West Bengal News Live Updates : মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন
West Bengal Live News : সব জেলার, সব খবর এক ক্লিকে।
কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ (Kaliaganj Minor Incident) করে খুনের অভিযোগের মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে (Division Bench) গেল রাজ্য সরকার।
মুর্শিদাবাদে (Murshidabad) তৃণমূলের (TMC) হাতেই রক্ত ঝরল তৃণমূলের। হাতাহাতিতে জড়ালেন ভরতপুরের (Bharatpur) তৃণমূল বিধায়ক ও ভরতপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতির অনুগামীরা।
ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে ( Bhupatinagar Blast Case) FIR দায়ের করে তদন্ত শুরু করল NIA। গত বছর ডিসেম্বরে, কাঁথিতে (Contai) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC MP Abhishek Banerjee) সভার আগের রাতে ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়! মৃত্যু হয় তৃণমূলের বুথ সভাপতি (TMC Booth President) ও দলের ২ কর্মীর। যা নিয়ে চলছে রাজনৈতিক তরজা।
পঞ্চায়েতে মনোনয়নের প্রথম দিনই বিরোধীশূন্য করার হুঁশিয়ারি দেন মদন মিত্র । কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, 'ভয় পাচ্ছি, মানুষ না ১০০ শতাংশ করে দেয়। ১০০ শতাংশ করে দিলে তো ভোটই বাতিল হয়ে যাবে'। আর এবার মদন মিত্রের মন্তব্যের পাল্টা নিশানা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের । এদিন সুকান্ত বলেন, 'সন্ধেবেলায় বললে সিরিয়াসলি নেবেন না।' কিন্তু কেন ? কারণ বোঝালেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার এদিন বলেন, 'সন্ধেবেলায় বললে সিরিয়াসলি নেবেন না। উনি ওই সময় ওষুধ খেয়ে থাকেন।' তৃণমূলকে 'নিকৃষ্ট' বলেও আক্রমণ সুকান্তর।
পঞ্চায়েতের মনোনয়নের প্রথম দিনই খুন। মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন।
কুণাল ঘোষ বলেন, 'শুভেন্দু অধিকারী এবং অধীর চৌধুরী, এদের আঁতাঁতটা ক্রমশ সামনাসামনি চলে আসছে। এদের হাল একদম একরকম।লোক নেই, প্রার্থী নেই। নের্তৃত্বকে কেউ মানে না।অথচ তাঁদের নেতা সাজতে হবে। জুলাই মাসে তো ভোটটা হওয়ার কথাই , ন্যাকাষষ্ঠী নাকি ! আমি রাজনীতি করি, আমি পঞ্চায়েত ভোট করব, আমি জানি না..মুখ রক্ষার জন্য এরা জটিলতা তৈরি করবেই।'
সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। পূর্ব বর্ধমানের বনপাশ স্টেশনে ঢোকার মুখে ভাঙল প্যান্টোগ্রাফ। সন্ধে ৬ থেকে রেল গেট আটকে দাঁড়িয়ে হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। রেল যাত্রীদের পাশাপাশি দুর্ভোগ সড়ক পথের যাত্রীদেরও। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা, জানাল রেল ।
শ্মশান টেন্ডার দুর্নীতিতে নিজাম প্যালেসে হাজিরা কাঁথি পুরসভার ৭ কর্মীর। সিবিআই-এর (CBI) তলবে হাজিরা দিলেন কাঁথি পুরসভার ৭ কর্মী। এরমধ্যে আছেন পুরসভার চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীও। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এই ঘটনায় প্রথমে সিআইডি দায়িত্ব নিলেও পরে আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় সিবিআই।
আজ থেকেই শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া। মনোনয়ন পর্বের প্রথম দিনেই দিকে দিকে অশান্তি। দলীয় প্রার্থী মনোনয়ন না পেতেই এদিন রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি সাংসদের। বাঁকুড়ার ইন্দাসের রাস্তায় বসে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)।
'ভয় পাচ্ছি, মানুষ না ১০০ শতাংশ করে দেয় ! ১০০ শতাংশ করে দিলে তো ভোটই বাতিল হয়ে যাবে' পঞ্চায়েতে মনোনয়নের প্রথম দিনই বিরোধীশূন্য করার হুঁশিয়ারি মদনের।
কোচবিহারের তুফানগঞ্জেও মনোনয়নপর্বের প্রথম দিনে উত্তেজনা। মনোনয়নের ফর্ম না পাওয়ায় বিক্ষোভ বিজেপির।
তীব্র গরমের মধ্যেই স্বস্তির বৃষ্টি কলকাতায়। কলকাতার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দুপুরেই নামল আঁধার, মুষলধারে বৃষ্টি, ঝড়।
৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট, ১১ জুলাই গণনা। এবারও একদফাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট। আর এবার পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) নির্ঘণ্ট ঘোষণা হতেই সাটুই-র জনসভায় তোপ দাগলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, '২০ হাজার লোক টাকা দিয়ে চাকরি পায়নি। নেতারা প্রচারে এলে, কলার চেপে ধরুন।'
কোচবিহারের মেখলিগঞ্জে দম্পতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেখলিগঞ্জের রানীরহাট এলাকায় ওই দম্পতির বাড়ি। শুক্রবার সকালে পরিবারের লোকজনেরা তাদের ডাকাডাকি করলে কোনও সাড়া শব্দ না পেয়ে দরজা খোলে। এরপর ঘরের মেঝেতে দম্পতিকে মৃত অবস্থায় পড়ে দেখতে পারেন তাঁরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে মেখলিগঞ্জ থানার পুলিশ।
মালদার বৈষ্ণবনগরে স্বর্ণ ব্য়বসায়ীর বাড়িতে বোমাবাজি। গতকাল গভীর রাতে বাড়ির ছাদ লক্ষ্য় বোমা ছোড়া হয়। প্রথমে বিকট শব্দ, তারপর আগুন জ্বলে ওঠে বলে দাবি। কী কারণে এই হামলা, ধন্দে ব্য়বসায়ীর পরিবার। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্তে বৈষ্ণবনগর থানার পুলিশ।
কোচবিহারের মেখলিগঞ্জে দম্পতির রহস্য়মৃত্যু। ঘরের মেঝেয় পড়েছিল রাজকুমার হরিজন ও তাঁর স্ত্রী মঞ্জু হরিজনের মৃতদেহ। আত্মহত্য়া? না মৃত্য়ুর নেপথ্য়ে অন্য় কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ।
অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীর। '২০২১-এ খোকাবাবু দিল্লিতে গিয়ে সব তথ্য উগরে দিয়ে এসেছেন, সেই তথ্য থেকে দিদির দলের একের পর এক নেতা গ্রেফতার হয়েছে', চাঞ্চল্যকর দাবি অধীররঞ্জন চৌধুরীর।
মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়, প্রাথমিক পর্যবেক্ষণে জানাল আদালত । রাজ্য নির্বাচন কমিশনকে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, মন্তব্য আদালতের । শুরু থেকে শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে, নির্দেশ আদালতের।
'রাজ্য প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে'। এই বিষয়ে রাজ্য আগামী সোমবার তাদের সিদ্ধান্ত জানাবে, নির্দেশ আদালতের। পঞ্চায়েত মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। 'মনোনয়ন পেশের সময়সীমা নিয়ে নিজেদের অবস্থান জানাবে রাজ্য নির্বাচন কমিশন'। নির্বাচন বন্ধ করার জন্য এই মামলাগুলি দায়ের হয়নি, পর্যবেক্ষণে জানাল আদালত। শান্তিপূর্ণ ভোট যাতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, মন্তব্য আদালতের। শান্তিপূর্ণ ভোটের লক্ষ্য নিয়ে কমিশনকে এগোতে হবে, মন্তব্য আদালতের।
নির্বাচনে সিভিক ভলান্টিয়ার দের কাজে লাগানোর বিষয়ে সম্ভবত আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। সেটাও কমিশনকে মাথায় রাখতে হবে, মন্তব্য আদালতের।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র সঙ্গে জুড়ল আরও ৩ কোম্পানির নাম। ইডি সূত্রে খবর, জেরায় নতুন তিনটি সংস্থার কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত পাওয়া সংস্থাগুলির মাধ্য়মে ২০ থেকে ২২ কোটি টাকা লেনদেন হয়েছিল বলে ইডি সূত্রে দাবি। এই বিপুল অঙ্কের টাকা কোথা থেকে এসেছিল? লেনদেনের কারণ কী? খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। তদন্তকারীদের অনুমান, নিয়োগদুর্নীতির কালো টাকা এই সংস্থাগুলির মাধ্য়মে সাদা করার চেষ্টা করা হয়েছে।
নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে সিজিও কমপ্লেক্সে হাজিরা সুজয়কৃষ্ণ ঘনিষ্ঠ রাহুল বেরার। ইডি-র তলবে হাজিরা বিষ্ণুপুর থানার সিভিক ভলান্টিয়ার রাহুল বেরার। সুজয়কৃষ্ণ ভদ্রের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে রাহুল বেরাকে, খবর সূত্রের। ইডি-র দাবি সুজয়কৃষ্ণের হয়ে কাজ করতেন রাহুল বেরা। সুজয়কৃষ্ণই তাঁকে ফোন থেকে নিয়োগসংক্রান্ত নথি ডিলিট করতে বলেন বলে ইডি-র দাবি।
মনোনয়নের প্রথম দিনেই মুর্শিদাবাদের সালারে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ । ভরতপুরের সালারে মনোনয়ন নিয়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। ব্লক সভাপতির অনুগামীদের মারধরের অভিযোগ বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে । পাল্টা ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ বিধায়ক অনুগামীদের। দু-পক্ষের সংঘর্ষে আহত ৮ ।
পঞ্চায়েত ভোট ঘোষণা নিয়ে রাজ্যকে কড়া আক্রমণ অধীর চৌধুরীর, প্রদেশ সভাপতি সাংবাদিক সম্মেলনে বলেন-
'যেভাবে পঞ্চায়েত ভোট ঘোষণা হল, তাতে সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট'
'প্রথম রাউন্ডেই বিরোধীদের পরাজিত করার চেষ্টা'
'১৫ তারিখের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে, কেন দুপুর ৩টের মধ্যে জমা দিতে হবে?'
'কেন রাত পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে না'
'নমিনেশনের সময় কমিয়ে সঙ্কট তৈরি করল তৃণমূল কংগ্রেস'
'মনোনয়ন জমা দিতে বিরোধীদের সময় লাগে'
'ভোট পরিচালিত হবে খোকাবাবুর অফিস থেকে'
'নির্বাচনে কংগ্রেস অংশ নিতে চায়, ভোটে অংশ নেওয়ার জন্য সময় দরকার'
'রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে চলছেন রাজ্য নির্বাচন কমিশনার'
মনোনয়নের জন্য় ১০ জন করে CRPF দিতে হবে। বাংলায় কেউ নেই যে বুক ফুলিয়ে বলবে, আমি বিজেপি প্রার্থী হওয়ার জন্য় মনোনয়ন দিতে এসেছি। বাড়ির ভিতর গর্তে লুকিয়ে থাকবে সিপিএম-কংগ্রেসের হাত ধরে। বিরোধীদের হুঁশিয়ারি মদন মিত্রের। পাশাপাশি, কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, এবারেও পঞ্চায়েত ভোটে রাজ্য়ে ৯৮ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে তৃণমূল। বাড়ির বাইরে পা ফেলতে পারবেন না শুভেন্দু অধিকারী।
মনোনয়ন জমা দেওয়ার জন্য় বাঁকুড়া ২ নম্বর ব্লকে লম্বা লাইন বিজেপি প্রার্থীদের! বিজেপির মণ্ডল সভাপতি মনোনয়ন জমা দিতে নিয়ে গিয়েছেন ৭ টি অঞ্চলের প্রার্থীদের
আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানাতে চলেছেন তিনি। মনোনয়নপত্র যাতে অনলাইনে পেশ করা যায়, সেই বন্দোবস্ত করুক রাজ্য নির্বাচন কমিশন, আর্জি মামলায়। বিডিও বা এসডিও-র কাছে মনোনয়নপত্র পেশ করতে সমস্যা হলে কমিশন বা জেলা বিচারকের কাছে পেশ করার যেন সুযোগ মেলে, আর্জি মামলায়। আজই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চাইবেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।
হুগলির গোঘাটের কামারপুকুরে পথ দুর্ঘটনা। ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ। পরে একটি মোটর বাইক ও ইঞ্জিন ভ্য়ানে ধাক্কা। দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ৪০ জন। তাঁদের মধ্য়ে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ভর্তি করা হয়েছে আরামবাগ হাসপাতালে। বাসটি অত্য়ন্ত দ্রুত গতিতে চলছিল বলে দাবি যাত্রীদের।
পঞ্চায়েত ভোটের আগে, মালদায় অস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার গঙ্গা নদীর ঘাট এলাকায় তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ৩টে আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ। গ্রেফতার করা হয়েছে মেহবুব আলম নামে ঝাড়খণ্ডের বাসিন্দা এক যুবককে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিক্রির উদ্দেশেই ঝাড়খণ্ড থেকে রাজ্য়ে আনা হয়েছিল অস্ত্রগুলি।
মাঝে বেশ খানিকটা অপেক্ষা করানোর পর শেষমেশ দেশে হাজির হয়েছে বর্ষা (Monsoon in India)। এবার তা বঙ্গে এল বলে। ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। কিন্তু একইসঙ্গে নিচের দিকের জেলায় তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত। কিন্তু স্বস্তির খবর এই যে, তাপপ্রবাহের মাঝেই রবিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।
আগেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর দাবি তুলেছিলেন ডিএ আন্দোলনকারীরা। এবার সাফ জানালেন, কেন্দ্রীয় বাহিনী ছাড়া পঞ্চায়েত ভোট নয়। আজ দুপুরে রাজ্য় নির্বাচন কমিশনের অফিসে ফের ডেপুটেশন দেবে সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের বক্তব্য়, ভোটকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছেন তাঁরা।
সর্বদলীয় বৈঠক না ডেকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা করায়, তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে লিখেছেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যা করা হল। এই প্রথমবার সর্বদলীয় বৈঠক না ডেকেই, ব্লক, জেলা ও রাজ্য স্তরে একতরফাভাবে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হল। প্রতিবাদ করেছেন বিজেপির অন্যান্য নেতারা। প্রতিবাদ এসেছে বামেদের তরফেও। অভিযোগ উড়িয়েছে তৃণমূল।
বিরোেধীরা প্রশ্ন তুলছেন, এত হাজার হাজার আসন, এত প্রার্থী, তার মনোনয়ের জন্য পর্যাপ্ত সময় কোথায় দেওয়া হল? বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য় ট্য়ুইট করে বলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নির্দেশে বিকেল সাড়ে ৫টার সময় রাজ্য় নির্বাচন কমিশন ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করল। মনোনয়ন জমা দেওয়া শুরু হবে ৯ জুন অর্থাৎ শুক্রবার থেকে। আর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। অর্থাৎ প্রায় ৭৪ হাজার মনোনয়ন দাখিলের জন্য় সময় মাত্র ৫ দিন! রিগিং শুরু হয়ে গেল। অন্য়ান্য় রাজনৈতিক দলগুলো যাতে বাদ থেকে যায়, সেজন্য়ই মনোনয়ন জমা দেওয়ার জন্য় এই অল্প সময়। মমতা বন্দ্য়োপাধ্য়ায় কেন নির্বাচন করানোর ছল করছেন? সরাসরি ফল ঘোষণা করে দিলেই পারেন।
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। রবিবার বাদ দিয়ে, আজ থেকে ১৫ই জুন পর্যন্ত রোজ মনোনয়ন জমা করা যাবে। সকাল ১১ থেকে দুপুর ৩টে পর্যন্ত জমা করা যাবে মনোনয়নপত্র। এত অল্প সময়ে কী করে মনোনয়ন জমা সম্ভব? এই প্রশ্ন তুলছে বিরোধীরা।
২০১৮-র মতো এবারও, এক দফাতেই রাজ্য়ে পঞ্চায়েত ভোট। কিন্তু, এবারও কি পঞ্চায়েত ভোট হবে পুলিশ দিয়েই? সরাসরি সেই প্রশ্নের উত্তর না দিলেও, ইঙ্গিতপূর্ণভাবে পুলিশে আস্থা রাখার কথা শোনা গেছে নতুন কমিশনারের মুখে। যদিও, পুলিশ দিয়ে কি শান্তিপূর্ণ ভোট সম্ভব কিনা, সেই প্রশ্ন তুলছে বিরোধীরা। অনলাইনে মনোনয়ন নিয়েও বৃহস্পতিবার কিছু বলেননি রাজীব সিন্হা।
OMR শিট নিয়ে এবার এসএসসির কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। কীভাবে ওএমআর শিটে কারচুপি হয়েছিল? রিপোর্ট জমা দিতে নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অন্যদিকে, তদন্তে অগ্রগতির রিপোর্ট চাওয়া হল সিবিআইয়ের থেকে।
প্রেক্ষাপট
পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেল। আঠারোর মতো এবারও এক দফাতেই গ্রাম বাংলার ভোট। ৮ জুলাই নির্বাচন। এগারোয় গণনা।
পুলিশ, না কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট? রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত বলেও, ইঙ্গিতপূর্ণভাবে পুলিশেই ভরসা রাখার কথা শোনা গেল রাজ্য নির্বাচন কমিশনারের মুখে।
রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপি-কংগ্রেস-বামেদের। একুশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেও তো হেরেছেন, পাল্টা তৃণমূল।
সর্বদল না ডেকেই একতরফা ঘোষণা, কারও প্রাণ গেলে দায় মুখ্যমন্ত্রী এবং কমিশনারের, আক্রমণে শুভেন্দু অধিকারী।
আজ থেকেই শুরু মনোনয়ন। চলবে ১৫ জুন পর্যন্ত। করা যাবে অনলাইনে? রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত, ধোঁয়াশা বজায় রেখে জানাল কমিশন।
বিধানসভার আগে 'দিদিকে বলো'। এবার পঞ্চায়েতের আগে 'সরাসরি মুখ্যমন্ত্রী'। সমস্যার সমাধানে দেওয়া হল ফোন নম্বর।
সিবিআইয়ের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব ইডির। ১৪জুন পর্যন্ত হেফাজতে কালীঘাটের কাকু। ১৩ তারিখ অভিষেককে সিজিওয় হাজিরার নির্দেশ।
কারও বাবার চাকর নই, যতবার ডাকবে, ততবার যেতে হবে নাকি? হাজিরার নোটিস নিয়ে ইডিকে পাল্টা আক্রমণে অভিষেক। নবজোয়ার যাত্রার পরে যাওয়ার হুঙ্কার।
কয়লাপাচারকাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরাকে ইডির জিজ্ঞাসাবাদ। সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন ৪ ঘণ্টা পরে। ৩ পাতার প্রশ্নে সাড়ে ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ।
অভিষেকের নবজোয়ারের সময়ই কেন রুজিরাকে তলব? ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্ন তৃণমূলের। দুবাই পালাতে যাচ্ছিলেন না তো? পাল্টা প্রশ্ন লকেটের।
গরু পাচার মামলায় কেষ্ট ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই। বোলপুরে বিদ্যুৎবরণ গায়েনকে জিজ্ঞাসাবাদ। সুকন্যার গাড়িচালককেও জিজ্ঞাসাবাদ।
কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর তদন্তে রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের। কেন সিটকে সাহায্য করছে না পুলিশ? সিবিআই দিলে খুশি হবেন? মন্তব্য বিচারপতি মান্থার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -