West Bengal News Live Updates: তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে গোপন ব্যালটে ভোটাভুটিতেও ছাপ্পার অভিযোগ

WB News Live: সব জেলার, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 14 May 2023 11:51 PM
West Bengal News Live:বর্ধমান শহরের রায়ানের সভায় কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

'মানুষ চেয়ার পেতে বসে আছে যাতে তৃণমূল কংগ্রেস এসে বসে। আমাদের কয়েকজন নেতার দুর্ব্যবহারের জন্য কিছু লোক তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়েছে', বর্ধমান শহরের রায়ানের সভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

West Bengal Live Update:ফের কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোড়া মৃত্যু

ফের কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোড়া মৃত্যু। জামাইকে বাঁচাতে গিয়ে একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হন শাশুড়ি। মাকে বাঁচাতে গিয়ে রক্ষা পাননি মেয়ে। 

West Bengal News Live:তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে গোপন ব্যালটে ভোটাভুটিতেও উঠল ছাপ্পার অভিযোগ

তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে গোপন ব্যালটে ভোটাভুটিতেও উঠল ছাপ্পার অভিযোগ। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের তৃণমূল সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন ব্লক সভাপতি। বালি খাদানের মালিককে নেতা সাজিয়ে ভোটদানের অভিযোগ পর্যন্ত উঠেছে। যদিও অনিয়মের অভিযোগ খারিজ করেছেন ব্লক তৃণমূল সভাপতি!

West Bengal Live Update:'কর্ণাটকে সিপিএম গিয়ে শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ ভোট পেল, লড়ে গোহারা হেরেছে। কাদের ভোট কাটতে গিয়েছিল সিপিএম?', প্রশ্ন কুণাল ঘোষের

'কর্ণাটকে সিপিএম গিয়ে শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ ভোট পেল, লড়ে গোহারা হেরেছে। তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করে এবার জবাব দিক, কাদের ভোট কাটতে গিয়েছিল সিপিএম?', প্রশ্ন কুণাল ঘোষের

West Bengal News Live:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক যুবকের কথোপকথনের ভিডিও ট্যুইট করে এমনটাই লেখা হল তৃণমূলের ট্যুইটার হ্যান্ডলে।

সমর্থক যে দলেরই হোক না কেন, সমস্যার সমাধান হবেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক যুবকের কথোপকথনের ভিডিও ট্যুইট করে এমনটাই লেখা হল তৃণমূলের ট্যুইটার হ্যান্ডলে।

West Bengal Live Update:কড়েয়ায় জল নেওয়া নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে 'খুন' যুবক!

কড়েয়ায় জল নেওয়া নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে 'খুন' যুবক!

West Bengal News Live:২০১৬-র প্রাথমিকে নিয়োগে, অ্য়াপ্টিটিউড টেস্ট নিয়ে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ উঠেছিল। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশনামাতেও বিষয়টি উঠে এসেছে

২০১৬-র প্রাথমিকে নিয়োগে, অ্য়াপ্টিটিউড টেস্ট নিয়ে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ উঠেছিল। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশনামাতেও বিষয়টি উঠে এসেছে।

West Bengal Live Update:রায়নায় জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়

রায়নায় জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাড়ায় পাড়ায় ঘুরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুনলেন এলাকাবাসীর অভাব-অভিযোগ। কেউ অভিযোগ করলেন রাস্তা নিয়ে, কেউ পানীয় জলের দাবিতে সরব হলেন। কেউ আবার অভিযোগ করলেন বার্ধক্য ভাতা নিয়ে। 

West Bengal News Live:কর্ণাটকের ফল নিয়ে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের, পাল্টা নিশানা শুভেন্দুর

কর্ণাটকের ফল নিয়ে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের, পাল্টা নিশানা শুভেন্দুর

West Bengal Live Update:কর্ণাটকে বিজেপি হারতেই অমিত শাহকে নিশানা করলেন অভিষেক

কর্ণাটকে বিজেপি হারতেই অমিত শাহকে নিশানা করলেন অভিষেক

West Bengal News Live:ফের কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল

ফের কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল। জামাইকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল মা ও মেয়ের। একবালপুরের ঘটনা। 

West Bengal Live Update:তৃণমূলের নবজোয়ারে পূর্ব বর্ধমানের রায়নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ

তৃণমূলের নবজোয়ারে পূর্ব বর্ধমানের রায়নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ। শুনলেন এলাকাবাসীর অভাব-অভিযোগ। কেউ অভিযোগ করলেন রাস্তা নিয়ে, কেউ পানীয় জলের দাবিতে সরব হলেন

West Bengal News Live:দুর্নীতি ইস্যুতে ফের দলকে কড়া বার্তা অভিষেকের

দুর্নীতি ইস্যুতে ফের দলকে কড়া বার্তা অভিষেকের। 'মহাসচিবকেও সাসপেন্ড করার আগে এই দল ২ বার ভাবেনি। মনোরঞ্জন পাত্র কার্যত দোষী সাব্যস্ত হওয়ার পরও সিপিএম মাথায় তুলে রেখেছে।'

West Bengal Live Update:আইসিএসই, আইএসসি-তে দুরন্ত পারফরম্যান্স বাংলার পড়ুয়াদের

আইসিএসই, আইএসসির ফলপ্রকাশ। আইসিএসইতে দেশে প্রথম স্থানাধিকারী ৯ জনের মধ্যে বাংলার সম্বিত মুখোপাধ্যায়। আইএসসিতে দেশে প্রথম স্থানাধিকারী ৫ জনের মধ্যে বাংলার ২ জন।

West Bengal News Live:বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভিনরাজ্যের ২ শ্রমিকের মৃত্যু ঘিরে বীরভূমের সদাইপুরে তুলকালাম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভিনরাজ্যের ২ শ্রমিকের মৃত্যু ঘিরে বীরভূমের সদাইপুরে তুলকালাম। দেহ উদ্ধারে গেলে পুলিশকে তাড়া গ্রামবাসীদের, পালিয়ে বাঁচলেন উর্দিধারীরা।

Jamuria News: জামুড়িয়ায় ফের বিজেপি কর্মীর দেহ উদ্ধার

জামুড়িয়ায় ফের বিজেপি কর্মীর দেহ উদ্ধার। গ্রাম থেকে প্রায় ২ কিমি দূরে উদ্ধার বিজেপি কর্মী অশোক চক্রবর্তীর দেহ। ঝোপের মধ্যে থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। বিভ্রান্ত করছে, তদন্ত হোক, পাল্টা তৃণমূল।

Primary TET: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের স্ক্যানারে কালীঘাটের কাকু

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের স্ক্যানারে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র ও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার। সম্প্রতি বেহালায় ২ জনের বাড়িতেই তল্লাশি চালায় সিবিআই। সূত্রের খবর, কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর একটি আই ফোন-সহ ২টি মোবাইল ফোন ও ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজার একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। ৩টি ফোনের তথ্য উদ্ধারের জন্য সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। মোবাইল ফোন থেকে কোনও তথ্য মোছা হয়েছে কি না, তা জানতে চায় সিবিআই।

Kolkata Electrocution Death: ফের কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল

ফের কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল। জামাইকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল মা ও মেয়ের। একবালপুরের ঘটনা। আহত জামাইকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সকাল ৭টা নাগাদ জিআই তারে ভেজা জামাকাপড় মেলতে যান ইজহার আখতার। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শাশুড়ি ও ইজহারের স্ত্রী। SSKM-এ নিয়ে গেলে মা ও মেয়েকে মৃত বলে ঘোষাণা করেন চিকিৎসকরা। CESC-র প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

Abhishek Banerjee: মহাসচিবকে সাসপেন্ড করেছে তৃণমূল, মনোরঞ্জন পাত্রকে মাথায় করে রেখেছে CPM, আক্রমণে অভিষেক

দুর্নীতি ইস্যুতে ফের দলকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বললেন, "মহাসচিবকেও সাসপেন্ড করার আগে এই দল দু'বার ভাবেনি। মনোরঞ্জন পাত্র কার্যত দোষী সাব্যস্ত হওয়ার পরও সিপিএম মাথায় তুলে রেখেছে। যাঁরা টাকা নিতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছে, বিজেপি তাঁদের বড় পদ দিয়েছে।
তৃণমূলে কেউ দুর্নীতিতে যুক্ত প্রমাণিত হলে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।" জামালপুরে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।


 

SSC Case: ফের রাজপথে মিছিল বঞ্চিত চাকরিপ্রার্থীদের

ফের রাজপথে মিছিল বঞ্চিত চাকরিপ্রার্থীদের। ২০১৬-র উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ে ডাক না পাওয়া চাকরিপ্রার্থীরা ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেছেন। কালো পোশাক পরে মিছিলে হাঁটছেন চাকরিপ্রার্থীরা। মিছিল শেষ হবে ধর্মতলার ওয়াই চ্যানেলে। প্রতিবাদ জানানোর পাশাপাশি আদালতের নির্দেশে বাতিল ৩৬ হাজার শিক্ষকের জায়গায় যোগ্য প্রার্থীদের চাকরি পাওয়ার লড়াইকে সমর্থন জানিয়েছেন তাঁরা। 


 

Birbhum News: বীরভূমের সদাইপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২

বীরভূমের সদাইপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২। ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে উত্তেজনা।

Purba Bardhaman News: অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে ফের প্রকাশ্যে শাসকদলের কোন্দল

কাউকে বুথ সভাপতি সাজিয়ে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। বালি খাদান মালিকদের নেতা সাজিয়েও চলেছে ভোট লুঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে পূর্ব বর্ধমানের জামালপুরে এই অভিযোগ ঘিরে ফের প্রকাশ্যে শাসকদলের কোন্দল। গতকাল জামালপুরে ৮টি ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্যে গোপন ব্যালটে ভোট নেওয়া হয়। প্রাক্তন ব্লক সভাপতির অভিযোগ, তাঁর ঘনিষ্ঠ পঞ্চায়েত স্তরের নেতা-নেত্রীদের ভোটই দিতে দেননি ব্লক সভাপতির অনুগামীরা। যদিও গোটা ভোট প্রক্রিয়া দলের নির্দেশে, নিয়ম মেনেই হয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। কোটি কোটি টাকা খরচ করে নবজোয়ার কর্মসূচিতে নতুন নাম দিয়ে তৃণমূলের নেতা, কর্মীদের ছাপ্পা ভোট দিতে শেখানো হচ্ছে, কটাক্ষ বিজেপির। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


কমল

Abhishek Banerjee: ২০২১-এ খুঁটি পুজো হয়েছে, ২০২৪-এ বিসর্জন হবে, বিজেপি-কে নিশানা অভিষেকের

কর্ণাটকে বিজেপি হারতেই অমিত শাহকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণে অভিষেক। ২০২১-এ খুঁটি পুজো হয়েছে, ২০২৪-এ বিসর্জন হবে বিজেপির। বাংলার দেখানো পথেই কর্ণাটকের মানুষ ভোট দিয়েছেন। বিজেপির শেষের শুরু হয়ে গেছে, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।


 

Damodar Erosion: বর্ষার আগেই ভাঙন রোধে দামোদরে শুরু হয়েছে নদী বাঁধ সংস্কারের কাজ

বর্ষার আগেই ভাঙন রোধে দামোদরে শুরু হয়েছে নদী বাঁধ সংস্কারের কাজ। বাঁধ সংস্কারের কৃতিত্ব কার, এই নিয়ে বাঁকুড়ার সোনামুখীতে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। গতকাল বাঁধ পরিদর্শনে যান সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। বিধায়কের দাবি, দামোদরের বাঁধের অবস্থা জানিয়ে বিধানসভায় দরবার করার জেরেই এই সংস্কার। তৃণমূল কাটমানি খেলে এই নিয়ে আন্দোলনে নামবেন বলেও আগাম হুঁশিয়ারি দিয়েছেন সোনামুখীর বিজেপি বিধায়ক। ডিভিসি কর্তৃপক্ষকে চাপ দিয়ে এই কাজ করিয়েছে তৃণমূল, পাল্টা দাবি করেছে শাসকদল।  


 

Abhishek Banerjee: তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নিলেন অভিষেক

তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, "দলে অনেক গোষ্ঠী, উপদল থাকতে পারে কারণ দল বড় হয়েছে। কিন্তু বুথ সভাপতিরা যাকে প্রার্থী করবে তাঁকে হারানোর ক্ষমতা কারও নেই।" জামালপুরে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে মন্তব্য অভিষেকের।

Bishnupur News: বিষ্ণুপুরে স্বনির্ভর গোষ্ঠীর টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ

সোনামুখী, বাঁকুড়ার পর এবার বিষ্ণুপুরে স্বনির্ভর গোষ্ঠীর টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। স্বনির্ভর গোষ্ঠীর দাবি, সাড়ে ৩ লক্ষ টাকার ঋণ পরিশোধ করা হলেও, ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায় ১৭ হাজার টাকা বকেয়া রয়েছে। অভিযোগ, ওই টাকা ব্যাঙ্কে জমা না দিয়ে আত্মসাৎ করেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অস্থায়ী কর্মী। বিষয়টি জানাজানি হওয়ার পর, চাপের মুখে পড়ে ওই ব্যাঙ্ক কর্মী টাকা ফেরত দেন। অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।  
তুহিন 

Bankura News: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার আগে বাঁকুড়ার ছাতনায় তৃণমূলে ভাঙন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার আগে বাঁকুড়ার ছাতনায় তৃণমূলে ভাঙন। অঞ্চল সহ সভাপতি-সহ শাসকদলের ৫০ জন নেতা, কর্মী সপরিবারে নাম লেখালেন কংগ্রেসে। ছাতনার তেঘরি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছে ৭-৮টি পরিবার। দলের আর্থিক দুর্নীতির জেরে সমাজে অসম্মানিত হচ্ছেন, সেই কারণেই তৃণমূল ছেড়েছেন বলে অঞ্চল সহ সভাপতির। বিজেপি কর্মীদের দাবি, বিভেদের রাজনীতিতে বিশ্বাস করেন না বলেই দল ছেড়েছেন। গোটাটাই নাটক, কটাক্ষ তৃণমূলের। টাকার বিনিময়ে যোগদান, দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপিও। 


 

WB Weather Updates: আজ আকাশ মেঘলা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কিছু জায়গায়

রাজ্যের উপকূলবর্তী এলাকায় আজ আকাশ মেঘলা থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ। কাল থেকে রাজ্যে আবহাওয়া বদল। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের সব জেলাতেই কাল থেকে বৃষ্টি শুরু হবে।

Municipal Recruitment: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে প্রেসিডেন্সি জেলে জেরা

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন শীলকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করলেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, গতকাল প্রায় ৩ ঘণ্টা জেরা করা হয়। সিবিআই সূত্রে দাবি, অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন অয়ন। তাই সেক্ষেত্রে অয়নকে নিজেদের হেফাজতে নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে সূত্রের খবর। পুর-নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ইডি-ও। অয়নকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করার জন্য কয়েকদিন আগে আদালতে আবেদন জানায় সিবিআই। অয়নের বিরুদ্ধে রাজ্যের অন্তত ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি করে ৪০ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। 


 

SSC Case: ভুয়ো জাতি শংসাপত্র জমা দিয়ে দেড়বছর চাকরি, গ্রেফতার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা

জাল জাতি শংসাপত্র জমা দিয়ে দেড়বছর চাকরি করার পর, পুলিশের হাতে গ্রেফতার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ধৃত চাঁপা মণ্ডল মালদার মানিকচকের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ২০২১-এ হরিশ্চন্দ্রপুরের বর্নাহি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগ দেন
চাঁপা। 

Cyclone Mocha: ভোররাতে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মোকা

ভোররাতে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মোকা। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ছিল ২৪০ কিলোমিটার। আজ সকালে স্থলভাগের কাছাকাছি আসার পর মোকা-র গতিবেগ কিছুটা কমে চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়বে। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ঘণ্টায় ২১০ কিলোমিটার। মোকা-র তাণ্ডবে বাংলাদেশ ও মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা। 

Udayan Guha: দলবদল নিয়ে নিশীথ প্রামাণিককে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন উদয়ন গুহ

দলবদল নিয়ে নিশীথ প্রামাণিককে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন উদয়ন গুহ। দিনহাটা ২ নম্বর ব্লকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর হাত ধরে তৃণমূলে নাম লেখালেন বিজেপির নেতা, কর্মীরা। দলত্যাগীদের মধ্যে রয়েছেন বিজেপি যুব মোর্চার বুথ সভাপতি থেকে শুরু করে বিজেপির মণ্ডল কমিটির সম্পাদক। উন্নয়নের জোয়ার দেখেই তৃণমূলে যোগদান বলে দাবি করেছেন বিজেপি ছেড়ে আসা নেতা, কর্মীরা। গেরুয়া শিবিরের দাবি, শাসকদল ভয় দেখিয়ে যোগদান করিয়েছে। দলবদল নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে উদয়ন গুহর দাবি, আগামী দিনে বিজেপি শিবিরে আরও ধস নামবে।


 

Kolkata News: কলকাতায় লঞ্চ হল মরিস গ্যারেজেস-এর ইলেকট্রিক গাড়ি এমজি কমেট

কলকাতায় লঞ্চ হল মরিস গ্যারেজেস-এর ইলেকট্রিক গাড়ি এমজি কমেট। এক্স শোরুম প্রাইস ৭ লক্ষ ৯৮ হাজার টাকা থেকে শুরু। গাড়িতে দুটি দরজা থাকলেও, আছে চারটি আসন। নেই কোনও গিয়ার।

Salman Khan: সলমন খানকে আজীবনের সদস্যপদ দিল ইস্টবেঙ্গল ক্লাব

সলমন খানকে আজীবনের সদস্যপদ দিল ইস্টবেঙ্গল ক্লাব। সম্বর্ধনা দিলেন ক্রীড়ামন্ত্রী। নাচের পারফরম্যান্স করে মাতালেন ভাইজান। চাঁদের হাট ক্লাব তাঁবুতে।

WB News Live: রিভিউয়ে কমে গেল নম্বর, ফেল কলকাতা মেডিক্যাল কলেজের পাস করা ৪ MBBS পড়ুয়া

রিভিউয়ে কমে গেল নম্বর। ফেল করে গেলেন পাস করা কলকাতা মেডিক্যাল কলেজের ৪ এমবিবিএস পড়ুয়া। 
পাস করা ছাত্ররা ফেল করলেন কীভাবে? ফেলই যদি করেন তাহলে পাস করানো হয়েছিল কীসের ভিত্তিতে? ঘটনায় মেডিক্যাল কলেজের রিভিউ প্রক্রিয়া নিয়েই উঠে গেল প্রশ্ন। পুনরায় রিভিউ করা হচ্ছে, জানালেন মেডিক্যাল কলেজের উপাধ্য়ক্ষ। 

WB News Live Updates: কর্নাটকে জয়ের রেশ বাংলা প্রদেশ কংগ্রেসেও

দাক্ষিণাত্যে ফের পালাবদল। ম্যাজিক ফিগারের চেয়ে অনেক এগিয়ে একাই ১৩৬ কংগ্রেস। প্রায় ২ হাজার কিলোমিটার দূরের কর্ণাটকের বিধানসভা ভোটের ফলে উচ্ছ্বাসে সামিল হলেন পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা। কর্ণাটকের কংগ্রেস আর পশ্চিমবঙ্গের কংগ্রেস এক নয়, কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। 

প্রেক্ষাপট

১) শেষের শুরু। চব্বিশে হার নিশ্চিত বিজেপি-র। কর্নাটকের ফলের পর দাবি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। বললেন, " ঔদ্ধত্য, অহংকার, এজেন্সি-রাজনীতির বিরুদ্ধে মানুষ জবাব দিয়েছে। ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশেও হারবে।"


২)। বিরোধী জোট নিয়ে আলোচনা চলছে। যে যেখানে শক্তিশালী, সে সেখানে লড়ুক। কুমারস্বামী-অখিলেশের কথা বললেও কংগ্রেসের নাম মুখে না এনে বার্তা মমতার। 


৩) কর্নাটকে জিতেই তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার অধীররঞ্জন চৌধুরীর। বললেন, "তৃণমূল আঞ্চলিক দল, গ্রামীণ করে দেব।" পাল্টা অভিষেকের যুক্তি, "তৃণমূলকে আক্রমণ মানেই বিজেপির হাত শক্ত করা।"


৪) কোথায় কোথায় কয়লা পাচারের টাকা? প্রভাবশালীদের লিঙ্ক খুঁজতে অনুপ মাঝি-বিকাশ মিশ্রকে ৩ ঘণ্টার বেশি মুখোমুখি জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। 


৫। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন ও তাঁর সংস্থার নামে এফআইআর ইডির। রাজ্যের ৬০ পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি, ৪০ কোটি টাকা তোলে অয়ন, দাবি কেন্দ্রীয় এজেন্সির।


৬। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তলবে নিজাম প্যালেসে মধ্যশিক্ষা পর্ষদের আরও এক কর্তা। ধৃত কল্যাণময়ের বয়ান খতিয়ে দেখতে ডেপুটি সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ। 


৭। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিল রাজভবন। দুর্নীতি-সহ একাধিক অভিযোগ। আচার্যের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সফরের দিনই সিদ্ধান্ত


৮। দুর্নীতি ইস্যুতে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের শিক্ষা সেলে রদবদল। প্রাথমিক থেকে মাধ্যমিক, বদলানো হল সংগঠনের খোলনলচে। বদল পার্শ্বশিক্ষকদের সংগঠনেও। 


৯। আজ আইসিএসই, আইএসসির রেজাল্ট। দুপুর ৩টে থেকে ফলাফল দেখা যাবে বোর্ডের ওয়েবসাইটে। ১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ।


১০। এবার কি আইপিএলেও মোহনবাগান? ২০ মে ইডেনে সবুজ-মেরুন জার্সিতে দল নামানোর পরিকল্পনা টিম লখনউয়ের। একই মালিকানাধীন হওয়ায় অনুমতি চেয়ে কাউন্সিলকে চিঠি।


১১। ১৩ বছর পর কলকাতায় সলমন। ইস্টবেঙ্গলের অনুষ্ঠানের আগে গেলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। উত্তরীয়, ফিসফ্রাই, মিষ্টিতে আপ্যায়ন। চলচ্চিত্র উৎসবে সলমনকে আমন্ত্রণ মমতার।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.