West Bengal News LIVE Updates: স্বাস্থ্যসাথীতে নাম বসিরহাটের বিজেপি প্রার্থীর, রেখা পাত্রকে আক্রমণ তৃণমূলের

West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 29 Mar 2024 12:38 AM
WB News LIVE Updates: বিজেপি প্রার্থীর সঙ্গে মোদির কথায় কৃষ্ণচন্দ্র রায়ের প্রশংসা

বিজেপি প্রার্থীর সঙ্গে মোদির কথায় কৃষ্ণচন্দ্র রায়ের প্রশংসা। রামমোহন রায়ের সঙ্গে গুলোচ্ছেন, কটাক্ষ মহুয়ার। সত্যি কি, সেটাই জানেন না, পাল্টা অমৃতা। 

West Bengal LIVE News Updates: প্রচারে বেরিয়ে ভোটারদের শাসালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল

'ভোটের বেলায় বড় ফুলকে দেবে, আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে, সেটা হবে না।' প্রচারে বেরিয়ে এভাবেই ভোটারদের শাসালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। মিডিয়ার সামনে তাঁর সাফ কথা, 'তৃণমূল লিড না পেলে, আর কেউ কথা শুনতে আসবে না।' 

WB News LIVE Updates: মালদা উত্তরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূল প্রার্থীর

মালদা উত্তরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূল প্রার্থীর। 'মালদা উত্তরের তৃণমূল প্রার্থীকে সাহায্য পুলিশ-প্রশাসনের একাংশের', গতকাল অভিযোগ করেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। 'সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করে নির্বাচনী বিধিভঙ্গ মালদা উত্তরের বিজেপি প্রার্থীর', পাল্টা অভিযোগ মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। আমি কোনও নির্বাচনী বিধিভঙ্গ করিনি, সত্যি কথাই বলেছি, পাল্টা খগেন।

West Bengal LIVE News Updates: বসিরহাটের ভোটের যুদ্ধে সরকারি প্রকল্পেও 'আমরা-ওরা'!

বসিরহাটের ভোটের যুদ্ধে সরকারি প্রকল্পেও 'আমরা-ওরা'! 'স্বাস্থ্যসাথী প্রকল্পে সুবিধে নিয়েও কীভাবে বিজেপির প্রার্থী? লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথীর সুবিধে নিয়েও দিল্লির জমিদারদের সঙ্গে যোগ', বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাকে এবার আক্রমণে তৃণমূল, রাজ্য সরকারি প্রকল্প কী শুধু তৃণমূলের জন্য? পাল্টা জবাব রেখা পাত্রর।

WB News LIVE Updates: বরানগরে তৃণমূল প্রার্থী নিয়ে জল্পনার মধ্যেই কাউন্সিলরকে 'মমতার ফোন'

বরানগরে তৃণমূল প্রার্থী নিয়ে জল্পনার মধ্যেই কাউন্সিলরকে 'মমতার ফোন'। দুপুর দেড়টায় ফোন করেছিলেন নেত্রী: তৃণমূল কাউন্সিলর অঞ্জন পাল। 'তোমাকে প্রার্থী করতে পারলাম না, তবে ভাল প্রার্থী দিয়েছি', মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথনের দাবি বরানগরের তৃণমূল কাউন্সিলরের। ভোটে ভাল করে লড়াই করে তৃণমূল প্রার্থীকে জেতাব: তৃণমূল কাউন্সিলর

West Bengal LIVE News Updates: এবার প্রচারে গিয়ে ঘুগনি খাওয়ালেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়

এবার প্রচারে গিয়ে ঘুগনি খাওয়ালেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রচারে বেরিয়ে দাসপুরে বাজারে সব্জি কিনলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। ভোটের প্রচারে কালীগঞ্জের চায়ের দোকানে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। 

WB News LIVE Updates: 'ইডির ওপর হামলার সময় বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান', চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের

'ইডির ওপর হামলার সময় বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। ফোন করে দুষ্কৃতীদের ডেকে হামলা চালানো হয় ইডির ওপর', বসিরহাট কোর্টে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের 

West Bengal LIVE News Updates: ইডির তলবে গরহাজির, ভোটের প্রচারে মহুয়া

ইডির তলবে গরহাজির, ভোটের প্রচারে মহুয়া। 'ইডির কাজ চিঠি পাঠানো, আমার কাজ প্রচার করা। সবাই আমার কাছেই আসছে, আমি কার কাছে যাব?' ফেমা আইনে ইডির তলব এড়িয়ে পাল্টা আক্রমণে মহুয়া। 

WB News LIVE Updates: বিজেপি করায় কি সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হতে হচ্ছে পিংলায় সদ্য নিহত বিজেপি কর্মীর পরিবারকে?

বিজেপি করায় কি সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হতে হচ্ছে পিংলায় সদ্য নিহত বিজেপি কর্মীর পরিবারকে? বিস্ফোরক অভিযোগ করছেন নিহত বিজেপি নেতা শান্তুনু ঘোড়ুইয়ের মা।

WB News LIVE Updates: বিজেপি করায় কি সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হতে হচ্ছে পিংলায় সদ্য নিহত বিজেপি কর্মীর পরিবারকে?

বিজেপি করায় কি সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হতে হচ্ছে পিংলায় সদ্য নিহত বিজেপি কর্মীর পরিবারকে? বিস্ফোরক অভিযোগ করছেন নিহত বিজেপি নেতা শান্তুনু ঘোড়ুইয়ের মা।

West Bengal LIVE News Updates: 'রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশ করে আরও নিম্নরুচির পরিচয় দিল তৃণমূল', পোস্ট অমিত মালব্যর

'সরকারি নথি-সহ বসিরহাটের বিজেপি প্রার্থীর ব্যক্তিগত নথিও প্রকাশ করা হচ্ছে। রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশ করে আরও নিম্নরুচির পরিচয় দিল তৃণমূল'
পাল্টা আক্রমণে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বাংলার মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করুক নির্বাচন কমিশন, তৃণমূলের সরকারি নথির অপব্যবহার বন্ধ করতে পদক্ষেপ করুক কমিশন', সোশ্যাল মিডিয়ায় পোস্ট অমিত মালব্যর।

WB News LIVE Updates: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে এবার নিশানা করল তৃণমূল

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে এবার নিশানা করল তৃণমূল। সন্দেশখালির আন্দোলনকারী রেখা ভণ্ডামি করছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও দিল্লির জমিদারদের সঙ্গে জুড়ে গিয়েছেন, এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলের। প্রধানমন্ত্রীকে ট্যাগ করে তৃণমূলের কটাক্ষ, পরের বার রেখাকে ফোন করবেন, ওঁর স্বাস্থ্য সাথী কার্ডের ব্যাপারে খোঁজ নিতে ভুলবেন না। তাহলে আপনি বুঝতে পারবেন তৃণমূল নেতৃত্বের ব্রেনচাইল্ড স্বাস্থ্য সাথী কীভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পকে ছাড়িয়ে গেছে। এক্স হ্যান্ডলে কটাক্ষ তৃণমূলের। এর পাশাপাশি, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে 
সরব হয়েছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোও।

West Bengal LIVE News Updates: 'বরানগর উপনির্বাচনে চাই না কোনও তারকা-অভিনেতা', পোস্ট বরানগরের তৃণমূল কাউন্সিলরের

'বরানগর উপনির্বাচনে চাই না কোনও তারকা-অভিনেতা-অভিনেত্রী', শান্তনু সেনের সুরেই এবার পোস্ট বরানগরের তৃণমূল কাউন্সিলরের। রাজনৈতিক ব্যক্তিকেই প্রার্থী চেয়ে পোস্ট তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা দে-র। 'রাজনৈতিক ব্যক্তি ছাড়া এই লড়াই খুব সহজ হবে না। এমন কাউকে চাই যিনি আমাদের হয়ে লড়াই করবেন', বরানগর উপনির্বাচনে প্রার্থী নিয়ে তৃণমূল কাউন্সিলরের পোস্ট

WB News LIVE Updates: 'কোনও নির্বাচনই হালকাভাবে নেওয়া উচিত নয়', বরানগরের উপনির্বাচনে প্রার্থী নিয়ে মুখ খুললেন শান্তনু

বরানগরে বিজেপির সজলের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী কে? জল্পনার মধ্যেই মুখ খুললেন শান্তনু। বরানগরের উপনির্বাচনে প্রার্থী নিয়ে এবার শান্তনু বলছেন, 'কোনও নির্বাচনই হালকাভাবে নেওয়া উচিত নয়। রাজনৈতিক সহযোদ্ধারা রাজনৈতিক কর্মীকে পাশে পেলে খুশি হতেন। তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী নিয়ে জল্পনার মধ্যেই দাবি শান্তনু সেনের।

West Bengal LIVE News Updates: 'এবারের ভোট তৃণমূলের পক্ষে সবচেয়ে কঠিন ভোট', মন্তব্য সিপিএম নেতার

এবারের ভোট তৃণমূলের পক্ষে সবচেয়ে কঠিন ভোট। প্রচারে বেরিয়ে হাড়ে হাড়ে তা বুঝছেন শাসক দলের প্রার্থীরা। তাই এ ধরনের মন্তব্য বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর, মন্তব্য সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর।

WB News LIVE Updates: মালদার হরিশ্চন্দ্রপুরে থানা ঘেরাও বিজেপির

বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে মালদার হরিশ্চন্দ্রপুরে থানা ঘেরাও বিজেপির। জমি বিবাদের জেরে স্থানীয় বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীর বিরুদ্ধে। থানায় অভিযোগ করলে আরও এক বিজেপি কর্মীর বাড়িতেও হামলার অভিযোগ। প্রতিবাদে মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর নেতৃত্বে থানা ঘেরাও বিজেপির।

West Bengal LIVE News Updates: বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব কমিশনের। বিকেল ৫টার মধ্যে রিপোর্ট জমার নির্দেশ। 'প্রচারে কেন সচিনের ছবি?' বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে কমিশনে নালিশ কংগ্রেসের

WB News LIVE Updates: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে এবার নিশানা করল তৃণমূল

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে এবার নিশানা করল তৃণমূল। সন্দেশখালির আন্দোলনকারী রেখা ভণ্ডামি করছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও দিল্লির জমিদারদের সঙ্গে জুড়ে গিয়েছেন, এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলের। প্রধানমন্ত্রীকে ট্যাগ করে তৃণমূলের কটাক্ষ, পরের বার রেখাকে ফোন করবেন, ওঁর স্বাস্থ্য সাথী কার্ডের ব্যাপারে খোঁজ নিতে ভুলবেন না। তাহলে আপনি বুঝতে পারবেন তৃণমূল নেতৃত্বের ব্রেনচাইল্ড স্বাস্থ্য সাথী কীভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পকে ছাড়িয়ে গেছে। এক্স হ্যান্ডলে কটাক্ষ তৃণমূলের। এর পাশাপাশি, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোও। তাঁর দাবি, বিজেপি প্রার্থী রেখা পাত্র লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী-সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী। সেই সংক্রান্ত নথি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই নিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্রর প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal LIVE News Updates: বীরভূমের মহম্মদবাজারে তৃণমূল নেতাকে খুন করে পাথর খাদানে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ

বীরভূমের মহম্মদবাজারে তৃণমূল নেতাকে খুন করে পাথর খাদানে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ উঠল। শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন আইএনটিটিইউসি-র বীরভূম জেলার সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান। পাথর খাদানের জন্য জমি লিজ নেওয়া নিয়ে বিরোধের জেরেই খুন, অভিযোগ পরিবারের। খাদানে মাটি খুঁড়ে দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে মহম্মদবাজার থানার পুলিশ

WB News LIVE Updates: ভূপতিনগর বিস্ফোরণ-তদন্তে এনআইএ-র তলবে গরহাজির তৃণমূল নেতা-কর্মীরা

ভূপতিনগর বিস্ফোরণ-তদন্তে এনআইএ-র তলবে গরহাজির তৃণমূল নেতা-কর্মীরা। শাসক দলের নেতা-কর্মী সহ ৮ জনকে আজ তলব করে এনআইএ। 'তৃণমূলের কোনও নেতা-কর্মী হাজিরা দেবেন না', গতকালই জানিয়েছিলেন কুণাল ঘোষ। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করেছিলেন কুণাল। যদিও তদন্তের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নেই বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী

West Bengal LIVE News Updates: শোকজের পরেও বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

শোকজের পরেও বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' বললেন দিলীপ

WB News LIVE Updates: গার্ডেনরিচে হেলে পড়া বাড়ি ভাঙতে এলাকায় পুরসভার টিম

গার্ডেনরিচে হেলে পড়া বাড়ি ভাঙতে এলাকায় পুরসভার টিম। পাহাড়পুরে জে ৪৭৪ সি/১ বাড়ি ভাঙতে এল টিম। পুরসভার টিমের সঙ্গে আছে পুলিশবাহিনী

West Bengal LIVE News Updates: সাতসকালে ব্যাগ হাতে বাজারে হিরণ, বৃহস্পতিবারে বাজারে গিয়ে সব্জি কিনলেন বিজেপি প্রার্থী

সাতসকালে ব্যাগ হাতে বাজারে হিরণ, বৃহস্পতিবারে বাজারে গিয়ে  সব্জি কিনলেন বিজেপি প্রার্থী, সাতসকালে প্রার্থীকে বাজারে দেখতে পেয়ে অনেকে সেলফিও তুললেন

WB News LIVE Updates: দরকারে পায়ে ধরব, কেন একথা বললেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী?

'দলের মুমূর্ষু অবস্থায় কোনও কর্মীকে বিভাজন হতে দেব না', দরকারে পায়ে ধরব, মন্তব্য বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর। 'ভোটটা করুন, রাগ অভিমান ছাড়ুন', ভোটের মুখে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে মন্তব্য বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর। কী অবস্থা ভাবুন, ঝুলি থেকে বিড়াল বেরিয়ে গেছে, কটাক্ষ বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। 

West Bengal LIVE News Updates: ভবানীপুরে সিপিএম প্রার্থী সায়রা শা হালিমকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

ভবানীপুরে সিপিএম প্রার্থী সায়রা শা হালিমকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থীর অভিযোগ, ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে রানি শঙ্করী লেন ও হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে তাঁদের আটকানো হয়। হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল নিয়ে যেতেও সিপিএম প্রার্থীকে বাধা দেয় পুলিশ। এই নিয়ে কালীঘাট থানার পুলিশের সঙ্গে বচসায় জড়ান কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শা হালিম। পুলিশের দাবি, ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকায়, মিছিল আটকানো হয়েছে। 

WB News LIVE Updates: ইডির দিল্লি তলবে সাড়া দিলেন না মহুয়া মৈত্র

ইডির দিল্লি তলবে সাড়া দিলেন না মহুয়া মৈত্র। প্রচারে কালীগঞ্জ যাচ্ছেন বলে জানালেন কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে আজই দিল্লি তলব করে ইডি। আগেও একবার ইডির সমনে সাড়া দেননি মহুয়া। এর আগে প্রশ্ন-ঘুষকাণ্ডে মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। এই মামলায় মহুয়া মৈত্রর সাংসদ পদও খারিজ হয়ে যায়। আজ শিল্পপতি দর্শন হিরানন্দান্দিকেও তলব করেছে ইডি। 

West Bengal LIVE News Updates: মার্চেই রেকর্ড গরম দক্ষিণবঙ্গে?

আগামী ২-৩ দিনে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। মার্চের শেষেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতাতেও পারদ উঠতে পারে ৩৬ ডিগ্রিতে। আজ ও কাল কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শনিবার পর্যন্ত কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত কয়েকদিন বৃষ্টি চলবে।

WB News LIVE Updates: উলুবেড়িয়ার বীরশিবপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনায় মৃত ১

উলুবেড়িয়ার বীরশিবপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে  বাস দুর্ঘটনায় মৃত ১ আহত ১০ জন। আজ ভোর ৫. ৩০ নাগাদ বাগনান ধর্মতলা রুটের একটি বাস কলকাতার দিকে যাওয়ার সময় উলুবেড়িয়ার বীরশিবপুরে বাসের পিছনে ধাক্কা মারে একটি গাড়ি, এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বাসের জন্য দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর হুড়মুড়িয়ে উঠে যায়। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয় ১ যুবকের। আহত অবস্থায় ৪জন হাসপাতালে ভর্তি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাসটিকে আটক করার পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে উলুবেরিয়া থানার পুলিশ।

West Bengal LIVE News Updates: ইডি-র বাজেয়াপ্ত টাকা রাজ্যের গরিবদের ফেরানোর প্রতিশ্রুতি মোদির

লোকসভা ভোটের মুখে বাংলায় প্রধানমন্ত্রীর নতুন প্রতিশ্রুতি। সরকার গঠন হয়ে গেলেই ইডি-র বাজেয়াপ্ত করা প্রায় ৩ হাজার কোটি টাকা রাজ্যের গরিবদের ফেরানোর চেষ্টা শুরু হবে। তার জন্য নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে ফোনে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। 

WB News LIVE Updates: ভোটের আগে ডায়মন্ড হারবারে অশান্তি

ভোটের আগে ডায়মন্ড হারবারে অশান্তি। তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলেকে ধারালো অস্ত্রের কোপ! আহত কৌশিক জানাও তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। অভিযুক্ত নব নস্কর এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। ঘটনার পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, প্রতিক্রিয়া বিজেপির

West Bengal LIVE News Updates: কলকাতা বিমানবন্দরে চলল গুলি!

কলকাতা বিমানবন্দরে চলল গুলি। বিমানবন্দরের ৫ নম্বর গেটের কাছে ওয়াচ টাওয়ারে চলল গুলি। কর্তব্যরত সিআইএসএফ জওয়ান সার্ভিস রাইফেল থেকে গুলি চালান। গুলি লেগেছে জওয়ানের গলায়। চিনার পার্কের কাছে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই জওয়ানকে। আত্মহত্যা করতেই গুলি চালিয়েছে জওয়ান, প্রাথমিক তদন্তে অনুমান

WB News LIVE Updates: দিলীপ ঘোষকে শোকজ করল নির্বাচন কমিশন

মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায়, দলের পর দিলীপ ঘোষকে শোকজ করল নির্বাচন কমিশন। মঙ্গলবারের পর বুধবারও তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল। দুর্গাপুরে দায়ের হয়েছে অভিযোগ। যদিও দুঃখপ্রকাশ করেও ফের সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন, শিশির অধিকারীকে অপমান করা হলে, তৃণমূল চুপ থাকে কেন? 

West Bengal LIVE News Updates: জেলে থেকেও যেন বীরভূমে ভোটের লড়াইয়ে রয়েছেন অনুব্রত মণ্ডল!

জেলে থেকেও যেন বীরভূমে ভোটের লড়াইয়ে রয়েছেন অনুব্রত মণ্ডল!!! দাপুটে তৃণমূল নেতার ''খেলা হবে'' স্লোগান ঘিরে দুবরাজপুরে এবার তৃণমূল-বিজেপি ডুয়েল। তৃণমূলের ''তিহাড় থেকেই খেলা হবে'' দেওয়াল লিখনের পাল্টা জবাব দেওয়ালেই দিল বিজেপি। তা নিয়ে কথার লড়াইও চলছে।   

WB News LIVE Updates: খাস কলকাতায় ফুটপাতবাসী যুবককে পাথর দিয়ে থেঁতলে খুন

খাস কলকাতায় ফুটপাতবাসী যুবককে পাথর দিয়ে থেঁতলে খুন। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করল বউবাজার থানা। পুরনো কোনও শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

West Bengal LIVE News Updates: ভোটে মধ্যপ্রদেশে কাজ করবে পশ্চিমবঙ্গের পুলিশ!

লোকসভা নির্বাচনে যেমন বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়, তেমনই এ রাজ্য থেকে পুলিশ যাবে ভিনরাজ্যেও। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটে মধ্যপ্রদেশে কাজ করবে পশ্চিমবঙ্গের পুলিশ। কাজ করবে ছত্তীসগঢ়ের নির্বাচন প্রক্রিয়াতেও। কমিশন সূত্রে খবর, আপাতত রাজ্য থেকে ১৫ কোম্পানি পুলিশবাহিনী এবং তিনটি টিএসি দল যাবে এই দুই রাজ্যে। আগামী ৮ এপ্রিল থেকেই ভোটের কাজ শুরু করে দিতে হবে তাঁদের। পশ্চিমবঙ্গ থেকে মধ্যপ্রদেশে নির্বাচনের কাজে যাবে পাঁচ কোম্পানি পুলিশ বাহিনী। ছত্তীসগঢ়ে যাবে ১০ কোম্পানি পুলিশ বাহিনী। 

প্রেক্ষাপট

কলকাতা: স্বাস্থ্যসাথীতে নাম বসিরহাটের বিজেপি প্রার্থীর। মমতার সরকারের সুবিধা নিয়ে ভণ্ডামি করছেন। সরকারি নথি প্রকাশ করে রেখা পাত্রকে আক্রমণ তৃণমূলের। সরকারি নথি সহ বিজেপি প্রার্থীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করে আরও নিম্ন রুচির পরিচয় দিয়েছে তৃণমূল। পাল্টা আক্রমণে অমিত মালব্য। নির্বাচন কমিশনকে পদক্ষেপের আর্জি। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.