West Bengal News Live Updates: সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনা এগরায়

West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ABP Ananda Last Updated: 22 Jan 2023 10:30 PM
West Bengal Live News: সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনা এগরায়

সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনা এগরায়। উদ্ধবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ঘিরে উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে উদ্ধবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয়ী তৃণমূল। ৫২টি আসনের মধ্যে ২৭টিতে জয় তৃণমূলের, বাম-বিজেপি 'জোটের' ঝুলিতে ২৫টি আসন।

WB News Live Update: 'আমি নামমাত্র বিধায়ক, কোনও সাংগঠনিক ক্ষমতা দেওয়া হয়নি', আক্ষেপ নানুরের তৃণমূল বিধায়কের

'আমি নামমাত্র বিধায়ক, কোনও সাংগঠনিক ক্ষমতা দেওয়া হয়নি'। আক্ষেপের সুরে মন্তব্য নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝির। 'নানুরের প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা পর্যবেক্ষক আছেন'। 'ঠিকাদার কাজ পাবেন কিনা, ঠিক করেন সেই পর্যবেক্ষকরাই'। 'আমার কোনও দায় নেই, কিন্তু তার দায় বইতে হচ্ছে'। আক্ষেপের সুরে মন্তব্য নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝির। দিদির দূত কর্মসূচিতে গিয়ে একাধিকবার বিক্ষোভের মুখে পড়েছেন নানুরের বিধায়ক। তারপরই বিস্ফোরক মন্তব্য নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝির।

West Bengal Live News:কমেনি ভাঙড়ের উত্তাপ, আরাবুলের বাড়ির অদূরে উদ্ধার বোমা, কার্তুজ সহ আগ্নেয়াস্ত্রও

কমেনি ভাঙড়ের উত্তাপ। আরাবুলের বাড়ির অদূরে উদ্ধার বোমা, কার্তুজ সহ আগ্নেয়াস্ত্রও। গ্রেফতার ৩ আইএসএফ কর্মী। দীর্ঘক্ষণ পর বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড।

WB News Live Update:নিয়োগ-দুর্নীতির তদন্তে উঠে এল আরও একজনের নাম

নিয়োগ-দুর্নীতির তদন্তে উঠে এল আরও একজনের নাম। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে গোপাল দলপতির নাম। তিনি চিটফান্ড মামলায় এখন তিহাড় জেলে বন্দি। ভূপতিনগরে গোপালের বাড়িতে পৌঁছে গেছে এবিপি আনন্দ। কী বলছেন গোপালের বাবা, শুনুন।

West Bengal Live News: দিদি-মাকে খুনের অভিযোগ, গ্রেফতার যুবক

দিদি-মাকে খুনের অভিযোগ, গ্রেফতার যুবক। আলিপুরদুয়ারের বীরপাড়ায় গ্রেফতার যুবক। দিদি-মাকে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। জেরায় খুনের কথা স্বীকার যুবকের, জানাল পুলিশ

WB News Live Update: অশান্ত ভাঙড়ে ব্যাগভর্তি বোমার হদিশ

অশান্ত ভাঙড়ে ব্যাগভর্তি বোমার হদিশ

West Bengal Live News: জামিনের আবেদন খারিজ, পুলিশ হেফাজতে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি

জামিনের আবেদন খারিজ, পুলিশ হেফাজতে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি

WB News Live Update: উলবেড়িয়ার গদাইপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল

উলবেড়িয়ার গদাইপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। স্থানীয়দের দাবি, শনিবার গভীর রাতে ৩ দুষ্কৃতী একটি বাড়িতে হানা দেয়। ২ জন পালিয়ে গেলেও একজন হাতেনাতে ধরা পড়ে যায়। ওই বাড়ির লোকের চিৎকারে পাড়া-প্রতিবেশীরাও ছুটে আসেন। অভিযোগ, তারা হাত-পা বেঁধে বেধড়ক মারধর করলে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে উলবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মারধরের ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।

West Bengal Live News: ভাঙড়ের আঁচ ব্যাঙ্কশাল কোর্টেও, আইএসএফ কর্মীদের পেশের সময় উত্তেজনা

 ভাঙড়ের আঁচ ব্যাঙ্কশাল কোর্টেও। আইএসএফ কর্মীদের পেশের সময় উত্তেজনা। প্ল্যাকার্ড হাতে স্লোগান। জমায়েত সরাল পুলিশ।

WB News Live Update: গতকালের পর আজ ফের উত্তপ্ত ভাঙড়

গতকালের পর আজ ফের উত্তপ্ত ভাঙড়। আরাবুল ইসলামের বাড়ির অদূরে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার। গ্রেফতার ৩ । উদ্ধার পিস্তল, দাবি পুলিশের।

West Bengal Live News: দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা, হাওড়া থেকে জয়নগর যাওয়ার উল্টে গেল পিক আপ ভ্যান

দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা, হাওড়া থেকে জয়নগর যাওয়ার উল্টে গেল পিক আপ ভ্যান। পিক আপ ভ্যানে ছিল ৬ জন,  গুরুতর আহত ৩ জন। আহত তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে।

WB News Live Update: ধর্মতলায় খণ্ডযুদ্ধ, ধৃত নৌশাদ সিদ্দিকি সহ ১৯ জনকে হেফাজতে চাইল পুলিশ

ধর্মতলায় খণ্ডযুদ্ধ, ধৃত নৌশাদ সিদ্দিকি সহ ১৯ জনকে হেফাজতে চাইল পুলিশ

West Bengal Live News: বাসন্তীতে তৃণমূলের সভা ঘিরে উত্তেজনা

বাসন্তীতে তৃণমূলের সভা ঘিরে উত্তেজনা
তৃণমূলের সভায় আমন্ত্রণ নিয়ে অসন্তোষ, বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের
স্থানীয় বিধায়কের বিরুদ্ধে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে নালিশ
নালিশ স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের
সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছে, পাল্টা দাবি বিধায়ক শ্যামল মণ্ডলের 

WB News Live Update: তৃণমূলের বৈঠকে আমন্ত্রণ নিয়ে অসন্তোষ, বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের

বাসন্তীতে তৃণমূলের বৈঠক ঘিরে উত্তেজনা। তৃণমূলের বৈঠকে আমন্ত্রণ নিয়ে অসন্তোষ, বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের। স্থানীয় বিধায়কের বিরুদ্ধে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে নালিশ। নালিশ স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের। সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছে, পাল্টা দাবি বিধায়ক শ্যামল মণ্ডলের।

West Bengal Live News: সরস্বতী পুজো করতে দিচ্ছে না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?

সরস্বতী পুজো করতে দিচ্ছে না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? শাসকদলের ছাত্র সংগঠনের দাবি ঘিরে চাঞ্চল্য। পুজো করতে চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি টিএমসিপির। 'অনুমতি না মিললে গেটে পুজো করব', হুঁশিয়ারি টিএমসিপির। 'প্রেসিডেন্সি ক্যাম্পাসে কোনও ধর্মাচরণ হয় না', দাবি প্রেসিডেন্সি কর্তৃপক্ষের।

WB News Live Update: নিয়োগ-দুর্নীতির তদন্তে উঠে এল আরও একজনের নাম

নিয়োগ-দুর্নীতির তদন্তে উঠে এল আরও একজনের নাম। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে গোপাল দলপতির নাম। তিনি চিটফান্ড মামলায় এখন তিহাড় জেলে বন্দি। ভূপতিনগরে গোপালের বাড়িতে পৌঁছে গেছে এবিপি আনন্দ। কী বলছেন গোপালের বাবা, শুনুন।

West Bengal Live News: দিদির দূত কর্মসূচিতে গিয়ে প্রশ্নের মুখে রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর

দিদির দূত কর্মসূচিতে গিয়ে এলাকার মানুষের প্রশ্নের মুখে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেত্রী মৌসম বেনজির নূর। আজ রতুয়া দু'নম্বর ব্লকের আড়াই ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোবরজনা গ্রামে যান রাজ্যসভার সাংসদ মৌসুম নূর ও রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়।সেখানে মানুষের প্রশ্নের মুখে পড়েন তাঁরা। আবাস যোজনা থেকে একাধিক ইস্যুতে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা। কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে রাখায় এই সমস্যা, প্রতিক্রিয়া মৌসুম নূরের।

WB News Live Update: ফের বিক্ষোভের মুখে পড়লেন দিদির দূত বীরভূমের সাংসদ শতাব্দী রায়

ফের বিক্ষোভের মুখে পড়লেন দিদির দূত বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এবার মহম্মদবাজার পঞ্চায়েতের ফুল্লাইপুরে শতাব্দী রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব রয়েছে। এমনকী অনেকেই আবাস যোজনা প্রকল্প থেকেও বঞ্চিত হয়েছেন। চরিচা পঞ্চায়েতের বিরুপুরেও ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। যদিও বিক্ষোভ নিয়ে বিজেপিকে নাম না করে নিশানা করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ। 

West Bengal Live News: পঞ্চায়েত প্রধানের চেয়ারে তৃণমূল ব্লক সভাপতি, ভিডিও শেয়ার বিজেপির

পঞ্চায়েত প্রধানের অফিসে তাঁর চেয়ারে বসে দলীয় কর্মসূচি সারছেন মেদিনীপুর সদরের তৃণমূল ব্লক সভাপতি! তারই এক পাশে বসে রয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা! পশ্চিম মেদিনীপুরের পাঁচখুড়ির ১ নম্বর পঞ্চায়েত অফিসের সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলকে নিশানা বিজেপির।

WB News Live Update: দলীয় কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে রায়নার তৃণমূল বিধায়ক

বিক্ষোভের মুখে রায়নার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। রায়না ২ নম্বর ব্লকের বড়বৈনান পঞ্চায়েতে সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন তিনি। সকাল থেকে কর্মসূচি ঠিক ভাবে চললেও তাল কাটে  বড়বৈনানের মণ্ডলপাড়ায় যাওয়ার পর। এলাকার বিধায়ককে কাছে পেয়ে গ্রামবাসীরা ক্ষোভ উগরে দেন। গ্রামের রাস্তা,পানীয় জল প্রকল্প  থেকে এলাকার বাসিন্দারা বঞ্চিত বলে অভিযোগ করেন। 

West Bengal Live News: হিরণ-বিতর্কে মুখ খুললেন তৃণমূল বিধায়ক মদন মিত্র

'অভিষেকের কাছে রাখা খামে অনেক হরিণ ধরা পড়ে গেছে, অভিষেক প্যান্ডোরার বাক্স খুলে দিলে বাংলায় বিজেপি পতাকা তোলার লোক পাবে না' ,
হিরণ-বিতর্কে মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রর।

WB News Live Update: তৃণমূল বিধায়ক অজিত মাইতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

তৃণমূল বিধায়ক অজিত মাইতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের। জেলা পরিষদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ। 'আমার কাছে সব তথ্য-প্রমাণ আছে', হিরণকে নিয়ে প্রশ্নের জবাবে দাবি দিলীপ ঘোষের। 'দিলীপ ঘোষ চমকানোর চেষ্টা করছেন, আমরা চমকাবো না', পাল্টা কটাক্ষ অজিত মাইতির।

West Bengal Live News: ভাঙড় থেকে ফের ব্যাগ ভর্তি বোমা উদ্ধার

গতকালের পর আজ ফের উত্তপ্ত ভাঙড়। ভাঙড় থেকে ফের ব্যাগ ভর্তি বোমা উদ্ধার। তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ির অদূরে বোমা উদ্ধার। ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৩। ধৃত ৩ জনই তাঁদের দলের কর্মী, দাবি আইএসএফের। ধৃতদের কাছ থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের।

WB News Live Update: উলবেড়িয়ার গদাইপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল

উলবেড়িয়ার গদাইপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। স্থানীয়দের দাবি, শনিবার গভীর রাতে ৩ দুষ্কৃতী একটি বাড়িতে হানা দেয়। ২ জন পালিয়ে গেলেও একজন হাতেনাতে ধরা পড়ে যায়। ওই বাড়ির লোকের চিৎকারে পাড়া-প্রতিবেশীরাও ছুটে আসেন। তারা হাত-পা বেঁধে বেধড়ক মারধর করলে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। পরে উলবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মারধরের ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে উলবেড়িয়া থানার পুলিশ।

West Bengal Live News: ঝালদা পুরসভার পুরপ্রধানের দায়িত্ব নিলেন পূর্ণিমা কান্দু

কলকাতা হাইকোর্টের নির্দেশে ঝালদা পুরসভার পুরপ্রধানের দায়িত্ব নিলেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কানদুর স্ত্রী পূর্ণিমা কান্দু। আর পূর্ণিমার এই অভিষেকের দিন ঝালদা পুরসভায় হাজির থাকলেন না কোনও তৃণমূল কাউন্সিলর। ঝালদা নিয়ে জারি রয়েছে রাজনৈতিক চাপানউতোর।  

WB News Live Update: 'বাংলায় যে বিরোধিতা করে, তাঁকেই পুলিশ দিয়ে মারা হয়', তোপ দিলীপের

'বাংলায় যে বিরোধিতা করে, তাঁকেই পুলিশ দিয়ে মারা হয়। বিজেপি শক্তিশালী হয়েছে, তৃণমূলের অত্যাচার বেড়েছে। আইএসএফের দিকে সংখ্যালঘু সমর্থন, তৃণমূলের ভোট কাটছে। সেই কারণেই গায়ের জোরে আইএসএফ-কে আটকানোর চেষ্টা হচ্ছে', মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

West Bengal Live News: কুন্তল ঘোষকে জেরা করে ইডির হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে ইডির হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে দাবি, কুন্তল ঘোষ জেরায় জানিয়েছেন, তৃতীয় এক ব্যক্তি চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন। বিনিময়ে কুন্তল ১০% কমিশন নিয়েছেন।

WB News Live Update: তৃণমূল-আইএসএফ সংঘর্ষের ঘটনায় রাত পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করল লেদার কমপ্লেক্স থানার পুলিশ

ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষের ঘটনায় রাত পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করল লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধৃতদের লালবাজারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন সংবাদমাধ্যম ও ভাইরাল হওয়া ফুটেজ দেখে ৩৬ জনকে চিহ্নিত করা হয়। অশান্তি, ভাঙচুর সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ধৃত আইএসএফ কর্মীর বিরুদ্ধে।

West Bengal Live News: বনবিতানে যেন মিনি অভয়ারণ্য

যেসব পডুয়া এখনও জলদাপাড়া বেড়াতে যায়নি, তারা ঘুরে আসতে পারে বনবিতান থেকে। সেখানে তৈরি করা হয়েছে মিনি অভয়ারণ্য়। তবে, জঙ্গলের জন্তু জানোয়ার জীবন্ত নয়, সবই রেপ্লিকা! ছাত্রছাত্রীদের জন্য় এখানে আছে নেচার স্টাডির ব্য়বস্থা। 

WB News Live Update: নন ইন্টারলকিং সিস্টেমের কাজ, ভোগান্তি ট্রেন নিয়ে

সিংগুর ও নালিকুল স্টেশনের মাঝে হবে নন ইন্টারলকিং সিস্টেমের কাজ। তার জন্য় আজ সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত এই দুই স্টেশনের মাঝে কোনও ট্রেন চলাচল করবে না। অন্যদিকে, মেরামতির কাজের জন্য গতকাল থেকে সোমবার, শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল একাধিক ট্রেন। পাশাপাশি শিয়ালদা-নৈহাটি রুটেও শনি ও রবিবার একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের। 

West Bengal Live News: দলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের

দলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের! তা নিয়ে সরগরম এগরার তৃণমূল পরিচালিত সাহাড়া গ্রাম পঞ্চায়েত। প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে বিডিও-র কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন উপপ্রধান। যাবতীয় অভিয়োগ অস্বীকার করেছেন প্রধান ও তাঁর স্বামী।  

WB News Live Update: ভাঙড়ের আঁচে রণক্ষেত্রের চেহারা নিল ধর্মতলা

ভাঙড়ের আঁচে রণক্ষেত্রের চেহারা নিল ধর্মতলা। অফিস টাইমে অবরোধ হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। নৌশাদ সিদ্দিকিকে টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি এবং লাঠি নিয়ে তাড়া করেন আইএসফের কর্মী-সমর্থকরা। আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। আহতদের দেখতে হাসপাতালে যান কলকাতার সিপি।

West Bengal Live News: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, নন্দীগ্রামে তৃণমূলের মিছিল, সেখানেও প্রকাশ্যে কোন্দল

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, নন্দীগ্রামের ২ নম্বর ব্লকে তৃণমূলের মিছিল। সেই মিছিলেও প্রকাশ্যে চলে এল শাসকদলের কোন্দল। কর্মসূচি থেকে সরাসরি, ব্লক সভাপতিকে আক্রমণ করলেন, স্থানীয় তৃণমূল নেতা ও নন্দীগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। পাল্টা কটাক্ষ ছু়ড়ে দিয়েছেন ব্লক সভাপতিও। এদিকে, তৃণমূলের কোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।  

WB News Live Update: 'দিদির দূত' জ্যোতিপ্রিয় মল্লিকের কর্মসূচিতে গড়হাজির এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান

হাবড়ার দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্দরের অনৈক্য। দিদির দূত তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের কর্মসূচিতে গড়হাজির থাকলেন এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান। আইপ্যাকের তরফে ফোন করে দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিরত থাকতে বলা হয় বলে অভিযোগ করলেন ওই তৃণমূল নেত্রী । তৃণমূলের কোন্দলকে কটাক্ষ করেছে বিজেপি।

প্রেক্ষাপট

 


ভাঙড়ে তৃণমূল (TMC)-আইএসএফ (ISF) সংঘর্ষ-বোমাবাজি। আঁচ পড়ল কলকাতায়। ধর্মতলায় আইএসএফের অবরোধ হঠাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। 


আইএসএফের অবরোধে ধর্মতলায় ধুন্ধুমার। নৌশাদকে টেনে-হিঁচড়ে তোলা হল প্রিজন ভ্যানে। পাল্টা ইটবৃষ্টি, পুলিশকে তাড়া আইএসএফের। ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস। 


ধর্মতলায় খণ্ডযুদ্ধ। আহত একাধিক আইএসএফ কর্মী। হেয়ার স্ট্রিট থানার ওসি-সহ ১৯ পুলিশকর্মী জখম। ভাঙচুর কিয়স্কেও। এবিপি আনন্দর চিত্রসাংবাদিকও আক্রান্ত। 


ভাঙড়ের (Bhangar) আঁচ ধর্মতলায়। গ্রেফতার নৌশাদ সিদ্দিকি-সহ ১৭ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ ১৪টি ধারায় মামলা কলকাতা পুলিশের (Kolkata Police)। ধৃতদের কাল ব্যাঙ্কশাল কোর্টে পেশ।


ফের অশান্ত ভাঙড়। পতাকা লাগানো নিয়ে বিবাদ। দফায় দফায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষ-বোমাবাজি। পুড়ল তৃণমূলের অফিস। নৌশাদের গাড়ি ভাঙচুর।


নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার যুব তৃণমূল নেতা। ১৯ নয়, ৩০ কোটি টাকা ঘুষ নিয়েছেন কুন্তল ঘোষ। সব হিসেব লেখা ফ্ল্যাটে পাওয়া ডায়েরিতে, আদালতে দাবি ইডির।


৩ ফেব্রুয়ারি পর্যন্ত যুব তৃণমূল নেতার ইডি হেফাজত। (কুন্তল- আমার বিরুদ্ধে চক্রান্ত তাপসের। তাপস- নিজেকে বাঁচাতে ভিত্তিহীন অভিযোগ কুন্তলের।


তেলাপিয়া ধরা পড়ছে রুই-কাতলা কই, প্রশ্ন বিজেপির (BJO)। একটা প্রজন্মকে ধ্বংস করেছে তৃণমূল, আক্রমণে বামেরা। দ্রুত তদন্ত শেষ হোক, দাবি তৃণমূলের। 


নিয়োগ-দুর্নীতি মামলায় উপেন বর্ণিত রঞ্জনকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। চাওয়া হয়েছে ব্যাঙ্কের নথি। মুখ খুললেন এবিপি আনন্দে।


মুর্শিদাবাদে (Murshidabad) অন্যের নিয়োগপত্র জাল করে চাকরির অভিযোগ। হাইকোর্টের নির্দেশে তদন্তে সিআইডি। ডিআই-সহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ। শিলিগুড়িতে চাকরি-প্রতারণার অভিযোগে ধৃত শিক্ষক।


কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে নন্দীগ্রামে (Nandigram) তৃণমূলের মিছিলেও প্রকাশ্যে দলীয় কোন্দল। ব্লক সভাপতিকে আক্রমণ অঞ্চল সভাপতির। কোন্দল নিয়ে কটাক্ষ বিজেপির। 


হাইকোর্টের (High Court) নির্দেশে ঝালদায় পুরপ্রধানের দায়িত্ব নিলেন কংগ্রেসের পূর্ণিমা কান্দু। ৫ তৃণমূল কাউন্সিলরের একজনও হাজির হলেন না পুরসভায়।


ভাটপাড়ায় বোমার ভাণ্ডারের হদিশ। পরিত্যক্ত কুয়োয় মিলল ২০০ কৌটো বোমা। নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.