West Bengal News Live Updates:মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব

WB News Live: সব জেলার, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 08 Jun 2023 11:57 PM
West Bengal News:স্কুলে এবং পুরসভায় নিয়োগ দুর্নীতি কি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? বৃহস্পতিবার পুর-নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এই প্রশ্ন করেন হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী

স্কুলে এবং পুরসভায় নিয়োগ দুর্নীতি কি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? বৃহস্পতিবার পুর-নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এই প্রশ্ন করেন হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। সোমবার, ফের এই মামলার শুনানি হবে। তদন্ত কে করবে, CBI নাকি পুলিশ? তা ওই দিন জানা যেতে পারে।

West Bengal News Live:২০২২-এর ২৩ জুনের পর ২০২৩-এর ৮ জুন। ১ বছরের মাথায় দ্বিতীয়বার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করল ইডি

২০২২-এর ২৩ জুনের পর ২০২৩-এর ৮ জুন। ১ বছরের মাথায় দ্বিতীয়বার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করল ইডি। কয়লা পাচার মামলায় এদিন তাঁকে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।  

West Bengal News:স্কুলে এবং পুরসভায় নিয়োগ দুর্নীতি কি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? বৃহস্পতিবার পুর-নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এই প্রশ্ন করেন হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী

স্কুলে এবং পুরসভায় নিয়োগ দুর্নীতি কি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? বৃহস্পতিবার পুর-নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এই প্রশ্ন করেন হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। সোমবার, ফের এই মামলার শুনানি হবে। তদন্ত কে করবে, CBI নাকি পুলিশ? তা ওই দিন জানা যেতে পারে।

West Bengal News Live:'কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিধানসভা ভোট করেও হেরেছে বিজেপি। 'পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির এত ভয় কীসের?', কটাক্ষ অভিষেকের

'কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিধানসভা ভোট করেও হেরেছে বিজেপি। 'পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির এত ভয় কীসের?', কটাক্ষ অভিষেকের।

West Bengal News:কয়লা পাচার মামলায় দ্বিতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করল ইডি

কয়লা পাচার মামলায় দ্বিতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করল ইডি। সূত্রের খবর, শুধুমাত্র ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নয়, নতুন আর্থিক লেনদেনকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ইডি দফতরে ঢোকার সময় গাড়ির কাচ তোলা থাকলেও, বেরোনোর সময় অভিষেক পত্নীর গাড়ির কাচ নামানো ছিল। সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর না দিলেও, হাসিমুখে নমস্কার করেন তিনি। 

West Bengal News Live: 'কারও বাবার চাকর নই, ডাকলেই যেতে হবে নাকি!', নিয়োগ দুর্নীতিতে ইডির নোটিস নিয়ে পাল্টা আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়

 'কারও বাবার চাকর নই, ডাকলেই যেতে হবে নাকি!', নিয়োগ দুর্নীতিতে ইডির নোটিস নিয়ে পাল্টা আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়

West Bengal News:সর্বদলীয় বৈঠক না ডেকে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা না করায়, ক্ষোভ উগরে দিয়েছে বিরোধীরা।

৮ জুলাই রাজ্যে এক দফাতেই হবে পঞ্চায়েত ভোট। ঘোষণা করলেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা। কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে মনোনয়ন পর্ব। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন। তবে সর্বদলীয় বৈঠক না ডেকে ভোটের দিন ঘোষণা না করায়, ক্ষোভ উগরে দিয়েছে বিরোধীরা।

West Bengal News Live:মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব

মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেককে ইডির নোটিস । 

West Bengal News:পুলিশ, না কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট?  রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত, জানাল কমিশন

পুলিশ, না কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট?  রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত, জানাল কমিশন। ইঙ্গিতপূর্ণভাবে পুলিশেই ভরসা রাজ্য নির্বাচন কমিশনের

West Bengal News Live:'৫দিনে ৭৪ হাজার মনোনয়ন! শুরু হয়ে গেল রিগিং', পঞ্চায়েতে ভোটের মনোনয়নের সময় নিয়ে আক্রমণে অমিত মালব্য

'৫দিনে ৭৪ হাজার মনোনয়ন! শুরু হয়ে গেল রিগিং। বিরোধীদের মনোনয়নের পেশ না করার জন্য চেষ্টা। কেন ভোট দেখাতে চাইছেন, ফল ঘোষণা করলেই তো হয়!', পঞ্চায়েতে ভোটের মনোনয়নের সময় নিয়ে আক্রমণে অমিত মালব্য। 

West Bengal News:'সর্বদলীয় বৈঠক না ডেকেই ভোট ঘোষণা, বাংলায় গণতন্ত্রের হত্যা', ট্যুইটে আক্রমণ শুভেন্দু অধিকারীর 

'সর্বদলীয় বৈঠক না ডেকেই ভোট ঘোষণা, বাংলায় গণতন্ত্রের হত্যা', ট্যুইটে আক্রমণ শুভেন্দু অধিকারীর 

West Bengal News Live:রাজ্য পুলিশ না কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট? রাজ্য পুলিশের উপরেই আস্থা রাখা উচিত: কমিশন 

রাজ্য পুলিশ না কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট? রাজ্য পুলিশের উপরেই আস্থা রাখা উচিত: কমিশন 

West Bengal News:৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। এবারও একদফাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। এবারও একদফাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট । কাল থেকে মনোনয়ন শুরু, শেষদিন ১৫ জুন। ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। রাজ্য পুলিশ না কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট?

West Bengal News Live:সাড়ে ৪ ঘণ্টা পেরিয়ে বেরোলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়

সাড়ে ৪ ঘণ্টা পেরিয়ে বেরোলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়

West Bengal News:১ মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা। ৮ জুলাই পঞ্চায়েত ভোট করা যায় কিনা, আলোচনা শুরু, বলছে সূত্র

১ মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা। ৮ জুলাই পঞ্চায়েত ভোট করা যায় কিনা, আলোচনা শুরু, বলছে সূত্র ।

Malda News: কয়লা পাচার মামলায় সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়

কয়লা পাচার মামলায় সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। আজ হাজিরা দিতে বেলা ১২.০৫ নাগাদ রওনা হন রুজিরা। বেলা ১২.৩১ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকে অভিষেক-পত্নীর গাড়ি।

Rujira Banerjee: দুবাই পালিয়ে যাচ্ছিলেন না তো রুজিরা? প্রশ্ন লকেটের

কয়লা পাচার মামলায় সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়।  ইডি সূত্রে খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির অফিস থেকে দুই আধিকারিক এসেছেন। দুবাই যাচ্ছিলেন কেন রুজিরা, পালানোর জন্য নয় তো? প্রশ্ন লকেট চট্টোপাধ্যায়ের। 

Malda News: নিম্নমানের কাজে প্রতিবাদ, ঠিকাদারের হুমকির মুখে খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্য

নিম্নমানের কাজের প্রতিবাদ করায়, ঠিকাদারের হুমকির মুখে খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্য। এমনই অভিযোগ উঠল মালদার কালিয়াচকের জালালপুর গ্রাম পঞ্চায়েতে। কাটমানি নিয়ে গন্ডগোল, কটাক্ষ করেছে বিজেপি। দুর্নীতি হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। বিডিও-কে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। 

Calcutta High Court: 'এবার কি CBI দিলে খুশি হবেন'? রাজ্যকে তিরস্কার হাইকোর্টের

কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের তদন্তে রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। প্রশ্ন, "এবার কি CBI তদন্তের নির্দেশ দিলে খুশি হবেন?" রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে এই প্রশ্ন করেন ক্ষুব্ধ বিচারপতি। 

Suvendu Adhikari: নন্দীগ্রামে মিছিল করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী

এবার নন্দীগ্রামে মিছিল করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। আবেদন মঞ্জুর করেন বিচারপতি রাজাশেখর 
মান্থা। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা। ১৬ জুন নন্দীগ্রামে বিধায়ক কার্যালয় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল করতে চান বিরোধী দলনেতা। তারপর সভা। বিজেপির অভিযোগ, আবেদন জানানো হলেও প্রশাসনের সাড়া মেলেনি। তাই মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন জানান শুভেন্দু।


 

Darjeeling News: নকশালবাড়িতে বিষাক্ত ফল খেয়ে ফেলায় অসুস্থ ২০ কিশোর

খেলতে গিয়ে বিষাক্ত ফল খেয়ে ফেলায় অসুস্থ হয়ে পড়ল ২০ জন কিশোর। দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকার ঘটনা। বড় মণিরামজোত এলাকায় অচেনা ফল দেখে খেয়ে ফেলে ১৫-১৭ বছরের কয়েকজন কিশোর। বাড়িতে ফিরে বমি ও পেটে ব্যথা শুরু হয়। নকশালবাড়ি হাসপাতালে ভর্তি ২০ জন কিশোর। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। 


 

Birbhum News: কয়েকশো কোটি টাকার দুর্নীতি, অনুব্রত- ঘনিষ্ঠ ভোলার বিরুদ্ধে অভিযোগ

ভোট না করিয়ে অবৈধভাবে ১৪ বছর ছিলেন সমবায়ের সম্পাদকের পদে। দুর্নীতি করেছেন কয়েকশো কোটি টাকার।  অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ভোলা মিত্ররর বিরুদ্ধে উঠল এমনই চাঞ্চল্যকর অভিযোগ। জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন সমবায়ের সদস্যরা। অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন ব্লক সভাপতি।

Rujira Banerjee: সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন রুজিরা, কয়লাপাচার মামলায় তলব

সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে পৌঁছলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লাপাচার মামলায় তলব করেছিল ED। 

Rujira Banerjee: বাড়ি থেকে রওনা রুজিরা, সিজিও কমপ্লেক্স যাচ্ছেন

রুজিরাকে ইডি-র তলব। কলকাতায় পৌঁছলেন ইডি-র ২ আধিকারিক। বাড়ি থেকে রওনা রুজিরার। সিজিও কমপ্লেক্সে কড়া নিরাপত্তা।

SSC Case: সুজয়কৃষ্ণ ভদ্রর রুটিন স্বাস্থ্য পরীক্ষা জোকার ইএসআই হাসপাতালে

নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ ফের কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর রুটিন স্বাস্থ্য পরীক্ষা জোকার ইএসআই হাসপাতালে। সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়া হল জোকার ইএসআইতে। ইডি-র দাবি, সুজয়কৃষ্ণর সঙ্গে বেশ কয়েকটি কোম্পানির প্রত্যক্ষ ও পরোক্ষ যোগ মিলেছে। এছাড়া, ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যেগুলি কালীঘাটের কাকু, তাঁর আত্মীয়-পরিজন ও ঘনিষ্ঠদের। এই সমস্ত অ্য়াকাউন্টগুলির মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে মনে করছেন ইডি-র তদন্তকারীরা। গত ৩০ মে, টানা জিজ্ঞাসাবাদের পর, গ্রেফতার হন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ। ১৪ জুন ফের তাঁকে আদালতে পেশ করার কথা। 


 

Dilip Ghosh: ডাকাডাকি অনেক হল, এবার গ্রেফতারির খবর করতে হবে, রুজিরাকে নিয়ে দিলীপ

ডাকাডাকির খবর অনেক হল, এবার গ্রেফতারির খবর করতে হবে। রুজিরাকে ইডি-র তলব প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।

Rujira Banerjee: রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে এসেছেন ইডি-র ৩ আধিকারিক

কয়লা পাচার মামলায় আজ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা অভিষেক-পত্নীর। অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ পাতার প্রশ্নমালা নিয়ে তৈরি ইডি। রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে এসেছেন ইডি-র ৩ আধিকারিক।

Cattle Smuggling Case: বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে সিবিআই, তিনি অনুব্রতর মেয়ের সংস্থার ডিরেক্টর

বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে সিবিআই। এর আগেও গরু পাচার মামলায় জেরা করে সিবিআই। অনুব্রতর মেয়ের ২ টি কোম্পানিতে ডিরেক্টর বিদ্যুৎবরণ গায়েন।

Madan Mitra: কোথায় যাচ্ছেন তৃণমূলকে আগে না জানালে, রাস্তায় আটকে যেতে পারেন, ED-CBI-কে হুঁশিয়ারি মদনের

কোথায় যাচ্ছেন তৃণমূলকে আগে না জানালে, রাস্তায় আটকে যেতে পারেন। এমন সভা হবে, ট্রাফিক ক্লিয়ারেন্স পাবে না ইডি, সিবিআই। বরানগরের টবিন রোডে তৃণমূলের নবজোয়ার যাত্রার প্রস্তুতি সভা থেকে রাজ্যে দুর্নীতির তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সিকে এভাবেই হুঁশিয়ারি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। 

Malda news: মালদার গাজোলের পাওয়ার হাউস এলাকায় অগ্নিকাণ্ড

মালদার গাজোলের পাওয়ার হাউস এলাকায় অগ্নিকাণ্ড। ৬টি দোকান পুড়ে ছাই। গতকাল রাত ১১টা নাগাদ প্রথমে কাঠের দোকানে আগুন লাগে। সেখান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি দোকানে। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকায় জলের সমস্যা থাকায়, আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। শেষপর্যন্ত জলের ট্যাঙ্কার এনে পরিস্থিতি সামাল দেওয়া হয়। 


 

Coal Case: চূড়ান্ত রাজনৈতিক প্রতিহিংসা, রুজিরাকে তলব করায় বললেন শান্তনু

কয়লাপাচার মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব। তৃণমূল সাংসদ শান্তনু সেন বললেন, "চূড়ান্ত রাজনৈতিক প্রতিহিংসা। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বিমানবন্দরে আটকানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার জনপ্লাবনে পরিণত হয়ে বিজেপিকে ভাসিয়ে নিয়ে চলে যাওয়ায় হিংস্রভাবে আক্রমণ করা হচ্ছে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি।" 

Rujira Banerjee: আজ রুজিরাকে তলব করেছে ইডি, সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা

কয়লা পাচার মামলায় আজ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা অভিষেক-পত্নীর। সোমবার দুবাই যাওয়ার পথে, কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। সূত্রের খবর, অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে জানান, ইডি-র মামলায় লুক আউট সার্কুলার জারি থাকায় বিদেশ যেতে পারবেন না রুজিরা। এরপর বিমানবন্দরেই অভিষেক-পত্নীকে হাজিরার নোটিস ধরায় ইডি। আজ হাজিরা দিলে এই নিয়ে দু’বার ইডি-র মুখোমুখি হবেন রুজিরা।


 

Adivasi Protests: আজ বাংলা বনধে শামিল ২৫ আদিবাসী সংগঠনের যৌথ মঞ্চ

সি আর আই রিপোর্টের পরিবর্তন ঘটিয়ে আদিবাসী নন এমন মানুষদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার! এই দাবি করে আজ বাংলা বনধে শামিল হল ২৫টি আদিবাসী সংগঠনের মিলিত মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশান। 

Municipa; Recruitment Scam: অয়ন শীলের অফিস থেকে অন্তত ৬০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি!

একটা-দুটো নয়, ইডি সূত্রে দাবি, অয়ন শীলের অফিস থেকে অন্তত ৬০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়। অফিসের ড্রয়ার থেকে উদ্ধার হয় ৪০০টি OMR শিট। এই প্রেক্ষাপটে, পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ম্যারাথন অভিযান চালাল সিবিআই।

WB Live News Updates: অয়ন শীলের অফিস থেকে পাওয়া নথিতে পুরসভাতেও নিয়োগ দুর্নীতির ইঙ্গিত!

এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের হদিশ পাওয়া। শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছিল ইডি। আর তা করতে গিয়েই গ্রেফতার করা হয়, সেই সময়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে। অয়ন শীলের অফিস থেকে পাওয়া নথিতে পুরসভাতেও নিয়োগ দুর্নীতির ইঙ্গিত পান তদন্তকারীরা।

প্রেক্ষাপট

কলকাতা: বিমানবন্দরেই বাধার পরে কয়লাকাণ্ডে (Coal Case) আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) ইডি-র (ED) তলব। এত এজেন্সি লাগিয়েও আটকাতে পারেনি নবজোয়ার যাত্রা, হুঙ্কার অভিষেকের। 


পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ (Municipal Recruitment Scam)। ১৪টি পুরসভা-সহ ২০ জায়গায় একযোগে সিবিআইয়ের (CBI) ১০০ অফিসারের তল্লাশি। নগরোন্নয়ন দফতরেও অভিযান।


পুর-নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের ম্যারাথন অভিযান। গ্রুপ বি, সি, ডির সাড়ে ৩ হাজার নথি বাজেয়াপ্ত। ৭ বান্ডিল ফাইল এল নিজাম প্যালেসে। 


দিনভর সিবিআই অভিযান, চক্রান্তের তত্ত্ব মমতার (Mamata Banerjee)। বললেন, "রেল দুর্ঘটনার তদন্ত না করে সকাল থেকে সিবিআইকে কলকাতায় পাঠিয়ে দিয়েছে, ১৪-১৬টি পুরসভায় ঢুকে গেছে। এবার কি বাথরুমে ঢুকবে?"


করমণ্ডলকাণ্ড থেকে নজর ঘোরাতে সিবিআই তল্লাশির অভিযোগ মমতার, জবাব সুকান্তর। বললেন, "সোনা বাথরুমে লুকিয়ে রাখতে দরকার পড়লে সিবিআই বাথরুমেও ঢুকবে।"


বালেশ্বর বিপর্যয়ে এখনও রাজ্যের ৪০জনের বেশি নিখোঁজ। সিবিআই নিয়ে ফের সন্দেহ মুখ্যমন্ত্রীর। ধামাচাপা দেওয়ার অভিযোগ। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য। 


বগটুইয়ের পর বালেশ্বর। সাহায্যের নামে তহবিল ছিনতাইয়ের অভিযোগ শুভেন্দুর। কোন তহবিল থেকে সাহায্য, জানাতে বাধ্য নয় রাজ্য, পাল্টা সৌগত। 


চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার দুঃস্বপ্ন। ৫দিন পরে অভিশপ্ত বাহানাগা পেরোল করমণ্ডল। কাকতালীয়ভাবে একইসময়ে এল যশবন্তপুর এক্সপ্রেসও। 


৬ বছরের চাকরিতেই ৩৬ লক্ষ টাকার গয়না! সায়গলের স্ত্রীর টাকার উৎস নিয়ে বিস্মিত খোদ বিচারক। জামিন চেয়ে আসানসোল কোর্টে আবেদন কেষ্টর। 


কংগ্রেসের টিকিটে জেতার ৩ মাসেই দলবদল। তৃণমূল আসার রহস্য ফাঁস করলেন সাগরদিঘির বিধায়ক। বললেন, "শাসক দলে এলে কিছু তো সুবিধে হয়...।" 


রাজ্য-রাজ্যপাল টানাপোড়েনের ইতি। প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিন্হাতেই রাজভবনের সিলমোহর। দায়িত্ব নিয়ে বললেন, "রাজ্য সরকার যা বলবে ইলেকশন সেই মতো হবে, যেরকম নিয়ম আছে, সেই অনুযায়ী হবে।"


সোনারপুরের পর এবার কলকাতা পুলিশের অন্তর্গত লেদার কমপ্লেক্স থানা এলাকাতেই বালি মাফিয়াদের রমরমা কারবার। 


কয়লাপাচারকাণ্ডে আজ ইডি দফতরে অভিষেকের স্ত্রী রুজিরার হাজিরা। পুর-নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে প্রচুর নথি। হাইকোর্টে আজ রাজ্যের আর্জির শুনানি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.