West Bengal News Live Updates: ভোট ঘোষণা আগে কাল বঙ্গ রাজনীতিতে সুপার সানডে
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
কাল ব্রিগেডে তৃণমূলের 'জনগর্জন' সভা। তার আগে আজ সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রথম তৃণমূলের ব্রিগেডের সভায় থাকছে র্যাম্প। মঞ্চ থেকে সোজা জনতার মাঝে চলে যেতে পারবেন নেতা-নেত্রীরা। তৃণমূলের সভা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।
এবার রামনবমীতে (Ram Navami 2024) ছুটি ঘোষণা রাজ্য় সরকারের ( West Bengal State Government)। '১৭ এপ্রিল রামনবমীর দিন সরকারি কর্মীদের ছুটি', বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের। এনআই অ্য়াক্টে রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য়ের।
ভোটের দামামা বাজিয়ে একদিনে ৪ রাজ্যে নরেন্দ্র মোদি। ভোরে কাজিরাঙায় হাতির পিঠে জঙ্গল সাফারি। পরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন। অসম, অরুণাচল হয়ে এলেন বাংলায়। সভা করলেন শিলিগুড়িতে। তারপর রাতে বারাণসী পৌঁছে ২৮ কিলোমিটার রোড শো। সবশেষে মন্দিরে গিয়ে পুজো। ভোটের মুখে দিনভর মোদি শো
লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের ইস্তফা। ২০২৭ পর্যন্ত মেয়াদ ছিল অরুণ গোয়েলের। তিনদিন পরেই জম্মু-কাশ্মীর যাওয়ার কথা অরুণ গোয়েলদের। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে কলকাতায় এসেছিলেন অরুণ গোয়েল। পশ্চিমবঙ্গ থেকে ফেরার দু'দিনের মধ্য়েই কেন ইস্তফা, কারণ ঘিরে ধোঁয়াশা। মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া কমিশনে তো আর কেউ রইলেন না, পোস্ট তৃণমূল সাংসদ সাকেত গোখলের। একজন নির্বাচন কমিশনার পদ এমনিতেই ফাঁকা, বিষয়টি খুবই উদ্বেগের, পোস্ট সাকেত গোখলের।
ভোট ঘোষণা আগে কাল বঙ্গ রাজনীতিতে সুপার সানডে। ব্রিগেডে জনগর্জন তৃণমূলের। সন্দেশখালিতে সভা শুভেন্দু-সুকান্তর। রাজ্যজুড়ে প্রতিবাদ সভা সিপিএমের।
'মানুষের সমস্যা নিয়ে তৃণমূলের কোনও মাথা ব্যথা নেই। সন্দেশখালির মহিলাদের ওপর অত্যাচার চালিয়েছেন তৃণমূল নেতারা। বিভেদের রাজনীতি করে ইন্ডিয়া জোটের শরিকরা', শিলিগুড়ির সভায় বললেন মোদি।
শেখ শাহজাহান কব্জায় এলেও 'উধাও' মোবাইল ফোন। শেখ শাহজাহানের ফোনের খোঁজে সিবিআই, কল রেকর্ড হাতে পেলেও শেখ শাহজাহানের মোবাইল ফোন অধরা
তৃণমূলের রবিবাসরীয় ব্রিগেডের দিন রাস্তাঘাট সচল রাখতে একাধিক পদক্ষেপ করেছে পুলিশ। লালবাজার সূত্রের খবর, কলকাতার বিভিন্ন এলাকাকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে লালবাজারের সিনিয়র অফিসাররা দায়িত্বে থাকবেন। লালবাজার সূত্রের খবর, সমাবেশের সময় মাত্রাতিরিক্ত ভিড় হলে, ব্রিগেডে সংলগ্ন ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজন হলে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে স্ট্র্যান্ড রোড এবং জওহরলাল নেহরু রোড দিয়ে। ব্রিগেডমুখী মিছিল যে পথে যাবে, তাও নির্দিষ্ট করা হয়েছে।
'বিভেদের রাজনীতি করে ইন্ডিয়া জোটের শরিকরা। দেশবাসীর সব স্বপ্নপূরণ করেছে মোদি সরকার', শিলিগুড়ির সভায় বললেন মোদি।
'পাহাড়ের মানুষকে গুরুত্ব দেয়নি তৃণমূল, জমি দখল করতে ব্যস্ত ছিল। উজ্জ্বলা প্রকল্প থেকে বাংলার ১৪ লক্ষ মহিলাকে বঞ্চিত করেছে তৃণমূল সরকার', বললেন মোদি।
বাংলায় রেলপথের উন্নতি, বাংলার উন্নয়নে সাহায্য করবে, শিলিগুড়ির সভায় বললেন প্রধানমন্ত্রী মোদি
মার্চেই ৯ দিনে ৪ জনসভা মোদির। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর আজ শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী। যদিও প্রথম তালিকায় দার্জিলিং আসনের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি।
ভোট ঘোষণার আগে আজ ফের রাজ্যে প্রধানমন্ত্রী। বাগডোগরায় পৌঁছে কাওয়াখালির পথে প্রধানমন্ত্রী। মার্চেই ৯ দিনে ৪ জনসভা মোদির।
রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকেই লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে তৃণমূল। আর সেই মঞ্চের অন্যতম আকর্ষণ সুবিশাল র্যাম্প। সরাসরি ভিড়ের মধ্যে থেকে ব্রিগেডের বার্তা দেবেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবে অসম, মেঘালয়-সহ বিভিন্ন রাজ্যের তৃণমূল নেতৃত্বও।
জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকার হিমঘর থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসের নির্গমন। ঘটনাস্থলে দমকলবাহিনী। এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ।
সন্দেশখালিতে কাল বিজেপি, সোমবার অভিযানের ডাক CPM-এর। আজ থেকেই রাজ্যজুড়ে CPM-এর প্রতিবাদ সভা শুরু। ৩ দিন ধরে ১১ জায়গায় সভা করবে। আজ ফুলবাড়ি ও লাউহাটিতে সভা। কাল রাজ্যের ৭টি জায়গায় সভা করবে । সোমবার সন্দেশখালি অভিযান, একইসঙ্গে সভা মেখলিগঞ্জেও।
এবার সন্দেশখালি থানার OC বদল। বিশ্বজিৎ সাঁপুইকে পাঠানো হল বসিরহাট থানায়। বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের গোপাল সরকারকে OC করে আনা হল সন্দেশখালি থানায়। সন্দেশখালিকাণ্ডের জেরেই OC বদল বলে মনে করা হচ্ছে। যদিও পুলিশের দাবি, এটা রুটিন বদলি।
সন্দেশখালিকাণ্ডের পর এর আগে CI হাসনাবাদ এবং, বসিরহাট থানার IC কাজল বন্দ্যোপাধ্যায়কেও বদলি করা হয়।
ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার দিনই সন্দেশখালিতে সভা শুভেন্দু অধিকারীর। হাইকোর্টের নির্দেশে কাল ন্যাজাটের দক্ষিণ আক্রাতলায় সভা বিজেপি-র। কাল সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে সভা করার অনুমতি হাইকোর্টের। তবে কোনও রকম উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না, নির্দেশ আদালতের।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে হাওড়ায় আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। সালকিয়ার দুটি অনুষ্ঠান বাড়িতে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেনুতে রয়েছে ডিমের ঝোল-ভাত। রান্নায় হাত লাগিয়েছেন তৃণমূলের উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী।
ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার আগেই প্রচারে নেমে পড়ল সিপিএম। আজ জলপাইগুড়ির রাজগঞ্জের জটিয়াখালিতে সভা করবেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অন্যদিকে, ভাঙড়ে সভা রয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর। আগামীকাল তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিন রাজ্য়ের ৯টি জায়গায় সভা করবে সিপিএম। সোমবার সন্দেশখালি চলো অভিযানের ডাক দিয়েছে তারা। আজ থেকে সোমবারের মধ্যে গোটা রাজ্যে মোট ১১টা সভা করার কথা রয়েছে সিপিএমের। এর মধ্যে মূল নজর থাকবে সন্দেশখালিতে। ১১ তারিখ সন্দেশখালিতে সমাবেশের আয়োজন করছে সিপিএম।
প্রথমে সন্দেশখালিতে মিছিল করবেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার।
মিছিলের পরে সন্দেশখালিতে সভা করবে সিপিএম।
শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে খুনের চেষ্টার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। আজ সকালে ঘটনাটি ঘটে বেহালার পর্ণশ্রী থানা এলাকার বিজি প্রেসে। অভিযুক্তকে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ। অভিযোগ, সকাল সাড়ে ৬টা নাগাদ ছাদ দিয়ে ঘরে ঢোকেন অভিযুক্ত কৌশিক বাছার। বনিবনা না হওয়ায় তাঁর স্ত্রী ৩ মাসের পুত্রসন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। অভিযোগ, বাড়িতে ঢুকে খাটের নীচে লুকিয়ে ছিলেন কৌশিক। সেখান থেকে বেরিয়ে ছুরি নিয়ে স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির ওপর হামলা চালান। বাঁচাতে গিয়ে আহত হন এক প্রতিবেশী। স্থানীয়রাই অভিযুক্ত জামাইকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। দাম্পত্য অশান্তির জেরেই হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার বলে মন্তব্য করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবাধ ভোট হলে তৃণমূল মুছেও যেতে পারে। বিজেপির ফল অসম্ভব ভাল হবে। পুলিশ ওপর মহলের নির্দেশে সাধারণ মানুষকে হেনস্থা করছে।
সাধারণ মানুষের রোষ তুলে ধরায় সাংবাদিকদের হেনস্থা করছে।চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা চলছে, এভাবে বেশিদিন চলতে পারে না। সন্দেশখালিতে মা-বোনের ওপর অত্যাচার হল, অথচ মুখ্যমন্ত্রী একদিনও যাননি বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিজেপি কর্মীদের দিয়ে তাঁর গাড়ি ভেঙে তৃণমূল কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছেন সুভাষ সরকার। বিজেপির পার্টি অফিসে মিটিং হয়েছে। প্রকাশ্য় মঞ্চ থেকে দলীয় কর্মীদের সতর্ক করলেন তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে তাঁর ওপর হামলার পরিকল্পনার অভিযোগ তুলেছেন সুভাষ সরকার।
আগামীকাল ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা উপলক্ষ্যে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মূলত হাওড়া ও শিয়ালদা থেকে বড় মিছিল আসবে। হাওড়া থেকে মিছিল আসবে হাওড়া ব্রিজ পেরিয়ে স্ট্র্যান্ড রোড ও ব্রেবোর্ন রোড ধরে। শিয়ালদা থেকে মিছিল মৌলালি, ধর্মতলা হয়ে ব্রিগেডে পৌঁছবে। আজ থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন
কেন্দ্রে রাখা হবে তাঁদের। জনগর্জন সভার জন্য আগামীকাল ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।
ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-সহ মধ্য কলকাতার বেশ কিছু জায়গায় ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার।
সন্দেশখালি নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরেও আজব দাবি করলেন সৌগত রায়। তৃণমূল সাংসদের দাবি, সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচারের কোনও প্রমাণ পাওয়া যায়নি। রাজ্য পুলিশের DG নিজে গিয়ে জবানবন্দি নিয়েছেন মহিলাদের, জানতে চেয়েছেন এমন অভিযোগ রয়েছে কি না, কিন্তু অত্যাচারের কোনও অভিযোগই মেলেনি। একই সঙ্গে সৌগত রায়ের দাবি, সন্দেশখালিতে কিছু ঘটে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই গ্রেফতার করেছে। ED বা CBI শেখ শাহজাহানকে গ্রেফতার করেনি। শিবু, উত্তমদেরও রাজ্য পুলিশই গ্রেফতার করেছে। গতকাল খড়দার সভায় তৃণমূল সাংসদ সৌগত রায়ের এই বক্তব্য ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও আগেই সন্দেশখালিকাণ্ডে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। এর আগে ২৫ ফেব্রুয়ারি, সন্দেশখালির ঘটনা সংবাদমাধ্যম তৈরি করছে বলে মন্তব্য করেন সৌগত রায়।
লোকসভা ভোটের আগে বিড়ম্বনা বাড়ল পদ্ম শিবিরে। বিধায়ক মুকুটমণি অধিকারীর পর এবার বিজেপি ছাড়তে চেয়ে চিঠি দিলেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। ব্যক্তিগত কারণে দলীয় সদস্যপদ ছাড়তে চান বলে দাবি করেছেন তিনি। ২০১৯ সালে প্রথমবার বিজেপির টিকিটে লড়ে তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন টুডুকে প্রায় ১১ হাজার ভোটে পরাজিত করেছিলেন কুনার হেমব্রম।এর আগে ২০১৪-র লোকসভা ভোটে ঝাড়গ্রাম আসনে জিতেছিলেন তৃণমূলের উমা সোরেন।
বাঁশদ্রোণীতে এক ব্যক্তির রহস্যমৃত্যু। সোনালি পার্কে নিজের বাড়ি থেকেই উদ্ধার হল গলাকাটা দেহ। খুন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের নাম রামকৃষ্ণ নন্দী। পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তির ছেলে বাড়ির পাশেই অন্যত্র থাকেন। আজ সকালে ওই ব্যক্তিকে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে স্থানীয়রা। খুনের কারণ খতিয়ে দেখছে বাঁশদ্রোণী থানার পুলিশ। তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখাও।
অগ্নিমূল্য মুরগির মাংস। আড়াইশো ছাড়িয়ে এবার ৩০০-র পথে। কলকাতার বিভিন্ন বাজারে কেজি প্রতি ২৬০-২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে মুরগির মাংস। গড়িয়াহাট বাজারে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাটা মুরগি। বিক্রেতাদের মতে, সামনে দোল উৎসব, এগিয়ে আসছে ভোট। তাই বাজারে জোগান কম। মুরগির মাংসের দাম এখনই কমারও কোনও সম্ভাবনা নেই।
কলকাতায় আজও কুড়ির নীচে পারদ। দিনভর পরিষ্কার আকাশ। বেলা গড়ালে বাড়বে উষ্ণতা। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে কাল থেকে গরম বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিঙের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে।
শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে আজ জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর ৩টে নাগাদ নামবেন বাগডোগরা বিমানবন্দরে। এরপর সড়কপথে কাওয়াখালি ময়দানে পৌঁছবেন প্রধানমন্ত্রী। গোটা এলাকা পুলিশে ছয়লাপ। চলছে কড়া নজরদারি। মাঠে দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। একটি মঞ্চে সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। পাশের মঞ্চটি থেকে জনসভা করবেন মোদি। সেখানে থাকবেন উত্তরবঙ্গের বিজেপি সাংসদ-বিধায়করা। একুশের বিধানসভা ভোটের আগে দলীয় প্রার্থীদের সমর্থনে শিলিগুড়ির কাওয়াখালিতে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। ৩ বছর পর, লোকসভা ভোটের প্রচারেও এখানে আসছেন তিনি।
ডায়মন্ড হারবারে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল, শুরু হয়ে গেল অভিষেকের নামে দেওয়াললিখন। তৃণমূলের তরফে এখনও প্রার্থিতালিকা ঘোষণা করা হয়নি যদিও। তবে অভিষেক ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ধরে নিয়ে শুরু হয়ে গেল দেওয়াললিখন।
রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকেই লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে তৃণমূল। আর সেই মঞ্চের অন্যতম আকর্ষণ সুবিশাল র্যাম্প। সরাসরি ভিড়ের মধ্যে থেকে ব্রিগেডের বার্তা দেবেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবে অসম, মেঘালয়-সহ বিভিন্ন রাজ্যের তৃণমূল নেতৃত্বও।
দলের লোকেরাই ফাঁসিয়েছে বলে CBI জেরায় বিস্ফোর দাবি শেখ শাহজাহানের। CBI-এর হাতে শাহজাহানের কল ডিটেলস। ED-র উপর হামলার সময় তিনটি ফোন কল পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। ৫ জানুয়ারি, সকাল সাড়ে ৮ নাগাদ শাহজাহানকে ফোন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতর।
শেখ শাহজাহানের সঙ্গে প্রায় দেড় মিনিট কথা হয় সন্দেশখালির তৃণমূল বিধায়কের। হামলার সকালেই শেখ শাহজাহানকে ফোন করার কথা স্বীকার তৃণমূল বিধায়কের। বাকি দু'টি ফোন কল স্থানীয় তৃণমূল নেতাদের করেছিলেন শেখ শাহজাহান, খবর CBI সূত্রে।
শেখ শাহজাহান না থাকলেও প্রতিদিন টোটোচালকদের কাছ থেকে তোলা তুলছে তার অনুগামীরা, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
৫ জানুয়ারি কোন দিক থেকে কীভাবে হামলা হয়েছিল ED- আধিকারিকদের উপর? নমুনা সংগ্রহে বৃহস্পতিবারের পর ফের শুক্রবার সন্দেশখালিতে পৌঁছে গেল CBI. সঙ্গে ছিলেন ED-র দুই আধিকারিক ও সেন্ট্রাল ফরেন্সিক টিম। শেখ শাহজাহানের বাড়ি, অফিস, মার্কেট ঘুরে দেখেন তাঁরা। তদন্তে, 3D লেজার স্ক্যানিং-এর বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হয়।
প্রেক্ষাপট
আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পরে আজ শিলিগুড়ি। ৯ দিনে বঙ্গে নরেন্দ্র মোদির চতুর্থ সভা (Narendra Modi)। একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনের পর কাওয়াখালিতে জনসভা।
দুর্নীতি-দখলদারি থেকে সন্ত্রাস, বিরামহীন অভিযোগ। ফাঁসিয়েছে দলের লোকেরাই, জেরায় বিস্ফোরক দাবি শাহজাহানের, দাবি সিবিআই সূত্রে। (Sheikh Shahjahan)
ইডি-র ওপর হামলাকারী কারা? ছবি দেখে ঘনিষ্ঠদের চেনালেন শাহজাহান নিজেই, খবর সিবিআই সূত্রে। মিনাখাঁ থানায় রাখা ইডির ক্ষতিগ্রস্ত গাড়ি পরীক্ষা সেন্ট্রাল ফরেন্সিকের। (Sandeshkhali Case)
কোন দিক থেকে কীভাবে হামলা? সরেজমিনে সন্দেশখালিতে একের পর এক শাহজাহান-ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই। থ্রি ডি স্ক্যানার নিয়ে ৫ জানুয়ারির ঘটনার পুনর্নির্মাণ।
ফের শাহজাহানের ডেরায় সিবিআই, সঙ্গে ইডি, সিএএফএসএল। সিল করা তালা খুলে বাড়িতে তল্লাশি, অফিসেও হানা। ৩৬০ ডিগ্রিতে ছবি তুলল স্ক্যানার ক্যামেরা।
সিবিআইয়ের হাতে শাহজাহানের কল ডিটেলস। ইডির ওপর হামলার সময় বাড়িতেই ছিলেন মাস্টারমাইন্ড, ৩ মিনিটে ২৮টি ফোন, দাবি কেন্দ্রীয় এজেন্সির।
ইডি-র ওপর হামলার দিনই শাহজাহানের সঙ্গে ফোনে কথা, স্বীকার তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতর। সিবিআই হেফাজতে শাহজাহান, এখনও অব্যাহত শাগরেদদের তোলাবাজি!
রবিবার ন্যাজাটে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি হাইকোর্টের। অনুমতি না দিয়ে কাকে রক্ষা করতে চাইছেন? সভা আটকাতেই সভাস্থলে ১৪৪ ধারা? রাজ্য সরকারকে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর।
রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন। লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন তৃণমূলনেত্রী। জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন দলের নেতা-কর্মীরা।
এক দশক পর বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। '২৫ থেকে দ্বাদশে ২টি সিমেস্টার। একাদশে চালু চলতি বছরেই। কোন সিলেবাসে, কীভাবে পরীক্ষা, বৃহস্পতিবার জানাবে সংসদ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -