West Bengal News Live Updates: বেলা গড়াতে তুুমুল উত্তেজনা সন্দেশখালিতে

 বেলা গড়াতে তুুমুল উত্তেজনা সন্দেশখালিতে। ভোটের দিন হামলার অভিযোগে পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার। রাস্তায় বাঁশ-গাছের ডাল হাতে মহিলারা। 

ABP Ananda Last Updated: 02 Jun 2024 10:39 PM
News Live Updates: চারশো আসনের দিকেই এগোচ্ছে দল, দাবি দিলীপ ঘোষের

২০১৯-এর পুনরাবৃত্তি হতে চলেছে। সব বুথ ফেরত সমীক্ষাকে ছাপিয়ে যাবে বিজেপি। বাংলায় অমিত শা-র ৩০ আসনের টার্গেটের কাছেই পৌঁছে যাবে দল। প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি, সে বিষয়ে সংশয় নেই। চারশো আসনের দিকেই এগোচ্ছে দল, দাবি দিলীপ ঘোষের। 

WB News Live Updates: বঙ্গ বিজেপির চিঠির পরেই রাজ্যের ২টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা

বঙ্গ বিজেপির চিঠির পরেই রাজ্যের ২টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। কাল বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের ২টি বুথে ফের ভোটগ্রহণ হবে। 

West Bengal News Live Updates: ভোটের পরেও হিংসা, রাজ্যে বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সময়সীমা

ভোটের পরেও হিংসা, রাজ্যে বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সময়সীমা। ১৯ জুন পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ১৯ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

WB News Live Updates: যাদবপুর কেন্দ্রেও ভোট পরবর্তী সন্ত্রাস

যাদবপুর কেন্দ্রেও ভোট পরবর্তী সন্ত্রাস। সোনারপুরে ভোট মিটতেই বিজেপির বুথ সভাপতির উপর হামলা।মাথা ফাটল বিজেপির বুথ সভাপতির।
হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

West Bengal News Live Updates: খাস কলকাতায় ফের ভোট পরবর্তী সন্ত্রাস

খাস কলকাতায় ফের ভোট পরবর্তী সন্ত্রাস। বেলেঘাটা, নারকেলডাঙায় ঘরছাড়া বিজেপির বহু কর্মী-সমর্থক। কলকাতা উত্তরের জেলা পার্টি অফিসে আশ্রয়। যাদবপুরে ঘরছাড়া বামেরা।

WB News Live Updates: অরুণাচলে গেরুয়া ঝড়, সিকিমে এগিয়ে শাসক দল

অরুণাচলে গেরুয়া ঝড়। নিরঙ্কুশ সংখ্য়া গরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। সিকিমেও এগিয়ে শাসক দল।

West Bengal News Live Updates: ভোট শেষ হতেই আক্রান্ত বিরোধীরা, বেলেঘাটা, ট্যাংরায় তাপস রায়ের পোলিং এজেন্টদের মার

Kolkata: ভোট শেষ হতেই আক্রান্ত বিরোধীরা। বেলেঘাটা, ট্যাংরায় তাপস রায়ের পোলিং এজেন্টদের মার। বিধাননগরের ৬নং ওয়ার্ডে বিজেপি এজেন্টকে মারধর। কাঠগড়ায় তৃণমূল।

News Live Updates: ভোট শেষ হতেই শুরু হিংসা নদিয়ার কালীগঞ্জে

 ভোট শেষ হতেই শুরু হিংসা। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। পারিবারিক বিবাদের জের, দাবি শাসক দলের। 

প্রেক্ষাপট

 West Bengal LIVE: বেলা গড়াতে তুুমুল উত্তেজনা সন্দেশখালিতে। ভোটের দিন হামলার অভিযোগে পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার। রাস্তায় বাঁশ-গাছের ডাল হাতে মহিলারা। 


 এক অভিযুক্তকে আটক করে বেরোনর পথে পুলিশের উপর চড়াও গ্রামবাসীরা। অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গেলেন স্থানীয় মহিলারা। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে বিক্ষোভ।


ভোট শেষ হতেই শুরু হিংসা। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। পারিবারিক বিবাদের জের, দাবি শাসক দলের। 


ভোট শেষ হতেই আক্রান্ত বিরোধীরা। বেলেঘাটা, ট্যাংরায় তাপস রায়ের পোলিং এজেন্টদের মার। বিধাননগরের ৬নং ওয়ার্ডে বিজেপি এজেন্টকে মারধর। কাঠগড়ায় তৃণমূল।



খাস কলকাতায় ফের ভোট পরবর্তী সন্ত্রাস। বেলেঘাটা, নারকেলডাঙায় ঘরছাড়া বিজেপির বহু কর্মী-সমর্থক। কলকাতা উত্তরের জেলা পার্টি অফিসে আশ্রয়। যাদবপুরে ঘরছাড়া বামেরা।


যাদবপুরেও ভোট পরবর্তী সন্ত্রাস। সোনারপুরের খেয়াদহে ভোট মিটতেই বিজেপির বুথ সভাপতির উপর হামলা। ফাটল মাথা, দাদাকেও মার। পাল্টা তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর বিজেপির।



কলকাতা থেকে জেলা, ভোটের পরই হিংসা শুরু। সুকান্তর মুখে যোগীরাজ্যের এনকাউন্টার দাওয়াই। 


অরুণাচলে গেরুয়া ঝড়। নিরঙ্কুশ সংখ্য়া গরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। সিকিমেও এগিয়ে শাসক দল।


জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ১৩ দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত। অবশেষে পাকড়াও জমি মাফিয়া প্রদীপ রায়। গ্রেফতারির সংখ্যা বেড়ে 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.