয়ে দল কোনও মন্তব্য করবে না,' ফিরহাদের বক্তব্য প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের।
হরিদেবপুরে ফ্ল্যাটের মধ্যে সাট্টার কারবার। কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদের গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ। ৬ জনকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। পুলিশের এফআইআরে নাম রয়েছে শেখ বিনোদ-সহ ৯ জনের। পুলিশ সূত্রে খবর, হরিদেপুরের ব্যানার্জি পাড়া রোডে ফ্ল্যাটের মধ্যে বছরখানেক ধরে চলছিল সাট্টার কারবার। গতকাল রাতে ওই ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় ৮টি মোবাইল ফোন-সহ সাট্টার কারবারের একাধিক নথি ও ৩৭ হাজার টাকা।
১০ ঘণ্টার মধ্যে হাওড়ার শিবপুরে ব্যবসায়ীকে খুনের কিনারা করল হাওড়া সিটি পুলিশ। ফ্ল্যাটের সিঁড়িতে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার পালিত পুত্র-সহ ২। মৃতের নাম শেখ তৈয়ব আলি। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ নাগাদ শিবপুরের কাজিপাড়ার বাড়িতে ফিরেছিলেন চাঁদনি মার্কেটের ওই ব্যবসায়ী। অভিযোগ, বাড়িতে ঢোকার পর সিঁড়ি দিয়ে ওঠার সময়, ব্যবসায়ীর মাথার পিছনে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
বাগদা সীমান্তের বিএসএফ এর ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের ২ জওয়ানকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করল বাগদা থানা পুলিশ। পূর্ণাঙ্গ তদন্তের দাবি রাহুল সিনহার।
কাঁচের বোতল, সিমেন্টের বস্তা ও আদার বস্তার পর চালের বস্তার আড়ালে পাচার করা হচ্ছিল অবৈধ বার্মাটিক কাঠ। জাতীয় সড়কের করোতোয়া এলাকা দিয়ে পাচারের আগেই বনদপ্তরের জালে প্রায় ৪০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ-সহ গ্রেফতার এক।
সুজন চক্রবর্তী এদিন বলেন, 'যত দিন যাচ্ছে ততই সৌগত রায়ের মুখে হুমকি, ও দুষ্কৃতির সুর শোনা যাচ্ছে। এলাকায় থাকতে পারবেন না পর্যন্ত বলে দিলেন। ওনার এই ধরনের মন্তব্য বন্ধ করা উচিত। আবার নিজেই বলছেন ৯৮ শতাংশ সৎ, ২ শতাংশ চোর। আর তারপরেই সেই নামের তালিকা প্রকাশ করার কথা জানালেন সুজন চক্রবর্তী। অযথা বাড়তি কথা বলা অভ্যাষ হয়ে যাচ্ছে সৌগতবাবুর, সেটা ভালো লাগে না।'
চা বাগান থেকে বিশালাকার কিংকোবরা উদ্ধার। মেটেলি ব্লকের চালসা চা বাগান থেকে ওই কিংকোবরা উদ্ধার।এদিন বাগানের শ্রমিকরা বাগানের ৮০ নাম্বার সেকশনে কাজ করার সময় কিং কোবরা টিকে বাগানের নালায় দেখতে পায়। এরপরেই আতঙ্কিত হয়ে পরে শ্রমিকরা, ওই এলাকায় কাজ বন্ধ হয়ে যায়।
এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায়কে (Prasanna kumar Roy) নিয়ে যাওয়া হল আলিপুর আদালতে (Alipore Court)। অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগ-কর্তাদের যোগাযোগ করিয়ে টাকা নেওয়ায় অভিযুক্ত প্রসন্ন। সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে প্রসন্নকে। মূলত ধৃত মিডলম্যান প্রদীপ সিংহকে জেরা করেই প্রসন্নকুমারের খোঁজ মিলেছে, খবর সিবিআই সূত্রে। প্রসন্নকে হেফাজতে চায় সিবিআই। সূত্রের খবর, সল্টলেকে ভাড়াগাড়ির সংস্থা চালাতেন প্রসন্নকুমার রায়।
সৌগত-র হুমকি ইস্যুতে শমীক বলেছেন,'দেখুন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে জনরোষ এতটাই প্রবল, যে নিম্ন মধ্যপিত্ত পরিবারের একজন গৃহবধূ একজন দ্রোর্দণ্ডপ্রতাপ মন্ত্রীর (Partha Chatterjee) দিকে জুতো ছুঁড়ছে। এখন মানুষই এদের দিকে তাঁকিয়ে বলছে, চোরের মায়ের বড় গলা। আমি এই বিতর্কে যাচ্ছি না। সৌগত বাবু, একজন প্রবীণ রাজনীতিবিদ। তাঁর মেধা নিয়ে কারও কোনও প্রশ্ন নেই। তিনি তার রাজনৈতিকজীবনে যতবার দল পরিবর্তন করেছেন, অবস্থান পরিবর্তন করেছেন, গত ৭ দিনে তিনি প্রায় ততবারই নিজের বক্তব্যের আঙ্গিক পরিবর্তন করেদিলেন।' এরপরেই তিনি সৌগত-র হুমকি ইস্যুতে বলেন, আমরা যেটা মনে করেছি, তৃণমূল কংগ্রেস কখনই কোনও রাজনৈতিক দল নয়। কারণ এই রাজনৈতিক দল কোনও প্রতিবাদ নিতে পারে না। কোনও বক্তব্য কেউ রাখলে, 'এড়িয়ে গিয়ে চুপ করে থাকতে পারে না।' 'তৃণমূলের এই রাজনীতি'-কে মানুষ প্রত্যাখ্যান করবে বলেই প্রতিক্রিয়া বিজেপি নেতার।
আমডাঙা থানার গাদামারা এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে বালুরঘাট থেকে কলকাতা গামী একটি বাস এবং তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই গুরুতর আহত হয়েছে ট্যাংকারের চালক এবং বাসের চালক।এছাড়াও ৪/৫ জন বাস যাত্রী এদের সকলকেই প্রথমে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা অবনতি হলে পরে দুই ড্রাইভারকে বারাসাত হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে।
যদি আমাদের চোর বলে উত্যক্ত করে, তাহলে এলাকা ছাড়া হতে হবে, বিজেপি-সিপিএম ইস্যুতে হুমকির অভিযোগ সৌগত-র বিরুদ্ধে।
অনুব্রত মণ্ডল কি পুলিশ ছিল ? নির্দোষ হলে আদালতে যাননি কেন ? অনুব্রত-র বিরুদ্ধে গাঁজা কেস অভিযোগ উঠতেই প্রতিক্রিয়া জয়প্রকাশের।
তৃণমূল ছেড়ে বিজেপিতে গাঁজা কেসে ফাঁসিয়ে গ্রেফতার করিয়ে দেবার অভিযোগ উঠল অনুব্রত-র বিরুদ্ধে।
দমদমের বিধান কলোনিতে মহিলা তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল দলেরই কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। মহিলা তৃণমূল কর্মী তাপসী দে-র অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান দক্ষিণ দমদম পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্তী সাহার অনুগামীরা।
দুর্নীতির মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। এবার তাঁদের নিয়ে পুজোয় কী থিম হতে পারে, আশঙ্কার সুরে কার্যত সেই আইডিয়া দিয়ে রাখলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি আরও বলেন, পার্থর এতবড় পুজো, সেখানে দর্শকরা এসে কি আলোচনা করবে ভাবতেও ভয় লাগে। মদন মিত্র-র এই বক্তব্যকে হাতিয়ার করে, কটাক্ষ বিরোধীদের।
নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-র নজরে সুবীরেশ। কলকাতায় ফিরতেই বাঁশদ্রোণীর সিল করা ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি। নিয়োগ দুর্নীতির দায় এড়ালেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান (SSC Chairman)।
এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই-র হাতে গ্রেফতার আরও এক 'মিডলম্যান', ধৃত প্রদীপকে জেরা করেই মিলল প্রসন্নকুমার রায়ের খোঁজ।
টেট দুর্নীতিতে খোঁজ নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির। বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কায় লুক আউট নোটিস (Lookout Notice) সিবিআইয়ের (CBI)। ছবি দিয়ে তথ্য বিমানবন্দরে। লুক আউট নোটিসের মধ্যেই খোঁজ মিলল মানিকের। তিনি জানিয়েছেন, তিনি নিজের যাদবপুরের ফ্ল্য়াটেই রয়েছেন।
বাগদা সীমান্তের বিএসএফ-র ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের ২ জওয়ানকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করলো বাগদা থানা পুলিশ ।
হাওড়া শিবপুর থানার অন্তর্গত কাজীপাড়ায় দীনবন্ধু কলেজের পাশে কলকাতার এক ব্যবসায়ী শেখ তোহাব আলীকে দুষ্কৃতীদের ছুরির আঘাত। রাতে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে ওই ব্যবসায়ীকে মাথার পিছনে ছুরি দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় দক্ষিণ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চলছে চিকিৎসা। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছেন শিবপুর থানার পুলিশ আধিকারিকরা। কী কারনে খুনের চেষ্টা তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর আহত ব্যবসায়ী শেখ তৈয়ব আলী বেসরকারি হাসপাতালে মারা যান। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।
প্রেক্ষাপট
দক্ষিণ দমদমের ১২নম্বর ওয়ার্ডের,এক তৃণমূল কর্মীর (TMC Leader) বাড়িতে ভাঙচুর ও মারধরের অভিযোগ।অভিযোগ স্থানীয় কাউন্সিলর জয়ন্তী সাহা এর অনুগামীদের বিরুদ্ধে। বিধান কলোনির বাসিন্দা তাপসী দে নামে ওই তৃণমূল কর্মীর অভিযোগ. কাউন্সিলরের অনুগামীরা এসে বাড়িতে ভাঙচুর চালায়।
টেট দুর্নীতিতে খোঁজ নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির। বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কায় লুক আউট নোটিস (Lookout Notice) সিবিআইয়ের (CBI)। ছবি দিয়ে তথ্য বিমানবন্দরে। লুক আউট নোটিসের মধ্যেই খোঁজ মিলল মানিকের। তিনি জানিয়েছেন, তিনি নিজের যাদবপুরের ফ্ল্য়াটেই রয়েছেন।
ট্রেনযাত্রাকে আরও নির্বিঘ্ন ও সময়োপযোগী করার লক্ষ্যে ভোল বদলাচ্ছে হাওড়া স্টেশন (Howrah Station)। প্ল্যাটফর্ম ও লাইন সংস্কারের জন্য ভেঙে ফেলা হচ্ছে প্রায় ৯০ বছরের পুরনো চাঁদমারি ব্রিজ। তৈরি হচ্ছে নতুন ঝুলন্ত সেতু।
অবিলম্বে বকেয়া ডিএ (DA) মেটানোর দাবিতে কর্মবিরতির ডাক। ৩০ অগাস্ট ২ ঘণ্টা কর্মবিরতির ডাক রাজ্য কো-অর্ডিনেশন কমিটির (WB Co-Ordination Committee)। রাজ্য সরকার দাবি না মানলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।
নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নজরে সুবীরেশ। কলকাতায় ফিরতেই বাঁশদ্রোণীর সিল করা ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি। নিয়োগ দুর্নীতির দায় এড়ালেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান (SSC Chairman)।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) ধৃত 'মিডলম্যান'-কে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য।কার কার চাকরি করতে হবে, জানিয়ে এসপি সিনহাকে মেল মিডলম্যান প্রদীপ সিংহের। অ্যাডমিট কার্ডের নম্বর ধরে অযোগ্য প্রার্থীদের খোঁজে সিবিআই।
শিক্ষা-স্বাস্থ্য-দমকলের পর তমলুক-ঘাটাল সমবায় ব্যাঙ্কেও নিয়োগে দুর্নীতি? সমবায় ব্যাঙ্কে তৃণমূল ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ।
সমবায়মন্ত্রীর ঘনিষ্ঠের বোন থেকে তৃণমূল নেতা, ব্যাঙ্ক কর্তা। মেধা তালিকায় না থেকেও ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ।
অনুব্রতকে জামিন না দিলে ফাঁসিয়ে দেওয়ার হুমকি। ভিন রাজ্যে মামলা সরানোর আবেদন আইনজীবীদের একাংশের। দেশের প্রধান বিচারপতিকে চিঠি।
তৃণমূলের ১৯-র পাল্টা বিরোধীদের ২৪! সম্পত্তি বৃদ্ধির মামলায় এবার রাজনাথ-স্মৃতি-নাড্ডাদের নাম জড়িয়ে হাইকোর্টে মামলা। হিসেব তলবের আর্জি।
শিশির-শুভেন্দুর সঙ্গে সেলিম-সুজন-মান্নান। ২৪ বিরোধী নেতার সম্পত্তি বৃদ্ধির নিয়ে হাইকোর্টে নতুন মামলা। তদন্ত হলে হোক, চ্যালেঞ্জ বিজেপির।
দ্রুত নিষ্পত্তি হোক বকেয়া মামলা। নব মহাকরণে বিচারপতিদের উপস্থিতিতে আবেদন মুখ্যমন্ত্রীর।
২ দিন ধরে তৃণমূলের কোনও বৈঠকে নেই কুণাল ঘোষ (Kunal Ghosh)। পার্থ-অনুব্রত প্রসঙ্গে মনোভাব নিয়ে ব্যক্তি ও দলের মুখপাত্রের মধ্যে সংঘাত। দাবি কুণাল ঘনিষ্ঠ মহল সূত্রে।
পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে শাসক প্রার্থী তালিকায় বাদ নির্মল মাজি, শান্তনু সেনের নাম। নতুনদের জায়গা, দাবি অ্যাড হক কমিটির চেয়ারম্যানের।
পুলিশি হেফাজতে রহস্যমৃত্যু। পিটিয়ে মারার অভিযোগে গল্ফ গ্রিন থানার সিভিক ভলান্টিয়ার গ্রেফতার। অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারা যুক্ত।
পুজো কমিটিগুলিকে অনুদান ও বিদ্যুত্ বিলে ছাড়। চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের।
এআইএফএফ (AIFF) নির্বাচনে নয়া মোড়। সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়া। এলেন অন্ধ্রপ্রদেশ ফুটবল সংস্থা থেকে। সমর্থন এল রাজস্থান থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -