West Bengal News Live Updates: সন্দেশখালি নিয়ে কে সত্যি বলছেন? শনিবার তৃণমূলের পোস্ট করা এই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
ভিড় সামলাতে নির্বাচনী জনসভার মঞ্চ থেকে মহুয়া মৈত্রর করা একটি মন্তব্য ঘিরে দানা বাধল বিতর্ক। রবিবার নদিয়ার কালীগঞ্জে মহুয়ার সমর্থণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার স্থলেই অভিষেক পৌঁছনোর আগে মঞ্চ থেকে সমর্থকদের ভিড় সামাল দিচ্ছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। তখনই কয়েকজনকে সরাতে বলার প্রসঙ্গে তাঁর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।
ভোটের আবহে তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত হয়ে উঠল উত্তর কলকাতার গিরিশ পার্ক। অন্যদিকে ফুলবাগানে বিজেপি কর্মীর বোনের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই মৃত্যু হল এক স্বপ্নের। ইমরান হোসেন, বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে। ইমরানের স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার, চেয়েছিলেন একবার অন্তত এসএসসি পরীক্ষা দিতে। কিন্তু, সে স্বপ্ন অধরাই থেকে গেল ইমরানের। ২০১৪-য় আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে স্নাতকোত্তর, ২০১৬-য় বিএড পাস। এরপর জোরকদমে শুরু করেছিলেন এসএসসি দেওয়ার প্রস্তুতি। কিন্তু, তারপর থেকে আর এসএসসি পরীক্ষাই হয়নি এরাজ্যে। দীর্ঘ ৮ বছরের অপেক্ষা। তার মধ্যেই এসএসসি পরীক্ষার দাবিতে ২০২০ সাল থেকে নিউ এসএসসি-এসএলএসটি একতা মঞ্চের ব্যানারে আন্দোলনে যোগ দেন তিনি। বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন কলকাতায়। পরিবারে একমাত্র উপার্জনের ভরসা ছিলেন তিনি। কিন্তু কী হবে, তা নিয়ে উৎকণ্ঠার মধ্যেই আজ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল, ইমরানের। মৃত্যু হল একটা স্বপ্নের।
সন্দেশখালিকাণ্ডে বিজেপি মণ্ডল সভাপতির ভিডিও সামনে আসার পর, এবার শেখ শাহজাহানকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়ে কার্যত আক্ষেপের সুর শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। সন্দেশখালিতে ভোটব্যাঙ্ক অটুট রাখতে কি শেখ শাহজাহানই তৃণমূলের কাছে একমাত্র ভরসা? প্রশ্ন তুলছে বিরোধীরা।
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক । কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়কে গো ব্যাক স্লোগান। তৃণমূলের গো ব্যাক স্লোগান, পাল্টা স্লোগান বিজেপির। প্রার্থী চলে যেতেই তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির । তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, ২জন মেডিক্যালে ভর্তি । দল জড়িত নয়, স্থানীয়দের রোষ, পাল্টা দাবি তৃণমূলের
ফের জেলবন্দি অনুব্রতর পাশে মমতা। 'কেষ্ট জেলে আছে, কিন্তু এই ছেলেটাই উন্নয়ন করত। বিজেপি সাজিয়ে মামলা করেছে, কিন্তু কতদিন আটকে রাখবে?' লাভপুরের সভা থেকে ফের পাশে থাকার বার্তা মমতার
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ আপাতত বহাল রাখার পর, কাল ফের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। তার আগে কার্যত ডিগবাজি খেয়ে SSC চেয়ারম্যান দাবি করেছেন, যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব। এবার সর্বোচ্চ আদালতে কী অবস্থান নেবে SSC? আদৌ কি তারা যোগ্য-অযোগ্য চাকরিহারাদের বিভাজন স্পষ্ট করতে পারবে?
প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী। ক্ষোভের মুখে জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। তীব্র গরমে পানীয় জলের সমস্যা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের। এলাকায় পর্যাপ্ত ল্যাম্প পোস্টের দাবিতে সরব গ্রামবাসীরা
খানাকুলে আরামবাগের তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর। কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। জনরোষের ফল, দলের কেউ জড়িত নয়, পাল্টা দাবি বিজেপির
রানিগঞ্জে বিধ্বংসী আগুন। ডেকোরেটরের গুদামে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
আগামীকাল আইসিএসই, আইএসসির রেজাল্ট। কাল সকাল ১১টায় আইসিএসই, আইএসসির ফলপ্রকাশ
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা। তৃণমূলের শিক্ষক সংগঠনের তরফে তমলুক থানায় এফআইআর । তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। খুনের চেষ্টা, মহিলাদের সম্মানহানি, মারধরের অভিযোগে এফআইআর। গতকাল তমলুকের বিজেপি প্রার্থীর মনোনয়ন পেশ ঘিরে উত্তেজনা। চাকরিহারাদের সমর্থনে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে ওঠে চোর স্লোগান, দেখা দেয় হাতাহাতির পরিস্থিতি। এই ঘটনায় তৃণমূলের শিক্ষক সংগঠনের তরফে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় এফআইআর। গোটাটাই তৃণমূলের চক্রান্ত, দাবি বিজেপির
ভোটের মুখে মেদিনীপুরে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন বেশ কিছু নেতা, কর্মী। মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার উপস্থিতিতে ঘাসফুল শিবিরে নাম লেখালেন বিজেপির প্রাক্তন ব্লক সভাপতি, প্রাক্তন বুথ সভাপতি, প্রাক্তন কাউন্সিলর-সহ একঝাঁক নেতা-নেত্রী। বিজেপিত্যাগীরা জানিয়েছেন, দিলীপ ঘোষকে অন্যত্র প্রার্থী করায় তাঁদের ক্ষোভ রয়েছে। এছাড়া, বিজেপিতে এখন নব্যদেরই দাপট, সেই কারণেই দলত্যাগ। এটা বিজেপির শেষের শুরু, সবাই একে একে মুখ ফেরাচ্ছে, কটাক্ষ তৃণমূলের। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব।
রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশি তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যপালের। রাজ্যপালের রক্ষাকবচের কথা স্মরণ করিয়ে পোস্ট রাজভবনের।
'সংবিধানের ৩৬১ (২) ও ৩৬১ (৩) ধারায় রক্ষাকবচ পান রাজ্যপাল। রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের এক্তিয়ার নেই পুলিশের। আদালত কোনও ব্যবস্থা নিতে পারে না। এফআইআর করতে পারে না পুলিশ। পুলিশ যোগাযোগ করলে সাড়া দেবেন না রাজভবনের কোনও কর্মী', সি ভি আনন্দ বোসের সই করা বিবৃতি পোস্ট রাজভবনের।
'বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়। রাজ্যপালের পদ কলঙ্কিত করা হয়েছে। প্রমাণ হয়ে গেছে সন্দেশখালি নিয়ে বাংলার মানুষকে কলঙ্কিত করেছে বিজেপি। ২ হাজার টাকার বিনিময়ে ধর্ষণের ভুয়ো অভিযোগ করা হয়েছে, এটা প্রমাণিত', অভিষেক।
সন্দেশখালির ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য। বাংলাকে বদনাম করতে ধর্ষণের সাজানো অভিযোগ। শুভেন্দুর পরিকল্পনাতেই সন্দেশখালিতে অস্ত্র মজুত,
বিজেপির মণ্ডল সভাপতির বক্তব্যের ভিডিও দেখিয়েও অভিযোগ অভিষেকের। কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে, দাবি বিজেপির মণ্ডল সভাপতির। সিবিআই তদন্তের দাবিতে অনড় শুভেন্দুর।
ভোটপ্রচারে গিয়ে সটান পুকুরে নেমে সাঁতার কাটলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। যে কোনও বিপদ থেকে রক্ষা পেতে বা অন্যকে বাঁচাতে সাঁতার শেখা জরুরি, পরামর্শ দিলেন পেশায় চিকিৎসক বাঁকুড়ার বিজেপি প্রার্থী। অন্যদিকে সকালে জনসংযোগে বেরিয়ে বাজার থেকে মাছ কিনে ফিরলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
ডেরেকের সঙ্গে বৈঠকের পরদিনই পুরনো ফর্মে কুণাল ঘোষ। সন্দেশখালির ভিডিওকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণে কুণাল। বললেন, "সরকার বিরোধী চক্রান্ত হয়েছে, যা রাষ্ট্রদ্রোহিতার সমান। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করুক। গঙ্গাধর কয়াল-সহ বাকিদের গ্রেফতার করতে হবে। সিবিআই-কে এখানে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে।"
বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার। সম্পত্তি হাতাতে দাদাকে খুনের অভিযোগে জনরোষের কবলে মৃতের দুই বোন। আজ সকালে ঘটনাটি ঘটেছে নিউটাউনের গোবিন্দনগরে। দাদাকে মেরে ফেলার অভিযোগে দুই বোনকে মারধরও করেন স্থানীয় বাসিন্দারা।পরে নিউটাউন থানার পুলিশ গিয়ে দুই মহিলাকে উদ্ধার করে।
মৃতের নাম আশিস রায়। স্থানীয়দের অভিযোগ, আশিসের স্ত্রীকেও অত্যাচার করে তাড়িয়েছেন দুই ননদ। এরপর আশিসের ওপর অত্যাচার বাড়ে। আশিসের নামেই সম্পত্তি, সেই আক্রোশেই দুই বোন দাদাকে নির্যাতন করতেন বলে স্থানীয়দের অভিযোগ।
প্রচারে বেরিয়ে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালের অব্যবস্থার অভিযোগে সরব লকেট। চিকিৎসক ছাড়াই টেকনিশান দিয়ে ইউএসজি করানোর অভিযোগ।
সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ মেশিন ব্যবহারের অভিযোগ বিজেপি প্রার্থীর। রোগীদের এই হাসপাতালে পরীক্ষা না করানোর পরামর্শ হুগলির বিজেপি প্রার্থী।
দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেয় গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করে প্রচার শুরু করলেন সৃজন ভট্টাচার্য। হুডখোলা গাড়িতে চড়ে প্রচারের ফাঁকে তৃণমূল পরিচালিত রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাসের সঙ্গে সৌজন্য-সাক্ষাৎ সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী। তৃণমূল নেতার সঙ্গে হাত মেলালেন, কথা বললেন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের বাড়ি রাস্তায় পড়লে, সৌজন্যের খাতিরে সেখানেও যেতাম, মন্তব্য যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর। এটা রাজনৈতিক সৌজন্য, যে যার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, প্রতিক্রিয়া তৃণমূল পুরপ্রধানের। সৃজনের জন্য আমার বাড়ির দরজা খোলা রয়েছে, তা বলে ভোট-বাক্সের দরজা খোলা থাকবে না, মন্তব্য সায়নী ঘোষের। এদিন বারুইপুরের মল্লিকপুরে প্রচার করেন যাদবপুরের তৃণমূল প্রার্থী।
ভোটের আগে উত্তপ্ত ফুলবাগান। বিজেপি নেতা ও তাঁর বোনের ওপর হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। জমি সংক্রান্ত বিবাদের জেরে গন্ডগোল, পুলিশ সূত্রে দাবি।
একই দিনে সিঙ্গুরে প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায় ও তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। রবিবার বারুইপাড়া-পলতাগড় পঞ্চায়েত ও মির্জাপুর-বাকিঁপুর পঞ্চায়েত এলাকায় জনসংযোগ সারেন লকেট। এরপর বারুইপুর স্টেশনে যান তিনি। সেখানে রেলের তরফে উচ্ছেদের নোটিস পাওয়া ব্যবসায়ীদের আশ্বাস দেন বিজেপি প্রার্থী।
গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে ব্যাঙ্কে জমা না দেওয়ার অভিযোগ। ৩৩ লক্ষ টাকা আর্থিক তছরুপের অভিযোগে বেসরকারি ব্যাঙ্কের এক কর্মীকে গ্রেফতার করল হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ। বিষয়টি জানতে পেরে গতকাল রাতে ওই ব্যাঙ্কের সামনে ভিড় জমান উদ্বিগ্ন গ্রাহকরা। অভিযোগ, ২০-২৫ জন গ্রাহকদের কাছ থেকে টাকা তুলে ব্যাঙ্কে সেই অর্থ আত্মসাৎ করেন বেসরকারি ব্যাঙ্কের কর্মী কৌশিক পাড়ুই। ওই কর্মীকে অনেকদিন ধরেই নজরে রাখা হচ্ছিল। এরপর তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেয় গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করে প্রচার শুরু করলেন সৃজন ভট্টাচার্য। হুডখোলা গাড়িতে চড়ে প্রচারের ফাঁকে তৃণমূল পরিচালিত রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাসের সঙ্গে সৌজন্য-সাক্ষাৎ সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী। তৃণমূল নেতার সঙ্গে হাত মেলালেন, কথা বললেন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের বাড়ি রাস্তায় পড়লে, সৌজন্যের খাতিরে সেখানেও যেতাম, মন্তব্য যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর। এটা রাজনৈতিক সৌজন্য, যে যার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, প্রতিক্রিয়া তৃণমূল পুরপ্রধানের। সৃজনের জন্য আমার বাড়ির দরজা খোলা রয়েছে, তা বলে ভোট-বাক্সের দরজা খোলা থাকবে না, মন্তব্য সায়নী ঘোষের। এদিন বারুইপুরের মল্লিকপুরে প্রচার করেন যাদবপুরের তৃণমূল প্রার্থী।
কাকদ্বীপের পর নামখানা। ফের সুন্দরবনে তৃণমূলের মদতে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল। নামখানা গ্রাম পঞ্চায়েতের দ্বারিকনগর গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে সপ্তমুখী নদী। ঘূর্ণিঝড় আমফানের নদী বাঁধের ধারে গাছগুলি ভেঙে পড়ে যাওয়ায়, সরকারের তরফে গাছ লাগানো হয়। অভিযোগ, গত কয়েকমাস ধরে সেই গাছই শ’য়ে শ’য়ে কেটে পাচার করা হচ্ছে। গতকাল নামখানার BDO, কাকদ্বীপের SDO এবং বন দফতরের
কাছে অভিযোগ জানান গ্রামবাসীরা। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি ও তৃণমূল নেতা শ্রীমন্ত মালি জানিয়েছেন, স্থানীয় পঞ্চায়েতকে
ছড়ি, হকি স্টিক, হাতপাখার পর এবার দিলীপ ঘোষের হাতে মাছের প্যাকেট। দুর্গাপুরে প্রাতর্ভ্রমণ ও চা-চক্র সেরে ফেরার পথে, চারা পোনা কিনলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। মাছ বিক্রেতাকে দিলেন ধূমপান না করার পরামর্শ। এদিন জুন মালিয়ার আক্রমণের জবাবও দিয়েছেন দিলীপ। উনি মেদিনীপুরে ক’দিন গেছেন? ওঁকে তো TV-তেও দেখা যায় না। রোদে বেরোন না। মেদিনীপুরে গিয়ে দলের লোকেদের সঙ্গে ঝগড়া করে চলে আসেন। মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার আক্রমণের জবাব পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের।
সিঁথিতে আগুন-আতঙ্ক। সিঁথির কাঠগোলা এলাকায় সকাল ৮টা নাগাদ একটি বাড়িতে আগুন লাগে। স্থানীয়দের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। বাড়ির অ্যাসবেস্টসের ছাউনি ভেঙে পড়ে। গ্রিল কেটে বাড়ির চার বাসিন্দাকে বাইরে বার করেন প্রতিবেশীরাই। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। কাছেই সিঁথি থানা, কিন্তু পুলিশ দেরিতে এসেছে বলে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা।
ভোট-প্রচারে এবার সাঁতার শেখার পরামর্শ দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। রবিবার সকালে লোকপুরে বাড়ির পাশে পুকুরে নেমে পড়লেন সাঁতার কাটতে। যে কোনও বিপদ থেকে রক্ষা পেতে বা অন্যকে বাঁচাতে সাঁতার শেখা জরুরি, পরামর্শ দিলেন পেশায় চিকিৎসক বাঁকুড়ার বিজেপি প্রার্থী।
অবশেষে জ্বালাপোড়া গরম থেকে মুক্তি? আশা জাগাচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। আজ সকাল থেকে রোদের তেজ অনেকটা কম। কলকাতায় পারদ নেমেছে। আজও চল্লিশের নীচে থাকবে তাপমাত্রা। আজ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামীকাল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সোম থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সোম ও মঙ্গলবার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি হয়েছে। এই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহওয়া দফতর।
মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় ভোট। তার ৩ দিন আগে অপসারিত রানিতলা থানার OC। রানিতলা থানার OC রবীন্দ্রনাথ বিশ্বাসকে সরাল নির্বাচন কমিশন। ভোটের কোনও কাজে OC-কে না রাখার নির্দেশ কমিশনের। ওই পুলিশ আধিকারিককে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, এমন কোনও দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তাঁর শূন্যপদ পূরণের জন্য বিকল্প নামও চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
ভোটের মধ্যেই চুপিসাড়ে রাজ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধির অভিযোগ নিয়ে এক্স হ্যান্ডলে সরব হলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা গ্রাহকদের পকেট ফাঁকা করতে চুপচাপ মাশুল তালিকার পুনর্বিন্যাস করেছে। সুচতুরভাবে বিদ্য়ুতের ইউনিটের দাম না বাড়ালেও স্ল্যাব এমনভাবে বদল করা হয়েছে যাতে গ্রাহকদের আরও বেশি খরচ হবে। ২টি সম্ভাব্য বিদ্যুতের বিলের হিসেব তুলে ধরে শুভেন্দু লিখেছেন, এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তথ্য প্রকাশ্যে না এনে গ্রাহকদের লুঠ করে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার দাবি, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এই প্রচার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত
ও অসত্য। বিদ্যুতের মাশুল একই আছে।
রাতে আলিপুরের একটি ফলের দোকানে আগুন লাগল। হাই সিকিউরিটি জোন, একদিকে হর্টিকালচার, আরেক দিকে সার দিয়ে একাধিক শিল্পপতি ও ব্যবসায়ীর বাড়ি। এমনই একটি জায়গায় গতকাল রাতে বন্ধ ফলের দোকানে আগুন লাগে। দোকানে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। দমকল এসে আগুন নেভায়। কী করে আগুন লাগল, তা স্পষ্ট নয়।
লোকসভা ভোটের তৃতীয় দফার আগে সন্দেশখালি নিয়ে তৃণমূলের দেখানো ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ভোটের আগে কি অস্ত্র মজুতের পরিকল্পনা করেছিল বিজেপি? তৃণমূলের দেওয়া ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন। তাঁর গলা বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন সন্দেশখালি ২ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
লোকসভা ভোটের তৃতীয় দফার আগে সন্দেশখালি নিয়ে তৃণমূলের দেখানো ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ভোটের আগে কি অস্ত্র মজুতের পরিকল্পনা করেছিল বিজেপি? তৃণমূলের দেওয়া ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন। তাঁর গলা বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন সন্দেশখালি ২ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে বেকবাগানে ডেরেক ও'ব্রায়েনের অফিসে তাঁর সঙ্গে বৈঠক করলেন ব্রাত্য বসু। তারপরই, কুণাল ঘোষের বক্তব্যে মিলল ক্ষোভ প্রশমনের ইঙ্গিত। তিনি বলেন, 'ক্ষোভ-অভিমানের বিষয় নয়। আলোচনা হয়েছে, তৃণমূলে ছিলাম, আছি, থাকব'।
প্রেক্ষাপট
সন্দেশখালি নিয়ে কে সত্যি বলছেন? শনিবার তৃণমূলের পোস্ট করা এই ভিডিও প্রকাশ্যে আসতেই এই প্রশ্নটাই ক্রমশ জোরালো হচ্ছে। এই প্রেক্ষাপটে CBI তদন্তের দাবিতে সুর চড়াচ্ছে বিজেপি। পাল্টা তৃণমূল বলছে, CBI-কে আশ্রয়স্থল হিসেবে ভাবে বিজেপি। লোকসভা ভোটের মাঝে সন্দেশখালি নিয়ে তৃণমূলের পোস্ট করা এই ভিডিও ঘিরে, এখন সরগরম বঙ্গ রাজনীতি। প্রশ্ন উঠতে শুরু করেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -