West Bengal News Live Updates: শুক্রবারের মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 13 Mar 2024 11:46 PM
West Bengal Live News: 'রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার'

'রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার', সিএএ নিয়ে মমতার হুঙ্কারের মধ্যেই ঘোষণা শুভেন্দুর। 'কেউ কোনও সরকারি সুবিধে থেকে বঞ্চিত হবে না', সিএএ কারও নাগরিকত্ব কাড়ার আইনও নয়, বললেন শুভেন্দু। 

WB News Live Updates: ভাতা বাড়ল শিক্ষাবন্ধুদের

ভাতা বাড়ল শিক্ষাবন্ধুদের। '৫ হাজার ৯৫৪ টাকা থেকে ভাতা বেড়ে ৮ হাজার ৩৩৫ টাকা', ১ এপ্রিল থেকে বর্ধিত ভাতা পাবেন শিক্ষাবন্ধুরা, জানালেন মানস ভুঁইয়া। উপকৃত হবেন ৩ হাজার ৩৩৭ জন শিক্ষাবন্ধু।

West Bengal Live News: শুক্রবারের মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট

শুক্রবারের মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট। কালই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হোক, দাবি শরিকদের, খবর সূত্রের। ৫টি আসন চায় আইএসএফ, ২ থেকে ৩টি ছাড়তে চায় বামেরা। কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে এখনও অনিশ্চয়তা। যেখানে কংগ্রেস থাকার সম্ভাবনা নেই, সেই আসন ছেড়েই ঘোষণার প্রস্তুতি।

Suvendu Adhikari: 'রাজ্যে বিজেপি সরকার হলে মায়েদের ৩ হাজার টাকা', ঘোষণা শুভেন্দুর

সিএএ কারও নাগরিকত্ব কাড়ার আইন নয়, আশ্বাস শুভেন্দুর। কোনও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না, রানাঘাটের সভা থেকে আশ্বাস শুভেন্দুর।
'রাজ্যে বিজেপি সরকার হলে মায়েদের ৩ হাজার টাকা করে দেওয়া হবে', সিএএ নিয়ে তোলপাড়ের মধ্যেই ঘোষণা শুভেন্দু অধিকারীর।

West Bengal Live News: 'চোরেদের কাউকেই বিজেপি নেবে না', বাবুনকে হুঁশিয়ারি শুভেন্দুর

'চোরেদের কাউকেই বিজেপি নেবে না, আপনি যদি আর একবার বিজেপির কথা বলেন, কালই হাটে হাঁড়ি ভাঙব। বিজেপির সঙ্গে আপনি গত দু'দিন কী করেছেন, আমি কিন্তু সব ফাঁস করে দেব', বাবুন বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির

লোকসভা নির্বাচনে দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির। মোট ৭২টি আসনে প্রার্থী ঘোষণ।

West Bengal Live News: ব্যারাকপুরে কি এবার সম্মুখ সমরে পার্থ-অর্জুন?

ব্যারাকপুরে কি এবার সম্মুখ সমরে পার্থ-অর্জুন? পার্থ ভৌমিকের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন অর্জুন? 'পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটে দাঁড়াব এটা নিশ্চিত। ছোটবেলা থেকে বিনা টিকিটে কখনও ট্রেনে উঠিনি',  টিকিট না পেয়ে ফের বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। 'পার্থ ভৌমিক কখনও কারও ভাল করেননি, ব্যারাকপুরে আগেরবারের থেকে বেশি ভোটে জিতব', তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে সরাসরি চ্যালেঞ্জ অর্জুন সিংহের।

Mamata Banerjee: সিএএ-র বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী

সিএএ-র বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী। '৪ বছর পার করে ভোটের আগে সিএএ চালু করা হল। বিজেপি রাজনৈতিক ছক্কা মেরেছে ২টো আসন জেতার জন্য। কিন্তু আমরা কারও অধিকার কাড়তে দেব না। বাবার বার্থ সার্টিফিকেট আনতে বলা হচ্ছে। সিএএ সম্পূর্ণ ভাবে এনআরসি-র সঙ্গে জড়িত। অসমে ১৯ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে ১৩ লক্ষ ছিল বাঙালি। মানুষকে আতঙ্কিত করতে সিএএ, এনআরসি করছে কেন্দ্র', শিলিগুড়িতে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal Live News: রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার: শুভেন্দু

'রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার', সিএএ নিয়ে মমতার হুঙ্কারের মধ্যেই ঘোষণা শুভেন্দুর। 'কেউ কোনও সরকারি সুবিধে থেকে বঞ্চিত হবে না, সিএএ কারও নাগরিকত্ব কাড়ার আইনও নয়', বললেন শুভেন্দু।

WB News Live Updates: তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে প্রচারে গিয়ে হুঙ্কার বীরভূমের তৃণমূল নেতার

'এলাকায় ভোটার ১৬ হাজার, লিড চাই অন্তত ১০ হাজার', নির্বাচনের প্রচারে গিয়ে এভাবেই জয়ের ব্যবধান বেঁধে দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে প্রচারে গিয়ে হুঙ্কার বীরভূমের তৃণমূল নেতার।


 

HC on SSC Case: 'দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ', এসএসসি মামলায় প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন দেবাংশু বসাক

'দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ। অথবা বাতিল করা যেতে পারে গোটা নিয়োগের অংশবিশেষ', এসএসসি মামলায় প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন দেবাংশু বসাক। 'পিছনের দরজা দিয়ে চাকরি পেলে কি করা উচিত? ৫-১০ হাজার ব্যক্তির ভবিষ্যতের থেকে দেশের ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ। পদ ভরাতে হবে বলে অযোগ্যদের নিয়োগ কেন? সবটা অবৈধ হলে পরিণতি যা হওয়ার তাই হবে', এসএসসি মামলায় মন্তব্য বিচারপতির।

WB News Live Updates: টিকিট না পাওয়ার ক্ষোভ এবার শান্তনু সেনের

টিকিট না পাওয়ার ক্ষোভ এবার শান্তনু সেনের। 'রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছি, ভেবেছিলাম লোকসভার টিকিট পাব, পাইনি, মনে কষ্ট থাকলেও, মমতা-অভিষেকের অনুগত থাকব', ক্ষোভ জানিয়েও দলের প্রতি অনুগত থাকার দাবি শান্তনু সেনের।

Suvendu Adhikari: রানাঘাটে শুভেন্দু অধিকারী, বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে প্রচার

রানাঘাটে শুভেন্দু অধিকারী, বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে প্রচার। 

Lok Sabha Election 2024: বঞ্চনা-অভিযোগে ব্রিগেডে 'জনগর্জনের' পর এবার তৃণমূলের 'অধিকার-যাত্রা'

বঞ্চনা-অভিযোগে ব্রিগেডে 'জনগর্জনের' পর এবার তৃণমূলের 'অধিকার-যাত্রা'। পাখির চোখ তফশিলি ভোট, জেলায় জেলায় প্রচারে তৃণমূল। ১০দিন ধরে 'অধিকার যাত্রায়' ৪২টি কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। আজ থেকে শুরু, বিজেপির বিরুদ্ধে 'জমিদার বিসর্জনের' ডাক। আজ থেকে ঘাটাল, মেদিনীপুর, তমলুক, আলিপুরদুয়ারে প্রচার। আজ থেকে মালদা উত্তর-দক্ষিণে প্রচার শুরু করছে তৃণমূল।

WB News Live Updates: রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটিকে মিছিলের অনুমতি হাইকোর্টের

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটিকে মিছিলের অনুমতি হাইকোর্টের। হাওড়া রেল মিউজিয়াম থেকে নবান্ন পর্যন্ত মিছিলের অনুমতি বিচারপতি রাজাশেখর মান্থার। শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। সর্বাধিক দেড় হাজার লোক নিয়ে মিছিলের অনুমতি। 'সরকারি কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখতে চান', এটুকু অধিকার তাঁদের আছে, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার।

Mamata Banerjee: শিলিগুড়ি থেকে ফিরেই ভবানীপুরে নিহত ব্যবসায়ীর বাড়িতে মুখ্যমন্ত্রী

নিমতায় বাড়িতে ডেকে খুন ভবানীপুরের ব্যবসায়ীকে। নিহত ব্যবসায়ীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB News Live Updates: 'বিজেপিতে দলবদলুর স্থান নেই', পোস্টার পড়ল ব্যারাকপুরে

'বিজেপিতে দলবদলুর স্থান নেই', অর্জুন সিংহর বিজেপিতে প্রত্যাবর্তন-জল্পনার মধ্যেই পোস্টার পড়ল ব্যারাকপুরে। 'তৃণমূল অর্জুন-আতঙ্কে ভুগছে, তাই বিজেপির নাম করে পোস্টার দিয়েছে', শাসকদলকে কটাক্ষ করে মন্তব্য বিজেপির। তৃণমূলের ভয়ের কিছু নেই, পাল্টা দাবি শাসকদলের।

Calcutta High Court: রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটিকে নবান্ন পর্যন্ত মিছিলের অনুমতি

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটিকে মিছিলের অনুমতি হাইকোর্টের। হাওড়া রেল মিউজিয়াম থেকে নবান্ন পর্যন্ত মিছিলের অনুমতি বিচারপতি রাজাশেখর মান্থার। শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। সর্বাধিক দেড় হাজার লোক নিয়ে মিছিলের অনুমতি। 'সরকারি কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখতে চান', এটুকু অধিকার তাঁদের আছে, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। 

WB News Live Updates: রায়গঞ্জে কর্মী, সমর্থকদের নিয়ে মিছিল কৃষ্ণ কল্যাণীর

রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। প্রার্থী পদে নাম ঘোষণার পরের দিনই তিনি রায়গঞ্জে এসে কর্মী, সমর্থকদের নিয়ে মিছিল করেন। গতকাল শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। 

Partha Bhowmik: খুন করিনি, ঔদ্ধত্য দেখাইনি, চেয়ার আঁকড়ে থাকার বাসনা নেই, অর্জুনকে বিঁধলেন পার্থ

অর্জুন সিংহকে নিয়ে মুখ খুললেন পার্থ ভৌমিক। বললেন, "কাউকে খুন করিনি। ঔদ্ধত্য দেখাইনি কারও উপর। ব্যারাকপুরের মানুষ আমাকে গ্রহণ করবেন। আমি জয়ী হবই বলে কোনও ধারণা নেই। চেয়ার আঁকড়ে থাকতে হবে, এমন কোনও ব্যাপার নেই আমার।"

Arjun Singh News Live Updates: BJP সাংসদকে ব্রিগেডে ডেকে নিয়ে গেলেন? মমতাকে প্রশ্ন অর্জুনের

"দিদিমণিকে অভিনন্দন জানাব যে উনি বলেছেন, আমি বিজেপি-তে আছি, বিজেপি-র সাংসদ। আমি বিজেপি-র সাংসদ ছিলাম, আগামী দিন বিজেপি-রই সাংসদ হতে পারি। দিদির কাছে ভাল ছেলে হতে পারেন পার্থ, এলাকার মানুষ ওঁকে কত মানেন, তা সময় বলবে। দিদি ভাল বলেছেন যে আমি বিজেপি-র সাংসদ। বিজেপি-র সাংসদ হয়ে ওঁর ব্রিগেড মঞ্চ আমি বসেছিলাম, এটা আমার জন্য ভাল। আমাকে ডাকা হয়েছিল বিজেপি সাংসদ হিসেবে, ভাল কথা। এই চিত্রনাট্যের জবাব মানুষ দেবেন," অর্জুন। 

Mamata on Arjun: অর্জুন তো এখনও বিজেপি-র সাংসদ। বিজেপি-র সাংসদ পদ ছাড়েনি, মমতা

"অর্জুন তো এখনও বিজেপি-র সাংসদ। বিজেপি-র সাংসদ পদ ছাড়েনি ও। এখনও বিজেপি-র টিকিয়ে জয়ী হয়েই রয়েছে। ও কোন দলে দাঁড়াবে, তা ঠিক করার স্বাধীনতা ওর। আমরা রাজনৈতিক ভাবে লড়াই করব। ব্যারাকপুরে আমাদের প্রার্থী পার্থ ভৌমিক। আশাকরি মানুষের পূর্ণ সমর্থন পাবে পার্থ। ও ভাল ছেলে", মমতা বন্দ্য়োপাধ্যায়।

Kajal Sheikh: এলাকায় ভোটার ১৬ হাজার, লিড চাই অন্তত ১০ হাজার, বীরভূমে লক্ষ্য বেঁধে দিলেন কাজল শেখ

'এলাকায় ভোটার ১৬ হাজার, লিড চাই অন্তত ১০ হাজার', নির্বাচনের প্রচারে গিয়ে এভাবেই জয়ের ব্যবধান বেঁধে দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে প্রচারে গিয়ে হুঙ্কার বীরভূমের তৃণমূল নেতার। 


 

Mamata Banerjee: পরিযায়ী শ্রমিকরা ভোটার লিস্টে নাম তুলে রাখবেন, যাতে এনআরসি করে বাদ দিতে না পারে: মমতা

২৮ লক্ষ পরিযায়ী শ্রমিকের জন্য পৃথক স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করেছি। পরিযায়ী শ্রমিকরা ভোটার লিস্টে নাম তুলে রাখবেন, যাতে এনআরসি করে বাদ দিতে না পারে: মমতা।

Mamata Banerjee News Live Updates: কেন্দ্র ৩ বছর টাকা দেয়নি, আমরা আমাদের তহবিল থেকে টাকা দিয়েছি: মমতা

সরকারি কর্মীদেরও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। কেন্দ্র ৩ বছর টাকা দেয়নি, আমরা আমাদের তহবিল থেকে টাকা দিয়েছি। কর্মশ্রী প্রকল্পে বছরে ৫০ দিনের কাজ নিশ্চিত করেছি: মমতা বন্দ্যোপাধ্যায়।
'

Arjun Singh News Live updates: পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন, জানালেন অর্জুন

ব্যারাকপুরে এবার পার্থ-অর্জুন সংঘাত? অর্জুন জানিয়েছেন, তিনি পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন এটা নিশ্চিত। দলের একাংশকে দিয়ে আমার বিরোধিতা করানো হয়েছে পরিকল্পিতভাবে। পুরোটাই স্ক্রিপ্টেড। ছোটবেলা থেকে কখনও বিনা টিকিটে ট্রেনে
উঠিনি। পার্থ ভৌমিক কখনও কারও ভাল করেননি। মোদিকে দেখে এই সিন্ডিকেটের বিরুদ্ধে মানুষ ভোট দেবে। ব্যারাকপুরে আগেরবারের থেকে বেশি ভোটে জিতব। এমনই দাবি করলেন সাংসদ অর্জুন সিং। তাঁর দাবি, CAA নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝাচ্ছেন। ভোটের রাজনীতি করছেন। এবার মুখ্যমন্ত্রীকেও নিশানা করলেন অর্জুন সিং। 


 

Hiran Chatterjee Live Updates: ঘাটালে দেবের সঙ্গে লড়াই, প্রচারে গিয়ে চণ্ডীমন্দিরে পুজো হিরণের

ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের প্রতিপক্ষ বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। তিনি খড়গপুরের সদরের বিধায়ক। লোকসভা ভোটের প্রচারে নামার আগে আজ পিংলার জামনায় চণ্ডী মন্দিরে পুজো দিলেন হিরণ। 

Balurghat News: বালুরঘাটে সুকান্তের বিরুদ্ধে বিপ্লব, প্রচার শুরু করলেন

লোকসভা ভোটে এবার বালুরঘাট কেন্দ্রে এবার দুই ভূমিপুত্রের লড়াই।  তৃণমূলের প্রার্থী হয়েছেন ক্রেতা সুরক্ষামন্ত্রী ও হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র।
 তাঁর প্রতিপক্ষ বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।  প্রার্থী পদ ঘোষণার পর এদিন নিজের কেন্দ্রে পা রাখলেন তৃণমূল প্রার্থী।  গঙ্গারামপুর স্টেশন হুডখোলা গাড়িতে চড়ে পৌঁছলেন বাড়ি।  রাস্তার দু’ধারে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী, সমর্থকরা।  পুষ্পবৃষ্টি করে, মিছিল করে তৃণমূল প্রার্থীকে বাড়ি পৌঁছে দেন তাঁরা।  প্রচারের হাতিয়ার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন জানিয়েছেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। 

Babun Banerjee Live Updates: 'হাওড়ায় নির্দল প্রার্থী হয়ে লড়াই করব', হুঁশিয়ারি মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের

'হাওড়ায় নির্দল প্রার্থী হয়ে লড়াই করব', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের। 'মোহনবাগানের এজিএমের সময় প্রসূন যে  দুর্ব্যবহার করেছিলেন, তা ভুলিনি। নির্দল প্রার্থী হয়ে দাঁড়াব, দিদি হয়ত না বলবেন, তবু দাঁড়াচ্ছি। আমি হাওড়ার ভোটারও হয়েছি', এবিপি আনন্দকে জানালেন তৃণমূল নেত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। 

TMC Lok Sabha Campaign: লোকসভা নির্বাচনের আগে আজ থেকে তৃণমূলের 'অধিকার যাত্রা'

লোকসভা ভোটে বাংলা-বিরোধীদের বিসর্জন দিতে নতুন প্রচার-কৌশল নিয়েছে তৃণমূল। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অধিকার যাত্রা’। আজ থেকেই শুরু হচ্ছে তৃণমূলের এই প্রচার কর্মসূচি। - এই কর্মসূচির আওতায় তৃণমূলের ৪২ জন প্রার্থী নিজের লোকসভা কেন্দ্রে ১০ দিনের অধিকার যাত্রা করবেন। সঙ্গে থাকবেন স্থানীয় বিধায়ক বা সংগঠনের নেতারা। যারা কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত হয়েছেন। মূলত তাদের মাঝে গিয়েই প্রচার চালানো এর মূল উদ্দেশ্য। নিজের কেন্দ্রে দরজায় দরজায় ঘুরে প্রচার ও মিছিল করবেন তৃণমূল প্রার্থীরা। আজ ঘাটাল, মেদিনীপুর, তমলুক, বালুরঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা উত্তর ও দক্ষিণে তৃণমূলের এই ‘অধিকার যাত্রা’ হবে। 


 

Mamata Banerjee News Live Updates: মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফর কাটছাঁট, আজই কলকাতায় ফিরবেন

মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফর কাটছাঁট হল। উত্তরকন্যায় প্রশাসনিক সভা সেরে আজই কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পাহাড়ের উন্নয়নমূলক বোর্ডের
সদস্যদের সঙ্গে সভা করেন মুখ্যমন্ত্রী। আজ শিলিগুড়ি শহরে পদযাত্রা ও জলপাইগুড়ির ডাবগ্রামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পরে পদযাত্রা কর্মসূচি বাতিল হয়। শিলিগুড়ির উত্তরকন্যায় একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্য়াস করে এদিনই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। 


 

Kolkata News Live Updates: চা খেতে নিয়ে যাওয়ার নাম করে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল

চা খেতে নিয়ে যাওয়ার নাম করে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল প্রগতি ময়দান থানা এলাকায়। তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল ২ জনকে। ধৃতদের ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। 

Locket Chatterjee Live Updates: হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরোধিতা করে পোস্টার

এবার চন্দননগরে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরোধিতা করে পড়ল পোস্টার। নিজেদের বিক্ষুব্ধ মণ্ডল 
সভাপতি বলে দাবি করে পোস্টারে অভিযোগ তোলা হয়েছে, গত ৫ বছর এলাকাতেই আসেননি হুগলির বিজেপি সাংসদ। এবার ভোটের প্রচারে এসে মানুষের ক্ষোভের মুখে পড়ে, উল্টে মণ্ডল সভাপতিদেরই ভোটের পর দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন লকেট। তাই লকেটের হাত থেকে বাঁচতে তাঁরা পোস্টারের মাধ্যমে মোদিজির কাছে আবেদন জানাচ্ছেন বলে বিক্ষুব্ধদের দাবি। 

WB News Live Updates: ভবানীপুরের ব্যবসায়ীকে অপহরণ করে খুন, ব্যবসায়িক অংশীদার আটক

ভবানীপুরের ব্যবসায়ীকে অপহরণ করে খুন, নিমতার রবীন্দ্রপল্লিতে বিজনেস পার্টনারের বাড়ির জলের ট্যাঙ্কের নীচে লুকিয়ে রাখা হয় দেহ। জলের ট্যাঙ্কের নীচে বস্তাবন্দি দেহ ঢুকিয়ে রাতারাতি পাঁচিল গেঁথে ফেলা হয়। মৃত ভাবিয়া লাখানি ভবানীপুরের বাসিন্দা। তাঁর ব্যবসায়িক অংশীদারকে আটক করেছে বালিগঞ্জ থানার পুলিশ।

Dilip Ghosh Live Updates: কানে দুল পরে যারা চেঁচাচ্ছে, দিলীপ ঘোষ তাদের ভয় পায় না, এক থাপ্পড়ে ৭ দিন শুনতে পাবেন না: দিলীপ

মেদিনীপুরে মুখোমুখি বিজেপি ও তৃণমূল। স্লোগান, পাল্টা স্লোগানে উত্তেজনা, হুঙ্কার দিলীপ ঘোষের। বললেন, 'জুন মালিয়াদের বলে দিচ্ছি, এভাবে ভোট করবেন ভাবলে, আমরা কিন্তু অন্য কিছু দিয়ে ভোট করব। কানে দুল পরে যারা চেঁচাচ্ছে, দিলীপ ঘোষ তাদের ভয় পায় না। কানের নীচে একটা থাপ্পড় মারব, ৭ দিন শুনতে পাবে না।' 'অনেক কুকুরকে মুগুর দিয়ে সিধে করেছি', হুঙ্কার বিজেপি সাংসদ দিলীপ ঘোষের

Sandeshkhali News Live Updates: ED-র ওপর হামলার পর প্রতিবেশীর বাড়িতেই আত্মগোপন করেছিলেন শেখ শাহজাহান?

ED-র ওপর হামলার পর প্রতিবেশীর বাড়িতেই আত্মগোপন করেছিলেন শেখ শাহজাহান? ধৃত শাগরেদ ফারুখ আকুঞ্জির বাড়িতেই গা ঢাকা দিয়েছিলেন সন্দেশখালির ত্রাস। আদালতে চাঞ্চল্য়কর দাবি করল CBI. ঘটনার দিন লোক জড়ো করেছিলেন ধৃত জিয়াউদ্দিন ও দিদার বক্স। দাবি কেন্দ্রীয় এজেন্সির।

Arjun Singh Live Updates: তৃণমূল থেকে অর্জুন সিংয়ের ফের বিজেপিতে যাওয়ার সম্ভাবনা আরও জোরাল

তৃণমূল থেকে অর্জুন সিংয়ের ফের বিজেপিতে যাওয়ার সম্ভাবনা আরও জোরাল হল। নিজের অফিস থেকে, মমতা এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি সরিয়ে, সেখানে নরেন্দ্র মোদির ছবি লাগালেন ব্য়ারাকপুরের বিদায়ী সাংসদ। সূত্রের খবব, অর্জুনের বিজেপিতে যাওয়া ঠেকাতে মরিয়া তৃণমূল তাঁকে তাপস রায়ের ছেড়ে যাওয়া বরানগরে লড়ার প্রস্তাব দিয়েছে! যদিও তা ফিরিয়ে দিয়েছেন অর্জুন। 

CAA Row: CAA চালু করে আসলে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, দাবি তৃণমূলের, মিথ্যে প্রচার, পাল্টা বিজেপি

CAA চালু করে আসলে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি তৃণমূলের। পাল্টা বিজেপির বক্তব্য, মিথ্য়ে প্রচার করে, উস্কানি দিচ্ছে রাজ্য়ের শাসক দল। এই আবহে, নাগরিকত্বের আবেদন করার জন্য খোলা হয়েছে পোর্টাল। চালু করা হবে 'CAA-2019'-নামে একটি মোবাইল অ্যাপও।

প্রেক্ষাপট

১। সিএএ-পোর্টালে (CAA Implementation) আবেদন করলেই নাগরিক হয়ে যাবে অনুপ্রবেশকারী। যেতে হবে ডিটেনশন ক্যাম্পে। হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় লাগু করতে না দেওয়ার হুঙ্কার। (Mamata Banerjee)


২। এনআরসি-র সঙ্গে যুক্ত সিএএ, দাবি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের মুখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা, পাল্টা সুকান্ত-শুভেন্দু। 


৩। সিএএ হলে আর মিলবে না কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো সুবিধে। প্রকাশ্যে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 


৪। সিএএ হলেই সরকারি সুবিধে বন্ধের হুঁশিয়ারি মমতার। পাল্টা আক্রমণে বিজেপি। শমীক ভট্টাচার্যের কথায়, "টাকা দিতে পারবেন না বুঝে ভয় দেখাচ্ছেন।"


৫। ভোটে বিজেপির (BJP) হাতিয়ার সিএএ। আমরা বলেছিলাম, এনেছি, কথা রাখেনি কংগ্রেস, দাবি অমিত শাহের। নির্বাচনী বন্ড থেকে নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা জয়রাম  রমেশ। 


৬। নজরে তফশিলি ভোট। শুক্রবার থেকে রাজ্য জুড়ে প্রচারে নামছে তৃণমূল (TMC)। ৬ হাজার এলাকায় সাড়ে ৩ হাজার টিমের সভা, সিদ্ধান্ত অভিষেকের বৈঠকে। 


৭। বিদ্রোহী অর্জুন সিংহের বিজেপি যাওয়া ঠেকাতে মরিয়া তৃণমূল। বরানগরের বিধায়ক, মন্ত্রিত্বের প্রস্তাব। (Arjun Singh)


৮। তৃণমূলে টিকিট না পেয়ে ফের কি বিজেপিতে অর্জুন সিংহ? জল্পনার মধ্যেই অফিস থেকে সরল মমতা-অভিষেকের ছবি, এল মোদির ছবি। 


৯। শীঘ্রই বিদ্রোহী অর্জুনের লক্ষ্যভেদ? ফিরহাদ বললেন, "বলেছিলাম অল্টারনেটিভ ব্যবস্থা করে দেব।" অর্জুনের যুক্তি, "যেটা চেয়েছিলাম, সেটাই পাইনি, আবার অন্য কী ব্যবস্থা?"


১০। বিদ্রোহী অর্জুন সিংহ, পাল্টা পার্থ ভৌমিক। অর্জুনের কথায়, "পিছন থেকে গলা কাটা হয়েছে।" পার্থ বলেন, "বার বার দল পাল্টালে মানুষ বিশ্বাস করে না।"


১১। বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করায় এবার বেসুরো হুমায়ুন। তাঁর কথায়, "খেলোয়াড় দিয়ে হবে না। অধীরকে হারাতে প্রয়োজনে নির্দল হব।" 


১২। মোদির সভায় যোগ দিয়েই বার্লার বিদ্রোহে ইতি। ৬দিনের মধ্যেই আলিপুরদুয়ারের প্রার্থী টিগ্গাকে ভাই বলে সম্মোধন। প্রচারে নামারও ঘোষণা।


১৩। প্রার্থী ঘোষণার আগেই বিরোধী দলনেতার হাত ধরেই গড় চিনলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুজো দিলেন মন্দিরে, গেলেন নন্দীগ্রাম। দেখা করলেন শিশিরের সঙ্গে। 


১৪। দুর্নীতি মামলায় অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত, প্রকাশ্যেই জানালেন মমতা। বললেন, " অভিষেক ইয়ং ছেলে। বিয়ে করে কিছু তো করে খাবে! ব্যবসা শুরু করেছিল, সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে।"


১৫। ইডির উপরে হামলায় ধৃত আকুঞ্জিই সন্দেশখালির ত্রাসের আশ্রয়দাতা! দাবি সিবিআইয়ের। ইডির গ্রেফতারি এড়াতে শাহজাহানের আগাম জামিনের আর্জিও কোর্টে খারিজ। 


১৬। কেন বেতন ফেরতের মতো কড়া নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? এসএসসি মামলায় প্রশ্ন বিতর্কিত চাকরিপ্রার্থীদের। আমি হলে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিতাম, মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। 


১৭। বাইশে টেটের প্রশ্নে ভুল থাকার অভিযোগ গড়াল হাইকোর্টে। ১৫টি প্রশ্নে বিভ্রান্তি, ভুল ছিল কয়েকটি, অভিযোগ মামলাকারীদের। পর্ষদকে পরবর্তী পদক্ষেপ জানাতে নির্দেশ। 


১৮। কাজ হল সুপ্রিম কোর্টের হুঁশিয়ারিতে। ডেডলাইন শেষের আগেই নির্বাচন কমিশনে বন্ড সংক্রান্ত তথ্য দিল এসবিআই। শুক্রবারের মধ্যে ওয়েবসাইটে আপলোড। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.