West Bengal News Live Updates: কর্ণাটক জয়ের পর বঙ্গেও বিজয়োল্লাস কংগ্রেসের, উচ্ছ্বাসে মাতল বামেরাও
WB News Live: সব জেলার, সব খবর এক ক্লিকে।
তৃণমূলের শিক্ষক সংগঠনের সাংগঠনিক রদবদল। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি এবং কার্যকরী সভাপতির নাম তৃণমূল ভবন থেকে ঘোষণা করলেন ব্রাত্য বসু ও মানস ভুঁইয়া। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হলেন সৌমেন রায়, কার্যকরী সভাপতি পলাশ সাধুখাঁ। তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হলেন প্রীতম কুমার হালদার এবং কার্যকরী সভাপতি হলেন বিজন সরকার। এছাড়াও পার্শ্বশিক্ষক, এসএসকে, এমএসকে ও কন্ট্রাকচুয়াল শিক্ষক-শিক্ষিকাদের সংগঠনের সভাপতি হিসাবে মইদুল ইসলাম এবং কার্যকরী সভাপতি হিসাবে রমিউল ইসলামের নাম ঘোষণা করা হল।
অপসারিত আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
উপাচার্য সাধন চক্রবর্তীকে সরিয়ে দিলেন আচার্য সিভি আনন্দ বোস
ফেব্রুয়ারির শেষে ৩ মাসের জন্য অস্থায়ী উপাচার্য হিসেবে নিযুক্ত করেছিলেন রাজ্যপাল
রাজভবনের কথা জানিয়ে রেজিস্ট্রার মেল করে জানালেন উপাচার্যকে
উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ওঠার পরেই পদক্ষেপ ---
এব্যাপারে এখনও পর্যন্ত উপাচার্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি
ফের অনুপ মাঝি ওরফে লালাকে বিকাশ মিশ্রের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করল সিবিআই
কর্ণাটকে কংগ্রেসের জয়, কলকাতায় উচ্ছ্বাস। মিষ্টিমুখ করে আবীর খেলায় মাতলেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।
কর্ণাটক জয়ের পর বঙ্গেও বিজয়োল্লাস কংগ্রেসের। উচ্ছ্বাসে মাতল বামেরাও। সুজন চক্রবর্তীর নেতৃত্বে মুকুন্দপুরে মিছিল করল সিপিএম।
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে সিপিএম কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত তিনজন সিপিএম কর্মী। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে বামেরা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
সাঁতরাগাছি স্টেশনে ফুটব্রিজের জরুরি কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা। দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের সাঁতরাগাছি স্টেশনে এই কাজ হবে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল।
'২৪-এর ভোটের আগে কর্ণাটকে বড় জয় কংগ্রেসের। বিজেপিকে আক্রমণ করেও কংগ্রেসের নাম মুখে আনলেন না মমতা। কুমারস্বামীর প্রশংসা, রাহুলের নাম না এনে বিজেপিকে আক্রমণে মমতা।
কয়লা পাচারের টাকা কোথায় কোথায় পৌঁছেছে? প্রভাবশালীদের লিঙ্ক খুঁজতে আজ ফের অনুপ মাঝি ওরফে লালাকে বিকাশ মিশ্রের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করল সিবিআই।
চব্বিশের ভোটের আগে বড় ধাক্কা বিজেপির, কংগ্রেসের হাতেই কর্ণাটক। শিলিগুড়ি থেকে দুর্গাপুর। মুর্শিদাবাদ থেকে পুরুলিয়া। জেলায় জেলায় কংগ্রেসের সেলিব্রেশন।
‘জোটের বিরোধিতা করেছেন মমতা, বলেছেন তাঁরা তাঁদের মতো চলবেন। আগামী দিনে নির্বাচিত হতে চাইলে তৃণমূল সাংসদদের কংগ্রেসে আসতে হবে’, দাবি অধীর চৌধুরীর।
'ডবল ইঞ্জিনের সরকার এখন ট্রাবল ইঞ্জিন সরকার', কর্ণাটকে বিজেপির হারের পরে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
‘হাতে’র মুঠোয় কর্ণাটক, তৃণমূলকে নিশানা অধীরের। ‘দিদি বলেছিলেন রাহুলকে দিয়ে কিছু হবে না। তৃণমূল এখন আঞ্চলিক দল, আমরা গ্রামীণ দল করে দেব। আগামী দিনে তৃণমূল উঠে যাবে। হয় কংগ্রেস নয় বিজেপি, মাঝে কিছু নেই।’
‘ঔদ্ধত্য, অহংকার, এজেন্সি-রাজনীতির বিরুদ্ধে মানুষ জবাব দিয়েছে। লোকসভা ভোটের আগে বিজেপির শেষের শুরু’, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বিজেপিকে আক্রমণ করেও কংগ্রেসের নাম মুখে আনলেন না মমতা । কুমারস্বামীর প্রশংসা, রাহুলের নাম না এনে বিজেপিকে আক্রমণে মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সলমন খান
'পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ায় কর্ণাটকের জনগণকে কুর্নিশ', কর্ণাটকে বিজেপির ভরাডুবির পর ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ঠাকুমা ও নাতি খুনের ঘটনার নেপথ্যে পরিচিত কেউ। তদন্তে নেমে তেমনই অনুমান পুলিশের। কিন্তু জিঞ্জিরাবাজার তদন্তকেন্দ্রের পাশেই দিনেদুপুরে কীভাবে ঘটল জোড়া খুনের ঘটনা? কেন কেউ কিছু টের পেলেন না? উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামে ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের কোন্দল। দুর্নীতির প্রতিবাদ করায় দাউদপুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই হুমকি দেওয়ার অভিযোগ তুললেন দলেরই পঞ্চায়েত সদস্য। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। সিবিআই হেফাজতে রয়েছেন
CISF-এর ইন্সপেক্টর আনন্দকুমার সিং, ECL-এর প্রাক্তন ডিরেক্টর
সুুনীলকুমার ঝা এবং বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র। কয়লা কারবারের আসল মাথা কে? তা জানতে এই তিনজনের মুখোমুখি বসিয়ে অনুপ মাজি ওরফে লালাকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।
সন্দেহজনক গাড়ির ভিতর মিলল টাকা গোনার যন্ত্র, বেশ কয়েকটি মোবাইল ফোন, প্যান কার্ড, এটিএম কার্ড ও আই কার্ড। যা নিয়ে রহস্য ঘনাল। সোদপুরের অমরাবতীতে পুরসভার উদ্যোগে চলছে পানিহাটি এক্সপো। স্থানীয় সূত্রে খবর, মেলার মঞ্চের পিছনে, ভিআইপি গেটের কাছে গাড়ি রাখা ছিল। কয়েকদিন ধরে একই জায়গায় গাড়ি দাঁড় করিয়ে রাখায় সন্দেহ হয়। গাড়ির মালিক কে, কেনই বা ওখানে গাড়ি রাখা হয়েছিল, খতিয়ে দেখছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা শাখা।
নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তলবে নিজাম প্যালেসে হাজিরা দিলেন মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থপ্রতিম রায়। নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আগেই গ্রেফতার করেছে সিবিআই। সূত্রের খবর, কল্যাণময়ের কাছে জানতে চাওয়া হয়, নিয়োগের পিছনে কারা কারা ছিল, আধিকারিকদের ভূমিকাই বা কী ছিল, দুর্নীতি চক্র কীভাবে চলত। সেই সমস্ত বয়ান খতিয়ে দেখেই এবার মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
পঞ্চায়েত ভোটের আগে বারুদের স্তূপে বীরভূম। এবার সিউড়ির বাঁশঝোড় গ্রামে ক্যানালের পাড় থেকে উদ্ধার হল ৩টি প্লাস্টিকের জার ভর্তি বোমা। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে গ্রামে হানা দেয় সিউড়ি থানার পুলিশ। ক্যানালের পাড়ে ঝোপের মধ্যে থেকে তাজা বোমা উদ্ধার হয়। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে। এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ।
নো ভোট টু বিজেপি স্লোগান কাজ করছে। বিজেপি বিরোধীরা যেখানে শক্তিশালী, তাদের সামনে রেখে বিকল্প জোট। এই ফর্মুলার প্রাসঙ্গিকতা প্রমাণিত হচ্ছে। কর্ণাটক বিধানসভার ভোট গণনা চলাকালীন তাৎপর্যপূর্ণ ট্যুইট কুণাল ঘোষের।
"আইএসএফ-কে দোষ দেব না। আমাদের কিছু ভিখারি নেতা আছে।যারা ঘরের জন্য, রাস্তার জন্য ৫-১০ হাজার করে টাকা চায়। ৫ টাকা গরিব মানুষের কাছ থেকে নিলে, দল থেকে বের করে দেওয়া হবে", পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ের ফুলবাড়িতে দলীয় কর্মীদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক সওকত মোল্লা। গতকালের ওই সভায় সওকতের বক্তব্যকে সমর্থন জানান তাঁর একদা বিরোধী বলে পরিচিত তৃণমূল নেতা কাইজার মোল্লা। আপাদমস্তক দুর্নীতিতে জড়িত দল স্বচ্ছতার কথা বলছে, কটাক্ষ বিরোধীদের।
আজ কর্নাটক যা ভাবছে, কাল তা ভাববে ভারত। কর্নাটক বিধানসভা ভোটের প্রাথমিক ফলাফল সামনে আসার পর, ইঙ্গিতপূর্ণ ট্যুইট অর্থনীতিবিদ কৌশিক বসুর।
আজ কর্নাটক যা ভাবছে, কাল তা ভাববে ভারত। কর্নাটক বিধানসভা ভোটের প্রাথমিক ফলাফল সামনে আসার পর, ইঙ্গিতপূর্ণ ট্যুইট অর্থনীতিবিদ কৌশিক বসুর।
হাইকোর্টের গতকালের নির্দেশের পর, এবার পুর-নিয়োগ দুর্নীতি মামলায় FIR দায়ের করল ইডি। ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০ বি, ৪৬৭ নম্বর ধারা ছাড়াও, দুর্নীতিদমন আইনের ৭, ৮, ১২, ১৩ এবং আর্থিক তছরুপের ৩ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। ইডি সূত্রে খবর, অয়ন শীল, তাঁর সংস্থা ABS ইনফ্রোজোন প্রাইভেট লিমিটেড ও অন্যান্যদের নামে FIR দায়ের হয়েছে। এর আগে পুর-নিয়োগ দুর্নীতি মামলায় FIR দায়ের করে সিবিআই। অয়ন শীলকে জেলে গিয়ে জেরা করার জন্য গতকাল আদালতে আবেদন জানায় তারা। আবেদন মঞ্জুর হওয়ায়, ২-৩ দিনের মধ্যে অয়নকে জেরা করার সম্ভাবনা সিবিআইয়ের।
ঘূর্ণিঝড় মোকার হাত থেকে সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করতে মাইকিং সুন্দরবন কোস্টাল থানার পুলিশের।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের আমতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় সুন্দরবন কোস্টাল থানার উদ্যোগে নদীর উপকূলবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করতে মাইকিং করা হল। সুন্দরবনের নদীতে সতর্ক মূলক প্রচার করা হয়। গোসাবায় নদী তীরবর্তী এলাকার মানুষজনকে ঘূর্ণিঝড় মোকার প্রভাব নিয়ে সচেতন করল NDRF।
অতি গভীর নিম্নচাপ গতকাল সকালেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মোকা-য়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে তা এগোচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। ঘূর্ণিঝড়ের সতর্কতায় দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, গোসাবা, কুলতলিতে পৌঁছে গেছে NDRF-এর ২৫ জনের একটি দল। বৃহস্পতিবার সমুদ্র ও নদীর উপকূলবর্তী এলাকায় মকড্রিল করেন কর্মীরা। জলোচ্ছ্বাসে, কোথাও নদী বাঁধ ভেঙে গেলে, গ্রামে জল ঢুকতে শুরু করলে, সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে তৈরি থাকবে এই টিম। ইতিমধ্যে জেলা, মহকুমা ও ব্লকস্তরে কন্ট্রোলরুম খোলা হয়েছে। গোসাবার বিডিও জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় সমস্ত রকম ভাবে তৈরি রয়েছে স্থানীয় প্রশাসন। সুন্দরবনের প্রত্য়ন্ত এলাকায় মজুত করা হয়েছে শুকনো খাবার। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্য়জীবীদের। গভীর সমুদ্রে থাকা ট্রলারগুলিকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
নন্দীগ্রামের দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারকে আর্থিক সাহায্য় দেওয়া নিয়েও, তৃণমূল-বিজেপির মধ্য়ে বাধল টানাপোড়েন। শুক্রবার নন্দীগ্রামে উপস্থিত থেকে, ফিরহাদ হাকিম বোঝানোর চেষ্টা করেন, এই আর্থিক সাহায্য় দিচ্ছে রাজ্য় সরকার। যদিও, মৃতদের বাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, আর্থিক সাহায্য়ে কেন্দ্র-রাজ্য় দুই সরকারের ভাগ রয়েছে।
'বাংলার পরিস্থিতি খুব উদ্বেগজনক, রসাতলে আইনশৃঙ্খলা', দিল্লির অনুষ্ঠান থেকে তৃণমূলকে তীব্র আক্রমণে জেপি নাড্ডা। 'ডায়মন্ড হারবারে যাওয়ার পথে আমার কনভয়ে হামলা হয়েছিল। যদি এটা আমার ক্ষেত্রে হতে পারে, তাহলে সাধারণ মানুষের কী হবে?', নাড্ডার মুখে দমদমে বিজেপি কর্মী খুনের প্রসঙ্গ-ও। বাংলায় সন্ত্রাসের নতুন পদ্ধতি নিয়েছে তৃণমূল, আক্রমণে নাড্ডা।
প্রেক্ষাপট
১। প্রাথমিকে শিক্ষক নিয়োগে বেনিয়ম (Primary Recruitment), জোর ধাক্কা রাজ্যের। ৩৬ হাজার প্রশিক্ষণহীনের চাকরি বাতিল, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly)।
২। পণ্যের মতো চাকরি বিক্রি পার্থ-মানিক ও মিডলম্যানদের। এটা সামাজিক অপরাধ। এই পর্যায়ের দুর্নীতি পশ্চিমবঙ্গে আগে হয়নি। চাকরি বাতিলের নির্দেশনামায় উল্লেখ বিচারপতির (Calcutta High Court)।
৩। প্রাথমিকে নিয়োগে ৩ মাসে নতুন প্যানেল। অংশ নিতে পারবেন শুধুমাত্র ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী টেট উত্তীর্ণরা। জানাল হাইকোর্ট।
৪। প্রাথমিকে ৩৬ হাজার প্রশিক্ষণহীনের চাকরি বাতিল, বেনজির নির্দেশ হাইকোর্টের। ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত পর্ষদের। বক্তব্য, "আমরা চ্যালেঞ্জ জানাব, সবাইকে নিয়ম মেনে প্রশিক্ষণ।"
৫। ২০১৬-র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অ্য়াপ্টিটিউড টেস্টে ব্যাপক গরমিল। ভিডিওগ্রাফি করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। নির্দেশ হাইকোর্টের।
৬। ২০১৬-র প্রাথমিক শিক্ষায় বেআইনি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল লোকাল ক্লাবের মতো। সরকার চাইলে নতুন নিয়োগ প্রক্রিয়া মানিকের টাকায় করতে পারে। মন্তব্য হাইকোর্টের।
৭। বেঞ্চ বদলালেও মিলল না স্বস্তি, পুর-নিয়োগে দুর্নীতি মামলাতেও সিবিআই তদন্ত বহাল। দ্রুত অপরাধীদের ধরতে সাহায্য করা উচিত রাজ্যের, মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার।
৮। শিক্ষা থেকে পুর-নিয়োগে দুর্নীতি-বেনিয়ম, আদালতে পরপর ধাক্কা রাজ্যের। হাকিম বদলেও, রক্ষাকবচ পেলেন না অভিষেক। দ্য কেরালা স্টোরি ব্যান, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য।
৯। পুরসভায় নিয়োগ দুর্নীতিতেও সিবিআই তদন্ত বহাল। প্রেসিডেন্সি জেলে গিয়ে অয়ন শীলকে জেরা করতে পারবে সিবিআই, জানিয়ে দিল আলিপুরের বিশেষ কোর্ট।
১০। বজায় রইল অস্বস্তি! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ পুনর্বিবেচনার আর্জি মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিলেন না বিচারপতি অমৃতা সিন্হা। সোমবার শুনানি।
১১। শুভেন্দুর সভায় না পুলিশের, হ্যাঁ আদালতের। বাঁকুড়ার সিমলাপালে সভায় অনুমতি দিল হাইকোর্ট। ১৪ মে পটাশপুরে বিজেপির মিছিল নিয়েও হাইকোর্টে ধাক্কা রাজ্যের। মিলল অনুমতি।
১২। অভিষেকের কর্মসূচিতে অবরুদ্ধ হয় ১২ নম্বর জাতীয় সড়ক। উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে ৭২ ঘণ্টা বিচ্ছিন্ন ছিল যোগাযোগ। অনুমতি নিলে, প্রকাশ করুন। পুলিশকে নিশানা শুভেন্দুর।
৯। বাংলায় নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি, সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার। অন্য জায়গায় শান্তিতে চলছে, এখানে হবে না কেন? দেখার সুযোগ দিন, মন্তব্য প্রধান বিচারপতির।
১০। আমার উপরে হামলা হলে, বাকিদের কী অবস্থা? দিল্লিতেও নাড্ডার মুখে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিজেপি শাসিত রাজ্যে কী হচ্ছে? পাল্টা তৃণমূল।
১১। আদালতে পেশের আগে নাম না করে অভিষেক স্তুতি কুন্তল ঘোষের। কটাক্ষ বিরোধীদের।
১২। প্রতারণার অভিযোগে কুন্তলের সঙ্গে চার্লস শোভরাজের তুলনা তাপসের!
১৩। বাড়ল সুকন্যার তিহাড়-মেয়াদ। ১২ জুলাই পর্যন্ত কেষ্ট-কন্যার জেল হেফাজত। অনুব্রত হিসাবরক্ষক মণীশ কোঠারিরও ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজত।
১৪। কয়লা পাচারকাণ্ডে জামিনে থাকা বিকাশ মিশ্রের সিবিআই হেফাজত। কোর্ট থেকেই হেফাজতে পাঠানোর নির্দেশ। সিআইএসএফ ইন্সপেক্টর-সহ ২জনেরও জামিনের আর্জি খারিজ।
১৫। গোয়েন্দাগিরি করছে রাজ্য সরকার। লুকিয়ে ছবি তুলেছে পুলিশ। কালিয়াচকে গিয়ে অভিযোগ এনসিপিসিআর চেয়ারপার্সনের। রাজনীতি করছে কমিশন, পাল্টা তৃণমূল।
১৬। আজ ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে সলমন-শো। রাতেই শহরে ভাইজান। অনুষ্ঠানের আগে যাবেন মমতার কালীঘাটের বাড়িতে। এলেন সোনাক্ষী, জ্যাকলিন, পুজা হেগড়েও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -