West Bengal News Live Updates: কয়েক মিনিটের ঝড়ে তোলপাড় তিলোত্তমা, শিয়ালদা দক্ষিণ শাখায় ব্য়াহত ট্রেন চলাচল
WB News Live: সব জেলার, সব খবর এক ক্লিকে।
ভরদুপুরে বিকাশ ভবনের কার্নিস থেকে ভেঙে পড়ল চাঙড়! মাথা ফাটল একজনের। ক্ষতিগ্রস্ত দমকলের প্রিন্সিপাল সেক্রেটারির গাড়ি।
রাজ্যে উপাচার্য নিয়োগে এবার মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিই বাদ! ৫ সদস্যের কমিটিতে উচ্চ শিক্ষা দফতর, সংসদের প্রতিনিধি। এল অর্ডিন্যান্স।
মহার্ঘ ভাতার দাবিতে বন্ধ, সামিল হলে কর্মজীবনে ছেদের সরকারি বিজ্ঞপ্তি নিয়েই প্রশ্ন হাইকোর্টের। মামলাকারী শিক্ষকের বদলির নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ।
ঝড়ে ভিক্টোরিয়ার সামনে গাছ পড়ে দুমড়ে মুচড়ে গেল গাড়ি। কলকাতার বহু জায়গায় যানজট। ভাতারে থমকে গেল অভিষেকের কনভয়, সভা বাতিল।
জলপাইগুড়ির পর এবার লজ্জার ছবি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে
গাড়ি না মেলায় ব্যাগে ৫ মাসের শিশুর দেহ ভরে বাসে ফিরলেন বাবা!
তিহাড় জেলে দ্বিতীয়বার দেখা হল বাবা-মেয়ের। সূত্রের খবর,শনিবার আধঘণ্টা দেখা করেন অনুব্রত ও সুকন্যা। মেয়ের সামনে কান্নায় ভেঙে পড়েন অনুব্রত। মেয়েকে বলেন, দিল্লিতে আসা উচিত হয়নি। সূত্রের খবর, মেয়ের জামিনের বিষয় নিয়েও কথা বলেন অনুব্রত।
প্রায় আধঘণ্টার ঝড়ে লন্ডভন্ড দক্ষিণবঙ্গ। আলিপুরে ঘণ্টায় ৮৪ কিমি বেগে ঝড়। সঙ্গে প্রবল বৃষ্টি। কলকাতায় বহু জায়গায় ভাঙল গাছ, কয়েকজন আহত।
ঝড়ে লন্ডভন্ড দক্ষিণবঙ্গের একাংশ
শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল
শ্যামনগর-কাঁকিনাড়ার মাঝে রেললাইনে ভেঙে পড়ল গাছ
দক্ষিণ বারাসাত-জয়নগরের মধ্যে বন্ধ ট্রেন চলাচল
হিন্দমোটরেও ওভারহেড তার ছিঁড়ে ব্যাহত ট্রেন চলাচল
প্রবল ঝড়, ভাতারে থমকে গেল অভিষেকের রোড শো।অভিষেকের কনভয়ের সামনে ছিড়ে পড়ল কেবল কানেকশনের তার। বর্ধমান-কাটোয়া রোডে আটকে অভিষেক, ঝড়ে লন্ডভন্ড এলাকা। প্রায় ১ ঘণ্টা রাস্তাতেই আটকে অভিষেকের কনভয়। অভিষেকের মঙ্গলকোটের সভা, আউশগ্রামের রোড শো বাতিল।
কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভন্ড তিলোত্তমা। ঝড়ে দাপটে শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যহত ট্রেন চলাচল। শহর কলকাতার রাস্তায় নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, চলছে গাছ সরানোর কাজ।
কলকাতা, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনায় প্রবল ঝড়
আগামী ১-২ ঘণ্টা ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা
ঝড়ে গাছ পড়ে কলকাতার একাধিক জায়গায় যানজট
কলকাতা, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনায় প্রবল ঝড়। আগামী ১-২ ঘণ্টা ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা
বন্ধে সামিল হলে কর্মজীবনে ছেদের বিজ্ঞপ্তি নিয়েই প্রশ্ন হাইকোর্টের
'কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন, আরও বেশি ডিএ পাবেন' মন্তব্য মমতার
৩৬ হাজারের চাকরি বাতিল, পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
মুম্বইয়ে আর্থিক দুর্নীতি, হাওয়ালা-যোগের অভিযোগে কলকাতায় তল্লাশি
গেটওয়ে ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের অফিসে ইডির অভিযান --
ম্যাঙ্গো লেন, শেক্সপিয়র সরণি, গুরুসদয় রোডের অফিসে একযোগে তল্লাশি
উপাচার্য নিয়োগে সার্চ কমিটিতে এলেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি
ফের বোমা-বিদ্ধ শৈশব। ভাঙড়ের ফুলবাড়ি এলাকায় বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বোমার আঘাতে আহত হয় ৫ বছরের এক শিশু। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল ভাঙড়ের ফুলবাড়ি এলাকায় আইএসএফের সভা ছিল। আইএসএফের অভিযোগ, আজ সকালে ওই এলাকায় বোমাবাজি শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বোমাবাজির অভিযোগ অস্বীকার শাসকদলের।
জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে হাজরায় এসএফআই-এর বিক্ষোভ
তিহার জেলে দ্বিতীয়বার দেখা অনুব্রত ও সুকন্যা মণ্ডলের। শনিবার আধ ঘণ্টা ধরে দেখা হয় দুজনের। মেয়ের সামনে কান্নায় ভেঙে পড়েন অনুব্রত। "তোর দিল্লি আশা উচিত হয়নি" মেয়েকে বলেন অনুব্রত।
'মামলার ভবিষ্যত মসৃণ করতেই স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। না হলে যে অভিযোগ সুপ্রিম কোর্টে করা হয়েছিল সেই অভিযোগ রোজ করা হত, এই অভিযোগ শয়তানের হাতিয়ার হয়ে দাঁড়াত', আদালতে সওয়াল ইডির। শহিদ মিনারে মিনারে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের সভার বক্তব্য এবং কুন্তল ঘোষের চিঠি পড়ে শোনাল ইডি। 'দেখা যাচ্ছে প্রত্যেক অভিযুক্ত তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে, এই সব ভিত্তিহীন অভিযোগকে গুরুত্ব দিলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে, আদালতে সওয়াল ইডির।
এজেন্সি তৎপরতা নিয়ে ‘ভবিষ্যদ্বাণী’ মদনের। ‘আজ-কালের মধ্যে বরানগর-কামারহাটির পাড়ায় পাড়ায় ঢুকবে কেন্দ্রীয় এজেন্সি। বাংলায় অত্যাচার বাড়বে। বড় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন’, বরানগরে কর্মী সম্মেলনের মঞ্চে মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়কের।
মেলেনি অ্যাম্বুল্যান্স, ব্যাগে সন্তানের দেহ নিয়ে ২০০ কিমি পাড়ি বাবার! কালিয়াগঞ্জের ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের রিপোর্ট তলব।
গ্রুপ ডি বঞ্চিত চাকরি প্রার্থীদের মিছিলে অনুমতি। ১৭ মে সন্ধে ৬ টায় হাতে হ্যারিকেন নিয়ে ৬০০ জনের মিছিলে অনুমতি। শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি স্ট্রিট হয়ে কালীঘাট পর্যন্ত মিছিলে অনুমতি হাইকোর্টের। শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে হবে, কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলে নির্দেশ।
লুঠের উদ্দেশ্যেই মহেশতলায় খুন ঠাকুমা ও নাতি। জোড়া খুনের ঘটনায় ধৃতকে জেরা করে দাবি পুলিশের। শুক্রবার বাড়িতেই খুন হন মায়া মণ্ডল ও তাঁর ১২ বছরের নাতি। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ইউসুফ শেখ নামে একজনকে চিহ্নিত করে পুলিশ। পুলিশের দাবি, মাসদুয়েক আগে মায়া মণ্ডলের বাড়িতে কাজ করেছিল ইউসুফ।
আগামী ২৪ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। বেলা ১২টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। দুপুর ১২.৩০টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। ৩১ মে-র মধ্যে স্কুলে পৌঁছে যাবে মার্কশিট।
৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ। প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলা করার অনুমতি ডিভিশন বেঞ্চের। কাল শুনানির আবেদন প্রাথমিক শিক্ষা পর্ষদের। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে অনুমতি চাইল পর্ষদ। চাকরি হারানো শিক্ষকরাও দ্বারস্থ হচ্ছে ডিভিশন বেঞ্চের। তাঁদের বক্তব্য না শুনে কীভাবে নির্দেশ? প্রশ্ন তুলে মামলা চাকরিহারাদের।
এজেন্সি তৎপরতা নিয়ে ‘ভবিষ্যদ্বাণী’ মদনের। ‘আজ-কালের মধ্যে বরানগর-কামারহাটির পাড়ায় পাড়ায় ঢুকবে কেন্দ্রীয় এজেন্সি। বাংলায় অত্যাচার বাড়বে। বড় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। ঘাবড়াবার কিছু নেই, মাথা তুলে থাকবেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা লড়ে নেব’, বরানগরে কর্মী সম্মেলনের মঞ্চে মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়কের।
মহেশতলায় জোড়া কুনের ঘটনায় গতকাল ইউসুফ শেখ নামে যে রাজমিস্ত্রিকে গ্রেফতার করেছিল মহেশতলা থানার পুলিশ তাকে জিজ্ঞাসা বাদ করে পুলিশ খুনের নেপথের রহস্য উদঘাটন করলো। পুলিশ সূত্রে খবর এই রাজমিস্ত্রি গত দু মাস আগে এই বাড়িতেই কাজ করেছিল বর্তমানে তার কোন কাজ ছিল না আর্থিক অনটনের মধ্যে চলছিল তার দিন এবং সেই সময় তার মাথায় আসে যে বেলা ২:৩০ থেকে বিকেল চারটে পর্যন্ত সেই বাড়িতে অন্য কারো আনাগোনা থাকে না এবং গৃহকর্তা বাড়ির বাইরেই থাকেন সেই সময় সেই সুযোগে যেহেতু পূর্ব পরিচিত।
ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। ট্যুইটে রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা ট্যুইটারে লিখেছেন, অ্যাম্বুল্যান্স ভাড়ার টাকা না থাকায় একজন বাবাকে তাঁর ৫ মাসের শিশুসন্তানের মৃতদেহ ব্যাগে করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে কালিয়াগঞ্জে নিয়ে যেতে হল। কীসের জন্য স্বাস্থ্য সাথী? দুর্ভাগ্যবশত এটাই এগিয়ে বাংলা মডেল। এটাই রাজ্যের বাস্তব ছবি। ট্যুইটে রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
সিবিআই স্ক্যানারে 'কালীঘাটের কাকু'র মোবাইল। ফোনেই লুকিয়ে নিয়োগ দুর্নীতির তথ্য? সুজয় ভদ্র ও তৃণমূল কাউন্সিলর পার্থ সরকারের ফোনের ফরেন্সিক পরীক্ষা।
জলপাইগুড়ির পর কালিয়াগঞ্জ, রাজ্যে ফের অমানবিক দৃশ্য। নেই অ্যাম্বুল্যান্স ভাড়ার টাকা, ৫ মাসের শিশুর মৃতদেহ ব্যাগে নিয়ে ২০০ কিলোমিটার পাড়ি বাবার! অ্যাম্বুল্যান্সের টাকা না থাকায় সন্তানের মৃতদেহ ব্যাগে করে কালিয়াগঞ্জ ফিরলেন বাবা।
জামালপুর থেকে রায়নার যাওয়ার পথে এলাকায় ল্যাম্পপোস্ট নিয়ে তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন এক RSS কর্মী। রায়নার সভায় এমনই দাবি করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূলের ট্যুইটার হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। ওই যুবক আরএসএস করেন কিনা জানা নেই দাবি, বিজেপির।
কলমের খোঁচায় সরকারি নথিতে তিনি মৃত! অবিলম্বে তাঁকে বাঁচিয়ে তোলা হোক, এবং ফের চালু হোক বার্ধক্যভাতা। এই দাবিতে সরব দক্ষিণ ২৪ পরগনার কুলপির ঢোলা গ্রাম পঞ্চায়েতে এলাকার বৃদ্ধ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও।
তপশিলি জাতির জাল শংসাপত্র দিয়ে প্রায় দেড় বছর ধরে চাকরি করছেন। এই অভিযোগে মালদার মানিকচকে এক প্রাথমিক শিক্ষিকাকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূলের আমলে ভুরি ভুরি দুর্নীতি, কটাক্ষ করেছে বিজেপি। প্রশাসন সক্রিয় বলেই গ্রেফতার করেছে, পাল্টা তৃণমূল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার আগে বাঁকুড়ার ছাতনায় তৃণমূলে ভাঙন। অঞ্চল সহ সভাপতি-সহ শাসকদলের ৫০ জন নেতা, কর্মী সপরিবারে নাম লেখালেন কংগ্রেসে। অন্যদিকে, ছাতনার তেঘরি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিল ৭-৮টি পরিবার।
ISC-তে দেশের মধ্যে প্রথম হয়েছেন ৫ জন। তাঁদের মধ্যে এরাজ্যের পড়ুয়া রয়েছেন ২ জন। রাজ্য ভিত্তিক মেধাতালিকা আনুযায়ী দ্বিতীয় স্থানে বাংলার পড়ুয়ার সংখ্যা ৫। যৌথভাবে তৃতীয় স্থান পেয়েছেন এ রাজ্যের ১০ পড়ুয়া।
জলপাইগুড়ি, পূর্ব বর্ধমানের মতো ফের অমানবিক ঘটনার সাক্ষী হল উত্তর দিনাজপুর। বেসরকারি অ্যামবুল্যান্সের দাবি মতো টাকার জোগাড় করতে না পেরে, মৃত সন্তানকে ব্যাগে ভরে বাড়ি ফিরলেন কালিয়াগঞ্জের বাসিন্দা। অমানবিক এই ঘটনা প্রত্যাশিত নয় বলে কার্যত স্বীকার করে নিয়েছে তৃণমূল। ঘটনা প্রকাশ্যে আসার পর 'এগিয়ে বাংলা' মডেলকে বিঁধল বিজেপি।
প্রেক্ষাপট
রায়নায় অভিষেকের (Abhishek Banerjee) কাছে রাস্তা-পানীয় জল-বার্ধক্যভাতা না মেলার অভিযোগ স্থানীয়দের, অভিযোগ শুনলেন অভিষেক।
রায়নায় নৈনান গ্রামে কেন দাঁড় করানো হল অভিষেককে ? প্রশ্ন তুলে নিজেদের মধ্যেই বচসায় জড়ালেন তৃণমূলের (TMC) নেতা-কর্মীরা। একে অপরকে তাড়া।
জামালপুরে তৃণমূলের প্রার্থী বাছাইয়ে গোপন ব্যালটে ভোটাভুটিতে ছাপ্পার অভিযোগ। বালি খাদান মালিককে নেতা বানিয়ে ভোট লুঠ, দাবি প্রাক্তন ব্লক সভাপতির। অস্বীকার বর্তমান ব্লক সভাপতির।
দল বড়, গোষ্ঠী থাকতে পারে। বুথ সভাপতির নির্বাচিত প্রার্থীকেই জেতাবে তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার অভিষেকের। এটাই কি স্বচ্ছভাবে পঞ্চায়েতের প্রার্থী নির্বাচন? কটাক্ষ অগ্নিমিত্রার।
জলপাইগুড়ির (Jalpaiguri) পর কালিয়াগঞ্জ। অ্যামবুল্যান্স ভাড়ার টাকা না দিতে পারায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ (Medical College) থেকে ৫ মাসের শিশুর মৃতদেহ ব্যাগে নিয়ে ২০০ কিলোমিটার পাড়ি বাবার।
এইজন্যই কী স্বাস্থ্যসাথী? দুর্ভাগ্যবশত এটাই এগিয়ে বাংলা মডেল। রাজ্যকে নিশানা শুভেন্দুর (Suvendu Adhikari)। কনভয় দুর্ঘটনা নিয়ে তো একবারও আফশোস প্রকাশ করেননি, পাল্টা শান্তনু।
২০১৬-র প্রাথমিকে নিয়োগে (Primary Teacher Recruitment Scam) ভুরি ভুরি অনিয়মের অভিযোগ। কেউ বলেছেন অ্যাপ্টিটিউড টেস্ট হয়নি, কেউ বলেছেন জানিই না। উল্লেখ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশনামাতে।
সিবিআই (CBI) স্ক্যানারে 'কালীঘাটের কাকু'র মোবাইল। ফোনেই লুকিয়ে নিয়োগ দুর্নীতির তথ্য? সুজয় ভদ্র ও তৃণমূল কাউন্সিলর পার্থ সরকারের ফোনের ফরেন্সিক পরীক্ষা।
২০২১-এ দুর্নীতিবাজদের দলের দায়িত্ব, আগামী নির্বাচনে বাইরে রাখতে হবে। নইলে তৃণমূল বিরোধী ভোট যাবে বামেদের (Left) দিকে। কর্ণাটক-ফল তুলে ধরে বিজেপিকে (BJP) সতর্ক করলেন তথাগত রায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -