West Bengal News LIVE Updates: মিনাখাঁ থেকে গ্রেফতার শেখ শাহজাহান, ওড়িশায় পাকড়াও সঙ্গী

West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 29 Feb 2024 09:47 PM
West Bengal News LIVE Updates: মিনাখাঁ থেকে গ্রেফতার শেখ শাহজাহান, ওড়িশায় পাকড়াও সঙ্গী

শেখ শাহজাহানের পর শাগরেদ আমির আলি গাজি গ্রেফতার। ভিনরাজ্য থেকে গ্রেফতার শেখ শাহজাহানের শাগরেদ আমির আলি। গণধর্ষণের অভিযোগে ওড়িশায় গ্রেফতার আমির আলি গাজি। মিনাখাঁ থেকে গ্রেফতার শেখ শাহজাহান, ওড়িশায় পাকড়াও সঙ্গী। রৌরকেল্লায় ছেলের হস্টেল থেকে গ্রেফতার করল সিআইডির এসওজি। 

WB News LIVE Updates: গ্রেফতারির পরেও সমান দাপটে সন্দেশখালির বেতাজ বাদশা

গ্রেফতারির পরেও সমান দাপটে সন্দেশখালির বেতাজ বাদশা। প্রশ্নের মুখে শুধু আঙুল নাড়িয়ে বললেন না। 'পুলিশকেই যেন দড়ি বেঁধে নিয়ে যাচ্ছেন', কটাক্ষ সুকান্ত মজুমদারের।

West Bengal News LIVE Updates: অন্তর্বর্তী নয়, এবার স্থায়ী জামিন পেলেন সিপিএমের নিরাপদ

অন্তর্বর্তী নয়, এবার স্থায়ী জামিন পেলেন সিপিএমের নিরাপদ। 'নিরাপদ সর্দারের বিরুদ্ধে কোনও বিরূপ রিপোর্ট নেই। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই', স্থায়ী জামিন দিয়ে জানাল বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ। ডিভিশন বেঞ্চে রিপোর্ট দিলেন বসিরহাটের পুলিশ সুপার। 

WB News LIVE Updates: গতকাল জামিন, আজ জেল থেকে ছাড়া পেলেন বিকাশ সিংহ

গতকাল জামিন পাওয়ার পর আজ জেল থেকে ছাড়া পেলেন সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিংহ। 

West Bengal News LIVE Updates: পুলিশের হাতের কাছেই সেঁধিয়ে, তাও গ্রেফতারিতে ৫৬দিন!

পুলিশের হাতের কাছেই সেঁধিয়ে, তাও গ্রেফতারিতে ৫৬দিন! চাপের মুখে অবশেষে মিনাখাঁয় গ্রেফতার শেখ শাহজাহান। মিনাখাঁ থেকে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড'। 

WB News LIVE Updates: শেখ শাহজাহান গ্রেফতারের পরেই সন্দেশখালিতে সন্দেশ বিলি

শেখ শাহজাহান গ্রেফতারের পরেই সন্দেশখালিতে সন্দেশ বিলি। আতসবাজি ফাটিয়ে অকাল দীপাবলি পালন করছেন গ্রামবাসীরা। রীতিমতো উৎসবের চেহারা নিয়েছে সন্দেশখালির ঘোজাপাড়া এলাকা। মিষ্টিমুখ করাচ্ছেন স্থানীয় বাসিন্দারাই। উড়ল আবির। 

West Bengal News LIVE Updates: কংগ্রেস ছেড়ে বিজেপির 'হাত' ধরলেন কৌস্তভ

কংগ্রেস ছেড়ে বিজেপির 'হাত' ধরলেন কৌস্তভ। গতকাল কংগ্রেস থেকে পদত্যাগ, আজ বিজেপিতে কৌস্তভ। কোনও টিকিটের বিনিময়ে নয়, নিঃশর্তে যোগদান, দাবি শুভেন্দুর।

WB News LIVE Updates: 'শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়নি, সমঝোতা হয়েছে', বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

'পরশুদিন রাত ১২টায় শাহজাহানের সঙ্গে যে পুলিশের টিমে আমার লোক ছিল। ওদেরকে ফলতা নিয়ে গেছিল, ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়ের গাড়িতে। আমি বলে দেওয়ার পর সন্ধেবেলা মিনাখাঁতে এনে আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়ির লোকেদের সঙ্গে দেখা করিয়েছে। শেখ শাহজাহানকে ফাইভ স্টার হোটেলে রাখা হবে, মোবাইল ফোনে এলাকা নিয়ন্ত্রণ করবেন। শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়নি, সমঝোতা হয়েছে', বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। 

West Bengal News LIVE Updates: গতকাল কংগ্রেস থেকে পদত্যাগ, আজ বিজেপিতে যোগ কৌস্তভ বাগচীর

লোকসভা ভোটের আগে কৌস্তভের দল বদল। কংগ্রেস ছেড়ে বিজেপিতে কৌস্তভ বাগচী। গতকাল কংগ্রেস থেকে পদত্যাগ, আজ বিজেপিতে কৌস্তভ। 

WB News LIVE Updates: তথ্যপ্রমাণ নষ্টের আশঙ্কায় হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ ইডি

শেখ শাহজাহানের গ্রেফতারির পরেই আদালতে ইডি। তথ্যপ্রমাণ নষ্টের আশঙ্কায় হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ ইডি। 

West Bengal News LIVE Updates: সরবেড়িয়ায় শেখ শাহজাহানের মার্কেটের সামনে মিষ্টি বিতরণ শুভেন্দু অধিকারীর

সরবেড়িয়ায় শেখ শাহজাহানের মার্কেটের সামনে মিষ্টি বিতরণ শুভেন্দু অধিকারীর। এখানে কেউ বলেছিল আমাকে বান্ডিল করে কাঁথি পাঠিয়ে দেবে, সেইজন্য সরবেড়িয়ায় এসে মিষ্টি খাচ্ছি। শেখ শাহজাহানকে গ্রেফতারির পর আক্রমণ বিরোধী দলনেতার।

WB News LIVE Updates: গ্রেফতারের পর বহিষ্কার, তাও শেখ শাহজাহানের পাশে মন্ত্রী!

গ্রেফতারের পর বহিষ্কার, তাও শেখ শাহজাহানের পাশে মন্ত্রী! 'রাত ১২টায় পিঠে খাওয়ার শখ হয় বলে কখনও শুনিনি', শেখ শাহজাহানের গ্রেফতারির পরেও বেলাগাম উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী!

West Bengal News LIVE Updates: অবশেষে প্রায় দু'মাসের মাথায় গ্রেফতার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান

অবশেষে প্রায় দু'মাসের মাথায় গ্রেফতার করা হল সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। ৫ জানুয়ারি ইডি, সিআরপিএফের ওপর হামলার পর থেকেই তাঁর হদিশ পাওয়া যাচ্ছিল না। এতদিন কোথায় ছিলেন তিনি? তা নিয়ে নানা দাবি শোনা গেছে বিরোধীদের মুখে। শেখ শাহজাহান কেন গ্রেফতার হচ্ছেন না, তা নিয়ে দায় ঠেলাঠেলিও চলেছে। এতদিন পর অবশেষে জালে পড়লেন তিনি।

WB News LIVE Updates: দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হল শেখ শাহজাহানকে

৬ বছরের জন্য শেখ শাহজাহানকে বহিষ্কার করল তৃণমূল। দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হল শেখ শাহজাহানকে। বছরের পর বছর বেলাগাম অত্যাচার, এতদিনে হুঁশ ফিরল দলের! ৫৫দিন পর অবশেষে সন্দেশখালিকাণ্ডের তদন্তে সিআইডি! 

West Bengal News LIVE Updates: রামপুরে আটকে দেওয়া হয় বিরোধী দলনেতার গাড়ি

পুলিশি বাধা পেরিয়ে ফের সন্দেশখালিতে শুভেন্দু। ১০ মার্চ তৃণমূলের ব্রিগেডের দিনই সন্দেশখালিতে শুভেন্দুর সভা। ফের সন্দেশখালি যেতে গিয়ে পুুলিশের বাধার মুখে পড়লেন শুভেন্দু। রামপুরে আটকে দেওয়া হয় বিরোধী দলনেতার গাড়ি। পরে শুভেন্দুকে কাগজে সই করিয়ে যাওয়ার অনুমতি দেয় পুলিশ।

WB News LIVE Updates: চাপের মুখে অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান

চাপের মুখে অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। গ্রেফতারির পরেই তৃণমূল থেকে বহিষ্কৃত শেখ শাহজাহান! ৬ বছরের জন্য শেখ শাহজাহানকে বহিষ্কার করল তৃণমূল। দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হল শেখ শাহজাহানকে।

West Bengal News LIVE Updates: শিলদা মামলায় সমস্ত দোষীদেরই যাবজ্জীবন সাজা ঘোষণা করল মেদিনীপুর আদালত

শিলদা মামলায় সমস্ত দোষীদেরই যাবজ্জীবন সাজা ঘোষণা করল মেদিনীপুর আদালত। উল্লেখ্য মঙ্গলবার এই মামলার ২৩ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মেদিনীপুর আদালত। তার মধ্যে ১৩ জনের বক্তব্য শোনার পর গতকাল অর্থাৎ বুধবারই তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করে। এরপর আজ বাকি ১০ জনের বক্তব্য শোনার পর তাদেরও যাবজ্জীবন সাজা ঘোষণা করল মেদিনীপুর আদালত। এদিন আদালত থেকে বেরোনোর পর রাজ্য সরকারকেই দায়ী করেন দোষী প্রমানিত হওয়া আসামীরা। গতকালের মত এদিনও বাকি আসামিরা বাইরে থেকে সাক্ষী আনার অভিযোগ তোলেন।

WB News LIVE Updates: প্রায় ২ মাস আগে, সন্দেশখালিতে ইডি-সিআরপিএফের উপর হামলার পর থেকেই ছিলেন বেপাত্তা

প্রায় ২ মাস আগে, সন্দেশখালিতে ইডি-সিআরপিএফের উপর হামলার পর থেকেই ছিলেন বেপাত্তা। তখন থেকেই শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন স্থানীয়রা। ভাঙচুর করা হয় সন্দেশখালির বেতাজ বাদশার শাগরেদদের বাড়ি, পোলট্রি ফার্ম।

West Bengal News LIVE Updates: ডিএসপি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৩ জন ঝলসে যায়

ডিএসপি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ৩ জন ঝলসে যায়। ৫ জন আহত। কারখানা সূত্রে জানা গিয়েছে, এদিন ডিএসপির বেসিক অক্সিজেন ফার্নেসের ২ নম্বর কনভার্টার থেকে জল গড়াতে থাকলে আচমকা বিস্ফোরণ ঘটে। ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। সেই সময়ে ঠিকা, স্থায়ী মিলিয়ে ৫ জন শ্রমিক কাজ করছিলেন ওখানে। ৩ জন বিস্ফোরণের জেরে ঝলসে যায়। ওই তিন শ্রমিককে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের চিকিৎসা চলছে ডিএসপি মেন হাসপাতালে। 

WB News LIVE Updates: পুলিশি বাধা পেরিয়ে ফের সন্দেশখালিতে শুভেন্দু

পুলিশি বাধা পেরিয়ে ফের সন্দেশখালিতে শুভেন্দু। ১০ মার্চ তৃণমূলের ব্রিগেডের দিনই সন্দেশখালিতে শুভেন্দুর সভা। ফের সন্দেশখালি যেতে গিয়ে পুুলিশের বাধার মুখে পড়লেন শুভেন্দু। রামপুরে আটকে দেওয়া হয় বিরোধী দলনেতার গাড়ি। পরে শুভেন্দুকে কাগজে সই করিয়ে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। রামপুর ঘাট থেকে নৌকায় চড়ে সন্দেশখালির হালদার পাড়া পৌঁছন বিরোধী দলনেতা। আগে ১৫ ফেব্রুয়ারি সন্দেশখালি যেতে গিয়ে এই রামপুরেই পুলিশের বাধার মুখে পড়েন বিরোধী দলনেতা। গতকাল শুভেন্দুকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেন বিচারপতি কৌশিক চন্দ। 

Mamata Banerjee LIVE Updates: 'আবাসের টাকা না দিলে মে থেকে ব্যবস্থা করবে রাজ্য', মমতার বার্তা

'আমরা যতদিন থাকব, ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে মিলবে। ১০০ দিন থেকে আবাস, সবক্ষেত্রে টাকা আটকে রেখেছে কেন্দ্র। আবাসের টাকা না দিলে মে থেকে ব্যবস্থা করবে রাজ্য। আধার কার্ড বাতিল করলে আমরা আলাদা কার্ড দেব। অনেক রক্ত ঝরেছে, আর হানাহানি চাই না', মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News LIVE Updates: নরেন্দ্রপুর থানায় প্রতারণা ও জলাভূমি সংরক্ষণ আইন ভাঙার অভিযোগে একটি মামলা দায়ের এবিপি আনন্দের সাংবাদিকের বিরুদ্ধে

ফের নিশানায় সংবাদমাধ্যম। আবার আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। সাতসকালে এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে হানা দিল নরেন্দ্রপুর থানার পুলিশ। সকাল ১১টা নাগাদ তল্লাশির পর পুলিশ প্রকাশ সিন্হার বাড়ি থেকে চলে যায়। পুলিশের দাবি, ২৪ ফেব্রুয়ারি নরেন্দ্রপুর থানায় প্রতারণা ও জলাভূমি সংরক্ষণ আইন ভাঙার অভিযোগে একটি মামলা দায়ের হয়। অভিযোগকারীর দাবি, তিনি কয়েকজন ব্যক্তিকে ফ্ল্যাট কেনার জন্য টাকা দেন। কিন্তু প্রতিশ্রুতিমতো ওই ফ্ল্যাট তিনি পাননি বলে অভিযোগ। এই মামলার সূত্রেই কয়েক জায়গায় তল্লাশি-অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রকাশ সিন্হার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ সিজ করার মতো কোনওকিছুই পায়নি। শুধু পেন ড্রাইভ ও ল্যাপটপ থেকে কিছু ডেটা ট্রান্সফার করে নিয়ে গিয়েছে পুলিশ। কিন্তু এর জন্য গোটা বাড়ি জুড়ে লন্ডভন্ড করে তল্লাশি চালানো হয়। সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুুলিশি-হানা নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে চান। হয় সাংবাদিকরা তাঁর গুণগান গাইবেন আর তা না হলে তিনি তাঁদের জেলে পুরবেন। বেশ কিছুদিন ধরেই তিনি সাংবাদিকদের হুমকি দিচ্ছেন। এখন তিনি পুলিশকে এগিয়ে দিয়েছেন। সংবাদমাধ্যমের ওপর লাগাতার হামলা, পুলিশকে ব্যবহার করে তাদের ভয় দেখানোর নিন্দা করছি।, এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দু অধিকারীর।

WB News LIVE Updates: দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রা

মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা। দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রা। দিনও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। রবিবার ফের বৃষ্টি বঙ্গে। আগামী সপ্তাহে ঝড়-বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে কয়েকটি জেলায়। রবিবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষ্টির সম্ভাবনা বেশি মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে।

West Bengal News LIVE Updates: শেখ শাহজাহান গ্রেফতারের পরেই সন্দেশখালিতে সন্দেশ বিলি

শেখ শাহজাহান গ্রেফতারের পরেই সন্দেশখালিতে সন্দেশ বিলি।আতসবাজি ফাটিয়ে অকাল দীপাবলি পালন করছেন গ্রামবাসীরা। রীতিমতো উৎসবের চেহারা নিয়েছে সন্দেশখালির ঘোজাপাড়া এলাকা। মিষ্টিমুখ করাচ্ছেন স্থানীয় বাসিন্দারাই। উড়ল আবির। শোনা গেল জয় শ্রীরাম স্লোগান। রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন শেখ শাহজাহান। এতদিন ভোট দিতে পারতাম না। এবার গণতান্ত্রিক অধিকার ফিরে পাব, প্রতিক্রিয়া ঘোজাপাড়ার বাসিন্দাদের। 

WB News LIVE Updates: কলকাতা পুরসভা এলাকা থেকে খুলে দিতে হবে পোস্টার, ব্যানার

আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুরসভা এলাকা থেকে খুলে দিতে হবে পোস্টার, ব্যানার। সাহায্য করবে কলকাতা পুরসভা। বুধবার কলকাতা এবং দুই ২৪ পরগনার জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠকে এই নির্দেশ দেয় কমিশন। সূত্রের খবর, অন্যান্য জেলার ক্ষেত্রেও সংশ্লিষ্ট জেলাশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে। 

West Bengal News LIVE Updates: শাহজাহানকে আজই তোলা হবে বসিরহাট মহকুমা আদালতে, পুলিশে ছয়লাপ

সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানকে আজই তোলা হবে বসিরহাট মহকুমা আদালতে। পুলিশে ছয়লাপ আদালত চত্বর। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে আশপাশের রাস্তা। আদালতের করিডরও দড়ি দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। আদালত চত্বরে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ, র‍্যাফ, EFR। 

WB News LIVE Updates: এবিপি আনন্দর সাংবাদিকের বাড়িতে পুলিশি হানা

ফের নিশানায় সংবাদমাধ্যম, আবার আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। সাতসকালে কলকাতার একটি আবাসনে হানা দিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই আবাসনেই থাকেন এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হা। প্রকাশ সিন্হার বাড়িতে হানা দিয়েছে বিশাল পুুলিশ বাহিনী। কী কারণে আবাসনে হানা, তা নিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি

West Bengal News LIVE Updates: বালুরঘাট থেকে অযোধ্যা রওনা দিয়েছে আস্থা স্পেশাল ট্রেন

বালুরঘাট থেকে অযোধ্যা রওনা দিল আস্থা স্পেশাল ট্রেন। বালুরঘাট থেকে ১৪৭৭ যাত্রী নিয়ে বালুরঘাট - কাটরা অযোধ্যা ধাম রাত সাড়ে আটটায় রওনা দেয়। যাত্রীদের শুভেচ্ছা জানাতে বালুরঘাট রেল স্টেশনে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়াও এদিন বালুরঘাট স্টেশনে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার। আইআরসিটিসি তত্বাবধানে যাত্রী প্রতি ১৬০০ টাকায় যাতায়াত ট্রেন ভাড়া খাবারের ব্যবস্থা রয়েছে।রাম মন্দির দর্শন উপলক্ষে যাওয়ার জন্য এদিন দর্শনার্থীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Sheikh Shahjahan Arrested LIVE News: 'আমরা বাধ্য করেছি গ্রেফতার করতে', শাহজাহানের গ্রেফতারিতে কী জানালেন সুকান্ত মজুমদার?

গ্রেফতার শেখ শাহজাহান। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলেন, 'শেখ শাহজাহান গ্রেফতার সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে। সন্দেশখালির মা-মেয়ে-বোনেদের আক্রমণের ফলে এটা সম্ভব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্ব প্রথম থেকেই এই অত্যাচার, এমন ঘটনা অস্বীকার করে আসছিলেন। আমরা বাধ্য করেছি গ্রেফতার করতে। আমাদের লাগাতার আন্দোলন-ধর্না চলছিল, চলবে। আজ মানুষকে ধন্যবাদ জানাব।' 

Seikh Shahjahan Arrested LIVE: শাহজাহানের গ্রেফতারিতে গোলমালের আশঙ্কায় মোতায়েন পুলিশ

গোলমালের আশঙ্কায় সন্দেশখালির বিভিন্ন অংশে মোতায়েন র‍্যাফ, বাড়তি পুলিশ। শেখ শাহজাহানের এলাকা আকুঞ্জিপাড়া পুলিশে ছয়লাপ।

Sheikh Shahjahan: 'এসব চুনোপুটিদের ধরতেই এতদিন লাগল, রাঘব বোয়ালদের ধরতে কতদিন লাগবে', প্রশ্ন দিলীপের

ED-র ওপর হামলার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হলেন সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'এসব চুনোপুটিদের ধরতেই এতদিন লাগল, রাঘব বোয়ালদের ধরতে কতদিন লাগবে।' 

West Bengal News LIVE Updates: নোনাজল ঢুকিয়ে জোর করে ভেড়ি তৈরি করা, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ ভুরিভুরি অভিযোগ

পুলিশ সূত্রে খবর, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ভোরেই নিয়ে যাওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। সেখানেই কোর্ট লক আপে রাখা হয়েছে শেখ শাহজাহানকে। তাঁর বিরুদ্ধে জমি জবরদখল থেকে শুরু করে নোনাজল ঢুকিয়ে জোর করে ভেড়ি তৈরি করা, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ ভুরিভুরি অভিযোগ রয়েছে গোটা সন্দেশখালিজুড়ে। 

WB News LIVE Updates: ভোরে গ্রেফতার, কোর্ট লক আপে রাখা হয়েছে শেখ শাহজাহানকে

ইডি-র ওপর হামলার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার শেখ শাহজাহান। পুলিশ সূত্রে খবর, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ধৃত তৃণমূল নেতাকে আনা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে। সেখানেই কোর্ট লক আপে রাখা হয়েছে শেখ শাহজাহানকে। 

West Bengal News LIVE Updates: এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুলিশ

ফের নিশানায় সংবাদমাধ্যম, ফের আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। সাতসকালে এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুলিশ। বাড়ি ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ

WB News LIVE Updates: অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান

অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। ৫৬ দিনের মাথায় গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড'। গ্রেফতারিতে বাধা নেই, হাইকোর্ট বলার পরে গ্রেফতার

West Bengal News LIVE Updates: মমতার 'ভাণ্ডার'-হুঁশিয়ারি

সন্দেশখালি ইস্য়ুতে বিরোধীরা যখন একযোগে সরব, তখন এনিয়ে পাল্টা হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূল যে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে সন্দেশখালি আন্দোলনকে একসারিতে রাখতে নারাজ, তা-ও কার্যত বুঝিয়ে দিয়েছেন তিনি। পাল্টা শুভেন্দু অধিকারীও হুঙ্কার ছেড়েছেন, মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করা পর্যন্ত এই লড়াই চলছে, চলবে।

WB News LIVE Updates: বিস্ফোরক নিরাপদ

জেল থেকে বেরিয়ে, ফের বিস্ফোরক সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। এনিয়ে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে বলেও দাবি করেছেন তিনি। সুর চড়িয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

West Bengal News LIVE Updates: নিয়োগের দাবিতে এবার কুণাল ঘোষের বাড়ির দরজায় মিক টেট উত্তীর্ণরা

নিয়োগের দাবিতে এবার কুণাল ঘোষের বাড়ির দরজায় উপস্থিত হলেন ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের সঙ্গে ফোনে কথাও বললেন তাঁরা। অন্যদিকে, SSC নবম থেকে দ্বাদশ চাকরিপ্রার্থীদের নিয়োগের জট কাটাতে শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব ও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন কুণাল ঘোষ।

প্রেক্ষাপট

কলকাতা: অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। ৫৬ দিনের মাথায় গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali) 'মাস্টারমাইন্ড'। গ্রেফতারিতে বাধা নেই, হাইকোর্ট বলার পরে গ্রেফতার। গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয় ইডি। এতদিন লুকিয়ে ছিলেন সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান? অবশেষে ৫৫ দিন পরে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড'। 


রাজ্যের অন্যান্য খবর এক নজরে- 


ফের নিশানায় সংবাদমাধ্যম, ফের আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। সাতসকালে এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুলিশ। বাড়ি ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 


সন্দেশখালি ইস্যুতে বিরোধীরা যখন একযোগে সরব, তখন এনিয়ে পাল্টা হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে  সন্দেশখালি আন্দোলনকে একসারিতে রাখতে নারাজ, তা-ও কার্যত বুঝিয়ে দিয়েছেন তিনি। পাল্টা শুভেন্দু অধিকারীও হুঙ্কার ছেড়েছেন, মমতাকে প্রাক্তন না করা পর্যন্ত এই লড়াই চলছে, চলবে।


জেল থেকে বেরিয়ে, ফের বিস্ফোরক সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। এনিয়ে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে বলেও দাবি করেছেন তিনি। সুর চড়িয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।


নিয়োগের দাবিতে এবার কুণাল ঘোষের বাড়ির দরজায় উপস্থিত হলেন ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের সঙ্গে ফোনে কথাও বললেন তাঁরা। অন্যদিকে, SSC নবম থেকে দ্বাদশ চাকরিপ্রার্থীদের নিয়োগের জট কাটাতে শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব ও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন কুণাল ঘোষ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.