West Bengal News Live Updates: ভোটের ফল বেরোতেই অশান্ত নন্দীগ্রাম, আক্রান্ত তৃণমূলকর্মীদের আনা হল এসএসকেএমে
WB News Live: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকে গণনাকেন্দ্রের বাইরে ছড়িয়ে ব্যালট পেপার। ভোটের ফল ঘোষণার পর প্রকাশ্যে ব্যালট ছড়িয়ে থাকায় চাঞ্চল্য। সাঁতুড়িতে সবক্ষেত্রেই নিরঙ্কুশ জয়লাভ করেছে তৃণমূল। ভোটে কারচুপি করেই জয়লাভ করেছে তৃণমূল, অভিযোগ বিরোধীদের।
ভোট গণনাকে কেন্দ্র করে ভাঙড়ের কাঁঠালিয়ায় একদিনে ৩ জনের প্রাণহানির ২ দিন পর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। সঙ্গে কাশীপুর থানার পুলিশ। গোটা এলাকা শুনশান। গতকাল থেকেই কাশীপুর ও ভাঙড় থানা এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে। গতকালের পর আজও কাঁঠালিয়া বাজারে দোকানপাট বন্ধ। রাস্তায় লোকজন কম। আতঙ্কে ঘর থেকেই বেরোতে চাইছেন না স্থানীয় বাসিন্দারা।
রাজ্যে স্নাতকোত্তরে ভর্তির নির্ঘণ্ট প্রকাশ সরকারের। সশরীরে হাজিরা নয়, ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে। মেধাতালিকা প্রকাশ ৩১ অগাস্ট, ভর্তির অনলাইন পোর্টাল খুলবে ১ সেপ্টেম্বর। অনলাইনে পোর্টালে আবেদন জানানো যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। মেধা তালিকা প্রকাশ ২০ সেপ্টেম্বর, প্রথম সিমেস্টারের ক্লাস শুরু ৩ অক্টোবর।
হাওড়ার নলপুরে ভোটের ৫ দিন পরে ঝোপ থেকে উদ্ধার ভোটিং স্ট্যাম্প। হাওড়ার নলপুর পঞ্চায়েত এলাকার বেটিয়ারি এলাকায় ঝোপের মধ্য থেকে উদ্ধার ব্যালটে ছাপ দেওয়ার স্ট্যাম্প। নলপুর বুথে অবিলম্বে পুনরায় ভোটের দাবি স্থানীয়দের। স্ট্যাম্প উদ্ধার করল পুলিশ।
বারাসাত ১ নম্বর ব্লকের পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরাজিত তিন বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একই এলাকায় তিন বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বড় বড় ইট, পাথর ছোড়া হয়। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিন, এই তিন পরাজিত প্রার্থীর বাড়িতে যান বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।
ভাঙড়ে নিহত আইএসএফ কর্মীর বাড়িতে বিকাশরঞ্জন ভট্টাচার্য
ভোটের পরেই ডিগবাজি! জয়ী নির্দল প্রার্থীদের ফেরাল তৃণমূল! অভিষেকের বার্তাই সার, ভোটে জিততেই তৃণমূলে প্রত্যাবর্তন! পাঁশকুড়ায় তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী, ভোটে জয়। নির্দল প্রার্থী হওয়ায় বরখাস্ত করার পরে তাদেরই সসম্মানে ফেরাল তৃণমূল।
ভোটের পরেই ডিগবাজি! জয়ী নির্দল প্রার্থীদের ফেরাল তৃণমূল! অভিষেকের বার্তাই সার, ভোটে জিততেই তৃণমূলে প্রত্যাবর্তন!
পূর্ব বর্ধমানের বুদবুদে বিজেপি প্রার্থীর জয়ের পর এলাকায় তাণ্ডবের অভিযোগ। জয়ের শংসাপত্র ফেরত বিজেপি প্রার্থীর । তৃণমূলের বিরুদ্ধে এলাকায় তাণ্ডবের অভিযোগ বিজেপির। বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের।
বাঘাযতীনে 'গুলি' চালিয়ে কয়েক লক্ষ টাকা 'লুঠ'! ব্যবসায়ীকে গুলি চালিয়ে, ধারাল অস্ত্র দেখিয়ে লুঠের অভিযোগ। বাইকে হেলমেটধারী ২ দুষ্কৃতীর তাণ্ডব, ধারাল অস্ত্র দেখিয়ে হুমকি। বাঘাযতীন প্লেসে 'ডাকাতি', তদন্তে পাটুলি থানার পুলিশ।
খাস কলকাতায় ফের গুলি, দমকলকর্মী খুন! লেকটাউনে দমকলকর্মীকে গুলি করে খুন! মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার সময় হামলা। লেকটাউনের সারদা পল্লিতে প্রকাশ্যে শ্যুটআউট। প্রকাশ্যে শ্যুটআউট, দমকলকর্মী স্নেহাশিস রায় খুন।
ব্যালট 'খেয়েও' হল না হজম, অশোকনগরের বুথে ফের ভোট! অশোকনগর-সহ ৩ জেলার ২০টি বুথে ফের নির্বাচনের নির্দেশ। অশোকনগর-সহ উত্তর ২৪ পরগনার ৪ বুথে ফের হবে ভোট।
কোচবিহারে আক্রান্ত তৃণমূল কর্মীর মৃত্যু। ভোটের দিন বোমাবাজি, পরের দিন আহত তৃণমূলকর্মীর মৃত্যু। কোচবিহারের শীতলকুচিতে ভোটের দিন বোমাবাজি। আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি আনার সময় মৃত্যু। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সংঘর্ষে মৃত্যু, পাল্টা দাবি বিজেপির। ভোটের দিন সংঘর্ষ, ৯ জুলাই শিলিগুড়িতে আনার সময় মৃত্যু।
পঞ্চায়েত ভোট নিয়ে বেলাগাম সন্ত্রাস, এবার 'সক্রিয়' বিএসএফ। ভোট পরবর্তী হিংসা খবর সরাসরি জানানোর আবেদন বিএসএফের। সব জেলায় লোক আছে, খবর পেলেই এলাকায় যাওয়ার আশ্বাস বিএসএফের। শীঘ্রই জেলা ভিত্তিক নোডাল অফিসারের তালিকা দেওয়ার ঘোষণা।
'পঞ্চায়েতে জিতলেই টাকা, তাই এত মারামারি-ভাঙচুর!' জাঙ্গিপাড়া ব্যালট মামলায় মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। ২০ জুলাইয়ের মধ্যে রিটার্নিং অফিসারের হলফনামা তলব।
ভোট সন্ত্রাস ও ভাঙড়কাণ্ডের প্রতিবাদে পথে বাম-কংগ্রেস-আইএসএফ। ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত বাম-কংগ্রেস-আইএসএফের মিছিল।
বাংলায় বেলাগাম সন্ত্রাস, প্রাণ বাঁচাতে অসমে আশ্রয়! ৫দিন পরে অসম থেকে ফেরাল কোচবিহার পুলিশ। ভোটের পর থেকেই অবাধে সন্ত্রাস, অসমে আশ্রয়! তুফানগঞ্জের বালাভূত থেকে অসমের রানপাগলি গ্রামে আশ্রয়। জয়ী বিজেপি প্রার্থী-সহ ২৫০জনেরও বেশি পালিয়ে গিয়েছিলেন অসমে। সুরক্ষার আশ্বাস দিয়ে ঘরছাড়াদের ফেরাল কোচবিহার পুলিশ।
বারাসাতে ৩ বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা। পরাজিত ৩ বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা। বিজেপি প্রার্থীদের বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। হামলা-যোগ অস্বীকার শাসক দলের।
এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। ২০১১-র আগেও আমরা বিক্ষিপ্ত ঘটনা ঘটতে দেখেছি। তবে খুনোখুনি না হওয়া বাঞ্ছনীয় ছিল। পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়ে প্রতিক্রিয়া স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মুখে '৩৫৫ ধারা'। 'রাজ্যজুড়ে হিংসার ঘটনা ঘটেছে, মানুষ ৩৫৫ ধারা প্রণয়নের কথা বলছেন। নির্বাচিত রাজ্য সরকারের কাছে এটা লজ্জার। রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করতে এই সরকার ব্যর্থ। শান্তিতে বসবাসের পরিবেশ বজায় রাখতে রাজ্য সরকার ব্যর্থ', মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের।
'ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে রাজ্যপালেরও থাকা উচিত। রাজ্যপালের মণিপুরেও যাওয়া উচিত। রাজনৈতিক কর্মীর মতো কাজ করছেন রাজ্যপাল', অভিযোগ শোভনদেব চট্টোপাধ্যায়ের।
'২০২৪-এর লোকসভা ভোটের পর বাঘে-গরুতে একঘাটে জল খাবে। ২০২৬-এর বিধানসভায় তৃণমূল-সিপিএম-কংগ্রেস একজোট হয়ে লড়লে অবাক হব না', বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 'সিপিএম-কংগ্রেস ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে। তৃণমূলের সঙ্গে ছদ্মবেশে লড়াই করছে সিপিএম-কংগ্রেস', মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের।
ভোট গণনাকে কেন্দ্র করে ভাঙড়ের কাঁঠালিয়ায় একদিনে ৩ জনের প্রাণহানির ২ দিন পর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। সঙ্গে কাশীপুর থানার পুলিশ। গোটা এলাকা শুনশান। গতকাল থেকেই কাশীপুর ও ভাঙড় থানা এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে। গতকালের পর আজও কাঁঠালিয়া বাজারে দোকানপাট বন্ধ। রাস্তায় লোকজন কম। আতঙ্কে ঘর থেকেই বেরোতে চাইছেন না স্থানীয় বাসিন্দারা।
৩ মৃত্যুর পর আজ সকালে থমথমে ভাঙড়। মোতায়েন প্রচুর কেন্দ্রীয় বাহিনী। দোকানপাট বন্ধ।
হাওড়ার সাঁকরাইলের ১৫টি বুথে ফের নির্বাচন হবে। ফের ভোট হবে সিঙ্গুরের একটি বুথেও। বিজ্ঞপ্তি জারি করে জানাল রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, সাঁকরাইলের ওই ১৫টি বুথে ভোট দেওয়া ব্যালট পেপার ছিনতাই করা হয়। ফলে ওই বুথগুলিতে ভোট গণনার কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ফলে ওই ১৫টি বুথে ফের নির্বাচন হবে। এর আগে ভোট গণনার দিন সাঁকরাইলে তৃণমূল বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে ব্যালট লুঠের অভিযোগ ওঠে।
'পশ্চিমবঙ্গের সব উন্নয়ন কলকাতা-কেন্দ্রিক। উত্তরবঙ্গকে বঞ্চনার জেরেই বঙ্গভঙ্গের দাবি। রাজ্যে কোনও নির্বাচনই হয়নি, সবটাই প্রহসন। লোকসভা ভোটে মানুষ জবাব দেবে। ভাঙড়ে পুলিশ-প্রশাসন বলে কিছু নেই। এখানে অপরাধীদের দেখে পুলিশ ভয় পায়', বললেন সুকান্ত মজুমদার।
দুপুরে বিজয় মিছিল, সন্ধেয় পরাজিত নির্দল প্রার্থী ও তাঁর সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের ইটাহারের সুরুন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডামডোলিয়া গ্রামের ঘটনা। দু’পক্ষের সংঘর্ষে ১০ জন জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্দলদের দাবি, ভোটে জিতেই তাদের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ চালায় তৃণমূল প্রার্থী মুজাহিদ আলম ও তাঁর অনুগামীরা। পাল্টা শাসকদলের দাবি, হারের জ্বালা মেটাতে নির্দলরাই হামলা চালায়। একে অন্যের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে।
নদিয়ার করিমপুর ১ নম্বর ব্লকের নন্দলালপুর শিশুশিক্ষা কেন্দ্রের ১৩৪ নম্বর বুথের রিজার্ভ প্রিসাইডিং অফিসারের মৃত্যু। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, ভোটের দিন ওই বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবি করেন হাঁসপুকুরিয়া বিদ্যাপীঠের সহকারি শিক্ষক ও রিজার্ভ প্রিসাইডিং অফিসার রেবতীমোহন বিশ্বাস। অভিযোগ, বিডিও ভয় দেখিয়ে নিরাপত্তা ছাড়াই তাঁকে ভোট কেন্দ্রে পাঠান। এরপর ভোট শুরুর আগেই বুথের মধ্যেই সেরিব্রাল অ্যাটাক হয় ওই ভোট কর্মীর। কল্যাণীতে হাসপাতালে ভর্তি করা হলে, গতকাল তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুর দায় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে নিতে হবে বলে দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও পরিবারের একজনের চাকরিরও দাবি জানিয়েছে তারা।
প্রথমে মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি, এরপর ভোটের ফল ঘোষণা হতেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পরাজিত আইএসএফ প্রার্থীর বাড়ি, দোকান ভাঙচুর, বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ৪ আইএসএফ কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। পরাজিত আইএসএফ প্রার্থী মুসাফার মণ্ডলের অভিযোগ, তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য কামরুজ্জামান মণ্ডলের নেতৃত্বেই হামলা চলে। অভিযুক্ত তৃণমূল সদস্যের পাল্টা দাবি, হেরে গিয়ে মিথ্যা অভিযোগ করছেন আইএসএফ প্রার্থী।
স
কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখার অভিযোগ তুলেছিল বিরোধীরা। ভোটপর্ব মিটতেই রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিএসএফের স্পেশাল ডিজি। সূত্রের খবর, ভোটে কীভাবে ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে, রাজ্যপালকে তা নিয়ে রিপোর্ট দেবেন তিনি।
এর আগে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্পর্শকাতর বুথের তালিকা না দেওয়ার অভিযোগ তুলেছিল বিএসএফ। ভোট পরবর্তী হিংসা রুখতে কী ভূমিকা হবে কেন্দ্রীয় বাহিনীর? সেই বিষয়েও রাজ্যপালের কাছে রিপোর্ট দেবেন বিএসএফের স্পেশাল ডিজি, খবর সূত্রের।
রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কেন এমন পরিস্থিতি তৈরি হল রাজ্যে, যাতে বারবার ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাংলায় আসতে হচ্ছে? প্রশ্ন দিলীপ ঘোষের।
একুশের ভোট-পরবর্তী হিংসায় বিজেপি নেতার খুনের প্রত্যক্ষদর্শী ও মামলার অন্যতম প্রধান সাক্ষীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বাঁচাতে গিয়ে আক্রান্ত আরও এক বিজেপি কর্মী। ২০২১-এর বিধানসভা ভোট-পরবর্তী হিংসায় বারাসাতের নবপল্লিতে খুন হন বিজেপি নেতা মহম্মদ আলি। অভিযোগ, সেই মামলার অন্যতম প্রধান সাক্ষী বিজেপি কর্মী খালেদ আলিকে গতকাল রাস্তায় আটকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন জামিনে মুক্ত তৃণমূল কর্মী রাকিবুল ইসলাম। তাঁর সঙ্গীকেও কোপানো হয়। গুরুতর জখম দুই বিজেপি কর্মী হাসপাতালে ভর্তি।
উত্তর ২৪ পরগনার আমডাঙার বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নাকি আইএসএফ জিতেছে, তা নিয়ে তৈরি হল ধোঁয়াশা। তৃণমূল প্রার্থীকে দলের লোকেরাই অপহরণ করেছে বলে অভিযোগ করে তাঁর পরিবার। যদিও ২০ ঘণ্টা নিখোঁজ থাকার পর, ফিরে এসে তৃণমূল প্রার্থীর দাবি, তিনি অপহৃত হননি। ৩৬ ভোটে জেতার পর, আইএসএফের চাপে বন্ধুর বাড়িতে আশ্রয়
নিয়েছিলেন।
পঞ্চায়েত ভোট-সন্ত্রাসের খতিয়ান নিতে গতকাল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, হাসনাবাদের পর আজ দক্ষিণ ২৪ পরগনায় যাবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে ৫ বিজেপি সাংসদের প্রথমে রাজভবনে যাওয়ার কথা। রাজ্যপালের সঙ্গে দেখা করেন তাঁরা রওনা দেবেন দক্ষিণ ২৪ পরগনার উদ্দেশে। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রথমে যাবে বাসন্তীতে। এরপর কুলতলি ও ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে ভোট-সন্ত্রাসের শিকার পরিবারগুলির সঙ্গে কথা বলবেন এই টিমের সদস্যরা। সন্ধেয় শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চড়ে কোচবিহার রওনা হবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
প্রিসাইডিং অফিসারের মৃত্যু, বিস্ফোরক অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের। তাদের দাবি, নদিয়ার করিমপুর ১ নম্বর ব্লকের রিজার্ভ প্রিসাইডিং অফিসারের মৃত্যু। ভোটের দিন সেরিব্রাল অ্যাটাক, গতকাল মৃত্যু প্রিসাইডিং অফিসার রেবতীমোহন বিশ্বাসের। নিরাপত্তাহীনতার কারণেই মৃত্যু প্রিসাইডিং অফিসারের, অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের। নিরাপত্তা ছাড়াই ভোটকেন্দ্রে পাঠানোর অভিযোগ বিডিও-র বিরুদ্ধে। বুথের মধ্যেই সেরিব্রাল অ্যাটাক হয় ওই ভোট কর্মীর। মৃত্যুর দায় নিতে হবে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে, দাবি সংগ্রামী যৌথ মঞ্চে।
ভবানীপুরের যদুবাবুর বাজারের সামনে অফিস টাইমে যানজট। কলকাতা পুরসভার জলের পাইপ ফেটে যায়। গতকাল থেকেই শুরু হয়েছে পাইপ মেরামতির কাজ। সেই কারণে অফিস টাইমে দক্ষিণমুখী আশুতোষ মুখার্জি রোডে প্রবল যানজট। ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি।
হুগলির জাঙ্গিপাড়ায় ২ নম্বর রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের পরাজিত বিজেপি প্রার্থী সৌরেন পালের বাড়িতে হামলা, বাধা দিতে যাওয়ায় প্রতিবেশীকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
কয়লাকাণ্ডে মলয় ঘটককে ফের তলব করল ইডি। চলতি মাসের তৃতীয় সপ্তাহে আইন ও শ্রমমন্ত্রীকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের দাবি, এই নিয়ে মলয় ঘটককে ১০ বার নোটিস পাঠাল ইডি। একবারই ED’র সামনে হাজিরা দিয়েছেন মলয় ঘটক। এবার এজেন্সির তলবে মলয় ঘটক হাজিরা দেন কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
চব্বিশের লোকসভা ভোটের আগে গ্রাম বাংলার একচ্ছত্র রাশ রইল তৃণমূলের হাতেই। সব জেলা পরিষদেই নিরঙকুশ শাসকদল। তৃণমূলের দখলে ৩০০-র বেশি পঞ্চায়েত সমিতি, ২,৬০০-র বেশি গ্রাম পঞ্চায়েত।
গত ১ মাস ধরে রাজ্যে ভোট সন্ত্রাসে মৃত্যুমিছিল। ৩৫ দিনে রাজ্যে মৃত্যু হল ৪৭ জনের। এর মধ্যে যেমন বিরোধী দলের কর্মীরা রয়েছেন, রয়েছেন তৃণমূলের কর্মীরাও। ভোটগণনার দ্বিতীয় দিনেও মৃত্যু হল ৫ জনের।
প্রেক্ষাপট
মনোনয়ন পর্ব থেকে শুরু, রাজ্যে ৩৫দিনে ভোটের বলি ৪৭ (Panchayat Elections 2023)। সাগরদিঘিতে আক্রান্ত কংগ্রেস কর্মীর মৃত্যু। জোড়া খুন মালদায়। রতুয়ায় কংগ্রেস, চাঁচলে খুন তৃণমূল কর্মী (TMC)।
ভোট-হিংসায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্য, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerje)। তাঁর দাবি, ১৯ জনের মৃত্যু হয়েছে। ওটা তৃণমূলের তৈরি তালিকা বলে পাল্টা কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
ভোট শেষেও ভয়ে ভাঙড়। গণনা কেন্দ্রের সামনেই বোমাবাজি, গুলি। মৃত্যু ২ আইএসএফ কর্মীর। মৃত্যু ১ গ্রামবাসীরও। গুলিবিদ্ধ বারুইপুর অ্যাডিশনাল এসপি হেড কোয়ার্টার। আহত দেহরক্ষীও।
গণনাপর্বেও ভয়ঙ্কর ভাঙড়ে মৃত্যু। তদন্তে সিআইডি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কী করে এই ঘটনা ঘটল, উঠছে প্রশ্ন।
ভাঙড়-তদন্তে সিআইডি
পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস। রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। হিঙ্গলগঞ্জে আক্রান্ত পরিবারের সঙ্গে কথা। ওটা বিজেপির প্রোটেকশন টিম, পাল্টা মুখ্যমন্ত্রী।
পঞ্চায়েত ভোটে মৃত্যুমিছিল। এবার সরব শোভনদেব। বললেন, "আমার ভাল লাগছে না। জোর করে জিতে কী লাভ?" যদিও কুণালের বক্তব্য, "এগুলো বিজেপি করছে।"
ভোট শেষেও বিরামহীন অশান্তি। রানাঘাটের রামনগরে নির্দল প্রার্থীর বাড়িতে গুলি চালানোর অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরে পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা।
রক্তঝরা পঞ্চায়েত নির্বাচন। ফল ঘোষণার পরেও অশান্তি, রাজ্য নিরাপত্তা না দিতে পারলে উদ্বেগের। মন্তব্য হাইকোর্টের। কমিশনের ভূমিকায় তীব্র অসন্তোষ।
পঞ্চায়েতে সবুজ ঝড়, ২০টি জেলা পরিষদই তৃণমূলের। তিন স্তরে তৃণমূলের প্রাপ্ত ভোট ৫১ শতাংশ। বহু পিছনে বিরোধীরা। বিজেপি ২৩, বাম ১৩, কংগ্রেসের প্রাপ্তি ৬ শতাংশ।
কালনার পর কাটোয়া। তৃণমূলে যোগ দিলেন আরও ৩ জয়ী সিপিএম প্রার্থী। বিজেপির টিকিটে জিতেই শাসক দলে বাঁকুড়ার ১ প্রার্থী।
পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ আপাতত হাইকোর্টের হাতে। শুভেনদুর মামলায় পর্যবেক্ষণ আদালতের। কীসের ভিত্তিতে পুনর্নির্বাচনের বুথের সংখ্য়া নির্ধারণ? প্রশ্ন হাইকোর্টের।
কীভাবে বাইরে ব্যালট? কৈফিয়ত চেয়ে আজ জাঙ্গিপাড়ার পঞ্চায়েত রিটার্নিং অফিসারকে সশরীরে এজলাসে তলব বিচারপতি অমৃতা সিন্হার। আনতে হবে গণনাকেন্দ্রের সব সিসিটিভি ফুটেজ।
ভোট মিটতেই কয়লাকাণ্ডে মলয় ঘটককে ফের তলব ইডি-র। চলতি মাসের তৃতীয় সপ্তাহে দিল্লিতে হাজিরার নির্দেশ। আগে দু'বার ডাকলেও ভোটে ব্যস্ত বলে যাননি আইনমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -