West Bengal News Live Updates: মায়ের বাড়িতে পুজো দিলেন প্রধানমন্ত্রী মোদি

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 28 May 2024 11:16 PM
West Bengal News Live:জেলবন্দি জ্য়োতিপ্রিয় মল্লিকের মদতেই শেখ শাহজাহানের উত্থান বলে চার্জশিটে দাবি ইডি-র

 


সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে জোড়া চার্জশিট পেশ দুই কেন্দ্রীয় এজেন্সির। জেলবন্দি জ্য়োতিপ্রিয় মল্লিকের মদতেই শেখ শাহজাহানের উত্থান বলে চার্জশিটে দাবি ইডি-র। ২০১৩ সালের পর থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রীর মদতে শেখ শাহজাহানের উত্থান বলে চার্জশিটে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এখনও পর্যন্ত অন্তত ২৬১ কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে । সরবেড়িয়ার শেখ শাহজাহান মার্কেট সহ ২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও চার্জশিটে দাবি করেছে ইডি। 

WB News Live: তারাতলার ইন্ডিয়ান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিতরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২

রেমালের দুর্যোগ কাটতে না কাটতেই মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায় । তারাতলার ইন্ডিয়ান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিতরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২

West Bengal News Live: বাংলাদেশের সাংসদকে খুনের পর দেহ টুকরো টুকরো করে বাথরুমে ফ্লাশ!

 


বাংলাদেশের সাংসদকে খুনের পর দেহ টুকরো টুকরো করে বাথরুমে ফ্লাশ! নিউটাউনে সেপটিক ট্যাঙ্কে মিলেছে মানুষের ৫ কেজি মাংস, হাড়, চুল, দাবি সিআইডি সূত্রে। নিউটাউনে আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার ৫ কেজি মাংস, হাড়, চুল, দাবি সিআইডি সূত্রে। উদ্ধার হওয়া মানুষের মাংস, চুল পাঠানো হল সিএফএসএলে, খবর সিআইডি সূত্রে। 

PM Modi: বিবেকানন্দের স্মৃতিধন্য কন্যাকুমারীর রক মেমোরিয়ালে প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রচার শেষে বিবেকানন্দের স্মৃতিধন্য কন্যাকুমারীর রক মেমোরিয়ালে প্রধানমন্ত্রী। ৩০ মে সন্ধে থেকে ১ জুন সন্ধে পর্যন্ত ধ্যান করবেন নরেন্দ্র মোদি। এনিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 

WB News Live: বাংলায় এসে কাকে হুঙ্কার প্রধানমন্ত্রীর ?


'১০ বছর আগে গ্যারান্টি দিয়েছিলাম না খাবো, না খেতে দেব। কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি। এবার আমার গ্যারান্টি যে খাবে, সেটা বাইরে বার করব। যা লুঠ করা হয়েছে, সেটা কীকরে ফেরত দিতে হবে, তার জন্য আইনি ব্যবস্থা করছি। প্রায় ১৭০০০ কোটি টাকা মানুষের থেকে লুঠ করা হয়েছে, তা মানুষের কাছে ফেরত দিয়ে দেওয়া হয়েছে', অশোকনগরের সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর।

PM Modi: বাগবাজারে মায়ের বাড়িতে প্রধানমন্ত্রী

বাগবাজারে মায়ের বাড়িতে প্রধানমন্ত্রী। সারদা মায়ের পুজো করলেন নরেন্দ্র মোদি। ভোটপ্রচারে ফের বাংলায় নরেন্দ্র মোদি। তাপস রায়ের সমর্থনে কলকাতায় মোদির রোড শো। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত নরেন্দ্র মোদির রোড শো। 

WB News Live: শেখ শাহজাহানের বিরুদ্ধে জোড়া চার্জশিট পেশ দুই কেন্দ্রীয় এজেন্সির

 


সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে জোড়া চার্জশিট পেশ দুই কেন্দ্রীয় এজেন্সির। জেলবন্দি জ্য়োতিপ্রিয় মল্লিকের মদতেই শেখ শাহজাহানের উত্থান বলে চার্জশিটে দাবি ইডি-র। ২০১৩ সালের পর থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রীর মদতে শেখ শাহজাহানের উত্থান বলে চার্জশিটে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এখনও পর্যন্ত অন্তত ২৬১ কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে । সরবেড়িয়ার শেখ শাহজাহান মার্কেট সহ ২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও চার্জশিটে দাবি করেছে ইডি। 

Modi in Bengal : মায়ের বাড়িতে পুজো দিলেন প্রধানমন্ত্রী মোদি

বাংলায় এসে  মায়ের বাড়িতে পুজো দিলেন প্রধানমন্ত্রী মোদি

PM Modi: বিবেকানন্দের স্মৃতিধন্য কন্যাকুমারীর রক মেমোরিয়ালে প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রচার শেষে বিবেকানন্দের স্মৃতিধন্য কন্যাকুমারীর রক মেমোরিয়ালে প্রধানমন্ত্রী। ৩০ মে সন্ধে থেকে ১ জুন সন্ধে পর্যন্ত ধ্যান করবেন নরেন্দ্র মোদি। এনিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 

West Bengal News Live:বেহালার সভা থেকে এবার মমতার নিশানায় মোদি

'এবার আর কেন্দ্রে ক্ষমতায় আসছে না বিজেপি', বেহালার সভা থেকে দাবি মমতার
 

WB News Live: অশোকনগরের সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর


'১০ বছর আগে গ্যারান্টি দিয়েছিলাম না খাবো, না খেতে দেব। কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি। এবার আমার গ্যারান্টি যে খাবে, সেটা বাইরে বার করব। যা লুঠ করা হয়েছে, সেটা কীকরে ফেরত দিতে হবে, তার জন্য আইনি ব্যবস্থা করছি। প্রায় ১৭০০০ কোটি টাকা মানুষের থেকে লুঠ করা হয়েছে, তা মানুষের কাছে ফেরত দিয়ে দেওয়া হয়েছে', অশোকনগরের সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর।

West Bengal News Live: সাইক্লোনের মোকাবিলায় কেন্দ্র রাজ্য সরকারকে সবরকম সাহায্য করেছে : মোদি

পূর্ব ভারতের উন্নয়নে রেকর্ড অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। আমরা সবাই মিলে সাইক্লোনের মোকাবিলা করেছি। কেন্দ্র রাজ্য সরকারকে সবরকম সাহায্য করেছে। একটা সময় ছিল বাংলা লক্ষ লক্ষ দেশবাসীকে রোজগার দিত। এখন বাংলায় কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে, বললেন মোদি।

WB News Live: তৃণমূল ও সিপিএম একই কয়েনের এপিঠ-ওপিঠ : মোদি

তৃণমূল ও সিপিএম একই কয়েনের এপিঠ-ওপিঠ। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সহযোগী বামেরা। ১০ বছর আগে গ্যারান্টি দিয়েছিলাম না খাবো, না খেতে দেব। কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি। এবার আমার গ্যারান্টি যে খাবে, সেটা বাইরে বার করব। যা লুঠ করা হয়েছে, সেটা কী করে ফেরত দিতে হবে, তার জন্য আইনি ব্যবস্থা করছি: মোদি।

West Bengal News Live: ভোটের আগে মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খানের বদলির নির্দেশ

 


ভোটের আগে মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খানের বদলির নির্দেশ। ভোটের কোনও কাজে রাখা যাবে না আমিনুলকে, নির্দেশ কমিশনের। সন্দেশখালিকাণ্ডে আমিনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ছিল শুভেন্দু অধিকারীর। এছাড়াও সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাওকেও বদলির নির্দেশ কমিশনের। রহড়া থানার আইসি দেবাশিস সরকারকেও বদলি করল নির্বাচন কমিশন। 

Narendra Modi: তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের বাংলার উন্নয়নের কোনও চিন্তা নেই: মোদি

তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের বাংলার উন্নয়নের কোনও চিন্তা নেই। একটাই লক্ষ্য তুষ্টিকরণ। ওবিসিদের অধিকার লুঠ করে নেওয়া হয়েছে। বিচারপতি, বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। এবার বিচারপতির বিরুদ্ধে গুন্ডাদের লাগিয়ে দেবেন নাকি? মোদি।

Narendra Modi: তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের বাংলার উন্নয়নের কোনও চিন্তা নেই: মোদি

তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের বাংলার উন্নয়নের কোনও চিন্তা নেই। একটাই লক্ষ্য তুষ্টিকরণ। ওবিসিদের অধিকার লুঠ করে নেওয়া হয়েছে। বিচারপতি, বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। এবার বিচারপতির বিরুদ্ধে গুন্ডাদের লাগিয়ে দেবেন নাকি? মোদি।

Narendra Modi: ১০ বছরে একটিও দুর্নীতি হতে দিইনি আমি: মোদি

তৃণমূল ও সিপিএম একই কয়েনের এপিঠ-ওপিঠ। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সহযোগী বামেরা। ১০ বছর আগে গ্যারান্টি দিয়েছিলাম না খাবো, না খেতে দেব। কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি। এবার আমার গ্যারান্টি যে খাবে, সেটা বাইরে বার করব। যা লুঠ করা হয়েছে, সেটা কী করে ফেরত দিতে হবে, তার জন্য আইনি ব্যবস্থা করছি: মোদি।

Narendra Modi: একসময় ছিল বাংলা রোজগার দিত, এখন বাংলায় কারখানা বন্ধ: মোদি

পূর্ব ভারতের উন্নয়নে রেকর্ড অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। আমরা সবাই মিলে সাইক্লোনের মোকাবিলা করেছি। কেন্দ্র রাজ্য সরকারকে সবরকম সাহায্য করেছে। একটা সময় ছিল বাংলা লক্ষ লক্ষ দেশবাসীকে রোজগার দিত। এখন বাংলায় কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে: মোদি।

Narendra Modi: কংগ্রেস, সিপিএম-এর পর বাংলাকে লুঠ করছে তৃণমূল: মোদি

একসময় কংগ্রেস বাংলাকে লুটেছে, তার পর লুটেছে সিপিএম। এখন দু'হাতে লুঠতরাজ চালাচ্ছে তৃণমূল: মোদি।

Narendra Modi: অশোকনগরের সভায় মোদি, দলের হয়ে প্রচারে ফের বঙ্গে

অশোকনগরের সভায় পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এবং রেখা পাত্রের সমর্থনে সভা।

Lok Sabha Elections 2024: আজ ভোট প্রচারে জোড়া রোড শো,জনসভা মমতার, হাইভোল্টেজ প্রচার মোদির

আজ ভোট প্রচারে জোড়া রোড শো ও একটি জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দুপুরে বিরাটির বণিক মোড় থেকে থেকে বিমানবন্দরের ২ নম্বর গেট পর্যন্ত এবং বিকেলে এন্টালি মার্কেট থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত রোড শো-এর কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। সন্ধ্যায় বেহালা চৌরাস্তায় জনসভা করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়

Narendra Modi: একটু পরেই অশোকনগরে মোদির সভা

আজ উত্তর কলকাতায় রোড শো মোদির। হেলিকপ্টারে চেপে রওনা অশোকনগরের উদ্দেশে। সেখানে সভা করবেন তিনি। তাপস রায়ের সমর্থনে রোড শো মোদির। 

Narendra Modi: নির্বাচনী প্রচারে রাজ্যে এসে পৌঁছলেন নরেন্দ্র মোদি, আজ কলকাতায় রোড শো

নির্বাচনী প্রচারে রাজ্যে এসে পৌঁছলেন নরেন্দ্র মোদি। আজ কলকাতায় রোড শো করবেন তিনি।  শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মোদির রোড শো। নেতাজি মূর্তির পাদদেশ থেকে স্বামী বিবেকানন্দর বাড়িতে যাবেন। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী। বারাসাত ও যাদবপুর লোকসভা কেন্দ্রে সভা করবেন মোদি।অশোকনগর ও বারুইপুরেও সভা করবেন।

Basirhat SDPO Transfer: ভোটের আগে বসিরহাট পুলিশ জেলার এসডিপিও আমিনুল ইসলাম খানের বদলির নির্দেশ

ভোটের আগে বসিরহাট পুলিশ জেলার এসডিপিও আমিনুল ইসলাম খানের বদলির নির্দেশ। ভোটের কোনও কাজে রাখা যাবে না আমিনুলকে, নির্দেশ কমিশনের। সন্দেশখালিকাণ্ডে আমিনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ছিল শুভেন্দু অধিকারীর। এছাড়াও সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাওকেও বদলির নির্দেশ কমিশনের। রহড়া থানার আইসি দেবাশিস সরকারকেও বদলি করল নির্বাচন কমিশন। আজ দুপুর ৩টের মধ্যে কে দেবাশিস সরকারের জায়গায় আসবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Bangladesh MP Murder: বাংলাদেশের সাংসদের দেহাংশ কি বাথরুমে ফ্লাশ করে দেওয়া হয়েছে? বাড়ছে সন্দেহ

তন্নতন্ন করে তল্লাশির পরেও বাংলাদেশের সাংসদের দেহাংশ মেলেনি এখনও। দেহাংশর খোঁজে এবার সাংসদ যেখানে খুন হয়েছেন, সেখানকার নিকাশি পাইপ পরীক্ষা। পাইপ পরীক্ষা করে দেখছে সিআইডি। নিকাশি পাইপ ছাড়াও, সেপটিক ট্যাঙ্কও পরীক্ষা করছে সিআইডি। কোনওভাবে দেহাংশ পাইপ বা বাথরুমে ফ্লাশ করে বাইরে বার করে দেওয়া হতে পারে বলে সন্দেহ। এছাড়া আবাসনের উল্টোদিকে বাগজোলা খালেও তল্লাশি চালাচ্ছেন সিআইডি গোয়েন্দারা। 

Modi Rally in Kolkata: শ্যামবাজারে মোদির রোড শোয়ে লক্ষাধিক মানুষের সমাগম হবে, দাবি সুকান্ত মজুমদারের

শ্যামবাজারে মোদির রোড শোয়ে লক্ষাধিক মানুষের সমাগম হবে, দাবি সুকান্ত মজুমদারের। মোদির রোড শো-র জন্য প্রতি ১০০ মিটার অন্তর মঞ্চ তৈরির কথা থাকলেও, পুলিশের অসহযোগিতায় তা হচ্ছে না, অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি।

Bangladesh MP Murder: পয়ঃপ্রণালীতে তল্লাশি চালাতে সিআইডি-কে অনুরোধ ঢাকার গোয়েন্দা প্রধানের

তন্নতন্ন করে তল্লাশির পরেও এখনও মেলেনি বাংলাদেশের নিহত সাংসদের দেহাংশ। যে ফ্ল্যাটে সাংসদকে খুন করা হয়, সেখানে দেহাংশর খোঁজে পয়ঃপ্রণালীতে তল্লাশি চালাতে সিআইডি-কে অনুরোধ করা হয়েছে, জানালেন ঢাকার গোয়েন্দাপ্রধান হারুন উর রশিদ।

Minakhan News: রেমাল-দুর্যোগে মৃত বেড়ে ৭, মিনাখাঁয় বাঁধে ফাটল নিয়ে তুঙ্গে তরজা

রেমাল-দুর্যোগে মৃত বেড়ে ৭। এদিকে ভোটের আগে মিনাখাঁয় বাঁধে ফাটল নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল ইচ্ছে করে বাঁধ কেটে দিচ্ছে বলে অভিযোগ বিজেপির। বাঁধ কাটার পরে সেই বাঁধ মেরামত করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

Minakhan News: রেমাল-দুর্যোগে মৃত বেড়ে ৭, মিনাখাঁয় বাঁধে ফাটল নিয়ে তুঙ্গে তরজা

রেমাল-দুর্যোগে মৃত বেড়ে ৭। এদিকে ভোটের আগে মিনাখাঁয় বাঁধে ফাটল নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল ইচ্ছে করে বাঁধ কেটে দিচ্ছে বলে অভিযোগ বিজেপির। বাঁধ কাটার পরে সেই বাঁধ মেরামত করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

Jyotipriya Mallick: জেলবন্দি জ্যোতিপ্রিয়র মদতেই শাহজাহানের উত্থান, চার্জশিটে দাবি ইডি-র

জেলবন্দি জ্যোতিপ্রিয়র মদতেই শাহজাহানের উত্থান, চার্জশিটে দাবি ইডি-র। বাড়িতে অস্ত্র, তথ্য লুকোতেই তল্লাশিতে গেলে দরজা খোলেনি শাহজাহান, দাবি সিবিআইয়ের চার্জশিটে।

Bangladesh MP Murder: চার-চারটে দিন কেটে গেলেও, এখনও খোঁজ মেলেনি বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ার-উল-আজিমের দেহের

চার-চারটে দিন কেটে গেলেও, এখনও খোঁজ মেলেনি বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ার-উল-আজিমের দেহ বা দেহাংশের। সোমবার ধৃত কসাই জুবের ওরফে জিহাদকে নিউটাউনের আবাসনে নিয়ে গিয়ে ঘটনার দিন কী হয়েছিল, শুনলেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান। এদিকে, CID সূত্রে দাবি করা হয়েছে, বাংলাদেশের সাংসদ খুনের অন্যতম চক্রী আমানুল্লা জাল পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিল। 

Sagar News: রেমালের তাণ্ডবে দুর্যোগের মধ্য়েই চিকিৎসার গাফিলতিতে এক মাসের শিশু কন্য়ার মৃত্য়ুর অভিযোগ উঠল

রেমালের তাণ্ডবে দুর্যোগের মধ্য়েই চিকিৎসার গাফিলতিতে এক মাসের শিশু কন্য়ার মৃত্য়ুর অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লক হাসপাতালে। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গতকাল  সাগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় খানসাহেব আবাদ এলাকার বাসিন্দা ওই শিশু কন্য়াকে। পরিবারের অভিযোগ, সেই সময় হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না। পরে চিকিৎসক এলেও সেই মুহূর্তে হাসপাতালে বিদ্যুৎ না থাকায় নেবুলাইজার ঠিক মতো দেওয়া যায়নি বলে অভিযোগ। ডায়মন্ড হারবার স্বাস্থ্য় জেলার মুখ্য় স্বাস্থ্য আধিকারিকের দাবি, মুমুর্ষ অবস্থায় নিয়ে আসা হয়েছিল মৃত শিশু কন্য়াকে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।    

ED Raids: রাজ্য়ে ফের ইডির তল্লাশি, হোটেল ব্য়বসায়ীর বাড়িতে হানা

রাজ্য়ে ফের ইডির তল্লাশি। পাটনার একটি ব্য়াঙ্ক প্রতারণার মামলায় সাত সকালে অ্য়াকশনে কেন্দ্রীয় এজেন্সি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সল্টলেক ও রাজারহাটে দুটি বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারীদের। রাজারহাটে ভাটিন্ডা এলাকায় এক হোটেল ব্য়বসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। সল্টলেকের মহিষবাথানে সংস্থার ডিরেক্টরের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, ব্য়াঙ্ক প্রতারণায় অভিযুক্ত ব্য়বসায়ীর পুরী, ভুবনেশ্বর ও দার্জিলিংয়ে একাধিক হোটেল রয়েছে । 

Dilip Ghosh: কলকাতা এবং তার লাগোয়া এলাকায় জিততে পূর্ণ শক্তিপ্রয়োগ করবে বিজেপি, দিলীপ

কলকাতায় বামেরা কোনওদিন জিততে পারেনি। কংগ্রেসের ভোটব্যাঙ্ক তারপর চলে গিয়েছে তৃণমূলে। এবার কলকাতা এবং তার লাগোয়া এলাকায় জিততে পূর্ণ শক্তিপ্রয়োগ করবে বিজেপি, হুঙ্কার দিলীপ ঘোষের।

Narendra Modi-Mamata Banerjee: শেষ দফার ভোটের আগে আজ রাজ্য়ে হাইভোল্টেজ প্রচার, একাধিক কর্মসূচি মোদি ও মমতার

শেষ দফার ভোটের আগে আজ রাজ্য়ে হাইভোল্টেজ প্রচার। ফের রাজ্য়ে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাসাত ও যাদবপুর লোকসভা কেন্দ্রে জোড়া সভা ও কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে রোড শো করবেন তিনি। দুপুর দুটোয় বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত অশোকনগরের হরিপুর খেলার মাঠে প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল চারটেয় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুরের সাগর সঙ্ঘ মাঠে দ্বিতীয় সভা রয়েছে তাঁর। বিকেল পাঁচটা পঞ্চান্নয় কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর সমর্থনে শ্য়ামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত রোড শো করবেন নরেন্দ্র মোদি। অন্য়দিকে, আজ ভোট প্রচারে জোড়া রোড শো ও একটি জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বিরাটি থেকে বিমানবন্দর এবং এন্টালি মার্কেট থেকে পার্কসার্কাস পর্যন্ত রোড শো-এর কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। বেহালা চৌরাস্তায় জনসভা করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  

Locket Chatterjee: হুগলিতে স্ট্রং রুমের সামনে উত্তেজনা, বিক্ষোভের মুখে লকে

হুগলিতে স্ট্রং রুমের সামনে উত্তেজনা, বিক্ষোভের মুখে লকেট। নিরাপত্তা খতিয়ে দেখতে এসে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। লকেটকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। 

Sandeshkhali Case: বাড়িতে অস্ত্র ছিল বলেই ৫ জানুয়ারি ইডি-কে দরজা খোলেননি শেখ শাহজাহান,দাবি চার্জশিটে

বাড়িতে অস্ত্র ছিল। সেই তথ্য লুকোতেই গত ৫ জানুয়ারি ইডি তল্লাশিতে গেলে দরজা খোলেননি শেখ শাহজাহান। পরে সেই অস্ত্র উদ্ধার করা হয়। সন্দেশখালিতে ইডি ও সিআরপিএফের ওপর হামলার ঘটনায় বসিরহাট আদালতে জমা দেওয়া চার্জশিটে বিস্ফোরক দাবি করল সিবিআই। তার শাগরেদ ফারুখ আকুঞ্জির বিরুদ্ধে অভিযুক্ত শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে ফারুখ আকুঞ্জির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২১২ ধারায় অভিযোগ আনা হয়েছে। অন্য়দিকে, শেখ শাহজাহান, তার ভাই শেখ আলমগির, শেখ সিরাজউদ্দিন, তৃণমূল পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা, শেখ শাহজাহান মার্কেটের ম্য়ানেজার দিদার বক্স মোল্লার বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি অফিসারদের মারধর, হিংসা ছড়ানো, ষড়যন্ত্র, ছিনতাই সহ একাধিক ধারা দিয়েছে সিবিআই। ৩৮ পাতার চার্জশিটে নাম রয়েছে মোট সাত অভিযুক্তের।    

Local Train Derails: অফিস টাইমে লিলুয়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন

সকাল সকাল লাইনচ্যুত লোকাল ট্রেন। এর ফলে পূর্ব লেনের হাওড়া মেইন লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত। ডাউন লাইনে আপাতত বন্ধ রয়েছে ট্রেন চলাচল। লিলুয়া স্টেশনের কাছে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়। ওই ট্রেনটিকে লাইনে তোলার কাজ চলছে। সেই কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।

Purba Bardhaman News: ভোট মিটতেই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

ভোট মিটতেই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল বিধায়কের অনুগামী অঞ্চল সভাপতি ও তাঁর ছেলে সহ বেশ কয়েক জনকে মারধরের অভিযোগ উঠল দলেরই ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। পঞ্চায়েতের টেন্ডার নিয়ে কয়েক দিন আগে খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগের অনুগামীদের বলে পরিচিত উখরিদের তৃণমূল অঞ্চল সভাপতি হবিবুর রহমান ও তাঁর দলবলের সঙ্গে গন্ডগোল হয় খণ্ডঘোষের ব্লক সভাপতি অপার্থিব ইসলামের অনুগামীদের। তারপর থেকেই এলাকার দখল নেওয়ার চেষ্টা করছে দু'পক্ষ। অভিযোগ, গতকাল সন্ধ্য়ায় ব্লক সভাপতির অনুগামীরা রড-লাঠি নিয়ে অঞ্চল সভাপতির অনুগামীদের উপর চড়াও হয়। অঞ্চল সভাপতি হবিবুর রহমান, তাঁর ছেলে মেহেবুর রহমান সহ চার জন আহত হয়েছেন। তাদের বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও ব্লক সভাপতি অপার্থিব ইসলামের দাবি, গ্রাম্য় বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা।

Bishnupur News: স্ট্রং রুমের সিসিটিভি বদল করে ইভিএম বদলানোর ছক কষছিল রাজ্য পুলিশ

স্ট্রং রুমের সিসিটিভি বদল করে ইভিএম বদলানোর ছক কষছিল রাজ্য পুলিশ। অভিযোগ করলে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রাজ্য পুলিশকে সহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি। বিজেপি প্রার্থীর তোলা অভিযোগ অস্বীকার করেছেন বাঁকুড়ার পুলিশ সুপার। 

Kolkata News: শেষ দফা ভোটের আগে ফের আক্রান্ত এক সিপিআইএম কর্মী

শেষ দফা ভোটের আগে ফের আক্রান্ত এক সিপিআইএম কর্মী। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযুক্ত এক যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন সৃজন ভট্টাচার্য।  ঘটনাটি ১০১ ওয়ার্ডের গাঙ্গুলিবাগান এলাকার। আহত সিপিআইএম কর্মীর নাম মঙ্গলাচরণ চক্রবর্তী। বাঘাযতীন রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় নেতাজি নগর থানার পুলিশ । পরবর্তীতে ধৃতকে হস্তান্তর করে পাটুলি থানাকে। ঘটনার তদন্তে পাটুলি থানার পুলিশ।

Narendra Modi in Kolkata: আজ কলকাতায় রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

আজ কলকাতায় রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শেষ দফা ভোটের আগে ফের বঙ্গে মোদি। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মোদির রোড শো। প্রস্তুতি খতিয়ে দেখতে রাতেই শ্যামবাজারে সুকান্ত মজুমদার। নেতাজি মূর্তির পাদদেশ থেকে স্বামী বিবেকানন্দর বাড়িতে যাবেন মোদি।
কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী। বারাসাত ও যাদবপুর লোকসভা কেন্দ্রে সভা করবেন মোদি।
অশোকনগর ও বারুইপুরে সভা করবেন প্রধানমন্ত্রী।

Cyclone REmal Death Toll: রেমাল-দুর্যোগে মৃত বেড়ে ৭

রেমাল-দুর্যোগে মৃত বেড়ে ৭। মহেশতলায় জমা জলে বিদ্যুৎসপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। পানিহাটিতেও এক জনের মৃত্যু হয়েছে। মেমারিতে বিদ্যুৎসপৃষ্ট হয়ে মৃত্য়ু হয়েছে বাবা-ছেলের। মৌসুনি দ্বীপে গাছ ভেঙে মৃত্যু হয়েছে বৃদ্ধার। 

প্রেক্ষাপট

সপ্তম দফা লোকসভা ভোটের আগে আজ ফের বঙ্গে প্রধানমন্ত্রী। শ্যামবাজারে রোড শো-র পর অশোকনগর ও বারুইপুরে সভা। বুধবার কুলপিতে প্রচার। (Narendra Modi)


 আজ রাজ্যে মোদি, কটাক্ষ মমতার। মমতা, "আমার এখানে মুখ্যমন্ত্রী লেখা নেই, এত কেন মিথ্যার আশ্রয় নিচ্ছেন, যদি আপনি সব সিট পেয়ে গেছেন, তাহলে এটা করার দরকার কি ?" (Mamata Banerjee)


বিজেপি-কে আক্রমণ মমতার। বললেন, "বিজেপির সরকার অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি।"মোদির বললেন, "স্বাধীন সংস্থা গ্রেফতার করছে, এখন কুমির ধরা পড়ছে বলে প্রশ্ন করা হচ্ছে।" (Mamata on BJP)


রেমাল-রোষে প্রাণহানি। বাংলায় মৃত বেড়ে ৭। বিদ্যুৎস্পৃ্ষ্ট হয়ে প্রাণ গেল ৫ জনের। উপকূলে বাঁধ ভেঙে ঢুকল জল। কাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। (Cyclone REmal)


 কোথাও ভেঙেছে কাঁচা বাড়ি, কোথাও নদী-বাঁধে ফাটল, কোথাও ঢুকছে নদীর জল। উত্তর থেকে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় চরম দুর্ভোগ। কবে ঘুচবে সমস্যা ? প্রশ্ন স্থানীয়দের।


তৃণমূলের লুঠের কারণে বাংলায় বাস্তবায়িত হয়নি প্রধানমন্ত্রী আবাস যোজনা। আক্রমণ শমীক ভট্টাচার্যের। বাঁধ মেরামতির জন্যই কম ক্ষতি, পাল্টা কুণাল।


 রেমাল তাণ্ডবে তছনছ এলাকা। বকখালি থেকে কাকদ্বীপে চাষের জমিতে ঢুকেছে নোনা জল, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।


ভোটের মধ্যে দুর্যোগ, পে লোডারে সৌগত-সায়ন্তিকা। সিনেমা নয়, লাইসেন্স আছে, কটাক্ষ সজলের। ক্রেন চলে কিনা দেখছিলাম, পাল্টা সৌগত। পুরোটাই ফটোশ্যুট, আক্রমণ সুজনের।


দুর্গতদের পাশে সরকার। স্বাভাবিক হলেই এরিয়াল সার্ভে, বার্তা মমতার। কোথায় রাজ্য সরকার, সহায়তা করছে এনডিআরএফ, আক্রমণ অমিত মালব্যর। রেমালকে নিয়ে ছেলেখেলা, কটাক্ষ অধীরের।


আজ থেকে দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং-কালিম্পংয়ে জারি লাল সতর্কতা। কমলা সতর্কতা জারি জলপাইগুড়ি, কোচবিহারে।


বাংলায় তাণ্ডব চালিয়ে পড়শি দেশে আঘাত। রেমালের জেরে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি। ৬ জেলায় ১১ জনের মৃত্যু। আহত বহু। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন।  


অভিমান ভুলে কাছাকাছি সৌরভ-ঋদ্ধিমান। বেহালার অফিসে সৌরভের সঙ্গে বৈঠক। ত্রিপুরা ছেড়ে বাংলা দলে ফেরার ইচ্ছাপ্রকাশ ঋদ্ধির। গলেছে বরফ, সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.