West Bengal News: এখনও অধরা শেখ শাহজাহান, সম্পত্তির খোঁজে চিঠি ইডির

West Bengal News : জেলা থেকে জেলা, সোমবার সকালে যে খবরগুলিতে থাকবে নজর ।

ABP Ananda Last Updated: 02 Feb 2024 11:38 PM
WB Live News: ডিপিএসসির সামনে মাথা কামিয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

২০০৯ সালে উত্তীর্ণ হলেও প্রকাশিত হয়নি প্যানেল। দ্রুত নিয়োগের দাবিতে এবার ডায়মন্ডহারবারে ডিপিএসসির সামনে মাথা কামিয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের।

West Bengal Live News: এখনও অধরা শেখ শাহজাহান, সম্পত্তির খোঁজে চিঠি ইডির

এখনও অধরা শেখ শাহজাহান। সন্দেশখালির মাস্টারমাইন্ডের কোথায় কত সম্পত্তি ? কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ? জানতে চেয়ে মুম্বইয়ের অ্যান্টি মানি লন্ডারিং অফিসারকে চিঠি ইডির।

WB Live News: শিলিগুড়ি জংশনের ডিজেল লোকো শেডে শুরু হল ইলেকট্রিক লোকো প‍্যাসেঞ্জার ইঞ্জিনের যাত্রা

শিলিগুড়ি জংশনের ডিজেল লোকো শেডে শুরু হল ইলেকট্রিক লোকো প‍্যাসেঞ্জার ইঞ্জিনের যাত্রা। এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ইলেকট্রিক ইঞ্জিনের যাত্রা শুরু হয়েছে। রেলের একাধিক উচ্চপদস্থ অফিসারের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয় এদিন। উপস্থিত ছিলেন ডিআরএম কাটিহার। ছিলেন রেলের আরও একাধিক আধিকারিক। 

West Bengal Live News: বেহাল রাস্তা, গাড়ি থেকে নেমে টোটোয় সওয়ার মন্ত্রী

রায়নার পশ্চিমপাড়া এলাকায় যেতে গেলে দুটি রাস্তা রয়েছে। ২টি রাস্তারই বেশ কিছুটা অংশের বেহাল দশা। দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতি থাকলেও বেহালই রয়ে গিয়েছে রাস্তা। আজ সকালে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মাণ্ডি রায়না পশ্চিমপাড়ায় মাসির বাড়িতে এসেছিলেন। কিন্তু বাড়ি ঢোকার আগে থমকে যায় মন্ত্রীর গাড়ি। কারণ বেহাল রাস্তা। প্রায় ২০০ মিটার রাস্তার যা অবস্থা। তাতে গাড়ি থামাতে বাধ্য হন মন্ত্রী। তারপর ভরসা টোটো। টোটো করেই মাসির বাড়ি যান মন্ত্রী। 

WB Live News: করোনার পর এবার কলেরার ভ্যাকসিন

করোনার পর এবার কলেরার ভ্যাকসিন। রাজ্য স্বাস্থ্য দফতর ও নাইসেডের যৌথ উদ্যোগে দেশে প্রথমবার শুরু হতে চলেছে কলেরার ওরাল ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল! প্রাথমিক পর্যায়ে ৩০ হাজার মানুষকে ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ পাওয়ার এক সপ্তাহ থেকে ৬ সপ্তাহের মধ্যে নিতে হবে দ্বিতীয় ডোজ।

West Bengal Live News: 'এবার কংগ্রেস ৪০টি আসন পাবে কি না সন্দেহ',  তোপ মমতার

'সিপিএম কোনও দিন বিজেপির বিরোধিতা করেনি। এখন বিজেপির বড় বন্ধু হয়েছে সিপিএম। আমরা কংগ্রেসকে ৩০০ আসনে একা লড়তে বলেছিলাম। কংগ্রেসকে বলেছিলাম, আঞ্চলিক দলগুলি, যেখানে যার শক্তি বেশি, তারা লড়ুক। ৃএবার কংগ্রেস ৪০টি আসন পাবে কি না সন্দেহ',  তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB Live News: 'পেতে আসিনি , দিতে এসেছি', দলীয় কর্মীদের বার্তা মমতার

'পেতে আসিনি , দিতে এসেছি', দলীয় কর্মীদের বার্তা মমতার। 'কাল মরে গেলে কোটি টাকা কে খাবে', প্রশ্ন মমতার।

West Bengal Live News: কলকাতার মতো জেলাতেও নির্বিঘ্নে মিটল মাধ্য়মিক পরীক্ষার প্রথম দিন

কলকাতার মতো জেলাতেও নির্বিঘ্নে মিটল মাধ্য়মিক পরীক্ষার প্রথম দিন। আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীদের গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল বন দফতর। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের মহিষাদলে হাসপাতালে বসেই পরীক্ষা দিল এক কোভিড আক্রান্ত পরীক্ষার্থী।

WB Live News: সিএজির রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে মোদিকে চিঠি মমতার

ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। সিএজির রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে মোদিকে চিঠি মমতার। 'রাজ্যের কাছ থেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট মেলেনি বলে উল্লেখ রয়েছে সিএজির রিপোর্টে, কিন্তু রাজ্য সরকার সঠিক সময়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছে', সিএজির রিপোর্টে মিথ্যাচার করা হয়েছে, মোদিকে চিঠি দিয়ে অভিযোগ মমতার।

West Bengal Live News: এদিন মমতার মুখে ফের শোনা যায় বসন্তের কোকিল শব্দবন্ধ

এদিন মমতার মুখে ফের শোনা যায় বসন্তের কোকিল শব্দবন্ধ। তিনি বলেন, 'বসন্তের কোকিল ফটোশ্যুট করছে। যাঁরা কোনওদিন চা বানাতে জানেইনি। বাচ্চাদের আদর করেই না। বিড়ি বাঁধতে জানেই না...।' সম্প্রতি ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুলকে বিভিন্ন অবতারে দেখা গিয়েছে। কখনও তাঁকে চা বানাতে দেখা গিয়েছে। কখনও তাঁকে দেখা গিয়েছে বিড়ি শ্রমিকদের সঙ্গে। কখনও শিশুদের সঙ্গেও দেখা গিয়েছে রাহুলকে। তাই মনে করা হচ্ছে, নাম না করে রাহুলকেই খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

WB Live News: রাজ্যের পাওনা আটকে রেখে সিএজি রিপোর্টের কথা বলছে: মমতা

'রাজ্যের পাওনা আটকে রেখে সিএজি রিপোর্টের কথা বলছে। সিএজি রিপোর্টে সব মিথ্যা কথা রয়েছে', তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal Live News: বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেড রোডের সভা থেকে তীব্র আক্রমণ। 

WB Live News: মুখ্যমন্ত্রীর অবস্থান মঞ্চের সামনেই ধর্না দিতে চেয়ে সেনার কাছে আবেদন ডিএ আন্দোলনকারীদের

পুলিশের নিষেধ সত্ত্বেও ধর্মতলা চত্বরে অবস্থানে বসার চেষ্টা গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের। প্রিজন ভ্যানে তুলল পুলিশ। মুখ্যমন্ত্রীর অবস্থান মঞ্চের সামনেই ধর্না দিতে চেয়ে সেনার কাছে আবেদন ডিএ আন্দোলনকারীদের।

West Bengal Live News: ২০২২-এর প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়ায় নতুন নির্দেশ হাইকোর্টের

২০২২-এর প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়ায় নতুন নির্দেশ হাইকোর্টের। প্রাথমিক নিয়োগে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার।

WB Live News: মাধ্যমিকের কারণ দেখিয়ে রাহুলের ন্যায় যাত্রায় অনুমতি দিল না পুলিশ

মুর্শিদাবাদ থেকে বীরভূম, মাধ্যমিকের কারণ দেখিয়ে রাহুলের ন্যায় যাত্রায় অনুমতি দিল না পুলিশ। প্রশাসনের অনুমতি ছাড়াই মুর্শিদাবাদ থেকে বীরভূমে রাহুলের ন্যায় যাত্রা
বীরভূমের কোথাও দাঁড়িয়ে রাহুলকে কথা বলার অনুমতি দিল না পুলিশ। রামপুরহাট থেকে রাজগ্রাম হয়ে ঝাড়খণ্ডে ঢোকার কথা রাহুল গাঁধীর ন্যায় যাত্রার।

West Bengal Live News : প্রশ্নপত্রের ছবি তোলায় দুই পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ

মাধ্যমিকে কড়াকড়ি। প্রশ্নপত্রের ছবি তোলায় দুই পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। 

WB Live News: একলা চলো নীতি মমতার, সংসদে ই ন্ডিয়া জোটের বৈঠকে গরহাজির তৃণমূল

একলা চলো নীতি মমতার, সংসদে ইন্ডিয়া জোটের বৈঠকে গরহাজির তৃণমূল। সকালে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিল না তৃণমূল কংগ্রেস। বাংলায় কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায় আসন সমঝোতা না করার সিদ্ধান্ত। তারপরই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক এড়াল তৃণমূল।

Suvendu Adhikari: তৃণমূলের বিরুদ্ধে এবার ভোটার চুরির অভিযোগ শুভেন্দুর

তৃণমূলের বিরুদ্ধে এবার ভোটার চুরির অভিযোগ শুভেন্দু অধিকারীর। বেছে বেছে বিজেপি নেতা-কর্মীদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ। 'রাজ্য নির্বাচন কমিশনের নতুন ভোটার তালিকা থেকে বাদ গেছে বিজেপির বহু নেতা-কর্মীর নাম। ১৯৯৫ সাল থেকে ভোট দেওয়া ভোটারের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে'

WB Live News : আগামী ৮ ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট

আগামী ৮ ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট। আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। হাওড়া পুরসভা সহ দু-একটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে এই অধিবেশনে। সর্বদলীয় বৈঠকের পর বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে সিদ্ধান্ত

Mamata Banerjee: রেড রোডে ধর্নায় মমতা

কেন্দ্রের কাছে বকেয়া চেয়ে থেকে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে ৪৮ ঘণ্টার ধর্নার ডাক মুখ্যমন্ত্রীর। রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় তৃণমূল নেত্রী। তারপরে জেলায় জেলায় ধর্নার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিএজি-র রিপোর্টের মুখোমুখি হয়ে মানুষকে জবাব দিন, পাল্টা আক্রমণে বিজেপি। 

WB Live News : মুখ্যমন্ত্রীর ধর্নার দিনেই ধর্মতলায় বিক্ষোভ দেখানোর চেষ্টা চাকরিপ্রার্থীদের

আজ থেকে রেড রোডে ধর্নায় মুখ্যমন্ত্রী। পুলিশের নিষেধ অমান্য করে ধর্মতলায় বিক্ষোভ দেখানোর চেষ্টা গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের। চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তুলে জায়গা ফাঁকা করল পুলিশ। 

West Bengal Live News : মুখ্যমন্ত্রী ধর্নায় বসার আগেই কেন্দ্রের থেকে মিলল টাকা


মুখ্যমন্ত্রী ধর্নায় বসার আগেই কেন্দ্রের থেকে মিলল টাকা। জল জীবন মিশনে রাজ্যকে ৪৫৬ কোটি টাকা দিল কেন্দ্র। 

Madhyamik Exam 2024: মাধ্যমিকের সকালে আকাশের মুখ ভার, ফের ভিজতে পারে কলকাতা

আজ মাধ্যমিক পরীক্ষার দিনে সকাল থেকেই আকাশের মুখ ভার দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন থেকে হালকা বৃষ্টিও চলছে। এদিকে শীতের পোশাকও গায়ে চাপালে ঠিক স্বস্তি মিলছে না। মেঘলা আকাশ, মাটির তাপকেই প্রতিফলিত করে ফিরিয়ে দিচ্ছে। অনেকেই হালকা ঘামছেন। এদিকে সম্পূর্ণ অন্য ছবি উত্তরবঙ্গে। এই অবস্থায় আজ, কাল কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া , জানাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশে কার্যত শীত উধাও। সকালে হালকা মাঝারি কুয়াশা। দিনভর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শনিবার আবহাওয়ার পরিবর্তন। তবে তাপমাত্রা খুব একটা কমবে না বৃষ্টির প্রভাবে। দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা ,হাওড়া ও পূর্ব মেদিনীপুরে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা কম।

Madhyamik 2024: মাধ্যমিকে গোলাপ উপহার পুলিশের

 উল্টোডাঙ্গা ধর বাগানে সারদা প্রসাদ ইনস্টিটিউট ফর গার্লস সেন্টারে তিনটি স্কুলের পরীক্ষা রয়েছে আজ। তিনটি স্কুল মিলিয়ে ২১৬ জন মাধ্যমিক পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন এবং গোলাপ দিয়ে জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষায় উৎসাহ দেওয়া হয়েছে।

West Bengal Live News : গড়িয়াহাটে প্রবাসী বাঙালিকে মারধরের ঘটনায় গ্রেফতার এক

গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে প্রবাসী বাঙালিকে মারধরের ঘটনায় গ্রেফতার এক। মূল অভিযুক্ত প্রোমোটারের এক সহযোগীকে গ্রেফতার করল রবীন্দ্র সরোবর থানার পুলিশ। ঘটনায় মার্কিন দূতাবাসে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত প্রবাসী বাঙালি। এদিকে, ঘটনার জন্য় কার্যত আমেরিকাবাসীকেই দায়ী করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।  

Madhyamik 2024: দীর্ঘ ৩৫ বছর পর আবার সকালে ফিরল মাধ্য়মিক পরীক্ষা

আজ থেকে শুরু হচ্ছে মাধ্য়মিক পরীক্ষা। এবার মাধ্য়মিক দেবে ৯ লক্ষেরও বেশি পরিক্ষার্থী। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। সকাল পৌনে ১০ টা থেকে শুরু হবে জীবনের প্রথম বড় পরীক্ষা। শেষ হবে দুপুর ১টায়। প্রশ্ন ফাঁস রুখতে এবার বিশেষ ব্য়বস্থা নিয়েছে মধ্য়শিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রের প্রতিটি পাতায় ক্রমিক নম্বরের কোড লুকোনো রয়েছে। কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের কোনও পাতার ছবি তুললে বোঝা যাবে কে ছবি তুলেছে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা এবছরের মতো বাতিল হয়ে যাবে। পরীক্ষা ঘিরে কড়া নিরাপত্তার ব্য়বস্থা করা হয়েছে। সেন্টারে সেন্টারে কড়া নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। মোবাইল ফোন সহ নিষিদ্ধ জিনিস নিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল পর্যন্ত হতে পারে। বনাঞ্চলের পরীক্ষার্থীদের জন্য বাস এবং পাহাড়ে পরীক্ষার হলে রুম হিটারের ব্য়বস্থা করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে সকাল ১০ টায় পরীক্ষা শুরু হত। ১৯৮৮ সালে দুপুর ১২ টায় চালু হয় মাধ্য়মিক। দীর্ঘ ৩৫ বছর পর আবার সকালে ফিরল মাধ্য়মিক পরীক্ষা। 

Madhyamik Exam 2024: মাধ্য়মিক প্রশ্ন ফাঁস রুখতে এবার বিশেষ ব্য়বস্থা নিয়েছে মধ্য়শিক্ষা পর্ষদ

আজ থেকে শুরু হচ্ছে মাধ্য়মিক । এবার মাধ্যমিকে বসছে ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। সকাল পৌনে ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। প্রশ্ন ফাঁস রুখতে এবার বিশেষ ব্য়বস্থা নিয়েছে মধ্য়শিক্ষা পর্ষদ

Madhyamik 2024: মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রয়োজনে কন্ট্রোল রুম খুলেছে পর্ষদ, রইল যোগাযোগের নম্বর

 পর্ষদের কন্ট্রোল রুমের নাম্বার ও যোগাযোগের ই-মেল আইডি


পর্ষদের পরীক্ষা বিভাদের সঙ্গে যোগাযেগের ই-মেল আইডি হল examwbbse@gmail.com
প্রয়োজনে যোগাযোগ করা যাবে পর্ষদের কন্ট্রোল রুমে। নম্বরগুলি হল, 033-2359-2277, 2321-3844 
উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসের নম্বর হল 9147135748.
পাশাপাশি, বর্ধমান আঞ্চলিক অফিস 9147135747
এবং মেদিনীপুর আঞ্চলিক অফিসের নম্বর হল9147135752

Madhyamik Exam 2024: মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে রেল, শিয়ালদা শাখায় লোকাল ট্রেনে আজ অতিরিক্ত স্টপেজ 

 মাধ্যমিক পরীক্ষার জন্য শিয়ালদা শাখায় লোকাল ট্রেনে অতিরিক্ত স্টপেজ 


কোথায় কখন কোন ট্রেন দাঁড়াবে ?


৩১৮১৫ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি ৮ টা ২২ নাগাদ দাঁড়াবে জালালখালি।
৩১৮১৯ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি ,  পলতা-জগদ্দল-কাঁকিনাড়ায় দাঁড়াবে ৮:২২, ৮:২৯,৮:৪২ মিনিটে।
৩১১১১   শিয়ালদা-কাটোয়া লোকাল , জগদ্দল-কাঁকিনাড়ায় দাঁড়াবে ৮:৫৬, ৮:৫৮ মিনিটে।
৩৩৮১৯ শিয়ালদা-বঁনগা লোকাল, ৯:০১ মিনিটে বিভূতিভূষণ হল্ট-এ দাঁড়াবে
৩৩৩৬৩ বারাসাত-বঁনগা লোকাল সংহতি এবং বিভূতিভূষণ হল্ট-এ ৯:০৬ এবং ৯:২৯ মিনিটে দাঁড়াবে।
৩১৮২৫ শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল দুপুর ১ টা ০৫ নাগাদ দাঁড়াবে জালালখালি।
০৩১৮৩ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল দাঁড়াবে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়রাডাঙা-তে দুপুর ১ টা ১৩ মিনিটে, ১টা ২০মিনিটে, ১টা ২৮ মিনিটে এবং দুপুর ২ টা ১৪ মিনিটে।


৩১৭৬৯ রানাঘাট-লালগোলা ট্রেনটি  জালালখালিতে দুপুর ১ টা ৩৮ মিনিটে দাঁড়াবে।
৩১৫২৩ শিয়ালদা-শান্তিপুর লোকাল জগদ্দলে দাঁড়াবে দুপুর ১ টা ৪৭ মিনিটে।
৩১৮২৭ শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল জালালখালিতে দাঁড়াবে দুপুরে ২ টা ১৭ মিনিটে।
০৩১৪০ রানাঘাট-শিয়ালদা স্পেশাল সকাল ৮টা ১৫, ৮ ১৭ এবং ৮ টা ২৫ মিনিটে কাঁকিনাড়া, জগদ্দল, পলতা স্টেশনে দাঁড়াবে।
৩১৮১৮ কৃষ্ণনগর সিটি-শিয়ালদা দাঁড়াবে সকাল ৮টা২৪ মিনিট এবং ৮টা ৩৪ মিনিটে জগদ্দল ও পলতায়।
৩১৮০২ কৃষ্ণনগর -শিয়ালদা লেডিস স্পেশ্যাল ৮ টা ৪৪ মিনিট নাগাদ জালালখালিতে দাঁড়াবে।
৩১৯১৬ গেঁদে-শিয়ালদা লোকাল কাঁকিনাড়া ও জগদ্দলে ৮ টা ৫৬ মিনিট এবং ৮ টা ৫৯ মিনিটে দাঁড়াবে।
৩১৮২০ কৃষ্ণনগর -শিয়ালদা লোকাল জালালখালিতে ৯ টা ০৪ মিনিটে দাঁড়াবে।


০৩১১৬ লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার স্পেশাল কাঁকিনাড়া, জগদ্দল, এবং পলতায় ৯ টা ৭ মিনিটে , ৯ টা ৯ মিনিটে এবং ৯ টা ১৬ মিনিটে দাঁড়াবে। 
৩৩৩৬২ বঁনগা-বারাসাত লোকাল বিভূতিভূষণ হল্ট-এ সকাল ৯ টা ৩৩ মিনিটে দাঁড়াবে।
০৩১৯০ লালগোলা-শিয়ালদা স্পেশাল পায়রাডাঙা, কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতায় দুপুর ১ টা ২২ মিনিট, দুপুর ২ টা ৮ মিনিটে, দুপুর ২ টা ১০ মিনিট এবং দুপুর ২ টা ২১ মিনিটে দাঁড়াবে।
৩৩৮৩৬ বঁনগা-শিয়ালদা লোকাল বিভূতিভূষণ হল্ট-এ দুপুর ২ টা ১৮ মিনিটে দাঁড়াবে।
৩১৮২৮ কৃ্ষ্ণনগর-শিয়ালদা লোকাল জালালখালিতে দুপুর ২ টা ১৯ মিনিটে দাঁড়াবে।

Madhyamik Exam 2024: আজ কটায় শুরু হবে মাধ্যমিক ?

মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা। আজ ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এবার পরীক্ষায় বসবে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী।  এবার থেকে মাধ্যমিকের সময় সূচিতে এসেছে বদল। মাধ্যমিক এগিয়েছে ২ ঘণ্টা। উচ্চমাধ্যমিক ২ ঘণ্টা ১৫ মিনিট।এতদিন মাধ্যমিক শুরু হত সকাল ১১টা ৪৫-এ। শেষ হত দুপুর ৩টেয়। শুক্রবার সকাল ৯.৪৫ থেকে শুরু হবে জীবনের প্রথম বড় পরীক্ষা। শেষ হবে দুপুর ১টায়। 

West Bengal Live News : আজ থেকে ধর্নায় মমতা

১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে আজ থেকে ধর্নায় মমতা । আজ থেকে ৪৮ ঘণ্টার ধর্নার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপরে জেলায় জেলায় ধর্নার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের

Madhyamik Exam 2024: আজ শুরু মাধ্যমিক

শুরু মাধ্যমিক। সময় এগিয়ে শুরু সকাল পৌনে ১০টায়। গেট খুলবে সাড়ে ৮টায়। প্রশ্নপত্রের মধ্যেই লুকিয়ে কোড, ছবি তুললেই পরীক্ষা বাতিল। 

প্রেক্ষাপট


  •  ঝাড়খণ্ডে এবার কি পালাবদল? সাসপেন্সের মধ্যেই আর হায়দরাবাদ যাওয়া হল না জোটের ৩৮ বিধায়কের। শেষমুহূর্তে উড়ান বাতিল। ফিরতে হল বিমানে উঠেও।
     

  •  রাঁচিতে পরতে পরতে নাটক। ঘন কুয়াশার কারণ দেখিয়ে শেষমুহূর্তে বাতিল হায়দরাবাদগামী বিমান। সরকার গঠনের দাবিতে কাল রাজ্যপালের কাছে দরবার। 
     

  •  শিলিগুড়ি, মালদার পর বীরভূম। কাল রাহুল গাঁধীর ন্যায় যাত্রার মিলল না অনুমতি। শুরু হচ্ছে মাধ্যমিক, তাই র‍্যালি করা যাবে না, জানিয়ে দিল পুলিশ। 
     

  •   আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার হেমন্ত। বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। (ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পোরে আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। )
     

  •  দুর্নীতির অভিযোগে একের পর এক নেতা-মন্ত্রী জেলে। ঝাড়খণ্ডের উদাহরণ টেনে মমতাকে পাল্টা আক্রমণে সুকান্ত।  
    'চম্পই ব্যানার্জি খুঁজুন'

  •   বাজেটেও উঠল দুর্নীতির প্রসঙ্গ। পরিবারতন্ত্র নিয়ে আক্রমণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী।  
     

  •  মালদা থেকে মুর্শিদাবাদে রাহুল। ন্যায় যাত্রায় যোগ দিলেন সেলিম-সুজন। কংগ্রেসের পতাকার পাশেই উড়ল লাল নিশান। পাগলের মতো হ্যাংলামি, কটাক্ষ কুণালের। 
     

  •  বিশ বাঁও জলে জোট। সিপিএম-কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়ে ফের একলা চলোর ডাক মমতার। আরএসএস-বিজেপির রুটেই চলছে তৃণমূল, পাল্টা সেলিম।  

  •  চমক ছাড়াই দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট। মধ্যবিত্তকে হতাশ করে আয়কর কাঠামো অপরিবর্তিত। মহিলা ভোটের কথা মাথায় রেখে একগুচ্ছ ঘোষণা।
     

  •   লাখপতি দিদি ১ কোটি, লক্ষ্য আরও ২ কোটি। ভোটমুখী বাজেটে ঘোষণা সীতারমণের। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৫ বছরে আরো ২ কোটি বাড়ির টার্গেট। 
     

  •  ভোটের মুখে বাজেটের প্রশংসায় মোদি। উন্নত ভারতের ভিত্তি বলে ব্যাখ্যা। শুধুই ১০ বছরের চর্চা, কটাক্ষ কংগ্রেসের। ভোটের মুখে গিমিক, বলল তৃণমূল। 
     

  •  জমি জটে রেলের প্রকল্প। নন্দীগ্রাম, বালুরঘাটের নাম করে রাজনীতির ঊর্ধ্বে ওঠার পরামর্শ রেলমন্ত্রীর। সবই তো শুরু হয়েছিল মমতার জমানায়, পাল্টা তৃণমূল।  
     
     
     বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্নায় তৃণমূলনেত্রী। ৪৮ ঘণ্টার অবস্থান। আমিও চাই বিচার পাক বঙ্গবাসী, শাহ-সাক্ষাতের পর দাবি রাজ্যপালের। 
     

  •  কাল অম্বেডকর মূর্তির পাদদেশে ধর্নায় মুখ্যমন্ত্রী। গাঁধী রোডে চাকরিপ্রার্থীদের ৩দিন ধর্নায় বসতে বারণ করল পুলিশ। দেখানো হল আইনশৃঙ্খলার কারণ। 
     
     

  • টাকার বিনিময়ে প্রশ্ন-বিতর্কে সংসদ থেকে সাসপেন্ড। কৃষ্ণনগরের প্রার্থী মহুয়াই, পাশে বসিয়ে বুঝিয়ে দিলেন নেত্রী।  
     

  •  শিশির অধিকারীকে গুরুদেব বলায় কোপ, কাঁথি পুরসভায় পালাবদল। সুবলকে সরিয়ে অখিল-পুত্র চেয়ারম্যান। আস্থা আছে কোর্টেই, বললেন সুবল। 
     

  •  জেলায় পুলিশমন্ত্রী, নদিয়ায় পুলিশকে গাছে বেঁধে হেনস্থা। জমি বিবাদের খবর পেয়ে যেতেই এসএআই, কনস্টেবলকে নিগ্রহ। উদ্ধার করল বিশাল পুলিশবাহিনী। 
     
     

  • বাড়ির কাছে মুণ্ড, বহু দূরে দেহ। পঞ্চম শ্রেণির ছাত্রীকে খুনের প্রতিবাদে ফুঁসছে মালদা। থানার সামনে বিজেপির বিক্ষোভ। পুরনো শত্রুতায় খুন, সন্দেহ পুলিশের। 
     

  •  ব্যবসায়ীর নাবালিকা কন্যাকে নৃশংসভাবে খুন ঘিরে রণক্ষেত্র ইংরেজবাজার।বাড়ি থেকে ৬ কিমি দূরে মিলল মুণ্ডহীন দেহ। ফুটেজ দেখে গ্রেফতার প্রতিবেশী। 
     

  •   খাস গড়িয়াহাট এলাকায় তোলাবাজি। প্রবাসী বাঙালিকে রাস্তায় ফেলে মার। অবশেষে একজন গ্রেফতার। এখনও অধরা মূল অভিযুক্ত প্রোমোটার ও তার ভাই। 
     

  •  আজ মাধ্যমিক, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও নরেন্দ্রপুরে স্কুলে তাণ্ডবে অভিযুক্তদের খোঁজ পেল না পুলিশ! অভিযুক্ত প্রধান শিক্ষকের অফিস সিল। 
     

  •  প্রাথমিকে সাড়ে ৯ হাজার নিয়োগের প্যানেল ঘোষণা হতেই হাইকোর্টে ১০ চাকরিপ্রার্থী। স্থগিতাদেশ চেয়ে মামলার অনুমতি বিচারপতি মান্থার।  আজ শুনানির সম্ভাবনা।
     

  •   শুরু মাধ্যমিক। সময় এগিয়ে শুরু সকাল পৌনে ১০টায়। গেট খুলবে সাড়ে ৮টায়। প্রশ্নপত্রের মধ্যেই লুকিয়ে কোড, ছবি তুললেই পরীক্ষা বাতিল। 
     

  •  অসুস্থ কবীর সুমন। নদিয়া থেকে ফিরেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী।  
     

  •  একযুগ পর জাতীয় ট্রফি জয়। সুপার কাপ ট্রফি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর বাসভবনে গেলেন ইস্টবেঙ্গলের ক্লাব কর্তারা। দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। 
     

  •  লোকসভা ভোটের আগে কী ভাবছেন হাওড়ার আম-জনতা? কী বলছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা? ঘুরে দেখলেন পূজারিণী। 

  •  
     আমাকে জেলে পুরলে, জেল ফুটো করে বেরিয়ে আসব। হেমন্তের গ্রেফতারির পরদিনই বললেন মমতা। এবার রানির পালা," হুমকি সুকান্তর।  

  •  সেনার জমি-চুরির অভিযোগে জেলে গেলেন হেমন্ত সোরেন। 'ন্যায় যাত্রা'য় সামিল হয়ে রাহুলের প্রশংসায় পঞ্চমুখ সেলিম-সুজন।  

  •  মুখ্যমন্ত্রীর নদিয়া সফরের দিন নদিয়াতেই পুলিশকে গাছে বেঁধে নিগ্রহ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.